এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮১২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ০৪ জুলাই ২০১০ ০৮:২৮455427
  • হ্যাঁ হ্যাঁ কেলোর গল্প গুলো কেলোর তক্কোর থেকে বেটার। কাকদ্বীপ হোক। আর কেলো দাদা কইয়েন না, আমি নিতান্ত একটা বাচ্ছা টাইপ ছেলে। :)) মানে আপনার কাছে।
  • kelo | 117.254.76.80 | ০৪ জুলাই ২০১০ ১১:০৯455428
  • দাঁড়ান দাঁড়ান … কাকদ্বীপ বলছি...
    আমি নিজে কিন্তু পাইদিদির ক্রুসেডারের গপ্পো শোনার জন্যে উদগ্রীব হয়ে রয়েছি।
    শুধু শুকনো তক্কো করলে চলে দাদা ?? মাঝে মাঝে একটু মামাটি মানুষের গান গেয়ে নিতে হয় না ?? শুধু স্যাটেলাইট ইমেজ আর এরিয়াল ফোটোগ্রাফি দিয়েই যদি কাজ চলত তবে আমার মত গ্রাউন্ড ট্রুথ জোগাড় করার লোক তো না খেতে পেয়ে মরত। তক্কো করুন আপত্তি নেই কিন্তু মাঝে মাঝে আমজনতার কি হাল হল বা তারা ঠিক কি চায় সেটাও দেখে নেওয়া উচিত, নয়ত.......... বুদ্ধর মত অবস্থা হবে যে।

    আমি যখন পাশ করে রিসার্চ করতে ঢুকি, তখন আমার জুনিয়র, যারা সদ্য এম.এস.সি তে অ্যাডমিশন নিল তারা আমার ঘরের কাছে এসে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি তাদের আপনি বলেই সম্বোধন করতাম। আমি তাদের চিনি না – তারাও আমাকে চেনে না। কিন্তু যাঁরা সদ্য গ্রাজুয়েশন কম্‌প্‌লীট করে এসেছেন তাঁরা 'আপনি' বলার যোগ্য বই কি। শুধু আমার ঐ লোমের... রিসার্চ ফেলো ...পদমর্যাদার জোরে তাঁদের তুই তোকারী করা টা কি ঠিক ?? আমার স্যারেরা, সিনিয়ররা এমনকি অফিস পিওনরাও কিন্তু এ নিয়ে আমায় অনেক চেটেছে। তবে যে স্যারেরা আমায় চাটতেন তাঁদের থেকে ঢের বেশী সম্মান ঐ জুনিয়ররা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে, আমাকে দিয়েছে। তাই এই গুরুচন্ডা৯ তে আমি যেহেতু জুনিয়র .. আমার দাদা বলাটা আপনারা ঠেকাতে পারবেন না। সময় লাগবে থামাতে... একটু কষ্ট করুন কমরেড। ….......বুদ্ধ ছাড়া সবাই আমার দাদা।
  • Samik | 121.242.181.2 | ০৪ জুলাই ২০১০ ১১:৩২455429
  • শুধু দিল্লিওয়ালারা যদি আপনার মত ভাবত, পরিবর্তনটা হয় তো সত্যিই দিল্লি থেকে শুরু হতে পারত।

    "আপনি' বলুন ক্ষতি নেই। আমিও তো আপনাকে "আপনি'ই বলছি। তবে "শমীক আপনি', "আকা আপনি' বলা তো যেতেই পারে, না? আপনি আর দাদা বোধ হয় একসাথে যায় না। :-)
  • kelo | 117.254.76.80 | ০৪ জুলাই ২০১০ ১১:৪০455430
  • কাকদ্বীপ বলার আগে আরও একটা কথা বলে নিই.....
    আপনারা ভাবেন গুরুচন্ডা৯ র মার্কেট শেয়ার মোটে ১% আর ৯২% লোকে বুদ্ধর ''http://www.banglarmukh.com/” পড়ে …. তা কিন্তু ঠিক না। ওরা ২৩৫ আমরা ৩৫ হলে কি হবে। ঐ ডাটা টা একেবারে পাঁচ বছরের পুরোন স্যাটেলাইট ইমেজারী... গ্রাউন্ড ট্রুথ এর সঙ্গে তার কোন মিল নেই। গ্রাউন্ড ট্রুথ একেবারে অন্য কথা বলছে। কত লোক যে চুপচাপ পুষ্পে চাপ দিচ্ছে তার কোন ডাটা কি কালেক্ট করেন আপনারা ?? গুচ র মত শত শত পুশপো বিকোশিত হোক.......
    কথাটা তুললাম সমীকদার সন্দেহ নিরসন করতে .. উনি জানতে চেয়েছেন যে আমি অনেকদিন ধরেই গুরু পড়ছি কিনা। শুধু পড়াই নয় গুরুকে ফলো করে আমার এক বন্ধু আই.বি.এম এর সমোজ্জিত একটা বাংলা ওয়েবসাইটই খুলে ফেলেছিল.. নাম ছিল নক্সীকাঁথা ডট নেট। লিঙ্কটা দিছি্‌ছ না .. কারন দীর্ঘ চার বছর চলার পর গত বছর ডিসেম্বার মাসে সাইটটা দেহ রাখে।
    .............নক্সীকাঁথার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করুন ….....................
  • kelo | 117.254.76.80 | ০৪ জুলাই ২০১০ ১২:১৬455431
  • ….........................নীরবতা শেষ....................................
    চাট্টি ডিমেরঝোল ভাত খেয়ে বিকেলের দিকে কাকদ্বীপটা লিখব। বেশী টেনশন নেবেন না .. এটা মোটে অগের গল্পগুলোর মত জমাটি না। তবে ভাবনার খোরাক পাবেন অনেক।
  • pi | 72.83.93.99 | ০৪ জুলাই ২০১০ ১২:৩০455432
  • কেলোদা, লং উইকেণ্ড। আগে তো কাকদ্বীপটা ঘুরে আসি। :)

  • kelo | 117.254.251.2 | ০৪ জুলাই ২০১০ ১৮:৪৫455433
  • বেশ... পাইদিদি ওয়াকওভার দিলেন যখন.....চলুন তবে কাকদ্বীপ ....

    এম.এস. সি পড়তে পড়তে আমাদের বন্ধু কিরনলাল হঠাত ডুব মারল.. বাড়ি গিয়ে আর ফেরে না। পৌনে একমাস যায়, একমাস যায় তার আর পাত্তা নেই। ব্যাটা ইন্টার ইউনিভার্সিটি সুইমিং চ্যাম্পিয়ন.. তার এরকম ডুবে যাবার তো কথা নয়.. আমরা চার বন্ধু মিলে ঠিক করলাম যে খোঁজ করতে ওর বাড়ি যেতে হবে। কিরনটার বাড়ি কাকদ্বীপের কাছে পুকুরবেড়িয়া গ্রাম.. একদিন বেরিয়ে পড়লাম আমরা চারজন দুগ্গা বলে.. তখন কাকদ্বীপের বাসভাড়া ৮ টাকা (এখন ৫০ বা ৫৫ টাকা হবে)। রেল তো হল এই সেদিন .. বোধহয় নীতীশের আমলে এখন গেলে রেলেই যাই ভাড়া মোটে আঠেরো টাকা।
    কন্ডাকটারকে “কুকুরবেড়িয়া, কুকুরবেড়িয়া” বোঝাতে বোঝাতে ঠিক জায়গায় পৌঁছে গেলাম আমরা দুপুর নাগাদ। বাস থেকে নেবে দেখি কজন গাছতলায় বসে হুঁকো টানছে .. তাদের জিজ্ঞেস করলাম আমার বন্ধুর বাড়ির নিশানা..তারা নানারকম সন্দেহজনক প্রশ্নের পর মোটামুটি একটা আন্দাজ দিল। সেইমত বাড়ি পৌঁছে আবার একচোট জেরার মুখে আমরা ...ইতস্তত করে জবাব দিচ্ছি, এইসময় আমাদের বন্ধু স্বয়ং সাইকেল চালিয়ে এসে হাজির .. আমরা তো ওকে এই মারি তো সেই মারি … একে তো ব্যাটার পাত্তা নেই একমাসের ওপর, তার পরে আবার বাড়ি এলে এরকম জেরা......
    কিরন আমাদের সদ্যভাজা কিলোতিনেক পমফ্রেট ফ্রাই খাইয়ে ঠান্ডা করল। আমরা কারন জানতে চাইলাম ওর অনুপস্থিতির .. কেউ অসুস্থ টসুস্থ নাকি ? ওসব কিছুই নয় .. স্রেফ বৈরাগ্য.. বলে যে --- কি হবে লোমের ঐ লেখাপড়া শিখে ?… জেলে ঘরের ছেলে আমি। আমি বাড়িতেই থাকব.. দিব্যি চলে যাবে .. মত্‌স ধরিব খাইব সুখে। কিন্তু বিধি বাম .. এই বুধে্‌ধাবাবুর বাম রাজত্বে কি চাষী বা জেলে ঘরের ছেলেদের সে স্বাধীনতা আছে নিজের পছন্দমত পেশা বেছে নেবার ? সেই ড. কে এল দাস আজ অ্যাডিশনাল ডিরেক্টর অফ ফিশারিজ (মেরিন) হয়ে আপিস আলো করে বসছে কাঁথিতে, বাড়িতে বসে নিজের ধরা মাছ খাবার সুখ ওর কপালে লেখা ছিল না কোনদিন।
    এই কিরনলাল এক অদ্ভুত ফিসারম্যান কমিউনিটির ছেলে … এই কমিউনিটির কথা লেখা আছে প্রখ্যাত নৃতাত্বিক ড. বিকাশ রায়চৌধুরীর বই TheMoonandTheNet এ। হাতের কাছে পেলে পড়ে দেখতে পারেন .. একবারও মনে হবে না যে অ্যা®¾থ্রাপলজির একটা কঠিন নীরস বই পড়ছি.. বইটা সুখপাঠ্য। এই কমিউনিটির আদি বাসস্থান চট্টগ্রামে। কিছু লোক চলে আসেন স্বাধীনতার সময় .. কিছু লোক মুক্তিযুদ্ধের পর। আমি দেখেছি এদের কাছে মাছ ধরা যতটা না পেশা তার থেকে বেশী অ্যাডভেঞ্চারের নেশা। শীতকাল হলে এদের যুবকরা আর ঘরে থাকতে পারে না … ছটফট করে গভীর সমুদ্রে ছোট্ট ডিঙ্গি নিয়ে পাড়ি দেবার জন্য। প্রমান আমাদের কিরনলাল .. কলকাতা ইউনিভার্সিটির সেরা সুন্দরীদের সান্নিধ্যও ওকে টেনে রাখতে পারে নি শহরে …. বিবাগী হয়ে ফিরে গিয়েছিল নীল সমুদ্র খোলা আকাশ আর হুহু হাওয়ার ডাকে সাড়া দিতে।
    এই সমাজের লোকেরা ঠিক জারোয়া বা সেন্টিনেলিজদের মতই নিজেদের জীবনধারা টিকিয়ে রাখতে চায় আবহমানকাল। এদের জীবন পরিবেশ ধ্বংস করে না .. মিলিয়ে মিশিয়ে বেঁচে থাকে। এদের জালের ফুটোর মাপ এমন যাতে ছোট মাছ বেরিয়ে যেতে পারে পরের বছর বড় হয়ে ধরা দেবার জন্য। মাল্টিন্যাশানালদের মত আজই সব চেটেপুটে খেয়ে নিয়ে কাল অন্যের খাবারে হাত বাড়ানোর তত্বে এরা বিশ্বাসী নয়। কিন্তু ডবল ডিজিট গ্রোথের এই জমানায় এরা তো সম্পূর্ন অচল। তাই বুদ্ধবাবুর প্রথম-উন্নততর বামফ্রন্টের আমলে এদের রুজি রুটিতে হাত পড়ল। সুপ্রীম কোর্টের একটা অর্ডার সামনে রেখে বলা হল যে জম্বুদ্বীপে এরা ১৯৮১ র পরে আসা দখলদার। অথচ আমি যে বিকাশবাবুর বইটির কথা আপনাদের বলেছি সেটার ম্যানুস্ক্রিপ্টই তৈরি হয়ে গেছিল ১৯৬৯ এ। ঐ বইয়ে কিরনের বাবা সহ বহু লোকেরই পূর্বপুরুষের নামোল্লেখ আছে। শুনেছিলাম সাহারা নাকি ঐ জম্বুদ্বীপসহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা লীজ নিয়েছে সরকারের কাছ থেকে। আর সে জন্যই এই উচ্ছেদ... পরিবেশকে সামনে রেখে। সে¾ট্রাল এমপাওয়ার্ড কমিটি যেদিন কলকাতায় পা দিল সেদিনের টেলিগ্রাফে বেরোল যে এই লোকগুলো .. হচ্ছে স্মাগলার, গান এন্ড ড্রাগ রানার এবং জম্বুদ্বীপ হচ্ছে “UnofficialGatewayofIndia”. অসাধারন – কারন বাংলাদেশ বর্ডার থেকে কলকাতা যত দূরে তার থেকে জম্বুদ্বীপের দূরত্ব বেশী। এর থেকে যদি বলত ব্যাঙ্গালোর হচ্ছে বাঙ্গালদের ভারতে আসার প্রধান রাস্তা ভারতবাসী খেত বেশী। এই দেখুন সে¾ট্রাল এমপাওয়ার্ড কমিটির রিপোর্ট – টেলিগ্রাফের কপিও এর শেষেই পাবেন। টেলিগ্রাফের ঐ প্রতিবেদন বেরিয়েইছিল কেবল ঐ রিপোর্টে অ্যাটাচ হবার উদ্দেশ্য নিয়ে .. তার আগে পরে এ বিষয়ে আবাপ গুষ্টী কিন্তু পুরো চুপ। এই রিপোর্ট বেরোনর আগে সাতদিন ধরে সাহারার পাতাজোড়া বিজ্ঞাপন থাকত অমিতাভ বচ্চন আর ঐশ্বর্য্য রাইয়ের..... মনে পড়ে ???????
    এই নিন লিঙ্কটা- http://cecindia.org/cec_documents/%2817%29%2020.12.2002%20Directive.pdf
    নিতান্ত ইন্টারেস্ট না থাকলে পড়বেন না লিঙ্কটা .. ওটার সঙ্গে উইন্ডোজ বা কোন কিছুরই সম্পর্ক নেই। বরং এই চলচ্চিত্রটা দেখুন- http://www.youtube.com/watch?v=f5hzSP-nNgg
    CEC রিপোর্টটাতে আমার কথার বিপরীত কথা পাবেন এবং চলচ্চিত্রটা যেহেতু তাঁহাদেরই বানানো তাই তাঁহাদের কথাই পাবেন। আর …. বিকাশবাবুর বইটা সম্পূর্ন নিরপেক্ষ … উনি আমার মতই এই লোকগুলোর জীবন-যাত্রার মুগ্‌ধ দর্শক।
    এই অবস্থায় লোকগুলো তুমুল আন্দোলন শুরু করল তাদের বছরে মাত্র ৬ মাসের জন্য জম্বুর অধিকার টিকিয়ে রাখার জন্য। তখন কোথায় দিদি কোথায়ই বা রামধনু জোট। দিদি র তখন মোটে একটা আসন লোকসভায়। এইসময় কাকদ্বীপের ঐ কমিউনিটির কয়েকজন লোক আমার বাড়ি একদিন এসেছিল নিজেদেরই কোন কাজে .. প্ল্যান ছিল ..দুপুরে আমার কাছে খেয়ে বিকেলের দিকে উকিলের বাড়ি বা দিশার অপিস কোথাও একটা যাওয়া। তখনও মোবাইল এত পপুলার হয় নি .. চালু হয়েছে সবে কাকদ্বীপে। মানুষগুলোর বিদ্যা কেবল তাসের এক থেকে দশ ইংরাজী সংখ্যা পড়া বা বাংলা খবরকাগজটা বানান করে করে ধরে ধরে পড়া পর্যন্ত। কিরন হচ্ছে ওদের মধ্যে সর্বকালের সবচেয়ে আলোকপ্রাপ্ত লোক। দুপুরে আমি খাবার পর টুক করে একটু মেল টা চেক করব বলে কম্পুটার চালিয়ে বসেছি .. এমন সময় ওদের সবচেয়ে ছোট যে বিশ্বজিত সে গা ঘেঁষে এল... কেলোদা .. কম্পিউটার করছ? সরল প্রশ্ন ওর মুখে । ও – কি আমরা বুঝতে পারব?? মুখ্যু সুখ্যু মানুষ আমরা।
    আমি লগআউট করে সেশন টা পাল্টে বাংলা করে দিয়ে ফের লগ ইন করলাম …. বললাম দেখ তো .. এবার কিছু বোঝ কি না। বললে বিশ্বাসই করবেন না মশাই .. মানুষ গুলোর হাব ভাবই পাল্টে গেল। সবাই ঘিরে বসল কম্পিউটারটা.. আমার চেয়ার আমি হারালাম। বাংলা Gnome চালাতে বা বুঝতে ওদের এতটুকু অসুবিধা হল না কারো .. বয়স কোন ফ্যাক্টর না। মাউস এ অভ্যস্ত নয় বলে মাউসটা চালাতে যেটুকু অসুবিধা। কী বোর্ড টা বাংলা হলে আমার দৃঢ় বিশ্বাস যে ওরা নিজেই ওদের এই গল্পটা গুরুচন্ডালীতে লিখে ফেলতে পারত আমার সাহায্য ছাড়াই। ওদের সেদিন কম্পুটার থেকে তুলে ওদেরই কাজে ওদেরকে পাঠাতে আমাকে বেশ বেগ পেতে হয়েছিল।
    তখনকার দিনে উইন্ডোজে বাংলা ইন্টারফেস আসে নি। তার পরে এসেছিল.. কিন্তু আমি আজও ঐ বিরানব্বই পারসেন্ট মার্কেট শেয়ারের একটা কম্পিউটারকেও বাংলা ইন্টারফেসে চলতে দেখি নি আজ পর্যন্ত। এমনকি কোন হদ্দ গ্রামেও না। আপনাদের জানা কোন ঘটনা থাকলে আমাকে একটু জানাবেন কৃপা করে। বাংলাদেশে আমি অবশ্য যাই নি কোনদিন ওখানকার হালচাল জানি না। তবে শুনেছি বাঙ্গালী নাকি একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্যে শহীদ হয়েছে।
    জানি প্রশ্ন উঠবেই ….এত দরদ থাকলে নিজে ব্যবহার করেন না কেন?
    খামোকা ধান ভানতে শিবের গীত গেয়ে পুরো সন্ধ্যাটাই নষ্ট করে দিল কেলোটা।
    আমি না করলেও আমার বন্ধু আনন্দ ব্যবহার করে .. বাংলা Gnome। আমিও করব …........ যেদিন সঠিক বাংলায় লেখা হবে লগ-ইন করুনের বদলে “গুঁড়ি মেরে ঢুকুন”
    ব্যস আজ এই পর্যন্তই.... কালকে সার্ভারটা বন্ধ করার পর থেকে আর আমি বিরাট বিরাট পোস্ট করে আপনাদের দামী সময় খাবো না।

  • pi | 72.83.93.99 | ০৫ জুলাই ২০১০ ০০:৪৫455434
  • কেলোদা, এরকম ঘটনার কথা তো জানাই ছিলো না ! কোথাও বোধহয় এনিয়ে কোনো লেখালেখি ও হয় নি। আপনি পুরোটা একটু লিখুন না। তারপরে কি হয় ওখানে ? সেই আন্দোলনের কি ফল হল ?
    ইউ টিউবের লিংক টা দেখতে পেলাম না।
  • kelo | 117.254.253.179 | ০৫ জুলাই ২০১০ ০১:৫৩455435
  • হুঁ ….অনেকেই ওটা জানে না। কিন্তু আপনাদের তো জানার কথা।
    বুদ্ধবাবুদের ওটা ফার্সট ইনিংস... ওয়ার্ম আপও বলতে পারেন। কাল ডিটেইলস দেব। এখন... সিঙ্গুর নন্দীগ্রামের যুগে ওটা নিতান্তই নিরামিষ। তবে ব্যাপারটা চাপা আছে .. ফুটে বেরোতে পারে যখন তখন।
    রাষ্ট্রের ভিউ টা তো CEC রিপোর্টটাতেই পাচ্ছেন।
    আর ইউটিউবের ভিডিওটা মত্‌স্‌য়জীবিদের পক্ষে .. ওটার লিঙ্কটা সারিয়ে দিছি্‌ছ.. এই নিন-
    http://www.youtube.com/watch?v=f5hzSP-nNgg
    সুনীতা দুবে আর সুপর্না লাহিড়ীর এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটাও দেখতে পারেন
    http://www.dishaearth.org/A%20Fact%20Finding%20Visit%20to%20the%20Island%20of%20Jambudwip.pdf
    ওদের হয়ে লড়েছিলেন ন্যাশনাল ফিশওয়ারকার্স ফোরামের.. হরেকৃষ্ণ দেবনাথ, মেধা পটেকারও ছিলেন একসময়।
    এরা কেউ অস্ত্র হাতে নেয় নি। একেবারে নিরীহ মানুষ এরা। এদের আমি খুব ভাল জানি.. অনেককাল মিশছি তো। এখনো এরা আদালতে আইনের পথে অধিকার ফিরে পাবার আশা রাখে।
    Jambudwip বলে গুগলান... অনেক পাবেন।
  • kelo | 117.254.253.179 | ০৫ জুলাই ২০১০ ০১:৫৬455437
  • দূর ইউটিউবের লিঙ্কটা কিছুতে সারছে না .. আবার দিছি্‌ছ .. না পেলে নিজে সারিয়ে নিন ..স্পেসগুলো বাদ যাবে শুধু। নয়ত Underthesun এবং Jambudwip দিয়ে সার্চ মারুন ইউ টিউবে।
    http://www.youtube.com/watch?v=f5hzSP-nNgg

  • Abhyu | 80.221.25.236 | ০৫ জুলাই ২০১০ ০১:৫৭455438

  • Abhyu | 80.221.18.28 | ০৫ জুলাই ২০১০ ০২:০১455439
  • এই টইটা উইন্ডোজ বনাম...-ই থাক?
  • Abhyu | 80.221.25.236 | ০৫ জুলাই ২০১০ ০২:০৪455440
  • নতুন টই খুলে দিলাম, একটু বিশদে আলোচনা হোক।
  • kelo | 117.254.253.179 | ০৫ জুলাই ২০১০ ১৭:৪৩455441
  • কথামত আমার সার্ভারটা আজ সোমবার পাঁচটা চল্লিম মিনিটে বন্ধ করছি। আপনারা ওটাকে ক্ষমাঘেন্না করে ছেড়ে দেওয়ায় ওটা এখনো বহাল তবিয়তেই চলছিল।
    এতে অবশ্য কারৈ শ্রেষ্ঠত্ব প্রমান হল টল না...
  • bachchha chhele | 203.78.217.151 | ০৬ জুলাই ২০১০ ১৯:১৮455442
  • আমি লিনাক্সে গেম্‌স খেলতে চাই.. কি করে খেলবো?

    আমি থ্রিডি ফার্স্ট পার্সন শ্যুটার-ই খেলতে পছন্দ করি.
  • Samik | 122.162.75.169 | ০৬ জুলাই ২০১০ ২০:০৬455443
  • আমি ওয়েব সার্ভার তো চালিয়ে ফেলেছি, কিন্তু এক্ষটার্নাল আইপি অ্যাড্রেসটা কী করে অ্যাসাইন করব বুঝতে পারছি না। তাই বাইরের কারুর কাছে এখনো অ্যাক্সেসিব্‌ল নয় আমার ওয়েব সার্ভার। একটু ল্যাদ কাটিয়ে পড়াশোনা করে নিই। তারপরে চ্যালেন্‌জ দেব।
  • sda | 117.194.198.231 | ০৬ জুলাই ২০১০ ২২:৪৬455444
  • পরীক্ষা আর প্রজেক্ট এর চাপে কয়েকদিন ডুব মেরেছিলাম , ফিরে এসে দেখি শুরু হয়ে গেছে সেই আদিম ঝগড়া - জানালা বনাম লিনাক্স। সবার বক্তব্য এ মন দিয়ে পড়লাম , অনেক কিছু শেখা ও হল !
    এবার না হয় ঝগড়াটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিই । প্রোগ্রামিং এর দিক দিয়ে কিছু তুলনা হোক। আমি চরম ওপেনসোর্সপন্থী , কিন্তু জানালাকে একদম দুরছাই করতে পারি না কয়েকটা কারনে।
    .DirectXএর মত শক্তিশালী গ্রাফিক্স ইন্টারফেস , যার প্রায় assembly language এর মত পারফরমেন্স, যেখানে লিনাক্স চলে OpenGL এ।
    .COM (Component Object Model) , যেটা আছে বলে মডুলার ডিজাইন করা সহজ , কোনো বিশেষ framework ছাড়া , পাতি সি বা সি প্লাস প্লাস এ। windows এর UI পার্ট টা প্রায় পুরোটাই COM based
    .NT বেসড সিস্টেম গুলো UI পার্টটা ইমপ্লিমেন্ট করে কার্নেল মোডে , অনেক ফাস্ট হয়।
    . একটা সিঙ্গল প্যাকেজ , Microsoft VIsual Studio দিয়ে ৯০% সিস্টেম প্রোগ্রামিং হয়ে যায়। লিনাক্স এ একটা সিডি ইন্‌স্‌টলেশন এর সঙ্গে গাদ গাদা LIbrary নামনোর মত চাপ থাকে না।
    . প্রোগ্রামিং টুল গুলো ইন্‌স্‌টলের পর ready to use হয়ে যায়।
    . কনফিগ ফাইলের বদলে রেজিস্ট্রি তে সেটিংস স্টোর করা আর সেই ডাটাবেস access এর জন্য API প্রোভাইড করা।
    . একটা উবুন্টু সিডি কে আমার ডেভেলপমেন্ট সিস্টেমে কনভার্ট করতে গেলে at least ২ জিবি ডাউনলোড , আমার ইন্টার্নেট প্ল্যানে ২০০০ টাকা এক্সট্রা বিল।
    . লিনাক্স এর UI সিস্টেমে যত বাগ থাকে , জানালার সব কটা ভার্সান মিলিয়েও বোধহয় অত নেই , এমনকি উবুন্টু ৮.৫ এ X Windows সিস্টেমটা পুরো ডিবাগ বিল্ড দিয়েছে।
    . কনসোল মোডে *NIX জানালাকে বলে বলে ৫ গোল দেবে , কিন্তু GUI এর দিক দিয়ে জানালার কাছে X Windows আসে না। তবে XP র পরের ভার্সানগুলো অত ঝুল।
  • sda | 117.194.195.200 | ০৬ জুলাই ২০১০ ২৩:০৮455445
  • আর ওপেন সোর্সবাদি সাইট্‌গুলোতে উইন্ডোসের বাগের লিস্ট দেখানো বা বিল গেট্‌সকে নিয়ে জোক করাটাকে পাতি নোংরামি মনে হয়। ও খারাপ বলেই আমি ভালো , এই তুলনাগুলো খুব চিপ লাগে।
  • Arijit | 61.95.144.122 | ০৭ জুলাই ২০১০ ১০:২৯455446
  • এর নাম "চরম ওপেনসোর্সপন্থী'?

    DirectX ছাড়াই OSX-এর গ্রাফিক্স উইন্ডোজের কয়েকশো গুণ ভালো। আমি গ্রাফিক্স প্রোগ্রামিং-এর কিছু বুঝি না, ম্যাকে সম্ভবত: Cocoa/Aqua দিয়ে করে। যেটা বলার সেটা হল প্রথম চারটে সেরাত্বের উদাহরণ এখানেই কেটে গেলো।

    দ্বিতীয়ত: কেউ যদি শুধুমাত্র মাইক্রোসফট অফিস বা ভিসিও-র রেসপেক্টে লিনাক্স আর উইন্ডোজের তুলনা করতে বসেন তাহলে ব্যাপারটা যা দাঁড়ায়, এখানেও তাই দাঁড়ালো। একটা বিশেষ use case-ডিপেন্ডেন্ট। প্রোগ্রামিং-এর হাজার হাজার অ্যাসপেক্ট আছে। এই টাইপের তুলনা করতে চাইলে তো প্রথমেই বলে দেওয়া যেত যে অমুক অমুক জিনিস (যেগুলো নিয়ে আমি কাজ করি) একটাও উইন্ডোজে চলে না বা চালানোর জন্যে হাজারগণ্ডা অ্যাডিশনাল কাজকম্মো করতে হয়, সুতরাং...
  • nyara | 203.110.238.16 | ০৭ জুলাই ২০১০ ১০:৩৮455448
  • বালখিল্য লজিক:

    ২০০০ ইউবান্টুর একস্ট্রা অ্যাপ্লি লোড করতে। কিন্তু উইন্ডোজ কিনতে কত খরচ, তার কোন উল্লেখ নেই। যে অ্যাপ্লি ডাউনলোড করা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট উইন্ডোজে কিনতে কত খরচ?

    এছাড়া COM আর্কিটেকচারের গুণগান ছেড়ে দিলাম। ওগুলো পার্সোনাল চয়েস।
  • nyara | 203.110.238.16 | ০৭ জুলাই ২০১০ ১০:৩৮455449
  • *২০০০ টাকা দিয়ে
  • aka | 24.42.203.194 | ০৭ জুলাই ২০১০ ১৭:১৪455450
  • কমরেড অজ্জিতের ব্যস্ততা খানিক কমেছে।

    তা, অপারেটিং সিস্টেম কেনার সময় কি কি জিনিষ দেখতে হয়?
  • Arijit | 61.95.144.122 | ০৭ জুলাই ২০১০ ১৭:২৯455451
  • সে আবার কবে লোকে কেনে?
  • SB | 115.117.248.206 | ০৭ জুলাই ২০১০ ১৯:৩২455453
  • ম্যাঙ্গো পাবলিক তো উবুন্টু ব্যাভার করবে, সে তো ফিরি :-))
  • aka | 168.26.215.13 | ০৭ জুলাই ২০১০ ১৯:৩৪455454
  • ও তাইলে ম্যাঙ্গো পাব্লিকের ডেফিনিশন হল ১%?????
  • aka | 168.26.215.13 | ০৭ জুলাই ২০১০ ১৯:৩৮455455
  • ও সরি হয় নি ম্যাঙ্গো পাব্লিক = (১% - যারা দাম দিয়ে ওপেন সোর্স কেনে)। অংক কি কঠিন দাদা।
  • sda | 117.194.206.232 | ০৭ জুলাই ২০১০ ২৩:২৪455456
  • আমার ব্যক্তিগতভাবে যা মনে হয় :
    . যে ভাবেই হোক , লিনাক্স ডিস্ট্রো গুলোর একটা standardization দরকার।
    . প্যাকেজ বেসড software distribution এর বদলে Windows Installer এর মত একটা interactive installation interface দরকার।
    . সব রকম বাগ প্যাচ করা আগে নতুন ভার্সান আনা বন্ধ হোক। আমি সেই ২০০১ এর XP তে এখনো সুন্দর কাজ চালিয়ে যাই , এ দিকে fedora র এই নিয়ে ৫-৬ টা ভার্সান হয়ে গেল।
    . বেশিরভাগ ইউজার জানেন না যে software জিনিসটাও পয়সা দিয়ে কিনতে হয়। তাই নেট থেকে পয়সা দিয়ে নামাতে বেশ গায়ে লাগে। এমনকি জানালার ফ্রি software গুলো ও কিন্তু প্রায় সবাই সিডি বা হার্ড ডিস্কে জমিয়ে রাখা installer থেকেই ইন্সটল করেন। আর নেট এর অভাবটা সব সময় পয়সার নয় , প্রাইভেট কলেজের খোকাদের পক্ষে হস্টেলে নেট পাওয়ার চান্স নেই।
    . রিসেন্ট লিনাক্স ভার্সান গুলো বুট টাইম ভিডিও রেজোলিউশন এমন দেয় যে একটু পুরোনো মনিটার ওয়ালা মেশিনে ইইন্সটল করাই ঝামেলা। এর সলিউশান যদি কার্নেল বুট প্যারামিটার চেন্‌জ করা বা কনফিগ ফাইল চেন্‌জ করা হয় , তাহলে বলতে বাধ্য যে ঐ ৮% এর বাইরে বেরোনো মুস্কিল।
    অবশ্য জানালা ৭ এ ও একই ঝামেলা আছে , কিন্তু তার আগে অব্দি জানালায় এরকম সমস্যা ছিল না।
    . ৩-৪ বছর আগে একটা প্রজেক্টের কাজে YACC র প্রয়োজন হয়েছিলো। GNU এর ফ্রী alternative BISON কে কনফিগার কর্তেই ৩-৪ দিন সময় লেগেছিল , কারন সব ডিসকাশন ফোরামে UNIX প্ল্যাট্‌ফর্মের গল্প চলছে। শেষে বাধ্য হয়েই একটা
    জানালার উপযোগী closed source মাল কে ক্র্যাক শুদ্ধ নামাতে হয়েছিল , কারন সময় সীমিত, আর প্রজেক্টের বেসির ভাগ লোক কম্পিউটার জগতের ছিল না।
    software গুলো যারা বানাচ্ছে তাদের বোঝা উচিত যে সবাই গিক নয় , হওয়ার দরকার ও নেই।
  • Arijit | 61.95.144.122 | ০৮ জুলাই ২০১০ ০৯:৫৫455457
  • চর্বিতচর্বন। এবং চোখ বুজে।
  • dukhe | 122.160.114.85 | ০৮ জুলাই ২০১০ ০৯:৫৮455459
  • শুনেটুনে যা বুঝলাম - লিনাক্স যথেষ্ট ইউজার-ফ্রেন্ডলি । কিন্তু ইউজাররা (১% বাদে) লিনাক্স-ফ্রেন্ডলি নয় । সমস্যাটা লিনাক্সের নয়, ইউজারের । :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন