এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮১৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ১৯:২৭455360
  • ন্যাড়াদা এই কথাটা একদম ঠিক। সাধারণ মানুষ লিনাক্ষ, উইণ্ডোজ এতসব নিয়ে মাথা ঘামায় না। কম্পিউটার মানে কম্পিউটার, ধরো রাইট ক্লিক করো, লেফট ক্লিক করো, ডবল ক্লিক করো, কখনো সখনো টাইপ করো। মাইক্রসফটই কি একমাত্র অপারেটিং সিস্টেম যে এগুলো দেয়? না, কিন্তু ইজি সাপোর্ট, সফটওয়ার সাপোর্ট ইত্যাদি অন্য নেটপ্যার্ক এফেক্টের জন্য, ফার্স্ট মুভার্স অ্যাডভানটেজ ইত্যাদি কারণে মাইক্রসফট এগিয়ে। তাহলে মাইক্রসফটের গুনগান গাওয়া কেন? কেননা, মাইক্রসফটের ভিশনের জন্যই মাইক্রসফট আজ এই জায়গায়। পার্সোনাল কম্পিউটারকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাইক্রসফটের যেটুকু কৃতিত্ব সেইটুকুই দিচ্ছি। মুশকিল হল অনেকেই বিভিন্ন কারণে সেটা দিতে চান না। আমার মা কম্পিউটার খুলে, নেট কানেক্ট করে যে নাতির সাথে রেগুলার ভিডিও চ্যাট করে তার সিংঘভাগ ক্রেডিট আমি মাইক্রসফটের ভিশনকে দিই।

    মার্কেটে শেয়ার নিয়ে - সেট A - মাইক্রসফট কিনেছে, সেট B - লিনাক্ষ ডাউনলোড করেছে। A ইন্টারসেকশন B কিছু রয়েছে কিন্তু সেটা সেট B র টোটাল পপুলেশনের থেকে বেশি হতে পারে না। মানে বেস্ট কেসেও মাইক্রসফট ৯২% - ১% = ৯১%।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ১৯:৩৯455361
  • এবার ন্যাড়াদাকে অন্য একটা প্রশ্ন করি।

    সার্ভার স্পেসে লিনাক্ষর চড়চড়িয়ে উন্নতি মূলত LAMP এর জন্য এটা কি ঠিক?

    ঠিক হলে এই লিনাক্ষ, অ্যাপাচি, মাইসিকোয়েল, পার্ল প্লাটফর্ম কোন কোন সিরিয়াস অ্যাপ্লিকেশনে ব্যবহার হয়। একটা কথা তো সত্যি যে ওয়েবের বাড় বাড়ন্তর সাথে মম অ্যাণ্ড পপ ওয়েব শপ ও তাদের ওয়েব অ্যাপ্লিতে বাজার ছেয়ে গেছে। সেখানে ঠিক কতটা স্কেলেবিলিটি লাগে? নাকি ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না করতে পারার জন্য অটোমেটিক চয়েজ?

    জানতে চাইছি, আমি জানি না। কারণ আমার জানা অনুযায়ী স্কেলেবিলিটি, রিলায়াবিলিটি, সিকিউরিটি যেখানে খুব বেশি লাগে সেই ব্যাংকের সার্ভার এখনো লিগাসি সিস্টেম (বেশির ভাগ ক্ষেত্রে)। কেউ হাত ছোঁয়াতে দেয় না। লিগাসির চারধারে SOA ইত্যাদি লাগায় কিন্তু কোর প্রসেসে হাত ছোঁয়ানোর কথা বললে কামড়ে দেবে। আমার খুবই সীমিত অভিজ্ঞতা কিন্তু তাতে এই দেখেছি।
  • Arpan | 216.52.215.232 | ৩০ জুন ২০১০ ২০:০২455362
  • শুধু ব্যাংক না, এয়ারলাইন্স, ইন্স্যুরেন্স ইত্যাদি জায়গায় মেনফ্রেম আরো পঞ্চাশ বছর হেসেখেলে রাজত্ব করবে।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ২০:০৬455363
  • হেলথ ইন্সুরেন্সেও আমার দেখা বড়সড় জায়গা এখনো মেইনফ্রেমে।
  • Arpan | 216.52.215.232 | ৩০ জুন ২০১০ ২০:০৯455364
  • এবং রিটেল।
  • nyara | 203.83.248.37 | ৩০ জুন ২০১০ ২০:৫৪455365
  • LAMP আদতে লিনাক্স, অ্যাপাচি, মাইসিকোয়েল, পার্ল ছিল। এখন পার্লের জায়গা নিয়েছে পিএইচপি।

    প্রথমত: সিরিয়াস অ্যাপ্লিকেশন - ৫০০ মিলিয়ন ক্লিক পার ডে সিরিয়াস অ্যাপ্লিকেশন হলে ইয়াহু ফ্রন্ট-এন্ডে LAMP ব্যবহার করে। হয়তো ডেটাবেস সর্বত্র নেই - বাকি তিনটে আছে। ফেসবুকও বোধহয় LAMP stack-এ শুরু করেছে, এখনও হয়তো অনেকটাই আছে। এরা পৃথিবীর প্রথম দুটো most visited sites

    মম-অ্যান্ড-পপ কেউ নিজেদের সার্ভার লাগায় না। হোস্টেড এনভায়রনমেন্টে যায়। সেখানে প্রতি সার্ভারে বহু ডোমেন হোস্টেড থাকে। অ্যাপাচির ভার্চুয়াল সার্ভার ফিচার ব্যবহার করে। কাজেই সেখানেও স্কেলেবিলিটির গল্প আছে।

    ব্যাংকিং-এ সব মেনফ্রেম এটা ঠিক নয়। প্রচুর লিগ্যাসি সিস্টেম আছে যারা মূলত: ব্যাচ প্রসেস করে। সেখানে এখনও মেনফ্রেম। কিন্তু রিয়্যাল টাইম ইউজার ইন্টার‌্যাকশনে সোলারিস ছিল, গত ৭-৮ বছর লিনাক্স সেই জায়গা নিয়েছে।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জুন ২০১০ ২২:৩২455366
  • যা: ন্যাড়াদা এইটা অতি ছড়াল। মেনফ্রমে নাকি শুধু ব্যাচ প্রসেসিং হয়! এইটা কী তালে?

    http://en.wikipedia.org/wiki/CICS

    While CICS has its highest profile among financial institutions such as banks and insurance companies, over 90 percent of Fortune 500 companies are reported to rely on CICS (running on z/OS) for their core business functions
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ২২:৪২455367
  • বুঝেছি ন্যাড়াদা ওয়েব সার্ভারের কথা বলছে। ই-বে কিন্তু মাইক্রসফট।

    আর হোস্টেড সার্ভারগুলো অধিকাংশই LAMP কারণ মম অ্যাণ্ড পপ ওয়েব শপকে সাপোর্ট দেবার জন্য।

    সেলসফোর্স ইত্যাদি কোন প্লাটফর্মে চলে কেজানে?

    আর মেনফ্রেম সম্বন্ধে অপ্পন যা বলল একেবারে ক।
  • nyara | 203.83.248.37 | ৩০ জুন ২০১০ ২৩:০২455368
  • আমি বলতে চেয়েছি 'ব্যাংকিং-এ সব মেনফ্রেম নয়'। আমার ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞতা যদিও দুমাসের, সেখানে ইউজার ইন্টার‌্যাকশন মূলত: ব্রাউজার-বেসড। সে সবই লিনাক্স। কাজেই বড়সড় লিনাক্স ফার্ম আছে। পেছনে মেনফ্রেম।

    ই-বে-র ওএস কী জানিনা। তবে মেনপেজ দেখলাম অ্যাপাচি আর আইআইএস দু ধরণের সার্ভার থেকেই সার্ভড হচ্ছে।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ২৩:০৬455371
  • যতদূর জানি ই-বে মাইক্রসফট শপ।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ২৩:০৯455372
  • এই একটা স্ট্যাট পেলাম।

    ২০০৮ - 10 Percentage of US netbooks running Windows

    ২০০৯ - 96 Percentage of US netbooks running Windows

    এটা ভ্যালিডেট করি নি এখনো, ওয়েবেই পেয়েছি কিন্তু ডেটা কতটা ঠিক জানি না। তবে হলে বিগ কোশ্চেন হোয়াই?
  • Arpan | 122.252.231.10 | ৩০ জুন ২০১০ ২৩:১৩455373
  • হ্যাঁ, ফ্রন্টএন্ডে যা খুশি হাবিজাবি থাকতে পারে। ব্যাকএন্ডে মেনফ্রেম (CICS + DB2) ছাড়া চলবেক নাই।

    আইবিএম ওয়েবস্ফিয়ার জিনিসটা বেশ ভালো। ক্রস প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশনের জন্য।
  • nyara | 203.83.248.37 | ৩০ জুন ২০১০ ২৩:২৩455374
  • আমার বউ বলেছে ebay মূলত: সোলারিস ছিল, এখন লিনাক্স। ফ্রন্টএন্ডে কিছু মাইক্রোসফট থাকতে পারে। আমার বউ সব জানে।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ২৩:৩৫455376
  • ইবে মনে হয় এখনো উইণ্ডোজ।
  • nyara | 122.172.14.64 | ৩০ জুন ২০১০ ২৩:৪৩455377
  • ফ্রন্ট-এন্ড বেশি উইন্ডোজ। সঙ্গে নন-উইন্ডোজ। ব্যাকএন্ড সোলারিস। তবে এটা ক'বছর আগের। এখন নাকি ব্যাকএন্ড লিনাক্স।

    http://www.addsimplicity.com/downloads/eBaySDForum2006-11-29.pdf

    নেটক্র্যাফট শুধু ফ্রন্টএন্ড রিপোর্ট করে বোধহয়।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ২৩:৫২455378
  • সোলারিস/ইউনিক্স - ওরাকল কম্বিনেশনের ন্যাচারাল ট্রানজিশন হল লিনাক্ষ - ওরাকল।

    সিকোয়েল সার্ভার ভালো কিন্তু ঐ মিড-সাইজ শপের জন্য। ইবে সামলাতে পারবে না মনে হয়।
  • pi | 128.231.22.89 | ০১ জুলাই ২০১০ ০৬:৫৬455379
  • এই টইতে কিছু লিখবো ভেবেছিলুম। মানে আমি নিজে আর কী বা লিখতুম, বিশেষ কিছুই জানিনে। লিখতুম, এই ধর্মযুদ্ধে নিবেদিতপ্রাণ অক্লান্ত এক ক্রুসেডারকে নিয়ে দু'চার কথা যা জানি, কিছু আঁখো দেখা হাল আর আমার নিজের কম্পু সংক্রান্ত কিছু কেলোর কীর্তি-কাহিনী-কথা ( কেলোবাবুর মত প্রকৃত কীর্তি নহে :( ) ।
    তা, টইতে ঢুকতে পারলে তো ! হয় পাইথনের ফোঁসফোঁসানি, নয়তো মম-পপের পপ পপ করে বকুনি ও চোখ রাঙানি। তার উপর ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে সিয়া না সোয়া ! আধা পৌনে কিছুই বুঝিনে তার! :(
    ওদিকে কে এক পিএসপি তো প্যাটপেটিয়ে আঙুল তুলেই রেখেছে, গো , গো !
    সেই তাড়া খেয়ে সামনের ঐ একপায়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্প পোস্ট বেয়ে চড়চড়িয়ে উঠে ম্যাঙ্গোর মতন টুপটাপ ঝুলে থাকা ছাড়া আর তো কোনো গত্যন্তর দেখিনে ( উফ্‌ফ, এতেও নাকি আবার কবি জয়দেবের বকুনির খাবার সম্ভাবনা !! আর তো পারিনে! :( )

    ক্ষী যে ক্ষেলো !
  • SC | 67.186.56.191 | ০১ জুলাই ২০১০ ১০:৫১455380
  • প্রফেসনাল লুকের কথা পাওয়ারপয়েন্ট সম্বন্ধে বলেছিলাম।
    ডকু ল্যাটেকে ভালৈ লেখা যায়, আমি নিজেও উইন্ডোজে ল্যাটেক ব্যাবহার করতাম।
    ল্যাটেক নিয়ে আমার একটাই সমস্যা, মাঝে মধ্যে কমপাইল করতে বেগ পেতে হয়, ডেডলাইনের সময় ডিবাগ করা চাপ হয়ে যায়।অতাড়াহুড়োতে রিপোর্ট বানাতে হলে আমি কখনৈ ডিবাগ করতে মাথা খাটাতে যাব না। বলতে পারেন ব্যাক্তিগত প্রেফারেন্স।

    জার্নাল পেপারের ক্ষেত্রে অবশ্য প্রেসেন্টেসানটা মূল ব্যাপার।অওয়ার্ডে পেপার লেখা নিয়ে একাডেমিক কমিউনিটিতে নানা মুনির নানা মত। ছবি ম্যানেজ করার মতো কিছু জিনিস আছে, যেগুলো শিখতে একটু সময় লাগে, কিন্তু তা বলে ওয়ার্ডে প্রফেসানালি পেপার লেখা যায়না একথা আমি মানিনা। কয়েকটা ব্যাপার শিখতে একটু সময় লাগে,কিন্তু কোন ফিচারটা নেই একটু বলবেন ওয়ার্ডে? আমি বেশ কিছু লোককে চিনি (আমার এডভাইসার সহ) যারা পেপারের প্রতিটা ফিগার থেকে ফুটনোটের লুক নিয়ে বিরক্তিকর রকমের খুঁতখুঁতে, অথচ ওয়ার্ড ব্যাবহার করে পেপার লিখছেন।

    আর এই টইয়ের জন্য মানানসই একটা লিঙ্ক দিয়ে যাই।
    http://www.youtube.com/watch?v=6gbNZK60Xe4&feature=related

  • bitoshok | 76.113.141.132 | ০১ জুলাই ২০১০ ১১:৩৬455382
  • @SC
    বিশদ ব্যখ্যায় যাচ্ছি না। শুধু দুটো ছোট্ট উদাহরণ দেব। ১) kerning ২) ligature। ওয়ার্ডে কি করে ম্যানেজ করে জানাবেন।

  • Blank | 170.153.65.102 | ০১ জুলাই ২০১০ ১৩:২৬455383
  • kerning থাকে character spacing এর আন্ডারে।
    ওয়ার্ড ২০১০ নাকি ligature হ্যান্ডেল করতে পারে
  • Abhyu | 80.221.18.28 | ০১ জুলাই ২০১০ ১৩:৫৯455384
  • ল্যাটেক ওয়ার্ড যুদ্ধে প্রার্সোনাল চয়েসের একটা বড়ো ভূমিকা আছে। SC যেমন বলেছেন কম্পাইলেশন এরারের কথা, তেমনি উল্টোদিকে আমার একটা পাতায় পঞ্চাশটা ফ্রাকশন লেখার থাকে। আমি চোখ বুজে \frac{}{} লেখা অনেক বেশি প্রেফার করি ঐ মাউস নিয়ে টুক-ঠুক-ক্লিকস করতে। বেসিক্যালি যাঁরা ল্যাটেক করেন তাঁরা অনেকেই ঐ ক্লিক করে ইন্সার্ট করতে অপছন্দ করেন বলে আমার ধারণা। আমার অ্যাট লিস্ট তাতে স্পীড খুব কমে যায়।
  • quark | 202.141.148.99 | ০১ জুলাই ২০১০ ১৪:১২455385
  • বড়ো বড়ো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লেখার ক্ষেত্রে লাটেক এর সাথে মাইক্রোসফট ইকোয়েশন এডিটরের কোন তুলনাই হয় ব'লে মনে হয় না।
  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১০ ২০:৪৪455386
  • সাইন্টিফিক ডকুমেন্টাশনের ক্ষেত্রে এখনো ল্যাটেকের জুড়ি নেই, বিশেষত যদি প্রচূর ইকোয়েশন লিখতে হয়। kerning ওয়ার্ডে আছে কিন্তু আউটপুট ল্যাটেকের মতন নয়। মাইক্রসফট ইকোয়েশন এডিটর কতটা ভালো হয়েছে তাও জানি না।

    এটাও সত্যি অনেকেই কিন্তু আজকাল ওয়ার্ড ব্যবহার করেন। SC যা বলল ঐ কম্পাইল করাটা চাপের। ছোট চেঞ্জ করেও কম্পাইল করতে হয়, ডকুমেন্টের পোর্টেবিলিটি কমে যায়।

    আর পাওয়ার পয়েন্টের কোন বিকল্প নেই।

    (বেশ তো চলছিল, ওপরে তুলে দিলাম, কমরেড অজ্জিত কোথায় গেলেন?)
  • Arpan | 122.252.231.10 | ০১ জুলাই ২০১০ ২১:৫১455387
  • খেলাধুলা করার জন্য ল্যাটেক নামালাম। কিন্তু ল্যাটেক এই টইতে আসে ক্যান? জিনিসটা তো উইন্ডোজেও দিব্যি চলে। :)
  • Abhyu | 80.221.18.28 | ০১ জুলাই ২০১০ ২১:৫৪455388
  • সেটা বুঝলেই তো কম্ম সারে। ল্যাটেক ওয়ার্ড এই সব জিনিস এখানে কেন? অ্যাঁ?
  • Arpan | 122.252.231.10 | ০১ জুলাই ২০১০ ২২:০২455389
  • ওয়ার্ড আসে। কারণ অফিস মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। শুধু অফিসের জন্যই উইন্ডোজ ইউজ করে যেতে হয়।

    * অফিস এখানে দ্ব্যর্থবোধক।
  • nyara | 122.172.14.64 | ০১ জুলাই ২০১০ ২২:৪০455391
  • সুইট। (ম্যাঙ্গো পিপল জানুন উইন্ডোজে ওয়ার্ড আছে ও ইউজার-ফ্রেন্ডলিনেস আছে)

    http://www.securityweek.com/new-tool-reveals-internet-passwords
  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১০ ২২:৪০455390
  • কালকে ব্যাংয়ের কম্পিউটারে ম্যালওয়ার দেখে ন্যাড়াদার হাসিটা চোখ এড়ায় নি। :))

    উইণ্ডোজ নিয়ে যদি মেল চেক, ইন্টারনেট ব্রাউজিং এসব করেন তাহলে প্রথম কাজ যেটা করা উচিত তাহল উইন্ডোজের একটা স্ট্যাণ্ডার্ড লিমিটেড অ্যাকসেস ইউজার তৈরি করুন। আর তাকে কোনরকম রাইট প্রিভিলেজ দেবেন না।

    দুই ধরণের ইউজার হয়, এক অ্যাডমিনিস্ট্রেটিভ, দুই লিমিটেড ইউজার। উইণ্ডোজ ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট নিয়ে আসে। সমস্ত অ্যাডমিনিস্ট্রেটরদের যেমন সবকিছু করার ক্ষমতা থাকে তেমনি উইণ্ডোজ অ্যাডমিন অ্যাকাউন্টেরও প্রচূর ক্ষমতা। তারফলে আজে বাজে প্রোগ্রাম ডাউনলোড হয়, গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি।

    লিমিটেড ইউজার হিসেবে লগ-ইন করলে এসবের চান্স থাকে না। অতএব যাঁদের উইন্ডোজ আছে এবং পোকায় উপদ্রব করছে তাড়াতাড়ি একটা লিমিটেড ইউজার বানিয়ে ফেলুন, তারপর সেই ইউজার হিসেবে লগ-ইন করে ব্রাউজ করুন, মেল দেখুন ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন এই সাধারণ ইউজার হিসেবে আপনার কোন সফটওয়ার লোড, সিস্টেম ফাইল ডিলিট ইত্যাদি প্রিভিলেজ থাকবে না। কেমন করে করবেন? গুগুল বা বিংয়ে সার্চ দিন, নিজেই পারবেন, নইলে আর উইন্ডোজ কি?

    এবারে প্রশ্ন হল, লিনাক্ষতে যদি সুপার ইউজার হিসেবে লগ-ইন করে ভুলভাল সাইটে যাওয়া যায় তাহলে রিস্ক কেমন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন