এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা-মিডিয়াম

    tatin
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০১০ | ১২৫৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৯459327
  • তাহলে বিপদ। কিছু মোটামুট ভাল জেলা স্কুলে অনে ক্ষেত্রে একই ক্লাসে (১১-১২) বাংলা ও ইংরিজি মিশিয়ে সমান্তরাল ভাবে পড়ানো হয়। আর আমার সন্তানেরা ইংলিশ মিডিয়মে পড়েছে ঠিকই কিন্তু তারা ১০ ক্লাশ পর্যন্ত বেশ ভাল ভাবে বাংলা পড়েছে। আর তাদের স্কুলে বাংলা বলা নিষিদ্ধ ছিল না।

    তবে আজকাল বাচ্চার বাংলা শেখা অনেকটাই নির্ভর করে পিতা-মাতার অতৃপ্ত আকাঙ্খার ওপরে।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৭459328
  • এই ইঙ্গরাজি মাধ্যমের ইস্কুলের মধ্যেও আবার শ্রেনী বিভাগ রয়েছে। ইঙ্গরাজী মধ্যেমের ইস্কুল হলেই চলবে না। ইঙ্গরাজী ইস্কুল হতে হবে - যেখানে কালচারটাই ইঙ্গরাজী হবে। সেখানকার ছাত্র ছাত্রীরা আবার নিজেদের কুলীন মনে করে ঃ)
  • PT | 213.110.246.230 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২২459329
  • সেটাই সমস্যা।
    গত সপ্তাহে ইস্টোনিয়ার দুজনের সঙ্গে কথা হচ্ছিল। তারা জানাল যে ৮ বছরের কাছাকাছি সময়ে ইংরিজি শেখে আর ১৬-১৭-র কাছে আরো একটি ভাষা (জার্মান, ফরাসি বা রাশিয়ান) শেখে। কিন্তু সে তার মাতৃভাষা ভালই জানে বলে দাবী করল।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৫459330
  • এই প্রব্লেম শুধু বাঙ্গলায় নয়। আমার এক তেলুগু কলিগ বছিলো যে সে শুধু ভাষাটা বলতেই পারে। অল্প সল্প পড়তে পারবে, লিখতে পারবে না। আমি বাঙ্গলায় সেগুলো সব করতে পারবো বলাতে বেশ অবাক হয়েছিলো। অবশ্যই অ্যানেকডোটাল।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৬459331
  • * বলেছিলো
  • Abhyu | 85.137.14.101 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩০459332
  • কোনো একটা টইতে থাক
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৬459334
  • অসাধারন। অভ্যু, খুব ভালো লাগলো শুনে। ধন্যবাদ।
  • dc | 213.109.107.194 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৪459335
  • ইংরেজি-মাতৃভাষা বিভাজনটা কিন্তু সাউথ ইন্ডিয়ার স্টেটগুলোতেও খুব ভালোমতো আছে। চেন্নাই আর হায়দ্রাবাদে দেখেছি, উচ্চ-মধ্যবিত্ত আর বড়লোকদের বাড়িতে মাতৃভাষা, মানে তামিল আর তেলেগু, খুব কম ব্যবহার হয়। বাড়িতে মা-বাবা-ছেলে-মেয়েও নিজেদের মধ্যে বেশীরভাগ ইংরেজিতে কথা বলে, কথার মধ্যে দুএকটা লোকাল শব্দ গুঁজে দেয়, সেটারও অ্যাক্সেন্ট একটু ইংরেজি ঘেঁষা। মধ্যবিত্ত বাড়িতে তামিল-কন্নড়-তেলেগুর চল একটু বেশী, তবুও বেশীর ভাগ সময়ে ইংরেজিতে কথা বলার প্রবনতা। স্কুল-কলেজেও তাই। বেশীরভাগ ফ্যামিলি ইংরেজি মিডিয়ামে ছেলেমেয়েকে পাঠায়, আর বেশীরভাগের প্রথম পছন্দ সিবিএসই বোর্ড। তামিল বোর্ডের স্কুল তার পরে।
  • dc | 213.109.107.194 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫০459337
  • S - "এই ইঙ্গরাজি মাধ্যমের ইস্কুলের মধ্যেও আবার শ্রেনী বিভাগ রয়েছে। ইঙ্গরাজী মধ্যেমের ইস্কুল হলেই চলবে না। ইঙ্গরাজী ইস্কুল হতে হবে - যেখানে কালচারটাই ইঙ্গরাজী হবে।"

    একমত। আজকাল দেখছি ইন্টারন্যশনাল স্কুল নামের একটা নতুন হাঁসজারু গজিয়েছে। সেগুলো আবার বিদেশী বোর্ডের সিলেবাস মেনে চলে, যদিও সিবিএসই বোর্ডের সাথে সিলেবাসের মিল আছে। যাদের পকেট বড্ডো বেশী ভারী তাদের এটা নতুন ক্রেজ।
  • Abhyu | 85.137.14.101 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৩459338
  • কালচার বলতে মনে হল। আমার দুই বোনঝি - তুতো বোন - একটা বোধ হয় সাউথ পয়েন্ট আর একটা নবনালন্দা। ক্লাস ফাইভ হবে হয়তো। এ ওকে বলে - তোদেরটা স্কুলটা ঠিক ইংলিশ মিডিয়াম নয় - তোদের বড়দিনে কদিন ছুটি থাকে?
    :)
  • !! | 134.123.228.218 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৬459339
  • সাউথ পয়ে্ন্ট এখন একটা হাঁসজারু, ওখানে বাংলায় ইংরাজী পড়ান হয়।
  • শ্রী সদা | 126.75.65.125 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২১459340
  • অত চাপ নেওয়ার কিছু নেই। যে আর্থ-সামাজিক শ্রেণী নিয়ে কথা হচ্ছে তাদের বৃহদংশ আগামী এক দশকে ইকোনমিক রিফিউজি হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়বে, ফলে বাংলা মিডিয়াম এ পড়ানোর সুযোগই থাকবে না। পশ্চিমবঙ্গ এক সুবিশাল বৃদ্ধাশ্রম হয়ে থেকে যাবে।
  • kc | 204.126.37.78 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৩459341
  • অত চিন্তার কিছু নেই। এত গেল গেলর মাঝেও প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। গ্র্যাজুয়েশন লেভেলেও বাংলা মিডিয়ামের পড়ুয়ারা আগের মতই ভালই করছে। সর্বভারতীয় চাকরির সুযোগ বাড়ার জন্য সিবিএসই স্কুলের প্রসার বেড়েছে। ওভারঅল শিক্ষার প্রসার বেড়েছে। ভালোই তো। সবথেকে ভাল হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাগুলোতে কলকাতার স্কুলগুলোর একচেটিয়া রাজত্বের অবসান ঘটেছে। সেটা আরও ভাল হয়েছে।

    বাংলার অবস্থাও খারাপ কিছু হয়নি। বাংলা খবরের কাগজের সংখ্যা আর বিক্রিও বেড়েছে। বাংলা বইয়েরও প্রসার আর বিক্রিও অনেক বেড়েছে।

    আমার মতো কিছু ভাসমান "উঁৎখিচন" পাবলিক, সবকিছুর সঙ্গে যোগাযোগ হারিয়ে গেল গেল রব তুলে "ক্লিকটিভিস্ট" হয়ে গেছি। সেটা আরও ভাল হয়েছে।

    যথেষ্ট গালাগালি খেতে পারি কি?
  • potke | 126.202.22.187 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪০459342
  • ক্ক দিলাম( গালাগালি তে না -ঃ) )
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪১459343
  • বাংলা বইয়ের বিক্রী বেড়েছে এই তথ্যের উৎস কী?
    বাকীটুকু ঠিক আছে।

    আর ২১শে ফেব্রুয়ারী যাঁদের জন্য মাতৃব হাষা দিবসের মর্যাদা পেয়েছে, বাংলাভাষা যাঁদের জন্য পৃথিবীর পঞ্চম(এই অবস্থান একটু বদলেও থাকতে পারে এখন) ব্যবহৃত ভাষা হিসেবে পরিচিত হয়েছে, তাঁদের জন্যই, তাঁদের দ্বারাই বাংলাভাষা টিকে থাকবে।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪২459345
  • প্রথম দুটো লাইন কেসির পোস্টের উত্তরে।

    *মাতৃভাষা
  • Arpan | 233.227.174.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪২459344
  • নাঃ। ভুল তো কিসু লেখো নাই।

    কলকাতার হিন্দু মধ্যবিত্ত বাঙালী চিরটাকাল তার চারপাশের পৃথিবী দেখেই গেল গেল রব তোলে।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৩459346
  • "পশ্চিমবঙ্গ এক সুবিশাল বৃদ্ধাশ্রম হয়ে থেকে যাবে।"
    এটা অলরেডি হচ্ছে। ফলে লোকে নিজের বাড়ি দিয়ে দিচ্ছে ফ্ল্যাট করতে। সেই ফ্ল্যাট আবার কিনছে সেই কোনো বৃদ্ধ-বৃদ্ধার সন্তানেরা।
  • Abhyu | 85.137.14.101 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৭459348
  • দমুদিকে অনেকগুলো ক। বাংলা বইয়ের বিক্রী কমছে। আর ২১শে ফেব্রুয়ারী যাঁদের জন্য মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে, তাঁদের জন্যই, তাঁদের দ্বারাই বাংলাভাষা টিকে থাকবে।
  • কল্লোল | 125.242.170.58 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৫459349
  • একটা ব্যাপার খুব ইয়ে মতোন লাগে।
    ২১শে ফেব্রুয়ারী এলেই এই টইটা ভেসে ওঠে। কেন?
    প্রশ্নটা কে কোন মিডিয়ামে পড়ে সেটার নয়। এখানে ব্যাঙ্গালোরে আর বাংলা মিডিয়াম কোথায় পাবে কে!! কিন্তু বাড়ি যদি উদ্যোগ নেয় তো মিডিয়াম কোন বিষয় নয়।
    এখানে অনেক পরিচোত আছেন যারা তাদের বাচ্চাদের বাংলা শেখানোর কোন উদ্যোগ নেন না। আবার অনেকে নেন। বাংলায় কথা বলাটাও জরুরী। বাংলিশে নয় বাংলায়।
    এটা পব বা অন্যত্র সমানভাবে প্রযোজ্য।
    মিশনারী স্কুলে পড়েছি। আমাদের ক্লাস ৬ পর্যন্ত বাংলা মাধ্যম,ক্লাস ৭ থেকে ইংরাজি মাধ্যম। কিন্তু ইংরাজি ও ইংরজি ব্যকরণ বিষয় হিসাবে ছিলো।
    ক্লস ৭এ প্রথম প্রথম অসুবিধা হতো। বিশেষ করে অংকে। কিন্তু ওটাই বোধহয় কাজে দিয়েছিলো। কাজ চালানোর মতো ইংরাজি ওতেই শিখেছি।

    কিন্তু বাড়িতে অজস্র বাংলা সাহিত্য পড়েছি।
    এর সাথে ইস্কুলের কোন সম্পর্ক নেই।
  • cm | 116.208.29.206 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৯459350
  • গেলেই বা কি হয়েছে? সেই ডাইনোসরেরাও তো আর নেই।
  • pi | 192.66.11.185 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৯459351
  • কারণ, একুশে ফেব্রুয়ারি এলেই বাংলা ভাষা নিয়ে এত পোস্টের বন্যা দেখি, তখন জিগেশ করতে ইচ্ছে করে এর মধ্যে ক'জন পরবর্তী প্রজন্মকে বাংলা মাধ্যমে পড়াচ্ছেন? ঠিক ভুলের প্রশ্ন না, নিশ্চয় কারণ আছে বলেই পড়াচ্ছেন না, আর সেটা নিয়ে কথাবার্তা হওয়া দরকার মনে হয়েছিল।
    এটা মূলতঃ পঃবঃ র লোকজনের জন্য প্রশ্ন, প্রবাসী না। আর হ্যাঁ, আমার অন্ততঃ চেনাজানার গণ্ডীতে এই সংখ্যাটা এমনভাবে কমছে, সেটা চিন্তারই লাগে। ব্যতিক্রম অবশ্যই থাকবে, কিন্তু মাধ্যমের সাথে সাধারণভাবে সেই ভাষার সাথে মেলামেশার একটা সংযোগ বোধহয় অস্বীকার করা যায়না।
    এই প্রশ্নটা অন্যত্রও রেখেছিলাম, এই উত্তরগুলো পেলাম।
    https://www.facebook.com/groups/guruchandali/953294914688455/?notif_t=like
  • kc | 204.126.37.78 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৪459352
  • দমদি, সব প্রকাশকদের বইয়ের সংখ্যা আর বিক্রি বেড়েছে তো। কত নতুন নতুন প্রকাশনা তৈরী হয়েছে। কত নতুন নতুন বই বাংলায় আসছে। খাজা বই না হলে বিক্রিতো হচ্ছেই। হ্যাঁ, তুলনায় ইংরেজি বইয়ের বিক্রি আরও বেশী বেড়েছে। সেটা শিক্ষার প্রসার বেড়েছে বলেই না?
  • Abhyu | 85.137.14.101 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৮459353
  • কেসিদা, বাংলা বইয়ের বাজার এমনই যে আনন্দ পর্যন্ত চাপে আছে। লোকে পাঁচশ টাকা দিয়ে খেয়ে আসে, কিন্তু একশ টাকা দিয়ে বই কেনে না।
  • pi | 192.66.11.185 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৯459354
  • গ্রাম মফস্বলের কথাও লিখবো। বাংলা মাধ্যমে স্কুলের নন-ক্লিকটিভিস্ট শিক্ষক শিক্ষিকাদের অভিজ্ঞতার কথা।
  • kc | 204.126.37.78 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৩459355
  • অভ্যু, বিজনেস মডেলটাই এমন হয়ে গেছে যে সব বিজনেসেই চাপে আছে। পাঁচশ টাকার খাওয়ার দোকান গুলোও চাপে আছে। যাদের খেতে ভাল লাগছে তারা খাচ্ছে। যাদের বই কিনতে ভাল লাগছে তারা বইই কিনছে। তুমি এমন করে বলছ যেন আগেকার দিনে খাওয়ার দোকানের থেকে বইএর দোকান বেশী হত।
  • Abhyu | 85.137.14.101 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬459356
  • খাবার দোকান না বলে মালটিপ্লেক্স বা মল বললে চলবে? যা হোক এই নিয়ে তর্ক করার ইচ্ছে নেই। না হয় বাঙলা বইয়ের বাজার খুব ভালো। আমি ভুল জানতাম।
  • kc | 204.126.37.78 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪১459357
  • আরে আমি খুব ভালো বলিনি তো। আমি তোমাকে ভুল বোঝালাম। তুমি আমারে ভুল ভাবলে। ভুল হয়ে গেল।
  • sosen | 113.225.177.37 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৪459359
  • আমার অবজার্ভেশনঃ
    অ্যাফোর্ড করতে পারলেই ইং মিডিয়াম, প্লে স্কুল এক সাংঘাতিক ট্রেন্ড, ওর পর আর ইং স্কুল ছাড়া গতি নেই, তারপর আরো একটু অ্যাফোর্ড করতে পারলে পাবলিক স্কুল, আরেকটু হলে ইন্টারন্যাশনাল ইস্কুল।
    পুরোটাই বাবা মার পকেট এবং পিয়ার প্রেশার এর উপর নির্ভরশীল।
    কিন্তু এখনো বেথুন, বাগবাজার মাল্টি, লেকটাউন, স্কটিশ, হিন্দু, হেয়ার, বালিগঞ্জ এসবে পড়ার-ও ছেলেমেয়ে আছে, খালি থাকে না সিট। এখানে আমাদের মতো বাড়ির ছেলেমেয়েরাই পড়ে। মা-বাবারা বেশিরভাগ-ই শিক্ষক-শিক্ষিকা বা সাধারণ চাকুরে। অনেকে আদর্শগত দিক দিয়েও পড়ান। মফস্বলের দিকে এই সংখ্যা আরো বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন