এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮১৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 117.194.192.119 | ৩০ জুন ২০১০ ০২:০৬455327
  • সফটওয়্যারে ইনোভেশনগুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন। যেগুলো ওপেনসোর্সে নাকি সম্ভব নয়।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ০২:১৭455328
  • কি মুশকিল দিলাম যে গুগুল সার্চ অ্যালগো। শুনি এবারে ওপেন সোর্সের ইনোভেশন কিরকম। ন্যাড়া দা কিছু বলেছে, আর কিছু? সফটওয়ার আপগ্রেডকে ইনোভেশন ধরলে অফিস ২০০৩, অফিস ২০০৭, এখন অফিস ২০১০ ইত্যাদি।
  • aka | 24.42.203.194 | ৩০ জুন ২০১০ ০৭:৫৬455330
  • লিস্টিটা দেখলাম, প্রথম কয়েকটা প্রোজেক্ট

    ১। E-Standards for Mass Properties Engineering - to promote the general field of mass properties engineering and to define electronic file standards and data object manipulations to support that field. Weight Engineering Journal Winter 2007 published by the Society of Allied Weight Engineers (SAWE) provides a descriptive article,

    ২। CODE - CODE is a software framework for control and observation in distributed environments. The basic functionality of the framework allows a user to observe a distributed set of resources, services, and applications. A user can also use the framework to manage ...


    ৩। ECHO - The concept of ECHO has been many years in the making. The initial charter and Plan development began in June of 1998 and was called the Independent Information Management System (IIMS).

    ৪। Mariana - Mariana is an algorithm that efficiently optimizes the hyperparameters for Support Vector Machines for regression and classification. It currently uses Simulated Annealing for optimization but can be extended to use a variety of stochastic optimization techniques including, Markov Chain Monte ...

    নাসার ওয়েবসাইটে থাকলেই যদি ইনোভেশন হয় তাহলে এগুলো ইনোভেশন মানে ই-স্ট্যাণ্ডার্ড ডিফাইন করা, রিগ্রেসন অ্যালগো ডিজাইন করা। আমার ধারণা গুগুলে এগুলো রোজ রোজ হয়।

    তো ঐ উপরিউক্ত ডেফিনেশন অনুযায়ী নাসার ওয়েব সাইটে মাইক্রসফটের প্রেজেন্স মানে ইনোভেশন - http://www.nasa.gov/home/hqnews/2009/mar/HQ_09-067_Microsoft_WorldWide_Telescope.html

    তাও সায়িন্টিফিক সেগমেন্টে স্পেসিফিক টুলস আছে যেগুলো ব্যবহার হয়। নাসা টাসা না গিয়েও কাছের উদাহরণ হল ল্যাটেক। সেই নিয়ে কোন বক্তব্য নাই। সেই নিয়ে কথা হয়ও নি। কথা হচ্ছিল পপুলার স্পেস নিয়ে।
  • nyara | 203.110.238.16 | ৩০ জুন ২০১০ ০৮:৪১455331
  • আলোচনাটা শুধু পপুলার স্পেসে কখন চলে গেল? আমি যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো কোনটাই ইনক্রিমেন্টাল আপগ্রেডেশন নয় - সব গ্রাউন্ড আপ। ওগুলো সব পপুলার স্পেসেও। গুগল সার্চ গ্রাউন্ড আপ নয়। আর কমার্শিয়াল অ্যান্ড পপুলার স্পেসে আমার দেওয়া লিস্টের বদলে তুমি গুগল সার্চের বাইরে আর বেরোতে পারছ না সফটওয়্যারে?

    আমি তোমায় কতকগুলো বলছি - বল এর মধ্যে কোনগুলো মাইক্রোসফটের ইনোভেশন:

    ১। সোশাল নেটওয়ার্কিং
    ২। গ্রাফিকাল বা টেক্সট ব্রাউজার
    ৩। ওয়ার্ড প্রসেসর
    ৪। স্প্রেডশিট
    ৫। র‌্যাপিড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (হায় রে, ভিশুয়াল বেসিক - যা মাইক্রোসফটের ভালো প্রডাক্টের একটা - সেটাও ইনহাউজ ইনোভেশন নয়)
    ৬। চার্টিং টুল (ভিজিও-উ অন্যে ডেভেলপ করেছে। মাইক্রোসফট কিনে নিজের নামে বেচে)
    ৭। স্ট্রিমিং মিডিয়া
  • lcm | 69.236.176.77 | ৩০ জুন ২০১০ ০৯:০০455332
  • ন্যাড়া, মাইক্রোসফ্‌ট এখন মিউসিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। এখন, সি শার্প, এরপরে আসবে ডি মাইনর।
  • aka | 24.42.203.194 | ৩০ জুন ২০১০ ০৯:০৫455333
  • আলোচনাটা তো অপারেটিং সিস্টেম নিয়ে হচ্ছিল। তাও ডেস্কটপ সিস্টেমের অপারেটিং সিস্টেম। সেটা পপুলার স্পেস নয়? তার থেকেই তো এত কথা বার্তা।

    আর ইনোভেশনের কথাটা আসছে ওপেন সোর্স বনাম ক্লোজ সোর্স (কি জানি না, বানালাম) আলোচনা থেকে, এটা মূল আলোচনার সাইড কিক হিসেবে এসেছে, মূলত ওপেন সোর্স আইডিওলজির ইনহেরেন্ট লিমিটিশন দেখাতে গিয়ে। আবারও বলি, ওপেন সোর্সে কোন ইনোভেশন আইডিয়া এলে কর্পোরেট তা ঝেড়ে অনেক আগে বাজারে এনে দেবে। এইটুকুই বলার (বার তিনেক বললাম), ওপেন সোর্স ধর্মের ধারক ও বাহক দের টেকনিকাল অ্যাকুমেন ও ইনোভেটিভনেসকে বিন্দুমাত্র খাটো করি নি। ওপেন সোর্সে যা এখনো কেউ ঝাড়ে নি তার থেকে বোধহয় কোন বিজনেস হয় না।

    মাইক্রসফটকে সাংঘাতিক ইনোভেটর প্রমাণ করা আমার উদ্দেশ্য নয়। মাইক্রসফট হল বিজনেস স্ট্র্যাটেজি আর ইউজারদের সুখ দু:খ বোঝার সংমিশ্রন। হু কেয়ারস ইনোভেটিভ কি, ইনোভেটিভ নয়। ইনোভেটিভ না, রিলায়াবিলিটি কম, সিকিউরিটিতে হোল ই হোল, তাও ৯২%, ভাগ্যিস এত খুঁত ছিল নইলে বাকি ফ্র্যাগমেন্টেড ৮% ও যেত। :))

    স্প্রেডশীট বাজারে অনেক আছে কিন্তু সবাই কি আর এক্সেল?

    যেমন সার্চ ইঞ্জিনও অনেক আছে বাজারে সবাই কি গুগুল।

    এবারে সফটওয়ারে সত্যি বলতে কি আমি যাকে ইনোভেটিভ বলছি সেইরকম ইনোভেশন খুব বেশি মনে করতে পারছি না। (ন্যাড়াদার হাজার প্রোভোকেশন সঙ্কেÄও আমি মাইক্রসফটকে ইনোভেটিভ বলছি না, কারণ মাইক্রসফট খুব ইনোভেটিভ বোধ হয় নয় :)))।

    সোশ্যাল নেটওয়ার্কিং কুল বিজনেস কনসেপ্ট।

    ব্রাউজার - কোন কোন ওয়েবসাইট ফাফতে ভালো কাজ করে, কোন কোন ওয়েবসাইট আইইতে (ফাফ লোড হতে প্রচূর সময় লাগে।)

    ওপেন অফিস আর মাইক্রসফট অফিস নেড়েচেড়ে দেখলেই বোঝা যাবে পার্থক্য কোথায়।

    ভিবির সাথে বেসিকের নামে মিল আছে কিন্তু ভিবি অনেক বেশি পাওয়ারফুল। ভিবির সাথে ইকুইভ্যালেন্ট একটা প্রোডাক্ট উঠেছিল মিডল ইস্টের, এখন একদম নামটা মনে করতে পারছি না। ভিবির পাওয়ার হল আইডিই তে।
  • bitoshok | 76.113.141.132 | ৩০ জুন ২০১০ ০৯:১২455334
  • অ।

    আকা যেই জায়গাটা এড়িয়ে গেলেন "Among the components we used, we found the open source components to be of far greater quality," he (Jeff Norris) said."। পপুলার স্পেস নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই। ইন্টারনেট এক্সপ্লোরার সবথেকে পপুলার ব্রাউজার এবং সবথেকে ঝাঁটের ব্রাউজার। আইপড হেব্বি পপুলার, বাজারে ওর থেকে কেজো জিনিস পাওয়া যায়।

    ল্যাটেক্স তো শুধু ডকুমেন্ট প্রিপারেশনের জন্য। টু 'কম্পিউট' অ্যান্ড টু 'কম্পিউট প্রেসাইসলি, প্রায় সমস্ত সফটওয়ার টুল ওপেন সোর্স ।

  • lcm | 69.236.176.77 | ৩০ জুন ২০১০ ০৯:২০455335
  • হুম্‌ম্‌ম.... "টু কম্পিউট প্রেসাইসলি, প্রায় সমস্ত সফটওয়্যার ওপেন সোর্স"....
    Oracle, DB2, WebSphere, WebLogic, CICS, SAP, PeopleSoft, Oracle Financials, Informatica.... (মাইক্রোসফট-এর প্রোডাক্টের নাম নিলাম না) ---- এগুলো তাহলে, নট সো প্রেসাইস।
  • aka | 24.42.203.194 | ৩০ জুন ২০১০ ০৯:২২455337
  • তাইলে বীতাশোক ভুল থ্রেডে তক্কো করছেন, নামটা দেখেন, ই®¾ট্রা দেখেন। অপারেটিং সিস্টেম নিয়ে তক্কো তো। তাও আবার ডেস্কটপ সিস্টেম। ইনোভেশন ইত্যাদি কোন পরিপ্রেক্ষিতে এসছে সেটা না দেখলে তো হবে না। পপুলার স্পেস নিয়েই কথা বার্তা হচ্ছে। নইলে সায়িন্টিফিক ফিল্ড ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার।

    হ্যাঁ পৃথিবীর প্রায় সবকটা সুপার কম্পিউটারই লিনাক্ষ।

    আমরা যাদের কথা বলছি তারা আদার ব্যপারি - ল্যাদোষদার উদাহরণে মিষ্টির দোকানের মালিক, হোমিওপ্যাথ ডাক্তার - দশমিকের পরে দুই ঘরের বেশি গুনতে লাগেই না, তারজন্য সুপার কম্পিউটার কেনা কি আর পরতায় পোষাবে? ভাগ্যিস মাইক্রসফট ছিল নইলে এনাদের আর জীবনে কম্পিউটার ধরেই দেখা হত না।
  • aka | 24.42.203.194 | ৩০ জুন ২০১০ ০৯:২৪455338
  • সার্ভারের কথা হচ্ছিল না? বেশিরভাগ ব্যাঙ্কের ডেটা রয়েছে মেইনফ্রেমে - রিলায়াবিলিটি, সিকিউরিটির বেঞ্চমার্ক।
  • Blank | 59.93.247.116 | ৩০ জুন ২০১০ ০৯:২৫455339
  • আবার আইপড এলো কোথা থেকে !!! আইপডের কোনো তুলনা নেই মিডিয়া প্লেয়ার হিসেবে। আইপড টাচ এর ধারে কাছে কেউ নেই। মাইক্রোসফট zune অনেক চেষ্টা করেও ওর ধারে কাছে কিছু বানাতে পারে নি। তার পর অজস্র অ্যাপ্লি। ধুর, ঐ sonu, Samsung, philips, Creative এর জিনিস এর ধারে কাছে নয়।
  • bitoshok | 76.113.141.132 | ৩০ জুন ২০১০ ০৯:৩৩455340
  • গুড। আদার ব্যাপারিরা সার্ভার মেইন্টেইন করবে না, *অফিসের ম্যাক্রো লিখবে না, কম্পুটেশন করবে না। এইবার কি কি করবে তার লিস্টি টা বানিয়ে ফেললেই তক্ক টা তার নিজের জায়গায় ফিরে আসে।
  • aka | 24.42.203.194 | ৩০ জুন ২০১০ ০৯:৩৭455341
  • ঐ যে উইণ্ডোজে যা যা করা যায়, লিনাক্ষ যে ফীচারগুলো আনার চেষ্টা করে যাচ্ছে, রাইট ক্লিক, লেফট ক্লিক আর ডাবল ক্লিক। মাঝে মাঝে টাইপ, যোগ,বিয়োগ, গুন, ভাগ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
  • lcm | 69.236.176.77 | ৩০ জুন ২০১০ ১০:০৮455342
  • বীতশোক বোধহয় ডেভলেপর ইউজার-দের কথা বলছে।

    বীতশোকের দেওয়া হলিউডে লিনাক্স সংক্রান্ত লিংকটা দেখলাম। প্রথমে দেখে মনে হবে যেন টাইটানিক থেকে শ্রেক - মেজর সিনেমার অ্যানিমেশন/ভিডিও-এডিটিং এর সব কাজ লিনাক্সে হয়েছে।
    ঐ লিংক ঘাঁটতে ঘাঁটতে পপুলার ম্যাগাজিন 'লিনাক্স জার্নাল'-এর একটা আর্টিকল পড়লাম। এখানে লিখছে, যে অ্যানিমেশন-এর বেসিক ফ্রেম ডিসাইন হয়েছে ডেস্কটপে - মোস্টলি ম্যাকে। এবার প্রচুর (হাজার হাজার) ফ্রেম সিমুলেট করা এবং কম্বাইন করার কাজে লিনাক্স সার্ভারে ব্যাচে করা হয়েছে। লিংকটা রাখা হয় নি, দিতে পারলাম না।

    আগে বলেছি, একটা কনফিউশন হচ্ছে। লিনাক্স সার্ভার আর উইন্ডোজ এর তুলনা বারবার চলে আসছে। লিনাক্স-এর সার্ভার মার্কেট - মানে এন্টারপ্রাইজ মার্কেটে - rhel, sles - মার্কেট শেয়ার অনেক বেশী, সঙ্গত কারণেই। সার্ভার হিসেবে লিনাক্স/ইউনিক্স বেটার। কিন্তু, উইন্ডোজ ইন্টার্ফেস-টা অন্য গল্প।

    আর, ইউজার নিয়ে কনফিউশন হচ্ছেই। সফটওয়্যার ডেভলেপর-ও ইউজার ঠিকই, তবে অ্যাডভান্সড ইউজার। এবং, কেলো-ও অ্যাডভান্সড ইউজার, কেলো ইস প্যাসোনেট অ্যাবাউট লার্নিং এবং বেশ কিছুটা সময় দিয়েছেন লিনাক্স-কে, অবশ্যই ভালো লেগেছে বলেই।
  • lcm | 69.236.176.77 | ৩০ জুন ২০১০ ১১:১৯455343
  • উইকি-তে লিনাক্স পেজ থেকে -
    ...
    Linux is predominantly known for its use in servers; as of 2009 it has a server market share ranging between 20–40%.
    ...
    Most desktop computers run either Microsoft Windows or Mac OS X, with Linux having anywhere from a low of an estimated 1–2% of the desktop market
    ...
    However, desktop use of Linux has become increasingly popular in recent years, partly owing to the popular Ubuntu, Fedora, Mint, and openSUSE distributions
    ...


    http://en.wikipedia.org/wiki/Linux
  • lcm | 69.236.176.77 | ৩০ জুন ২০১০ ১১:২০455344
  • * 20-40%
    * 1-2%
  • bitoshok | 76.113.141.132 | ৩০ জুন ২০১০ ১১:৫৭455345
  • ২০-৪০ %
    ১-২ %

    যাইহোক, এই নাম্বার দিয়ে ডেস্কটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সুপিরিওরিটি কিভাবে প্রমানিত হয়। ফর ম্যাঙ্গো ইউজার।

    স্ট্যান্ডার্ড অপারেশন : "রাইট ক্লিক, লেফট ক্লিক, ডাবল ক্লিক। মাঝে মাঝে টাইপ, যোগ, বিয়োগ ..."

    .............

    আগের পোস্টে আমি ডেভেলপার ইউজার দের কথা বলি নি।
    কম্পুটেশন বলতে কম্পুটেশন-ই বুঝিয়েছি। হলিউডের লিংকটা মুলত: টেকনিক্যাল দিকে প্ররোচিত করবার জন্যই দিয়েছিলাম। তবে এসব প্রাসঙ্গিক নয়।
  • lcm | 69.236.176.77 | ৩০ জুন ২০১০ ১৩:২৪455346
  • ঠিক আছে। নাম্বার দিয়ে প্রমাণ হয় না।

    ডেস্কটপে মাইক্রোসফ্‌ট ৯০%, আর, লিনাক্স ২% - এর থেকে প্রমাণ হয় না, যে মাইক্রোসফট-উইন্ডোজ লিনাক্স-উইন্ডোজ এর থেকে বেটার। বেশ, ভালো কথা।

    তাহলে, সার্ভার মার্কেটে লিনাক্স/ইউনিক্স-এর আধিপত্যে প্রমাণ হয় না যে লিনাক্স/ইউনিক্স সার্ভার সুপিরিয়র - তাই তো?

    বা, গ্রাফিক্স/ভিডিও এডিটিং-এ অ্যাপেল-এর আধিপত্যে প্রমাণ হয় না যে অ্যাপেল এই ফিল্ডে সুপিরিয়র - তাই তো?

    বা, আইপড/আইফোনের বেশী বিক্রি (জিউন বা অ্যান্ড্রয়েড-এর থেকে) - এর থেকে প্রমাণ হয় না যে ওগুলি বেটার প্রোডাক্ট। - তাই তো?

    বেশ।
  • bitoshok | 76.113.141.132 | ৩০ জুন ২০১০ ১৩:৫২455348
  • ইয়েস। হোয়াট আর দ্য আদার কোয়ান্টিফায়েবল প্যারামিটারস?

    স্যাম্পল সেট : রবীন মামা, মিস্টির দোকানের মালিক, হোমিওপ্যাথ ডাক্তার - গ্রস ফিচার 'ম্যাঙ্গো পাব্লিক'।

    স্যাম্পল অপারেশন : মাঝে মাঝে টাইপ ইত্যাদি, - মে বি বেসিক ফটোগ্রাফি, ভিডিও চ্যাট, ইউটিউব ডাউনলোড + কনভার্সন
  • kelo | 117.254.247.143 | ৩০ জুন ২০১০ ১৪:৩৭455349
  • এই যদি ম্যাঙ্গো পাবলিকের অপারেশনের নমুনা হয় তবে তো স্রেফ বেসিক ইনপুট আউটপুট সিস্টেমেই(BIOS) কাজ চলে যাবার কথা। কোন অপারেটিং সিস্টেম লোড করারই কথা না। ....না উইন্ডোজ না লিনাক্স । আজকালকার বায়োসগুলো যা হয়েছে ... দেখেছেন একবার সাম্প্রতিক কালের মধ্যে???
  • lcm | 69.236.176.77 | ৩০ জুন ২০১০ ১৪:৫৩455350
  • বেশ। তবে ছোট্ট করে, মার্টিন রিচার্ড-এর বেঞ্চমার্ক (পাইথন কোড দিয়ে)।

    একেবারে ফেলে দেওয়ার মতন পারফর্ম্যান্স নয় - কি বলো?

    আরো ডিটেইল্‌স এ আছে এখানে, http://www.tuxradar.com/node/33

    সুপিরিয়র নয় ঠিকই, কিন্তু, বুট আপ আর শাট ডাউন পারফর্ম্যান্স দেখো, চলেবেল। একেবারে খাজা নয়।

    যদিও, আমার নিজের একে্‌স্‌পরিয়েন্সে ম্যাক-এর বুট আপ/শাট ডাউন টাইম সবথেকে ভালো পেয়েছি।

    বাই দ্য ওয়ে, এসব বুঝি না বিশেষ। তবে সকলে এত গালি দেয়, কিন্তু তত খারাপ নয় বোধহয়।

    আমার নিজের যে অসুবিধে হয়েছে (লিনাক্স উইন্ডোজ নিয়ে) সেটা এখানে অনেকে লিখেছেন। এক, ড্রাইভার। দুই, সফটওয়্যারের অপশন। অবশ্য, আমি ট্রাই করেছিলাম বছর চারেক আগে, এখন নিশ্চয়ই ভালো হয়েছে। আর একটা ব্যাপার হল, এমন কিছু মারাত্মক ফারাক পেলাম না যাতে মোটিভেটেড হতে পারি। ইন ফ্যাক্ট, মাইক্রোসফট অফিসে ফেলে ওপেন অফিসে কাজ করব কেন সেটাও বুঝতে পারি নি। এগুলো অবশ্যই পুরোপুরি পার্সোনাল ফিলিং।

  • nyara | 203.110.238.16 | ৩০ জুন ২০১০ ১৪:৫৯455351
  • দেখুন ও দেখান:


  • de | 203.197.30.2 | ৩০ জুন ২০১০ ১৭:৫১455352
  • উফ! :))

    আপিসে না খোলার সাবধানবাণী দেওয়া ছিলো না!
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ১৮:০৪455353
  • সেই একই জায়গায় ঘোরাঘুরি করে আলোচনা।

    ভালো বলে এমন কোয়ান্টিফায়েবল কিছু ডিফাইন করা যায় কি? বীতাশোক বলবে সিকিউরিটি, রিলায়াবিলিটি ওদিকে রবীন মামা বলবে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, পাড়ার ছেলের সাপোর্ট।

    মার্কেট শেয়ার দিয়ে সিকিউরিটি, রিলায়াবিলিটি এসব যেমন বোঝা যায় না ঠিকই। কিন্তু তা সঙ্কেÄও ম্যাঙ্গো ইউজাররা উইণ্ডোজ ব্যবহার করে মানে সিকিউরিটি, রিলায়াবিলিটি ইত্যাদি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোন প্যারামিটার বোধহয় নয়। নইলে ধরে নিতে হয় ""সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে""।

    বিনা পয়সায় অপারেটিং সিস্টেম পাওয়া যাচ্ছে তাও ১-২% মার্কেট শেয়ার। কেন? সেই উত্তর আজও পেলাম না।
  • Arpan | 216.52.215.232 | ৩০ জুন ২০১০ ১৮:২৩455355
  • এইবার আমাকে কেউ জানাবে ডেলের লিনাক্ষ লোড করা ল্যাপির বিক্রি কীরকম?
  • Arpan | 216.52.215.232 | ৩০ জুন ২০১০ ১৮:২৩455354
  • সে উত্তর তো অরিজিত দিয়েছে বলে মনে হয়।

    ১) ব্র্যান্ডেড ল্যাপি উইন্ডোজ লোড হয়ে আসে।

    ২) ব্র্যান্ডেড ল্যাপিতে লোকে লিনাক্ষ লোড করতে ভয় পায় কারণ তাতে ওয়ারান্টি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ১৮:৪৭455356
  • হকিংয়ের বিখ্যাত বইটার প্রথমে এমন একটা গল্প আছে। এক ভদ্রমহিলা হকিংকে বলছেন, 'আমাকে তুমি বোকা বানাতে পারবে না, পৃথিবীটা একটা কচ্ছপের পিঠের ওপরে রয়েছে', হকিং স্মার্টলি বললেন ' ও তাই, তাহলে কচ্ছপটা কোথায় রয়েছে?' মহিলা বলেন 'কেন? কচ্ছপটা সাঁতার কাটছে'। :)))

    তো, ডেল, এইচপি কেন মাইক্রোসফটের সাথেই বিজনেস ডিল করল?
  • nyara | 122.172.14.64 | ৩০ জুন ২০১০ ১৮:৫৫455357
  • সার্ভারে লিনাক্সের মার্কেট শেয়ার চচ্চড় করে বাড়ছে, ডেস্কটপে উইন্ডোজ এখনও ৯২%। দুটো কারণ হতে পারে।

    ১। লসাগু যা বলল: ডেস্কটপে উইন্ডোজ লিনাক্সের থেকে ভাল। সার্ভারে লিনাক্স ভাল। বাই মেরিট মার্কেট শেয়ার।

    ২। সার্ভারে কী ওপারেটিং সিস্টেম থাকবে সেটা যারা স্থির করেন তারা খবরাখবর রাখেন। সেখানে বাই মেরিট ডিসিশন হয়। ডেস্কটপ যারা কেনেন তাদের একটা বড় অংশ লিনাক্সের নামই শোনেনি, অপারেটিং সিস্টেম খায় না মাথায় মাখে জানে না। গড্ডালিকা উইন্ডোজের স্রোতে ভেসে যায়। কাজেই সেখানে অসম প্রতিযোগিতা।
  • nyara | 122.172.14.64 | ৩০ জুন ২০১০ ১৯:০১455359
  • উইন্ডোজের ৯২% মার্কেট শেয়ারে কিছু জল থাকতে পারে। কেন বলছি। আমি বছর দুয়েক আগে একটি ল্যাপটপ কিনি। তাতে উইন্ডোজ লোডেড আসে। অর্থাৎ আমি ঐ ৯২%-এ পড়ে গেলাম। অথচ আমি ল্যাপটপে লিনাক্স ব্যবহার করি ৯৯% সময়ে। আপিসে আমার ম্যাকে একটা ভিএম-এ উইন্ডোজ আছে। সেখানেও অধিকাংশ সময়ে আমি ম্যাক ওএস ব্যবহার করি। আমার মতন লোক প্রচুর আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন