এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮১২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১০ ২৩:১৬455394
  • "WAT doesn't store your name, address, e-mail address or any other information that Microsoft can use to identify you or your computer," Lynch says. "The tools will collect information used for aggregate reporting, which include computer make and model; version information for the operating system and software; region and language settings; a unique number assigned to your computer by the tools; [hashed] product key and product ID; BIOS name, revision number and revision date; and [hashed] hard drive volume serial number.

    এই যে পিএইচপি স্ক্রিপ্ট যা দিয়ে এসব করা যায়।

    ?php
    echo ( browser_detection( 'browser_number' ) .'
    br'।
    ব্রোয়ে্‌সর্‌দেতেতিওন( 'ব্রোয়ে্‌সর্‌য়োর্কিঙ্গ' ) ।'br'।
    ব্রোয়ে্‌সর্‌দেতেতিওন( 'ওস' ) ।'br'।
    ব্রোয়ে্‌সর্‌দেতেতিওন( 'ওস্‌নুম্বের' ) );
    ?

    উত্‌পুত্‌স (ব্রোয়ে্‌সর নুম্বের, ব্রোয়ে্‌সর নমে, ওস, ওস নুম্বের):
    ১।৫
    মো
    ন্ত
    ৫।১

    ?ফ্‌প
    ই ( ( ব্রোয়ে্‌সর্‌দেতেতিওন( 'ব্রোয়ে্‌সর্‌য়োর্কিঙ্গ' ) == 'ইএ' )

    ( ব্রোয়ে্‌সর্‌দেতেতিওন( 'ব্রোয়ে্‌সর্‌নুম্বের' ) = ৫ ) )

    এচো 'ইত ইস ঈন্তের্নেত ক্ষে্‌প্‌লারের ' ।
    ব্রোয়ে্‌সর্‌দেতেতিওন( 'ব্রোয়ে্‌সর্‌নুম্বের' );
    // ওর অনি্‌য়্‌থঙ্গ এলে্‌স য়ৌ য়ন্ত তো হপ্পেন ও ঔর্সে

    ?

    এটা কাজ করবে Opera, Mozilla (and other Gecko engine browsers), Firefox/Iceweasel, Netscape, to MSIE, Galeon, K-Meleon, Lynx, Safari/Chrome (and other WebKit engine browsers), KHTML / Konqueror, and Mac IE browsers like IE 5.1 and 5.2

    ব্রাউজারে এই ইনফরমেশন গুলো থাকে তো? মাইক্রসফটের দোষ কি এগুলো কালেক্ট করছে বলে? বুঝলাম না ন্যাড়াদা কি বলতে চাইছে।
  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১০ ২৩:১৮455395
  • এইবার আসবে নিশ্চয়ই...

    ?php
    echo ( browser_detection( 'browser_number' )
    browser_detection( 'browser_working' ) browser_detection( 'os' )
    browser_detection( 'os_number' ) );
    ?

    Outputs (browser number, browser name, os, os number):
    1.5
    moz
    nt
    5.1

    ?php
    if ( ( browser_detection( 'browser_working' ) == 'ie' )
    &&
    ( browser_detection( 'browser_number' )
    = ৫ ) )

    এচো 'ইত ইস ঈন্তের্নেত ক্ষে্‌প্‌লারের ' ।
    ব্রোয়ে্‌সর্‌দেতেতিওন( 'ব্রোয়ে্‌সর্‌নুম্বের' );
    // ওর অনি্‌য়্‌থঙ্গ এলে্‌স য়ৌ য়ন্ত তো হপ্পেন ও ঔর্সে

    ?

  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১০ ২৩:২১455396
  • মানে যা বলতে চাইছি তাহল ব্রাউজার ভার্সন, কোন অপারেটিং সিস্টেম হ্যানো ত্যানো ইত্যাদি তথ্য যেকোন ব্রাউজার থেকে সামান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গোয়েজ দিয়ে খুব সহজে রিট্রিভ করা যায়। মোজিলা, ফাফ, আইই, অপেরা কেউই বাদ যাবে না।

    আপত্তিটা কোথায়? মাইক্রসফট ডেটা কালেক্ট করছে বলে?
  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১০ ২৩:৫৫455397
  • ন্যাড়াদার সেকেন্ড লিংটা খানিক পড়লাম কিন্তু ন্যাড়াদা কেন দিল বুঝতে পারি নি।

    ১। যা যা ডেটা কালেকশনের কথা বলা আছে তা আজকের ইন্টারনেট/ব্রাউজার আর্কিটেকচারে বাজারে যেকটা ব্রাউজার পাওয়া যায় তার সবকটা থেকে সামান্য প্রোগ্রাম লিখে পাওয়া যায়। এই যে আমি একটুও প্রোগ্রাম লিখতে পারি না, আমিও পারব একাধিক স্ক্রিপ্টিং ল্যাঙ্গোয়েজে। একটা কথা জেনে রাখা ভালো মাইক্রসফট অর নো মাইক্রসফট উই আর ন্যাকেড ইন ইন্টারনেট। ইন্টারনেটে কানেক্ট করলে সফটওয়ারের সিকিউরিটি ফ্ল ছাড়াই কোন ব্যক্তি সম্বন্ধে গুচ্ছের তথ্য সংগ্রহ সম্ভব।

    ২। তাহলে ধরে নিচ্ছি আপত্তিটা নীতিগত ভাবে ব্যক্তিগত ডেটা কালেকশনের ওপর। সেক্ষেত্রে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। ধরা যাক গুগুলকে। আইপি, মেল, সার্চ, অর্কুট ইত্যাদি থেকে একজন সম্বন্ধে যা যা ডেটা সংগ্রহ সম্ভব গুগুল তার সবই স্টোর করে (এখন আবার সিঙ্গল সাইন অন)। কেন? গুগুল আদতে অ্যাড কোম্পানি, গুগুলের রেভিনিউর ৯৫% শতাংশ আসে অ্যাডস্পেস বেচে। আর কেনা জানে বিহেভিরিয়াল অ্যানালিসিস এবং টার্গেটেড অ্যাডই হল কাটিং এজ। গুগুল আমাদের ব্যক্তিগত তথ্য মনিটাইজ করে। যতদূর জানি মাইক্রসফটের পলিসি তা নয়। হতেও পারে মাইক্রসফট কিছু কম শয়তান এই ব্যাপারে ভাবার কারণ নেই।

    তা আমি নীতিগত ভাবে আমার ডেটা কালেক্ট করে অ্যাড কোম্পানিকে বেচার প্রবল বিরোধী। কিন্তু বিরোধী হয়ে করব কি? জিমেল ব্যবহার ছেড়ে দেব? গুগুল সার্চ ইউজ করব না? অর্কূটে ছবি আপাবো না? যাব কোথায়? টেকনিকালি যেখানেই যাই কেউ আমাকে ন্যাংটো করতে চাইলে প্রোগ্রাম লেখা খুব বড় ব্যপার নয়। আম্রিগায় ইন্টারনেট প্রাইভেসি রাইটস আসছে শুনলাম সেদিন এনপিআরে, দেখা যাক। শুনেছি গুগুল নাকি কিছুই বলে নি এ সম্বন্ধে। কেন? জানি না, সাধারণ বুদ্ধি বলে গুগুলেরই সবথেকে বেশি আপত্তি করার। গুগুল কিন্তু সরকারের খুব কাছের লোক। কেজানে?

    এইসব কারণেই গুগুল, মাইক্রসফটের বিজনেস স্ট্র্যাটেজী আমার ক্রিপি লাগে। কিন্তু কি আর করা। এবারে ন্যাড়াদার দান।
  • nyara | 122.172.14.64 | ০২ জুলাই ২০১০ ০৬:৫১455398
  • প্রথম লিংকটা নিয়ে তোমার চালটা আগে ফ্যালো, তারপরে আমি কনসলিডেটেড দান দেব।
  • aka | 24.42.203.194 | ০২ জুলাই ২০১০ ০৮:৪৬455399
  • ন্যাড়াদা ওটা তো ফরেনসিক টুল। লিনাক্ষর জন্যও পাওয়া যায় সংখ্যায় খুব কম, কারণ বিক্রি হয় না। এন-কেস বলে নাকি কাজের একটা টুল আছে। সমস্ত অপারেটিং সিস্টেমের জন্য কাজ করে।

    EnCase® Forensic is the industry standard in computer forensic investigation technology. With an intuitive GUI, superior analytics, enhanced email/Internet support and a powerful scripting engine, EnCase® provides investigators with a single tool, capable of conducting large-scale and complex investigations from beginning to end. Law enforcement officers, government/corporate investigators and consultants around the world benefit from the power of EnCase® Forensic in a way that far exceeds any other forensic solution.

    Acquire data in a forensically sound manner using software with an unparalleled record in courts worldwide.
    Investigate and analyze multiple platforms — Windows, Linux, AIX, OS X, Solaris and more — using a single tool.


    উইণ্ডোজ অপারেটিং সিস্টেমে ম্যালওয়ার, পোকার উপদ্রব, সিকিউরিটি রিস্ক সিগনিফিকেন্টলি কমানো যায় যদি অ্যাডমিন প্রিভিলেজ নিয়ে লগ-ইন করা বন্ধ হয়। সাধারণ ইউজার হিসেবে নেট কানেক্ট করলে রিস্ক খুব কম।

    লিনাক্ষতে সুপার ইউজার হিসেবে লগ-ইন করলে রিস্ক কেমন?
  • aka | 24.42.203.194 | ০২ জুলাই ২০১০ ০৮:৫৮455400
  • পাসওয়ার্ড রিকভারি টুল সম্পর্কে:

    Password recovery \ Forensic programs offered are designed for legal purposes and they are legal as long as you use them for legal purposes. Thus, you can use this product provided that you are the legal owner of all files or data you are going to recover through the use of software or have the right or permission from the legitimate owner to perform these acts.
  • aka | 24.42.203.194 | ০২ জুলাই ২০১০ ১০:২৭455401
  • শমীকের হল টা কি? যাইহোক খানিকটা বন্দোবস্ত করে যাই, বাকিটা সকালে দেখব।
  • Arijit | 61.95.144.122 | ০২ জুলাই ২০১০ ১১:০০455402
  • (১) উইন্ডোজে লিমিটেড ইউজার হিসেবে কাজ করার কথাটা আগে বেশ কয়েকবার লিখেছি। কিভাবে করা যায় সেই লিংক শুদ্ধু (রান-অ্যাজ, মেক-মি-অ্যাডমিন ইত্যাদি)। কিন্তু সেটা কি আদৌ **ইউজার-ফ্রেন্ডলি**? মানে ম্যাঙ্গো ইউজারের যা ডেফিনেশন এখানে পেলুম তারা কি সেই স্টেপগুলো করতে পারবেন? পেট ব্যথা করবে না?

    (২) সুপার ইউজার হিসেবে লিনাক্ষে অ্যাকসেস করলেও লিনাক্ষে অন্য একটা বাধা আছে - কোনো স্ক্রিপ্ট x অ্যাকসেস দিয়ে নামে না। সেগুলোকে x অ্যাকসেস দিতে হয় আলাদা করে। এবং নিজে নিজে কোন কিছু execute করে না ডাইরেক্ট-এক্স বা অ্যাক্টিভ-এক্স-এর মতন। হ্যাঁ - রুট পাসওয়ার্ড কেউ ক্র্যাক করলে আলাদা কথা। পাসওয়ার্ডটা শক্ত করা সব জায়গাতেই দরকার। লিনাক্ষ এনভায়রনমেন্টে যে যে জায়গায় কাজ হয় সেই জায়গাগুলোতে সাধারণত: টেলনেট/এফটিপি আটকে সিকিওর শেল (ssh/scp/sftp) রাখা হয়।

    (৩) একটা প্রশ্নের উত্তর পাইনি। এই ম্যাঙ্গো ইউজারদের যা কাজে লাগে সেগুলো খুঁজে ডাউনলোড করে ইনস্টল করা সোজা, নাকি yum বা apt-get যেভাবে শুধু নাম বল্লেই নিজে কমপ্যাটিবল সফটওয়্যার খুঁজে তার ডিপেন্ডেন্সী বের করে সেগুলো শুদ্ধু পুরো কাজটা করে দেয় - সেটা বেশি ইউজার ফ্রেন্ডলি? এখেনে কঠিন বলতে শুধু ডাবল ক্লিক করে "প্যাকেজ ম্যানেজার' (ইয়াম বা অ্যাপ্টের ইউআই ভার্সন) চালানো আর কি খুঁজছে সেটা জানানো (মানে সার্চ ফিল্ডে লেখা "ওপেন অফিস' বা "রিয়েল প্লেয়ার')...

    আর কেউ বেশ আই-ক্যান্ডি ডেস্কটপ চাইলে আমার ওক্কুটে বা ফেসবুকে ফেডোরা ১৩-এর ডেস্কটপের ছবিটা দেখতে পারো।

    লিখবো না লিখবো না করেও লিখে ফেল্লাম। কদিন অসম্ভব ব্যস্ত। এচ্চেয়ে বাড়ির ছবি আঁকা সোজা।
  • Samik | 122.162.75.73 | ০২ জুলাই ২০১০ ১১:০৪455404
  • আমার হল কী মানে? কী হল?
  • dukhe | 122.160.114.85 | ০২ জুলাই ২০১০ ১১:৩৭455405
  • সেটাই তো প্রশ্ন ।
  • kelo | 117.254.76.10 | ০২ জুলাই ২০১০ ১২:৩৭455406
  • ইন্টারনেটের লিঙ্ক তো দূরস্থান - এমনকি বৈজ্ঞানিক জার্নালগুতে পাবলিশড পেপারেও আমি বিশ্বাস করি না। নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র আমার কাছে খুব বিশ্বাসযোগ্য নয়।....... তবে তৃতীয় সূত্রে আমি বিশ্বাস করি কারন তার অকাঢ্য প্রমান আমি হাতে নাতে পেয়েছি। তাই কাউকে কিছু বিশ্বাস করাতে গেলে লিঙ্ক টিঙ্ক নয়... হাতেগরম প্রমান চাই। স্যর আইজাক নিউটন, প্রোফেসর কীর্তিমান কেলো র চেয়ে কিছুমাত্র বড় বিজ্ঞানী ছিলেন না। প্রোফেসর কেলো নিজে মনে করেন ত্রিলোকে তাঁর সঙ্গে তুলনীয় বা তাঁর চেয়ে প্রতিভাধর একজনই বিজ্ঞানী আছেন .. তাঁর নাম প্রোফেসর ত্রিলোকেশ্বর শন্‌কু।
    ধরুন উইন্ডোজ ™ বনাম অবশিষ্ট বিশ্বের এই বিশ্বযুদ্ধে বলা হল.. লিনাক্সের স্কেলেবিলিটি রিলায়েবিলিটি ও সিকিউরিটি বেশী। নানা লোকে তর্ক করছেন.. এমনকি এখনও ন্যাড়াদা লিঙ্ক দিয়ে সিকিউরিটির জয়গান গাইছেন। অ্যাতো কথায় কাজ কি .. হাত থাকতে মুখে কেন? হাতে নাতে করে দেখিয়ে দিন যে লিনাক্স বেটার..
    আমার হাতে যা যা এই মূহুর্তে আছে আমি তা দিয়েই প্রমান করার চেষ্টা করছি দেখুন।

    এই মূহুর্তে আমার হাতে কি কি আছে বলে নেই-
    ১) একটা আদ্যিকালের পেন্টিয়াম থ্রী সেভেন ফিফটি মেগাহার্জ ডেস্কটপ মেশিন যা উবুন্তু ডেস্কটপ ওএস চালিত।
    ২) একটা চৌষুট্টি কেবিপিএস এর নেট লাইন ও একটা স্ট্যাটিক আই পি।
    ৩) মহাপ্রতিভাধর বিজ্ঞানী প্রফেসর কীর্তিমান কেলোর ক্ষুরধার মস্তিষ্ক যিনি কিনা ওয়ার্ডস্টার ও লোটাস ১-২-৩ গুলে খেয়েছেন।

    এ দিয়ে আমি কি করতে চলেছি বলে নেই-
    একটা ওয়েবসার্ভার চালাতে চলেছি... আমার বাথরুমের দরজার পাশে পড়ে থাকা পি-থ্রী মেশিনটা দিয়ে। আজ শুক্কুরবার, অপরাহ্ন ১২টা ৩০ ঘটিকা থেকে ভারতীয় সময় সোমবার (বাম বিজেপির হরতাল) এর সন্ধ্যে ৫টা ৩০ ঘটিকা পর্যন্ত যা চালু করে রাখার চেষ্টা করব।

    আমার উদ্দেশ্য কি ??
    আমি লিনাক্সের ম্যাঙ্গো ইউজার হিসেবে উইন্ডোজের টেকি জনতাকে (ঊরু চাপড়ে) চ্যালেঞ্জ জানাচ্ছি যে উক্ত সময়ের মধ্যে তাঁরা যদি ঐ সার্ভারটা হ্যাক করে ওয়েবপেজটা পাল্টে দিতে পারেন তবে .....
    তবে কি হবে ? মোটেই এটা প্রমানিত হবে না যে লিনাক্সের সিকিউরিটি খারাপ... বা রিলায়েবিলিটি নেই। তাই হার মেনে নেব বলছি না.. কারন হার মানা তো মোটে প্রোফেসর কীর্তিমান কেলোর ধাতে নেই। বড়জোর বলব যে আপনারা সাকসেসফুল হলে একবার গিরিডি গিয়ে শঙ্কুদার রিমেমব্রেন যন্তরটার নিচে দুটো সিটিং দিতে হবে।
    তবে হ্যাঁ …. আমরা জানি যে এই হ্যাক করার কাজটা লিনাক্সের একজন নভিস ইউজারের পক্ষেও বাঁ হাতের খেলা.. তাই …“কোন লিনাক্স ব্যবহারকারী বা তাঁদের পরিবারবর্গ বা পোষ্যগন উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করিতে পারিবেন না।”
    রাজী থাকলে নিন.... ঘুঁটি নেড়ে দান ফেলুন....
    এই হচ্ছে আপনার বোর্ড-------- http://219.65.191.19/

    (সবাই একসঙ্গে খেলবেন না .. মোটে চৌষুট্টি কেবিপিএস … সে খেয়াল রাখবেন।)
  • kelo | 219.65.191.19 | ০২ জুলাই ২০১০ ১৩:২১455407
  • আপনারা যদি সন্দেহ প্রকাশ করেন .. যে ঐ http://219.65.191.19/ সার্ভারটা আদৌ কেলোর বাথরুমের দরজার পাশে নেই.. শালা ঢপ মারছে।
    সেই সন্দেহ নিরসন করার জন্য আমি এই পোষ্ট টা ঐ ২১৯.৬৫.১৯১.১৯ থেকেই করলাম। ওপরে ছবি ও সই মিলিয়ে নিন।
  • nyara | 203.110.238.16 | ০২ জুলাই ২০১০ ১৪:৪৫455408
  • ১। $49-এ ওটা ফরেনসিক টুল নয়, কোম্পানি যাই বলুক। ম্যাঙ্গো হ্যাকারদের জন্যে তৈরী। আসলে আমার বক্তব্য মাইক্রোসফট সিকিউরিটি খুব সিরিয়াসলি নেয় না। তবেও এটাও ঠিক লিনাক্স যদি আজ ৯২% মার্কেট শেয়ার পায় দুষ্টু লোকরা উইন্ডোজ ছেড়ে লিনাক্সের জন্যে ম্যালওয়্যার লিখবে।

    ২। ব্রাউজার থেকে যা ইনফর্মেশন পাওয়া যায় সব সাইটই তাই নেয় বা নিতে চায়। এতে bing নতুন কিছু করছে না।

    কিন্তু মুশকিল হল উইন্ডোজ। সেখানে তোমার কী ইনফর্মেশন যে মাইক্রোসফটের কাছে যাচ্ছে, তুমি জাননা। যাচ্ছে, শুধু এটা জান। ওপেন সোর্সের মজা হল তোমার ইচ্ছে হলে তুমি নিজেই দেখে নিতে পার কোন ইনফর্মেশন রিপোর্টেড ব্যাক হচ্ছে কি না। নইলেও অন্য লোকে খুলে দেখেছে। কাজেই কনফিডেন্স লেভেল অনেক হাই।

    অবশ্য তোমাদের যা অবস্থা দেখছি, মাইক্রোসফটের জন্যে যেরকম জান-প্রাণ উৎসর্গিত - চাড্ডি সেন্সিটিভ ইনফর্মেশন মাইক্রোসফটের ঘরে গেল কিনা, মাইক্রোসফট তা বেচে দুটি বেশি পয়সা করল কিনা, ঘুরতে ঘুরতে সে ইনফর্মেশন বাজারের খোলা হাওয়া দিয়ে ইউক্রেনের দুষ্টু লোকের হাতে পড়ল কিনা, এসবই তুশ্চু।

    ৩। মাথায় বিরাট ছিট না থাকলে কেউ লিনাক্সে সুপার ইউজার হয়ে বসে থাকে না। আমি ফায়রফক্স খামোকা সুডো দিয়েই বা চালাতে যাব কেন?
  • kelo | 117.254.74.101 | ০২ জুলাই ২০১০ ১৫:৩৮455409
  • পাইদিদি, পাইদিদি,
    গত তিন ঘন্টায় মোটে একটা পোস্ট.. তাও লিনাক্সপন্থী ন্যাড়াদার। যারা এতক্ষন হুলিয়ে তক্কো করছিল সেই মাইক্রোসফে্‌টর হুলোগুলো বোধহয় সব প্রফেসর কেলোর বাথরুমের পাশে গিয়ে ঘুঁটি নাড়ছে। এই সুযোগে আপনি আপনার সেই ক্রুসেডারের গল্পটা শুরু করুন তো।
    নাইট, ড্রাগন, ক্রুসেডারের গপ্প শুনতে আমি ভীষন ভালবাসি।
  • aka | 168.26.215.13 | ০২ জুলাই ২০১০ ১৮:১৯455410
  • ন্যাড়া-দা,

    ১। ক।

    ২। ক। বললাম যে ক্রিপি লাগে। গুগুলও কি ডেটা নিচ্ছে আর কি ডেটা স্টোর করছে, তার থেকে কি ইনফেরেন্স ড্র করা হল, ভগবানই জানে। জানো বোধহয় গুগুল আর ডাবল ক্লিক পার্টনারশিপ হয়েছে। এই যে গুরুতে টাইপ করি তাও বোধহয় গুগুল ধরে। মাইক্রসফটও ধরতে পারে। এটা চিন্তার বিষয়। রেজিস্টারড ইউজারদের ক্ষেত্রে মাইক্রসফট গুচ্ছের ডেটা কালেক্ট করে, এটা সত্যি। (আরে তক্কো করি টাইম পাস করতে, এই যে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কি টই রয়েছে, সেখানে কি দাঁত ফোটাতে পারব?:))

    ৩। এটাই মুশকিল, উইন্ডোজে লোকে অ্যাডমিন হয়ে লগ ইন করে যাবতীয় কাজ করে। অথচ সাধারণ ইউজার হলে রিস্ক সিগনিফিকেন্টলি কমে যায়। উইন্ডোজ এখানে বাজে কাজ করেছে, এটার ওয়ার্ক অ্যারাউন্ড বের করা খুব শক্ত কিছু হওয়া উচিত নয়। লিনাক্ষ আমার দেখা অনুযায়ী অ্যাডভান্সড ইউজাররা ইউজ করে তাই তারা মোটামুটি জানে কি করা উচিত কি নয়, অন্যদিকে উইণ্ডোজ সবাই ইউজ করে।

    কেলো, দাদা আমি গুরুতে টাইপ করা ছাড়া কিছুই পারি না, হ্যাক করব কি করে? এমনই অবস্থা লোকে আমাকে কোড লিখতে দিয়ে ভরসা পায় না। :(((

    আর একটুও চেষ্টা করব না, ধরতে পারলে চাকরি যাবে, প্রথম বিশ্বে আর কি কি হবে কে জানে। তবে এতে কি প্রমাণিত হল? আমি ঢপের হ্যাকার, ভীতু, তার বেশি বই না।

    http://www.nytimes.com/2010/02/19/technology/19china.html?_r=1 এইটা পড়েন, ক্যালির হ্যাকার এদিক ওদিক আছে, তাদের দেন বলে বলে করে দেবে।
  • Samik | 121.242.177.19 | ০২ জুলাই ২০১০ ১৮:৪৪455411
  • দাদা, একটা ছোটো করে কমেন্ট দিয়েছিলাম ভাটিয়া৯তে, বোধ হয় আপনি খেয়াল করেন নি। এখানেই আরেকবার দিয়ে দিই।

    আপনি জিনিসটা চালিয়েছেন apache কিংবা IHS দিয়ে। আর যে পেজটা আমি দেখতে পাচ্ছি আধা বাংলা আধা ইংরেজিতে, তার নাম index.htmljsp-ও নয়, htm-ও নয়, অন্যকিছুও নয়।

    এখন ব্যাপার হচ্ছে, কেবল http পোর্টটা খুলে রাখা আছে। ssh, telnet, ftp, scp কোনও কিছুরই পোর্ট খুলে রাখা নেই, সুতরাং সেখানে ঢোকার রাস্তা বন্ধ। ঢুকতে পারলেও লগিন পাসোয়ার্ড জানা নেই। সুতরাং ঢুকব ক্যামনে?

    হয় তো ঢোকা যায়, তবে আমি হ্যাকার নই, মাত্র এক বছর অ্যাডমিন হিসেবে কাজ করেছি, মূলত ডেভেলপার। তাই হ্যাকিংটা আমার জ্ঞানের বাইরে। :-)
  • kelo | 117.254.246.202 | ০২ জুলাই ২০১০ ২৩:৩৩455412
  • আসলে আমার জ্ঞান খুবই কম। ঐ ওয়ার্ডস্টার আর লোটাস ১-২-৩ এর কথাটা সত্যি। আপনাদের কথা শুনে ভয় হল যে -- আমরা যারা ভেতরের খবর রাখি না তাদের সিকিউরিটি/প্রাইভেসি বলে কিছুই নেই। উটপাখির মত বালিতে মাথা গুঁজে আমরা হয়ত ভাবছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আসলে চাদ্দিক খোলা .. যা বলছি, বা যা ভাবছি, সবাই সব দেখতে শুনতে পাচ্ছে। তাই ভাবলাম আপনাদের খেপিয়ে দিয়ে একবার টেস্ট করে দেখি … সত্যিই কম্পিউটারটার সিকিউরিটির হাল এত খারাপ কিনা। সত্যি কথা বলছি.... সকালে যখন চালু করলাম মেশিনটা তখন ভেবেছিলাম ঘন্টাখানেকের মধ্যে কেউ না কেউ ঘেঁটে রেখে দেবে ওটাকে। ভয়ে ভয়ে বারে বারে দেখছিলাম ঢুকে ঢুকে... পেজটা আছে তো??
    এখন আকাদা ও সমীকবাবুর লেখা পড়ে কয়েকটা জিনিস স্পষ্ট হল..প্রথমত:.. যারা করতে পারেন, তারা আইনে আটকাবে বলে করতে পারছেন না। মানে আইনটা মানা হচ্ছে কিনা সেটা অন্তত প্রথম বিশ্বে বেশ কড়াভাবেই লক্ষ রাখা হয়।
    তাও আকাদার কাছে জানতে চাইব … উনি যে সব ক্যালির হ্যাকরের রেফারেন্স দিয়েছেন তারা কি আমার ঐ মেশিন থেকে আমার অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জাতীয় কিছু বের করে নিতে পারে?? আপনার ধারনা এ বিষয়ে পরিস্কার বলেই আপনাকে জিজ্ঞেস করছি। অপরাধ নেবেন না .. আপনাদের কাউকে ভীতু প্রতিপন্ন করার জন্য কাজটা আমি করি নি। আমার মেশিনে ঐ ব্যাঙ্ক অ্যাকউন্টের থেকে গোপনীয় কিছু থাকে না। ও.এন.জি.সি র অফশোর অয়েল প্লাটফর্মগুলোর EIA এর বায়োলজির পার্টটা আমি করতাম। তারও ডাটা কনি্‌ফডেন্সিয়াল। কিন্তু সেটা নামে মাত্র কনফিডেন্সিয়াল.. আসলে ওপেন সিক্রেট। তাই ওগুলো নিয়ে অত চিন্তিত নই। এ ছাড়া বড়জোর কোথাও এগজামিনার টিনার হলে পোস্নোপত্তর থাকে। আর আমার নিজের ডাটা নিয়ে আমি চিন্তিত না একেবারে .. কেননা আমি তো কপিরাইট বিরোধী .. আমি চাই যে আমার একোয়্যার করা ডাটা অন্যের কাজেও লাগুক তাই ওগুলো আমার কাছে গোপনীয় নয়।
    কতটুকু ইনফরমেশন আমার ঐ মেশিনটা থেকে পাওয়া যাচ্ছে তার একটা ধারনা সমীকবাবু দিয়ে দিয়েছেন। উনি তো এক বছরের অ্যাডমিন এবং বহুদিনের ডেভেলাপার … এই এক্সপিরিয়েন্স তো ফ্যালনা নয়। তাই উনি যদি তাত্‌ক্‌ষনিকভাবে এর বেশী কিছু ইনফর্মেশন মেশিনটা থেকে পেয়ে না থাকেন তবে বুঝতে হবে ইনফর্মেশন ঐ মেশিন থেকে বার করার কাজটা প্রাথমিকভাবে খুব সোজা নয়।
    সমীকবাবুকে বলি ….
    আপনার দেওয়া ভাটিয়া৯র কমেন্টটা সত্যি আমার চোখ এড়িয়ে গেছে।
    আমি Apache তে চালিয়েছি। কিছুই না .. প্যাকেজ ম্যানেজারে একটা লেফট ক্লিক করতেই অয়পাচে টা একেবারে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে কনফিগার পর্যন্ত হয়ে গেছে। (লিনাক্স শক্ত হতে যাবে কেন?)
    আপনি যে পেজটা আধা বাংলা আধা ইংরাজীতে পাচ্ছেন তার কারন .. প্রথম লাইনটা .. অ্যাপাচের ডিফল্ট index.html পেজে থাকে। মানে ঐ Itworks! কথাটা। ঠিকভাবে অ্যাপাচে চালাতে পারলে ওটাই আসে সর্বপ্রথম।অআমি যখন প্রথম অ্যাপাচে ইন্টল করে চালাই তখন ঐ Itworks! দেখে আমার মানসিক অনুভূতি কি হয়েছিল সেটা ধরা রয়েছে আমার পেজের দ্বিতীয় লাইনে.... বাংলায়। ইনডেক্স পেজটা সামান্য চেঞ্জ করে দেখতে চেয়েছিলাম ঠিক কাজ করছে কিনা। আর শেষ লাইনকটা আজ সকালে জুড়ে দিয়েছিলাম চালানোর আগে,আগের লেখাগুলো আর মুছি নি। এর আগে তো আমি ওয়ার্লড ওয়াইড ওয়েবে কখনো ওয়েবসাইট নিজে নিজে হোস্ট করি নি, নিজের সার্ভার থেকে। কাজটা আধা আগে করা ছিল বলে আমার আর অ্যাপাচে ইনস্টল বা কনফিগার করার সময়টুকু লাগে নি.. মিনিট সাতেকের মধ্যে একটা ওয়েবসাইট চালু করে দিতে পেরেছি। আমার লেখায় দেখুন শুরুর টাইম রয়েছে দুপুর ১২.৩০, আর পোস্টটা করেছি চালানোর পর.. ১২.৩৭ এ। মোটে সাত মিনিটের মধ্যে প্রায় লে-ম্যানের কাজটা হাসিল করা ভাল পাফর্ম্যান্স... লিনাক্সেরই পুরো কৃতিত্ব প্রাপ্য।
    আমি আর ইনডেক্স ফাইলটার নাম পাল্টাইনি তো.. তাই অ্যাপাচেতে ডিফল্ট যেমন থাকে আপনি তেমনই পেয়েছেন।
    আর... আলো হাওয়া আসতে যেটুকু দরকার, তার বাইরে বাড়ির সবকিছু তো আপনি বন্ধই রাখেন .. তাই না? সেরকম আমি যথাসাধ্য চেষ্টা করেছি সব বন্ধ করার। নয়ত সব খোলা রেখে তো চোরকে দোষ দিয়ে কি লাভ ? আমি লে-ম্যান হিসেবে এটাও শিওর ছিলাম না যে সব দরজা জানালা ঠিকভাবে বন্ধ করতে পারলাম কিনা। মনে তো হচ্ছে লিনাক্স আমার মত লে-ম্যানদের জন্যেও ঠিকভাবে সব বন্ধ করে .. সামান্য কয়েকটা ক্লিকে।

    এখন অব্দি তো সব ভালই মনে হচ্ছে .. সুতরাং যারা উইন্ডোজে এই সব পয়েন্ট নিয়ে চিন্তিত আছেন .. তাঁরা একবার লিনাক্স ট্রাই মেরে দেখতেই পারেন.. যদি অবশ্য নিজের কাজের সফটওয়্যার ঠিকঠাক পান.. আর কিছু কিছু সুবিধা .. যা উইন্ডোজে পেতেন তা স্যাক্রিফাইস করতে পারেন।

    আমার ঐ ডেস্কটপ/সার্ভারটা একান্তভাবেই আমার ব্যক্তিগত.. ওতে অ্যাটাক করলে তো অন্য কারো কোন আপত্তি থাকার কথা না। তাই ওটাকে বালির বস্তা বানিয়ে দেখতে পারেন আমি তো কারো নামে কোন অভিযোগ আনবো না - কাজেই শাস্তিরও প্রশ্ন ওঠে না। .. কথা যেমন দিয়েছি তেমন দুদিন ওটাকে চালিয়েই রাখব।

    আসলে তো আমি এ লাইনের লোক নই তায় এক্কেবারে নভিস.. ভুলত্রুটি কিছু থাকলে কৃপা করে শুধরে দেবেন। আর যদি আপনাদের দেখে শুনে মনে হয় যে আমার ডেস্কটপটায় কোন বিরাট সিকিউরিটি হোল আছে তবে কালই আমি ব্যাঙ্কে গিয়ে আমার অনলাইন অ্যাকাউন্ট ডিজেবল করে আসব।
  • aka | 168.26.215.13 | ০৩ জুলাই ২০১০ ০০:০৭455413
  • না: কেলো লিখছে প্রচূর পড়ছে কম। এক লাইনে, লিনাক্ষ ভালো মানে উইণ্ডোজ খারাপ নয় এবং ভালোর একটাই ডেফিনেশন নয়। এবারে বাকিটা এই থ্রেডের প্রথম থেকে পড়তে হবে।
  • Abhyu | 80.221.25.236 | ০৩ জুলাই ২০১০ ০০:১৩455415
  • তবে এটা স্বীকার করতেই হবে যে একজন সলিড গুরু/চন্ডাল পাওয়া গেছে। এখন মামু ঠিক করে কাল্টিভেট করলেই হয় :)
  • Samik | 122.162.75.250 | ০৩ জুলাই ২০১০ ১৫:১৫455416
  • কেলো,

    যাযা বলেছেন, সবই মোটামুটি ঠিক, কিন্তু এর কোনওটাই লিনাক্ষ করে নি। আমি উইন্ডোজেও এই রকম ভাবে অ্যাপাচে ইনস্টল করে আইপি অ্যাসাইন করে পেজ হোস্ট করতে পারি। সমস্ত পোর্ট ব্লক করতে পারি, সেটা অ্যাপাচের একটা কনফিগ ফাইলে করতে হয়, লিনাক্ষ স্পেসিফিক নয় সেটা।
  • kelo | 117.254.73.122 | ০৩ জুলাই ২০১০ ২২:৩১455417
  • সমীকদা,
    আপনি যা বলেছেন তা নিশ্চয় করা যায়.. অর্থাত উইন্ডোজে অ্যাপাচে ইন্সটল করে আইপি অ্যাসাইন করে একটা ওয়েবসার্ভার চালানো।
    কিন্তু উইন্ডোজের বেসিক ডেস্কটপ ভার্সানে বোধ হয় করা যায় না। বিনি পয়সায়, আইন মেনে তো নয়ই। অ্যাপাচে অবশ্য ফ্রী/ওপেনসোর্স সফটওয়্যার। অ্যাপাচের বদলে মাইক্রোসফটের কিছু ব্যবহার করলে খরচের বহর বাড়ত বই কমত না।
    আর মেশিনটাতে যা করা আছে তার কোনটাই লিনাক্স স্পেসিফিক নয়.. অন্য প্ল্যাটফর্মে ওপেন/ফ্রী সফটওয়্যারের সাহায্য না নিলে প্রচুর কাঠখড় পুড়িয়ে আপনার মত দারুন এক্সপিরিয়েন্সড টেকনিকাল পার্সন করতে পারে।অকিন্তু আম আদমি পাঁচ সাত মিনিটের মধ্যে সামান্য কয়েকটা ক্লিক করে নয়।
  • Samik | 122.162.75.251 | ০৩ জুলাই ২০১০ ২৩:৫২455418
  • এইবার কেলো করেছেন। আমি দা-টা কিছু নই, প্লিজ নাম ধরে ডাকবেন :-)

    আমি তেমন কিছু এক্সপিরিয়েন্সড লোক নই এ ব্যাপারে, না না বিনয় নয়, অ্যাপাচে-টা ওপেন সোর্স জেনেই বলেছি যা বলার। বদলে অন্য কিছু নেব কেন? আইবিএম এইচটিটিপি সার্ভার নিতে পারি অবশ্য, সেটাও ফ্রি-ওয়্যার, তবে সেটাও অ্যাপাচে বেসড। আমি কি পাগল নাকি যে আইআইএস নেব? না না, সে-সব ছোটোবেলায় ঘেঁটেছি, পছন্দ হয় নি, ও সব বারো চোদ্দ বছরের বাচ্চাদের ওয়েবসাইট বানানোর কাজে লাগানো যেতে পারে।

    এইবার, বেসিক ভার্সন মানে কী? আমার তো ঐ যারে কয়, প্রিমিয়াম হোম এডিশন। একটা কথা, ওপেন সোর্স, বা ফ্রি-ওয়্যারের আমি কিন্তু বিরোধী নই। আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের বদলে ভিএলসি ইউজ করি, ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে ফায়ারফক্স ইউজ করি, কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বদলে লিনাক্স ইউজ করি না। আমি IE নিয়ে সুখী ছিলাম না, ফায়ারফক্স আমার কাছে অনেক সোজা লেগেছে, আমি ইউজ করেও সুখী। সেম উইথ ভিএলসি মিডিয়া প্লেয়ার। কেবল আমি লিনাক্স নিয়ে সুখী হতে পারি নি। পোষায় নি। ফিরে এসেছি উইন্ডোজে। জানিয়ে রাখি, আমার ঘরের ল্যাপটপটা কেবলমাত্র এন্টারটেনমেন্ট পারপাস। আমি তাতে উইন্ডোজ চালিয়ে অতি সুখে কালাতিপাত করছি, কোনওরকম ভাইরাসের ভয় ছাড়াই। কিচ্ছু হয় নি আজ পর্যন্ত, কিছু হবে বলে মনেও হয় না। খামোকা লিনাক্সের পেছনে দৌড়তে যাবো কেন? আমার বক্তব্য এটুকুই। আমি লিনাক্সের শত্রু নই। বিরোধীপক্ষ নই। কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে লিনাক্সের থেকে ইনফিরিয়র বলতে রাজি নই। আমার ব্যবহারের জন্য লিনাক্সের থেকে উইন্ডোজ অনেক বেটার।
  • Arpan | 122.252.231.10 | ০৪ জুলাই ২০১০ ০০:১৬455419
  • যা:।

    ১) কেলোদা অ্যাপাচে সার্ভারের নাম জানেন। শুধু তাই নয় সেসব নামিয়ে গুছিয়ে মাস ব্যবহারকারীদের নাকে ঝামা ঘষে দিয়েছেন। কেলোদা মোটেও রবীনমামা বা গাঙ্গুরামের মত ম্যাঙো ইউজার নন। তারা হটমল ও খাটমলের মধ্যে তফাৎ জানেন না।

    ২) এইবার শমীক একটা কাজ কর। তোমার মেশিনে অ্যাপাচে বসিয়ে আইপি লাগিয়ে সেইটা এইখানে দিয়ে দাও। কেলোদা লিনাক্ষের নভিস ইউজার বলে নিজেকে দাবি করেছেন। অতএব বাঁহাতে ক্ষমাঘেন্না করে সেইটা হ্যাক করে নিজের ম্যাঙ্গোত্বের প্রমাণ দেবেন। :-)

    (শমীককে সেটআপ করতে বললাম কারণ আমি এইসব কিছুই জানি না। অ্যাপাচে বলতে বুঝি অ্যাপাচে ইন্ডিয়ান)
  • aka | 24.42.203.194 | ০৪ জুলাই ২০১০ ০০:২৮455420
  • বিনা পয়সায় যারা ওয়েব সাইট হোস্ট করতে চান তারা তো LAMP - Linux, Appache, MySQL, PHP/Perl ব্যবহার করেন। কোন তক্কো তো নেই। আগেই বলেছি কেলো উত্তেজিত হয়ে গেছে, তাই অন্যদের কথা পড়ে নাই, নিজের কথাই বলে চলেছে। আর কেলো আমারেও দাদা কইয়েন না।
  • Samik | 122.162.75.24 | ০৪ জুলাই ২০১০ ০০:৩৩455421
  • না, কেলো রবীনমামার থেকে অনেককাঠি ওপরে। রীতিমতো টেকি। নইলে চ্যলেঞ্জটা ছুঁড়তে পারতেন না।

    তবে তার সাথে এটাও বলা ভালো, ওয়েব নিয়ে যারা কাজ করে (যেমন আমি, পোর্টাল ডেভেলপার হিসেবে আমার মুখ্য কাজ প্রেজেন্টেশন লেয়ারের ওপরেই) তাদের কাছে অ্যাপাচে বেসিকতম সফটওয়্যার। মানে হাতেখড়ির স্টেজের জিনিস, কিন্তু সারা কেরিয়ার জুড়ে এর ব্যবহার। অ্যাপাচের গুটিকয়েক মডিউল আছে, সেইগুলো নিয়ে সার্ভার অ্যাডমিনরা যা খুশি তাই করে। কেলোকে জিজ্ঞেস করে দ্যাখো, উনি হয় তো লোড ব্যালেন্সার পর্যন্ত কনফিগার করে http থেকে https রিডাইরেকশন পর্যন্ত করে ফেলতে পারবেন। আমি পারুম না।

    উনি কোনওমতেই ম্যাঙ্গো নন।

    আমার পাড়ায় কেলোর মতন একজন ম্যাঙ্গো থাকলে হয় তো আমি অজ্জিতের টিমে জয়েন করতাম। সে আর এ জন্মে হইল্য নি।
  • kelo | 117.254.73.122 | ০৪ জুলাই ২০১০ ০১:০৪455422
  • মনে হয় https টা পারব। কাল এই সার্ভারটা চালানোর সময় ডকুমেন্টেশন ঘাঁটছিলুম .. তখন ওটাই চোখ টেনেছিল। তবে ওটা করতে গেলে পাঁচ সাত মিনিটের কাজ না.. ঘন্টাখানেক পড়াশোনা করতে হবে। আর .. আকাদা তো ধরেই ফেলেছেন … ঐ পড়াশোনার জায়গাটাতেই আমার খামতি। না পড়ে ফাঁকি দিয়েই বেশ তো করে খাচ্ছি মশাই.....

  • Samik | 122.162.75.24 | ০৪ জুলাই ২০১০ ০১:১২455423
  • হা হা হা, কী বিনয় বাপু, অ্যাকেবারে কোঙার :-)

    উত্তাল অ্যাসেট হলেন আমাদের কেলো, আপনাকে গুছিয়ে কালটিভেট করতে হচ্ছে তো মশাই! আপনি অনেকদিন ধরেই গুরু পড়তেন, তাই না? এই থ্রেডটা খোলার অপেক্ষায় ছিলেন অনেকদিন ধরে। অসাধারণ লিখেছেন প্রতিটা পোস্ট।
  • bitoshok | 76.113.141.132 | ০৪ জুলাই ২০১০ ০২:৪৩455424
  • কেলো স্যারের কাকদ্বীপ কাহিনী শুনব বলে ওয়েট করছি কিন্ত।-:)
  • nyara | 122.172.14.64 | ০৪ জুলাই ২০১০ ০৮:১৯455426
  • হ্যাঁ, হ্যাঁ কাকদ্বীপ হোক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন