এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮৪৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০০:৩৮455194
  • ২০০৬ আর ২০১০ এর মধ্যে অনেক তফাৎ।

    ১) আমার ল্যাপি তে ডুয়াল বুট আছে। যদিও আমার উইন্ডোজ পার্টিশনের কোন দরকার নেই। রাখতে হয়েছে, ডেলের সাপোর্ট পলিসির জন্য (যদিও পয়সা দিয়ে হার্ডওয়ার সাপোর্ট কেনা - এবং দেড় বছরের ল্যাপিতে তিনবার একই প্রব্লেমের জন্য সার্ভিসিং হয়েছে)। হার্ডওয়ার প্রব্লেম ডিবাগ করার জন্য যে 'ডেল ম্যানেজার' লোড করে রাখার কোন দরকার নেই সেটা ডেলের কাস্টমার কেয়ারকে বোঝানো আমার ক্ষমতার বাইরে।

    ২) পেরিফেরাল সাপোর্ট : কোন অসুবিধে নেই। এবং সম্ভাব্য সমস্যার কারণ গুলি 'মিড লেভেল' টেকিদের অজানা থাকার কথা নয়।

    ৩) অ্যাপ্লিকেশন সাপোর্ট : হ্যাপি। ডেভেলপাররা যথেষ্ট হেল্পফুল।

    ৪) এন্ড ইউজার সাপোর্ট : দরকার নেই। কমিউনিটি সাপোর্ট যথেষ্ট ভালো। উবুন্টুর কমিউনিটি সাপোর্ট মাইক্রোসফটকে গুণে গুণে গোল দেবে।

    শেষে আরেকটা কথা, নিজের প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করবার জন্য চোথা কনসাল্ট করবার বিশেষ প্রয়োজন আছে বলে মনে করি না। এবং, আমি কোন লেভেলেরই টেকি নই।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ০০:৪৫455196
  • ঐখানেই তো ক্যাচ। নিজের প্রয়োজনে ঠিক আছে। আর কমরেড আজ্জোর প্রোজেক্টের স্কিডিউল স্লিপেজ হলে? সে ঝাড় সামলাবে কমিউনিটি?
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০০:৪৭455197
  • তাইলে বীতশোককেই প্রশ্ন করা যাক। লিনাক্ষের এতকিছু ভালো, বিভিন্ন দেশের সরকারী মদত পাচ্ছে, আইবিএমের হাত, বিনা পয়সায় পাওয়া যায় তাও কেন মাইক্রসফট? ৯২% লোকের কণ্ডিশনিং?
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০০:৫৭455199
  • সেটা কমরেড আজ্জোর রিক্রুটমেন্টের গলদ। তার সাথে লিনাক্সের কি সম্পর্ক। এরকম টেকিও দেখেছি, পাঁচ বার ধরে ধরে পার্টিশনিং আর ইনস্টলেশন দেখিয়ে দেওয়ার পরও ছড়ায়।
  • sinfaut | 117.194.193.186 | ২৮ জুন ২০১০ ০০:৫৭455198
  • লিনাক্স আমার কাছে ধর্ম নয়, কাউকে কনভার্ট করার তেমন ইচ্ছেও নেই। ইন্টেরেস্টেড লোকজন যারা আশপাশে আছেন, তাদের এক দু বার বলে দেখি ব্যবহার করতে, না করলে কাটিয়ে দিই, তেমন কিছু এসে যায় না। আর লড়াইও কিছু নেই। আমি কেন উইন্ডোজ ছেড়েছি আর কেন লিনাক্স ধরেছি তার ক'টা কারন দিয়েছি। ব্যাস।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০১:০২455200
  • ব্যাস, বীতশোক বলেই দিয়েছে 'মিড লেভেল' টেকিদের অসুবিধে হবার কথা নয়।

    সুতরাং, মিড লেভেল টেকিরা (উইজার মার্কেটের < ১%) লিনাক্স নিয়ে খোশ মেজাজে আছে এবং থাকুক। তক্কো শেষ।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ০১:০৮455201
  • হক কথা, ওই যে লিঙ্ক দিলাম। তাতে পরিষ্কার লেখা আছে:

    Linux is not interested in market share. Linux does not have customers. Linux does not have shareholders, or a responsibility to the bottom line. Linux was not created to make money. Linux does not have the goal of being the most popular and widespread OS on the planet.

    All the Linux community wants is to create a really good, fully-featured, free operating system. If that results in Linux becoming a hugely popular OS, then that's great. If that results in Linux having the most intuitive, user-friendly interface ever created, then that's great. If that results in Linux becoming the basis of a multi-billion dollar industry, then that's great.

    It's great, but it's not the point. The point is to make Linux the best OS that the community is capable of making. Not for other people: For itself. The oh-so-common threats of "Linux will never take over the desktop unless it does such-and-such" are simply irrelevant: The Linux community isn't trying to take over the desktop. They really don't care if it gets good enough to make it onto your desktop, so long as it stays good enough to remain on theirs. The highly-vocal MS-haters, pro-Linux zealots, and money-making FOSS purveyors might be loud, but they're still minorities.

    That's what the Linux community wants: an OS that can be installed by whoever really wants it. So if you're considering switching to Linux, first ask yourself what you really want.

    If you want an OS that doesn't chauffeur you around, but hands you the keys, puts you in the driver's seat, and expects you to know what to do: Get Linux. You'll have to devote some time to learning how to use it, but once you've done so, you'll have an OS that you can make sit up and dance.

    If you really just want Windows without the malware and security issues: Read up on good security practices; install a good firewall, malware-detector, and anti-virus; replace IE with a more secure browser; and keep yourself up-to-date with security updates. There are people out there (myself included) who've used Windows since 3.1 days right through to XP without ever being infected with a virus or malware: you can do it too. Don't get Linux: It will fail miserably at being what you want it to be.

    If you really want the security and performance of a Unix-based OS but with a customer-focussed attitude and an world-renowned interface: Buy an Apple Mac. OS X is great. But don't get Linux: It will not do what you want it to do.

    It's not just about "Why should I want Linux?". It's also about "Why should Linux want me?"


    তো, এই কথাগুলি সম্পর্কে সব লিনাক্ষ উপাসক একমত নিশ্চয়? তালে আরে তক্কো চালিয়ে কী লাভ!
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০১:২২455202
  • হা হা, অপ্পোনের এই পোস্টই (ঐ লিংকের কাট-পেস্ট) বলা না আছে সব ...
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০১:৫৫455204
  • আজ্জোর প্রশ্নের উত্তর আমার ধারণা আজ্জো নিজেই ভালো জানেন। যেখান থেকে ঐ উদ্ধৃতি তোলা সেখানেই উত্তরের আভাস আছে।
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০২:০০455205
  • অর্পণের কোটেশনের লেখক তো বিশুদ্ধ জ্ঞান বিতরণ করছেন। এর উপর আবার তর্ক কিসের।
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০২:১১455206
  • বীতাশোক আমার জানা আর লিনাক্ষ ধর্মাবলম্বীদের জানার অনেক পার্থক্য।

    আমি বুঝি, মাইক্রসফট আর লিনাক্ষর মধ্যে মাইক্রসফট প্রথম আসার জন্য ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ পাচ্ছে + লিনাক্ষ মাইক্রসফটকে ধরার প্রচূর চেষ্টা করলেও এখনও ধরতে পারে নি। এটা যদি সবাইকার জানা হয় তাহলে আর তক্কো নেই তো।
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৬:৩৭455207
  • প্রথমত:, ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ থিওরি তে আকা সন্তুষ্ট হতে পারেন- আমি কনভিন্সড নই।

    দুই, কম্পিউটার চালানোর সময় আমি দেখব পারফর্ম্যান্স, স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি। উইন্ডোজ এর কোন টাতেই *নিক্স সিস্টেমের ধারে কাছে আসে না।

    তিন, এই তর্ক টা তো শুরু হয়েছিল বাবা-কাকা দের উদাহরণ দিয়ে। উইন্ডোজ ব্যবহারকারী রা দয়া করে জানাবেন ডেস্কটপে ঐ একখান "chauffer" driven OS এর জন্য আগের প্রজন্মের লোকেদের "cost of ownership" কিরকম দাঁড়ায়। সাধারণ পাব্লিকের যেধরণের অ্যাপ্লিকেশন দরকার হতে পারে এখনকার যেকোন লিনাক্স ডিস্ট্রিবিউশনে সেসব আউট অব বক্স চলে।

    চার, ২০০৬ সালের লিনাক্স ডিস্ট্রো আর ২০১০ সালের ডিস্ট্রোর মধ্যে আকাশ পাতাল তফাত। ঝিনচ্যাক GUI যদি মাপকাঠি হয়, কম্পিজ ডেস্কটপ দেখলে লসাগুর চোখ ছানাবড়া হয়ে যাবে। গ্র্যান্টি!

    ইউজার ফ্রেন্ডলিনেস আর ইন্টুইটিভ দুটো-ই রিলেটিভ ধারণা। তিন-চার বছরের খোকাকেও আমি জীবনে প্রথম বার কোনো ডেস্কটপে বসে আধ ঘন্টার মধ্যে 'পটাটো গাই' খেলতে দেখেছি। শুধু ধেড়ে খোকারা কম্পিউটারের সামনে বসলে একাধিক উপসর্গ দেখা দেয়। সবথেকে মারাত্মক হল AIDS অর্থাৎ Acquired Intelligence Defficiency Syndrom-:)

  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০৬:৫৪455208
  • ফার্স্ট মুভার্স অ্যাডভানটেজ কাকে বলে?

    এই যেমন উইন্ডোজ এল, দেখল, জয় করল। ফলে কি হল পাড়ায় পাড়ায় টেকনিশিয়ান তৈরি হল। লক্ষ লক্ষ সফটওয়ার তৈরি হল। কোটি কোটি লোকে উইণ্ডোজ ব্যবহার করতে শুরু করল।

    ফলত,

    ১। কোন সমস্যা হলে ইন্টারনেট কমিউনিটিতে যেতে হয় না। পাড়ার হাবু, কি বাপিকে ডাকলেই চলে।

    ২। বহুদিন ধরে ব্যবহার করতে করতে এক ধরণের সেট সফটওয়ারে অভ্যস্ত হয়ে গেল লোকে। জানেন তো যে বেশির ভাগ মানুষ চেঞ্জ ভালোবাসে না। তেমনি সফটওয়ার চেঞ্জও ভালোবাসে না। আর সত্যি বলতে কি অফিস, ফটোশপ এদের জুড়ি এখনো নেই।

    ৩। এইসব কারণে এইচপি, ডেল ইত্যাদিরা মাইক্রসফটের সাথে কনট্র্যাক্ট করল। হ্যাঁ হ্যাঁ সেটাই কারণ, ওসব কনস্পিরেসি লাগিয়ে লাভ নেই। ডেল, এইচপি কারুর পেছনে কাঠি দেবার জন্য বাজারে নেই, ব্যবসা করার জন্যই আছে।

    এবারে ১ থেকে ৩ এইসব কারণের জন্য আরও বেশি লোকে মাইক্রসফট কিনল, যত বেশি লোকে মাইক্রসফটে ঝুঁকল ততবেশি টেকনিশিয়ান তৈরি হল, ইত্যাদি ইত্যাদি। একেই বলে ফার্স্ট মুভার্স অ্যাডভানটেজ। কনভিন্সড হবেন কি না তা আপনার ধর্মের ওপর নির্ভর করে। কিন্তু ইহা ইতিহাস।

    লিনাক্ষ খুব চেষ্টা করছে উইণ্ডোজ হবার কিন্তু এখনো পারে নি। আর শুধু উইণ্ডোজ হয়েও লাভ নেই, আরও বেশি কিছু দিতে হবে, নইলে উপরিউক্ত কারণে লোকে চেঞ্জ করবে না। (আর কতবার বলব কেজানে)

    'কম্পিউটার চালানোর সময় আমি দেখব পারফরম্যান্স, স্কেলেবিলিটি, রিলায়াবিলিটি' - এটা যদি বীতাশোক নিজের কথা বলে বা 'মিড লেভেল টেকি' দের কথা বলে কোন অসুবিধা নেই। কিন্তু যদি বলে এটাই মেজরিটি ইউজারদের রিকোয়ারমেন্ট তাহলে ডেটা দেখাতে হবে।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০৭:৪৩455209
  • পারফর্ম্যান্স, স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি ---- হ্যা হ্যা হ্যা, বীতশোক, তুমি বাপু এক পিস ক্রে xe6 নামিয়ে দাও।
    ৩৯৯ ডলারে তোশিবা ল্যাপটপ দিচ্ছে, তার আবার স্কেলেবিলিটি।
  • bitsohok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৭:৪৮455210
  • ও-ও লসাগু বোধহয় জানেন না ক্রে সুসে লিনাক্স ইউজ করে। মাইরি!
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০৭:৫৫455211
  • জানি তো। আমাদের বিল্ডিং-এ আছে তো বেশ কয়েকটি।
    তা ভাই ইতশোক, বুড়ো রবীনমামা নাতিকে ওয়েব ক্যামে দেখবে বলে একটি ল্যাপটপ কিনেছে... তাকে এক পিস xe6 রেকমেন্ড করছ... হ্যা হ্যা হ্যা ... বেশ স্কেলবেল হবে, কি বলো!
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৮:০০455212
  • কি কান্ড দেখুন, লো রিসোর্স ওয়ালা কম্পুতেও আবার লিনাক্স দিব্য চলে। উইদাউট টেনশন। চলবে আপনার ভিস্তা কি উইন্ডো ৭?

    উইন্ডো-ওয়ালারা বরং আগে নিজেদের ইয়ার্ডস্টিক টা মেপে নিন। নইলে বড্ড বালখিল্য তর্ক হচ্ছে।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০৮:০১455213
  • তোমরা একটা বেসিক জায়গায় গোলমাল করে ফেলছ। এটা আগেই লিখেছি। মাইক্রোসফট উইন্ডোজ এর সঙ্গে ইউনিক্স সার্ভার-এর তুলনা করছ। আপেল-কমলালেবু।
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৮:০৪455216
  • ওয়েবক্যাম চালাতে ক্রে-র কথা বলি নি তো। ওতো রবীন মামার আই টি নাতির সিদ্ধান্ত।
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০৮:০৪455215
  • হ্যাঁ তাতো দেখতেই পাচ্ছি। বালখিল্য পনা কত বেশি হলে ফার্স্ট মুভার্স অ্যাডভানটেজ বোঝা যায় না। ইউজার কেন ফটোশপ ব্যবহার করবে জানতে হয়। উফফ একা কেন বিমান বাবুর দোষ হয় কেজানে। বামপন্থা ও ওদিকে ওপেন সোর্স নিজের পছন্দ মতন না হলেই জনগণের দোষ খুঁজতে লাগে। সফটওয়ার ইউজারের পছন্দ মতন হয়, দাবী যদি হয় ইউজার সফটওয়ারের পছন্দ মতন হবে তবে তা আর একটা কমুনিস্ট ম্যানিফেস্টো হয়। ওয়ান সাইজ ফিটস অল।
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৮:০৬455217
  • ও তাহলে তো এখন সবার জুনো মেইল ইউজ করার কথা। গুগল মেইল/হটমেল/ইয়াহু নয়।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০৮:০৮455218
  • আরে না, রবীনমামার ছেলে তো এক্কেবারে তোমার মতন। মামকে প্রচুর ফান্ডা দিয়ে (জনি না স্কেলেবিলিটি র ফান্ডা দিয়েছিল কি না) একটা লিনাক্স ল্যাপটপ দিয়ে সে এদেশে চলে এল।
    এবার মামার ওয়েব ক্যাম যে আর চলে না। পাড়ার পল্টু তারপর এক জনদরদী ওএস (এক্সপি) বসাতে তবে ...
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৮:১৫455219
  • ওপেন সোর্স ডেভেলপমেন্টে ইউজারের মতামতের জায়গা নেই এটাও আরেকটা গপ্প।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০৮:১৭455220
  • জায়গা আছে তো। কিন্তু সেই ইউজার তো ভাই অ্যায়্‌সা ত্যায়্‌সা ইউজার নয়। সে ls জানে, chmod, grep, top, vmstat.... এরকম কিছু 'সাধারন' ইউজার।
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৮:২২455221
  • হ্যাঁ। ইউজার কেন ফটোশপ ইউজ করবে? এটা কি ইন্টুইটিভ? এটা কি ইউজার ফ্রেন্ডলি? অজস্র ফিচার। না ওয়েল ডকুমেন্টেড বলে?

    শুনি, লোকে না কি ফোটোশপের কোর্স করে।
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০৮:২৮455222
  • ফটোশপ ঝিনচ্যাক একটা টুল। সেই ১৯৯৮ থেকে ব্যবহার করি। শুধু অবজেক্ট নয়, লেয়ার ও আছে। ঐ যে বললুম এক লেয়ারে শরতের আকাশ, অন্য লেয়ারে দ:মেরুর হিমবাহ। প্রচূর ফাংশানালিটি। ওসব বাজার চলতি গিম্প টিম্পে করা যায় না। আর ১৯৯৮ সনে কোথায় গিম্প কোথায় কি? একই কথা কতবার কইব, বুঝি না। লোকে যে ইউজ করে তা লোকে বোকা বলে করে নাকি?
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০৮:৩২455223
  • বীতাশোক এতসবের পরেও উত্তর পেলাম না কেন ৯২% মাইক্রসফট, ৮% ফ্র্যাগম্যানটেড লিনাক্ষ+ ম্যাক + ইউনিক্স + সোলারিস ইত্যাদি ইত্যাদি। লোকজন বোকা বলে? না মাইক্রসফট শয়তান বলে?
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০৮:৫৭455224
  • না না, মাইক্রোসফট ভালো বলে। কত সব ভালো ভালো প্রোডাক্ট। ন্যাড়া/অরিজিৎ/সিঁফো/বীতশোক... , ওরাও জানে সেটা, ইউজও করে সেই সব মাইক্রোসফ্‌ট সফটওয়্যার। তবে কি এই মাইক্রোসফ্‌ট কে গালি দেওয়া এর মধ্যে একটা প্যাশন খুঁজে পাই, যার জন্যেই এত তক্কো বিতক্কো হয়। তুমি দেখবে না, ডিবিটু ঝুল, ওর‌্যাকেল হেব্বি - এ নিয়ে এতটা প্যাশনেটলি তক্কো হয়।
    যাকগে, অনেক তক্কো টক্কো হল। কাল থেকে আপিস - মাইক্রোসফট উইন্ডোজ মেশিনে, পাট্টি sshrhel লিনাক্ষ তে লগ ইন করে...
  • bitoshok | 76.113.141.132 | ২৮ জুন ২০১০ ০৯:১১455226
  • কি আশ্চর্য। আমি বলেছি না কি লোকে বোকা। আদৌ অন্য অপশন এক্সিস্ট করে সেটার খোঁজ রাখে কত জন। আর এখানে কি 'রবীন মামা'র সাথে তর্ক হচ্ছে না কি। এখানে তো তর্ক হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক -- ক্রে, আই বি এম মেইনফ্রেমে কাজ করা লোকেদের সাথে।

    আর কি অদ্ভুত কথা - গিম্পে লেয়ার নেই?

    এই রকমই অদ্ভুত লসাগুর যুক্তি ক্যামেরার সাথে আসা ম্যানুফাকচারের সিডি ইনস্টল করা নিয়ে। ওটা কোন বিশেষ কাজে লাগে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন