এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা-মিডিয়াম

    tatin
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০১০ | ১২৫৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ?? | 134.123.204.15 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৯459494
  • উনি নিউক্যাসেল আপন টাইনে বছর ছয়েক ছিলেন। আর কিছু?
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫২459495
  • ছয় বছরেই এতো? খিক খিক।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৫459496
  • তা ও নিয়ে আর ইসে করে কী করবেন এসেম! এই দেখুন না জন্মে থেকে বাংলা শুনে শিখেও আপনার বাংলা বানানের কি হাল!
    কেউ কেউ একটু চটপট শিখে যায়, ধরে ফেলতে পারে।
    ও নিয়ে মনে আর ইসে রাখবেন না।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৬459497
  • আপুনি বুদ্ধিমান ব্যক্তি। সব কিছু চট পট ধরে ফেলেন।বানান এর খুঁত নিয়ে পরে থাকলে মিনিময়ের মজা পাবেন না।
    আপনার বাংলা লেখা অসাধারণ! দ্বিধাহীন প্রশংসা।
  • | 183.17.193.253 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩২459498
  • আমার ছেলে কোনোরকম অ্যাকসেন্ট ছাড়াই ঝরঝরে বাংলায় কথা বলে। বাংলা মানে ইংরেজি শব্দ না মিশিয়ে বাংলা। বাংলা লিখতে পড়তে জানে। ছোট থেকে লিখতে- পড়তে শিখিয়েছি। আমরা বাড়িতে সবসময় বাংলায় কথা বলি,ছেলেও তাই। বাড়িতে অন্য কোনো বাঙালি পরিবার এলে বড়দের সঙ্গে বাংলাই বলে। সমবয়সী বন্ধুদের সঙ্গে ইংরেজিঃ)
    ছেলে যদি স্কুলে স্প্যানিশ কি ফরাসী শিখতে পারে,বাংলা না শেখারও কোনো কারণ দেখি না।

    এইবার আমার দিকে রে রে করে তেড়ে আসবেন না প্লিজ
  • !! | 134.123.204.15 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৩459499
  • এইতো বিদেশে বসেও বাংলা জানে, আসল কথা বাবা মায়ের ইচ্ছা। বাকিরা ঐ লুরু বা দিল্লী বসেও আসে পাশের দোহাই দেবেন।
  • Arpan | 125.118.73.76 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১459500
  • বালাই ষাট! খামোখা দোহাই দিতে যাবোই বা কেন আর কার কাছেই বা দেবো?

    হু?
  • | 183.17.193.253 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৫459501
  • !! কোলকাতায় বসেও বহু বাচ্চা বাংলা শিখছে না,বাংলা লিখতে পারে না এরকম দেখে এলাম। তাদের দ্বিতীয়ভাষা হিন্দি। আপনাকে উদাহরণ হিসেবে দিল্লি-লুরু কেন আনতে হলো বুঝলাম না! আমি তো কোলকাতা নিয়ে অনেক বেশি চিন্তিত।
  • সে | 188.83.87.102 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১১459503
  • ম এর মতো অভিজ্ঞতা আমারো।
  • | 183.17.193.253 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১১459504
  • আর প্রত্যেকের প্রায়োরিটি আলাদা। যাদের ছেলেপিলে বাংলা শেখেনি তাদের লজ্জায় অধোবদন হবার যেমন কোনো কারণ নেই, যারা ছেলেপিলেকে বাংলা শিখিয়েছেন তারাও কোনো হাস্যরস বা করুণার পাত্র নন।
    যে যেটি ঠিক মনে করেছেন ,করেছেন।
    যার যা পছন্দ।
  • S | 139.115.2.207 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৭459505
  • আমাদের ইস্কুল বয়সে বিবিসি কোথায় পাচ্ছিলাম। আর রেডিও শোনার পাবলিক আমি ছিলাম না। প্রনয় রয়ই তখন আমাদের বিবিসি। উনার কথা ভেবে আজকেও বরখাকে মেনে নি।

    ফ্র্যান্ড, ফিলাম সবই উঃভাঃর দান।

    আর ইঙ্গরাজী শিখতে এতো আপত্তি কেন। আমেরিকান, কানাডিয়ান এরাও তো বিদেশি ভাষা ইঙ্গরাজী শিখছে। অতএব ইঙ্গ মাধ্যম, ইন্টারন্যাশনাল ইস্কুল জিন্দাবাদ। বাঃ মিঃ বাদ।
  • S | 139.115.2.207 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৮459506
  • "যাদের ছেলেপিলে বাংলা শেখেনি তাদের লজ্জায় অধোবদন হবার যেমন কোনো কারণ নেই, যারা ছেলেপিলেকে বাংলা শিখিয়েছেন তারাও কোনো হাস্যরস বা করুণার পাত্র নন।"
    ------------------------------

    ম, উল্টোটা হচ্ছে তো।
  • trx | 125.112.74.130 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৫459507
  • কী আর করবেন বলুন এসএম, লোকাল লোকজনের সাথে মিশলে ওরকম একটু তাড়াতাড়িই ব্যাপারগুলো রপ্ত হয়। ছয় বছর তো অনেক সময়। প্রফেসর হিগিন্‌সের মত রাস্তা ধরে না চিনলেও এলাকা ধরে অ্যাকসেন্ট বোঝা যায় - কোনটে ককনি, কোনটে স্কাউজার, কোনটে ইয়র্কশায়ারি বা জর্ডি, এমনকি এডিনবরা/গ্লাসগোর অ্যাকসেন্টের মধ্যেও বিস্তর ফারাক আছে।

    আর গুচ-তে উচ্চারণ নিয়ে "তালিবানি" মনোভাবের (ডিডিদার বিশেষণ) জন্যে আমার স্বল্প "সুনামও" আছে।
  • trx | 125.112.74.130 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৯459508
  • আর নিউক্যাসলে পৌঁছনর আগেই ওই স্পেসটির জন্যে জনৈক প্রফেসরের কাছে মেলে অল্প চাট খাওয়ার পর থেকে ওইটে নিয়ে একটু "ইসে" আছে, মনে নেবেন না।
  • !! | 133.242.242.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৪459509
  • !! ম, আমি তো কারুকেই দোষ দিই নি। ন্যাড়া যেমন লিখেছেন উনি ওনার মেয়েদের বাংলা শেখাতে জোর দেন না- সেটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। লুরু আর দিল্লী লিখেছিলাম কারণ ওখান থেকে যুক্তি এসেছিল বাচ্ছারা বাংলা বলার সুযোগ পায় না। আসলে যে বাবা মার ইচ্ছাই বড় ব্যাপার সেটাই বলতে চেয়ে ছিলাম, যেমন আপনার বা রেশমীর উদাহরণ।
    আর বাংলা শেখা বা না শেখা নিয়ে তো কোন হীনমন্যতার প্রশ্ন তোলা হয়নি। আমি নিজেই বা কি হনু বাংলা বা ইংরাজীতে যে অন্যকে প্রশ্ন করব?
  • lcm | 118.91.116.131 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৮459510
  • ...medium is not important, content is....
  • Abhyu | 85.137.13.237 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২২459511
  • শুধু অরিজিতদাই নয়, অ্যাকসেন্ট শুনে অন্য লোকেও বুঝতে পারে। আমার এক কোলীগের মুখে গল্পটা শুনেছিলাম। আমেরিকায় একবার এক ইকোনমিক্স কনফারেন্সে একজন একটি অসাধারণ লেকচার দেবার পর প্রশ্নোত্তর পর্ব চলল। তারও পরে একজন এসে, বক্তাকে প্রশ্ন করলেন - সিলেট না নেত্রকোণা?
  • !! | 133.242.242.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১১459512
  • আমেরিকায়ই তো নিউইয়র্কের লোকের সঙ্গে টেক্সাসের উচ্চারণে অনেক তফাত। এসএফওর লোকেরা আমাদের উশ্চারণ ভাল বুঝতে পারে বেশি।
  • de | 24.139.119.172 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৪459514
  • মিঠু একদম ঠিক্কয়েচে! কলকাতার বাঙালীদের অবস্থা সত্যিই বেশ খারাপ - আমার আত্মীয়স্বজনদের মধ্যেই এবার দেখে এলাম, একটাও বাচ্চা বাংলা পড়তে পারে না, লেখার কথা ছেড়েই দাও। বাংলা শেখাটা এমন একটা হাতিঘোড়া ব্যাপার তো কিছু নয়! রোজ রাত্তিরে গপ্পো শুনিয়েই আমি বাংলা শিখিয়েছি আমার মেয়েকে। লিখতে, পড়তে, বলতে সবই পারে। জাস্ট গপ্পোবই পড়ার তাগিদে নিজেই শিখে নিয়েছে।

    অন্যান্য বিদেশী ভাষা শিখতে এতো উৎসাহ দেখাতে পারি আমরা, নিজের মাতৃভাষাটা এতো অবহেলিত থাকবে কেন?
  • Reshmi | 129.226.173.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০২459515
  • বাংলা বলাটা বাচ্চার কাছে তেমন কোন সমস্যা হওয়ার কথা নয় যদি বাড়িতে তার সঙ্গে সবসময় বাংলায় কথা বলা হয়।
    চাপ হয় লিখতে পড়তে শেখানটা, অন্ততঃ আমি সেটা ফেস করেছি। হিন্দি আর বাংলা একসঙ্গে শিখতে গিয়ে গুলিয়ে ফেলার প্রভূত সম্ভাবনা। একই শব্দ, উচ্চারণ আলাদা কিন্তু বানান এক, আবার কোন কোন ক্ষেত্রে বানানও হয়তো আলাদা, অর্থ এবং প্রয়োগ আলাদা এরকম হিন্দি আর বাংলায় হামেশাই হয়। আমি ছেলেকে ক্লাস ফোর পর্যন্তই কিছুটা বাংলা পড়া/লেখা শেখাতে পেরেছিলাম, তারপর হিন্দি পড়ার চাপ বাড়তে থাকায় ঐ বাংলা শেখার অ্যাডিশনাল চাপটা আর দিই নি। এখন যুক্তাক্ষর ছাড়া লিখতে/পড়তে পারে। বাকিটা যদি ভবিষ্যতে কখনো নিজের আগ্রহে করে তো হবে, আমরা জোর করব না। ওর বই পড়ার অত নেশা নেই, তাই নিজের ইচ্ছেতে শিখতে চাইবে এমন চান্স কমই মনে হয়।
    তবে আমরা নিজেদের মধ্যে মাঝে মাঝে শুধুই বাংলায় কথা বলতে হবে, মানে সচরাচর যে সব ইংরিজি শব্দ বাংলার মধ্যে আমরা বলেই থাকি সেগুলোও বাদ দিতে হবে, এই খেলাটা খেলি তখন ওর মুখ থেকে নানারকম নতুন নতুন শব্দ শুনে খুব মজা লাগে। যেমন একবার জেন্ট্স টয়লেট কে বলল "পুরুষ জাতির শৌচালয়", আরেকদিন শোরুম কে "দর্শনালয়"! ঃ)
  • de | 69.185.236.51 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৮459516
  • সেই কাকাবাবু সন্তুর খেলা - এটা দারুণ মজার কিন্তু -

    একটা শাড়ীর দোকানের নাম মনে আছে - " দর্শনালয়" ঃ)
  • Reshmi | 129.226.173.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৬459517
  • হ্যাঁ দে ঃ)

    এবার আমাদের সেই বিরাট বন্ধুদের গ্রুপের সঙ্গে বেড়াতে গিয়ে সব ছোটগুলো কে বললাম এই খেলাটা খেলতে, দিনের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে (সারাদিন করলে বেচারারা ভালো করে নিজেদের মধ্যে গল্প করতে পারত না, তাই) ইংরিজি বা হিন্দি শব্দ বললেই ফাইন আর ট্রিপের শেষে হিসেব হবে কার কত ফাইন হল। ওরা কিন্তু খুব মজ পেয়েছিল আর একটু যারা বড়, খুব সিন্সিয়ারলি চেষ্টা করছিল যাতে ফাইন না হয় ঃ)
  • !! | 133.242.242.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৬459518
  • যাতে জরিমানা না দিতে হয়!! ঃ)
  • Reshmi | 129.226.173.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৯459519
  • আমি মোটেই খেলছিনা ঃ)
  • S | 160.148.14.8 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৬459520
  • ইংলিশ অ্যাকসেন্ট্স -
  • | 183.17.193.253 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৩459521
  • Name: !!

    IP Address : 134.123.204.15 (*) Date:23 Feb 2015 -- 11:53 PM

    এইতো বিদেশে বসেও বাংলা জানে, আসল কথা বাবা মায়ের ইচ্ছা। বাকিরা ঐ লুরু বা দিল্লী বসেও আসে পাশের দোহাই দেবেন।

    আমার পোস্টের পরেই আপনার এই পোস্টের সুরটি আমার কানে খট করে লেগেছে,তাই লেখা। আর প্রায়োরিটি প্রত্যেকের কাছে আলাদা বলে মনে করি সেটা স্পষ্ট করে লিখে দিয়েছি। হীনমন্যতা নিয়ে কিছু বক্তব্য রেখেছি বলে দেখছি না, কাজেই মতামত জানাতে অপারগ।
  • bangreji | 116.51.233.237 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৩459522
  • এই গুরুতে লোকজনের বাংরেজি লেখা পড়ে বিশেষ করে একজন বাজার বা মার্কেট গুরুর, সেদিন প্রাণে বহুত পুলক জেগেছিলো। তাই সন্ধ্যেবেলায় শীতে কেঁপে বাড়ী ফিরে চানঘরে গরমজলের শাওয়ারের নীচে গান জুড়লামঃ

    মাইন্ডের উইন্ডো দিয়ে পীপ করে গেছে,
    যার মাইন্ড তাকে আমি ক্যানট রিমেম্বার,
    সীইঙ্গ সীইঙ্গ কতো নাইট ডে কেটে গেছে ...... ইত্যাদি

    ওরকম বাংরেজী লিখতে না পারলেও গানটা গেয়ে মাইন্ড আমার একদম এইচ এ পি পি ওয়াই হয়ে গেছিল।

    ভাষার কি জোর রে ভাই!
  • ভাষার ইয়ে | 24.99.171.60 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৭459523
  • #লিখবেন তো গুছিয়ে লিখুন
    ````````````````````````````

    থ্রু দ্য ডোর ইন দ্য ওয়াল অফ মাই মন
    পীপস এন উটের গ্রীবার মত ধোন !

    কান্ট্ রিকল বাট হায় হায় হায়
    দিন চলে যায় ,
    উইথ নাইট শ্যাপেরোন !

    আমতেল দিয়ে মেখে মুঠো মুঠো খাই
    ডেকাড্রন ! ডেকাড্রন ! ডেকাড্রন !!
  • a x | 138.249.96.10 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৭459526
  • ঃ-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন