এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮৪৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 80.221.25.236 | ২৬ জুন ২০১০ ১৯:৫২455127
  • আজ্জোদার বক্তব্য ঠিকই - আসলে নিজেদের এক্সপিরিয়েন্স এমন যে ওয়ার্ড-এক্সেলের প্রশংসা শুনলে বিমলানান্দ লাভ হয়। চাপ নাই :)
  • Abhyu | 80.221.25.236 | ২৬ জুন ২০১০ ১৯:৫৪455128
  • @ অর্পণ - ঠিকই :)
    (অ্যাকাডেমিক্স করে কে কবে বড়লোক হয়েছে?)
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২০:০৩455129
  • আর ঘটনা এই যে ওপেন অফিস এমএস অফিস ২০০৩-এর সাথে মোটামুটি পাল্লা দিত। ২০০৭-এর কাছে হেসেখেলে দশগোল খাবে। আর ওপেন অফিসে ম্যাক্রো লেখাও ক্কী কঠিন!

    ভিজুয়াল বেসিক পাতি প্রোগ্রামারদের জন্য জাস্ট আরেকটি বিস্ময়। ওই আজ্জো যা বলল এক্ষেল (অথবা অ্যাক্সেস) আর ভিবিএ দিয়ে একটা ছোটখাট পেরোল ঘন্টা চার-পাঁচেকের এফোর্টে নামিয়ে দেওয়া যায়। ল্যালা প্রোগ্রামার দিয়ে।
  • nyara | 122.167.255.70 | ২৬ জুন ২০১০ ২০:৩১455130
  • এক্সেল একটি স্প্রেডশিট প্রোগ্রাম যা মাইক্রোসফট বেচে। ঘটনাচক্রে উইন্ডোজও মাইক্রোসফটের প্রডাক্ট। স্প্রেডশিট মাইক্রোসফটের তৈরি নয়। এক্সেলের জন্যে উইন্ডোজ চালানো মানে মিশেলিন টায়ারের জন্যে কিয়া গাড়ি চালানোর মতন।

    উইন্ডোজ প্রডাক্ট হিসেবে তত ভাল নয় - অ্যাজ আ কম্পিউটিং প্ল্যাটফর্ম। কিন্তু ব্যাবসায়ী হিসেবে মাইক্রোসফট তুখোড়। আবার আমার মতটা বলি, উইন্ডোজ ভাল প্রডাক্ট বলে মাইক্রোসফটের মার্কেট পেনিট্রেশন ৯২% এটা যেমন বলাও যায় না, এটাকে সেভাবে নেগেটও করা যায় না। যদি না কোন ক®¾ট্রালড এক্সপেরিমেন্ট করা সম্ভব।

    তবে আমি বেশ কিছু টেকনোলজি কম্পানিতে দেখেছি টেকিরা ম্যাক বা লিনাক্স ব্যবহার করে, ম্যানেজাররা উইন্ডোজ। তার প্রধান কারণ মাইক্রোসফট প্রজেক্ট আর ডকুমেন্ট আদান-প্রদান। দ্বিতীয় কারণ ইচ্ছে থাকলে গৌণ করে দেওয়া সম্ভব, প্রথমটা নয়।
  • RS | 96.241.224.52 | ২৬ জুন ২০১০ ২০:৪৫455131
  • মিনেসোটায় স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে হয়ত একটা কম্পুটারে ওয়ার্ড আছে কিন্তু কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, সোশাল সায়েন্স, বিজনেস স্কূল,ল, প্ল্যান্ট প্যাথোলজি ইত্যাদি ডিপার্টমেন্টে শয়ে শয়ে কম্পুটারে ওয়ার্ড আছে। প্রতি বছর usa তে যত ph.d থিসিস লেখা হয় তার কত শতাংশ লেটেকে লেখা হয় ? ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স এবং কতিপয় ফিজিক্স এর স্টুডেন্ট বাদ দিয়ে আর কেউ লেটেক ইউজ করে বলে মনে হয় না।
    অর এক্সেলে দিব্যি সিমুলেশন করা যায়। আমি অবশ্য ইউজ করতাম কিছু ডস বেসড প্রোগ্রাম আর ওরিজিন - যেটা windos এ চলে। আমাদের ফিল্ডে কাউকে কোনো linux প্রোগ্রাম ইউজ করতে শুনিনি। মোদ্দা কথা ph.d এবং post-doc জীবন windows ইউজ করে হেসেখেলে কেটে যাচ্ছে। কোনো চাপ নেই।
    আর অর্পণ, usa এ লোকে academics এ যেতে গেলে বিজনেস এ ph.d করে। ইন্ডাস্ট্রি তে চাকরি করলে MBA করে। দুটো কারিকুলাম পুরো আলাদা। আর বিজনেস স্কূল এ চাকরি করে দিব্যি বড়লোক হওয়া যায়। টিয়ার ওয়ান বিজনেস স্কূল এর ডীন দের স্যালারি হাফ মিলিয়ান ডলার এর কাছাকাছি। অবশ্য সেগুলো সব নামকরা রিসার্চ স্কূল। এমনকি টিয়ার টূ স্কূলেও assistant professor দের স্টার্টিং স্যালারি দেড়শ হাজারের আশে পাশে হতে পারে।
  • nyara | 122.167.255.70 | ২৬ জুন ২০১০ ২০:৫২455132
  • আর একটা কথা হল মাইক্রোসফট এঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন হিসেবে উইন্ডোজে কোনরকম ইনোভেটিভনেস দেখাতে পারেনি। যদি অগাধ অর্থবল থাকে ও মার্কেট প্রায় মনোপলি থাকে, তাহলে যে কোন কোম্পানিই এই পথে হাঁটত। মাইক্রোসফটের যেটা আছে প্যাকেজিং আর মার্কেটিং।

    সার্ভারে উইন্ডোজ স্কেল করে না। সেটা শুধুমাত্র আন্ডালাইং ওএসের প্রবলেম নয়। সেটা তো আছেই। আরও আছে ইউ-আইয়ের প্রবলেম। একজন সিস্টেম এঞ্জিনিয়ারকে যদি একটা সার্ভার ফার্মের ১০০০-টা মেশিনে একটা প্যাচ ইনস্টল করতে হয়, সেটা যত সহজে ইউনিক্স/লিনাক্স মেশিনে হবে উইন্ডোজে সেটা অন্তত: একশোগুণ কঠিন হয়ে যাবে।

    আর্য্য ঠিক কতটা লিনাক্স ব্যবহার করেছে জানিনা। বস্তুত: যারা উইন্ডোজের জয়গান করছে তাদের কতজন লিনাক্স ব্যবহার করেছে, আমার সন্দেহ আছে। কাজেই যুদ্ধ অনেকটাই ছায়ার সঙ্গে হচ্ছে।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২১:২৯455133
  • জয়গান টান না। আমার বক্তব্য হল আমাকে যে কাজ রোজ করতে হায় তা উইন্ডোজ ছাড়া সম্ভব নয়। হলেও অত্যন্ত কঠিন, প্রোডাক্টিভিটি ঝুলে যাবে। এইবার অন্তত আটঘন্টা উইন্ডোজে কাটিয়ে আমি বাড়ির কম্পুতে গুরুতে পোস্ট করতে লিনাক্ষ ব্যবহার করার চাপ নেবো কেন?
  • nyara | 122.167.255.70 | ২৬ জুন ২০১০ ২১:৩৯455134
  • প্রথমত: পসন্দ আপনা আপনা। কারুর উইন্ডোজ পছন্দ হলে, সে উইন্ডোজ ব্যবহার করবে। কেউ মিনিক্স। গোলমাল নেই তো। গোলমালটা হল যদি বলা হয় উইন্ডোজ বেটার প্রডাক্ট, তাই ব্যবহার করি। তখন নানারকম প্রশ্ন উঠবে।

    দ্বিতীয়ত: তোমাকে যে কাজ রোজ করতে হয় উইন্ডোজ ছাড়া যে ঝুলে যাবে সেটা কি পরীক্ষিত সত্য? নাকি গভীর 'বিশ্বাস'? উইন্ডোজে এখনও কিছু টুল আছে, যেগুলোর ভাল অল্টার্নেটিভ লিনাক্সে বা ম্যাকে নেই বিভিন্ন কারণে। কিন্তু সেইরকম খান কয়েক ছাড়া বাকি যা টুল অধিকাংশ লোককে রেগুলারলি ব্যবহার করতে হয়, আমার মনে হয়না সেটা অ-উইন্ডোজে করা যাবে না বা করতে গেলে প্রোডাক্টিভিটি কিছুমাত্র কমবে।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২১:৪৬455135
  • প্রথমত, উইন্ডোজ বেটার প্রোডাক্ট তাই ব্যবহার করি। এই কথা এখানে কে বলেছে একটু দেখিয়ে দাও।

    দ্বিতীয়ত, ঝুলে যাবে এ পরীক্ষিত সত্য। বেশির ভাগ কাজই অফিস ২০০৭-এ। নো বিকল্প।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২১:৪৯455137
  • আর হ্যাঁ, অধিকাংশ টুল যেগুলো লোককে রেগুলারলি ব্যবহার করতে হয়, সেই লিস্টটা একটু শুনি।
  • nyara | 122.167.255.70 | ২৬ জুন ২০১০ ২১:৫১455138
  • ঐ যে ১০:৪০-এ লসাগু বলল - "আসল জায়গা তো একটাই - মাইক্রোসফট-এর অসাধারন সব প্রোডাক্ট। কম্পিউটিং দুনিয়াটাকেই পাল্টে দিল।" আর্য্যর লেখার টোনেও তাই মনে হল - এক্সপ্লিসিটলি বলেছে কিনা জানিনা ।

    অফিস ২০০৭ তো টুল, সেই টুলে কী কাজ কর যে অন্য টুল যেমন ওপেন অফিসে হবে না? প্রজেক্ট না ভিজিও হলে মেনে নেব । যদিও এখন ওপেন প্রজেক্ট মোটামুটি ভাল কাজ করছে, কিন্তু আমি নিশ্চিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার গ্যাপ আছে । পরীক্ষিত সত্য তখনি বলব যখন তুমি অন্য সিস্টেমে অন্তত: মাস তিনেক চেষ্টা করে দেখছ প্রডাক্টিভিটি সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে ।

  • nyara | 122.167.255.70 | ২৬ জুন ২০১০ ২১:৫৫455139
  • আমার দেখা ম্যানেজারদের রেগুলার টুল -

    ০। ব্রাউজার
    ১। ইমেল
    ২। ক্যালেন্ডারিং
    ৩। ওয়ার্ড প্রসেসর
    ৪। স্প্রেডশিট
    ৫। প্রেসেন্টেশন সফটওয়্যার
    ৬। ইন্স্যান্ট মেসেজিং

  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২১:৫৮455140
  • ওকে। লিখছি।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২২:২১455141
  • দেখো, ন্যাড়া নিজেই আগে লিখল যে কি নিয়ে কথা হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট - উইন্ডোজ ইন্টার্ফেস, সার্ভার। এখন আবার সেটাই গুলিয়ে ফেলেছে।

    উইন্ডোজ প্লাটফর্ম অ্যাস এ সার্ভার নিয়ে তো কথা হচ্ছে না। কথা হল অ্যাস এ গ্র্যাফিকাল ইউজার ওএস। তাতে, উইন্ডোজ তো গত ২৫ বছর ধরেই অন্যদের চেয়ে বেটার। তাই তো লোকে কিনেছে।

    সার্ভার হিসেবে লিনাক্স ইস অলওয়েজ বেটার।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২২:৩৪455142
  • ন্যাড়াদা, তুমি এমএস অফিসের লাস্ট কোন ভার্সন ব্যবহার করেছ জানি না। যদি অফিস ২০০৭ ব্যবহার না করে থাকো তাহলে বলব ২০০৩-এর পরে ২০০৭-এ কাজ করলে মনে হবে বিএমটিসির পাতি বাস ছেড়ে ভলভো বাসে চড়েছ। এইটা ফিল না করলে বুঝবে না। তবু লিখছি যেগুলো ২০০৭-এ নতুন অ্যাড করেছে। ২০০৩ বা ওপেন অফিসে নেই।

    ১) ইজি পাইভটটেবল।

    ২) পাওয়ারফুল ফর্মুলা।

    ৩) ম্যাক্স রোকাউন্ট। আগে ছিল মাত্র ৬৪০০০।

    ৪) ফিল্টারিং বাই কালার।

    ৫) ফিল্টারিং বাই মাল্টিপল সিলেকশন।

    ৬) ঝকঝকে প্রোফেশনাল লুকিং অবজেক্টস।

    ৭) ফর্ম্যাটিং চেঞ্জ করার সময় অটো প্রিভিউ দেখানো।

    মূলত এক্ষেলের কথা লিখলাম। কারণ সারাদিন আমাকে প্রচুর পরিমাণ ডেটা অ্যানালিসিস করতে হয়। বেসিকালি প্রোজেক্ট ইনভেন্টরি আর প্রোজেক্ট মেট্রিক। তবে ৬ আর ৭ যেকোন অফিস টুলের জন্য ভ্যালিড।

    তাছাড়া আরো একটা বড় ঝাড়ের জায়গা হল ম্যাক্রো। ওপেন অফিসে। খুচখাচ কাজে প্রায়ই দশলাইন বারোলাইন ম্যাক্রো লিখতে হয়। এমএস অফিসে ভিবিএ ছাড়া সম্ভব নয়। ওপেন অফিসের একটা ওপেন অফিস বেসিক বলে ব্যপার আছে। গোটাদুয়েক সাইট ছাড়া কোন ভালো সাপোর্টবেসই নেই।

    নিচের জিনিসটা দেখো। ওপেন অফিস দিয়ে এই জিনিস জাস্ট বানানো যাবে না।

    http://sites.google.com/site/paramorefifawc/download
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২২:৩৬455144
  • এইবার বলি কেন পরীক্ষিত সত্য। আমার বাড়ির ল্যাপিতে অফিস ছিল না। ওপেন অফিস দিয়ে কাজ চলে যেত যদ্দিন অফিস ২০০৩ ছিল। এখন বাধ্য হয়ে আমাকে অফিস ২০০৭ বাড়ির ল্যাপিতে লোড করতে হয়েছে।
  • aka | 24.42.203.99 | ২৬ জুন ২০১০ ২২:৩৬455143
  • ন্যাড়াদা পয়েন্টটা মিস করছে। আমি বা ন্যাড়া দা বা ল্যাদোষ-দা বা সিংফোট, বা অপ্পন বা অজ্জিতের প্রেফারেন্স নিয়ে আমি কোন কথাই বলি নি।

    আমি বুঝতে চেয়েছি মাইক্রসফট ভার্সেস লিনাক্ষ এই যুদ্ধে মার্কেট যে এখনো অবধি মাইক্রসফটের দিকে ঝুঁকে রয়েছে তার কিছু গ্রহণযোগ্য কারণ আছে। মাইক্রসফট আজ মনোপলি কিন্তু মনোপলি অর্জন করতে বিল গেটসকে প্রচূর মাথা ঘামাতে হয়েছে। শুধুই মাইক্রসফট বেনিয়া টাইপ বিজনেস চালায় বলে নয়।

    আর আমি গত তিনবছর *-নিক্স শপে কাজ করছি। :))
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২২:৫০455145
  • ন্যাড়া, আমদের কিছু গ্রুপ কিন্তু সিরিয়াসলি ট্রাই করেছিল। মাইক্রোসফ্‌ট ওয়ার্ড, এক্সেল -এর দুটো অল্টার্নেটিভ।
    ১) ওপেন অফিস
    ২) গুগল ডক্‌স
    মূল উদ্দেশ্য অবশ্যই কস্ট সেভিংস (প্রায় দেড় লাখ এমপ্লয়ি, অন্তত ৪০% কে যদি কনভার্ট করা যায়)।
    কিন্তু ঐ অর্পন যা বলেছে, অফিস ২০০৭ এর ধারে কাছে নয়।
    আর একটা গ্রুপ দেখছিল ক্লাউড অল্টারনেটিভ, আউট্‌লুক এক্সচেঞ্জ আর আউটলুক ক্লায়েন্ট-এর অল্টার্নেটিভ হিসেবে জিমেইল। যা শুনেছি, তারা এখনই রেকমেন্ড করছে না।
    এই যে এখানে অরিজিৎ লিখেছিল না, ওর অফিসে লোকজন অন্য প্লাটফর্মে মুভ করতে চাইছে না। সেটা কিন্তু একেবারেই কন্ডিশনিং নয়। সেটা প্রাক্টিক্যাল। নইলে শস্তা অল্টানেটিভ থাকলে কে না চায় বলো!
  • aka | 24.42.203.99 | ২৬ জুন ২০১০ ২২:৫৭455146
  • আমি গুগুল ডক গত দুই বছর ধরে এক্সটেন্সিভলি ব্যবহার করেছি। কতকগুলো অসুবিধা

    ১। কপাতার ডকুমেন্ট হল বোঝা যায় না। আম্রিগায় বহু জায়গায় ডকুমেন্টের পেজ লিমিট থাকে। তা গুগুল ডকে লেখা টেখা হল কিন্তু শেষে কপাতা বুঝতে সেই ওয়ার্ডে ফেল রে, মডিফাই কর রে।

    ২। গুগুল ডকে তিন চারজন একসাথে কাজ করতে গেলে মাথা ঘোরে, সিরিয়াসলি। যেই একজনের কাজ অটো সেভ হল অমনি পেজ লাফিয়ে ঝাঁপিয়ে একসা। ঠিক কোন লাইনের কোন শব্দে নিজের কার্সার ছিল তা আর বোঝা যায় না। সে সাংঘাতিক ধৈর্য্যের পরীক্ষা। আলটিমেটলি প্যারালাল প্রসেসিং কাটিয়ে দিয়ে, যখন দেখি আর কেউ লগড ইন নয় তখনই কাজ করি।

    ৩। ফরম্যাটিং মাইক্রসফট ২০০৭ এর ধারে কাছে নয়।

    আজকের যূগে এই পারফরম্যান্স নিয়ে মার্কেটে টেঁকা যায় না। সে বিনা পয়সায় দিলেও। তাও গুগুল বলে আশা আছে কোন দিন হয়ত এটা বেটার করবে।
  • Abhyu | 80.221.18.28 | ২৬ জুন ২০১০ ২৩:০০455149
  • হুম - আশা ফর এডুকেশনের কয়েক মিলিয়ন ডলারের ট্রেজারির কাজ প্রায় পুরোটাই হয় গুগুল ডকস ইউজ করে, সে¾ট্রাল ট্রেজারারদের হামেশাই গুচ্ছ ডকস একসঙ্গে প্রসেস করতে হয়। বিশেষ অসুবিধে হয় বলে তো শুনি নি :)
  • aka | 24.42.203.99 | ২৬ জুন ২০১০ ২৩:০৩455150
  • তাহলে একসাথে প্রসেস করে না। :))) এটা ভাই অনুভব করেছি তাই বলছি ;)। গুচ্ছ ডকস একসাথে নয় গুচ্ছ ইউজার একই ডকুতে মডিফাই করলে বলেছি।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২৩:০৪455151
  • অভ্যু, ডেমো দিয়েছে একসঙ্গে প্রসেস করছে? ;-)
  • Abhyu | 80.221.18.28 | ২৬ জুন ২০১০ ২৩:০৭455152
  • আই মিন এক্সেলের বিকল্প হিসেবে গুগুল ডক আমাদের ভালই লাগে। ওয়ার্ডের বিকল্পের তো খোঁজ করি নাই, তাই সেই নিয়ে বলতে পারুম না।

    এক সঙ্গে তো করিই। একই ডকু খুলে লোককে চোখে আঙুল দিয়ে দেখাতে হয়, বাবা এখানে ১০ ডলার রিপোর্ট করেছ, তো সেটা ওখান থেকে ভ্যানিশ হল কী করে?
  • Abhyu | 80.221.18.28 | ২৬ জুন ২০১০ ২৩:১০455154
  • তবে গুচ্ছ নয়, তিন-চার ম্যাক্স। মিথ্যে কই না।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২৩:১০455153
  • আরে অভ্যু, আশা ফর এডু - জানি তো, আমর এক বন্ধু সিলিক্‌ন ভ্যালি চ্যাপ্টারের হেড কিছু একটা ছিল।
    কিন্তু, আশা ফর এড্‌, আর, ধর, ব্যাংক অফ্‌ আমেরিকা - কোনো কম্প্যারিজিন হয় নাকি, ধুর!

    তোর হল টা কি! মিনেসোটার স্ট্যাট ডিপ ওয়ার্ড ইউজ করে না বলে কি সারা পৃথিবীর লক্ষ লক্ষ উইজার-কে ...
  • Abhyu | 80.221.18.28 | ২৬ জুন ২০১০ ২৩:১২455155
  • কী নাম তার? আমি চিনতে পারি! ভেঙ্কি? ভিনোদ?

    আর আবার সেই তোমার "অনেক লোক..." বলছি না আমার স্মল এরিয়া এস্টিমেশন প্রব্লেম?

  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২৩:১৩455157
  • না রে সে ছিল অনেক আগে, ৯৭-৯৯ এ বোধ হয়। নাম, মুনীশ।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২৩:১৩455156
  • তাই বল।
    আচ্ছা আমি কিউরিয়াস, তোমরা কেউ, গুগল ডকস থেকে স্প্রেডশিট প্রিন্ট করেছ।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২৩:১৪455158
  • অনলাইন ডকুমেন্ট হিসেবে গুগল ডক ভালো। যেটা লোকের সাথে শেয়ার করতে হয়।

    তবে মাইক্রোসফট শেয়ারপয়েন্ট দারুণ ভালো জিনিস। প্রচুর ভালো মার্কেট। সামান্য অভিজ্ঞতা থাকলেই লাখলাখ টাকা বাঁধা।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২৩:১৯455160
  • অর্পন, একদম ঠিক। আগেই লিখেছি এই এলাকায় মাইক্রোসফট প্রায় মনোপলি করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন