এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ২৬১০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ১৯:৪৮471870
  • বেশিদিন অপেক্ষা করতে হবে না । নেতাজি ফিরে এলে আর বালক ব্রহ্মচারী বেঁচে উঠলেই সেই সুদিন আসবে ।
  • a | 208.240.243.170 | ২৩ এপ্রিল ২০১১ ২০:৪৫471871
  • যে ঘুষ দিচ্ছে, সে টাকার জোরে সুবিধা আদায় করছেন আর যার টাকা নেই সে পারছে না। সুতরাং সাম্যবাদ আগেই ভঙ্গ হয়েছে :)

    আসল সমস্যা ঘুষ দেবার কালচার নিয়ে। আপনার হাতে টাকা থাকলে কিছুই আপনার অধরা নয়, এই মনোভাব যদ্দিন কাজ করবে, তদ্দিন এই সমস্যার সমাধান হবে না।

    দেখুন, একটা সিম্পল কথা হচ্ছে যে যেখানেই আপনি ঘুষ দেন, আপনি বেসিকালি কিছু অন্যায় সুবিধা নেবার চেষ্টা করেন। হয় আপনি লাইন জাম্প করেন, নয় আপনার কিছু কাগজ অমিল থাকে, নয়তো অন্য কিছু। তো সেই মনোভাব সবার আগে পাল্টাতে হবে।

    এটা ঠিক যে বেশীরভাগ সময়েই সঠিক তথ্য আগে থেকে পাওয়া মুশকিল, যেমন পেনশনের জন্যে কি কি কাগজ আসলে লাগে, ইত্যাদি। তাছড়াও সরকারী অকর্মন্যতার জন্যে অনেক সময় দেরী হয়, উদা পাসপোর্ট। এগুলো হচ্ছে মূল সমস্যা। এগুলোকে সমাধান না করে, সুপার-ফিসিয়ালি সমস্যার সমাধান করলে আরো ঘেটে যাবে
  • a | 208.240.243.170 | ২৩ এপ্রিল ২০১১ ২০:৪৮471872
  • লে:, টিকিট চেকার কি ঘুষ খাবার জন্যেই বানানো হয়েছে নাকি? :)

    টিকিট না কেটে ট্রেনে চড়লে টিটি ধরবে আর ফাইন করবে। কিন্তু সেই ফাইন এড়াতে আপনি ১০০ টাকা ঘুষ দিলেন আর টীটিও নিয়ে নিল, এইটা মানসিকতার প্রশ্ন।

    তবে ঠিক, আমি চাই এমন সমাজ তইরী হোক যাতে কেউ ঘুষ দিতে গেলে ভাবে আর নিতে গেলেও ভাবে যে কেস খেতে পারে।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২১:০৪471873
  • "দেখুন, একটা সিম্পল কথা হচ্ছে যে যেখানেই আপনি ঘুষ দেন, আপনি বেসিকালি কিছু অন্যায় সুবিধা নেবার চেষ্টা করেন। হয় আপনি লাইন জাম্প করেন, নয় আপনার কিছু কাগজ অমিল থাকে, নয়তো অন্য কিছু।"
    a কি ভারতবর্ষের কথা বলছেন ?
  • a | 208.240.243.170 | ২৩ এপ্রিল ২০১১ ২১:০৭471874
  • একদম :) আপনি কোথাকার কথ বলছেন?
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২১:০৯471875
  • কোন অন্যায় সুবিধে নয় (বাড়ির মিউটেশন করা কি অন্যায়? নাকি পাসপোর্টের দরখাস্ত করা?), সেরেফ সরকারি অকর্ম্মন্যতাকে নড়াতে গেলে ঘুষ দিতে হয় দাদা । বড় হলে টের পাবেন । বসুবাবু সেগুলোর কথাই বলেছেন ।
  • Arpan | 112.133.206.18 | ২৩ এপ্রিল ২০১১ ২১:১১471876
  • আর দালাল? সেটাও তো একধরণের ঘুষতন্ত্রই হল?

    ধরা যাক, সরকারি হাসপাতালে বা অন্য কোন আপিসে একটা সামান্য খবরের জন্য দালালের হাতে পড়তে হয়। আর তার শিকার বেশি হন যাদের কাছে পয়সাকড়ি নেই এবং যারা এই সিস্টেমটার সাথে একেবারেই অপরিচিত অথবা নিজেদের কোন প্রভাব প্রতিপত্তি খাটিয়েও অন্য কিছু করার মুরোদ নেই। অতএব দালালের কাছে অসহায় আত্মসমর্পণ। এখানে যে ঘুষ দিল সে অন্যায় সুবিধে নেওয়ার চেষ্টা করছে?
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২১:১৬471878
  • দরকার যথাসম্ভব অটোমেশন । মানসিকতা আর সমাজবদলের গপ্পো আমাদের তিন প্রজন্ম আগেও চালু ছিল ।
    অনলাইন রেলের টিকিট হয়ে পাবলিকের যেমন সুবিধে হয়েছে । রেলের ইউনিয়ন হতাশ হয়ে দাবি তুলেছে অনলাইন টিকিট কাটার সময় কমিয়ে দিতে । "আমরা কিছু পেয়ে থাকি" মডেল আক্রান্ত হলে যা হয় ।
  • Arpan | 122.252.231.10 | ২৩ এপ্রিল ২০১১ ২১:১৬471877
  • ন্যায্য আইটি রিফান্ড পেতে গেলে ঘুষ অথবা পাসপোর্ট পেতে গেলে ঘুষ, এমনকী সরকারি ব্যাঙ্ক থেকে লোন অ্যাপ্রুভ করানোর জন্য মুখমিষ্টির ব্যবস্থা - এইখানে কে লাইন জাম্প করল আর কার বা কাগজে গরমিল ছিল?
  • aka | 24.42.203.194 | ২৩ এপ্রিল ২০১১ ২১:১৯471881
  • খুব ছোট পিডিএফ, মাইরি পড়তে একদম সময় লাগে না। নইলে কি আর আমি পড়তাম। a পড়ে নিতে পারেন একবার।
  • Arpan | 112.133.206.18 | ২৩ এপ্রিল ২০১১ ২১:১৯471880
  • দুখেকে ক।

    ই-গভর্নেন্স। যতটা প্রত্যন্তভাবে পারা যায় সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
  • Arpan | 112.133.206.18 | ২৩ এপ্রিল ২০১১ ২১:২০471882
  • রেলের ইউনিয়নের দাবিটা কী? এর জন্য কর্মী সংকোচন হচ্ছে?
  • aka | 24.42.203.194 | ২৩ এপ্রিল ২০১১ ২১:২২471883
  • অটোমেশনের কথা বললে মাথায় রাখবেন ভারতবর্ষে কটা লোক কম্পিউটার ব্যবহার করে?

    কৌশিক বসু যা বলেছেন সেটা হল সিস্টেম চেঞ্জ যা ঘুষ নেওয়াকে ডিইন্সেটিভাইজ করে।
  • Arpan | 112.133.206.18 | ২৩ এপ্রিল ২০১১ ২১:২৮471884
  • আরে বললাম তো ই-গভর্নেন্স। গ্রামে পঞ্চায়েত বসাতে পারো, আর সার্বজনীন ব্যবহারের জন্য পঞ্চায়ের অফিসে একটি বা দুটি কম্পিউটার/কিয়স্ক বসানো যায় না? প্রত্যেক বাড়িতে কম্পিউটার থাকতে হবে কে মাথার দিব্যি দিয়েছে?

    এই নিয়ে সীমিতভাবে ভালো কাজকম্মোও তো হয়েছে। নেট ঘাঁটলে হয়ত কিছু উদাহরণও মিলবে। কিন্তু পুরোদস্তুর চালু করতে কেউ আগ্রহী না। তাতে অনেক কায়েমি স্বার্থেই টান পড়বে।
  • lcm | 69.236.160.167 | ২৩ এপ্রিল ২০১১ ২১:২৯471886
  • হ্যাঁ, অটোমেশন চাই। ঘুষের অটোমেশন ফ্রেমওয়ার্ক।

    লেসলি নেলসন-এর সিনেমার একটা দৃশ্য মনে পড়ছে। পুলিশ অফিসার (নেলসন) এক অপরাধীর খোঁজে এক ইনফর্মার-এর কাছে গেছে।

    পুলিশ: (ছবি দেখিয়ে) একে চেনো?
    ই: ডিপেন্ড্‌স অন হু ইস আস্কিং
    পুলিশ: (১০ ডলার দিয়ে) এবার?
    ই: খুব আবছা আবছা মনে পড়ছে।
    পুলিশ: (আরও ১০ ডলার দিয়ে) এবার?
    ই: এবার ক্লিয়ার, মনে পড়ছে, কিন্তু তুমি একে খুজঁছো কেন?
    পুলিশ: আমার বলবার কথা নয়, ডিপেন্ড্‌স অন হু ইস আস্কিং
    ই: (একটা ১০ ডলার দিয়ে) এবার বলো কেন?
    পুলিশ: পুলিশের কেস আছে, এর বেশী তো এতে হবে না।
    ই: (আরও ১০ ডলার দিয়ে) এবার?
    পুলিশ: .....
  • Arpan | 122.252.231.10 | ২৩ এপ্রিল ২০১১ ২১:২৯471885
  • কৌশিক বসুর বক্তব্যের সাথে আমিও একমত। ই-গভরনেন্সের সাথে তার কোন বিরোধিতা নেই।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২১:৪৪471887
  • aka, কম্পুটার ব্যবহার না করলেও হবে । মোবাইলের পেনিট্রেশন খারাপ না কিন্তু । তাছাড়া আস্তে আস্তে পেপারলেস হলে ফাইল খুঁজে না পাওয়া ব্যাপারটা উঠে যাবে । এবং সবকিছুর স্টেটাস সাইটে পাওয়া যাবে । খরচাও কমবে ।
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২১:৪৮471888
  • a,
    এটা কি বল্লেন? টিকিট চেকার আপনার-আমার মতন! তা বলে তার ঘুষ নেয়ার অধিকার কোত্থেকে হয়?
    না, আমি অন্যায় সুবিধা নেবার জন্যে ঘুষ দেবার কথা আদৌ বলছি না। আমি বলছি যেখানে ক্ষমতায় বসে থাকা লোকটি তার ক্ষমতার প্রয়োগে অসহায় আমাকে আমার ন্যায্য অধিকার পেতে সেলামী দিতে বাধ্য করে।
    ধরুন, আমি অফিসের কাজে রিজার্ভেশন করতে গিয়ে RAC পেলাম। রাস্তায় বিভিন্ন কোটা খালি হলে সিরিয়ালি আমাদের রেগুলারাইজ করার কথা। কিন্তু আমি দেখতে পাচ্ছি টিকিট চেকারটি লাইন জাম্প করিয়ে দর্শনী নিয়ে পেছনের লোকদের বার্থ দিচ্ছে, আমাদের দিচ্ছে না। সেখানে টিটি আর আমি সমান নই।
    ও ক্ষমতায় আছে, আমি নেই। কি করবেন? সারারাত ঝগড়া করবেন? কার সঙ্গে? সহযাত্রীরা বিরক্ত হবে। এবং সেই টিটি খালি কোটা গুলো বুক করিয়ে সামনের জংশনে নেমে যাবে। সেখানে একজন সহৃদয় অনেস্ট টিটি উঠবেন। তিনি সরলা এরেন্দিরার করুণ গল্প শুনে দ্রবিত হবেন। কিন্তু তিনি অসহায়!
    কারণ, ইতিমধ্যেই -ঠাঁই নাই, ঠাঁই নাই।
    রিটায়ার্ড লোকদের পেন্‌শন /প্রভিডেন্ট ফান্ড নামক ন্যায্য পয়সা পেতে কি কি করতে হয় তার সম্যক ধারণা থাকলে বুঝতেন ঘুষ দেয়া-নেয়ার ডায়নামিক্স লিনিয়ার নয়।
    আমার পরের দিন থেকে খাবার জোগাড় ছিল। তাই ঘুষ না দিয়ে ফাইট করার লাক্সারি করতে পেরেছি।
    RTI এর দরখাস্ত দিয়ে স্ত্রীকে পাঠিয়েছি (নইলে বেশি ঘোরাতো, অভদ্রতা করে ঝগড়া করতে বাধ্য করতো।)
    মহিলা দিন তিনেক কড়া ফলো আপ করায় সেদিনের থেকে একমাসের মধ্যেই পেয়ে গেছি। কিন্তু অনেকেই ঘরের মহিলাকে অফিসে পাঠানো কে কাপুরুষতা ভাববেন। আমি অপারগ।
  • a | 208.240.243.170 | ২৩ এপ্রিল ২০১১ ২১:৪৯471889
  • ন্যায্য আইটি রিটার্ন পেতে ঘুষ দিতে হয় না (দেরি হতে পারে)- নিজের এক্ষপি

    পাসপোর্ট পেতে গেলে ঘুষ দিতে হয় না, দেরি হতে পারে- পিপির এক্ষপি, এখানেই লিখেছিল

    বাড়ির মিউটেশন- ঘুষ দিতে হয় না, তবে নিজেকে ঘুরতে হয় বেশ কিছুবার - চেনা লোকের এক্ষপি

    ওয়েবিল/পেন্সন/পিএফ - জানি না। শুনেছি অনেক কথা।

    হাসপাতাল - ডিপেন্ডস। কলকাতা হার্ট ক্লিনিকে নিজের এক্ষপি, কোন ঘুষ দেবার প্রশ্নই নেই। আবার অনেক হাসপাতালে দিতে হয়।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২১:৫৬471893
  • পাসপোর্ট - ঘুষ দিতে হয়, নইলে ওদের আপিসে লোটাকম্বল নিয়ে এক মাসের জন্য পড়ে থাকতে হয় । নিজের এক্সপি ।
    আই টি রিফান্ড - ঘুষ না দিলে পাঁচ বছরের মধ্যে পাওয়া যায় না । আদৌ যায় কিনা জানা নেই । নিজের এক্সপি ।
    মিউটেশন - ঘুষ দেবেন না ? ভুলে যান ।

    a কি ভারতবর্ষের এমন কোন জায়গা জানেন যেখানে কাউকে কোনদিন ঘুষ দিতে হয়েছে ?
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২১:৫৬471892
  • আগেই বলেছি ঘুষ দেয়া-নেয়ার সমস্যা একমাত্রিক নয়।
    তাই তার কোন একমাত্রিক সমাধান নেই। তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকবো? যদ্দিন না কোন হোলিস্টিক রসগোল্লা সদৃশ পূর্ণাঙ্গ সমাধান পাওয়া যাচ্ছে!
    ব্যাপারটা হচ্ছে ঘুষের অচলায়তনকে যেভাবে পারা যায় আঘাত করা। একটা একটা করে ইঁট খুলে নেয়া। রাক্ষসের রক্ত ঝরাতে ক্রমাগত চেষ্টা করে যাওয়া।
    RTI বিল, লোকপাল বিল তারই প্রক্রিয়া।
    লোকপাল বিল ঘুষের মূলোৎপাটন করবে এমন ভাবাটা ছেলেমানুষি। কিন্তু এসব করে কি ছিঁড়বে এটা আরেক একস্ট্রিম।
    ক্যান্সারের ওষুধ বেরোয়নি বলে ব্যথা কমানোর ওষুধ, রক্তবমি বন্ধ করার ওষুধ দেব না?
  • Arpan | 122.252.231.10 | ২৩ এপ্রিল ২০১১ ২১:৫৭471894
  • আইটি রিফান্ড কত টাকার ছিল? আমার ছিল ৪০০০০-এর ওপরে। বছর পাঁচ-ছয় আগের কথা। তখনো ই-ফাইলিং চালু হয়নি। অনলাইন স্টেটাস ইত্যাদি জানার কোন ব্যব্‌স্‌থাই ছিল না। দু বছর হয়ে যাবার পরে যে কনসাল্ট্যান্টকে দিয়ে ফাইল করেছিলাম তাকে তাগাদা লাগানোতে তিনি খোঁজ নিয়ে বললেন কিঞ্চিৎ সেলামি দিলে এখনি বেরিয়ে যাবে। জানি না সেই ভদ্রলোকের সাথে ভেতরে ব্যবস্থা ছিল কিনা। আমি তখন অন্য শহরে, কাজেই অকলকাতায় নিজে ফলো-আপ করার কোন প্রশ্ন নেই। অবশেষে পুরনো এক ব্যাচমেটের সন্ধান পেলাম যাঁর কাকা আইটি অফিসে আছেন, তিনি দু হপ্তার মধ্যে নিজের প্রভাব খাটিয়ে ইন্টারেস্ট সহ বার করে দিলেন। নেটওয়ার্ক খুঁজে না বার করলে আজ পেতাম কিনা জানি না।

    - নিজের এক্ষপি।
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২২:০৪471895
  • কৌশিক বসু ইকনমিস্ট তো! কাজেই ডিসইন্সেন্সিটিভের কথা বলেছেন।:)))))
    যেমন, কেইন্সীয় অর্থনীতিতে যতক্ষণ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল থেকে সুদের হার কম থাকবে ততক্ষণ ব্যাপারীরা লোন নেবে।
    তেমনি, যতক্ষণ ঘুষ নেবার কস্ট ঘুষের প্রফিট থেকে বেশি হবে, ততক্ষণ ঘুষের প্রবণতা কম থাকবে।
  • Arpan | 112.133.206.18 | ২৩ এপ্রিল ২০১১ ২২:০৫471896
  • হাসপাতালের চিত্র। এই ক'দিন আগেই কার একটা লেখায় পড়েছিলাম। যিনি লিখেছিলেন, তিনি প্রখ্যাত না হলেও মোটামুটি পরিচিত এবং চাইলেই নিজের প্রভাব খাটাতে পারতেন। তো, সেই ভদ্রলোকের এক আত্মীয় ক্যান্সার আক্রান্ত। কেমো দেওয়ার আগে পেশেন্টকে নেড়া করতে হবে। হাসপাতালে মাইনে করা নাপিত আছে। তাকে সেই সময় পাওয়া গেল না। এদিকে কেমোর সময় পেরিয়ে যায়, অতএব বাইরে থেকে নাপিত ডেকে মাথা কামানো হল। এইবার কিছুক্ষণের মধ্যে সরকারি নাপিত এসে হইহল্লা জুড়ল, তার কাজ কেন অন্যকে দিয়ে করানো হয়েছে। সেই হইহল্লায় যোগ দিল নার্স ও অন্যান্য কর্মচারীরা। অত:পর সেই নাপিতকেও কিছু দিয়েথুয়ে ঠাণ্ডা করতে হল। তারপরে সেই পেশেন্ট অপারেশনের টেবলে গেলেন।

    এইবার পুরোটাই একটা ক্ষমতার চক্র। টেকনিকালি ঘুষ নেওয়া বা দেওয়াও হল না, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কাজ না করেও বেশ দু'পয়সা কামানো গেল।
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৪০471897
  • অর্পণ,
    ব্যাপারটা তাই। ক্ষমতার চক্র। যে ব্যাংক ম্যানেজার নিজে পাসপোর্ট, আইটি, ছেলের অ্যাডমিশন, বাড়ি তৈরির জন্যে কর্পোরেশনের পারমিশনে ক্ষমতার চক্রে ঘুর্ণিপাক খান, তিনিই আবার লোন দেবার সময় ক্ষমতাবান হয়ে টু পাইস কামানোয় লেগে যান।
    এ যেন বৌ হয়ে শ্বাশুড়ির হাতে হেনস্তা হয়ে নিজে শ্বাশুড়ি হয়ে একই রোল-প্লে করা। অথবা, মেয়ের বিয়েতে পণ দিয়ে কষ্ট পেয়ে ছেলের বিয়ের সময় সুদে আসলে ফেরত নেয়া।
    এতসব নেগেটিভ কথার মাঝখানে একটু আশার আলোর গল্প শোনাই।
    পাঁচ বছর আগে ছত্তিশগড়ের ডায়রেক্টর অব হেল্‌থ ড: আদিলে( সত্যি নাম) নিজের জয়েন্টে ফেল করা মেয়েকে ও তার বন্ধুকে লিস্টে হেরাফেরি করিয়ে জগদলপুরের সরকারী মেডিকেল কলেজে ভর্তি করালেন।
    আরেকজন ডাক্তার ব্যাপারটি জেনে আদা জল খেয়ে লাগলেন। সমস্ত বিভাগ থেকে ডকুমেন্ট পেতে অসহযোগিতা পাওয়া গেল। তবু উনি লেগে রইলেন--সম্বল ওই RTI Act
    চারবছরের মাথায় সাফল্য এল। তবু ডায়রেক্টরের বিরুদ্ধে অ্যাকশন হয় না।
    কিন্তু সবেরই শেষ আছে। পুলিশ তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হয়ে চার্জশীট হল। শাসন মত দিল। ড: আদিলে অ্যারেস্ট হয়ে সাসপেন্ড হয়েছেন। জামানতে ছাড়া পেয়েছেন। কেস চলছে। শাস্তি পাওয়া নিশ্চিত। কিন্তু মেয়েদুটি ফাইনাল ইয়ারে। ওদের ডিগ্রি ও যে বাতিল হবে। ওরা - আমাদের কি দোষ-- বলে হাইকোর্টে আবেদন করেছে।
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৪৪471898
  • a, কি জানেন যে এমন সব সরকারী দপ্তর আছে যেখানে আপনার ন্যায্য অধিকারের জন্যে ঘুষ দিতে হবেই। আপনার যতই ঠিকঠাক ডকুমেন্ট হোক, ওরা ভুল বের করবেই।কিছু না পারলে সিমপ্লি বলবে--- খুঁজে পাওয়া যাচ্ছে না।
    বাড়ি তৈরির জন্যে করপোরেশন থেকে নকশা পাস করাতে কার কেমন একস্পি?
  • a | 208.240.243.170 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫২471899
  • আলোচনাটাকে একটু ব্যাকট্র্যাক করি?

    ঘুষ দিতে হয়, এটা মোটামুটি জানা কথা।

    প্রশ্ন হল, ঘুষ যে দেয় আর যে নেয়, দুজনেই অপরাধী কি না (সমান নাও হতে পারে)

    আমার মত, দুজনেই অপরাধী, ডিগ্রীর তফাত থাকতে পারে, শাস্তির তফাত থাকতে পারে, কিন্তু অপরাধী।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫৯471901
  • হেইডা আপনার মত । আগেও কইসেন ।
  • aka | 24.42.203.194 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫৯471900
  • না:। কৌশিক বসু বলেছেন

    ১। সব ঘুষ এক নয় যেমন স্পেকট্রাম 3G কেলেঙ্কারী তে যে ঘুষ দিচ্ছে আর নিচ্ছে দুজনেই অপরাধী। একটু কমবেশি থাকতে পারে।

    ২। কিন্তু পাতি ঘুষ যেমন পেনশনের কাগজ বের করতে , পাসপোর্ট নিতে গিয়ে যে ঘুষ দিতে হয় সেখানে যে ঘুষ নিচ্ছে সে অপরাধী আর যে দিচ্ছে সে নয়।

  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২৩:০০471903
  • আগের পোস্টটা a বাবুকে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন