এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ২৬১০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২৩:১৭471904
  • মানুষের প্রাণ নেয়া অপরাধ। কিন্তু সব অপরাধই মার্ডার নয়। আবার আত্মরক্ষার জন্যে খুন করলে সেটা অপরাধই নয়। বেকসুর খালাস।
  • a | 208.240.243.170 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:১৩471905
  • তাইলে যে ঘুষ দিচ্ছে না আর যে ঘুষ দিচ্ছে তার মধ্যে তফাত কি রইল?
  • dukhe | 117.194.230.154 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:১৭471906
  • দ্বিতীয়জন বেশি ভুগবে, এই তফাৎ ।
  • dukhe | 117.194.230.154 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:১৯471907
  • সরি, উল্টোটা ।
    ঠিক ভাবে বললে - ঘুষ না দিলে টাকা বাঁচবে, এফোর্ট বাড়বে । ঘুষ দিলে উলটো ।
  • a | 122.172.190.48 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:০৬471908
  • রন্‌জনদাকে, যখন আপনি ট্রেনে আপনার সিটটা অন্যকে দিয়ে দিতে দেখেন, তখন যে লোকটি ঘুষ দিয়ে সেই সিটটা হাতাচ্ছে তাকে দোষী মনে হয় না?

    দুখে বাবুকে, আশা করি কোনোদিন যেন না হয়, কিন্তু যেদিন আপনি afford না করতে পারার জন্যে অন্য কেউ ঘুষ দিয়ে আপনার প্রাপ্য নিয়ে যাবে, সেদিন এসে একই কথা বলবেন :)

    এবার জিনিসটা একটু হেজে যাচ্ছে, সুতরাং আমার দিক থেকে ইতি টানলুম।
  • dukhe | 117.194.235.12 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:১০471909
  • অন্য কেউ ঘুষ দিয়ে আমার পাসপোর্ট নিয়ে যাবে ? অসম্ভব নয়, তবে মোটিভেশনটা কিলিয়ার হল না - এই যা ।
  • dukhe | 117.194.235.12 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:১২471910
  • a বাবু নির্ঘাত এখনো হ্যারাসমেন্ট ব্রাইব বুঝেন নাই । যেটা ন্যায্য প্রাপ্যের জন্য দিতে হয়, কোন বাড়তি সুবিধের জন্য না । ভগবানের কাছে প্রার্থনা আপনার নিজের অভিজ্ঞতায় যেন বুঝতে না হয় ।
  • sda | 117.194.201.179 | ২৪ এপ্রিল ২০১১ ১৫:০৪471911
  • a বাবু স্রেফ তর্কের খাতিরে তর্ক করে যাচ্ছেন। আমার ওয়েবিল আমার থেকে বেশি ঘুষ দিয়ে অন্য কেউ কেন বের করতে যাবে ? কাগজওয়ালাকে বেচবে বলে ?
  • a | 122.179.48.213 | ২৪ এপ্রিল ২০১১ ১৬:০১471912
  • ভালো করে পড়ে দেখুন। উদা: ট্রেনের সিট, যেটা রন্‌জন দা বলছিলেন।

    ওয়েবিল/পাসপোর্ট ও উদা হতে পারে। আপনার পরে apply করে আগে পেয়ে যাচ্ছে। ইত্যাদি
  • dukhe | 117.194.229.234 | ২৪ এপ্রিল ২০১১ ১৭:০৪471914
  • অর্থাৎ আমার আই টি রিফান্ড পাঁচ বছরে আসেনি, কারণ পুরোটাই লাইন ধরে হচ্ছে এবং আমি ঘুষ না দিয়ে অপেক্ষা করলে যথাসময়ে (অসীম সময় আছে, বসুধা বিপুল) পাব । আমি না পেলে আমার নাতিপুতিরা পাবে, না পেলে তাদের নাতিপুতিরা । ততদিন অপেক্ষা না করা অধর্ম হবে । a বাবুর সারল্যে এবং সিস্টেমের প্রতি অচলা আস্থায় আমি সত্যিই মুগ্‌ধ ।
  • aka | 24.42.203.194 | ২৪ এপ্রিল ২০১১ ১৭:১৬471915
  • আরে ট্রেনের সিটের ব্যপারটা সোজা।

    আমি ঘুষ দেবই দেব কিন্তু চেকার কিছুতেই নেবে না কারণ কৌশিক বসুর পেপার অনুযায়ী আমি ঘুষ নেবার পরেই পুলিশ ডেকে বলব যে ঐ যে চেকার মাল আমার কাছ থেকে ঘুষ নিয়েছে। সিটও পেলাম, ঘুষের টাকাও পেলাম। কিন্তু শুধু তো একা আমি বুদ্ধিমান তাই নয়, চেকারও বুদ্ধিমান। সে জানে আমি এইসব করব অতএব সেও ভয়ের চোটে ঘুষ নেবে না।
  • a | 208.240.243.170 | ২৪ এপ্রিল ২০১১ ২০:০৯471916
  • দুখেবাবু,
    ১) আপনি কি মনে করেন যত আইটি রিটার্ন হয় সবটাই ঘুষ নিয়ে? আমি মনে করি না, সরি। আমি মনে করি ঘুষ নেয় লাইন জাম্প করার জন্যে। আইটি রিটার্ন দেবার ব্যাপারে অসম্ভব স্লো বলে ব্যাকলগ আছে/ছিল। ফর ইনফো, ই-ফাইল করলে ১-১/৫ বছরে রিটার্ন পাওঅয়া যায়। এবছর বলেছে ডিলেটা মাসে হবে।
    এটা এফিসিয়েন্সির প্রশ্ন। ভুলে যাবেন না টপ কর্পোরেটের ফাইনাল সেটলমেন্ট করতে ২ মাস লাগে এদেশে

    ২) সিস্টেমে আস্থা আপনি রাখছেন, এটা বলে যে ঘুষের কমে্‌প্‌লনের সুরাহা হবে যদি কৌশিক বাবুর মত লাগু করা হবে।

    হে হে হে হে আজ আপনি যান না, কম্পপ্লেন করুন চেকারের নামে। আপনাকে আর্থিক জরিমানা কেউ করলে, আমি সেই দায় নেব, যদি আপনি চেকারকে কনভিক্ট করাতে পারেন।

    আমি চেষ্টা করে দেখেছি, ফল কিস্যু হয় না। যদি আপনি সম্পূর্ণ নিষ্কলংকও হন, আপনাকে কিছু না কিছু কেস দেবেই দেবে।
  • dukhe | 117.194.243.229 | ২৪ এপ্রিল ২০১১ ২০:৪৩471917
  • ১। আপনার বিশ্বাস নিয়ে আর তর্ক করি কী করে ? বিশ্বাসে মিলায় পাসপোর্ট / আই টি রিফান্ড । আমার বিশ্বাস নাই, মেলেও নাই ।
    ২। কৌশিক বসুর সিস্টেম চালু না হতেই আস্থা রাখলাম কী করে ? তবে ঘুষখোরদের রক্ষাকবচ (কেউ জানালে নিজেই ফাঁসবে, আরে বাবা - ঘুষ দিলেও কোমরে দড়ি) উঠে গেলে খুশি হব । এই চলমান সিস্টেমে আস্থা রেখে মদত দিতে পারছি না দাদা । ক্ষমা করবেন ।

    আজ চেকারের নাম কমপ্লেন করে হাজতে যাবার ইচ্ছে আমার নেই । আইনি সুরক্ষা পেলে চেষ্টা করতে পারি ।

  • aka | 24.42.203.194 | ২৪ এপ্রিল ২০১১ ২১:২৮471918
  • a কি বলে বুই না। একদিকে বলল সিস্টেম ভালো মানে আইটি রিটার্ণ আসে কিন্ত দেরিতে, পাসপোর্ট আসে কিন্তু দেরিতে।

    আবার অন্যদিকে বলছে সিস্টেমের ওপর এত ভরসা? চেকারকে কনভিক্ট করানোর চেষ্টা করে দেখুন না।

    আসলে কৌশিক বাবু সিস্টেমের ওপর কিছুটা ভরসা রেখেছেন আর মনে করছেন আস্তে আস্তে এটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ করবে। এতে করে কি সব ব্রাইবারি কমে যাবে? না, যেমন চুরি শাস্তিযোগ্য অপরাধ হলেও চুরি আজও আছে। কিন্তু আশা করা যায় পাতি ব্রাইবারি কমবে। তা এ বেশ লজিকাল ব্যপার বলেই মনে হয়।

    সেদিন এসবি কি একটা লিং দিলেন কোন বামপন্থী গেম থিওরি দিয়ে কিসব করেছেন, সেটাও বুই নাই।

    আপনার এই এত অসুবিধার কারণটাও বুই নাই।
  • a | 208.240.243.170 | ২৪ এপ্রিল ২০১১ ২৩:২৫471919
  • আমি বলেছি
    ১) ঘুষ দেওয়া তথা নেওয়া একটা বেসিক কালচারাল সমস্যা, একে সুপার-ফিসিয়ালি সমাধান করতে গেলে আখেরে ক্ষতি হতে পারে।
    ২) মানুষের বিহেভিয়ার চেন্‌জ হবে তখনি যখন কোনো action দেখে। সেটার কথা কিছু শুনলাম না। আজকের ডেটেও করাপশনবিরোধী আইন আছে, কিন্তু কটা চেকার, কটা পাসপোর্ট অফিসার কনভিক্ট হয়েছে? ডাটা দিন, মেনে নেব।
    ৩) যে ঘুষ দিয়ে কিছু "পেয়ে" যায়, তাকে কিছুতেই যে ঘুষ দেয় না/ দিতে পারে না আর সাফার করে তার সাথে এক করে দেখতে পারলাম না
  • aka | 24.42.203.194 | ২৪ এপ্রিল ২০১১ ২৩:২৭471920
  • না: আমার আর বোঝানোর কোন ভাষা নেই। এইভাবে দেখলে চুরি, ধর্ষন, ইভ টিজিং ইত্যাদিও কালচারাল সমস্যা হতে পারে।
  • a | 208.240.243.170 | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩৬471921
  • আম্মো তাই বলি, ছাড়ান দ্যান।

    ঘুষ দাও ঘুষ নাও, উহাতে নাহি পাপ। দি/নিয়েছে আমার ঠাকুদ্দাদা, ঠাকুদ্দাদার বাপ!!!

    হ্যাপি ব্রাইবিং
  • aka | 24.42.203.194 | ২৫ এপ্রিল ২০১১ ০৪:৪৯471922
  • ১। তো প্রশ্ন রইল ঘুষ দেওয়ার এই কালচারাল সমস্যাকে কিভাবে সমাধান করতে হবে?

    ২। কৌশিক বসুর এই সমাধান সুপারফিসিয়াল বলে মনে হচ্ছে কেন?
  • dukhe | 122.160.114.85 | ২৫ এপ্রিল ২০১১ ১০:১৩471923
  • যে চুরি/ডাকাতি/খুন/ধর্ষণ করে, তার মানসিকতা বুঝুন । সমাজকে পাল্টান যাতে সেই মানসিকতাই নির্মূল হয় । আইন-অপরাধ-শাস্তি সবই সেখানে অপ্রাসঙ্গিক ।
    এত সহজ সমাধান থাকতে কৌশিক বসু ফসু নিয়ে সময় নষ্ট করার মানে হয় না । একমত ।
  • aka | 168.26.215.13 | ২৫ এপ্রিল ২০১১ ২০:৫৩471926
  • এথিক্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আত্মরক্ষার জন্য খুনও এথিকালি ঠিক নয়। আমাকে একজন মারতে এসেছে ঠিকই কিন্তু তাবলে অন্যকে মেরে ফেলব?

    এনিওয়ে লজিকালি কাউন্টার করতে পারেন নি। কি যে বললেন ঠিক মতন বোঝা গেল না।

    আবার মনে হল পলিটিকালি অন্য মত হবার জন্য এগুলো যাস্ট কাউন্টার করার জন্য করা। জঁ দ্রেজ বলে কাগজে ছেপেছে আমি এসব লিখলে পাড়ার দেওয়াল পত্রিকাতেও ছাপত না।
  • dukhe | 117.194.242.102 | ২৫ এপ্রিল ২০১১ ২১:১৩471927
  • "Isthelegalisationofbribe-givingsupposedtomakeitlessimmoral? Ifso, thatwouldtendtoencourage, notdiscourage, bribing.Ifnot, whywouldanyoneblowthewhistleafterpayingabribe? Thatwouldbelikedrawingattentiontoone’sownimmorality."

    এ তো নিজেই নিজেকে কেটে উড়িয়ে দিয়েছে । লেস ইম্মরাল হলে আবার whilstleblowing টা 'drawingattentiontoone’sownimmorality' হয় কোত্থেকে ?
    আবেগে ভাসার এই হল মুশকিল ।

  • siki | 122.162.75.10 | ০৪ জুন ২০১১ ১৪:৫৭471929
  • নয়ডা মোড়ে অক্ষরধাম মন্দিরের ঠিক সামনে আছে আমূলের হোর্ডিং। প্রতি সপ্তাহে ওদের বিজ্ঞাপনটা পাল্টায়। অফিস যাবার পথে কয়েক সেকেন্ডের আনন্দ দেয়।
  • siki | 122.162.75.10 | ০৪ জুন ২০১১ ১৫:০০471930
  • আমূলের এই বছরের হিট হোর্ডিংসমূহ।

    http://www.amul.com/2011hits/index.html
  • siki | 122.162.75.10 | ০৪ জুন ২০১১ ২০:৩২471931
  • গরম খবর! বাবা রামদেবকে লাখ লাখ লোকের সামনে পুউরো বলাৎকার করে দিয়েছে কপিল সিব্বাল। সব্বাই ন্যাশনাল চ্যানেল দেখতে থাকো।

    রামদেব নাগ করে কয়েছেন, কপিল সিব্বালের সঙ্গে জন্মের মত "আড়ি'। আর কথা কইবেন না।
  • kumu | 122.160.159.184 | ১৬ আগস্ট ২০১১ ১৪:১৪471936
  • আন্না হাজরে
    http://timesofindia.indiatimes.com/india/India-unites-Protests-fasts-a
    cross-nation-in-support-of-Anna-Hazare/articleshow/9620918.cms

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন