এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮১২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kelo | 117.254.245.103 | ০৮ জুলাই ২০১০ ১০:২৬455460
  • সমীকদা,
    টেনশন নেবেন না। আপনিও যে বাড়িতে একটা ওয়েবসার্ভার চালিয়ে ফেলেছেন তাতে আমি বেজায় খুশী।
    চালিয়ে কেমন লাগল .. সে অভিজ্ঞতাই বরং বলুন। এককথায় - “অবিশ্বাস্য..... অভাবনীয়”। তাই না?? আমারও প্রাথমিক অনুভুতি কিছুটা সেরকমই হয়েছিল... আমার সার্ভারে যাঁরা ঢুকেছেন .. তাঁরা দেখেছেন নিশ্চয়ই .. দ্বিতীয় লাইনে ওটা লেখা ছিল।

    আপনি কষ্ট করে আর এগোবেন না। কারন …

    আমার হাতে একটা স্ট্যাটিক আইপি ছিল। তাই সেটা মেশিনে আমি সহজেই অ্যাসাইন করতে পেরেছিলাম। আপনার হাতে সেটা নেই। আপনাকে ওয়েবসার্ভারটাকে প্রকৃত ওয়েবে আনতে গেলে ডাইনামিক ডিএনএস ব্যবহার করতে হবে।
    ডাইনামিক ডিএনএস ব্যবহার করলে আপানার ওয়েবপেজটা আমরা সবাই দেখতে পাব বটে.. কিন্তু সেটা করার যে মূল উদ্দেশ্য … অর্থাত... লিনাক্সের আম ইউজারকে দিয়ে হ্যাক-ওপেন করানোর চ্যালেন্‌জ দেওয়া, সেটা মাঠে মারা যাবে। লিনাক্সের আম ইউজার রা যদি বাঁ হাতের সাহায্যে হ্যাক করতে চায়.. তবে আপনার ক্ষেত্রে তাদের হ্যাক করতে হবে .. আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মূল সার্ভার। যা কিনা ঐ শ্রেনীর লিনাক্স ইউজারদের পক্ষে একটু কঠিনই হয়ে যাবে। এর জন্য প্রয়োজন হবে, নভিস নয় .. অন্তত বিগিনার লিনাক্স ইউজার। মেঘবেলা ফেঘবেলা না হয়ে আপনার আই এস পি যদি একটু তাগড়া গোছের হয় .. অর্থাত .. ভি এস এন এল টাইপের, তবে বিগিনার ইউজারদের পক্ষেও ব্যাপারটা আর বাঁ হাতের খেলা থাকবে না। ডান হাতের সাহায্য নিতে হলেও হতে পারে।

    আশাকরি বোঝাতে পেরেছি.....
    আমার ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ভি এস এন এল হলেও .. স্ট্যাটিক আই পি টা ছিল বলে আপনাকে একটা লেভেলড প্লেইং গ্রাউন্ড প্রোভাইড করতে পেরেছিলাম। স্ট্যাটিক আই পি দিয়ে আপনি আপনার মেশিন থেকে সোজা আমার মেশিনে আসছিলেন বলে .. কোন অ্যাটাক আপনি করলে বা পোর্ট-স্ক্যানার চালালে আমি ছাড়া কারো আপত্তি করার কিছু ছিল না। আর আমি তো লিখিত অনুমতি দিয়েই রেখেছিলাম। আমার আগের পোস্ট পড়লেই দেখতে পাবেন।
    মোদ্দা কথা আমার লিনাক্স মেশিনটা আপনি হ্যাক করতে চাইলে করতে পারতেন আইনি সমস্যা ছাড়াই .. আপনার টা DYN-DNS দিয়ে চালালে প্রথমত আপনারটাতে ঢোকার আগে আমাদের আপনার আইএসপির সিকিউরিটি ভেঙ্গে নিতে হবে ….... এবং সেটা যদি করাও যায় .. তাহলে এই তৃতীয় বিশ্বের দেশেও হাতকড়া অনিবার্য।

    আর চেষ্টা করবেন না..... উইন্ডোজ ব্যাবহারকারীদের উদ্যম দেখে মুগ্‌ধ হয়ে আমরা হার স্বীকার করলাম .. অনেকটা পুরুর কাছে সেকেন্দার শাহের মত। ….....মনে রাখবেন य़ोजीताओहिसिकन्दर নয়। (হিন্দিটা দেখতে না পেলে ইউনিকোডে দেখে নেবেন)
  • Samik | 121.242.177.19 | ০৮ জুলাই ২০১০ ১১:০২455461
  • ধুত্তেরি। অমন কিছু মনে হবে কেন? আমি তো হামেশাই ওয়েবসার্ভার অ্যাপ্লি সার্ভার ইনস্টল করি আর চালাই। আমি কি প্রথম চালাচ্ছি নাকি? :-)
  • Samik | 121.242.177.19 | ০৮ জুলাই ২০১০ ১১:০৬455462
  • হ্যাঁ, এই নেটোয়ার্কিংয়ে আমার জাস্ট কোনও ফান্ডা নেই। ইনস্টলেশন আর অন্যান্য ফাইল নিয়ে কনফিগারেশন পর্যন্তই আমার দৌড়। আইপি অ্যাসাইনিং কি লোড ব্যালেন্সার লাগানো কিম্বা ডিএনেস স্ট্যাটিক ডায়নামিক আইপি এইসব ব্যাপার কেবল শুনেছি, করে আমার টিমের অন্য লোক। আমি করি না। তাই বোধ হয় আর এগোতে পারলাম না। :-)

    তবে লেগে থাকলে কী না হয়? দেখিই না, ....
  • Samik | 121.242.177.19 | ০৮ জুলাই ২০১০ ১১:১১455463
  • ইউনিকোডে এসে বাংলা পড়লাম। হিন্দীও। ওটা হবে जोजीतावहीसिकंदर:-)
  • kelo | 117.254.245.103 | ০৮ জুলাই ২০১০ ১১:৪২455464
  • @শমীকদা
    বানানের আমার বাবা মা নেই কোনদিনই। বাংলাতেই........ তার আবার হিন্দি .. বুঝতেই পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে, বানান শুদ্ধ করে দেওয়ার জন্য …. আর আপনি যে এতই খুঁতখুঁতে বানানের ব্যাপারে সেটা জানতাম না তো... তাই ভুল শুধরে নিয়ে আপনাকে সমীকদার বদলে শমীকদাই বলব।

    আপনাকে প্রনাম দাদা.... আমি রামকৃষ্ণের সেই মাতাল, চোর আর সাধুর গল্পটার মত নিজেকে দিয়েই সবাইকে বিচার করে ফেলছিলাম। আমি ক্ষমাপ্রার্থী আপনার কাছে।
    তবে একটা কথা বলতে বাধ্য হব...... আপনি খুব ভুল লোক ভুল জায়গায় পড়ে আছেন দাদা... আপনি উইন্ডোজ ছেড়ে দিয়ে লিনাক্সে এসে ঐ চেষ্টাটা করে দেখুন.... এই উদ্যম নিয়ে দেখবেন দুদিনে কোথায় পৌঁছে গেছেন। ভগবানের মত দেখতে পাবেন সাব ..….কাঁচের মত স্বচ্ছ...পরিস্কার।

    আপনার মত কম্পুটারের ঐ জ্ঞান যদি আমার থাকত !!
  • Arijit | 61.95.144.122 | ০৮ জুলাই ২০১০ ১২:১৪455465
  • মাইরি-মাক্কালি এটা এই টপিকে লাস্ট পোস্ট। কয়েকটা জিনিস ক্ল্যারিফাই করে দিই।

    (১) আমি গোঁড়া ক্যাথলিক প্রিস্ট নই - মানে কাউকে কনভার্ট করানোর কোনো ইচ্ছে আমার নেই।
    (২) এই টইটা শুরু "৯২% লোক উইন্ডোজ ব্যবহার করে, সুতরাং উইন্ডোজ ভালোই হবে, বা উইন্ডোজ ভালোই - তাই ৯২% লোক ব্যবহার করে' থেকে। মাইক্রোসফট সাকসেসফুল, কিন্তু সাকসেসফুল=ভালো এই ইনডিউসড ইক্যুয়েশনটা আমি মানি না। কারণ "ভালো' জিনিসটা রিলেটিভ।
    (৩) ম্যাঙ্গো ইউজারের চাহিদা এবং ক্যালি নিয়ে সুইপিং স্টেটমেন্টে আপত্তি আছে। এবং "আমি ইউবান্টুর কিসুই বুঝিনি সুতরাং এটা ম্যাঙ্গো ইউজারের কাছে হিব্রু' - এই সুইপিং স্টেটমেন্টেও আপত্তি আছে - কারণ তথ্য-প্রমাণ-অভিজ্ঞতা।
    (৪) ম্যাঙ্গো ইউজার যা যা করে - অর্থাৎ সিনেমা দেখা, গান শোনা, মেল করা, ব্রাউজ করা, ফটো আপলোডানো, চারটে সিভি বানানো বা চিঠি লেখা - এগুলোর জন্যে উইন্ডোজ ম্যান্ডেটরি বা এগুলো উইন্ডোজে বেশি সহজ: এটাকে ডেলিবারেট মিথ মনে করি।
    (৫) উইন্ডোজ যদি প্রিলোডেড না আসত বা হার্ডওয়্যার ভেন্ডরদের তরফ থেকে ফাইন প্রিন্ট না থাকত (বলা ভালো কনজিউমারের হাতে যদি স্বাধীনভাবে একটা ওএস পছন্দ করার অপশন থাকতো) তাহলে সংখ্যাটা সম্ভবত: ৯২% হত না বলেই মনে করি। এখানে মাইক্রোসফটের বিজনেস প্ল্যানের প্রশংসা অবান্তর। ভারতে যদি পাইরেটেড সিডি ব্যাপারটা আরো কঠিন হত, তাহলেও হয়তো ভারতের একটা বড় অংশের ইউজার অন্যকিছু ভাবতো।
    (৬) ওপরের পয়েন্ট এবং সফটওয়্যার ভেন্ডরদের ব্যাকিং ৯২%-এর পিছনে বড় ফ্যাক্টর।
    (৭) আগে লেখা (৫) আর (৬) একটা সাইক্ল তৈরী করে। কিন্তু সেটা উইন্ডোজের "ভালোত্বকে' কনফার্ম করে না। সাকসেস-কে কনফার্ম করে। সাকসেস = ভালো এই ইকুয়েশন মানি না আগেই বলেছি। এই ইকুয়েশন মানলে আরো অনেক সাকসেসফুল লোকজন/ব্যাপারস্যাপারকে ভালো বলে দেওয়া যায় - যেমন আবাপ, সিপিএম, মমতা, তাপস পাল, বেদের মেয়ে জোছনা ইত্যাদি;-)
    (৮) সবচেয়ে বেশি ঢেঁড়া পিটনো সাপোর্ট - কজন উইন্ডোজের প্রবলেম নিয়ে মাইক্রোসফট টেক সাপোর্টে রিপোর্ট করেন? আর এর মধ্যে কত পার্সেন্ট মাইক্রোসফট টেক সাপোর্ট তুড়ি মেরে সল্‌ভ করে দেয়? আর এর মধ্যে কত পার্সেন্ট প্রবলেমের সল্যুশন আরো এক্সট্রা পয়সা/সময় খরচ (আপগ্রেড, অ্যান্টিভাইরাস, ফরম্যাটিং ইত্যাদি) করে আসে সেটাও পয়েন্ট। এদিক সেদিক লোকে হেল্প করে। লিনাক্ষ ইউজার ফোরামগুলোতেও একই সাহায্য পাওয়া যায়।
    (৯) ভিসিও ব্যবহার করতে না পারা বা ওপেন অফিসে পিভট টেবল করতে না পারা - এগুলো ম্যাঙ্গো ইউজারের উদাহরণ নয়। এগুলো স্পেশ্যালাইজড রিকোয়্যারমেন্ট। এই উদাহরণগুলো বাইরে রাখাই ভালো - যে কারণে আমার কাজের ব্যাপারে কেন উইন্ডোজ অকেজো সেই নিয়ে একটা লাইনও খরচ করিনি।

    এর পর কেউ বলতেই পারেন যে লিনাক্ষ আমার পছন্দ নয় - কারণ আমার গেট-আপ ভালো লাগেনি, বা স্টার্ট বাটন নেই। সেগুলো প্রেফারেন্স হয়ে গেলো। টেকনিক্যালি বলতে গেলে ওই ৯২% সংখ্যাটা ছাড়া সাধারণ ব্যবহারের ক্ষেত্রে লিনাক্ষের ওপর উইন্ডোজের বিশেষ অ্যাডভান্টেজ কিছু আছে বলে মনে করি না। লিনাক্ষের আছে। একদম স্বাধীনভাবে কাউকে যদি বেছে নিতে দেওয়া হয় তাহলেই অন্য ছবি উঠে আসার সম্ভাবনা আছে।

    ব্যাস্‌ - আর কিছু বলার নেই।
  • Arijit | 61.95.144.122 | ০৮ জুলাই ২০১০ ১২:২৬455466
  • ও - একটা জিনিস: লিনাক্ষকে উইন্ডোজ হতে হবে না এই নিয়ে দ্বিমত নেই। কোনো দরকার নেই উইন্ডোজ হওয়ার বা উইন্ডোজকে তাড়া করার।

    http://www.linux-mag.com/cache/7817/1.html
  • dukhe | 122.160.114.85 | ০৮ জুলাই ২০১০ ১২:৩৪455467
  • কিন্তু তাই বলে বেদের মেয়ে জোসনাকে দুরছাই করবেন ? নিজের মেয়ে হলে পারতেন ? :)
  • kelo | 117.254.245.103 | ০৮ জুলাই ২০১০ ১৪:১৪455468
  • এইটা আমারও এখানে লাস্ট পোস্ট.....

    আমি নতুন বলে আমার শমীকদার ব্যাকগ্রাউন্ড টা ঠিক খেয়াল ছিল না। তাই সার্ভারটা চালানোর ব্যপারে ওটা বলে ফেলেছি।

    আর ক্যাথলিক প্রিস্টের গোঁড়ামী নিয়ে তো ঠিক শমীকদাকে কনভার্ট করাতে চাই নি আমি। আমি তো শুধু বলতে চেয়েছিলুম যে .. শমীকবাবু যে যে বিষয়গুলো নিয়ে ঘাঁটতে চাইছেন, মানে এই- “আইপি অ্যাসাইনিং কি লোড ব্যালেন্সার লাগানো কিম্বা ডিএনেস স্ট্যাটিক ডায়নামিক আইপি” সেগুলো তো উইন্ডোজের চেয়ে ইউনিক্সে ভাল মক্সো করা যায় বলে জানি। তাই শমীকদাকে ইউনিক্স জাতীয় ফ্রী প্ল্যাটফর্ম – লিনাক্স এ আসার উপদেশ দিচ্ছিলুম আরকি। লিনাক্স তো অনেক বেশী ট্রান্সপারেন্ট এ ব্যাপারে .. ডকুমেন্টেশনও ভাল।

    কনভার্ট করা যদি আমার জীবনের ধ্যানজ্ঞান হত .. তবে আমি শমীকদাকে নিয়ে না পড়ে থেকে ঐ...bachchhachhele টি কে নিয়ে পড়তাম..
    যে কিনা লিনাক্সে গেম্‌স খেলতে চায়.. কি করে খেলবে জানতে চাইছে...
    তাও আবার সে থিডি ফার্স্ট পার্সন শ্যুটার-ই খেলতে পছন্দ করে। এর জন্য তো ওকে ওর প্লেস্টেশন-৩ মিডিবুন্তুতে চালাতে বলি নি।

    ম্যাঙ্গো ইউজারের চাহিদা ও ক্যালি নিয়ে একটা কথা আমিও বলি …. আমার কখনও মনে হয়ে নি যে উইন্ডোজ খুব কোয়ালিটি লোকে ইউজ করে। সে ম্যাঙ্গৈ হোক কি নন ম্যাঙ্গো। তাই শমীকদার কোয়ালিটি দেখে ওনাকে ওনার উপযুক্ত জায়গায় সরিয়ে আনছিলাম আরকি। এটাই স্যালভেশন? … কি জানি!! .. বলতেও পারেন হয়ত।

    যাই চাট্টি ডি.... মানে ইসে … খেয়ে নিই... তারপর থেকে এখানে আমি স্পীকটি নট।
  • Samik | 121.242.177.19 | ০৮ জুলাই ২০১০ ১৪:৫৯455470
  • কেলোকে আমি এবার কেলোকাকু বলে ডাকবো যতক্ষণ না তিনি আমার নামের থেকে "দা'-টা সরান।

    কেলোকাকু, আমার বয়েস খুব কম, মা বলে আরও কম। আর আমি ভগবানের যে সব সার্ভারে ঢুকে নাচানাচি করি টরি আর কি, সে-সবই লিনাক্স। কেবল আমার লোকাল ডেস্কটপটা উইন এক্সপি। সেখেনে কেবল পুট্টি চলে, উইনএসসিপি চলে, ভিএনসি চলে, এক্সম্যানেজার চলে আর ব্রাউজারে অ্যাডমিন কনসোল ইত্যাদি চলে। আমি কখনো উইন্ডোজে হাত মক্সো করার চেষ্টাও করি নি ফলে টেকনিকাল কাজের তুলনা আমি করতে পারুম না উইন্ডো আর লিনাক্সের মধ্যে। আপনি যা-যা বলছেন, সে-সবই সত্যি, আমি জানি, ঐ এক্সটার্নাল আইপি লাগিয়ে জনতার দরবারে আমার ওয়েব সার্ভার উন্মুক্ত করতে গেলে হয় আমাকে আইএসপির কাছে করজোড়ে নিবেদন করতে হবে এবং রিজেক্টেড হতে হবে, নয় তো আইএসপির সার্ভার হ্যাক করতে হবে।

    তা, আমি ম্যাঙ্গো জনতা, আমি তো ওসব করব না। কেবল আপনার দেখে দেখে একটু চেষ্টা কচ্ছিলাম আর কি। বুইলেন, কেলোকাকু?
  • aka | 168.26.215.13 | ০৮ জুলাই ২০১০ ১৮:০৯455471
  • কমরেড অজ্জিতের হাঁটুর ব্যথা বেড়েছে নইলে কেমন একটা রাগী যুবক টাইপের পোস্ট? :))

    অজ্জিতের সাথে একমত তো, উইণ্ডোজ ভালো বলে লিনাক্ষ খারাপ হতে যাবে কেন? কখনো তো বলি নাই, কেউই বলে নি। লিনাক্ষ ভালো তো। সিকিউরিটি ভালো, আজকাল ইউজার ফ্রেণ্ডলিনেসও ভালো, বুট হতে কম সময় লাগে ইত্যাদি ইত্যাদি। কিন্তু লিনাক্ষ দেরি করে ফেলেছে। ডেল, এইচপি ইত্যাদিরা উইণ্ডোজের ভালোত্ব বুঝে অনেক আগেই বাজার ধরে ফেলেছে।

    দুই ভালো বাজারে থাকতে পারে তো, যেমন উইণ্ডোজ আর ওদিকে ম্যাক। উইণ্ডোজ ভালো, ম্যাকও ভালো, একজন মার্কেট শেয়ার ধরে অন্যজন ফোকাসড অ্যাপ্রোচ। দুইই ভ্যালিড স্ট্র্যাটেজি। লিনাক্ষ দুয়ের মাঝে কিকরবে বুঝে উঠতে পারছে না। লিনাক্ষর পক্ষে না সম্ভব উইণ্ডোজের মার্কেট শেয়ার ধরা, না সম্ভব ডেডিকেটেড ম্যাক ইউজারদের ধরা। বিজনেস স্ট্র্যাটেজীটা ঘাঁটা। আমার ধারণা, লিনাক্ষ ডেস্কটপ ওএসে খুব কিছু করে দেখাতে পারবে না। কেউ কেউ ব্যক্তিগত প্রেফারেন্সে ব্যবহার করবে যেমন ন্যাড়াদা, কমরেড অজ্জিত কিন্তু ঐ অবধি। কারণ লিনাক্ষ খুব নতুন কিছু দিচ্ছে না যার জন্য ডেল, এইচপি মাইক্রসফটকে কাটিয়ে দেবে। অজ্জিতের একটা ভুল হচ্ছে মাইক্রসফট আগে মার্কেট শেয়ার ধরেছে বলেই হার্ডওয়ারের সাথে উইণ্ডোজ প্রিলোডেড উল্টোটা নয়।

    কমরেড অজ্জিত যদি প্রথমেই ""উইণ্ডোজ বনাম ...."" বা ""উইণ্ডোজের পক্ষে যা যা বলার বলুন তারপর দেখছি (দেখাচ্ছি)"" না বলতেন তাইলে এত বাইট খরচ করতে হত নাকি? এখন লাস পোস বললেই হল। আমার মোটেও এটা লাস পোস নয়। :)))
  • aka | 168.26.215.13 | ০৮ জুলাই ২০১০ ১৮:৩৩455472
  • কেলো,

    আপনি বিজ্ঞানি, নিউটনের তৃতীয় সূত্র ছাড়া আর কিছুই পরীক্ষা না করে মানেন না। তা আপনার লিনাক্ষ-অ্যাপাচি যে উইন্ডোজের ইউজাররা হ্যাক করতে পারল না, তার থেকে আপনি কি সিদ্ধান্তে পৌঁছলেন? দুনিয়াকে না জানালে দুনিয়া যে একটা বিরাট পরীক্ষার সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয়ে রইল।

    আপনার মনে হয় না উইণ্ডোজ খুব কোয়ালিটি লোকে ইউজ করে। এক্ষেত্রে একটি প্রশ্ন আছে -

    ১। নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্রের মতন ইহাও কি বিজ্ঞানসম্মত ভাবে পরীক্ষা করিয়া বুঝিয়াছেন?

    আর একটা কথা, ধরে নিলাম উইন্ডোজ কোন কোয়ালিটি লোক ইউজ করে না। আরে সেইজন্যই আপনার এত চাহিদা সেটা বুইলেন না। ধরেন সবাই বিজ্ঞানি, সবাই প্রফেসর, সবাই অ্যাপাচি কনফিগারেশন করতে পারে। ব্যপারটা কি খুব ভালো হত? বিজ্ঞানি/প্রফেসর কেলো বাজারে কম বলিয়াই উহার চাহিদা বেশি (আমি না দাড়িদাদু বলিয়াছেন)। :)))

    আর ধরেন এই আমি, শমীক, অপ্পন এরা রুটির জন্য নিজেদের বেচি। আমাদের অত চয়েজ মাথায় রাখলে হয় না। লিনাক্ষ শপে লিনাক্ষ ব্যবহার করি, উইণ্ডোজ শপে উইণ্ডোজ, কখনো ওরাকল ডিবি ব্যবহার করি, কখনো সিকোয়েল সার্ভার, ডিবি২ কোনদিন ব্যবহার করি নি, কখনো রুবি রিপোর্ট, কখনো ডিসকভারার, কখনো ক্রিস্টাল, কখনো ওরাকল বিআই, কখনো বিজটক ব্যবহার করি, কখনো ডিজে, কখনো ইনফরম্যাটিকা, কখনো সি++, তো কখনো ভিবি, কখনো আইআইএস ব্যবহার করি, কখনো অ্যাপাচি, হ্যাঁ তবে কখনো ওয়েব সার্ভার কনফিগারেশন করি নি, ওটা বেশির ভাগ জায়গায় সিস্টেম অ্যাডমিনরা করে, আলাদা কেরিয়ার পাথ। এইসব আর কি, পাপী পেট কা সওয়াল, নাচতে বললে নাচি, গাইতে বললে গাই, তবে দিনের শেষে খাই। আপনি বিজ্ঞানি মানুষ, এই দু:খ কি আর বুইবেন?
  • sda | 117.194.195.185 | ০৮ জুলাই ২০১০ ১৯:৫০455473
  • আকাদার সঙ্গে একমত। জানালা বা লিনাক্স এর চয়েস তাদের কাছে অর্থহীন যাদের কাছে কম্পিউটার জিনিসটা জাস্ট একটা কাজের জিনিস, কোন fasciniation নয়। আমার কাছে যদি এমন একটা যন্ত্র এসে যায় যাতে অল্পস্বল্প নেট করা , গান শোনা, VHDL আর embedded development suite থাকে তাহলে মা কালি থেকে শুরু করে বনবিবি অব্দি সব দেবদেবীর দিব্যি , জীবনে আর পিসি টাচ করবো না।
    তবু ওপেনসোর্সের গুনগান করি , কারন নিজের অনেকবার কাজে লেগেছে। কিছুদিন আগে একটা ARM7 Microcontroller কিট এ ওপেন সোর্স ucLInux লাগালাম, বাজারের যে কোনো কমার্সিয়াল RTOS এর থেকে ভালো পারফর্মেন্স পেয়েছি।
    যখন যেমন। যদি বিলুদার ভরসায় থাকতাম তবে প্রজেক্ট আর শেষ হত না।
  • Abhyu | 80.221.18.28 | ০৮ জুলাই ২০১০ ২০:০৮455474
  • *বিজ্ঞানী
    *কালী
  • sda | 117.194.197.17 | ০৮ জুলাই ২০১০ ২২:২১455475
  • কেলোস্যার এটা কি বল্লেন ? উইন্ডোজ ইউজাররা খুব একটা কোয়ালিটি ইউজার নন ! কি মুস্কিল, এবার তো ১৯৯৪ এর লিনাক্স ইউজার স্বল্প শ্লাঘাকাশি কেশে নব্য লিনাক্সি কে বাণী দেবেন - তোদের আর কোয়ালিটি বলে কিছু রইলো না , এমন দিনকাল পড়লো যে সিডি ও অটোমাউন্ট হয় !
    দেখুন স্যার , সব বস্তুরই যথাযথ পরিমানে মধু ও বাঁশ রয়েছে। লিনাক্স আমজনতার জন্য কি না সে প্রশ্ন বাদ দিয়ে ও বলা যায় যে ওপেন সোর্সের কল্যানে লিনাক্স সিস্টেম প্রোগ্রামাররা মোটামুটি ভদ্র জীবনযাপন করতে পারেন , কিন্তু গড়পরতা উইন্ডোজ সিস্টেম প্রোগ্রামার বা ডিভাইস ড্রাইভার প্রোগ্রামারদের জীবন নিয়ে বেশ দরদী আর্টফিল্ম বানানো যায়। রাতের পর রাত softice এর মেমোরি ডাম্পের সঙ্গে নিশিযাপন আর মনে হওয়া যে ছোটোবেলায় নাম্‌তাগুলো হেক্স এ শেখালে বেশ হত - এই রুটিন এ কাজ করে যারা আমাদের মত ম্যাঙ্গো পাব্লিকের জন্যে প্রোডাক্ট বানান , তারাও কিন্তু উইন্ডোজ ইউজার।
    ইউজার সেটাই নেবে যেটা তার কাছে সহজ্‌লভ্য ও যথাযথ। এর থেকে সেই ইউজারের কোয়ালিটি মাপতে বসলে বিপদ !
  • SC | 67.186.56.191 | ০৯ জুলাই ২০১০ ০৯:১৭455476
  • এই পুরো আলোচনা দেখে যা বুঝলাম, তা হচ্ছে যে ম্যাঙ্গো ইউজার লিনাক্ষ ব্যাবহার করতে পারে, কিন্তু সেই ম্যাঙ্গো ইউজারের ডেফিনিশনটা যদি এমনি হয় যার মধ্যে কেলো ফিট করছে।
    কেলো ম্যাঙ্গো ইউজার হলে সিপিএমও বিপ্লবী, আর আম্মো লেখক।
    স্ট্যাটিক আই পি,সার্ভার এসব কতোকিছু শুনলাম কিছুই বুঝলাম না। এ নিয়ে তো আমার বিশেষ ইন্টারেস্টও নেই, কেন খামোখা সময়নষ্ট করে এসব শিখতে যাবো কম্পু ব্যাবহার করার জন্য।

    তাছাড়া ধরুন শিখলামও। তাও আমি কোনোদিন ডেডলাইনের আগে ল্যাটেকে ডকু লিখে কম্পাইল করতে গিয়ে ডেডলাইন মিস করতে চাই না। আমি একটা ফিফা কিংবা এওএম খেলার জন্য সারাদিন ধরে ওয়াইন কনফিগার করে তারপরে বাজে গ্রাফিক্স চাই না। তাহলে কোনদু:খে খামোকা আমি লিনাক্ষে যাবো।

    শুধু তাই নয়, উইন্ডোজ খারাপ কিসে? দাম দাম নিয়ে আমার বিশেষ মাথাব্যাথা নেই আপাতত। আমাদের ইস্কুলের দোকানে তো আমাদের মতো গরীব ছাত্রদের জন্য বিশ-পচিঁশ টাকায় পাওয়া যায়। এই তো ০০৭ এর আপগ্রেড সেদিন দেখলাম ২৫ টাকাতে দিচ্ছে। ২৫ টাকা বাঁচাতে গিয়ে রাতভোর জেগে এসব গিকি জিনিসপত্তর করে তাপ্পরে ভগবানের ভরসায় বসে থাকো, যদি অমুক ডিসপ্লে ড্রাইভার না চলে, যদি আবাপটা না পড়া যায়।

    কি দরকার বস? আমাদের মতো ম্যাঙ্গো ইউজাররা, যারা ম্যাটল্যাব,ওয়ার্ড,ফিফা গেম,আবাপ,গান শোনা, সিন্মা দেখা, পানু দেখা ইত্যাদি কাজের জন্য কম্পু ব্যাবহার করেন, এদের উইন্ডোজে কি সমস্যা? কোন জিনিসটা হচ্ছে না, বা কোন জিনিসটা খারাপ হচ্ছে?

  • Arijit | 61.95.144.122 | ০৯ জুলাই ২০১০ ১৭:২৩455477
  • কোনটে গিকি আর কোনটে নয় সেটা কে ডিফাইন করে আর কিভাবে?

    তবে লেটেকের উদাহরণটা এখানে খাটে না। কারণ অফিস ডকুমেন্টের ক্ষেত্রে লেটেক ব্যবহারের কথা কেউ বলবে না। প্র্যাক্টিক্যালি চিন্তা করলে। রোজকার যাতায়াতের গাড়ির বনেটের নীচে কি রকেট ইঞ্জিন লাগায়? নি:সন্দেহে লেটেকে অনেক সুবিধা আছে (ছবি, ইকুয়েশন, ফরম্যাটিং, নাম্বারিং, সেকশন, সাইটেশন ইত্যাদি), এন্ড প্রোডাক্টের কোয়ালিটি ওয়ার্ডের চেয়ে শতগুণে ভালো (একই ডকুমেন্ট দুজায়গায় লিখে প্রিন্ট নিয়ে দেখলে তফাতটা খালি চোখে ধরা পড়ে), কিন্তু অফিস ডকুমেন্টের ক্ষেত্রে লেটেক ব্যবহারের অসুবিধা আরো বেশি - প্রথমত: লার্নিং কার্ভ (শিখতে মিনিমাম এক মাস, যদিও দুই মাস ব্যবহার করার পর লোকে ওয়ার্ডের চেয়ে লেটেক প্রেফার করবে), দ্বিতীয়ত: রিভিউ/ট্র্যাক চেঞ্জেস - যদিও LyX মনে হয় এটা এনে ফেলেছে, তিন নং - ওয়ার্ডের রেডিমেড ক্লিক্‌-ক্লিক্‌ ফরম্যাটিং - WYSIWYG-এর সুবিধা (যদিও তাই নিয়ে ভুগতেও হয়)।

    এই তর্কে লেটেক/এক্সফিগ ভার্সেস ওয়ার্ড/ভিসিও আসার কথা নয়।
  • kelo | 117.254.251.216 | ০৯ জুলাই ২০১০ ১৭:৫৫455478
  • আপনাদের কথাবার্তা শুনে পোস্ট না করে থাকাও মুস্কিল.........
    তবে মাইরি বলছি- এটা পুরো গুরুচন্ডালীতেই আমার লাস্ট পোস্ট।

    আপনারা যে আমার পোস্ট পড়ে বিন্দুমাত্র বোঝেন না সেকথা বললেই হয় মশাই.. তাহলে আর আমি গুরুচন্ডালীর বাইটগুলো খামোকা নষ্ট করি না।

    আমি “উইন্ডোজ ইউজাররা খুব একটা কোয়ালিটি ইউজার নন !” বলি নি তো..... বলেছিলাম - “আমার কখনও মনে হয়ে নি যে উইন্ডোজ খুব 'কোয়ালিটি লোকে' ইউজ করে।” কথা দুটোর মধ্যে তো আকাশপাতাল তফাত।

    আমিও মনেপ্রানে বিশ্বাস করি যে -
    “গড়পরতা উইন্ডোজ সিস্টেম প্রোগ্রামার বা ডিভাইস ড্রাইভার প্রোগ্রামারদের জীবন নিয়ে বেশ দরদী আর্টফিল্ম বানানো যায়। রাতের পর রাত softice এর মেমোরি ডাম্পের সঙ্গে নিশিযাপন আর মনে হওয়া যে ছোটোবেলায় নাম্‌তাগুলো হেক্স এ শেখালে বেশ হত - এই রুটিন এ কাজ করে তারা আমাদের মত ম্যাঙ্গো পাব্লিকের জন্যে প্রোডাক্ট বানান”
    তাই তাঁদের হক্কের একটি পয়সাও মারতে আমার প্রানে লাগে। আমি যা যা সফটওয়্যার ব্যবহার করি তার সম্মিলিত দাম পনের লক্ষ টাকার কাছাকাছি। আমি এও বিশ্বাস করি, যদি আমি সেই ডেভেলাপারদের প্রাপ্য সম্মান দিতে চাই তবে আমায় আমার পকেট থেকে ঐ পরিমান টাকাই দিতে হবে .. তার চেয়ে এক পয়সাও কম নয়।
    আমার ডিম আনি ডিম খাই অবস্থা, আমি ঐ টাকা কোত্থেকে দেব ?
    আর তা না দিয়ে না দিয়ে ইস্কুলের দোকান থেকে ২৫ টাকা দিয়ে ০০৭ এর আপগ্রেড কিনে নিশ্চিন্তে রাতভোর ঘুমোন ??
    সেও তো আমি 'নিশ্চিন্তে' করতে পারি না। পারলে আর “কোয়ালিটি লোক” হলাম কই?

    আমি আপনাদের আগে যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কথা বলেছি.. তিনি আমাকে আজও ধন্যবাদ জানান .. লিনাক্স দিয়ে ওনাকে ইল্লিগ্যাল উইন্ডোজের ওয়ার্নিং মেসেজ থেকে মুক্তি দেবার জন্য .. ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়াটা ওনার কাছে সেকেন্ডারী ব্যাপার। তাই আমার কাছে “উনি সচ্চরিত্র আদর্শবান লোক”... পাতি বাংলায় যাকে বলে.....“কোয়ালিটি লোক”। (আমার আগের পোস্ট দ্রষ্টব্য:Date:28Jun2010 -- 03:50PM)

    আমার নিজের লিনাক্স ব্যবহারের কারন হিসেবে বলেছিলাম-
    “এরপর থেকে অ্যালমিডা আজও আমার গুরু। ওর কাছ থেকে যা যা জেনেছিলাম শুনেছিলাম তা এর আগে কোনদিন শুনি নি .. যেমন GNU এর মূল ফিলসফি টা। আপনারা হাসবেন না …. লিনাক্সে অন্য সমস্ত সুবিধে .. যেমন ভাইরাসের হাত থেকে মুক্তি বা বিনি পয়সায় সফটওয়্যার এ ধরনের সব সুবিধার চেয়েও আমার মন টেনেছিল ঐ ফিলসফি। তখন বিজ্ঞানী হবার স্বপ্ন আমার চোখে .. অল্প বয়েস .. ঘোর পেটেন্ট বিরোধী .. ইউ . এন . ব্রহ্মচারী বা জগদীশ চন্দ্র বোস আমার হিরো। তাই GNU এর মূলতত্ব গুলে খেতে আমার সাতদিনও লাগে নি।”
    (আমার আগের পোস্ট দ্রষ্টব্য:Date:28Jun2010 -- 12:30PM)
    সময় পাল্টেছে....... আমার বিশ্বাস পাল্টায় নি। হাজার “গলতা” সত্বেও … আমি ঐ ফিলজফীতেই বিশ্বাসী... নিজের আত্মসম্মান রেখে মাথা উঁচু করে বাঁচায় বিশ্বাসী। লোকের হক্কের ধন ফাঁকি দিয়ে নিশ্চিন্তে ঘুমোনয় নয়।

    ভাল কথা ….
    আমার বউ বলেছে.... পুওর কোয়ালিটি লোকজনের সঙ্গে একদম না মিশতে।
    তাই আমি আর গুরুদের সঙ্গে কোন যোগাযোগ রাখব না ঠিক করেছি.... এইটা সত্যি আমার লাস্ট পোস্ট।

  • aka | 168.26.215.13 | ০৯ জুলাই ২০১০ ১৮:৩০455479
  • অজ্জিত, উইণ্ডোজের সিকিউরিটি নিয়ে কি কি অসুবিধা?
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুলাই ২০১০ ১৮:৩২455482
  • কাকু থাকতে আমায় চাপ দাও কেন? হাজার হাজার আর্টিকল আছে, মায় ওয়াল স্ট্রীট জার্নালের সার্ভ অবধি...

    আর আমি তো রিসেন্টলি সিকিউরিটি নিয়ে কিছু কই নাই। ওটা তো "গিভেন'।
  • Blank | 170.153.65.102 | ০৯ জুলাই ২০১০ ১৮:৫৬455484
  • যা ত্তারা !!! আপনি না মাম্মাটি মানুষের দলে !!! আর পুওর কোয়ালিটির ওপর এত্ত রাগ !!!
  • kaalu | 59.93.198.37 | ০৯ জুলাই ২০১০ ১৯:২১455485
  • মাইরি কেলো, কী হচ্ছেটা কী? এই চন্ডালদের ওপর রেগে যাচ্ছো?

    এই Windows/Linux ঝগড়া তো বাঙাল/ঘটি ঝগড়ার মতো। এর কোনো শেষ নেই। তোমার লেখা দেখে তো মনে হয় তুমি এখানে পাঠক হিসেবে নতুন না - দেখো নি কী প্রচন্ড এঁড়ে তক্কো হয় almost যে কোনো বিষয়ে? রাগারাগিও হয় কিন্তু আবার সবাই গলায় গলায় (ঠিক পাড়ার রকের আড্ডার মতো)।

    তুমি এই ব্যাপারটা দেখে রেগে গেলে কিন্তু তোমার অন্য টইতে এরাই কী ভাবে জড়িয়ে পড়েছে, সেটা দেখছো না? এটাই তো গুরুচন্ডালির বিশেষত্ব - একইসঙ্গে ল্যা ল্যা আর পরক্ষণেই সুপার সিরিয়াস। এরা একই সঙ্গে কাঠি করছে আবার মাথায় তুলে নাচছে - ঐ রকের বন্ধুদের মতো। তোমার লেখা পড়ে তোমায় যা চিনেছি, তোমার তো এই জনতাই পছন্দ বলেই মনে হয়।

    যাক্‌গে, যা ভালো বোঝো করো। আমার এইটা লেখা প্রয়োজন মনে করলুম, লিখলুম - নিজের স্বার্থেই - তুমি এখানে রেগে গিয়ে অন্য টইতে লিখবে না, এটা ঠিক না। আমদের মতো পাব্লিক, যারা এই টইএর ব্যাপারে একেবারেই উৎসাহিত নয়, তারা কিন্তু অতি আগ্রহে অন্য টইএ তোমার লেখার অপেক্ষায় থাকে - এইটা মনে রেখো।

    ও হ্যাঁ, আমি এখানে 'kd' নামে লিখি আর এরা আমায় 'কাবলিদা' বলে চেনে। তোমার নামের সঙ্গে মিলিয়ে আমার রাজাবাজারে প্রচলিত নামটা ব্যবহার করলুম।

    ডি: রিভিউ করতে গিয়ে দেখলুম, আমি পুরোটা 'আপনি'র জায়গায় 'তুমি' করে লিখেছি। নতুন আলাপ, উচিৎ হয়নি। বুড়ো মানুষ, অব্যেসের দোষ। ক্ষমা চাইছি।
  • sda | 117.194.199.77 | ০৯ জুলাই ২০১০ ২১:৪৫455486
  • বুঝলাম। কেলোস্যারের মতে , সব উইন্ডোজ ইউজার পুওর কোয়ালিটি নন , যারা পাইরেসি করে তারাই জালি লোক।
    ১০০% সত্যি। কিন্তু অন্যদিকেও চিন্তা করুন , ধরুন আমি একটা ল্যাপি কিনলাম , আমাকে প্রিইন্‌স্‌টলড উইন্ডোস ৭ দিলো , অফিস আর একটা antivirus এর ১ বছরের সাবস্ক্রিপ্‌শন দিল। সব কিছুর দাম কিন্তু ল্যাপির দামেই ধরা আছে , আর তাও দাম এমন যে আমি কিনতে পারছি। এবার কোয়ালিটি টা কি করে মাপবেন ?
    এবার বাকি যা যা লাগতে পারে তার প্রায় সব ই ফ্রি/ওপেন সোর্স পাওয়া যায়। সেটা হয় আমার দোকানদার লোড করে দেবে অথবা পাড়ার কোন খোকা করে দিলো।
    এতে যা লাভ হল :
    ১। সামন্য কিছু এক্সট্রা খরচ করেই রাতের ঘুম নিশ্চিৎ হল, কারন একই সেটআপ আমার চেনা কয়েকশো লোক ব্যবহার করছে , ঝুললে তারা আছে সামলানোর জন্য।
    ২। যতটা সম্ভব পাইরেসির হাত থেকে বাঁচলাম। এবার যদি পড়াশোনার কাজে আমার এমন কিছু জিনিস লাগে যেগুলোর ফ্রি/ওপেন সোর্স ভার্সান নেই , আর পয়সা দিয়ে কেনা সম্ভব নয় , তাহলে বাধ্য হয়েই কপি করতে হবে। ম্যাটলাবের ওপেন সোর্স ভার্সান নিয়ে বসতে হলে চাপ আছে। অন্য পথ ও আছে অবশ্য , আমি যেমন ভিসুয়াল স্টুডিও র ১৮০ দিনের ট্রায়াল নামিয়ে ৩ মাস পর পর একবার ফর্ম্যাট করে নি। পকেট খালি হলে এই ঝক্কিগুলো তো নিতেই হবে।

    এতে যা ক্ষতি হল :
    ১। কি করছি জানি , কেন করছি জানি না, কারন ওপেনসোর্স নয়। এই বিষয়ে আমি একটি আন্দোলন করবো ভেবেছি, তার মূল অ্যাজেন্ডা হবে - "টিভি, ফ্রিজ,ওয়াশিং মেশিন, মোবাইল, ইনভার্টার সব সেই কম্পানির ই কিনুন যারা তাদের সাইটে জিনিসটার সার্কিট ডায়াগ্রাম আর ফার্মওয়্যার দিয়ে দেয়। সঙ্গে যদি জিনিসটাও ফ্রি দেয় তবে আরো ভালো। আর যারা এসব দেয় না তাদের বাজে প্রোডাক্ট বলুন, যারা সেসব ব্যবহার করে তাদের নিয়ে SMS জোক বানান। "
    পুনশ্চ : উইন্ডোস সেভেন বা অফিসের উদাহরন গুলো জাস্ট উদাহরন হিসাবে নেওয়াই কাম্য, কারন প্রথমটিকে পার্সোনালি অতীব জালি মনে করি।
  • Blank | 59.93.220.4 | ০৯ জুলাই ২০১০ ২১:৫৬455487
  • ওপেন সোর্স মানে ফ্রী জিনিস, এমন কথা কে বল্লো খোকা !!!!
  • sda | 117.194.199.77 | ০৯ জুলাই ২০১০ ২২:০১455488
  • ঐ জন্যেই তো বলছি , ফ্রি দিলে সবচেয়ে ভালো, না দিলেও ওপেন সোর্স তো হল !:-)
  • SC | 67.186.56.191 | ১০ জুলাই ২০১০ ১২:০৮455489
  • তাহলে কি দাঁড়ালো, ডকু লেখার জন্য ওপেনআপিশ? সে নিয়ে তো অনেক আলোচনা হলো, বলে বলে গোল খাবে আর্জেন্তিনার ডিফেন্সের মতো।

    উইন্ডোজ মানে পাইরেসি কেনো হতে যাবে? আমি তো পরিচিত কাউকে চিনিনা আমার ইস্কুলে, যারা পাইরেটেড ভার্সান ব্যাবহার করে। এখন ডাক্তারবাবু যদি পাড়ার দোকান থেকে পাইরেটেড মাল কিনে এনে লাগায়, এতে বিলুবাবুর কি দোষ হলো?

    ফ্রী না ওপেনসোর্স, কোনটা চাই? বিলুবাবুর কাছে দাবীটা কি এই যে ওপেনসোর্স করতে হবে? তাহলে এতক্ষণ তো শুনলাম যে লিনাক্ষ ভালো কারণ ফিরি। কি বিপদ।

    ওপেনসোর্স হোক না, আমি সমর্থন জানাবো, কিন্তু ফিরি, না পারলাম না। আসলে ঐ প্রোগ্রামারদের মতো আম্মো তো বুদ্ধি বেচে খাই, তাই সারা রাত ধরে মাথা খাটিয়ে বার করা জিনিস কেন ফিরি তে বিলি করব, আর করলে আমাদের মতো লোকেদের কি করে পেট চলবে?

    এসদার মতো করেই জিগাই, ফ্রিজ, টিভি থেকে মাইক্রোস্কোপ বানানো ইঞ্জিনিয়াররা যদি টাকা নেন, তাহলে সফটওয়ার যারা বানায়, তারা কেন টাকা চাইলে, "শালা বিলুর দালালি করছিস, লজ্জা করেনা" জাতীয় সেন্টু কেন?

  • d | 115.117.249.228 | ১০ জুলাই ২০১০ ১২:২২455490
  • অ্যাই মরেছে!!
    এই লজিকে তো জিমেল, ইয়াহুমেল, অক্কুট, ফেসবুক, আবাপ, পোতিদিন, গুরুচন্ডা৯, সচলায়তন সব এক্ষুণি পেইড সাইট করে দেওয়া উচিৎ।
  • SC | 67.186.56.191 | ১০ জুলাই ২০১০ ১২:৫১455491
  • ওদের রোজগারের তো একটা বিরাট বড় পার্সেন্টেজ আসে এড থেকে। নইলে তো গুগল কোম্পানিটাই উঠে যেতো। সেটার সাথে সফটওয়ারের/ও এসের কি করে তুলনা হয়?
  • sda | 117.194.194.71 | ১০ জুলাই ২০১০ ১৩:০১455493
  • গুরু র কথা জানি না , তবে ইয়াহু, গুগল বা অর্কুট এর আসল রেভিনিউ আসে অ্যাড থেকে। পেড সাইট করে দিলে সেই ব্যবসা উঠে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন