এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮১৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০৯:২৭455227
  • এ তুমি কি কহিলে, ইহা তো আশা করি নাই ভাই। ক্যানন ডিজিটাল ক্যামেরার সাথে যে সিডি-টি আসে সেটার প্রয়োজন নেই বলছ। ক্যানন তার মানে, ফালতু মিছিমিছি এগুলো দিচ্ছে। চারদিকে সবাই পয়সা নষ্ট করছে কেন?

    আর তক্কোটা ঠিক কি নিয়ে হচ্ছে বলো তো? গুটি কয়েক আইটি গাইস-দের কার কি ভালো লাগে তাই নিয়ে, নাকি সারা পৃথিবীর এন্ড ইউজার-রা যারা কম্পু ব্যবহার করে তাদের নিয়ে, তারা কোন্‌ ওএস ব্যবহার করে এবং কেন। রিসার্চ করে, দেখেশুনেই লোকজন, উইন্ডোজ মেশিন কেনে। শুধু রবীনমামা বেচারা ছেলের ফান্ডায় ভরসা রেখে ... । শুধু ইন্ডিভিডুয়াল কন্সিউমার নয়, কর্পোরেট কর্তারাও বেশ ভালো করে অ্যানালিসিস করে তবেই তো ইউন্ডোজ কেনে।

    ভালো জিনিস শস্তায় থাকলে সে খবর কি আর চাপা থাকে রে ভাইটি!
  • sinfaut | 117.194.195.136 | ২৮ জুন ২০১০ ১০:১৪455228
  • ক্যামেরার সাথে সিডিটা ঠিক কী কাজে লাগে আগে স্পষ্ট করে বলুন।

    আর আমি উইন্ডোজের কোন সফ্‌টওয়্যার ব্যবহার করি না, সেই ২০০৭ থেকে। তবে আমার ms এর আপিস আর আউট্‌লুক ভালো লাগে।

    আকা, গিম্প এ লেয়ার আছে। লেয়ারকম্প কী আছে? ঠিক জানিনা, তুমি কী ফটোশপে ব্যবহার করো?

    আর লিনাক্স একটুও চেষ্টা করছে না উইন্ডোজ হবার।
  • Arijit | 61.95.144.122 | ২৮ জুন ২০১০ ১১:০০455229
  • রিলিজিয়াস তর্ক তো ছেড়েই দিয়েছিলাম। এটাও শুরু হল ওই মার্কেট শেয়ারের একটা কোট নিয়ে।

    আমারও কাউকে কনভার্ট করানোর ইচ্ছে নেই। আপিসে যা কথা হয় এসব নিয়ে সেগুলো সবই ফোর্সফুলি উইন্ডোজ ব্যবহার করানোর চেষ্টা নিয়ে। প্রায় সকলেই বাধ্য হয়ে করছে, আমি এখনো করি না, করবোও না। আমার ডেস্কটপটা লিনাক্ষ, ল্যাপটপটা পার্সোনাল ম্যাক।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১১:২৭455230
  • বাই দ্য ওয়ে, উবুন্টু-র লেটেস্ট ডিস্ট্রো-তে বোধহয় গিম্প আসে না, আলাদা করে ডাউনলোড করতে হবে। মামার পক্ষে একটু চাপের বোধ হয়। সিডি থাকলে সুবিধে হয়। দুনিয়ার সব ড্রাইভার সব ডিস্ট্রো তে থাকে না। সিডি থাকলে সুবিধে হয়। নিদেন পক্ষে ডাউনলোডের একটা লিংক, সেক্ষেত্রে আবার ইন্টারনেট কানেক্‌শন চাই। নইলে ক্যামেরার ছবি ক্যামেরাতেই। এই আর কি। নইলে কে আর যেচে সিডি /সফ্‌টওয়্যার দেয়।

    লিনাক্স-এর উইন্ডোজ ইন্টারফেস তো ক্রমশ মাইক্রোসফট-কে ফলো করছে (ন্যাড়া লিখেছে এ নিয়ে)। এছাড়া, প্লাগ-এন্ড-প্লে ফিচার (এখন আর সিডি ড্রাইভ মাউন্ট করতে হয় না), ফাইল অ্যাসোসিয়েশন... ইত্যাদি।

    আচ্ছা অরিজিৎ, তুমি হলে কম্পূটার সায়েন্সে মাস্টার্স এবং পিএইচডি - তুমি কক্ষনো এন্ড ইউজার নও। তোমার মাপকাঠিতে ২ সেকেন্ড ডিলে হল ইনফিরিয়র পারফরম্যান্স, এবং সেটা টেকনিক্যালি একদম ঠিক। কিন্তু, নন-কম্পু এন্ড ইউজারের কাছে ওটা কোনো ফ্যাক্টরই নয়।

    কে যেন লিখল, herd vs nerd। এ হল সেই।
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ১২:১৬455231
  • উবুন্টু-র লেটেস্ট ডিস্ট্রো তে গিম্প বাই ডিফল্ট নেই। ঠিক। তবে রবীন মামার কি গিম্প সাঙ্ঘাতিক রকমের দরকার? তাইলে এটা পাওয়া খুব সোজা। একদম চাপের কিচ্ছু নেই। আদারওয়াইজ, রবীন মামাদের জন্য f-spot বাই ডিফল্ট আছে। আর নাতির সাথে ভিডিও চ্যাট করবেন যখন ইন্টারনেট কানেকশন তো থাকতেই হবে। (বাই দ্য ওয়ে, আমি এখানে রবীন মামার উদাহরণ আশা করি নি --আরেকটু টেকনিক্যাল কিছু আশা করে ছিলাম)

    লিনাক্সের গ্রাফিকাল ইউজার ইন্টারফেস উইন্ডোজ কে ফলো করছে না। মোর ইম্পোর্টান্টলি, ইউজার একাধিক অপশন থেকে বেছে নিতে পারে। Gnome, KDE, xfce ইত্যাদি। রিসোর্স হাংরি, আই ক্যান্ডি ডেক্সটপ ও কনফিগার করতে পারে আবার মিনিমাল সিস্টেম ও চালাতে পারে। হট প্লাগিং ২০০৬ সালেও কোন কোন ডিস্ট্রো তে ছিলো।

    ------------------
    আমি মাইক্রোসফ/অ্যাপল ইউজ করি না। দরকার নেই।
  • kelo | 117.254.249.5 | ২৮ জুন ২০১০ ১২:৩০455232
  • আপনারা এইখানে লিনাক্স উইন্ডোজ নিয়ে বেজায় তর্ক জুড়েছেন। যারা জুড়েছেন তাঁরা প্রকৃত টেকি । এর মধ্যে যাঁরা নিজেকে সবচে কম টেকি বলে দাবী করেছেন তাঁরাও দেখি ক্রে র কম কিছু ব্যবহার করেন না, এবং তাঁরাও পার্ফম্যান্স , স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি দেখে মেশিনে ও এস ভরেন।
    এইখানে আমি একেবারে বেখাপ্পা... আপনাদের তর্কে যোগ দেওয়ার চেষ্টাই করব না। আমি মোটে টেক-গুরু নই.. বরং টেক-চন্ডাল বলা যেতে পারে। আমি এখানে যে আদৌ পোস্ট করছি তার একমাত্র কারন .. এবং আমার একমাত্র কোয়ালিফিকেশন হল আমি গত ১৯৯৮ সাল থেকে লিনাক্স ব্যবরার করছি এবং ২০০১ থেকে পুরোপুরি লিনাক্স ব্যবহার করছি। শেষ উইন্ডোজ আমি ব্যবহার করেছিলাম – সেটা Windows2000professional™. আমার মতে ঐ শেষ উইন্ডোজ ২০০০ একটা দারুন ওএস। তখন সবে এসেছিল.. কিন্তু আগের উইন্ডোজ ৯৮ বা মিলেনিয়ামের তুলনায় স্বর্গীয় ওএস। উইন্ডোজ এনটি.. যদিও ডেস্কটপ ওএস নয়.. সেটাও তার উত্তরসূরী ২০০০ এর তুলনায় পানসে। তাই পাকাপাকিভাবে লিনাক্সে যাবার আগে আমি উইন্ডোজ ২০০০ দেখে চিন্তায় পড়ে গেছিলাম যে ডুয়াল বুট ই রাখব কিনা।
    আগেই বলেছি আপনাদের তর্কে আমি যোগ দেব না। স্রেফ আমার লিনাক্স ব্যবহার করার কারন ও কিছু কিছু অভিঞ্জতা বলে যাব। আপনাদের তর্কে সেগুলো ইন্ধন হতে পারে সেই আশায়।
    প্রথম বলব – আমি কম্পিউটারের কেউ নই .. আমার ব্যাকগ্রাউন্ড বায়োলজি, গ্রাজুয়েশন, পোষ্ট-গ্রাজুয়েশন সব। আমার দৌড় ছিল মৌলালী যুবকেন্দ্রের ২২– ২৩ বছর আগের ওয়ার্ডস্টার আর লোটাস ১২৩ শিক্ষা। তখন বামফ্রন্ট সবে কম্পুটার বিরোধীতা ছেড়ে কম্পুটার শিক্ষা শুরু করেছে। আজও আমার কম্পুটার ডিগ্রী/ ডিপ্লোমা বলতে ঐটাই। কাজেই আপনারা স্বীকার করতে বাধ্য যে – চন্ডাল হিসেবে আমার কথার একটা দাম আছে।
    এবার চলে আসি আমার প্রথম লিনাক্সের সঙ্গে পরিচয়ের গল্পে – আমি তখন গোয়ার একটা ন্যাশনাল ল্যাবরেটরীতে রিসার্চ করি ৯৭ কি ৯৮ সাল। উইন্ডোজ 3.1(TM) তখন ঘরে ঘরে রম রম করে চলছে। একদিন ঐরকমই একটা ফিজিক্স এর ল্যাবের বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে শুনলাম ভেতর থেকে এক বিশিষ্ট বিঞ্জানী বলছেন --- “দেখেছো .. কালে কালে হল কি .. ঠিক উইন্ডোজের মত, অথচ ইউনিক্স। দারুন দারুন।” আমি অবাক হয়ে সেই ঘরে ঢুকে দেখি বেশ কয়েকজন গবেষক ও বিঞ্জানী একটা কম্পুটার ঘিরে দাঁড়িয়ে আছেন... তার স্ক্রীন জুড়ে বিটকেল সব বিচিত্র রঙ্গের অইকন। একমাত্র নেটস্কেপ ন্যভিগেটরের অইকন টা চেনা লাগল। আমাদের ফিজিক্যাল ল্যাব এর টেকনিশিয়ান অ্যানস্লেম অ্যালমিডা কে দেখে ব্যাপারটা জানতে চাইলাম। সে বলল যে --- “লানে্‌চর টেবিলে তোমাকে বোঝাবো কেলো... এক নতুন জিনিস তোমার তো পাঁচটা জিনিস ঘাঁটার অভ্যাস আছে .. তুমি আনন্দ পাবে।” আপনারা নিশ্চয় বুঝেছেন .. আমি সেদিন লিনাক্সের প্রথম দিকের GUI এর পরিচয় পেয়েছিলাম। আদিম KDE। এরপর থেকে অ্যালমিডা আজও আমার গুরু। ওর কাছ থেকে যা যা জেনেছিলাম শুনেছিলাম তা এর আগে কোনদিন শুনি নি.. যেমন GNU এর মূল ফিলসফি টা। আপনারা হাসবেন না …. লিনাক্সে অন্য সমস্ত সুবিধে .. যেমন ভাইরাসের হাত থেকে মুক্তি বা বিনি পয়সায় সফটওয়্যার এ ধরনের সব সুবিধার চেয়েও আমার মন টেনেছিল ঐ ফিলসফি। তখন বিঞ্জানী হবার স্বপ্ন আমার চোখে .. অল্প বয়েস .. ঘোর পেটেন্ট বিরোধী.. ইউ.এন.ব্রহ্মচারী বা জগদীশ চন্দ্র বোস আমার হিরো। তাই GNU এর মূলতত্ব গুলে খেতে আমার সাতদিনও লাগে নি। বরং একটা সময় এসেছিল যে ও বিষয়ে কোন দ্বন্দ জাগলে অ্যালমিডা আমার কাছে লোককে রেফার করতেন। আমার মনে হয়েছিল যে জিনিসের অন্তর্নিহিত তত্ব আমি মন থেকে বিশ্বাস করি .. আমি সেটাই ব্যবহার করব, শত অসুবিধা সত্বেও। প্রথমদিকে সত্যি .. শত নয়, আমাকে সহস্র অসুবিধা ভোগ করতে হয়েছে। কিন্তু স্বীকার করছি .. সে সব কাটিয়ে প্রভূত আনন্দও পেয়েছি। সেটা না করলে আপনাদের এখানে চন্ডাল হিসেবে লেখারও অধিকার থাকত না আমার .. আজও ওয়ার্ডস্টার আর লোটাস ১২৩ জানা আদর্শ পশ্চিমবঙ্গবাসী হয়েই থাকতাম।
    আমার প্রথম কম্পিউটার কেনা ২০০১ সালে। তখন সবে PentiumIII™ এসেছে বাজারে। ঘরে আনলাম একটা PentiumIIICoppermine750MHz মেশিন 128MBSDRAM সহ। তখনকার দিনের ক্রে সুপারকম্পিউটার। ওএস লোড করেছিলাম উইন্ডোজ ২০০০ প্রোফেশনাল আর রেড হ্যাট ৬ সম্ভবত:। ২০০২ সাল থেকে সেটা শুধু লিনাক্সে চলে। ডুয়াল বুট তুলে দিলাম। দেখলাম আমার কাজ সব লিনাক্সেই হয়ে যায়। শুধু শুধু মেশিনটাকে ওএস এর মিউজিয়াম বানিয়ে কি হবে ?? বরং দুটো চারটে ওএস থাকার মুস্কিল হল একটায় ঢুকে কাজ করলেই মনে হয় আর একটা কাজ অন্য টা দিয়ে ভাল হয় … তাই তুলেই দিলাম যেটা কম ব্যবহার করতাম সেটা। সুখের চেয়ে সোয়াস্তি ভাল। আজও আমার সেই মেশিনটাই রয়েছে ..RAM বেড়ে 384 হয়েছে .. গ্রাফিক্স কার্ডও পাল্টেছে। কিন্তু মূল সিস্টেম একই আছে..PentiumIIICoppermine750MHz. এখন ওটা উবুন্তু 10.04LTS এ দারুন চলে। কি কি করতে পারি শুনবেন ?
    MP3 বা ogg এ গান শুনতে পারি, 720p মুভি দেখতে পারি, ইন্টারনেট ব্রাউজ করতে পারি স্বচ্ছন্দে – মাঝে মাঝে heavyflash ক্লিপিং থাকলে একটু অসুবিধা হয় বটে তবে সেটা কিছু না। কুয়েক বা কার রেসিং এর হালকা ওপেন জিএল গেম হলে গেমও খেলা যায় 3D তে। ৩০ এর কাছে fps পাই গেম খেলতে। এ-তো গেল এন্টারটেনমেন্ট এর দিক.. কাজের কথা যদি বলেন...ওপেন অফিসে বা লিক্স দিয়ে তাড়া তাড়া ডকুমেন্ট বানিয়ে চলেছি দিন রাত পিডিএফ, পোস্টস্ক্রীপ্ট, আরও কত কি। টিভিএস গোল্ড কী বোর্ড টা আজও প্রথম দিনের মতই কড়কড়ে.. যদিও লেখা টেখা মুছে গেছে কবেই। টাচ টাইপ জানে না এমন লোক বসলে পাসওয়ার্ড টাইপ করতেও তাদের ঘাম ছুটে যায়। আমার কিন্তু বিকার নেই । এ ছাড়া আছে গিম্প GIMP। ফোটোশপ আমি বহুকাল আগে সামান্য ব্যবহার করেছি। আমার যেটুকু সামান্য কাজ তা GIMP দিয়ে দারুনভাবে হয়ে যায়। এখানেও আমার একটা কথা বলার আছে.. আসলে ফাইন্যাল প্রোডাক্ট বা আউটপুট কেমন দাঁড়াবে সেটা অনেকটাই নির্ভর করে যে কাজটা করছে তার দক্ষতার ও উদ্ভাবনী শক্তির ওপরে কোন টুল ব্যবহার করল তার ওপর নয়। অর্থাত পাবলো পিকাসোর তুলির জন্য তিনি পাবলো পিকাসো নন। ঐ একই তুলি আরো পাঁচজন ব্যবহার করত তবু তিনি আলাদা। তুলিটা উনি কেমনভাবে ব্যবহার করেছেন তার জন্যই তিনি পিকাসো। এছাড়া ওতে খুব ব্যবহার করি বেশ কিছু সায়েন্টিফিক প্রোগ্রাম.. যেমন GRASSGIS, Avogadro, Qtiplot, Octave, Jemboss. এর কোনটারই আমি এক্সপার্ট নই.. আমার কাজটুকু আমি এ দিয়ে উদ্ধার করতে পারি মাত্র। এ ছাড়া গুগল আর্থ খুব কাজে দেয় .. যদিও একটু স্লো চলে গ্রাফিক্স এর কারনে.. তাও ব্যবহার করা যায় দিব্যি। এ ছাড়া আমার পুরো যোগাযোগটাই voip দিয়ে করি দেশ বিদেশের সঙ্গে। Empathy, Gizmo, Skype দিয়ে … কোন অসুবিধা হয় না। webcam ও দারুন কাজ করে । ব্যান্ডউইথের জন্য যেটুকু সমস্যা হয়.. মেশিন বা ওএস এর জন্য নয়। একটা পিক্সেলভিউ টিভি টিউনার কার্ডও রয়েছে .. দিব্যি চলে। অনেক সময়েই কাজ করতে করতে ছোট উইন্ডোতে নিউজ চালিয়ে রাখি.. এটা আমার অভ্যেস।
    শুধু একটা জিনিসই আমাকে খেয়াল রাখতে হয়... কোন নতুন হার্ডওয়্যার কেনার আগে সেটা আমার ওএস এ কেমন চলবে সেটা দেখে নিতে হয়। আগে বেশী দেখতে হত এখন দিন দিন সমস্যাটা কমে আসছে। আমার স্যামসুঙ লেজার প্রিন্টার বা ক্যানন lide20 স্ক্যানার নিয়ে কোনদিন কোন সমস্যায় পড়তে হয় নি। পটাপট প্রিন্ট নিচ্ছি স্ক্যানও করছি। আজকাল জেরক্সের দাম বাড়ার পর থেকে দু চার পাতা থাকলে দোকানে গিয়ে জেরক্স করাবার কষ্টটুকুও করি না। আগে এত জেরক্স করতাম যে বিশ্বকর্মা পুজোর দিন জেরক্সওয়ালা আমাকে ডেকে বিরিয়ানী খাওয়াতো .. সেটা অবশ্য বন্ধ হয়েছে।
    গত বছর জানুয়ারি মাসে একটা নতুন নেটবুক কিনেছি চৌদ্দ হাজার টাকা দিয়ে। দামটা এত কম তার কারন হল ওটা এসারের এসপায়ার ওয়ান লিনাক্স ভার্সান। কেনার সময় থেকেই ওটা উইন্ডোজ মুক্ত। নয়তো ২৫০০ টাকা বেশী নিত। আর আমি সেই Xp টা ব্যবহারও করতাম না। তাই ওদের লিনপাস লিনাক্স দেওয়া মেশিন নিয়ে তার পর সেটাকে উবুন্তু ১০.০৪এ ডুয়াল বুট করে রেখেছি। পুরো উড়িয়ে দিতে পারতাম লিনপাস লিনাক্স টা .. ওয়ারেন্টিও ফুরিয়ে গেছে তাই রাখার প্রয়োজনও নেই কিছু …. তাও রেখে দিয়েছি .. থাক .. অসুবিধা তো করছে না কিছু।
    আমার কথা তো শুনলেন.......একজন খাঁটি লিনাক্স ইউজারের কথা … যার টেকনিকাল নলেজ বলতে প্রায় কিছুই নেই শুধু ইনট্যুশনের ওপর করে খাচ্ছে। এবার আপনারা যত খুশী তর্ক করুন .. কোন ওএস ভাল... কেন ভাল। আমার কিছুই তাতে এসে যাবে না। যতদিন লিনাক্স এ যারা কϾট্রবিউট করছেন তাঁরা উত্‌সাহ না হারিয়ে ফেলছেন ততদিন আমার কোন চিন্তা নেই। তাঁদের সেলাম।
    আজ অব্দি কাউকেই আমার লিনাক্স ব্যবহার নিয়ে কিছু বলি না। যাঁরা আমার মেশিন দেখেছেন তাঁরাই জানেন যে আমি অন্য কিছু একটা ব্যবহার করি। তাদের মধ্যে খুব কম লোকই যেচে লিনাক্স ইন্‌স্‌টল করেছে। জোর না করলে আমি নিজে থেকে কাউকে বলিও নি দেইও নি। তাও এই দশ বছরে নয় নয় করে গোটা ছয় লোককে দিয়েছি .. তারা আর কেউই উইন্ডোজ এ ফিরে আসেন নি। এবং নিতান্ত নিরুপায় না হলে তাদের মেশিনে শুধু একটা ওএস। তাঁরা কেউই এক্সপার্ট নন কিন্তু ইন্‌স্‌টলেশন ছাড়া তাঁদের কারো কাছেই আমার এক দু বারের বেশী ডাক পড়ে নি।
    আমার লেখায় দেখবেন টেকনিকাল ব্যাপার না বলে কেবল আমার অভিঞ্জতাই বলে গেছি.. কারন তর্কের জন্য বা কিছু প্রমান করার জন্য আমি এই লেখা লিখছি না। স্রেফ আপনাদের তর্কের ইন্ধনের জন্য এই লেখা।
    শেষ করব বাংলার কথা বলে... এতে বাংলার যা সাপোর্ট আছে তা কতগুলো ওএস এ পাবো তা বলা শক্ত.. বাংলা যে কাজের ক্ষেত্রে খুব লাগে তা নয় কিন্তু বাংলা মিডিয়ামের ছেলে বলেই হয়ত বাংলাটা বড় ভালবাসি। এই পুরোটা যে টাইপ করলাম তার পুরোটাই ইউনিকোডে .. ইনস্ক্রিপ্ট কী বোর্ড লেআউটে। ফোনেটিক কীবোর্ড আমি ব্যবহার করতে জানি না। ২০০৫ থেকে আমি ইনস্ক্রিপ্ট কী বোর্ডে অভ্যস্ত .. বাংলাও ইংরাজীর মত সমান স্বচ্ছন্দে টাইপ করতে পারি। আমার মনে আছে ঐ সময় winxp তে বাংলা লেখা তত সোজা ছিল না। আমার কিছু বন্ধুর DTPhouse আছে তারা তখনো Win98 ব্যবহার করত.. কারন Toptype , WindowsXp™ এ লোড হত না। আমার যে সব বন্ধুরা লিনাক্স ব্যবহার করে তারা-আমরা সর্বদা সবকিছু বাংলায় লিখি। চিঠিই হোক বা textchat ভুলেও রোমানে বাংলা লিখি না। শুধু সমবয়সী বন্ধুই নয় বৃত্তটা বাড়ছে ক্রমশ: কিছু জুনিয়রও অনুপ্রানিত হয়েছে ….
    আসলে যারা লিনাক্স ব্যবহার করছেন তারা সবাই আমার মত প্রচারসর্বস্ব নন.. তাই আমার মত এমন বহু লোক আছেন যারা ঐ মার্কেট শেয়ারের হিসেবের বাইরে রয়ে গেছেন। প্রসঙ্গত: বলে রাখা ভাল .. আমি নিজেই আজ অব্দি কোন লিনাক্স ইউজার গ্রুপের মেম্বার নই। স্রেফ ল্যাদের জন্য .. ল্যাদ কাটিয়ে আর হয়ে ওঠা হয় নি। কাজ তো সুন্দর চলে যাচ্ছে … খাল কাটলে কুমীর আসবে কিনা সেটার তো শিওরিটি নেই ..
    নিন … এবার আপনারা প্রান খুলে তক্কো করুন … আপনাদের তক্কে কি উঠে আসে সেটা দেখার জন্য মুখিয়ে রইলাম।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১২:৩৭455233
  • এত কিছুর পরেও কেলো দাবি করছে সে কম্পু-র কিছু জানে না। একজন ম্যাঙ্গো ইউজার। কি কেলো!
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১২:৪২455234
  • বীতশোক, তুমিও কি সাধারন ইউজার। মানে একজন উকিল বা ধরো একজন ব্যবসায়ী। যা লিখলে বা কেলো যা লিখেছে তা কি একজন স্কুলের হেডমাস্টার বুঝবে?
  • Arijit | 61.95.144.122 | ২৮ জুন ২০১০ ১২:৪৮455235
  • এই অ্যাজাম্পশনগুলোর দরকার আছে কি? বাংলাদেশের ব্লগগুলো পড়ে দেখলে দেখা যায় অধিকাংশই নন-টেকি, কিন্তু আরামসে ইউনিকোড/স্কিম ইত্যাদি নিয়ে নন-উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে। গণ্ডাখানেক উদাহরণ (ভিডিওসহ) তো আমিই দিলুম। এরা কি করে করছে? এলসিএম ক'জন ম্যাঙ্গো ইউজারকে চেনে? নাকি এটা ধরে নিতে হবে যে ইউবান্টু খুলে আগাপাশতলা কিস্যু বুঝতে না পারাটা ম্যাঙ্গো ইউজারের বেজলাইন? বা ম্যাঙ্গো ইউজারেরা বুঝবে না বলাটা এক ধরণের টেকি-উন্নাসিকতা?
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১২:৫৩455237
  • বেশ, তবে আজ থেকে আমজনতা ১%, আর টেকি হল ৯১%....

  • Arijit | 61.95.144.122 | ২৮ জুন ২০১০ ১২:৫৯455238
  • না না। উইন্ডোজ সেরা সেটা তো শুক্রবারই লিখে দিয়েছি। ছাপার অক্ষরে নাম দিয়ে ডিক্লারেশন রয়েছে। তার পর থেকে উইন্ডোজের বিপক্ষে একটা লাইনও তো লিখিনি! শুধু অ্যাজাম্পশনগুলো না করলেই হয় এটুকু বল্লাম।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১৩:০৭455239
  • কয়েকটি কথা ছোট্ট করে বলে রাখি

    ১) এই থ্রেডে আমরা যারা মেজরিটি পোস্টিং করছি, আমার পার্সোনালি মনে হয় না আমরা কেউই ম্যাঙ্গো এন্ড ইউজার।

    ২) ক্রে-র রেফারেন্সটা আমিই দিয়েছিলাম। স্কেলিবিলিটি - এই শব্দটা শুনে। আমি ক্রে দেখেছি, যেহেতু একই বিল্ডিং-য়ে । কাজ করার প্রশ্নই ওঠে না, কেননা গবেষণা মুলক কাজ ছাড়া আমাদের ওখানে ওতে কিছু করা হয় না। আর, আমার সম্পুর্ণ অন্য গ্রুপ।

    ৩) লিনাক্স-এ কি করা যায় আর কি করা যায় না, সেটা কিন্তু আলোচনার মূল বিষয় ছিল না।

    আলোচনাটা হচ্ছিল এই নিয়ে যে, কেন উইন্ডোজ প্লাটফর্মে মাইক্রোসফট ৯০%, আর, বাকিরা ১০%।

    বিভিন্ন জনে বিভিন্ন কারণ ব্যাখা করেছে। যেমন:
    - ইউজার কন্ডিশনিং বা মাইন্ড সেট
    - মার্কেটিং
    - ফার্স্ট কামার অ্যাডভান্টেজ
    ....
    ....

    আমি বলতে চেয়েছি যে, মাইক্রোসফট-এর প্রোডাক্ট ভালই, তাই লোকে কেনে। এই টুকুই।

  • SB | 114.31.249.109 | ২৮ জুন ২০১০ ১৩:১৩455240
  • উবুন্তু ধরণের মালপত্র আসার আগে লিনাক্স ব্যাভার করার জন্যে টেকি না হলেও একটু বোধবুদ্ধির দরকার লাগতো হয়তো, এখন লিনাক্স ব্যাভার করা কঠিণ বলা মানে মিথ্যাভাষন, ঠিক যেমন যদি কেউ বলে গুচতে বাংলা হরফে লেখাটা কঠিন, সেরকম। যদিও বেশি জনতা ওক্কুট বা ফেসবুকেই ভাটায় রোমান হরফেই, তার মার্কেট শেয়ার অনেকটাই বেশি, দেখতে শুনতে বেশ চকচকে, তার মানে এই নয় যে, সেসবই আড্ডা মারার বা হুলিয়ে তক্ক করার জন্যে বেটার জায়গা ;-)
  • quark | 202.141.148.99 | ২৮ জুন ২০১০ ১৩:১৪455241
  • আর কেলো বলল লিনাক্স ভালো এবং ফ্রী ....তবু লোকে ব্যাভার করে না। এই টুকুই।
  • kelo | 117.254.249.5 | ২৮ জুন ২০১০ ১৩:৫১455242
  • আরও কটা কথা বলব। এটাও তর্কের পার্ট হিসেবে নয় .. আমার অভিঞ্জতা থেকে...আপনাদের তক্কে কাজ দেবে।
    ভারতশ্রেষ্ঠ সব বিঞ্জান প্রতিষ্ঠানে দেখেছি প্রথিতযশা বিঞ্জানীরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর এম এস ওয়ার্ডে তফাত করতে পারতেন না। অর্থাত হয়ত মেশিনটাই চলছে না .. আইটি সেকশনে ফোন করে বলে দিলেন যে আজ সকাল থেকে আমার ওয়ার্ড টা খুলছে না। এবার আইটি র লোকেরা হয়ত ওয়ার্ড এক্সপার্ট কিয়ানুকে পাঠালো .. সে এসে হতভম্ব .. যে মেশিনটাই তো চলছে না.. ওয়ার্ডের সঙ্গে কি সম্পর্ক ??? বিঞ্জানীপ্রবর নিজের ছড়ানো টের পেয়ে অজুহাত দিলেন .. আরে ওয়ার্ড টা খুলছে কি ??? কিছুই খুলছে না... ওয়ার্ড ও তো খুলছে না .. আমি তো তাই বলেছি কমে্‌প্‌লন এ.. ভালো করে দেখে এসো ..যাও। কিয়ানু গেল গিয়ে হয়ত রিচার্ডকে পাঠিয়ে দিল .. সে উইন্ডোজ ৯৮ এক্সপার্ট।
    আর আমাকে যারা ম্যাঙ্গো পাবলিকের মধ্যে ফেলতে দ্বিধা করছেন তাদের সঙ্গে একটু তর্ক করব.. আমার প্রথাগত কম্পুটার বিদ্যা তো গোপন করি নি। তাতে কি আপনাদের প্রতিষ্ঠানে আমাকে চাকরি দিতে পারতেন ?? মানে শুধু ওয়ার্ডস্টার আর লোটাস ১২৩ জানা একটা ছেলেকে .. যার কিনা বায়োলজি ব্যাকগ্রাউন্ড..... পারতেন ? পারতেন না .. তখন বলতেন .. এ কিস্যু জানে না .. একে দিয়ে কাজ হবে না। অথচ সেই কোয়ালিফিকেশন নিয়েই আমি ওপরের লেখাটা লিখেছি .. যে কেউ লেখাটা পড়ে বুঝবে .. সামান্য দু একটা কথা বুঝতে না পারলে বড়জোর জিঞ্জেস করতে পারে....কিন্তু আমজনতা লেখাটা বুঝবে। বিশ্বাস না হয় তো নিজের বৌ কে ডেকে পড়িয়ে দেখুন..। অথচ যে টুকু টেকনিকাল জিনিস দেবার জন্য আপনারা আমার ম্যাঙ্গোত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সেটুকু কিন্তু আমি স্বাভাবিক ভাবে লিনাক্স ব্যবহার করতে করতেই শিখে গেছি... বামফ্রন্ট সরকারের কিছুমাত্র অবদান নেই তাতে। আর GNU র মূলতত্ব যদি স্মরন করেন তো দেখবেন যে ..GNU তৈরির একটা উদ্দেশ্য হল .. ওএস টাকে কেটে ছিঁড়ে শিক্ষালাভ করা .. যা কোন বাজারী ওএস করতে দেয় না। সুতরাং এটাও GNU ফিলসফির অবদান।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১৪:০৫455243
  • কেলো,
    একটা কথা বলো, সেবার হাতিবাগানে গাঙ্গুরামের দোকানের মালিক ভদ্রলোক দেখলাম একটা ল্যাপটপ কিনেছে। তোমার কি মনে হয়, তুমি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে লিনাক্স শুরু করেছিলে, এনার পক্ষে কি সেটা সম্ভব। তুমি ছিলে একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে। এই লোকটি দোকানের হিসেব নিকেশ, ইনভেন্টরি, চালান ইত্যাদির কাজ হয়ত এতে করবে। তুমি দিনে কত ঘন্টা কম্পুতে কাজ করতে জানি না, এই ভদ্রলোক হয়ত এক-দু ঘন্টা করবেন। একটা তফাৎ কি একেবারেই নেই?

    GNU ফিলসফি নিয়ে কোনো সন্দেহ নাই, তোমার সাথে এক মত। গুরু-তেই অরিজিৎ-এর একটি চমৎকর লেখা আছে এ নিয়ে। তোমার লেখায় লিনাক্সে যাবার কারণটাও সুন্দর।
  • boka | 130.36.62.141 | ২৮ জুন ২০১০ ১৫:৪০455244
  • তর্কটা ভালো জমেছে কিন্তু ।।। ভাবছি এখানে কিছু বলা উচিত হোবে কিনা। তবু সাহস করে বলেই ফেলি। :-)

    আমি দুটো অপারেটিং সিস্টেম ব্যাবহার করে থাকি। এবং লিনাক্ষ আমার ভালই লাগে, তবু আমার মনে হয় না যে বাড়িতে ব্যাবহার করার জন্য লিনাক্স এখনো উইনডোস এর পরিপুরক নয় ।। এত মানা কিম্বা না মানা এটা আপনাদের উপর। নো ডাউট লিনাক্স যথেস্ট উন্নতি করেছে তবু এখনো কোনো হার্ড অয়্যার কিনবার আগে নেট এ রিসার্চ করে নিতে হয় যে লিনাক্স এ ড্রাইভার পাওয়া যাবে তো ।।। তখন কলেজে জিএনু নিয়ে মাতামাতি।।। রিচার্ড স্টলম্যান কোলকাতায় এলেন ।। বালিগন্‌জ এ গিয়ে স্পীচ শুনে এলাম ।। বাড়ি ফিরে সিধা লিনাক্স বোসিয়ে দিলাম ।।। নো উইনডোস পলিসি ।। :-) তার কিছুদিন পর প্রথম বার আইপড কিন্‌লাম, ব্যাস !!! কি বিরাট কেস !!! বন্ধুর বাড়ি গিয়ে গান ঢুকিয়ে আন্‌লাম ।।। এত ২০০৬ এর শেষ দিকের কথা ।।। তারপর হোলো আরেক প্রব্লেম ।।। ক্যানন এর এক্ত প্রিন্টার কাম স্ক্যানার কিন্‌লাম ।।। কিন্তু অমার লিনাক্স বাকশো তে কাম করল না ।।। সারা দুনিয়া খুন্‌জলাম ।।। তখন জানতে পার্লাম নাকি এই প্রিন্টার এর কোনো লিনাক্স ড্রাইভার নেই ।।। আইপড পর্জন্ত ঠিক ছিল ।।। কিন্তু প্রিন্ট নিতে প্রিন্টার নিয়ে বন্ধুর বরি যাওয়া পোষাল না ।।।

    অগত্যা আবার সেই বিল বাবুই ভরসা রইলেন ।।।

    এ ছাড়াও ২০০৭ এর শুরুতে লেনোভো এর এক্ত কোর ২ ডুও ল্যপটপ কিন্‌লাম ।।।। সেটার অবার এসিপিআই ব্যাটারি ডিটেক্ট করতে পার্ল ন কোনো ডিস্ট্রো ।।। সুসে, উবুন্টু, ম্যনড্রিভা, ফেডোরা ।।। সব ট্রাই কোরেছিলাম ।।। মায় ওপেন সোলরিস অবধি ।।। কিন্তু লাভ হোলো না ।।।

    অগত্যা আবার সেই বিল বাবু ।।।

    কে ভাল আর কে খারাপ বিবেচনা করা আমার কাজ নয় ।।। তবে লিনাক্স পুরানো ডিভাইস এ ভালো কাজ করে ।।। বাজারে নতুন জিনিসের জোন্যো নয় ।।। তাই পিছিয়েই থাকে ।।।
  • kelo | 117.254.249.5 | ২৮ জুন ২০১০ ১৫:৫০455245
  • লিনাক্স ব্যবহার করার কারনে হয়তো আমার আর গাঙ্গুরামের মালিকের মিল হবে না। কিন্তু ওনার অন্য ইন্সপিরেশন থাকবে না তা বলতে পারছি না। ইনি যে ব্যবহার করবেন না আদৌ তাও না।
    আমি যুক্তি দিয়ে আমার বক্তব্য প্রমান করতে পারব না .. তবে আমি যে ছয় সাত জনকে লিনাক্সে এনেছি তাদের উদাহরন হিসাবে দিতে পারব । আপনাদের বিতর্কের বিষয়ের সঙ্গে হয়ত সম্পর্কহীন এগুলো .. তাও কোথাও লেখা থাক.. কবে পট করে পটল তুলি তার ঠিক কি।
    তবে ঘটনাগুলো একেবারে বিতর্কের সঙ্গে সম্পর্কহীনও নয়.. যে যার মত করে সম্পর্ক খুঁজে নিন। তবে ঘটনাগুলো একেবারে ১০০% আসল এবং Groundtruth.
    হাতিবাগানের কথা বললেন ….হাতিবাগানের কথাতেই আসি। হাতিবাগানের এক বিখ্যাত হোমিওপ্যাথ আমার কাছ থেকে চেয়ে লিনাক্স নেন.... গত তিন বছর আগে .. সেই থেকে ব্যবহার করছেন আজও .. পুরোপুরি লিনাক্স.. বলছি শুনুন গল্পটা।
    আমার প্রপিতামহ হোমিওপ্যাথি জগতের একজন নক্ষত্র.. প্রথম বাংলা মেটিরিয়া মেডিকার জনক। সেই সুত্রে পরিচয় হওয়ার পর এই ডাক্তারবাবু আমার বাড়িতে আসতেন। মূলত: আড্ডা মারতে। ওনার বয়েস চল্লিশের সামান্য ওপরে.. প্রায় সমবয়সী বলা যায়। অল্পদিনেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলাম আমরা। উনি কম্পুটারের C ও জানতেন না। আমার ঘরে সবসময়েই বিখ্যাত PentiumIII টা চলত.. ১৭ ইনি্‌চ স্ক্রীন .. তাই ওনার চোখ এড়ায় নি। একবার উনি কম্পুটার কিনবেন ঠিক করলেন.. মূল কারন মেয়ের উত্‌সাহ। এ ছাড়াও ভাগ্নে বা কেউ ও বিষয়ে ইন্টারেস্টেড হয়ে পড়েছিল। উনি নিজেও ইন্টারনেটের সংস্পর্শে এসে একটু আগ্রহী হয়ে উঠেছিলেন। কেনার আগে আমাকে এবং উনি যাদের যাদের চিনতেন কম্পুটার জানা লোক হিসেবে তাঁদের মতামত সংগ্রহ করলেন। এ বিষয়ে কলকাতার তথাকথিত কম্পুটার জানা বা কম্পুটার টেকি মহলে প্রশ্ন করলে কি উত্তর আসবে সবারই জানা। উনি সামান্য অন্য উত্তর পেলেন আমার কাছে। আমি বললাম .. আপনি হয়ত খেয়াল করে দেখেছেন যে আমার টা আর পাঁচটা কম্পুটারের মত নয়। আমারটা কিসে আলাদা তার একটা ই®¾ট্রা দিলাম। ওএস কাকে বলে খায় না মাথায় দেয় বোঝালাম। উনি সচ্চরিত্র আদর্শবান লোক .. তাই সফটওয়্যার কি ভাবে বে আইনি হয় তা বোঝালাম। প্রায় সবাই যে বে-আইনিই ব্যাবহার করে তা বললাম.. কারন বললাম যে সব কিনতে গেলে আপনার ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। এটা খুব খেলেন। বললেন যে উনি কিনলে সফটওয়্যারও কিনবেন.. কদাপি পাইরেটেড ব্যবহার করবেন না। আমি হাসলাম মনে মনে .. অঞ্জ লোকের কথা শোনো .. বলো কিনা কিনবে। যাক .. আরও বহু জিনিস উত্‌সাহ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে জানলেন। আমি যা জানি উজাড় করে বললাম। প্রায় ঘন্টা দুয়েকের সিটিং। হোক .. বলতে (বা লিখতে) আমার কোনদিনই আপত্তি নেই কেউ যদি জানতে চায়.. আর উত্তরটা যদি আমি জানি তবে। এবার উনি চলে গেলেন। একটা বিষয়ে সিদ্ধান্তে আসা গেছিল সেদিন .. যে ওনাকে উইন্ডোজই কিনতে হবে এবং পয়সা দিয়ে। কারন উনি হোমপ্যাথ বলে একটা রেপার্টরী প্রোগ্রাম ব্যবহার করবেন তা লিনাক্সে চলে কিনা সেটা আমি জানি না.. নেটও ঘাঁটি নি ওসব ফালতু ব্যাপারে। সুতরাং সিদ্ধান্ত হয়েছিল উইন্ডোজ ওয়ালা মেশিন কিনবেন ও পয়সা দিয়ে সফটওয়্যারও কিনবেন। আরও নানা কথা .. নেট আসলে কি জিনিস .. কেমন করে সেটা নেওয়া যায় ইত্যাদি।
    চলে যাবার পর দেখা হত মাঝে সাঝেই কিন্তু আমি ভুলেই গেছিলাম ব্যাপারটা। একদিন উনি জানালেন যে .. উনি কিনে ফেলেছেন.. অ্যাসেম্বলড এবং জালি উইন্ডোজ সমেত। যার কাছে কিনেছেন সে বলেছে যে ডাক্তারবাবু .. এর বেশী কিছু লাগবে না .. সবাই এইই ব্যাবহার করছে .. আপনি ব্যবহার করে দেখুন ..লাগলে পরে কিনে নেবেন। সাধু প্রস্তাব .. তাই উনি সেটা মেনেই কিনেছেন। এবার মাঝে সাঝেই উনি আমার বাড়ী আসেন .. নানা প্রশ্ন মাথায় নিয়ে। অধিকাংশেরই জবাব আমি দিতে পারি না …. কারন আমি কোনদিন XP ব্যবহারই করি নি। আমাদের ওএস সম্পূর্ন আনাদা ফলে ওনার প্রবলেম আমার মেশিনে রেপ্লিকেটও করতে পারেন না। ওনার প্রবলেমটা শুনে আমার মেশিনে কিভাবে সেটা আমি করি সেটা ওনাকে দেখিয়ে দেই …. উনি বুদ্ধিমান লোক .. উইন্ডোজ আর ওয়ার্ডের তফাত অতি দ্রুত শিখে ফেললেন। এবং কিছুদিনের মধ্যেই এমন স্কিল হল যে আমার দেখান পদ্ধতিগুলো উইন্ডোজো যুক্তি দিয়ে ব্যবহারও করতে পারতেন। উনি কম্পেয়ার করতে শুরু করলেন আমার মেশিন আর ওনার মেশিন। হাসবেন না .. একটা PentiumIIICoppermine750MHZwith384RAM আর একটা ..Pentium4tulalatin (সম্ভবত:) কয়েক গিগাহার্জ, কয়েক জিবি DDR মেমরীসহ মেশিন। ওনার মতে এগিয়ে রইল নাকি আমারটাই। কাজের সুবিধা নাকি আমারটাতেই বেশী পান উনি।
    এবার উনি একটা ডায়ালআপ মোডেম কিনলেন...BSNLAccountFree নেট ব্যবহার করতে লাগলেন। নানাবিধ সমস্যা শুরু হল। ওনার বেআইনি সফটওয়্যার ভেন্ডর প্রতি ১৪ দিনে একবার করে ওএস ইন্সটল করে ৫০০ টাকা করে করে নেওয়া শুরু করল। এককথায় উনি জেরবার হয়ে গেলেন। আমার কাছে এসে প্রলাপ বকতেন .. আমি শুনে আমার কম্পুটারে কপাকপ টাইপ করতাম আর মিটিমিটি হাসতাম। একদিন খেপে উঠে বললেন যে আপনার মত আমারটা করে ফ্যালা যায় না ???? আমি মোটে চাই না যাদের জ্ঞান কম তারা লিনাক্স আমার কাছ থেকে নিক.. কারন ইনস্টল করার পর শেষে জ্বালিয়ে মারবে। আমার গুরু অ্যালমিডার অবস্থা দেখতাম তো .. জানি। তাও ওনার কথা ফেলতে পারলাম না ..CD দিলাম। উনি নিজে ইন্সটল করতে পারলেন না। একদিন গিয়ে করেও দিলাম। মোডেম টোডেম সব দেখেশুনে দিলাম। ওনার মাদারবোর্ডটা প্রবলেম করছিল ..নয়তো উনি নিজেই পারতেন ইন্‌স্‌টল করতে। এবারে ….... ওনার আর কোন সাড়াশব্দ নেই। অনেকদিন কেটে গেছে ...আমি ভাবছি উনি হয়ত দুদিনও রাখতে পারেন নি.. মুছে টুছে.. পুনর্মুষিক হয়েছেন। তা মোটেই না... ওনার সমস্ত সমস্যা মিটে গেছে …. উনি কম্পিউটার নিয়ে বিব্রত থাকার বদলে কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করেছেন। এবং আমি ভালই জানি যে সেটা কি স্বর্গীয় ফিলিং। মনের কি অপার শান্তি। আর আমাকে কোনদিন ওনার বাড়ি ঢুকতে হয় নি।
    তবে গল্পটা এখানেই শেষ নয় .. বরং শুরু বলতে পারেন। উনি কিছুদিনের মধ্যে তুখাড় ব্যবহারকারী হয়ে উঠলেন। বেসিক হয়ত আজো ওনার পরিষ্কার নয় … কিন্তু লজিক দুর্ধর্ষ । এবারে গতবছর জানুয়ারিতে আমি যখন আমার নেটবুকটা কিনলাম... কিনেই ওনার চেম্বারে গেলাম দেখাতে... দাম টাম শুনে নিজেই গুনাগুন বিচার করে পরেরদিনই একটা আসুস কিনে ফেললেন প্রায় জলের দরে। তবে সেটা উইন্ডোজ সমেত। আমার চে সেটার কনফিগারেশন ভাল ছিল.. উইন্ডোজটা তাই ফাউ হিসেবে ধরা যায়। কিনেই পরদিন eeebuntuLTS লোড করলেন … আজও সেটাই চলছে। উইন্ডোজে কোনদিনই লগইন করেন না। একটা 1xRTTDatacard নিয়েছেন BSNL এর … আনলিমিটেড.. বুঁদ হয়ে আছেন জ্ঞানের রাজ্যে।
    এটুকু পড়ে আপনাদের মনে পোস্নো জাগতে পারে …..... যে সেই ওনার অত প্যারের হোমপ্যাথ সফটওয়্যারের কি হল?... সেটা কি শেষে Wine দিয়ে …..??। মোটেই তা নয়। লিনাক্সে কি নেই... ওপেনরেপ বলে রেপার্টরাইজেশনের প্রোগ্রাম পেয়ে গেছেন ভরপুর চালাচ্ছেন। ডেভেলাপার শালাদের জানাই লালে লাল লাল সেলাম।

    এবার আপনি বলতেই পারেন যে এ ডাক্তারবাবু তো আপনার শ্রেণীরই লোক হলেন... হাতিবাগানের গাঙ্গুরামের মালিকের শ্রেণীর লোক তো নন.. সুররাং এতক্ষন ভাট বকলাম কেন.........
    আমি আসলে এতক্ষনে শুধু হাতিবাগান টুকু মিলিয়েছি... এর পর বানিয়াশ্রেণীর লোকের লিনাক্স ব্যাবহারের কথায় আসছি... পরের কিস্তির জন্য তৈরি থাকুন ..….................
  • kelo | 117.254.249.5 | ২৮ জুন ২০১০ ১৬:০১455246
  • @boka
    দাদা জানেন না ....OldisGold?
    তবে ঠিক .. একটু দেখে শুনে জিনিস কিনলে লিনাক্সের তুলনা নেই। আর বর্তমানে আইপডের তো দারুন সাপোর্ট.. হয়তো এদিক দিয়ে লিনাক্স একেবারে ম্যাকের পরেই।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১৬:০৬455248
  • বোকা,
    এগুলো তো কমন কেস। আমারও সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছে। সে দিক দিয়ে ম্যাক বেটার, সফটওয়্যার পাওয়া যায়।

    এবার ভাবো এই মিষ্টির দোকানের ভদ্রলোকের কথা। তার মূলত দরকার - ট্যালি বা কুইকবুক টাইপের সফটোয়্যার। এই দুটোর কোনোটারই লিনাক্স ভার্সান নেই। অথচ এই অ্যাকাউন্টিং সফটওয়্যার ছাড়া ওনার কাছে ল্যাপটপ-টাই ইউসলেস।
    গতবার, আমাকে বলছিলেন কি সব প্রব্লেম হয়েছে - ম্যালওয়্যার সংক্রান্ত। প্রথমে লিনাক্স সাজেস্ট করতে যাচ্ছিলাম, কিন্তু যখন দেখলাম ইনি অ্যাকাউন্টিং-এর কাজ করেন এতে, আর ভারতে শুনলাম ট্যালি হল স্ট্যান্ডার্ড সফটোয়্যার এই ফিল্ডে। সাজেশন দেওয়া গেল না।
    এরকম অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যার কোনো লিনাক্স ভার্সান নেই। ভেন্ডর সাপোর্ট না পেলে শুধু ওএস দিয়ে মানুষ কি করবে।
    তবে, তোমার ঐ অবসার্ভেশন কারেক্ট। যেমন, কেলো লিখেছে ৯৮-৯৯ এ win 3.0 ব্যবহার করেছে, অথচ তখন win 95, 98 এসে গেছে। আমি সেই '৯৪ এ ১৪-টা ফ্লপি দিয়ে লিনাক্স ইন্সটল করেছিলাম, LILO dual boot। তখন অবশ্য gnome /kde নেই, কমান্ড প্রম্পট। এরপরে ৯৮/৯৯ এ gnome, কিন্তু তখন দেখলাম আবার Win 98 বেশ ভালো। এরপর win XP এসে গেল। এবার দেখি উবুন্টু দেখব।
    মুশকিল হল ফ্রি সফটওয়্যার এত কম লিনাক্সে।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১৬:১০455249
  • কেলো,
    তোমার লেখা পড়্‌লাম। হাতের কাছে তোমার মতন টেক সাপোর্ট থাকলে তো রবীনমামার প্রবলেম হত না :) উনিও লিনাক্স দিয়েই ওয়েব ক্যামে নাতিকে দেখতেন।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ১৮:৩১455250
  • কেলো বলে কি? কেলো সফটওয়ারে ট্রাই করেছিল? আমি তো ইংলিশ হনার্স, হিস্ট্রি হনার্সদের চুটিয়ে কাজ করতে দেখেছি। তাদের বেশির ভাগই আমার থেকে বেশি টেকি, হাই ফাণ্ডার লোক। আমার নিজস্ব একটা থিওরি আছে যে নিজের কটা হাত আর কটা পা গুনতে পারে সেই আমরা যা করি তা করতে পারে। কিন্তু দু:খের বিষয় হল কমন সেন্স ঠিক ততটা কমন নয়।

    কেলো তো লিনাক্ষ ব্যবহারের আদর্শ ক্যান্ডিডেট। বিজ্ঞানী, নতুন জিনিষে আগ্রহ আছে, এরাও যদি লিনাক্ষ ব্যবহার না করে তো কে করবে।
  • nyara | 122.172.16.69 | ২৮ জুন ২০১০ ১৮:৫৩455251
  • লসাগু বলে কী রে!! ফ্রি সফটওয়্যার লিনাক্সে কম? ইভেন ফিনান্সিয়াল সফটওয়্যরও হুদো হুদো।

    আর আর্য্য, লসাগুর কথা থেকে বুঝলাম টেকি পাব্লিকের ডেফিনিশন হল, "যারা লিনাক্স ব্যবহার করে'। এরকম ডেফিনিশন করলে কোন গোল থাকে না।

    আর এই যে আর্য্য বলল গিম্পে লেয়ার নেই - এটাই প্রবলেম। গিম্পে লেয়ার আছে। হইহই করে আছে। কিন্তু আর্য্য ধরে নিয়েছে, নেই। কাজেই ফোটোশপই করব। অতএব উইন্ডোজ। এই ধরে নেওয়াটাই মুশকিল। মাইক্রোসফট সেটাকে খুব ভালো কাজে লাগায়।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ১৯:৪৫455252
  • ন্যাড়াদা আমার কথার আর একটা ইম্পর্ট্যান্ট জায়গা মিস করেছে। আমি ফটোশপ ব্যবহার করি ১৯৯৮ সাল থেকে। ইয়েস মাইক্রসফট ফটোশপের সাপোর্টটা সেই কারণেই দেয়। রোজ রোজ নতুন জিনিষ শেখা যায় নাকি। গিম্প যেটুকু ইউজ করেছি বেশ ভালো, কিন্তু ফটোশপের আউটপুট পাই নি। প্রফেশনালি আমি ফটোশপ প্রেফার করব। আর একটা সফটওয়ারের সাথে আমার ফ্যামিলিয়ারিটিকে এই যে গুরুত্ব না দেওয়া সেটা ইউজার হিসেবে আমি মোটেও পছন্দ করি না। :))

    দুই ধরণের ইউজার - এক যারা অলরেডি ফটোশপ ইউজ করছে, তারা কেন গিম্পে চেঞ্জ করবে বুঝতে পারছি না। দুই, যারা নতুন ইউজার, প্রফেশনাল হলে ফটোশপ ইউজ করবে, আর আমাদের মতন অ্যামেচার হলে ফটোস্কেপ ইউজ করবে - বর্ডার দেওয়া যায়। :)))

    কিন্তু ফটোশপ একটা উদা মাত্র। এরকম বাজার চলতি, ইউজার ফ্রেণ্ডলি সফটওয়ার সাপোর্ট করা উইণ্ডোজের সাকসেসের আর একটা কারণ।

    উইণ্ডোজ ইউজার ব্যাভার চেঞ্জ করতে বলে না, ইউজার ব্যাভার অনুযায়ী নিজেদের ফিলসফি চেঞ্জ করে।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ১৯:৪৬455253
  • ন্যাড়াদা আমার কথার আর একটা ইম্পর্ট্যান্ট জায়গা মিস করেছে। আমি ফটোশপ ব্যবহার করি ১৯৯৮ সাল থেকে। ইয়েস মাইক্রসফট ফটোশপের সাপোর্টটা সেই কারণেই দেয়। রোজ রোজ নতুন জিনিষ শেখা যায় নাকি। গিম্প যেটুকু ইউজ করেছি বেশ ভালো, কিন্তু ফটোশপের আউটপুট পাই নি। প্রফেশনালি আমি ফটোশপ প্রেফার করব। আর একটা সফটওয়ারের সাথে আমার ফ্যামিলিয়ারিটিকে এই যে গুরুত্ব না দেওয়া সেটা ইউজার হিসেবে আমি মোটেও পছন্দ করি না। :))

    দুই ধরণের ইউজার - এক যারা অলরেডি ফটোশপ ইউজ করছে, তারা কেন গিম্পে চেঞ্জ করবে বুঝতে পারছি না। দুই, যারা নতুন ইউজার, প্রফেশনাল হলে ফটোশপ ইউজ করবে, আর আমাদের মতন অ্যামেচার হলে ফটোস্কেপ ইউজ করবে - বর্ডার দেওয়া যায়। :)))

    কিন্তু ফটোশপ একটা উদা মাত্র। এরকম বাজার চলতি, ইউজার ফ্রেণ্ডলি সফটওয়ার সাপোর্ট করা উইণ্ডোজের সাকসেসের আর একটা কারণ।

    উইণ্ডোজ ইউজার ব্যাভার চেঞ্জ করতে বলে না, ইউজার ব্যাভার অনুযায়ী নিজেদের ফিলসফি চেঞ্জ করে।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ১৯:৪৯455254
  • ঠিকই ধরেছেন দুইবার পড়তে হবে না। একবার পড়লেই চলবে। একটা কলের ভুলে। :)
  • boka | 122.164.40.4 | ২৮ জুন ২০১০ ২০:৩২455255
  • আমার কথাটা বোধহয় পরিস্কার করে বলা হয়নি। আমি জানি যে এখন আইপড এর জন্য লিনাক্সে সফ্‌ট অয়ার পাওয়া যায় ।।। কিন্তু ২০০৬ এ পাওয়া যেত কি ? লিনাক্স এখনো আইপ্যাড কি সাপোর্ট করে ? (আমার ipad নেই, তাই জানিনা করে কিনা) কিম্বা আইপড iTunes Store and DRM enabled music কি করে handle করবো ? আমি বলতে চাইছিলাম যে বাজারে নতুন আসা জিনিস এর জন্য সাপোর্ট কোথায় ? ভেন্ডর রা লিনাক্স এর জন্য কটা driver লেখেন ? কম্প্যুটার এর দুনিয়া তে রোজ নতুন নতুন জিনিস আসছে। পুরানো জিনিস ধরে পড়ে থাকার জায়গা কোথায় ?২০০৬ এর আইপড ২০১০ এ পুরানো হয়ে গেছে। আমি আজ যে device টা কিনবো, তার লিনাক্স সাপোর্ট এর জন্য ৬ মাস থেকে ১ বছর বসে থাকবো নাকি ? আমি তো আমার ল্যপটপ এর Acpi সমস্যা এখনো মেটাতে পারিনি :-( আমার তো মনে হয় লিনাক্স এর পিছিয়ে থাকার বিরাট কারন এটাই।

    আমি এট্টু high end games এর পোকা ।।। লিনাক্সে গেম গুলো কি করে চালাবো ? Open GL সাপোর্ট সমেত গেম কিনতে গেলে আমার আর কোনো গেমই খেলা হবে না। wine দিয়ে এই সব গেমস হার্গিস চালানো যাবে না ।।। আমি try করে দেখে নিয়েছি। পয়সা দিয়ে cedega কিনেও ১ বছরের পুরানো গেম গুলোর ই সাপোর্ট পাওয়া যায়।

    একট PSP GO কেনার কথা ভাবছি কিন্তু অমি damn sure যে লিনাক্স এর জন্য sync করার সফ্‌ট অয়ার পাবো না ।।।

    Mac এর কথা জানি না, তবে বিল বাবুর OS slow হলেও কাজ হয় দিব্বি! দেওয়ালে মাথা ঠুকতে হয়না ।

    বাজারে আমার মত user ও তো আছে, তাদের জন্যে লিনাক্স এখনো complete replacement OS নয়।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ২১:০২455256
  • "বোকা'-র পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এই যেমন আমি জানি ওপেন অফিস কুঁতে কুঁতে একদিন অফিস ২০০৭-এর ফিচারগুলো ওদের অ্যাপ্লিতে এনে দেবে। এক বছর, দেড় বছর বা তিন বছর। কেউ জানে না কতদিন। কিন্তু দেবেই জানি। সেই ভরসা আছে। :-)

    এখন প্রবলেম দুটো:

    ১। আমি কি প্রতি মাসে একবার করে নেট ঘাঁটাঘাঁটি করে জানতে হবে নতুন ভার্সন রিলিজ হল কিনা আর ফিচার গ্যাপগুলো সেখানে অ্যাড্রেস করেছে কিনা? যদি তাই হয় তাহলে বলব পাগলের মত লিনাক্ষপ্রেমী না হলে ইউজারের কাছ থেকে এই আশা করা মূর্খামি।

    ২। যদ্দিনে অফিস ২০০৭-এর ফিচারগুলো ওপেন অফিসে অ্যাড করা হবে তদ্দিনে বাজারে মাইক্রোসফট নতুন প্রোডাক্ট এনে ফেলেছে। অথবা আনবে আনবে করছে। অর্থাৎ আবার সেই পুনর্মূষিকো ভব:। ব্যাক টু প্রবলেম নং ১।

    আমি শিওর কমরেড আজ্জো ঠিক এই কারণেই গিম্প যে লেয়ার সাপোর্ট করে সেইটা জানতেন না। আমি সদ্য গিম্প নাড়াচাড়া করলাম কিছুদিন আগে। অতএব ঘটনাক্রমে আমি জানতাম।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ২১:০৪455257
  • ন্যাড়া,
    না সত্যি কম। যে কোনো কিছু নিয়ে অ্যাপ্লি সফটয়্যার খোঁজো, সব থেকে বেশী রেজাল্ট পাবে উইন্ডোজ, তারপরে ম্যাক, এবং তারপর লিনাক্স। অনেক সময় লিনাক্স পাওয়া যায় না। যেমন, এই ট্যালি বা কুইকবুকস, তখন কোনো লিনাক্স ভর্সান ছিল না। এখন এই ভদ্রোলোককে বলা যায় না, যে অন্য সফটওয়্যার শিখুন। প্লাস সেই সফটোয়্যার ভারতের ট্যাক্স-এর আইনকানুন মাফিক তৈরী কিনা জান না।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ২১:০৬455260
  • আব্বে আমি গিম্পের লেয়ার জানি রে বাবা। কিন্তু ফটোশপেরটা তারও আগে জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন