এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ২৬০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | 80.254.147.148 | ১৯ আগস্ট ২০১১ ১৬:১৫471970
  • 'সংবাদ প্রতিদিন' কেন আন্না হাজারের পেছনে লেগেছে? দিদি কি তাই চাইছে?
  • abastab | 61.95.189.252 | ২০ আগস্ট ২০১১ ০৮:৪২471972
  • সিভিল সোসাইটির মেম্বারদের কি করে নির্বাচন করা হবে? অবশ্য সব কিছুই অনশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে।
  • PM | 2.50.13.108 | ২০ আগস্ট ২০১১ ১৬:৩১471973
  • বাংলা কাগজে আন্না হাজারে পাত্তাই পাচ্ছে না। টই তেও নয় । এদিকে সারা ভারত তোলপার। corruption কি প: বংগে কো নো issue নয়?
  • PM | 2.50.13.108 | ২০ আগস্ট ২০১১ ১৬:৪১471974
  • টিম আন্না তেও কোনো বং reprentation নেই। বাংলায় তো বুদ্ধিজীবী কম পরে নি। কদিন আগেই গন্ডায় গন্ডায় পাওয়া যচ্ছিল। নাকি বং বুদ্ধিজীবী-রা এসব ছোটখাট ব্যপারে মাথা ঘামায় না?
  • Update | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ০১:১৯471975
  • Name:ranjanroyMail:Country:

    IPAddress:122.168.222.4Date:21Aug2011 -- 12:49AM

    আবাপ তো আন্না হাজারেকে নিয়ে বিশেষ চিন্তিত। সম্পাদকীয় লিখে বলছে যে গণতন্ত্রে অনশনের কোন স্থান নেই! কাজেই আন্নার আন্দোলন সম্পূর্ণ অগণতান্ত্রিক। পাব্লিক শুধু পাঁচবছরে একবার ভোট দিয়ে চুপটি করে বসে থাকবে। যা করার নির্বাচিত প্রতিনিধিরাই করবেন। নইলে সংসদকে বাইপাস করা হয়।

  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ১০:০১471976
  • এটা পেলাম :)

    Once Kapil Sibbal,
    Digvijay Singh &
    Chidambaram were travelling in a helicopter,

    Sibbal drops a 100 Rs Note & says,
    ..."I made one poor Indian happy"

    Singh drops two 50 Rs Notes and says,
    "I made two poor Indians happy!"

    Chiddu drops 100 ONE Rupee coins and says,
    "I made 100 poor indians happy!"

    Hearing this the PILOT laughs & says-
    "I will drop down All 3 of you and make '125 CRORE Indians' Forever Happy...!"

  • nyara | 122.172.34.180 | ২১ আগস্ট ২০১১ ১০:২৯471978
  • মমতাই যখন সিঙ্গুরে অনশন করছিল, আবাপ প্রচুর হাওয়া দিয়েছিল, না? আবাপ কী চায়? ভোট হবার পরে মিডিয়ার রোল কী?

    অবশ্য আমি আবাপের সম্পাদকীয় পড়িনি। রঞ্জনদার লেখ দেখে বললাম।
  • ppn | 122.252.231.10 | ২১ আগস্ট ২০১১ ১০:৩৪471980
  • আবাপ হাওয়া দেয়নি। তখনো নন্দীগ্রাম পর্ব হয়নি। আবাপ ব্রাবু-র জয়গানে মুখর।
  • dukhe | 122.160.114.85 | ২১ আগস্ট ২০১১ ১০:৩৬471981
  • আন্না রাজনীতিকদের মৌরসিপাট্টায় ঘা দিয়েছেন । আমি মন্ত্রী হলে আমিও ভারি দু:খ পেতাম ।
  • abastab | 61.95.189.252 | ২১ আগস্ট ২০১১ ১০:৪১471982
  • কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদের বাছা হবে কি করে? যারা নিজেদের প্রতিনিধি ভাবছেন তারা ভোটে জিতে আসুন না। দেশের কোথাও বুঝি ঠিক ঠাক ভোট হয় না!
  • dukhe | 122.160.114.85 | ২১ আগস্ট ২০১১ ১০:৫১471983
  • অবাস্তব কি বলছেন দুর্নীতির প্রশ্নে আন্নার নয়, ভোটে জেতা রাজার বক্তব্যই গণতন্ত্রের প্রতিনিধিত্ব করবে ?
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ১০:৫৫471984
  • অরুন্ধতীর লেখাটা পড়লেন ? :)
  • abastab | 61.95.189.252 | ২১ আগস্ট ২০১১ ১১:০৩471985
  • এই যে আরেকখান
    http://in.news.yahoo.com/hazare-movement-destabilising-nation-sociologist-063630660.html

    The anti-corruption campaign by Anna Hazare and his followers is a social churning whose effects would be destabilising for the country that is already in a 'very fragile, destabilised state', feels leading sociologist Andre Beteille.

    Quoting modern social analysts, Beteille said, 'what passes for social movements in civil society are of amorphous nature. I don't regard this social movement as the voice of the Indian civil society at all,'

    'The concept of a civil society can be problematic, it can be misused...' Beteille said in the context of the ongoing anti-corruption agaitation in the country.
  • bb | 117.195.171.73 | ২১ আগস্ট ২০১১ ১১:১০471987
  • @ অবাস্তব আপনার বক্তব্য ঠিকঠাক গুছিয়ে লিখুন না। এই রকম একলাইন লিখলে কি হয়।
    ১) আন্নাকে নয়, তার আনা দুর্নীতির ইস্যুর বিরুদ্ধে বক্তব্য থাকলে লিখুন।
    ২) প্রধাণমন্ত্রী বা বিচারব্যবস্থা কেন জন লোকপালে থাকা উচিত নয় সেই নিয়ে লিখুন।
    ৩) কিভাবে 'সিভিল সোসাইটি'র লোকজন বাছা হবে তা নিয়ে প্রশ্ন থাকলে করুন।

  • abastab | 61.95.189.252 | ২১ আগস্ট ২০১১ ১১:১০471986
  • অরুন্ধতীর লেখায় একটা অন্য দৃষ্টিকোণ পাচ্ছি। সাম্প্রতিক সব কটি কেলেঙ্কারীতেই বহু বেসরকারী হাত জড়িত কিন্তু আন্নার আন্দোলনের ফলে জনতার নজর শুধু সরকারী দুর্নীতির দিকে।
  • nyara | 122.172.34.180 | ২১ আগস্ট ২০১১ ১১:১২471988
  • আমার ব্যক্তিগতভাবে এই আন্না হাজারে মুভমেন্ট সম্বন্ধে ধারণা যে (১) মূলত: হুজুগ (২) দুর্নীতির বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভকে একটা ভেন্ট আউট দিচ্ছে। ফলে সত্যিকারের অ্যান্টি-কোরাপশন ড্রাইভের অবস্থা নেতিয়ে যাওয়া পাঁপড়ের মতন হবে। তাই এর থেকে আমি কিছু আশা করি না। একটি নতুন, টেম্পোরারি আইকন-সৃষ্টি ছাড়া।

    কিন্তু অন্যদিকে অর্গানাইজড পলিটিকাল পার্টি থেকে শুরু করে প্রফেশনাল প্রতিবাদীরা - এই অরুণা রায়ের দল - ভাবছেন তাঁদের পাল থেকে হাওয়া বুঝি চলে গেল। ভাবটা হচ্ছে, 'প্রতিবাদ করতে হলে আমাদের নেতৃত্বে কর। নইলে তোদের প্রতিবাদ অগণতান্ত্রিক ও তোরা হোঁতলা এবং হাঁদাড়ে।'

    ভেস্টেড ইন্টারেস্ট কোথায় নেই!
  • abastab | 61.95.189.252 | ২১ আগস্ট ২০১১ ১১:২০471989
  • আমার প্রধান সমস্যা ৩ নং পয়েন্টে। সে প্রশ্ন খানিক আগেই করলুম, উত্তর পেলে পড়তাম। আর অরুন্ধতীর লেখাটা আগের দিন পড়িনি এই মাত্র পড়লাম।

    Twenty years ago, when the era of “liberalisation, privatisation and globalisation” descended on us, we were told that public sector units and public infrastructure needed to be privatised because they were corrupt and inefficient.

    We were told the problem was systemic. Now that nearly everything has been privatised, when our rivers, mountains, forests, minerals, water supply, electricity and communications systems have been sold to private corporations, we find that corruption has grown exponentially, the growth rate of corruption has surpassed everything we could possibly imagine. In scam after scam, the figures that are being siphoned away are completely off the charts. It is not surprising that this has enraged the people of this country. But that anger does not always show signs of being accompanied by clear thinking.


    বেসরকারীকরনের সাথে করাপশনের উনি যে কোরিলেশন দেখাচ্ছেন তার সাথে খানিকটা সহমত হচ্ছি।
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ১১:২৬471991
  • হ্যাঁ, অরুন্ধতীর লেখা নিয়ে আমারো এখানে আপত্তি। এবং আরো কিছু জায়গায়।

    সরকারী, উদারীকরণ, কর্পোরেট , এগুলোর সাথে দুর্নীতিকে যেভাবে কোরিলেট করিয়েছেন, সব কেমন গুলিয়ে গেছে।

    আন্না যেগুলো নিয়ে বলছেন না, তা নিয়ে আপত্তি থাকতে পারে , কিন্তু তাই বলে যা নিয়ে বলছেন, তা নিয়ে আপত্তি কেন ?
    আর দুর্নীতির প্রশ্নে মানুষের মধ্যে যে একটা সত্যিই ক্ষোভের জায়গা আছে, যেটা না থাকলে এই 'হুজুগ' তৈরি করাও চাপের হয়, সেটাকে এঁরা অস্বীকার করে যান। ফলে এঁদের কথাবার্তা ঐ preaching to the converted হয়েই বসে থাকে । এটা আমার অরুন্ধতীর বেশিরভাগ লেখা নিয়েই মনে হয়।

    মেধা পাটেকর ইত্যাদি যাঁরা গ্রাউণ্ড লেভেলের অ্যাকটিভিস্ট , তাঁদের মধ্যে কিন্তু এইরকম শুচিবায়ুগ্রস্ততা নেই। সবেতে একমত না হতে পারেন,অন্য ইস্যু না তোলা নিয়ে আপত্তি করতে পারেন, কিন্তু এই লেভেলে তাকে নস্যাৎ করা নেই।

    আর, এখন প্রতিবাদ টা মূলত হচ্ছে সরকারের আচরণের। তাতে তো অন্তত সামিল হতে পারেন !
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ১১:৩১471992
  • এখন যে এই কালো টাকা নিয়ে তুলকালাম হচ্ছে, তার সাথে নতুন করে প্রাইভেটাইজেশনের কতটা কী সম্পর্ক ? এতো চিরকালেরই সমস্যা।
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ১১:৩২471993
  • আগের পোস্টটা ন্যাড়াদার পোস্টের উত্তরে ছিল।
  • Sushanta Kar | 117.198.56.149 | ২১ আগস্ট ২০১১ ১৭:৫৯471994
  • আন্নার আন্দোলনকে যারা এক ব্যক্তি এক ইস্যুতে দেখছেন, তার বিচিত্র মাত্রা, বিচিত্র প্রকাশকে দেখছেন না তাদের কাছে এই আন্দোলনকে মিডিয়া হুজুগ বলে মনে হবে। ভেনেজুয়েলা সাম্রায্যবাদ বিরোধী আন্দোলনের পরিভাষাকে একভাবে পাল্টাচ্ছিল, পালটাচ্ছিল ওয়ার্ল্ড সোসিয়েল ফোরামও। মিশর তার থেকে আলাদা নয়, কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গে ব্যাবস্থা পালতাবার আরেক পরিভাষা পাল্টালো। এবারে আন্না পালটাচ্ছেন । দেখছেন না বিশ্বায়ন যে মধ্যবিত্তকে মোহাচ্ছন্ন করে রেখেছিল, যে ছাত্রেরা বহুদান পথে নামছিলনা, তারা নেমে গেছে? এই প্রথম ভারতে স্বয়ং সংসদীয় ব্যবস্থাটি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে! স্বয়ং ব্যবস্থার ভেতরে থাকা লোকেরা জিজ্ঞেস করছে , 'আমাদের কী হবে!" আর আন্নাপন্থীরা বলছেন, জানি না, কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে! এর আগে কেউ এমন দেশজোড়া ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পেরেছিল? 'রাজনৈতিক দল বিরোধীতার একটাই অর্থ, প্রতিষ্ঠিত সমস্ত শাসক দলকে প্রত্যাখ্যান। এটি মোটেও শেষ বিচারে 'রাজনীতি' বিরোধীতা নয়! আন্নার এর পরের স্লোগান হবে, নির্বাচনী বিধির বদল, ফিরিয়ে আনার অধিকার আর প্রত্যাখ্যানের অধিকার। এর সঙ্গে জুড়বে ভূমি অধিকার আইনের লড়াই। এই আন্দোলন যত দিন যাবে, আপাতত থেমে গেলেও, জঙ্গী হবে। কিন্তু আরেকটা নকশালবাড়ি, বা তেভাগা দেখবার স্বপ্ন যারা দেখছেন তাদের হতাশ হতেই হতে পারে। কিন্তু যতদূর যাবে তাতে অর্জন অনেক গভীর হবে বলেই আমার বিশ্বাস। ১০ এর দশক আর ২০ এর দশকের ভারত এক থাকবে না । আন্নার সমর্থণে কারা আছেন, কারা নেই সেইসব ব্যক্তি দিয়ে আন্দলনকে বিচার করা যাবে না, কথা হলো কারা থাকবেন, আর কারা সবেন।
  • Sushanta Kar | 117.198.56.149 | ২১ আগস্ট ২০১১ ১৮:০৪471995
  • আরেকটা কথা আন্নার আন্দোলনে পশ্চিম বাংলার নীরবতা সহজবোধ্য। এটাই ভারতীয় বৈচিত্রকে প্রমাণ করে। এর মধ্যে আমি অন্যায় কিছু দেখছি না। এই মাত্র যারা একটাব্যবস্থা পালটালেন, তারা কিছুদিন অপেক্ষা করতেই চাইবেন। কিন্তু সেটি সাময়িক। তা ছাড়া, দেশের অঞ্চল ভেদ, জাতি-বর্ণভেদ সবসময়েই যেকোনো দেশজোরা আন্দোলনে একটা সীমা বেঁদেহ দেবার কাজ করেছে।
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ১৮:৪৪471996
  • সুশানতদার সাথে অনেকটা একমত।
  • siki | 122.162.75.240 | ২১ আগস্ট ২০১১ ১৯:২২471997
  • ন্যাড়াদার আজকের ১১:১২ এ এম পুরোপুরি ক।

    এ বিষয়ে আমার দু পয়সা, নৈর্ব্যক্তিক।

    গত দুদিন ধরে অনশন করা প্রচুর লোকের পকেট কাটা গেছে। রামলীলা ময়দানের ভিড়ে মিশে গেছে অজস্র পকেটমার।

    দিল্লির অটো-ওলারা খুব সাধু সেজে আন্না হাজারের সাপোর্টে একদিনের প্রতীকি ধর্মঘট পালন করল ... অবশ্য পয়সালোলুপ দিল্লিওয়ালারা কোনও বিশেষ কারণেই পয়সা রোজগারের পথ থেকে বিরত থাকে না, ফলে সেদিনও নর্মালি প্রচুর অটো চলেছিল, কেবল অটোগুলোর পেছনে ব্যানার লাগানো ছিল আন্নাকে সমর্থন জানানো মেসেজ লেখা। দুদিনের মধ্যেই দিল্লির অটো-ওলারা ব্যাক ইন ট্র্যাক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক আসছে রামলীলা ময়দানে। তাদের দুহাতে লুঠছে অটোওলারা। দু চার কিলোমিটার দূরত্বের জন্য চাইছে দেড়শো থেকে আড়াইশো টাকা। এগুলো বোধ হয় ভ্রষ্টাচারের মধ্যে পড়ে না।

    ইনফোসিসের প্রাক্তন এইচার হেড মোহনদাস পাই জানিয়েছেন, বেসরকারি ভ্রষ্টাচার দু-নম্বরী ইত্যাদি লোকপালের আওতায় আনা উচিত নয়, র‌্যাদার সেগুলোর কোনও ভিজিলেন্স থাকাই উচিত নয়, কারণ সেগুলোয় পাবলিক মানি নিয়ে নয়ছয় হয় না।

    আন্না যে এ কদিন অনশন করেন নি, সে তাঁর অ্যাকটিভিটি দেখেই দিব্যি বোঝা যাচ্ছে। অল্প খেয়েছেন, সত্যিই। তবে না খেয়ে থাকেন নি।
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ২০:১১471998
  • বেসরকারি ভ্রষ্টাচার নিয়ে আন্নার কী বক্তব্য ?
  • siki | 122.162.75.240 | ২১ আগস্ট ২০১১ ২০:১৮471999
  • অত চিন্তাভাবনা করার মত গ্রে ম্যাটার সম্ভবত আন্নার মাথায় নেই।
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ২০:৩১472000
  • এ আবার কেমনতর কথা হইলো ! :o
    ওঁর ভাবনাচিন্তার সীমাবদ্ধতা থাকতে পারে, সবেতে আমি সহমত না হতে পারি, কিন্তু তাই বলে ...

    আর তাও এঁকে নিয়ে, যিনি এই কাজগুলো করেছেন, প্রায় একক প্রচেষ্টায় !

    http://www.annahazare.org/ralegan-siddhi.html

    এই গ্রামে আমার অনেক বন্ধুবান্ধব ঘুরে এসেছে, এটার নিয়ে একটা সিডি ও ছিল আমার কাছে। এই watershed development এর মত কাজ তাল তাল গ্রে ম্যাটার ওয়ালা 'বিশেষজ্ঞ'দের মাথা থেকে আগে বেরোলে দেশের খরাপ্রবণ এলাকার মানুষজন আজ অনেক ভাল থাকতে পারতেন।
  • siki | 122.162.75.240 | ২১ আগস্ট ২০১১ ২০:৪২472003
  • মানছি তো! উনি বেশ কিছু ভালো কাজ করেছেন বলে উনি যে কোনও কাজই করতে পারবেন? প্রাইভেট সেক্টরের ভ্রষ্টাচার নিয়ে আন্না বা তাঁর টিমের কারুরই বিশেষ কিছু আইডিয়া আছে বলে আমার মনে হয় না।

    তবে এটা আমার অ্যাসাম্পশন, সরকারি লেভেলের করাপশনে যে পরিমাণ সম্পত্তি নষ্ট হয়, বেসরকারি সেক্টরে বোধ হয় সেই লেভেলে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন