এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ২৬১১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.74.17 | ২৫ আগস্ট ২০১১ ১১:০১472037
  • তবে মোদীর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্না তো এবারে খোলাখুলি স্টেটমেন্ট দিয়েছেন।
  • pi | 72.83.74.17 | ২৫ আগস্ট ২০১১ ১১:০৪472038
  • ওদিকে পাকিস্তানের Dawn বলছে :

    "the time may have come for the same sort of dissent in Pakistan... Other voices too must be raised if we are serious about salvaging society."
  • siki | 123.242.248.130 | ২৫ আগস্ট ২০১১ ১১:১৩472039
  • মূলত দিদির সুরে সুর মেলানোর দায়বদ্ধতার কারণেই বাংলা একটু বেশি চুপচাপ। আর বাংলার সেন্টিমেন্ট অন্যভাবে ব্যাখ্যাও করা যায়।

    করাপশান বলতে এই মুহূর্তে আমজনতা যা বুঝছে, তা হল জনসাধারণের ট্যাক্সের টাকা লুটে পুটে খেয়ে নেওয়া। পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা খুব বেশি হয়েছে বলে মনে হয় না। অপশাসন হয়েছে, খুনের রাজনীতি হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা নয়ছয় হবার রেকর্ড বাংলায় নেই। তাই মোটা মোটা গোলগাল করাপশানের আইডিয়া দিয়ে বাংলার মানুষকে নাড়ানো একটু চাপ।

    তদুপরি, কেন্দ্রে এখন বন্ধু সরকার। একবার বাজপেয়ীর মন্ত্রীসভা থেকে বেরিয়ে গিয়ে মমতা নিজের হাত পুড়িয়েছিলেন, জীবনে দ্বিতীয়বার আর সে ভুল করবেন না, সে মনমোহন সিং যত বড় ইডিয়টই প্রতিপন্ন হোন না কেন।

    বাংলার মিডিয়া উদাসীন, কারণ সহজবোধ্য। আনন্দবাজার প্রথমদিন থেকেই আন্নার বিপক্ষে, কারণ আনন্দবাজার সাচ্চা কংগ্রেসী কাগজ। প্রণব মুখার্জি পা চাটেন গান্ধি পরিবারের, তো আনন্দবাজার পা চাটে প্রণব মুখার্জির। প্রতিদিনের প্রতিবেদনগুলোতে অপরিণতমনস্কতার ছাপ অত্যন্ত তীব্র। কারণ দিদির হাইকম্যান্ড থেকে তেমন কোনও নির্দেশ আসে নি।

    সিপিএমের মূল শত্রু তৃণমূল। এরা কেউই সেই অর্থে করাপশানের দোষে দোষী নয়, তাই কেউই ইস্যুটা নিয়ে কলকাতার রাস্তায় সেভাবে নামতে পারছে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে খুব অবাক লাগছে।

    সমস্তকটা রাজনৈতিক দলই একবাক্যে আন্নার জনলোকপালকে খারিজ করে দিয়েছে। মানে এটা খুব পরিষ্কার যে, প্রত্যক্ষ রাজনীতিতে নামার সুবাদে কিছু বিশেষ ক্ষমতা ভোগ করেন এঁরা সকলেই, আন্নার এই বিল তাঁদের প্রত্যেকের এই একচ্ছত্র রাজনৈতিক আধিপত্যকে কোনওনা কোনওভাবে খর্ব করবে, এই আশঙ্কাটা সবার মনে দেখা দিচ্ছে। কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এনসিপি, ডিএমকে ... সবাই। আর সেই আশঙ্কা থেকে বাঁচতে, সরকারি লোকপালকে সবাই সমর্থন না-করলেও কেউই বলতে পারছে না যে আন্নার লোকপালটা বেটার অল্টারনেটিভ। কিছু তো ভেস্টেড ইন্টারেস্ট রয়েইছে। সেটা প্রকাশ করাও যাচ্ছে না, তাই গণতন্ত্র মহান, পার্লামেন্ট সুপ্রীম ইত্যাদি গুলি খাওয়ানোর চেষ্টা চলছে জনগণকে।

    সামহাউ জনগণ এই গুলিটা আর খাচ্ছে না এইবারে। পার্লামেন্টের সুপ্রীমেসিতে বৃহত্তর ভারতের আমজনতার জাস্ট ছেঁড়া যাচ্ছে। এই গণতন্ত্র, পার্লামেন্ট নামক অলীক কিছু জিনিসের ঢাল ব্যবহার করে এক শ্রেণীর বাঁদর প্রচুর দিন কোটি কোটি টাকা গুছিয়ে গেছে নিজের নিজের ব্যাঙ্কে। সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে না হয়, পার্লামেন্টের সুপ্রীমেসির বিরুদ্ধে না হয়, তা হলে আজ আন্না যে জনলোকপাল দাবি করছেন, সেটাও গণতন্ত্রের বিরুদ্ধে নয়।
  • siki | 123.242.248.130 | ২৫ আগস্ট ২০১১ ১১:২৬472040
  • দিল্লির টিপিক্যাল অটোওলাদের পাশে এটাও থাক। আজকের টিওআই থেকে।

    ANNA CRUSADER
    Destination Ramlila Maidan: Get a free auto ride
    Autorickshaw Driver Shows Rare Gesture To Anna Supporters
    Anindya Chattopadhyay TNN

    New Delhi: The rogue-onwheels, that's how we term the city's autorickshaws. The drivers often refuse to go by the meter and take commuters for a ride. But this autowallah on the south Delhi streets shatters this stereotype. He is swept by the Anna wave and won't charge you if your destination is Ramlila Maidan. Fellow autowallahs mock at him, but he's a rarity in his tribe, ready to sacrifice his daily bread for a bigger cause — the fight against corruption.
    So, if you are near South Extension you might just run into this auto with the licence plate DL 1 RS 1388. The driver, Sanjay, 40, has a huge poster pasted on the back of his auto, proclaiming free service to everyone travelling to Ramlila Maidan in support of Anna.
    While most auto drivers smile at the mention of Ramlila Maidan or just say Jai Ho Anna, Sanjay has gone a step ahead. "I began this free service three days ago. My mission is to get as many supporters to the Maidan to support the crusader against corruption," he said. Sanjay says he has transported at least 13 people till now.
    But do some commuters just take him for a ride in the name of Anna and get down midway? Sanjay says he puts a rider for his free service. "If a passenger asks me to drop them mid-way, he has to pay up," he said.
    An auto driver since 1994, Sanjay is frustrated with corruption pervading the system. "There is corruption every where, whether you want to get a licence or a ration card," said Sanjay. A father of two, Sanjay says his family is very supportive of his decision, never mind he's earning less nowadays. He won't stop his free service for Anna Hazare.
    "He is fighting for us. He is staying hungry for us. It is the least we can do. We have to support him in every possible way. I am earning enough to run my house even now. And I will continue with my service till Anna fights for us," he said.
    Sanjay says his fellow autowallahs mock at him. "I do not pay heed. I know that I am fighting for a cause," he said.

  • saikat | 202.54.74.119 | ২৫ আগস্ট ২০১১ ১১:৪৯472041
  • গতকালই জানলাম লোকপাল বিলের আদি ভার্শানটি পার্লামেন্টে আনা হয় সেই ১৯৬৮ সালে। প্রশান্ত ভূষণের বাবা শান্তি ভূষণ এনেছিলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত ৮ বার ঐ বিল স্ত্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছে এবং তারপর আর কিছু হয়নি। প্রশান্ত ভূষণের বক্তব্য সরকার চায় নবমবারের জন্যও বিলটিকে ঐ কমিটিতে পাঠানো। আর দল আন্না সেটা চায়না বলেই তাদের দাবী বিলটিকে সরাসরি পার্লামেন্টে এনে ডিবেট করা। সরকার পক্ষ থেকে যখন পার্লামেন্ট সবার ওপরে বলা হচ্ছে তখন স্ট্যান্ডিং কমিটি সংক্রান্ত এই সব নিয়মনীতির কথাও বলা হচ্ছে। অবশ্যই অন্য পক্ষের বক্তব্য এটা বিলটিকে চাপা দেওয়ার ধান্দা।

    অন্যদিকে অরুণা রায় কিন্তু এই স্ট্যান্ডিং কমিটি ব্যাপারটাকে সমর্থন করছেন।

    http://www.rediff.com/news/slide-show/slide-show-1-anna-hazare-interview-hype-has-blinded-team-anna-aruna/20110825.htm
  • bb | 115.240.83.20 | ২৫ আগস্ট ২০১১ ১৩:৫৯472042
  • SC কে ক দিয়ে গেলাম। ওনার সুরে সুর মিলিয়ে বলি, আন্নার সব কিছু সঠিক না হতে পারে, উনি যে পদ্ধতি নিয়েছেন তার বিরুদ্ধে বক্তব্য থাকতে পারে, কিন্তু যে ভাবে উনি আপামর জনতাকে জাগিয়েছেন তা দেখবার মত।
    চৌরিচোরার ঘটনা পড়েছিলাম আর শুনেছিলাম জয়প্রকাশ নারায়ণের নেত্বৃতের কথা, আন্নাকে প্রত্যক্ষ দেখলাম। তাঁর এই নেতৃত্বেকে জানাই সেলাম।
  • siki | 123.242.248.130 | ২৬ আগস্ট ২০১১ ০৯:৪১472044
  • নারায়ণমূর্তিও সুর পাল্টালেন।

    সিএনএন আইবিএনের টুইট থেকে --

    Elite of the country don't understand the enormity of corruption: NR Narayan Murthy

    After all what Annaji is saying is good for the country: NR Narayan Murthy

    Annaji is fighting for economic freedom: NR Narayana Murthy

    We have not created environment of courtesy, openness to each others ideas: NR Narayan Murthy

    We have to come out with a solution to save the poor from petty corruption: Infosys founder NR Narayan Murthy

    We have to listen to Annaji: Infosys founder NR Narayan Murthy to CNN IBN

  • siki | 123.242.248.130 | ২৬ আগস্ট ২০১১ ১০:১৪472045
  • এখানেই লিখে দিই।

    কদিন ধরে টিভিতে একনাগাড়ে "আন্না হাজারে', "ভ্রষ্টাচার', "করাপশন', "লোকপাল', "জন-লোকপাল', "অনশন' ইত্যাদি শুনে শুনে মেয়েও যথেষ্ট কনসার্নড হয়ে গেছে। কাল চিন্তা ব্যক্ত করল।

    লোকপাল হয়ে গেলে যে যা করবে সব লোকপালকে জানিয়ে দিতে হবে। নইলে লোকপাল ধরবে। আমাকেও সন্ধ্যেয় এসে হোমওয়ার্ক করে তারপর লোকপালকে দেখিয়ে নিতে হবে। নইলে লোকপাল ধরবে।
  • lcm | 69.236.169.127 | ২৬ আগস্ট ২০১১ ১১:১৪472048
  • অরুন্ধতী রায়
    http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece

    মাওবাদী আর আন্নাবাদীদের তুলনা ---
    - you could say that the Maoists and the Jan Lokpal Bill have one thing in common — they both seek the overthrow of the Indian State.
    ... ....
    One... by means of an armed struggle, waged by a largely adivasi army, made up of the poorest of the poor. The other... led by a freshly minted saint, and an army of largely urban, and certainly better off people...


    বাই দ্য ওয়ে এখানে লিখছে - key figures in Team Anna, has received $400,000 from the Ford Foundation in the last three years

  • siki | 123.242.248.130 | ২৬ আগস্ট ২০১১ ১১:৩০472049
  • ওভারথ্রো অফ দা ইন্ডিয়ান স্টেট ... বেশ। এটা নিয়ে একটা বিতর্ক শুরু করা যায় :-)

    ইন্ডিয়ান স্টেট বলতে এখানে কবি কী বুঝিয়েছেন? কারে কয় এই "দা ইন্ডিয়ান স্টেট'?
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ১১:৩০472050
  • এটার উত্তর তো মেধা দিয়েছেন।
  • saikat | 202.54.74.119 | ২৬ আগস্ট ২০১১ ১১:৫৩472051
  • তবে আমার হেব্বি লেগেছে ক'দিন আগে কংগ্রেসের মণীশ তেওয়ারী আন্নার দলবলকে যা বলেছেন -

    armchair fascists, overground Maoists and closet anarchists, all funded by invisible donors

    ঠিক করেছি, কাউকে গালি দিতে হলে এইরকম দেব।
  • siki | 123.242.248.130 | ২৬ আগস্ট ২০১১ ১২:০৮472052
  • এটা সত্যি, খুব হেভিওয়েট গালাগাল। শুধু শুনেই উল্টে পড়তে পারে প্রতিপক্ষ।
  • Rajesh Datta | 117.194.9.73 | ২৬ আগস্ট ২০১১ ১২:১৪472053
  • ANEWMOVIE:ANNA‘HARRYPOTTER’HAZAREANDTHEDEADLYHOLLOWBILL

    Aftersuccessfulreleaseof‘HarryPotterandtheDeathlyHallows’, thelastmovieofJ.K.Rowling’smega-hitHarryPotterSeries, ourmediacreatedAnnaHazare, apure“Desi”IndianHarryPotter, witha‘magicwand’of‘JanLokpalBill’tocombatwitha‘mysterious’evilwizardlikeLordVoldemortnamed‘Corruption’.ConsequentlyAnna‘Harry’Hazarebecameextremelyfamousbymediahypeinthe‘wizardingworld’ofprivilegedclasspeoplewhoenjoyedearlierHarryPotter’sfantasies.
    AllcrazyeliteaswellaslargenumberofmiddleclassIndians, someNGOsstartedtojoinAnna‘Harry’Hazare’santi-graftschoolsimilarto“HogwartsSchoolofwitchcraftandwizardry”andtheyareeagertolearnabout‘Satyagraha’Magic!

    Anna‘Harry’HazarefoundhisbosomfriendsArvindKejriwalas‘RonWeasley’andKiranBediplayingtheroleof‘HermioneGranger’.PrashantBhushansuccessfullyplaystheroleofHarry’sfaithfuladvocate‘RubeusHagrid’.‘Guru’Ravishankarplaysanotherimportantcharacterroleof‘ProfessorDumbledore’, theheadmasterofthewizardingschoolof‘IndianHarryPotter’.

    TeamofAnna‘Harry’Hazarehasgainedimmensepopularity.Beingmesmerizedbymedia’swizardrycommonpeoplearealsotryingtoflywith‘magicbroom’of‘HinduNationalism’inanamazing‘virtual’worldof‘corruptionfreeIndia’leavingthegroundrealityandmediagotgoldenopportunitytoearnmoney.

    We, livingwithintheordinaryworldofnon-magical, or“Muggle”peoplehavebeenwatchingthisnewIndianHarry’smoviemagicfullofthrill, adventureandfantasy!
    OnApril, wewatchedpromoofthisnewmovieandnowitisrunningsuccessfully!
  • Rajesh Datta | 117.194.9.73 | ২৬ আগস্ট ২০১১ ১২:১৯472054
  • WhyIamnotwithAnna?

    InthecontextofAnnaHazare’shungerstrikeagainst“corruption”, UPAgovernment’sroleisdeplorablydisgraceful.Istronglyprotestagainsttheautocraticattitudeofthecentralgovernmenttocurbthevoiceofpeople.ItisundoubtedlyviolationofthefundamentalrightsofIndiancitizens.Icondemnsuppressionoffreedomofprotestbythegovernment.
    ButIamnotwithAnnaHazare.Iamnotwithhis 'Anti-graft' movement.Itisclearlytobenotedthatnoanti-corruptionbillcoulderadicatecorruptionfromourcountrywhilethetotalsystemincludingjudicialinstitutionhasbeenawfullycorruptedandtainted.
    CouldAnti-dowrybillstopdowryanddowry-death? Couldbillagainstdomesticviolencestoprepressiononwomen? Couldlawagainstimmoraltraffickingpreventtrafficking? Could‘DrugsandMagicRemediesAct’preventalleged“miracle-cure”andpracticesofQuackerytreatment? CouldRightstoForestsbillgiverightstoforest-dwellers, thepoordowntroddenadivasis? CouldRTIactgiveusinformationaboutministers’andpoliticians’colossalcorruptions? AnswerisNO.
    Pleasethinkoverit.WhatisthemajorandprimaryreasonofexploitationinIndia? CorruptionorCorporatepolitics? CorruptionormonopolisticaggressionofCapitalism? Wemustunderstandcausalrelationshipbetween 'corruption' and 'corporatepolitics' aswellas‘corruption’and‘capitalism’.Howshallweeradicate 'corruption' withouttargeting 'corporatepolitics' andmonopolisticaggressionofCapitalism? Howshallwebuildupa "corruptionfree" India, withoutcommonpeople'sresistanceagainstCorporate'splunder?
    Regrettably, AnnaHazareissilentonthecorruption, exploitationsandtyrannyinthewholesystem (Capitalist-Feudal-Imperialist) ofthesociety.Hejusttriestomisleadthepeoplehighlightingcorruptionsonlywithinthebureaucrats, politicalpersonsandMPs/Government.Moreover, onlyasectionoftheprivilegedclass/middle-classormiddleclassmindedpeople (majorityfromHinducommunity) havebeenattractedtohis‘protest’campaign.These 'enlightened' elitepeoplemerelylookintothe 'corruption', 'ills', etcin‘politics’.Buttheyhavedeeprespectinthe‘parliamentarysystem’andbecome 'terrified' attheuglysceneswithinthepoliticalleaderswho--intheirbelief--havebeengivenresponsibilityto 'protect' theso-called“sacred”parliamentarydemocracy.Thisisnothingbuthullah-bullahfromtheupperlayersofthesocietyespeciallyHinducommunity.Buttherootsofthecorruptioninthepresentsocietymustbeexposedwhicharerottentothecore.
    So, JanLokpalBillwillnotbringaboutanyradicalchange.Itisjustaneyewash, a‘mediahype’, apolitical 'gimmick', somekindof“safetyvalve”issuemanufacturedbythestateandpopularnewsmediasponsoredbybigcorporatetodeludegulliblecommonpeoplesinceIndiancitizensstronglystirupagainstdifferentscamslikeNeeraRadia’stapescontroversy, 2GSpectrumscandal, Commonwealthgamesscam, AdarshHousingComplexScamandmanyothers.
    ContradictorilytheprivilegedsectionofourcitizenswhoarenowwholeheartedlysupportingAnna, havebeenignoringIromSharmila’sfastinManipursinceoverlast10yearsdemandingwithdrawalofArmedForecesSpecialPowerAct (AFSPA).[TheArmedForces (SpecialPowers) Actof1958isoneofthemoredraconianlegislationsthattheIndianParliamentpassedinits45yearsofParliamentaryhistory.UnderthisAct, allsecurityforcesaregivenunrestrictedandunaccountedpowertocarryouttheiroperations, onceanareaisdeclareddisturbed.Evenanon-commissionedofficerisgrantedtherighttoshoottokillbasedonmeresuspicionthatitisnecessarytodosoinorderto "maintainthepublicorder".TheAFSPAgivesthearmedforceswidepowerstoshoot, arrestandsearch, allinthenameof "aidingcivilpower."]
    Furthermore, corruptioncouldneverbeendedwhenananti-corruptionmovementisbeingledbysomecorrupted‘miracle-men’andso-called‘holymen’likeBabaRamdev, RavishankarandsomeHindufundamentalistforceslikeBJP-RSSetc.Nonoblecausecanbesuccessfulbysomefraudsandcommunalfundamentalists.
    Thereforeitisnothingbutadirtygot-upgameplayedbythegovernmentandpoliticiansofbothsides (whoareinthepowerandwhoareinoppositions).Moreover, thisisnota 'secular' movement;ithasbeenevokingaggressiveHinduNationalism.
    Wehavetostruggletouprootnotonlythecorruptioninherenttothepresentsociety, butthepresentoppressiveandexploitativesocietyanditsprotector--thestate.Besidesthat, wemuststronglycondemnandprotestagainstthestate'sconspiracytosellwater-forestry-land-minerals, themountainsandtherivers, allbirthrightsofthepeopleofIndiatothebigcapitalists, MNCsandgiantcorporate.Andweshouldraiseourvoiceofprotestagainststate'sterrorismalloverthecountryoverpoorindigenouspeople.AndweshouldalsobealertabouttheresurrectionofHinduCommunalthoughtandrevivalofaggressiveHinduNationalismindisguisethroughthis "Anna-team" astheyarebeingbackedbyBabaRamdev, GuruRavishankarandotherHindufascistforceslikeBJP-RSSgroup.
  • . | 203.88.22.145 | ২৬ আগস্ট ২০১১ ১৩:০০472055
  • এই ইনজিরি হ্যান্ডবিলটা আবার কাদের ছাপানো ? ম্যাও না ক্যাও
  • SC | 24.3.206.153 | ২৭ আগস্ট ২০১১ ০৯:৪৭472058
  • এটা (উপরের লেখাটা) ঠিক ন্যাতা হওয়ার ঝগড়া নয়।
    ব্যাক্তিগত মতামত একেকজনের এক এক রকম থাকতেই পারে।
    রাজনৈতিক দল হলে সেটা শুধু দরজার আড়ালেই বলতে পারে।
    অগ্নিবেশ, হেগড়েদের সেই দায় নেই।

    তবে টিম আন্নাতে একটু ফাটল দেখা দিয়েছে মনেহয়। কাল রাতে সলমন খুরশিদের বাড়িতে
    যে টিম গিয়েছিলো, তাতে কিরণ বেদী ও কেজরীওয়াল ছিলেন না। মনেহয় এই কারণেই যে এরা
    সবথেকে টাফ স্ট্যান্ড নিচ্ছিলেন, এবং অবাস্তবও কিছু ক্ষেত্রে। বহু যুদ্ধের (বা এরকম বহু আলোচনার) নায়িকা মেধা পাটেকর থাকলে ইগো ক্ল্যাশ কম হবে, আর আলোচনা অনেক বাস্তবিক ভিত্তিতে এগোবে, এরকম কিছু ভেবেই মনেহয় টিম আন্না বদলানো হলো।
  • abastab | 61.95.189.252 | ২৭ আগস্ট ২০১১ ০৯:৫৩472059
  • আমার তো মনে হচ্ছে নেগোশিয়েট করার দলে না নেওয়ায় মন ভারী। নেগোশিয়েট করতে কারা যাবে? সোজা উত্তর ন্যাতারা।
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০৯:৫৬472060
  • এই পোস্টগুলূ এখানে থাক :

    Name:driMail:Country:

    IPAddress:117.194.233.35Date:25Aug2011 -- 01:37AM

    আন্না হাজারে কেসটা খুব ইন্টারেস্টিং। দুটো বিল পড়ব পড়ব করেও পড়া হচ্ছে না। আসলে করাপশান ব্যাপারটা আমার প্রিয় বিষয় নয়। সে কারণেই হয়ত কিছুটা ল্যাদ লাগছে। কিন্তু এটা বুঝতে পারছি ইস্যুটা বেশ ইম্পর্ট্যান্ট।

    এখানেও একটা রিভলিউশান অফ সর্টস তৈরীর প্রচেষ্টা টের পাচ্ছি। রিভলিউশান ব্যাপারটা দাঁড় করাতে গেলে এমন একটা ইস্যু চাই যাতে পাবলিক রেজোনেট করবে।

    তো সিলেকশানটা জব্বর হয়েছে। ভারতে পাবলিক সাপোর্ট পেতে করাপশানের চেয়ে ভালো কিছু হয় না। আসলে এত বেশী মানুষ করাপশানের ভুক্তভোগী (বিশেষ করে মিড্‌ল ক্লাসে) যে ওটার নাম করলেই রে রে করে সবাই একজোট হয়ে পড়ে। ইজিপ্টে র‌্যালিং পয়েন্ট ছিল মুবারকের অপশাসন, ডেমোক্রেসির অভাব, আনেমপ্লয়মেন্ট, খাবারের মূল্যবৃদ্ধি ইত্যাদি। ভারতে র‌্যালিং পয়েন্ট হল করাপশান।

    কিন্তু অনেক সময়ই দেখা যায়, অস্থিরতার সময়ের সুযোগ নিয়ে এমন চেঞ্জ প্রোপোজ করা হয় সেটা বেটার না ওয়ার্স অত চট করে বলা যায় না। যেমন করাপশান কমাতে গিয়ে আমি যদি এমন একটা কিছু প্রোপোজ করি যাতে ডেমোক্রেসি ব্যাপারটা মার খেয়ে যায়, তাহলে সেই সলিউশান নিয়ে আমাদের একশোবার ভাবতে হবে। এই যেমন, আপনারা যদি আমাকে ভারতবর্ষের রাজা করে দেন তাহলে আমি করাপশান একেবারে নির্মূল করে দেব। প্রমিস। কিন্তু সেটা করা কি উচিৎ হবে? মে বি নট। হয়ত আমি সত্যিই করাপশান দূর করব। বাট স্টিল, সেটার জন্য ডেমোক্রেসি বাদ দিয়ে রাজতন্ত্র ফিরিয়ে আনাটা ঠিক হবে না। এটা অবশ্য একটু এক্সট্রিম উদাহরণ হয়ে গেল।

    কতগুলো ব্যাপার একটু কেয়ারফুলি দেখা উচিত। যেমন গোড়ার দিকে ইউ এস স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আন্নার প্রতি প্রচ্ছন্ন সাপোর্ট দেখিয়েছিল। প্রশ্ন হল কেন। কোন স্বার্থ না থাকলে ইউ এস কখনো এর্কম স্টেটমেন্ট দেয় না। http://zeenews.india.com/news/nation/nosy-us-advises-india-on-anna-haz
    are_725763.html । আরো একটা ব্যাপার, আগের বার যখন আন্না খুব শোরগোল ফেলে দিয়েছিলেন, তখন অ্যাননিমাস আন্নাকে সাপোর্ট করেছিল। অ্যাননিমাস একটি সি আই এ আউটফিট।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.233.35Date:25Aug2011 -- 02:04AM

    কিন্তু প্রশ্ন হল, বিদেশী শক্তির কী স্বার্থ থাকতে পারে।

    ল্যাদের কারণে মূল ডকুমেন্টগুলো কাটিয়ে দিয়ে সৈকতের দেওয়া দুটো কম্প্যারিজে্‌নর ডকুমেন্ট দেখছি।

    একটা জিনিষে একটু আটকে যাচ্ছি। দেখতে পাচ্ছি, গভর্মেন্টের বিলে এন জি ও দের করাপশানের আওতায় রাখা হয়েছে। কিন্তু আন্নার বিলে এন জি ও রা আওতার বাইরে।

    এন জি ও রা বিদেশী শক্তিদের বড় টুল। শুধু ভারতে না। সব দেশেই। ইন্টারন্যাশানালিস্টদের একটা গোল হল, কোন দেশের গভর্মেন্টকেই খুব শক্তিশালী হতে না দেওয়া। সেই কাজে এন জি ও দের ব্যবহার করা হয়, যারা নানা ভাবে সরকারকে প্রেশারে রাখে। ইন্টারন্যাশানাল ব্যাঙ্কাররা বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন এন জি ও কে নানা রকম অ্যামাউন্টে ফান্ড করে। এখন যে বিভিন্ন দেশে 'বিপ্লব' হচ্ছে, এদের পেছনে অনেক এন জি ও আছে। ইন ফ্যাক্ট, আমি অবাক হব না, যদি দেখি আন্নার মুভমেন্টটা দাঁড় করানোর পেছনে এন জি ও দের সাহায্য আছে। তো তাই, এরা চায় না সরকার এন জি ও দের ওপর ব্যাক প্রেশার তৈরী করার একটা ওয়েপন পেয়ে যাক।

    তবে, আমি যেটুকু পড়লাম, তাতে অধিকাংশ পয়েন্টেই মনে হচ্ছে করাপশান তাড়াতে আন্নার রেকমেন্ডেশানগুলৈ বেটার। যদিও দু একটা পয়েন্টে একটু ডাউট আছে। কিন্তু লোকপালকে খুব বেশী পাওয়ার দেওয়া হয়ে যাচ্ছে কিনা সেটা ভেবে দেখার ব্যাপার আছে। লোকপাল করাপ্ট হলে সিস্টেমটা চলবে কিনা সেটাও ক্লিয়ার নয়। কারণ, এন্ড অফ দা ডে করাপ্ট করার এজেন্ট হল পয়সা। এবং ভারতে পয়সা এখন বহু লোকের আছে। যদি কেউ জাজকে পয়সা দিতে পারে তো সে লোকপালকেও পয়সা দিতে পারে। আন্নার রেকমেন্ডেশানে লোকপালকে রিমুভ করার প্রভিশানটা একটু উইক লাগলো।

    Name:sikiMail:Country:

    IPAddress:123.242.248.130Date:25Aug2011 -- 09:16AM

    এনজিও টু সাম এক্সটেন্ট তো আছেই।

    কিরণ বেদী। দুটি এনজিও-র প্রতিষ্ঠাতা। ১) নভজ্যোতি ফর ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ পুলিশিং, ২) ইন্ডিয়া ভিশন ফাউন্ডেশন ফর প্রিজন রিফর্মেশন, ড্রাগ অ্যাবিউজ প্রিভেনশন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। এই এনজিওদুটিতে আর্থিকভাবে সহায়তা করে মাইক্রোসফট এবং ইনফোসিস ফাউন্ডেশন।

    Name:rokeyaaMail:Country:

    IPAddress:203.110.246.230Date:25Aug2011 -- 11:20AM

    ফোর্ড ফাউন্ডেশন ও। http://exitopinionpollsindia.blogspot.com/
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ১০:১৩472061
  • দ্রি, রোকেয়া বা অন্যদের কাছে প্রশ্ন ছিল।
    মেধা, কিরণ বেদী এঁরা যে ফোর্ড টোর্ড ইত্যাদি ফাউন্ডেশনের থেকে টাকা পান, তো সে দিয়ে কী কী কনস্পিরেসি সাধিত হয়েছে, তার কোন খতিয়ান আছে ?

    বা, এই যে সিঙ্গুর আন্দোলনের সময় অনুরাধা তলোয়ারদের খেত মজুর সমিতি নিয়েও অনেক নাসিকা কুঞ্চন দেখেছি, পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যেই, তা এদেরকে ফাণ্ড করে সিঙ্গুর আন্দোলনে কীভাবে কাদের কোন উদ্দেশ্য সাধিত হয়েছে, কিছু জানা গেছে ?
  • siki | 122.162.75.228 | ২৭ আগস্ট ২০১১ ২১:৩৫472062
  • না, কোনও খতিয়ান নেই। তবে ঐ আর কি, মনীশ তিওয়ারির মতন কাদাখোঁচা পাব্লিক হলে তারা এই নিয়েও হইহল্লা মচাতেই পারে।

    যাক, আপাতত আপডেট হল সব শেষ। শান্তিকল্যাণ। সরকার কীসব রাইডার ফাইডার দিয়ে সমস্ত শর্ত মেনে নিয়েছে। পার্লামেন্টে ডিবেট শেষ, সবাই মেনে নিয়েছে। পার্লামেন্টে নাকি আজ ঐতিহাসিক ডিবেট হয়েছে। আমি কেবল প্রণব মুখার্জির কংক্লুডিং বক্তব্যটা শুনলাম, কী হাস্যকর রকমের বাজে ইংরেজি, শুনে হেসে ফেললাম।

    আন্না কাল সকাল দশটায় অনশন ভাঙবেন।
  • dri | 117.194.236.9 | ২৭ আগস্ট ২০১১ ২২:২২472063
  • কেন? গভর্মেন্টের প্রোপোজ্‌ড বিলে এন জি ও দের করাপশানের আওতায় রাখা হয়েছিল। কিন্তু আন্নার বিলে তারা আওতার বাইরে। এইটা এন জি ও দের, এবং ইন্ডিরেক্টলি এন জি ও র ফাইনান্সিয়ারদের স্বার্থ দেখল, তাদের পসিব্‌ল ইনডাইটমেন্ট থেকে আড়াল করে।

    ইন ফ্যাক্ট এটা একটা ভালো প্রোজেক্ট। ভারতে এন জি ও দের কাজ ও তার র‌্যামিফিকেশান স্টাডি করা। এটা করা উচিত।
  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ১০:৩৪472064
  • শুধুই মধ্য ও উচ্চ মধ্যবিত্তদের আন্দোলন আন্দোলন হুজুগ ?

    Fisherfolk back anti-graft drive
    | Aug 27, 2011 8:49:48 AM |
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article2402408.ece

    Thiruvananthapuram
    Special Correspondent
    Express solidarity with Anna Hazare

    The National Fishworkers' Forum (NFF) and the Kerala Swathanthra
    Malsyathozhilaly Federation (KSMTF) have expressed solidarity with the
    movement against corruption led by Anna Hazare.

    A release issued by NFF chairperson Matanhy Saldanha and KSMTF State
    president T. Peter said fishermen all over the country were the
    victims of corruption. They said the governments, both at the Centre
    and the State level, were sub-serving the interests of corporates even
    at the cost of the livelihood of the poor, including fish workers.

    “To quote an example, CRZ (Coastal Regulation Zone) norms are to a
    great extent in favour of the corporates, with serious repercussions
    on the coastal communities of India who are being displaced from their
    habitat.”

    The NFF said many politicians and government servants had invested in
    the fishing industry by acquiring small mechanised boats and deep-sea
    fishing vessels registered in other names.

    This, according to the federation, was not only an act of corruption
    and injustice towards the people, but also responsible for destroying
    the environment and the marine and inland ecology.

    He NFF said corruption in the country was so deep-rooted that it
    permeated all levels of administration. “The spate of scams at the
    Central and State government levels proves that laws are violated
    mostly to cater to the needs of corporate lobbies. The common man
    resorts to corruption, even to get what is rightfully due. Therefore,
    besides a strong Lokpal Bill, every State must also pass the Lokayukta
    Bill within a period of two months to bring corruption under control
    at all level.”

    Expressing solidarity with the struggle against corruption, the
    federation highlighted the need to isolate corrupt elements.

    It exhorted other coastal and inland fishing communities to come out
    to save the country from the canker of corruption.

    The release called on the fisherfolk to desist from paying bribes,
    also called speed money in local parlance. It said success in the
    fight against corruption depended on exposing those who demanded
    bribe.


    ওদিকে শর্মিলা যেতে চেয়েছিলেন, সরকার আটকে দিয়েছে।
  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ২১:৩৭472065
  • এটার সাথে সম্পূর্ণ সহমত ।

    Intellectuals who call themselves liberal and progressive have narrowed down issues like dams, Kashmir, Naxalism, minorities, caste, tobacco etc to a point where if you, for instance, see the slightest merit in the Gujarat government, you become a fascist. Similarly, if you mention that you enjoy beef, packs of faceless trolls on Twitter would ask you if you would even cook your mother and eat her. RSS-leaning intellectuals will pounce upon your slightest praise for the Congress or the Left.

    http://www.hindustantimes.com/editorial-views-on/editorials/Death-of-the-liberal/Article1-737686.aspx#.Tln5VDNv4j0.facebook

    তবে RSS- BJP প্রাণপণ ফায়দা লোটার চেষ্টা করছে। এটা চিন্তার।
  • pingo | 68.11.174.83 | ২৯ আগস্ট ২০১১ ০০:৪০472066
  • আন্না ইস্যু তে বামপন্থীদের অফিসিয়াল স্টান্স কী?
  • pingo | 68.11.174.83 | ২৯ আগস্ট ২০১১ ০২:৩৩472069
  • ধন্যবাদ।

    আরো একটা রিয়েল লাইফ ইস্যু যেখানে বামপন্থীরা দিশেহারা। তাই স্পষ্ট কাজের কথা না বলে গুচ্চের আগডুম-বাগডুম বলে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন