এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ২৬১০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 122.172.197.142 | ১২ এপ্রিল ২০১১ ২১:০৬472160
  • আমিও যাকে বলে অপ্টিমিস্টিকালি স্কেপটিকালি। যদিও অপ্টিমিজম কমতির দিকে। কিন্তু এ কথাও সত্যি আন্নাবাবুর ঘটনার পরেই মার্কামারা বামপন্থীরা যেরকম 'কোরাপশন কাকে বলে' বলে 'পাত্রাধার কি তৈল' ধরণের আলোচনা শুরু করলেন, তাতে এই সন্দেহই দাঁড়ায় যে 'দে গুলিয়ে'-ই তাদের লক্ষ্য।

    তবে কর্মধারয়বাবু যে কথা লিখেছেন, সে একেবারে হক কথা। পশ্চিমবঙ্গে এবং, সঙ্গদোষে, বাংলাভাষায় ছাপ্পাছাড়া রাজনীতি-বিষয়ক আলোচনা অসম্ভব হয়ে গেছে। সিপিয়েমের কোন কাজের সমালোচনা করলে যেমন তৃণমূল ছাপ্পা পেতে হয়, এখানে ঠিক তেমনই অনেস্ট রিয়্যাকশন সিপিয়েম বলে ছাপ্পা খেয়ে যেতে পারে। বুদ্ধবাবু থাকলে হয়তো বলতেন, "পেড ইন দেয়ার ওন কয়েন"।
  • 9 | 14.96.137.145 | ১২ এপ্রিল ২০১১ ২১:৫৭472161
  • আজ্জো, কাম আর্গো প্রপ্টার হক (cum ergo propter hoc)। হঠাৎ এখানে তোর অ্যানালিসিসের পাওয়ার এমন বেমক্কা ফেল মারছে কেন? ;-)
  • aka | 168.26.215.13 | ১২ এপ্রিল ২০১১ ২৩:১৮472162
  • না ফেল মারে নি, পড়ে দেখো আগাগোড়া, ফেসবুক, অক্কূট। একদম ঠিক, বুলস আই যাকে বলে। ;)

    তবে দুই একজন এক্সেপশনও নেই তা নয়, তবে তারা এক্সেপশন অন্য কিছু নয়। :)
  • a | 208.240.243.170 | ১৩ এপ্রিল ২০১১ ০১:০২472163
  • কল্লোলদা,

    যেহেতু IP Address : 115.184.38.147 Date:11 Apr 2011 -- 01:35 PM তারিখে আপনিই এই অদ্ভুত যুক্তিতে আমাকে আক্রমণ করে (অজ শাবক ইত্যদি) আলোচনার অভিমুখ লোকপাল বিল থেকে বাম্পন্থী আলোচনার দিকে ঘুরিয়েছিলেন,

    সেহেতু আপনাকে অনুরোধ করছি যে আপনিই নাহয় লোকপাল বিলটির বর্তমান রূপ আর তার ভালো মন্দ নিয়ে আপনার বক্তব্য (আপনার মানে, আপ্নার, লিংক নয়, চোতা মারাও নাহলে ভালো হয়)রাখেন তাহলে আলোচনাটা ভালো হয়।

    আমার কেন জানি মনে হচ্ছে এটাও আপনি বামপন্থী ট্র্যাপ বলে এড়িয়ে যাবেন, আশা রাখি আপনি আমাকে ভুল প্রমাণ করে ক্যাটেগোরিকাল উত্তর দেবেন

  • bb | 115.113.115.130 | ১৩ এপ্রিল ২০১১ ১১:০৪472164
  • @কল্লোল, আপনার এই সব ব্যাপারে সিপিএমকে টেনে এনে জল ঘোলা করার চেষ্টাটা অতন্ত খারাপ লাগল।
    এই "মমতা' রোগটা ছাড়ুন, এটা আন্না হাজারের ওপর টই তাই তার আন্দোলনের সুফল নিয়ে কথা হোক।
  • kallol | 220.226.209.2 | ১৩ এপ্রিল ২০১১ ১১:২৫472165
  • a - ""অজ শাবক""এর জন্য ক্ষমাপ্রার্থী।
    আমার উদ্দেশ্য ছিলেন স্নেহাংশুর দেওয়া লিংকটির লেখক। কিন্তু সেটাও আমার উচিত হয় নি। আপনাকে ব্যক্তিগত আঘাত করার জন্য আবারও ক্ষমাপ্রার্থী।
    লোকপাল বিল নিয়ে পরে আসছি।

  • kallol | 220.226.209.2 | ১৩ এপ্রিল ২০১১ ১১:৪০472166
  • বিবি - আমার Date:10 Apr 2011 -- 09:28 PM,
    Date:10 Apr 2011 -- 10:47 PM,
    Date:11 Apr 2011 -- 01:35 PM
    পোস্টগুলোয় কোথাও সিপিএম নেই। শেষের পোস্টে বামেদের নিয়ে আমার মন্তব্য - এরা অপছন্দের বিষয়কে গুলিয়ে দেবার চেষ্টা করে।
    তাতে "৯" তার Date:12 Apr 2011 -- 10:02 AM
    পোস্টে লিখলেন ""বামেদের আদ্যশ্রাদ্ধ"" করা হচ্ছে। তাই আমি Date:12 Apr 2011 -- 12:44 PM পোস্টে লিখলাম - বামেদের আদ্যশ্রাদ্ধ করার জন্য আন্না হাজারের আন্দোলনের প্রেক্ষিত দরকার নেই। প:ব: আর কেরালাতে তাদের কিত্তিকলাপই যথেষ্ট।
    ওটা 9এর জবাবেই। সব ব্যাপারে সিপিএম টানিনি তো।

  • de | 59.163.30.4 | ১৩ এপ্রিল ২০১১ ১৩:৪৫472167
  • একটা প্রশ্ন: আন্না হাজারের দাবী মেনে নেওয়া হলো মাত্র কয়েকদিনের অনশনে আর গত এগারো বচ্ছর ধরে যিনি অনশন করছেন তার দাবীদাওয়ার ব্যাপারে সরকার অ্যাতো উদাসীন কেন? দাবীর পিছনে হাই প্রোফাইল মুখ নেই বলে?
  • kallol | 220.226.209.2 | ১৩ এপ্রিল ২০১১ ১৪:১২472168
  • আমার ধারনা :
    ১) আন্না হাজারে নিয়ে মিডিয়ার লাফালাফি। কারন দুর্নীতি এখন ভালো বিকোচ্ছে। এটা দু:খজনক, সত্যি বলতে কি লজ্জাজনক।
    আফস্পা নিয়ে মিডিয়ার ততো মাথাব্যাথা নেই। কারন তার বিক্রি নেই। অর্থাৎ ভারতের অন্য এলাকার (উ:পূ: আর কাশ্মীর ছাড়া) লোকজনের এটা নিয়ে কোন চিন্তা ভাবনা নেই।
    ২) আফস্পা তুলতে গেলে সেনাবাহিনীকে চটাতে হবে। সেটা কোন সরকারের হিম্মত নেই। বোফর্স, কফিনের মতো যত সেনাবাহিনী সংক্রান্ত কেলেঙ্কারী ছিলো, সেগুলো কেমন ধামাচাপা পড়ে গেলো। স্টিং অপারেশন নিয়ে ঝামেলা শুরু হলো সেনাবাহিনীর পদস্থ অফিসারেরা ফেঁসে যাওয়ায়। এর আগে নেতা-টেতারা ফেঁসে গেলেও স্টিং অপারেশন বেআইনী করার কথা ওঠে নি। ভারতের সেনাবাহিনীর মুখ যতই নিরামিশ দেখাক না কেন, এদের লবি করার ক্ষমতা বেশ ভালো।
    ৩) যেহেতু এই বিষয়টা (দুর্নীতি) সরাসরি সরকারের বিশ্বাসযোগ্যতার সাথে জড়িত তাই এটা এড়ানো গেলো না। সেভাবে দেখতে গেলে এই বিষয়টি (লোকপাল বিল) ঝুলে আছে ৪২ বছর। এখনো দেখা যাক পাস হয় কবে আর কি রূপে।
  • a | 208.240.243.170 | ১৩ এপ্রিল ২০১১ ১৪:৩৭471781
  • আমার প্রশ্নের উত্তর দিলেন না
  • de | 203.197.30.2 | ১৩ এপ্রিল ২০১১ ১৪:৫৫471782
  • কল্লোলদা, দ্বিমত নাই! বাজারই শেষ কথা!
  • kallol | 220.226.209.2 | ১৩ এপ্রিল ২০১১ ১৫:০১471783
  • a - আজ রাতে দেবো।
  • Sibu | 74.125.63.33 | ১৩ এপ্রিল ২০১১ ১৫:০৬471784
  • দুর্নীতি যেন গতকাল থেকে ভাল বিকোচ্ছে!!
  • siki | 123.242.248.130 | ১৩ এপ্রিল ২০১১ ১৫:০৮471785
  • সেনাবাহিনীর ব্যাপারে কল্লোলদাকে ক। সেনাবাহিনীকে যত নিরামিষ দেখায়, তারা তত নিরামিষ নয়।
  • a | 208.240.243.170 | ১৩ এপ্রিল ২০১১ ১৫:৪৭471786
  • ওকে @ কল্লোলদা।

  • h | 203.99.212.53 | ১৩ এপ্রিল ২০১১ ১৭:১৪471787
  • শমীক কি 'প্রবল পুরুষ'? সেনাবাহিনী কে ভালো-মানুষ বলছে। কি দাপট।
  • h | 203.99.212.53 | ১৩ এপ্রিল ২০১১ ১৭:১৭471788
  • মানে আরো খারাপ, 'নিরামিষ'। any rself respecting soldier will protest, might even start a demo(pun not intended).
  • aka | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৫০471789
  • হানুর পোস্ট আন্না হাজারের টইতে দেখে কত আশা নিয়েই না এলাম। এসে শেষ অবধি দুই লাইন। ছো:
  • siki | 122.162.75.33 | ১৩ এপ্রিল ২০১১ ২০:৫৯471790
  • :)

    সেনাবাহিনী ও সেনাভবনের অনেক কেচ্ছা আছে আমার ঝুলিতে। চূড়ান্ত রেস্ট্রিক্টেড এরিয়া বলে কোনওদিনও সেসব গল্প মিডিয়াতে আসবে না।
  • I | 14.99.14.195 | ১৩ এপ্রিল ২০১১ ২২:০৬471792
  • এই রে ! এখন যদি বলি আন্নাদা লরেন মোদী'র পোশংসায় পঞ্চমুখ---ব্যাপারখান কী, তাইলে কি আমারেও সিপিএম ছাপ্পা দিবেন?
    গন্ধটা খুব সন্দেহজনক না হলেও, হেলদি নয়। আই মিন, আন্ন'র গন্ধ। হয়তো আন্না লোক ভালো, হয়তো ব্যবহৃত হচ্ছেন।
    কিন্তু ৯ পালাবেন কোথায়? সৌভাগ্যবান কোনো দেশ পেইচেন?
  • I | 14.99.14.195 | ১৩ এপ্রিল ২০১১ ২২:১২471794
  • আর ৯ চেইত্যা যাইয়েন না। সি পি এম রে গাল দিলে অহনো গায়ে লাগে তাইলে? ;-)
  • a | 208.240.243.170 | ১৪ এপ্রিল ২০১১ ০১:২৩471795
  • কল্লোলদার আশায় বসে ছিলাম, উত্তর পেলাম না
  • badur | 143.111.80.27 | ১৪ এপ্রিল ২০১১ ০২:৫৪471796
  • আন্না হাজারে আর্থ-সামাজিক প্রেক্ষাপট না বুঝেই ঝাঁপ মেরেছেন | এই ঘোলা জলে যা মাছ তোলা যায়| আর মুর্খ মধ্যবিত্ত তার সাথে তাল মেলাচ্ছে |
    সাম্রাজ্যবাদ এভাবে আগেও রিলিফ দিয়েছে, দেবে | সিপিএম এর রোল দেখে কিছুটা হতাশ হলাম|
    চূর্ণ করা তো দুরের কথা , এরা এখনো সংশোধনবাদ চিহ্নিত করতে পারল না|
    অনেকে জিগেস করেছেন করাপশন কি বস্তু? সেই প্রশ্নের আগে কিছু প্রশ্ন আসে| পণ্য কি? বিনিময় মূল্য মানে কি?
    http://www.marxists.org/archive/marx/works/1867-c1/ch01.htm
    ফাইনান্স ক্যাপিটাল এর যুগে করাপশন এর অক্তপাসি রূপ জানতে হলে এগুলো জানা দরকার |
  • G | 96.236.166.42 | ১৪ এপ্রিল ২০১১ ০৫:৪৯471797
  • লেখাটা তো একটু বড় মনে হচ্ছে - ইউজ ভ্যালু থেকে করাপশন গোটা রাস্তাটা একটু শর্টনোট করে বলে দেবেন প্লিজ?
  • aka | 24.42.203.194 | ১৪ এপ্রিল ২০১১ ০৬:০৩471799
  • একজন প্রকৃত গুরুর অভাবে মার্ক্সিজমটাই শেখা হল না। (দু:খ ইমো)

    আজকাল অনুসন্ধিৎসার কোনো দামই নাই। (হতাশা ইমো)
  • badur | 143.111.80.27 | ১৪ এপ্রিল ২০১১ ০৬:০৭471800
  • ভাই জি , এটার তো কোন শর্টকাট নেই| সিঁড়ি ভাঙতেই হবে|
    আকা ওখানে আমি লিখব একটু সময় দাও |
  • badur | 143.111.80.27 | ১৪ এপ্রিল ২০১১ ০৬:১৩471801
  • জি, একটু একটু করে বলার চেষ্টা করছি | তবে ওটাই ফাঁকি দেবে না কথা দিলে তো?
    আমাদের রাষ্ট্রচরিত্র তা কি? আধা-ঔপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক না সেমি বুরজওয়া আধা গণতান্ত্রিক?
    আগে এটা বল তারপর আসতে আসতে এগোনো যাবে|
  • badur | 143.111.80.27 | ১৪ এপ্রিল ২০১১ ০৬:২৬471803
  • আকা, আমার ভাগ্নি এম বি এ.| ও সেদিন বলল ও মার্ক্সবাদ জানে | ম্যানেজমেন্ট সিলেবাসে আছে | আমি একটু অবাক হলাম তারপর হাসলাম| পুজিবাদ কত রঙই না দেখালে|
    আমার ভাগ্নির ফেভারিট মুভি হলো গোলমাল ৩ | আর খুব কিপ্টে , ভিখারীকে পয়সা দেয় না| সেও কিন্তু মার্ক্সবাদ জানে, ভাব ব্যাপারটা|
    এদের স্ট্রাটেজি হলো, শত্রুকে হালকা করে দাও, একটা পাওয়ার পয়েন্ট স্লায়্‌দ বানিয়ে ব্যাপারটাকে খেলো কর | যাতে কেউ বুঝতেই না পারে এই তঙ্কÄ তা দু শতক ধরে ওদের ঘুম কেড়ে নিয়েছে|
    আমি হার্ড ওয়ে নেব | গোড়া থেকে বোঝাব |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন