এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮১৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 122.172.16.69 | ২৮ জুন ২০১০ ২১:১৫455261
  • জান যে গিম্পে লেয়ার করা যায়? তাহলে FUD মারছিলে!?

    লসাগু, ফ্রি মানে সত্যি ফ্রি না ফ্রী-হলেও-হতে-পারে বলছ? সত্যি ফ্রি আমার কাছে ওপেন-সোর্স। জানি ভেতরে কী-লগার নেই, ট্রোজান নেই, কল-হোম নেই ইত্যাদি।

    তবে হতে পারে, উইন্ডোজে লিনাক্সের থেকে ফ্রি সফটওয়্যার তুলনামূলকভাবে বেশি। কিন্তু লিনাক্সে ফ্রী সফটওয়্যারের ছড়াছড়ি। আমি সোর্সফোর্জে এক্ষুণি ফিনান্সিয়াল সফটওয়্যার সার্চ করলাম -

    লিনাক্স - ১১৮
    উইন্ডোজ - ৬৭
  • Sibu | 66.102.14.1 | ২৮ জুন ২০১০ ২১:২৩455263
  • একটা পোশ্নো করবো? এই যে কথাটা লোকে বলছে, বেশী লোকে যা ব্যবহার করে তাই ভাল, এই কথাটা বুঝতে পারলুম না। এই যে বছর দশেক আগেও লোকে চর্বিতে ভাজা না হলে ফ্রেঞ্চফ্রাই ছুঁয়েও দেখতো না। তাহলে কি চর্বিতে ভাজা খাবারই ভাল?
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ২১:২৩455262
  • ন্যাড়াদা আমার পোস্টটা ভালো করে পড়ে নি, বা আমার লেখার দোষ। ফটোশপে ১৯৯৮ থেকে লেয়ার করা যায়। গিম্প কি তখন ছিল? থাকলেও কি লেয়ার করা যেত? ফটোশপের জনপ্রিয়তার মূলে এই জাতীয় পায়োনিয়ারিং টেকনলজি, এছাড়াও আরও হাজার গণ্ডা ফাংশানালিটি, আর ঝিনচ্যাক আউটপুট। ইজি টু ইউজ। গিম্প হল পুওর ম্যানস ফটোশপ।
  • lcm | 128.48.254.26 | ২৮ জুন ২০১০ ২১:৩৪455264
  • ন্যাড়া, সোর্সফোর্জ তো কোড বেস রিপোসিটেরি - তাই না? আমি যখন নামিয়েছি সেগুলো php/java/javascript কোড। তবে একদম রেডিমেড অ্যাপ থাকতেও পারে।
    অ্যাকাউণ্টিং ছাড়াও , এই ধরো সিম্পল ফটো এডিটিং সফটওয়্যার- কত ফ্রি অপশন। ইন ফ্যাক্ট, এখানে তুমিই বোধ হয় কতগুলো অপশন দিয়েছিলে।
    বাই দ্য ওয়ে, এখন দেখলাম কুইকবুকস এখন ইনটিউট-এর, এবং কোনো লিনাক্স ভার্শান নেই, ম্যাক আছে।
    কিন্তু সত্যিই লিনাক্সের জন্য সফটওয়্যার পাওয়া মাঝে মাঝে খুব মুশকিল হয়। এখানে লিখেছিলাম আগে, আমি ব্ল্যাকবেরি অ্যাপ ম্যানেজমেন্ট সফটোয়্যার পাই নি। এখন হয়ত আছে।
  • lcm | 128.48.254.26 | ২৮ জুন ২০১০ ২১:৩৭455265
  • আরে শিবুদা, উইন্ডোজ কে চর্বি ওয়ালা ওএস বলল। তার মানে লিনাক্স হল লিন এন্ড মিন। সেটা তো ঠিক। কিন্তু, বাজারে রেসিপি নেই, গ্রোসারি গুলো ইনগ্রেডিয়েন্‌ট্‌স বিক্রি করে না :)
  • Sibu | 66.102.14.1 | ২৮ জুন ২০১০ ২১:৪২455266
  • আরে না না, উইন্ডোজকে চর্বিওলা বল্লুম কখন? জানতে চাইলুম 'লোকে যারে ভাল বলে ভাল সেই হয়' - এই কথাটা সত্যি কিনা।
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ২১:৫২455267
  • বোকার প্রশ্ন গুলো গুরুত্বপুর্ণ।

    প্রথমত, DRM টেকনলজি ওপেন সোর্সের ফিলজফির বিরুদ্ধে। এটা বোঝা জরুরি।

    http://en.wikipedia.org/wiki/Digital_rights_management

    এখন ইউজার হিসেবে আপনি নিজের স্বাধীনতা কে গুরুত্ব দেবেন না কর্পোরেট চয়েস কে প্রাধান্য দেবেন সেটা সম্পুর্ণই আপনার ব্যাপার।

    লিনাক্সে কিছু 'রেস্ট্রিক্টেড' কনটেন্ট চালানো যায়। সেগুলি হ্যাক করা। (যেরকম libddvcss ইউজ করে ভিডিও চালানো) ইন প্রিন্সিপলে, আপনার জিওগ্রাফিকাল লোকেশনে সেটা পানিশেবল ক্রিমিনাল অফেন্স হতে পারে!!!
    যদ্দুর জানি, PSP GO কিছুদিন আগে এক পাব্লিক হ্যাক করেছে।

    ইউজুয়ালি, ড্রাইভার সিডি থেকে PPD ফাইলে টা বার করে নিয়ে ডেটাবেসে ঢুকিয়ে দিলে প্রিন্টার কাজ করা উচিত।
  • Ishan | 122.163.77.241 | ২৮ জুন ২০১০ ২২:০১455268
  • আম্মো ঘুমোনোর আগে দু পয়সা দিই।

    আমি কদিন নিজের পিসিতে উবুন্টু বসিয়েছিলাম। দুটো সমস্যা হয়েছিল।
    ১। নেটওয়ার্ক ড্রাইভারটা ডিফল্ট ইনস্টলারে আসেনি। সে কি কেলো। নেটে কানেক্টও করতে পারিনা, ড্রাইভার নামাতেও পারিনা। এটা অবশ্য মাইনর সমস্যা।

    ২। এইটা মেজর সমস্যা। লিনাক্সে এমন কোনো ব্রাউজার পেলাম না যারা ডায়নামিক ফন্ট (ইওটি) সাপোর্ট করে। ফলে বাংলা পড়া চুলোয় গেল এবং আমি জানালায় ব্যাক।

    কেউ এই দুই নং প্রবলেম টা সলভ করে দিলেই আমি হাফাহাফি লিনাক্সে চলে যাব। কিন্তু এখনও কেউ করেনি। অতএব যাবনা।
  • Ishan | 122.163.77.241 | ২৮ জুন ২০১০ ২২:০৯455269
  • আরেকটা পয়েন্ট। আপিস প্রসঙ্গে। আমি আর কমরেড অপ্পন একবার একটা ওপেন আপিস অ্যাপ্লি লিখছিলাম। ওপেন আপিস এম এস আপিসের ভিবির মতো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দেয়। কি যেন বেশ নাম। সেটা লিখতে গিয়ে একেবারে কাপড়ে চোপড়ে। কারণ এক বর্ণ ডকুমেন্টেশন নেই। আন্দাজে সিনট্যাক্স লিখতে হয়। শেষে কমরেড অপ্পন কিকরে যে এপিআই যোগাড় করল ঈশ্বরই জানেন।

    কিন্তু বাংলা কথা হল, ওপেন আপিসে ডকুমেন্টেশনের প্রবল অভাব।

    তবে সব ওপেন সফটওয়্যারই যে এরকম তা নয়। ফাফ বহুত ভালো। নন-স্ট্যান্ডার্ড বাংলা সাইট দেখা ছাড়া আর কোনো অসুবিধে নেই। ওপেন আপিসও যদি এমন হত।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ২২:২৫455271
  • সেকি? ইশানের এই সমস্যা আমার ২০০৪-২০০৫ সালে হয়েছিল রেড হ্যাটে। সে কি কেলো। নেট কানেক্ট করতে ১ হপ্তা লেগেছিল। প্রথমে ড্রাইভার পাই না, তারপর কি করব সেটাই বুঝতে পারি না। লাখে লাখে 'কমিউনিটি হেল্প' পড়েও লাভ হল না। তখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ফোন করলাম, বলে কিনা তারা লিনাক্ষ সাপোর্ট করে না। তারপর আর কি লড়ে টড়ে কোনরকমে হল। এবাপু বুড়ো বয়সে আর পোষায় না, ছোটবেলায় এন্তু ছিল করতাম। এখন এসব করলে আবাপ পড়বে কেডা?

    হ্যাঁ আমিও গতবছর এই গুরুতেই রিয়ালিটি শো করে উবুন্তু লোড করলাম। তারপর পদ্মা দিয়ে আবাপ পড়তে গিয়ে চোখ যায় যায় অবস্থা। এখন ঐ ল্যাপিটা নিয়ে ছেলে খেলে। :((
  • lcm | 128.48.7.173 | ২৮ জুন ২০১০ ২২:৩১455273
  • লোকে যারে ভালো বলে (শুধু বলে না, পয়সা দিয়ে কেনে), সে খারাপই বা হবে কেন। ভাল তো হতেই পারে :)

  • nyara | 122.172.16.69 | ২৮ জুন ২০১০ ২২:৩১455272
  • লসাগু, সোর্সফোর্জ একাধারে কোডবেস রিপোসিটরি ও ডিস্ট্রিবিউশন চ্যানেল। অনেকদিন যাওনি মনে হচ্ছে। গিয়ে ঘুরে এস।

    ঈশান যেটা বলেছে, সেটা আমার বহুদিনের পেট পীভ। নেটস্কেপ 4.x অব্দি ডাইনামিক ফন্ট সাপোর্ট করত - বিটস্ট্রিমের-টা। ওরাই শুরু করেছিল। 5.0-তে নেটস্কেপ একদম নতুন কোডবেস নাবাল ও ডাইনামিক ফন্ট সাপোর্ট মায়ের ভোগে গেল। ফলে মোৎজিলা যখন নেটস্কেপ কোড ইনহেরিট করল তখন আর তাতে ডাইনামিক ফন্ট সাপোর্ট নেই।

    মাইক্রোসফট, তাদের সব নিজেদের করতে হবে - স্ট্যান্ডার্ডাইজেশন একদম না-পসন্দ - EOT টেকনোলজি আনল বিটস্ট্রিমের কম্পিটিটর হিসেবে। সে শুধু IE-তে চলে। এখন ডাইনমিক ফন্ট টেকনোলজি বলতে ঐ টিঁকে আছে।

    অ্যাদ্দিনে মাইক্রোসফট বোধহয় EOT ওপেন করে দিয়েছে। কিন্তু HTML 5-এ আর আলাদা ডাইনমিক ফন্ট লাগার কথা নয়। যদ্দুর স্পেক পড়ে বুঝেছিলাম।
  • lcm | 128.48.7.173 | ২৮ জুন ২০১০ ২২:৪৪455275
  • আমরও এটা মনে হয়েছে। লিনাক্স উইন্ডোজ বা ওপেন অফিস একটু পিছিয়ে। হচ্ছে, ধীরে। অবশ্য ওপেন সোর্স।
    আগেও বলেছি ভেন্ডর সাপোর্ট ছাড়া মার্কেট পেনিট্রেশন টাফ, শুধু ওএস দিয়ে...। কুইকবুকস দেখতে গিয়ে দেখলাম, টার্বো ট্যাক্স-এর ও কোনো লিনাক্স ভার্সান নেই (উইন্ডোজ আর ম্যাক আছে)।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ২২:৪৪455274
  • OOBasic

    আগে লিখেছি তো। ম্যাক্রো লেখার কথা বলতে গিয়ে। ডকুমেন্টেশন পাওয়া যায় না তা নয়। সাপোর্ট কমুনিটিও একটা আছে। কিন্তু সেসব বনেবাদাড়ে গরুখোঁজা করার মত। তাও সে আড়াই বছর আগের কথা। এখন হয়ত সিচুয়েশন বেটার হয়েছে। তবে আরো বেশ বেশ অনেকদূর যেতে হবে।

    দিনের শেষে শেষমেশ একটা বেসিক জিনিস নেমেছিল। GUI টা অতি ওঁচাই রয়ে গেল। আর এফোর্ট এস্টিমেশন করতে বসলে যেটা এক হপ্তার কাজ ভিবিএতে ম্যাক্রো লিখে করলে সেইটা এখানে দাঁড়াবে মিনিমাম চার হপ্তা।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ২২:৪৭455276
  • বোকার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওপেন সোর্স সবসময়েই কর্পোরেটকে ফলো করছে। ফলে যেকোন গিভেন সময়ে ওপেন সোর্স পিছিয়ে রয়েছে। এসব না করে একেবারে নতুন কোন দিক কি ওপেন সোর্স খুলতে পারে? রিলায়াবিলিটি, স্কেলেবিলিটি, সিকিউরিটি ইত্যাদি গুরুত্বপূর্ণ কিন্তু ততটা নয়। এগুলো যাদের কাছে গুরুত্বপূর্ণ তারা (১%) অলরেডি ওপেন সোর্স ব্যবহার করে। বাকি ৯৯% এর কাছে গ্রহণযোগ্য হতে গেলে নতুন কিছু দরকার।
  • Sibu | 66.102.14.1 | ২৮ জুন ২০১০ ২২:৪৯455277
  • @lcm

    চর্বিতে ভাজা ফ্রেঞ্চফ্রাই-ও তো লোকে পয়সা দিয়ে কেনে!

    সেই বা তবে খারাপ হতে যাবে কেনে?
  • lcm | 128.48.7.173 | ২৮ জুন ২০১০ ২৩:০২455278
  • খারাপ কোথায়? অতীব সুস্বাদু!
  • boka | 122.164.40.4 | ২৮ জুন ২০১০ ২৩:০৬455279
  • কেলোদা ।।। old is gold কথাটা কি কম্পিউটারের জন্য প্রযোজ্য ? আমি তো বরং উল্টোটা জানি। খালি বিশ্ববিদ্যালয় আর দেশের সরকার গুলো লিনাক্স কে সাপোর্ট কোরে তার একটা বিরাট কারন হল কেলোদার old is gold strategy। সেখানে একটা PC কেনা হলে কবে আবার upgrade করা হবে কে জানে ! তাই সেখানে লিনাক্স বিনা পয়সাতে পুস্টিকর খাদ্য :-) লিনাক্স এর এত বিরাট গুন হলো পুরানো মেশিনেও দিব্বি চলে :-) বিনা পয়সাতে ।

    বাড়িতে লোকজন একটা PC কতদিন ব্যাবহার করে শুনি ? একট সময়ের পর upgrade করাটা জরুরি, সেটা মানবেন তো ? পুরানো জিনিস আঁকড়ে কত দিন পড়ে থাকবেন দাদা। আমি India এর কথা ছেড়েই দিলাম। এখনো 3G ভাল করে বাজারে এলো না।

    3G তো ছেড়েই দিন ।।। swine flu এর টীকাটাও এখনো ভারতের বাজারে এলো না :-(
    আপনার old is gold এবং ধীরে চলো নীতি নিয়ে থাকতে গেলে তো কম্পুটার ছেড়ে typewriter এ ফিরে যেতে হয় :-(

    আমি DRM content এর কথা ছেড়েই দিলাম । নতুন device আর গেম্‌স নিয়ে কোনো বক্তব্য আছে কি ? নাকি পিছিয়ে থাকার পরামর্শ দিচ্ছেন ?
  • SC | 128.2.53.210 | ২৮ জুন ২০১০ ২৩:০৮455280
  • আচ্ছা, সিপিএমের পার্টি আপিসে কি লিনাক্ষ ব্যবহার করে না উইন্ডোজ? :প
  • lcm | 128.48.7.173 | ২৮ জুন ২০১০ ২৩:৩০455282
  • ন্যাড়া-র সাথে একমত। মাইক্রোসফট-এর ব্রাউজার আমারও না-পসন্দ। কিন্তু, নিরুপায়।
  • lcm | 128.48.7.173 | ২৮ জুন ২০১০ ২৩:৪২455283
  • ন্যাড়া, আমি কিন্তু এখানে (এই থ্রেডে) যারা মেজরিটি পোস্ট করেছে, তাদের সবাইকে টেকি ইউজার হিসেবে দেখছি। এর মধ্যে প্রো-লিনাক্স, প্রো-উইন্ডোজ সকলেই আছেন।

    ম্যাঙ্গো ইউজার, টেকি ইউজার, নন-টেকি ইউজার, মিড লেভেল টেকি ইউজার --- এসব নিয়ে কনফিউশন চলছে।

    এন্ড ইউজারের দুটো উদাহারণ এখানে দেওয়া হয়েছে। মিষ্টির দোকানের মালিক, হোমিওপ্যাথ ডাক্তার।
  • bitoshok | 76.113.141.132 | ২৯ জুন ২০১০ ০০:০০455284
  • সবথেকে পাওয়ারফুল কম্পিউটার গুলো দেশের সরকারের হাতেই থাকে। ভারতেও আছে। সেগুলো নিয়মিত আপডেটেড-ও হয়।

    হার্ডওয়ারের সাপোর্ট লিনাক্সে যে সাথে সাথে পাওয়া যায় না, সেটা ওপেন সোর্সের প্রব্লেম নয়। ভেন্ডরের প্রব্লেম। অমার তো মনে হয়, কনশাস কনজুমারের উচিত প্রথমে ভেন্ডর কে কিক করা।
  • d | 219.64.68.130 | ২৯ জুন ২০১০ ০৯:১৯455285
  • আমাকে আর মাস দুইয়ের মধ্যেই একটা ল্যাপী কিনতেই হবে। এইটা আবার ঘ্যাঁকো ঘ্যাঁকো আওয়াজ শুরু করেছে। খুব গরমও হয়ে যাচ্ছে। অথচ এরা এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারল না। কোনো মানে হয়!

    রঞ্জনদা, দীপ্তেনদা, তেকোনা --- এদের উইন্ডো আর বনাম দুইই দিয়ে দেখলেই বোঝা যাবে বলে মনে হয়।
  • SC | 67.186.56.191 | ২৯ জুন ২০১০ ১০:২৫455286
  • হটাৎ ভাবলাম একটু মতামত দিয়। মারাত্মক নতুন কিছু বলব এমন নয়, আগের লেখকরা সবকটা পয়েন্ট নিয়েই আলোচনা করেছেন মনেহয়।

    তো যাইহোক, আগে নিজেকে এই টেকি স্পেকট্রামে প্লেস করেনি। আমি একদম হার্ড সায়েন্সের এক্সপেরিমেন্ট করে পেট চালাই, টেক জাতীয় জিনিসপত্র সম্পর্কে বেশ সড়গড় বলেই মনে করি। তবে কম্পিউটার সায়েন্সে কোড বিশেষ লিখি না। ম্যাটল্যাব ইত্যাদির লোক।

    বেশ কয়েকবার লোকজনের মুখে শুনে, আর বামপন্থী রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে লিনাক্ষ ইনস্টল করেছি, ডুয়াল বুট করে। ইচ্ছে করলে যে কয়েকটা কম্যান্ড রপ্ত করতে পারিনা তা নয়, এই ব্যপারে পূর্ণমাত্রায় নিজের উপরে কনফিডেন্স আছে। তাহলে কেন এখনো উইন্ডোজে?

    প্রথমত ওয়ার্ড আর পাওয়ারপয়েন্ট। সব পেপার, রিপোর্ট অন্যান্য ডকু আমাদের ল্যাবে ওয়ার্ডে লেখা হয়, সেটা লিনাক্ষে চালানো হেবি ঝক্কি। তার উপরে ওগুলো করে করে অভ্যাস। ফটাফট ফরম্যাটিং ইত্যাদি হয়ে যায়। ডেডলাইনের আগে বসে বসে ওপেনফিসে কি করে এটা করব,ওটা করব, এসব কোনো ইউজার ফোরাম থেকে খুঁজতে গেলেই তো হয়েছে। তার উপরে প্রফেসনাল লুক আসে না।

    দুই হচ্ছে সফটওয়্যার। সকালে আবাপ পড়ব কি করে? কি করেই বা সপকাস্ট মার্কা সফটওয়ার নামিয়ে লুকিয়ে খেলা দেখব। ওমুকের প্লাগিন খোঁজো, তমুকের কোন ডিপেন্ডেন্সি নেই, তাই ইনস্টল হচ্ছে না, কম হ্যাপা।
    তার চেয়ে বিলুবাবুই ভালো। সকলে ইউজ করে, সব সমস্যাতেই অন্যকেউ একটা কিছু কল নামিয়ে রেখেছে, খুঁজে পেতে ব্যাবহার করো।

    তাও ছোটখাটো সমস্যা যদি ইগনোরও করি, ড্রাইভার ইত্যাদি নিয়ে, লিনাক্ষ যতদিন না ওয়ার্ড ঠিক করে চালাতে পারবে, এমনকি আমাদের মত টেকি জনতার কাছেও (এখানে টেকি শব্দটা একটু ব্রড সেন্সে ব্যাবহার করলাম)লিনাক্ষতে যাওয়া সম্ভব না, ইচ্ছে থাকলেও।
  • aka | 24.42.203.194 | ২৯ জুন ২০১০ ১০:৩৬455287
  • সত্যি, ওয়ার্ডে সাইন্টিফিক পেপারও লেখা যাচ্ছে, ইকোয়েশন এডিটরটা কি ভালো করে দিয়েছে? সিগমা n=1, infinity বা ইন্টিগ্রেশন লিখতে অসুবিধা আর হয় না?

    বোঝো কাণ্ড, ল্যাটেকেরও দিন গেল। আগে ওয়ার্ডে এই ইকোয়েশন গুলো হত কুচ্ছিত দেখাত। আর আমার মনে হয় লাইন স্পেসিংটা ঝাড়ের, ওটাও ল্যাটেকে ভালো হয়। এরপর কিছু বললে নিজের গোলে বল ঠেলা হয়ে যাবে। :))
  • SC | 67.186.56.191 | ২৯ জুন ২০১০ ১০:৪৫455289
  • ম্যাথটাইপে তো দিব্যি লেখা যায়, খারাপ দেখায় না তো (এই রে, এবারে ল্যাটেকের জনতা তেড়ে এলো বলে :) )

  • nyara | 203.110.238.16 | ২৯ জুন ২০১০ ১০:৪৫455288
  • এই তক্কতে আমার যে অসুবিধেটা হচ্ছে, লিনাক্স-ব্যাশাররা, হয়তো অজ্ঞানতাবশত:ই, বেশ কিছু অর্ধ-সত্য ছাড়ছেন। বা ইনসিনুয়শন। লিনাক্সের কমিউনিটি অত্যন্ত স্ট্রং এবং হেল্পফুল। সাধারণত: এখনও অব্দি আমার এমন কোন সমস্যা হয়নি যার সমাধান আমি (পয়সা খরচ না করেই) নেটে খুঁজে পাইনি।
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১০ ১০:৪৭455290
  • গুগল কি সত্যিই জানালা ব্যান করল ? অবিশ্যি এসব ব্যান-ফ্যান বা মামলা-মোকদ্দমা ছাড়া জানালাকে ঠেকানোর রাস্তাই বা কী ? :)
  • aka | 24.42.203.194 | ২৯ জুন ২০১০ ১০:৫২455291
  • ন্যাড়াদা আমার হয়েছে, এই থ্রেডেই বহুবার বলেছি। পয়সা দেওয়া সাপোর্টও কিছু করতে পারে নি। হতেই পারে সাপোর্টটা ঝাড়ের। আমার নিজের মনে হয়েছে পুরোটাকে একটা প্রসেস ধরলে এই প্রসেসের ভ্যারিয়াবিলিটি খুব বেশি। হাজার হাজার ডিস্ট্রো, তার লক্ষ লক্ষ কম্বিনেশ। ফলত, ভ্যারিয়েশনও খুব বেশি।

    আমি মোটেও লিনাক্ষ ব্যাশার নই। পছন্দই করি, কিন্তু কাজে লাগাতে পারি না। অবশ্য আমার কাজের জন্য অপিস, মাইক্রসফট প্রোজেক্ট, ভিসিও, এইসব বাজে বাজে টুল লাগে, আর লাগে বাংলা সাপোর্ট, একটা ফ্রি ফটো এডিটর। বাড়িতে কোড আর লিখি না, সিনেমা টিনেমাও ডাউনলোড করি না।

    আচ্ছা মাইক্রসফট ভিসিওর ইকুইভ্যালেন্ট কি কোন ওপেন সোর্স আছে?
  • bitsohok | 76.113.141.132 | ২৯ জুন ২০১০ ১১:০২455293
  • @SC, ওয়ার্ডের এই প্রশংসা মাইরি হজম করা গেল না। নুথ/ল্যাম্পোর্টের TeX-এর থেকে প্রফেসনাল লুকিং সায়েন্টিফিক ডকুমেন্ট ওয়ার্ড বানায় সেই রকম দাবী আপনি নিশ্চয়ই করছেন না?

    আর, সোপকাস্ট লিনাক্সে দিব্য চলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন