এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮৪৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 117.194.203.64 | ২৫ জুন ২০১০ ২২:৫১455094
  • আমি কেন উইন্ডোজ ছাড়লাম ...:

    ৪। নতুন কিছু চেখে দেখবো বলে।

    আমি কেন লিনাক্স ধরলাম:

    ১। নতুন কিছু চেখে দেখবো বলে।

    ২। সফটওয়্যার খোঁজার সমস্যা নেই, দুরন্ত প্যাকেজ ম্যানেজমেন্ট।

    ৩। অ্যান্টিভাইরাস লাগাতে হয় না।

    ৪। প্রচুর চয়েস। প্রায় সব কিছুতে, ডিস্ট্রো, প্যাকেজ ম্যানেজার, উইন্ডোজ ম্যানেজার...

    ৫। যেকোনো অ্যাপ্লিকেশন কনফিগারেশনের প্রচুর অপ্‌শন।

    একটু ১ সপ্তাহ কয়েকটা জিনিস নিয়ে আইডিয়া করে নিলে (এই যেমন gnome, kde এসব কী এইরকম...), লিনাক্স ব্যবহার করা এখন আর কোনো ব্যাপার না। নন-আইটি গাইজদের পক্ষেও।
  • Blank | 59.93.208.65 | ২৫ জুন ২০১০ ২৩:০৪455095
  • সিঁফোর ২ আর ৩ নং পয়েন্টের সাথে ক। আমার যা যা লাগে, উবুন্টু তে দেখি সব ই হ্যাস, এক্কেবারে শুরু থেকেই। নইলে ঐ প্যাকেজ ম্যানেজার দিয়ে নামিয়ে নিলেই হয়। কি আজব।

    তাছারা অনেক কাজ খুব সহজে করা যায়। যেমন আমার সিনিমার লিস্টিং। আমি সিনিমা রাখি director এর নামে ফোল্ডার করে। তো একদিন মনে হলো একটা এক্সেলে লিস্টি করবো। এটা হাতে করে উইন্ডোজে করা অসম্ভব। ডসে আদৌ এমন কিছু আছে কি যা দিয়ে directory tree টাকে ধরা যায়।
    অথচ উইনিক্স ফ্লেভারের যেকোনো কিছু দিয়ে সহজেই কাজটা নামিয়ে নিয়ে একটা CSV বানিয়ে নেওয়া যায়। তারপর এক্সেলে ইমপোর্ট।
  • aka | 168.26.215.13 | ২৫ জুন ২০১০ ২৩:১৮455096
  • সিঁফোর পোস্টটাই প্রমাণ করে সাধারণ লোকের সাথে (যারা এখন কম্পিউটার ব্যবহার করে) লিনাক্ষ ধর্মের ধারক ও বাহকদের কত দুরত্ব। এই যে সিংফোট বলল প্যাকেজ ম্যানেজমেন্ট অমুক তমুক এইসব সাধারণ লোকের লাগে না। তারা কম্পিউটার বলতে বোঝে এমন কিছু যা তাদের হয়ে প্রায় সব কিছু করে দেবে। মাইক্রসফট এই জায়গাটা টেকনিকালিটি এবং ব্যবসায়িক বুদ্ধি দিয়ে ঠিক ধরেছে। তাই মাইক্রসফটের মার্কেট শেয়ার বেশি। শুধুই মার্কেটিং দিয়ে নয়। ধরে নিলাম ডেল, এইচপি ইত্যাদির সাথে উইণ্ডোজ না এলে এত বাড়ন্ত হত না। প্রশ্ন হল ডেল আর এইচপি কেন মাইক্রসফটের সাথেই ডিল করল?

    সিঁফো এসব আমার মা/বাবা কে এইসব বললে কি হবে ভেবেই পাই না। তা মাইক্রসফট এই জায়গাটা বুঝেছে। মাইক্রসফটের লক্ষ্য পৃথিবীর সমস্ত মানুষের একটা/একাধিক পিসি থাকবে আর সেই পিসিতে উইণ্ডোজ থাকবে।

    ন্যাড়াদা, হাজার হাজার ডিস্ট্রোর সমস্যা হল

    ১। ভেন্ডররা কোনটার জন্য অ্যাপ্লি বানাবে তা বুঝে উঠতে পারে না।

    ২। এই হাজার হাজার ডিস্ট্রোর মধ্যে গুণগত মানে ভ্যারিয়েশন বেশ বেশি। কোনটা লোড করব বুঝেশুনে, পড়ে টড়ে করতে হয়। সাধারণ লোক এসব চায় না। সেই জায়গাটা বুঝে উঠতে না পারলে খুব মুশকিল।

    যিনি পার্সোনাল কম্পিউটার বানিয়েছিলেন ডা: এডওয়ার্ড রবার্টস তিনি কিছুদিন আগে মারা গেলেন, তখন ওনার একটা সাক্ষাতকার (আগের রেকর্ড করা অবভিয়াসলি) শুনেছিলাম। উনি বলেছেন সবথেকে পার্সোনালাইজড কম্পিউটার হল যে মিনিমাম ইন্টার‌্যাকশনে আমার সাথে কমিউনিকেট করতে পারবে। মাইক্রসফট সেটাই ধরেছে। লিনাক্ষ গুই ইন্টারফেস এনে অনেক কিছু করে মাইক্রসফটকে ধরার চেষ্টা করেছে। আইবিএমের মদতে বিজনেস ধরার প্রচূর চেষ্টাও করেছে কিন্তু মাইক্রসফটের থেকে অনেক পরে মুভ করেছে। ফলত মাইক্রসফটের মনোপলি, সেটাকে শুধুই গিমিক আর মার্কেট স্ট্র্যাটেজী বলা ভুল।
  • nyara | 122.167.255.70 | ২৫ জুন ২০১০ ২৩:৩৯455097
  • ১ নম্বরটা ভুল। ডিস্ট্রোর সঙ্গে অ্যাপ্লি বানানোর সম্পর্ক বিশেষ নেই, বিতরণের সম্পর্ক আছে। উইন্ডোজের সফটওয়্যার ডাউনলোড করার সময়ে যেমন দেয় এই বাইনারি XP-র জন্যে, এটা ভিস্তার জন্যে, এটা উইন্ডোজ ২০০৩-এর জন্যে, তেমনি লিনাক্সেও বলে এটা ডেবিয়ান/উবুন্তুর জন্যে, এটা রেডহ্যাট/ফেডোরার জন্যে ইত্যাদি।

    লাইব্রেরি মিসম্যাচের একটা গল্প থাকতে পারে, তবে ডিএলহেলের তুলনায় নস্যি, নস্যি।
  • lcm | 128.48.7.173 | ২৬ জুন ২০১০ ০০:১৫455098
  • দুটি কথা:
    ১) ৯২% মার্কেট শেয়ার তাই উইন্ডোজ ভালো - এ কথা আমি বলতে চাই নি। আমি বলতে চেয়েছি, উইন্ডোজ ভালো, তাই ৯২% মার্কেট শেয়ার।
    এখানে 'ভালো' মানে কি? অনেক মানে হতে পারে, দাম থেকে পারফর্ম্যান্স থেকে ইজ-অফ-ইউস... লম্বা লিস্ট। সব মিলিয়ে, ক্রেতারা উইন্ডোজকে "বেছে" নিয়েছে গত প্রায় ৩০ বছর ধরে। এই 'বেছে' নিয়েছে ব্যাপারটা নিয়ে অনেকের আপত্তি আছে। একেবারে অযৌক্তিক নয় এই আপত্তি, তবে, ফাঁকা মাঠ ছিল না, গোড়ার দিকে তো নয়ই। মাইক্রোসফট-এর কম্পিটিশন সব সময় ছিল, আছে, থাকবে। ১৯৯৩-তে বেস্ট বায়-তে উইন্ডোজ এর সাথে os2 ওয়ালা কম্পু বিক্রি হত। ম্যাক তো ছিলই।

    ২) আই ডোন্ট লাইক মাইক্রোসফট ব্যাশিং। ফর দ্যাট ম্যাটার, আই ডোন্ট লাইক ব্যাশিং আইবিএম, ওর‌্যাকেল, আনন্দবাজার.... :-)
    লিনাক্স ভালো প্রমাণ করবার জন্য মাইক্রোসফট বাজে বলার কোনো দরকারই নেই। ভালো হলে, দামে পোষালে, এবং অন্যান্য চাহিদা পূরণ হলে, লোকে কিনবেই। আজ নয় তো কাল। আর, না পোষালে কিনবে না। কোনো কন্ডিশনিং নেই। সোজা হিসেব।
  • Sibu | 66.102.14.1 | ২৬ জুন ২০১০ ০০:২৩455099

  • http://www.slate.com/id/2255917/

    The problem with Windows isn't that it has a lot of security holes; the problem is that it doesn't have a very good security plan. And though Apple partisans would disagree, this is true of the Mac, too. Both operating systems were designed to run any program at any time without much user consultation.

    We rarely hear about malware infecting the Mac, but that's mainly because only around 5 percent of computers in the world are running the Mac OS. Hackers attack Windows for the same reason that robbers target banks—that's where the money is. But there isn't much inherent in the Mac's design that makes it less vulnerable to attack.

  • dd | 122.167.6.64 | ২৬ জুন ২০১০ ০০:৩৯455100
  • গ্লিক গ্লিক গ্লিক। হ্যাক হ্যাক হ্যাক। ক্ষ্যা: ক্ষ্যা:*

    **এগুলান আমার সার্কাস্টিক হাসি।

    ম্যাক বিরোধী ,হিন্দুত্বা বিরোধী,জি এম ফুড পক্ষী,মনসান্টোবাদী, বুশবাদী, বোরাখবিরোধী, ........ অ্যান্টিম্যাক.....
    ইত্যাদী,এইসব,হ্যানত্যান।

    হ্যা:।
  • sinfaut | 117.194.192.86 | ২৬ জুন ২০১০ ০৫:৪২455101
  • আকা,

    "প্যাকেজ ম্যানেজমেন্ট অমুক তমুক সাধারন লোকের লাগেনা, তারা কম্পিউটার বলতে বোঝে এমন কিছু যা তাদের হয়ে প্রায় সব কিছু করে দেবে। "

    বেশ, সাধারন লোক যে flac, ogg, mkv এই ধরনের ফাইল ফর্ম্যাটে গান শুনতে বা সিনেমা দেখতে পারে সেই আন্দাজটা আশা করি আছে। এবার বলো, কিভাবে তাদের হয়ে উইন্ডোজ এই ফাইলগুলো চালিয়ে দেবে। বা, চালাতে গেলে কী করতে হবে।

    বোধহয়, প্যাকেজ ম্যানেজমেন্ট টার্মটা ব্যবহার না করে, "সহজে সফটওয়্যার ডাউনলোড" লিখলে সেটা আর অমুক তমুক কিংবা সাধারন লোকের কাছে অপ্রয়োজনীয় মনে হত না।

    কারা উপরোক্ত ফাইলগুলো চালাতে পারে সেটা গুগলে সার্চ করে , তারপর সেই সাইটে গিয়ে ডাউনলোড করা সহজ, না, একটা সফটওয়্যারের লিস্ট দেখে একটা/বা একসাথে অনেকগুলো চেকবক্স সিলেক্ট করে একটা বোতাম টিপে দিতেই, দুমদাম ২, ৩, ৪ বা তার বেশি অ্যাপ্লিকেশন হুড়মুড়িয়ে ডাউনলোড হয়ে নিজে থেকে ইন্সটল হয়ে যাওয়া টা?

    ডিস্ট্রোর সাথে অ্যাপ্লি বানানোর সম্পক্কো টা অলরেডি ন্যাড়াদা বলে দিয়েছে।

    আর ২। নিয়ে বক্তব্য:

    লোকে গাড়ি, ওয়াশিং মেশিন, টিভি, সেলফোন, পাখা, এসি ... এসব কেনার সময় বুঝে টুঝে পড়ে টড়ে কোন কোম্পানীর কিনবে কেন ঠিক করতে চায়? আর কেন ওএস এর বেলা চায় না? কারন, আমরা এই চয়েসের জায়গাটা পর্যন্ত যেতেই দিতে চাই না। আগে থেকেই ধরে নিয়েছি, আমার বাবা/মা, আমার দাদু, অতএব লিনাক্সের কোনো দরকার নেই, উইন্ডোজ একদম ঠিক আছে। হয়তো ঠিক আছে, কিন্তু সাধারন লোকে কী চায় না চায়, সেটা নিজে হাতে ডিসাইড না করে দেওয়াই ভালো।
  • bitoshok | 76.113.141.132 | ২৬ জুন ২০১০ ০৭:২০455102
  • সিঁফো কে ডিট্টো।
  • aka | 24.42.203.194 | ২৬ জুন ২০১০ ০৮:২৫455104
  • না হে সিংফোট তারা ওসব ডাউনলোড ফোড করে না। ডাবল ক্লিক করলে যদি চলে তো ভালো নইলে বাপু সে জিনিষ না চলাই ভালো। আর সিনেমা দেখার জন্য টিভি আছে, কেবল চ্যানেল আছে, গান শোনার জন্য রেডিও, ইত্যাদি ইত্যাদি।

    মোদ্দা কথা হল এসব তাদের রিকোয়ারমেন্ট নয়।

    আর এখনকার ইউজারদের লিনাক্ষ ইনস্টল করতে কে বারণ করেছে? এই যে তুমি এবং তোমার গুরু ভাই/বোনেরা লিনাক্ষ ব্যবহার করছে কেউ বারণ করেছে? করেনি।

    বাজারে মাইক্রসফটের মনোপলি, তা মাইক্রসফট সার্চে গুগুল, বাংলা কাগজে আবাপ, পানীয় জগতে কোক-পেপসি ইত্যাদিদের থেকে বেশি এভিল কিছু না। নিজের ক্ষমতায় মনোপলি হয়েছে তার জন্য গাল দেবার কিসু নাই। আমিও ল্যাদোষ-দার মতন এদের বেশ পছন্দ করি।

    আরও খানিক বলার আছে দুই পাত্তর রাম খেয়ে কইব নে।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ০৮:৩৩455105
  • দ্যাখো উইন্ডোজ ৭ - মাই আইডিয়া

    আহা! মানুষের পাশে... মানুষের কথা শুনে মানুষের জন্য তৈরী... আমজনতার জন্য কি দরদ! ভাবা যায় না...
  • aka | 24.42.203.194 | ২৬ জুন ২০১০ ০৮:৩৪455106
  • আর একটা কথা এমনিই বলি। যদি ভুলেও ভেবে থাকেন লিনাক্ষ হল বামপন্থী অপারেটিং সিস্টেম সর্বহারাদের প্রতিভূ তাহলে ভুলেও ভাববেন না। লিনাক্ষকে আইবিএম ব্যাক করে মাইক্রসফটের মার্কেট ডমিন্যান্স কমানোর জন্য। বিরাট বড় বিজনেস যুদ্ধ।
  • sinfaut | 117.194.192.86 | ২৬ জুন ২০১০ ০৯:০৮455107
  • তারা ওসব ডাউনলোড ফোড করে না -
    এখানে তারা কারা? সাধারন লোক বলতে কি শুধু নি:সঙ্গ বাবা-মা এর কথা বলা হচ্ছে? যারা শুধুমাত্র পুত্র/কন্যা/নাতি/নাতনীদের সাথে ভিডিও/অডিও চ্যাট করতে চান কম্পিউটার এর মাধ্যমে? এদের বাইরে তাহলে কোন সাধারন কম্পিউটার ব্যবহারকারী নেই? পাগল নাকি?

    লিনাক্স ইন্সটল করছে, না উইন্ডোজ ইন্সটল করছে তাই নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। উইন্ডোজ নিয়ে আমার তেমন কোন ক্ষারও নেই, মনোপলি করুক, যা খুশি করুক। এমনকী ওএস এর আপাত বামপন্থী মনোভাব নিয়েও নেই। কী সব জিনিসপত্তর নিয়ে আসছ মাইরি।
  • aka | 24.42.203.194 | ২৬ জুন ২০১০ ০৯:২৪455108
  • ১। ওটা বলার উদ্দেশ্য ছিল শুধু সফটওয়ার নয় যেকোন জিনিষের ইউজেবিলিটি মাপা উচিত তার ডাম্বেস্ট ইউজার বেসকে ধরে। যদি তা আমজনতার জন্য বানানো হয়। লিনাক্ষ সেই টেস্টে কতটা পাস করবে বলতে পারি না।

    ২। শুধু ওনারা কেন আরও অনেকেই লিনাক্ষ ব্যবহার করছে না, যদিও বাজারে ১৯৯১ সাল থেকে লিনাক্ষ আছে। কেন? এটাকে বলে নেটওয়ার্ক এফেক্ট। মাইক্রসফট বাজারে লিনাক্ষর থেকে প্রথমে এসেছে বলে একটা বড় ইউজার বেস আছে। এবং সেই ইউজার বেসের কাছে উইণ্ডোজ থেকে লিনাক্ষে চেঞ্জ করবার কোন ইন্সেটিভ নেই।

    মাইক্রসফট বাজারে ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ ভোগ করছে। নেটওয়ার্ক এফেক্ট জানতে হলে http://en.wikipedia.org/wiki/Network_effect

    এবারে প্রশ্ন রইল উইণ্ডোজ তো পয়সা দিয়ে কিনতে হয় তাও লোকে হায়ার ভার্সন অফ উইণ্ডোজে আপগ্রেড করছে কেন? কন্ডিশনিং জাতীয় চাইল্ডিজ উত্তর ছাড়া আর কিছু ব্যখ্যা আছে কি? সারা পৃথিবীর লোক কন্ডিশনিংয়ে ভুগছে এ বললে স্টাডি দেখাতে হবে।

  • aka | 24.42.203.194 | ২৬ জুন ২০১০ ০৯:২৫455109
  • সিংফোট বামপন্থা সংক্রান্ত পোস্টটি কমরেডদের জন্য। :))
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ০৯:৩৫455110
  • সিঁফো যে কি বলে। কে বলল লোকে টিভি, ফ্রিজের মতন দেখে শুনে কম্পু কেনে না? ভাল করে ভেবে চিন্তে কেনে বলেই তো সবাই মাইক্রোসফট উইন্ডোজ-এর মতন এক আমজনতার জন্য তৈরী ওএস কেনে। গত ২৫ বছরের বেশী সময় ধরে মানুষের কাছে, মানুষের পাশে....
    আজ যে পৃথিবী জুড়ে এত কম্পুর ছড়াছড়ি তার মূলে.....
  • aka | 24.42.203.194 | ২৬ জুন ২০১০ ০৯:৪১455112
  • এবং আরও একটা তথ্য দেওয়া জরুরী যে লিনাক্ষ এবং তার ব্যবহারকারীদের যতটা অবলা ভাবা হচ্ছে তা ঠিক নয়।

    লিনাক্ষকে বিভিন্ন দেশের সরকার তুমুল ভাবে ব্যাক করছে। তার সাথে আইবিএমের মতন কর্পোরেশন।

    http://en.wikipedia.org/wiki/Linux_adoption#Government - গভর্নমেন্ট সেকশনটা পড়ে দেখতে হবে।

    কিন্তু এত কিছুর পরেও মাইক্রসফ্‌ট ৯২ বাকিরা ৮ শুধুই মাইক্রসফট এভিল বলে নাকি কণ্ডিশনিং? জবাব চাই, জবাব দাও।

    (ডি: মাইক্রসফট আমার পেয়ারের কোম্পানি নয়, কিন্তু আলোচনা শুধুই ""কন্ডিশনিং"" য়ের চাইল্ডিশ অ্যাজাম্পশনের ওপর হয় না, মাইক্রসফট ব্যাশিংয়েও হয় না। আসল জায়গায় না পৌঁছলে পাতার পর পাতা লেখাই সার হয়)
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ০৯:৪১455111
  • এটা কোনো কথা হল! বাজে প্রোডাক্ট দিয়ে কেউ ২৫ বছর ধরে একটা মার্কেটের ৯০% ধরে রাখতে পারে। এক দামে একটু বেটার কিছু পেলে কবে লোকে ছেড়ে দিয়ে অন্য প্রোডাক্টে চলে যেত।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ১০:৪০455113
  • আসল জায়গা তো একটাই - মাইক্রোসফট-এর অসাধারন সব প্রোডাক্ট। কম্পিউটিং দুনিয়াটাকেই পাল্টে দিল।

    প্রথমে এল ms dos। কমান্ড 'dir' , তা দিয়ে directory তে কি আছে দেখা যাবে। ( ls নয়) । কি সিমপ্লিসিটি! মানুষের ভাষায় কম্পুটার কমান্ড! শুরুতেই হৃদয় জয় করে নিল।

    তারপর এল উইন্ডোজ। প্রথমে আমাকে কাজ করত হত os2 তে। দু বছর তাতে করেছি। এলো উইন্ডোজ ৯৫। জুলজুল চোখে আমরা চেয়ে থাকতুম, কবে পাবো স্বপ্নের ওএস।

    এরপর একে ৯৮, মিলেনিয়াম, এক্সপি, ভিস্তা পেরিয়ে উইন্ডোজ ৭ - প্রত্যেক রিলিজে মানুষের হৃদয়ের আরো কাছে। আশা নিয়ে দুনিয়ার মানুষ বসে থাকে কবে আসবে আরো বিস্ময়! মানুষকে টেকনলজির কাছে ছুটতে হয় না, মাইক্রোসফ্‌ট টেক্‌নলজিকে নিয়ে আসে মানুষের কাছে, সাধারন মানুষের ব্যবহারের মতো করে।

    ওয়ার্ড - এক অসাধারন সৃষ্টি। মনিটরে ফুটে ওঠে শিল্প।
    এক্সেল - এই নাম একেই মানায়।
    পাওয়ার পয়েন্ট - এত পাওয়ারফুল অথচ এত টু-দ্য-পয়েন্ট।

    আর, কি লিখব। ভাষা খুঁজে পাচ্ছি না ।

  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ১২:৫১455115
  • ব্ল্যাঙ্কি, DOS prompt-এ tree কমান্ড লিখে দেখ ভাইটি।
  • Abhyu | 80.221.18.28 | ২৬ জুন ২০১০ ১৪:০৫455116
  • ওয়ার্ড - মিনেসোটার স্ট্যাটিসটিক্স ডিপার্টমেন্টে একটা কম্পিউটারে আছে।
    এক্সেল - বাবারে। ২০০৬(?) JSM-এ ইয়ং রিসার্চার কনফারেন্সে ডেমো দেখিয়েছিল (-3)^2 = -9 দিচ্ছে বলে! এমনিতেও ওতে ক্যালকুলেশন করা বহুত চাপ। আর ছবি? আমি সিওর সাম্পান ওর থেকে বেটার আঁকবে :)
    পাওয়ার পয়েন্ট - ঐ পাখি উড়ে যাওয়া, জলে এ বি সির ছায়া পড়া দিয়ে কী কাজ হয়? লোকে লেটেক, বীমার ইউজ করে একটু সিরিয়াস জিনিসের জন্যে :)

    এখন যদি বলেন আমার বাবা লেটেক ইত্যাদি শিখতে পারবে না, আমি মেনে নেব। তবে বাবা মা না শিখলেও ছেলে মেয়ের শেখাটা জরুরী বলেই আমার মনে হয়।
  • Somnath | 85.154.255.42 | ২৬ জুন ২০১০ ১৪:৫০455117
  • MSExcel নিয়ে জাস্ট কোনো কথা হবে না।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ১৯:৩৬455118
  • এইটা জাস্ট তিনোমুলিয় অপোপোচ্চার হল। (-3)^2 নাকি -9 দেখায়।
  • Abhyu | 80.221.25.236 | ২৬ জুন ২০১০ ১৯:৪৩455119
  • মাইরি কইত্যাসি। দেখিয়েছিল ডেমো দিয়ে। স্পীকার বলেছিল ''বলো দেখি কত হবে?'' কে একজন ঠিক উত্তর পর্যন্ত দিয়েছিল! টকটার নামই ছিল স্ট্যাটিস্টিক্স উইথ এক্সেল :)
  • aka | 24.42.202.187 | ২৬ জুন ২০১০ ১৯:৪৫455120
  • এক্সেল বা অফিস কি ওয়ান সাইজ ফিটস অল টুল নাকি?

    এক্সেলে সায়িন্টিফিক কাজকম্মো যে করছিল তার অ্যাসিস্ট্যান্টশিপ কেড়ে নেওয়া উচিত। আর অন্যদিকে সফটওয়ার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করতে যে ল্যাটেক ব্যবহার করে তার চাকরি যাওয়া উচিত। কাজ বুঝে টুল ধরুন।

    পাওয়ার পয়েন্ট অত্যন্ত ভালো একটি সফটওয়ার। কি বলছি সেটা যেমন গুরুত্বপূর্ণ কিভাবে বলছি সেটাও তেমনি। পাওয়ার পয়েন্ট ঠিক ঠাক বলতে সাহায্য করে। এই ঠিকভাবে বলতে পারা মানে কমিউনিকেট করতে পারা তো আমেরিকায় মাস্ট, তারজন্য পাওয়ার পয়েন্ট খুব কাজে লাগে।
  • aka | 24.42.202.187 | ২৬ জুন ২০১০ ১৯:৪৬455121
  • এইসব টক দিয়ে বা শুনে লোকে সময় নষ্ট করে কেন র‌্যা? :)))
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ১৯:৪৮455123
  • হু, কারা যেন কান কেটে নিয়ে গেছে শুনলে কাকের পেছনে দৌড়য়। :)
  • Abhyu | 80.221.25.236 | ২৬ জুন ২০১০ ১৯:৪৮455122
  • আজ্জো ঐ একটা টকই জাতি ধর্ম নির্বিশেষে সবাই এনজয় করেছিল। টকটার বক্তব্য ছিল তোমাদের যদি ইভন বিজনেস স্কুলেও পড়াতে হয়, ভুলেও এক্সেল ছুঁয়ো না !
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ১৯:৫১455124
  • বিজনেস স্কুলে পড়েছে অথচ এক্ষেল জানে না এইরকম ক্যান্ডিডেটের গতি হবে ওই অ্যাকাডেমিক্সেই।

    (ছোট মুখে বড় কথা হয়ে গেল : P)
  • Abhyu | 80.221.25.236 | ২৬ জুন ২০১০ ১৯:৫২455127
  • আজ্জোদার বক্তব্য ঠিকই - আসলে নিজেদের এক্সপিরিয়েন্স এমন যে ওয়ার্ড-এক্সেলের প্রশংসা শুনলে বিমলানান্দ লাভ হয়। চাপ নাই :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন