এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ২৬৩১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 59.94.103.88 | ০৯ এপ্রিল ২০১১ ১০:৩৮472013
  • আন্না এর আগেও অনেক অনেক ইস্যুতে অনশনে বসেছেন নতুন কিছু নয়, তার মধ্যে আর টি আই ও তার সাফল্য উল্লেখযোগ্য। তখন কিন্তু এই সমালোচনা, ব্ল্যাকমেলের গল্প গুলো আসেনি, লীড নিউজে, ফ্রন্ট পেজেও নয়। অথচ দেখতে গেলে আর টি আই ও কম রেভোলিউশনারি নয়।
    লোকে একটু চোখ তুলেছে, "ঐ মারাঠী বুড়োটা আবার অনশনে বসেছে" জাতীয় চিন্তা বা কমেন্ট করেই ক্ষান্ত দিয়েছে।
    এবারে আসলে আবার বলছি আন্না কে নিয়ে কেউ চিন্তিত নয়, চিন্তিত মাস মব নিয়ে, সাধারণের রিয়্যাকশন দেখে, কিন্তু তা নিয়ে কথা বলতে লোকে ভয় পাচ্ছে আর তাই আন্না শিখন্ডী!

    আন্না সব ইস্যুতে অনশনে বসছেনা বা কথা বলেনা এ কথা বলে এই ইস্যুটাকে গোলানোরও কিছু নেই, এটার মাস সাপোর্ট টা বলে দেয় এটার সঙ্গে অন্যদের কী তফাত দেশের লোকেদের কাছে! এছাড়া অনেকেই যারা অন্য অনেক ইস্যুতে সোচ্চার তাদেরও এখানে দেখা বা শোনা যাচ্ছে না, এ নিয়ে বলার কী আছে!
    এটা একমাত্র আন্নার মুভমেন্টও ছিলনা। স্ক্যাম গুলোর পরে অনেকেই প্যারালেলি এটা চালাচ্ছিল, তারা এখন এক কাট্টা হয়েছে। তারা কে কেমন সেটা অন্য প্রসঙ্গ। কিছু লোকে ফুকট কা পাবলিসিটী নিতে আসবে সেটাও তো খুবই স্বাভাবিক এদেশে, সব ইস্যুতেই আসে! কিন্তু এই মুভমেন্টের সিনসিয়ারিটী তাতে একটুও কম হয়না, কেজরিওয়াল আন্না ও অন্যান্য নিবেদিত প্রাণের প্রচেষ্টা (আর টি আই য়ে এদের অনেক লড়াই ছিল) আম জনতার ভরপুর সহায়তা পাক ...
    যারা প্রসেস ও প্রসিজিওরের কথা বলছে তারা এটাও বলুক সমস্ত আইন নিয়ম থাকা সত্বেও, তাহলে করাপশন এই অবস্থায় পৌঁছেছে কেন?
    জ্ঞানী গুণীরা অনেক উদাহরণ দেবে দেশ বিদেশের, বইয়ের লেখার,ডেমোক্র্যাসী নিয়ে বড় বড় গালভরা কথা সব, -- ভারতের সাধারণ মানুষ সেসব জানতে চায়না, নিজের ঘর পরিস্কার করবে তার জন্য অন্যের ঘর নোংরা কী পরিস্কার তা দেখার তাদের দরকার নেই!
    আমি রাস্তাঘাটে অফিসে দোকানে একদম আম আদমী কে কথা বলতে শুনছি এ নিয়ে অথচ আমাদের মত একটু তথাকথিত আপার মিডল ক্লাস ভুলেও এসব উচ্চারণ করছে না, এটা আমার কাছে দারুণ লাগছে। অনেকে মুখে না বললেও মনে মনে জানে জুগাড় বা কানেকশন আছে বলে তারা করে খাচ্ছে, তাই এই ইস্যুতে মুখ খোলা সহজ নয়।
    আমাদের অফিসে মাস মেল আসছে সি আই এ র চক্রান্ত, লিবিয়া ইজিপ্টের পরে ভারত এর শিকার, আন্না আসলে এজেন্ট ইত্যাদি এবং আসছে অফিশিয়াল মেলে!:)
    পাবলিক সেক্টরের ঘোটালা (আজ পি এস ইউ ডে), করাপশন ঠিকঠাক সামনে এলে কোনো অংশে কম নয় বড় বড় ঘোটালার থেকে, শুধু বড় কাজে নয়, ছোটোখাটো প্রোমোশন, ট্রান্সফার এসবেও জুগাড়, দেওয়ানেওয়া!
    ঐ যেমন জন্তরমন্তরে দাঁড়িয়ে "কেন এসেছ" জিজ্ঞেস করলে লোকে বলছে (তারা রাজা কালমাদি বোঝেনা, নিজেদের রোজকার জীবনের ভ্রষ্টাচার আর রিষবত খোরী এই বোঝে) স্কুলে কলেজে ডোনেশন, কিছু কাজ করতে গেলেই পয়সা দেওয়া এসব থেকে তারা ছুটকারা চায়!
  • Sudipta | 202.78.232.79 | ০৯ এপ্রিল ২০১১ ১২:২৫472024
  • আম জনতার মনোভাব সম্পর্কে (সব শ্রেণীর) শ্রাবণীদির এই পোস্ট টা একেবারে মোক্ষম। প্রত্যেকটা বাক্যের প্রতিটা শব্দের জন্যে সমর্থন রইল;

    রঞ্জনদা, কলেজ স্কোয়ারের মিছিলটা কি আর হবে?
  • a | 208.240.243.170 | ০৯ এপ্রিল ২০১১ ১৩:২১472035
  • শ্রাবণীদি, আমি একটু সিনিকাল আছি। তাই বলছি।

    করাপশন কিন্তু একদম বেসিক লেভেলের সমস্যা। আজ যদি অমি বলি য ঐ লোকটা বা ঐ পলিটিশিয়ানটা করাপ্টেড, তার আগে দেখতে হবে আমি নিজে কি।
    আমি একটা জিনিস দেখছি এই পুরো আন্দোলনে যে "ওরা" করাপ্টেড, ওরা=পলিটিশিয়ান, এক্সিকিউটিভ ইত্যাদি। আরে এরা তো আমাদেরি বাড়ির লোক। আকাশ থেকে তো কেউ আসেনি। করাপশনটা আসলে মূল্যবোধের প্রশ্ন, তাই এই সিমি্‌প্‌লফিকেশাটা মানতে পারছি না

    এছড়াও, দুর্নীতির ডেফিনেশনটাও খুব কিলিয়ার না। ধরা যাক, একটা কলেজের ভিসি মনোনয়ন হবে, তো পলিটিকাল পার্টি তাদের লোককে বসিয়ে দিল উপরে। এগুলো, আমার মতে, দুর্নীতি, কিন্তু মনিটরি লেনদেন নেই। আবার একটা পুলিশ ঘুষ খায়, এরা এক্কেবারে ক্লাসিক করাপ্‌শন কেস।

    আর শেষে, এই পাব্লিক রিপ্রেসেন্টশনের মনোনয়ন কিভাবে হবে? মানে আন্না হাজারে কি আমার প্রতিনিধি হবেন, উইদাউট মি নোয়িং ইট?
  • dukhe | 117.194.227.246 | ০৯ এপ্রিল ২০১১ ১৩:২৪472046
  • রাজনৈতিক দলগুলোর রমরমা তো আম আদমির বুকের ওপর দাঁড়িয়েই । পয়সা না দিলে দলগুলো ফুটপাথে হকার বসার ব্যবস্থা করে দেবে কেন, অটো বাস ট্যাক্সির যথেচ্চাচারকে প্রশ্রয় দেবে কেন, রেশনের মাল গাপ করে বাইরে বেচতে দেবে কেন ?
  • shrabani | 59.94.103.88 | ০৯ এপ্রিল ২০১১ ১৩:৪৬472057
  • অয়ন,
    কমিটি মনোনীত হয়ে গেছে, এবং কেউই কালকের প্রাথমিক উদ্দেপনার পরে এটা বলছেনা যে আন্দোলন শেষ বা সব পাওয়া হয়ে গেছে। কোথাও শুরু করতে হবে, কাউকে সেই প্রথম স্টেপ টা নিতে হবে। কিছু তো হোক, কোথাও শুরুওয়াত!
    আন্না, কেজরিওয়াল, সন্তোষ হেগড়ে, প্রশান্তভূষণ এরা কেউই নতুন করে পরিচয়ের অপেক্ষা রাখেনা, যাকে বলে প্রুভেন, টেস্ট অফ ফায়ারে, সব কিছুর উর্দ্ধে গিয়ে মনোনয়ন হলে এদের মত কমিটি মেম্বার হবে না এই কাজের পক্ষে----তা সে যতই এদের ম্যালাইন করার চেষ্টা হোক না কেন!
    কেজরিওয়াল (লোকটা আই আই টি মেক, আই আর এস , ইনকাম ট্যাক্সের ভেতর থেকে সাফা করতে না পেরে রিজাইন করে অ্যাক্টিভিস্ট, আমাদের সমসাময়িক বলে আমি প্রচন্ড ইমপ্রেসড বরাবরই) বলেছে যে এই কমিটি এক হয়ে কাজের লোকপাল বিল বার করা একেবারেই সহজ হবেনা, তাই জনতা যেন আন্দোলনের জন্য তৈরী থাকে এবং কেন লীগ্যাল ব্যাকগ্রাউন্ডের লোক ও হেগড়ে মত লোকায়ুক্ত অভিজ্ঞ লোক কমিটিতে তাও বলছে। ওরা অনেক দিন ধরে এ বিল ড্রাফট করেছে, ওয়েব সাইটে দিয়েছে যাতে সাজেশন আসে এবং এসেছেও। ওদের কাজে ফাঁকি নেই, হ্যাঁ তবে আমাদের একটু জানকারি রাখতে হবে (যা ইয়াং স্টারেরা আমাদের থেকে বেশী রাখছে---আশার কথা), সিনিসিজম টা একটু দুরে, কিছুই তো হয় না, কিছু যদি হয়!
    আশার কথা কচি কাঁচা অ্যাকটিভিস্ট থেকে শুরু করে সবাই জানে এবং বলছে যে এটা জাস্ট একটা স্টেপ, পুরো রাস্তাটাই বাকী। হাজারের ঘোষণা : ১৫ই আগস্টের মধ্যে যদি বিল পার্লামেন্টে পাস না হয়, আবার আন্দোলন দেশ জোড়া।
    এর মধ্যে নির্মল আনন্দও অনেক -- অনারেবল সি এম য়েদুরাপ্পা আন্নাকে সাপোর্ট করছে সেই সুখবর টা ইনফির পাই মশায় (ডি: - এইচ আর)দিতে না দিতেই ক্যামেরা সরে অন্যস্থানে, ভাবছি হেগড়ে শুনে কী বলছেন!:)
  • ranjan roy | 122.161.206.124 | ০৯ এপ্রিল ২০১১ ২০:৪৬472068
  • সবচেয়ে গুছিয়ে ব্যাপারটাকে রাখতে পেরেছে শ্রাবণী,--- সমর্থন ও অভিনন্দন!
    মোদ্দা কথা কোথাও একটু শুরু তো হোক।এটা একটা কন্টিনুয়াস প্রসেসের ব্যাপার, একদিনে শেষ হওয়ার ব্যাপার কেন, কোনদিনই শেষ হওয়ার ব্যাপার নয়।
    এটা নিয়মিত ঘর ঝাঁট দেয়ার মামলা।
    তালে আন্না হাজারে কী করলেন?
    ওই যেমন মাসে কোন রবিবারে আমরা ঘরের সব কিছু এদিক-ওদিক করি,ঝুল ঝাড়ি, কোথাও কোথাও গরম জল ঢালি, কোথাও ড্রেনেক্স, সেই রকম।
    একটু ভাবুন তো!
    করাপশান সব দেশেই আছে।
    কিন্তু ভারত আন্তর্জাতিক সূচকে কোথায় দাঁড়িয়ে? কত নীচে?
    প্রায় সহ্যের সীমার বাইরে নয় কি?
    আন্না অসহায় সাধারণ নাগরিকদের পুঞ্জীভূত উষ্মাকে ভাষা দিয়েছেন।
    aকে বলছি:
    আমাদের ছত্তিসগড়ে প্রয়াত রাজেন্দ্রপ্রসাদ শুক্লা ( আইনমন্ত্রী, স্পীকার এইসব ছিলেন) একবার সিটি চ্যানেলে বলেছিলেন যে উৎকোচ তিনরকম।
    নজরানা, শুকরানা এবং জবরানা।
    নজরানা= যা সাধুসন্ত বা রাজামহারাজা এবং অন্যান্য শ্রদ্ধাষ্পদ্দদের কাছে মানুষ ভেট স্বরূপ নিয়ে যায়।
    ( আমি দীপাবলীর সময় অফিসারদের বা ব্যাংকের অফিসারদের বণিকবর্গ/ঠিকেদারদের দ্বারা অনীত মিস্টি/ড্রাইফ্রুট/ বেডশীট এইসবকেও ধরছি।)
    শুকরানা= যা মানুষ সরকারী কর্মচারী, রাজনৈতিক নেতা বা অন্যদের কাজ হয়ে গেলে নিজের থেকে কৃতজ্ঞতা স্বরূপ দেয়।
    ( আমি এতে ব্যাংকে লোন স্বীকৃত হলে মিষ্টির বাক্স নিয়ে আসা কেও ধরছি।)

    জবরানা= চাহিদা পূরণ না হলে কাজ আটকে দেয়া হবে বা পেমেন্ট আটকে দেয়া হবে বলে ভয় দেখিয়ে প্রেসারাইজ করে নেয়া।
    শুক্লাজীর মতে শুধু তৃতীয়টি, অর্থাৎ জবরানা ভ্রষ্টাচারের পরিধিতে আসে।
    প্রথম দুটো তো সামাজিক সভ্য ব্যবহারমাত্র!!!!
    এই কালচারের পৃষ্ঠভূমিতে দাঁড়িয়ে ভাবুন আন্না কি করছেন।
  • ranjan roy | 122.161.206.124 | ০৯ এপ্রিল ২০১১ ২১:১০472079
  • সুদীপ্ত,
    না, এখন ওই মিছিল অপ্রাসংগিক হওয়ায় বাতিল।
    RTI নিয়েও সিনিসিজম চিল।
    সেইতো বিচারব্যবস্থার কাছে
    হাত পেতে দাঁড়ানো, উকিলদের প্যাঁচে পড়া!
    কিন্তু RTI না থাকলে আমি আমার বিল্ডারের বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই একদিনও চালাতে পারতাম না।
    বিল্ডার নীচের স্তরে পুলিস, কর্পোরেশন, বিজলীবিভাগ, জুডিসিয়ারি-- সব জায়গায় পয়সা খরচ করছে। কেউ আমাদের কো অপারেট করছে না।
    একটা টাউন প্ল্যানিংয়ের নকশা ডাকাতের মত জাল করে ইচ্ছেমত ফ্ল্যাট নম্বর বসিয়ে আদালতে পেশ করে জিতেছে।
    কিন্তু RTI এর জোরে আমরা আসল নকশা বের করে দিল্লিতে ন্যাশনাল লেভেলে কেস দাঁড় করাতে পেরেছি।
    কমিশনার,RTI এর কাছে আমার স্ত্রী অ্যাপীল করে সব বিভাগের কর্তাদের কাঠগড়ায় খাড়া করে আসল ডকুমেন্ট বিনি খরচায় দিতে বাধ্য করেছে।
    এইসব নয়, কিন্তু এও অনেকখানি। নইলে লড়ার হাতিয়ারই পেতাম না।
    এখনো সমস্ত সরকারী বিভাগ RTI কে সহজে গুরুত্ব দেয় না।
    তাই আমাদের দায়িত্ব এটা এগিয়ে নিয়ে যাওয়া, বিধবাবিবাহ আইন বা বালবিবাহবিরোধী আইনের মত।
  • Rajdeep | 14.98.73.230 | ১০ এপ্রিল ২০১১ ১৫:৩৪472101
  • @ স্নেহাংশু অসংখ্য ধন্যবাদ এই লিংকটার জন্য
  • Baijayanta | 14.99.107.214 | ১০ এপ্রিল ২০১১ ১৯:০০472104
  • শুদ্ধর বক্তব্যের সঙ্গে অনেকটাই একমত। আন্না হাজারে এবং তাঁর যাবতীয় সদিচ্ছার প্রতি সম্মান রেখেও খুব একটা উজ্জীবিত হতে পারছি না। নর্মদা বাঁচাও বা আর টি আই কোনোটাই এই মিডিয়াচালিত উচ্চকিত স্পেক্টাকলের মধ্যে তৈরি হয় নি। শর্মিলাকে দশ বছর ধরে নাকে নল গুঁজে খাওয়ানো হচ্ছে, রাষ্ট্র নিজের অবস্থান থেকে এক চুলও নড়ে নি, আর এ ক্ষেত্রে চার দিনেই বাজিমাৎ! স্পেক্টাকলের ধুলো আর আওয়াজ না থিতিয়ে আসা পর্যন্ত সাইডলাইনে বসাই শ্রেয়। আপাতত:।
  • kc | 89.203.49.18 | ১০ এপ্রিল ২০১১ ২০:১৪472105
  • স্নেহাংশুকে অনেক ধন্যবাদ লিঙ্কটার জন্য।
    আপাতত: সাইডলাইনে বসার আগে এই ধারণা নিয়েই বসছি যে এটা 'গাঁয়ে মানেনা আপনি মোড়ল'টাইপ সুশীলদের রাস্ট্র পরিচালনায় একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন গুঁজে দেবার ছক। আরএকটা ধারণা ক্রমশ: বদ্ধমূল হচ্ছে যে ভারত রাস্ট্র কামরাজের পর আরএকজন থিঙ্কার পেয়েছে, যাঁর নাম কপিল সিব্বাল।
  • kc | 89.203.49.18 | ১০ এপ্রিল ২০১১ ২০:১৬472106
  • *রাষ্ট্র
  • nyara | 122.172.40.190 | ১০ এপ্রিল ২০১১ ২১:১৯472107
  • একদম হক কথা, আমারও পছন্দ নয়। মার্ক্স-সাহেবের বই, লেনিনের পুঁথি, চে-র ডাইরি, ফিদেলের রেসিপিবুক, হো-চি-মিনের উইল,জ্যোতিবাবুর আত্মজীবনী কোথাও এই ধরণের বিপ্লবের কথা নেই। কাজেই, এই প্রতিবাদ বালের।
  • kallol | 115.242.220.66 | ১০ এপ্রিল ২০১১ ২১:২৮472108
  • আমার কিন্তু মনে হয়েছে, দৃশ্যত: বাজি মারলেন আন্না হাজারে, কিন্তু তার বাজিমাতের মঞ্চ তৈরী হয়েছে আরটিআইএর জন্য লড়ে যাওয়া মানুষজনের লড়াই, শর্মিলা ইরমের লড়াই, নর্মদা বাঁচাওয়ের দীর্ঘস্থায়ী লড়াই ও এই ধরনের অজস্র আন্দোলনের ফলে। ঘা মারতে মারতে দেওয়াল দুর্বল হয়, যে শেষ আঘাতের ফলে দেওয়ালে ফাটল ধরে, সেটা নিয়ে হৈচৈ হয়। মিডিয়ার বিক্রি চাই। দুর্নীতি এখন ভালো বিক্রি হচ্ছে। তাই আন্না হাজারে নিয়ে মিডিয়ার এতো লাফালাফি। ফলে দৃশ্যত: এই পর্যায়ে শেষ ঘা মারলেন উনিই। কিন্তু আগেকার লাগাতার আঘাতগুলো থেকেই যায়, অবহেলিত হয়েও।
  • bitoshok | 199.48.147.40 | ১০ এপ্রিল ২০১১ ২১:৫২472109
  • আন্না প্রস্তাব করেছেন সম্পূর্ণ প্রসিডিংস টেলিভিশনে দেখানোর জন্য। এরকম দু:সাহস
    এর আগে কেউ দেখিয়েছেন বলে মনে করতে পারছি না।
  • a | 208.240.243.170 | ১০ এপ্রিল ২০১১ ২২:১৯472110
  • প্রতিবাদ করবার আগে জেনে নেওয়া ভালো কিসের প্রতিবাদ করছি, অর্থাৎ করাপ্‌শন বলতে আমরা কি বোঝাচ্ছি।

    শুধু আর্থিক লেনদেন? নাকি তার থেকেও এগিয়ে কিছু?
  • kallol | 115.242.174.13 | ১০ এপ্রিল ২০১১ ২২:৪৭472111
  • স্নেহাংশুর লিংকটা দেখছিলাম। লেখক উব্দিগ্ন লোকপালদের নির্বাচিত করার পদ্ধতিতে গণতান্ত্রিক নয়, কারন এরা কারুর কাছে জবাবদিহি করতে বাধ্য নন। যেন গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব দেবদূতেরা নির্বাচিত হয়ে আসেন তারা ভীষণ ব্যাগ্র ও উৎসুক হয়ে থাকেন জনগনের কাছে জবাবদিহি করার জন্য। আর সেই জবাবদিহির ভয়ে তারা কক্ষনো খারাপ কিছু করার কথা ভাবতেই পারেন না।
    লেখক নিজেই রাষ্টীয় সম্মানপ্রাপ্তদের, নোবেল প্রাপকদের বেছেছেন, যাদের বাইরেও যারা এই কাজের পক্ষে (তর্কের খাতিরে ধরেই নিচ্ছি) উপযুক্ত নন। কিন্তু ওঁরা ছাড়ও অনেক রাষ্টীয় সম্মানপ্রাপ্ত, নোবেল প্রাপক আছেন, যাঁরা উপযুক্ত। তাঁদের নাম এড়িয়ে গেলেন। উত্তরের জন্য প্রশ্ন তৈরী করার ধ্রূপদী উদাহরণ।
    আর একটা আপত্তি ওনার - লোকপাল বিল ক্ষমতার কাঠামোকে আঘাত করে না। আঘাত যদি নাই করে তবে এতোকাল এতো টালবাহানা কেন? নিশ্চই কেউ আশা করছে না এই বিল ক্ষমতার উচ্ছেদ ঘটাবে। কিন্তু কেউ যদি ক্ষমতার উচ্ছেদ চায়, তাকে বাধাও দেবে না।
  • nyara | 122.172.40.190 | ১০ এপ্রিল ২০১১ ২২:৫৮472112
  • প্রথমে দেখতে হবে কোরাপ্ট কাকে বলে। তারপরে দেখতে হবে কোরাপ্ট কাকে বলে না। তারপর দেখতে হবে প্রতিবাদ কে করছে।

    মাটিতে একটা আঁচড় কাটুন। ধরুন এই হচ্ছে কোরাপ্ট। তারপর আর একটা আঁচড় কাটুন, মনে করুন কোরাপ্ট-বৌদি রান্না করছেন। আর একটা আঁচড় কাটুন। মনে করুন এটি আপনি। আবার কাটুন আঁচড়। এটা গাছের গায়ে একটা ফুটো।

    কী, গণতন্ত্র বাঁচল কী না? দেখলে হবে, খচ্চা আছে!
  • kc | 89.203.49.18 | ১০ এপ্রিল ২০১১ ২৩:১২472113
  • সুকুমার রায় না জন্মালে কী যে হত!! ভাবলেই হাড় হিম হয়ে আসে।
  • a | 65.204.229.11 | ১০ এপ্রিল ২০১১ ২৩:১৩472115
  • ন্যাড়াদা, আপনার এই বিষয় এড়িয়ে গিয়ে পার্সোনাল আঘাত করার অভ্যেসটা তো আগে দেখিনি? বাড়িতে ঝগড়া হয়েছে নাকি?
  • nyara | 122.172.40.190 | ১০ এপ্রিল ২০১১ ২৩:৩২472116
  • পার্সনটা এখানে কে?
  • Abhyu | 24.147.75.90 | ১১ এপ্রিল ২০১১ ০০:৪০472117
  • কেন? যাঁরা লোকপাল বিল সম্পর্কে প্রায় কিছু না জেনে, ওঁদের ওয়েবসাইট http://indiaagainstcorruption.org গিয়ে কমেন্ট করার বা ওঁদের সঙ্গে যোগাযোগ করে নিজের বক্তব্য রাখার পরিশ্রমটুকু না করে অন্যত্র নানা কথা বলে বেড়াচ্ছেন
  • kd | 74.72.161.90 | ১১ এপ্রিল ২০১১ ০১:০৯472118
  • একটা অব্‌সার্ভেশন।
    দেখছি এখানে যাঁরা বামভাবাপন্ন হিসেবে পরিচিত, তাঁদের এই বিলটি ঠিক পছন্দ নয়। এর মানে কি করাপশন দূর করার কোনো প্রচেষ্টা সমাজে সাম্যবাদ আনায় অসুবিধে হতে পারে?

    মানে যখন কাউকে করাপশনের ডেফিনিশন নিয়ে কনফিউস্‌ড দেখি, তখন সত্যি বড় অদ্ভুত লাগে। আমরা কি একই জগতে থাকি?
  • baijayanta | 14.96.42.121 | ১১ এপ্রিল ২০১১ ০৯:৫৯472119
  • এইজন্যই স্পেক্টাকলে ভয়। মতভেদের পরিসরটুকুকেও কত সংকুচিত করে দেয়!
  • lcm | 69.236.162.57 | ১১ এপ্রিল ২০১১ ১১:৪৭472120
  • যা তেরি! এই যে এই IndiaAgainstCorruption.org ... এই সাইটে Click here to read salient features of Jan Lokpal Bill লিংকে ক্লিক করলে একটা পেজে যাচ্ছে, তাতে বলছে Ever feel like you're in the wrong place?

    বোঝো!
  • kallol | 115.184.38.147 | ১১ এপ্রিল ২০১১ ১৩:৩৫472121
  • কাব্লি - চিন্তার কিছু নাই। বামেরা (কিছু ব্যাতিক্রম বাদে), তাদের অপছন্দের যেকোন বিষয় কে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের তথাকথিত ""বেসিক প্রশ্ন"" করে থাকেন। যেমন দুর্নীতি কারে কয়? যেন এই প্রথম ওঁরা দুর্নীতির কথা শুনলেন। প:ব:তে সেই আদ্যিকালের কং জামানায় ভূষি কেলেঙ্কারী থেকে আজকের ৩জি কেলেঙ্কারী এতো দেখেও - আজ নাদান অজ শাবকের ন্যায় প্রশ্ন - দুর্নীতি কারে কয়!!!
    সত্যি -
    আর কতো কি দেখাবি, অম্বলে ঘি ঢালাবি।
    বম্বের নৌ বিদ্রোহ থেকে আন্না হাজারে - সিলেবাসের বাইরে কোচ্চেন হলেই বড্ডো বিপোদ।
  • 9 | 14.96.144.103 | ১১ এপ্রিল ২০১১ ১৩:৫৯472122
  • সাধারণ মানুষের বোধবুদ্ধি বা গণতান্ত্রিক সচেতনতা নিয়ে আন্দোলনকারীরা প্রগাঢ়ভাবে শ্রদ্ধাশীল।

    “Ordinary voter does not have awareness. They cast their vote under the influence of Rs 100 or a bottle of liquor or a sari offered by candidates. They don’t understand the value of their vote.”

    In fact, Hazare further advocated, “those who do not exercise their vote should be stripped off all public benefits”.

    Interestingly, asked when they would declare their assets like other members of the joint committee that would frame the Lokpal Bill (who had to do the same being elected representatives), Hazare and his colleague Arvind Kejriwal were evasive.

    We will put this issue before the committee... that there is a question regarding this issue,” Hazare said. Pressed for a reply, he added: “The assets should be made public. Why should one fear?”

    Kejriwal chose to underline that their position was different from people in “executive positions”. “Why is an asset declaration demanded? Because the person exercises certain executive powers,” he said. Again, when pressed, he added that he had no problem with civil society representatives declaring their assets. However, he evaded setting a time frame for it."


    http://www.indianexpress.com/news/anna-vote-for-narendra-modi;-doubts-peoples-judgement/774472/2
  • nyara | 122.172.7.21 | ১১ এপ্রিল ২০১১ ২১:৪৭472123
  • আচ্ছা, পশ্চিমবঙ্গে লোকযুক্তর মতন কোন কিছু আছে? যেমন কর্ণাটকে আছে (ও মুখ্যমন্ত্রী ইয়াদুরাপ্পার সঙ্গে যার সাপে-নেউলে সম্পর্ক)? না থাকলে কেন নেই? থাকলে তার কর্মপদ্ধতি কেমন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন