এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ২৬১০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ১৪ এপ্রিল ২০১১ ০৬:৪০471804
  • আরে ভিখারিকে মার্ক্সবাদীরাও পয়সা দেয় না। নিজের চোখে দেখা। সিস্টেম না বদলানো অবধি কিসুই হবে না।

    তবে কোন এমবিএ তে মার্ক্সিজম পড়ায়? কোন ইউনি?

    ঐ টইতেই লিখুন, একটু টইটা পড়ে নিয়ে, নইলে রিপিট টেলিকাস্ট হলে লোকে ইন্টারেস্ট হারাবে।
  • kallol | 115.184.44.50 | ১৪ এপ্রিল ২০১১ ০৮:২২471805
  • লোকপাল বিলের মোদ্দা বিষয়গুলো :
    ১) কেন্দ্রে লোকপাল ও রাজ্যে লোকায়ুক্ত নামে প্রতিষ্ঠান গড়ে তোলা হবে
    ২) সুপ্রিম কোর্ট বা ইলেকশন কমিশনের মতো এটি একটি সরকার নিরপেক্ষ স্বধীন স্বত্তা হিসাবে গড়ে উঠবে, যাতে কোন মন্ত্রী বা আমলা এর কার্যকলাপকে প্রভাবিত না করতে পারে।
    ৩) সর্বাধিক দুই বছরের মধ্যে প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি করতে হবে। তদন্তের জন্য সর্বাধিক এক বছর, বিচারের জন্য সর্বাধিক আরো এক বছর।
    ৪) দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সরকারের যে ক্ষতিসাধন করেছে, তা তার সাজার সাথে আদায় করা হবে।
    ৫) কোন সরকারী দপ্তর যদি কোন নাগরিকের কাজ যে সময়ের মধ্যে করার কথা, তা না করে বা যে ভাবে করার কথা তা ঠিকভাবে না করে, তবে দায়ী সরকারী কর্মীকে/কর্মীদের থেকে জরিমানা আদায় করা হবে, যা অভিযোগকারীকে/দের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে।
    ৬) লোকপালদের বেছে নেবেন বিচারপতি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবিধানিক আধিকারিকরা, একটা স্বচ্ছ ও অংশগ্রহনকারী প্রক্রিয়ার মধ্যে দিয়ে।
    ৭) কোন লোকপাল আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
    ৮) CVC, Departmental VigilanceCBIএর Anti Corruption Branch লোকপালের সাথে মিশে যাবে। স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত ও শাস্তি প্রদানের জন্য সমস্ত ব্যবস্থা লোকপালের হাতে থাকবে।
    ৯) যে বা যারা দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন, তাদের নিরাপত্তার ব্যবস্থাও লোকপাল করবে।
    (শেষ নয়)
  • badur | 98.201.111.24 | ১৪ এপ্রিল ২০১১ ০৮:৫৫471806
  • এই নাগরিক প্রতিনিধিরা কারা ? এদের কে বেছে নেবে?
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৩১471807
  • এক এক করে আসছি।
    প্রথমত:। লোকপালের দরকার আছে কি? লোকপাল যেসব বিষয়ের বিচার ও শাস্তি দেবার জন্য তৈরী করা হবে, তা সবই ভারতীয় সংবিধানের আওতায়। ফলে সেই সব অপরাধের বিরুদ্ধে আদালতে যাওয়া যায় ও দোষ প্রমাণিত হলে শাস্তিও দেওয়ানো যায়। তা সঙ্কেÄও আবার আর একটা প্রতিষ্ঠান কেন?
    ঠিক যেমন মানবাধিকার কমিশন। এই কমিশন যে সব অভিযোগের তদন্ত করে, সেগুলোও সাধারন আদালতের বিচার্য হতেই পারে, তা সঙ্কেÄও মানবাধিকার কমিশন তৈরী হতে হয়, ও তা প্রচুর সদর্থক ভূমিকা পালন করে চলেছে। তেমনই দুর্নীতির (বিশেষ করে সরকারী মহলের দুর্নীতি) অভিযোগের তদন্ত করতে ও শাস্তি দিতে এইরকম প্রতিষ্ঠানের দরকার আছে।
    দ্বিতীয়ত:। এই লোকপালেরা কারা? কারাই বা এদের বাছবেন। বিল যা বলছে :
    1.The Chairperson and members shall be appointed by the President on the recommendation of a selection committee.
    2.The following shall not be eligible to become Chairperson or Member of Lokpal:
    (a)Any person, who is not a citizen of India
    (b)Any person, who was ever chargesheeted for any offence under IPC or PC Act or any other Act or was ever penalized under CCS Conduct Rules.
    (c)Any person, who is less than 40 years in age.
    3.At least four members of Lokpal shall have legal background. Not more than two members, including Chairman, shall be former civil servants.
    Explanation: “Legal Background” means that the person should have held a judicial office in the territory of India for at least ten years or has been an advocate in High Court or Supreme Court for at least fifteen years.
    4.The members and Chairperson should have unimpeachable integrity and should have demonstrated their resolve to fight corruption in the past.
    5.A selection committee consisting of the following shall be set up:
    a.The Vice President of India
    b.Speaker of Lok Sabha
    c.Two senior most judges of Supreme Court
    d.Two senior most Chief Justices of High Courts.
    e.Retired army personnel who are five star Generals.
    f.Chairperson of National Human Rights Commission
    g.Comptroller and Auditor General of India
    h.Chief Election Commissioner
    i.After the first set of selection process, the outgoing members and Chairperson of Lokpal.
    6.The Vice President shall act as the Chairperson of the selection committee.


  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৩৬471808
  • কিভাবে কাজ করবে এই সিলেকশন কমিটি।
    বিল যা বলছে :
    7.The following selection process shall be followed:
    a.Recommendations shall be invited through open advertisements in prescribed format.
    b.Each person recommending shall be expected to justify the selection of his candidate giving examples from the past achievements of the candidate.
    c.The list of candidates along with their recommendations received in the format mentioned above shall be displayed on a website.
    d.Each member of the selection committee, on the basis of the above material, shall recommend such number of names as there are vacancies.
    e.This list shall be displayed on the website.
    f.Public feedback shall be invited on the shortlisted names by putting these names on the website.
    g.The selection committee may decide to use any means to collect more information about the background and past achievements of the shortlisted candidates.
    h.All the material obtained so far about the candidates shall be made available to each member of the selection committee in advance. The members shall make their own assessment of each candidate.
    i.The selection committee shall meet and discuss the material so received about each candidate. The final selections for the Chairperson and members shall be made preferably through consensus.
    Provided that if three or more members, for reasons to be recorded in writing, object to the selection of any member, he shall not be selected.
    j.All meetings of selection committee shall be video recorded and shall be made public.
    8.The Prime Minister shall recommend the names finalized by the selection committee to the President immediately, who shall order such appointments within a month of receipt of the same.
    9.If any of the members of the selection committee retires while a selection process is going on, that member will continue on the selection committee till the end of that process.

  • G | 96.236.166.42 | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৪৩471809
  • রুকাওয়াট কে লিয়ে খেদ: বাদুড়্‌বাবু, রাষ্ট্রচরিত্র আমার কাছে স্ত্রীয়াশ্চরিত্র - নো আইডিয়া। তবে এখন লোকপাল বিলের ডিটেলস চলছে, এইটা হয়ে যাক, তাপ্পর না হয় দূর্নীতির গোড়ায় ফিরে যাওয়া যাবে
  • 9 | 59.161.187.206 | ১৪ এপ্রিল ২০১১ ১০:৪২471810
  • না রে ভাইডি, সিপিএম তৃণমূল কিসুতেই চেইত্যা যাই না। সিপিএম তো দেহি আন্নারে সাপোর্টও দিসে। বরং তাতে চেইত্যা যাওয়ার চান্স আছিল। কিসুটা ভয়ই করে। কথা কইতেই অসোয়াস্তি হয়। যারা গণতন্ত্র সহিষ্ণুতা এইসব কইয়া মুখের ফেকড়ি তুইল্যা ফেলেন, তারাই পাবলিক সেন্টু ছাইড়া অইন্য কিসু কইলেই ইঁট পাটকেল ছুইড়্যা মারেন। এইডাই শুধু। আর কিসু নয়।

    "The day we feel self-conscious and inhibited about expressing even non-verbally, or silently, our disappointment in public about a public issue, is the day when we know that authoritarian values have taken a firm hold on public discourse."
  • 9 | 59.161.187.206 | ১৪ এপ্রিল ২০১১ ১০:৫১471811
  • শুধু এখানকার প্রসঙ্গে কই নাই। সর্বত্রই একই চিত্র। পোখরান থেকে আন্না।
  • h | 203.99.212.53 | ১৪ এপ্রিল ২০১১ ১১:০৬471812
  • আর্জো:-) আমার বক্তব্য ক্রমশ: কমে যাছে, এখন শুধু মুগ্‌ধতা:-)

    এদিকে আয় বা এলে অন্তত খপর দে, দু চারটে বিলিতি বিলো, তারপর আলোচোনা হবে! মনে রাখবি বিদেশী শক্তি হিসেবে গুরুঙ্কÄপূর্ণ হয়ে ওঠার মূল শর্ত দুটি, ক-গোপনীয়তা খ-হরির লুট। মডেলটা ফলো কর।
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ১২:১০471814
  • তাহলে দেখা যাচ্ছে, প্রথম লোকপালদের যারা বাছবেন তারা সকলেই সংবিধানের ক্ষমতাবলে আধিকারিক, একমাত্র সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত পাঁচ তারা জেনারেলরা ছাড়া। পরেরবার থেকে বিদায়ী লোকপালেরাও এই সিলেকশন কমিটিতে থাকবেন নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে। কিন্তু কথা হলো ঐ বিদায়ী লোকপালেরা কি ভাবে নাগরিক সমাজের প্রতিনিধি হয়ে উঠবেন? ওদের বেছে নেওয়ার পদ্ধতির মধ্যে সেই উত্তরটা আছে।
    The list of candidates along with their recommendations received in the format mentioned above shall be displayed on a website.
    আর
    Public feedback shall be invited on the shortlisted names by putting these names on the website.

    এবার প্রশ্ন উঠবে যাদের ইন্টারনেট ব্যাবহারের সুযোগ নেই, তারা কিভাবে তাদের মত জানাবেন। না, তারা মত দিতে পারবেন না। নীতিগত দিক থেকে এটা আদৌ কাম্য নয়। কিন্তু সাধারন মানুষের যে বিশাল অংশটি এই লোকপাল বেছে নেওয়ার প্রক্রিয়ার বাইরে থেকে যাবেন, তাদের কাছে প্রাথমিকভাবে দুর্নীতি খুব বড় সমস্যা নয়। তবে এটা এই লোকপাল বেছে নেওয়ার প্রক্রিয়ার দুর্বলতা, যা দেশের সংখ্যাগুরু মানুষকে ঐ প্রক্রিয়ায় অংশগ্রহন করাতে অপারগ।
  • Sibu | 74.125.63.33 | ১৪ এপ্রিল ২০১১ ১২:২১471815
  • ইন্টারেস্টিং। হবু রাজার দেশে একবার নির্বাচন হয়েছিল। একবারের এমপিরা পরের বারের এমপিদের সিলেক্ট করেন। বাই ইনডাকশন, সব এমপিরাই নাগরিক সমাজের প্রতিনিধি।
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ১২:৩৬471816
  • হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া এমপিরা নিশ্চই নাগরিক সমাজের প্রতিনিধি হয়ে উঠতেন, যদি তাদের নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়াটিতেই ভোটারদের পছন্দ-অপছন্দ জানানোর অধিকার থাকতো বা অন্তত ব্যালটে ""কোন প্রার্থীই পছন্দ নয়"" বলে ছাপ বা বোতাম টেপার বন্দোবস্তো থাকতো। কে ভোটে দাঁড়াবেন আর কে দাঁড়াবেন না তাতে দলগুলি বা আরও ঠিক ভাবে বললে দলগুলির মাথারা ছাড়া কারুরই মতামতের কোন দাম নেই। তাই.........
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ১২:৫৮471817
  • ভারতে সাধারন নির্বাচন ও নির্বাচনী কার্যকলাপ যা হয়ে উঠেছে, তাতে এম্পি/এমেলেদের জনপ্রতিনিধি বললে ঘুড়ায় হাসে।
    এবার হায়দ্রাবাদে শিবাংশুর অভিজ্ঞতা শুনছিলাম। তাতে এই ধারনা আরও বদ্ধমূল হয়েছে।
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ১৩:০২471818
  • আর হ্যাঁ, হবু রাজার দেশে শুধু আগেরবারের এম্পিরাই পরেরবারেদের বেছেছেন। এখানে তাদের সাথে আরও অনেকে থাকবেন -
    a. The Vice President of India
    b. Speaker of Lok Sabha
    c. Two senior most judges of Supreme Court
    d. Two senior most Chief Justices of High Courts.
    e. Retired army personnel who are five star Generals.
    f. Chairperson of National Human Rights Commission
    g. Comptroller and Auditor General of India
    h. Chief Election Commissioner


  • h | 203.99.212.53 | ১৪ এপ্রিল ২০১১ ১৪:২৯471819
  • এ তালিকায় কল্লোল দা ছাড়া হগলেই পোলিটিকাল অ্যাপয়েন্টী :-)
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ১৪:৩৭471820
  • আমি ছাড়াও আছে - আগেরবারের লোকপাল বেঞ্চ। তারাও পোল্টিকাল অ্যাপোন্টি লয়।
  • dukhe | 122.160.114.85 | ১৪ এপ্রিল ২০১১ ১৫:৪৭471821
  • এ তো দেখছি রাজনীতিকদের মনোপলি নিয়ে টানাটানি ।
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ১৬:১১471822
  • সিলেকশন কমিটির সব মিটিং - All meetings of selection committee shall be video recorded and shall be made public.
    এই স্বচ্ছতা সত্যিই কাবিলে তারিফ।

    এ সবই হলো। অভিযোগ এলো। তদন্ত হলো। বিচার শেষে শাস্তিও ঘোষনা হলো। কিন্তু শাস্তি কার্যকরী হলো না। পুলিশকে বলা হলো অমুককে ধরে জেলে পোরো। পুলিশ বল্লে পাচ্ছি না হুজুর। ব্যাটা পগার পার। তাহলে কি হবে।
    13. Powers in case of non-compliance of orders: (1) Each order of the Lokpal shall clearly specify the names of the officials who are required to execute that order, the manner in which it should be executed and the time period within which that order should be complied with.
    (2) If the order is not complied with within the time or in the manner directed, the Lokpal may decide to impose a fine on the officials responsible for the non-compliance of its orders.
    (3) The Drawing and Disbursing Officer of that Department shall be directed to deduct such amount of fine as is clearly specified by the Lokpal in its order made in sub-section (2) from the salaries of the officers specified in the order.
    Provided that no penalty shall be imposed without giving a reasonable opportunity of being heard.
    Provided that if the Drawing and Disbursing Officer fails to deduct the salary as specified in the said order, he shall make himself liable for a similar penalty.
    (4) In order to get its orders complied with, the Lokpal shall have, and exercise the same jurisdiction powers and authority in respect of contempt of itself as a High court has and may exercise, and, for this purpose, the provisions of the Contempt of Courts Act, 1971 (Central Act 70 of 1971) shall have the effect subject to the modification that the references therein to the High Court shall be construed as including a reference to the Lokpal.


  • til | 203.33.164.103 | ১৪ এপ্রিল ২০১১ ১৬:১৫471823
  • কল্লোল,
    এই GOM অর্থাৎ group of Ministers ই বা কি বস্তু? আম্মো পোনবদাই দেখছি বেশ আছেন, সেই বাঙলা কংগ্রেস আমল থেকে। ওঁর CV তে সব মিনিষ্ট্রিই আছে। এই সব একই মিনিস্টারগণ সর্বঘটে বিল্বপত্র! লোকপাল ফাল দিয়ে ঘন্টা হবে। যেটা দরকার তা হল রুল অফ ল। শালা অষ্ট্রেলিয়াতে এক মিনিস্টার TA বিলে ভুল ভাল দেখিয়েছে তো সিধে কোমরে দড়ি। এক মহিলা এম পি পার্টি ফান্ডের হিসেবে বেনিয়ম তো জেল ও জেলে ঢোকানোর আগে strip search! জেলের ভাত খাবার ভয় থাকলেই সব সিধে।
  • kallol | 220.226.209.2 | ১৪ এপ্রিল ২০১১ ১৬:২৩471825
  • তিলু - সে তো রাজাবাবুও জেলে গেলেন 3G কেলেঙ্কারী করে। তাতে আর কিই বা হলো। কিন্তু আবার হলোও। কিভাবে হলো সেটা পরে বলবো। সেটা আমার বিশ্বাস বা স্বপ্নও বলতে পারো।
    একটু সময় দাও - সে কথায় আসবো।
  • Abul Khayer | 123.49.21.99 | ১৪ এপ্রিল ২০১১ ১৮:০৩471826
  • এক আন্না হাজারের অনশনে কী হবে? বর্তমান কংগ্রেস নেতৃত্বে ভারতবর্ষ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত! গত ১ বছর ধরেই এসব কথা জোরেশোরে শোনা যাচ্ছে। প্রতিকারের কোন উদ্যোগ লক্ষণীয় নয়। সিবিআই নামক যে প্রতিষ্ঠানটি দুর্নীতির প্রতিকারে সচেষ্ট তার প্রধানের ব...যাপারেই কথা উঠেছে শুধু নয়- সম্ভবত, তার চাকরীই নেই এখন। তবু সামাল দেয়া যাচ্ছে না। ১৮৮৫ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত কংগ্রেস নেতৃত্ব রাজনীতির ক্ষেত্রে সততা আর আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করেছিল। পরম পূজনীয় কথা সহিত্যিক তারাশঙ্করের গণদেবতাসহ বহু লেখাপত্রে ভাস্বর হয়ে আছে সেসব। কিন্তু আজ একি হাল! শোনা যাচ্ছে, এক/দুজনে মিলেই মেরে দিয়েছে ১/.৫ লক্ষ কোটি রূপি। এবং এরকম ডজন ডজন কেইস আছে। চরম লজ্জাকর! মহামতি গোখলে অথবা দাদাভাই নৌরজী বা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জী বেঁচে থাকলে কী ব্যবস্থা অবলম্বন করতেন? আর ভারতবর্ষের কমিউনিস্টরাই বা কী করে? নির্বীর্য হয়ে পড়লো নাকি কাকাবাবু মোজাফফর আহমদের শিষ্যগণ। প্রকাশ কারাত মহোদয়ের আতলামী মার্কা কথা, সীতারাম ইয়েচুরির পাকামো আর বুদ্ধদেব বাবুর কাব্যিক সরলতায় কাজ হবে না। বেশ বোঝা যাচ্ছে কংগ্রেস, কমিউনিস্ট এবং অন্যান্য দলের নেতৃত্ব বৃদ্ধ এবং তরুণ উভয়ই বদ্ধ আর নীতিহীন হয়ে পড়েছে।
  • aka | 168.26.215.13 | ১৪ এপ্রিল ২০১১ ১৯:৪৩471827
  • সাইনাথ -

    #at=17


  • kallol | 220.226.209.2 | ১৫ এপ্রিল ২০১১ ১২:০৪471829
  • আমার বিশ্বাসের কথা বলে শেষ করব।
    আমি মার্ক্সবাদী নই, অ্যানার্কিস্টও নই।
    কিন্তু রাষ্ট্রের অবসান চাই। কারন আমি মনে করি রাষ্ট্র সার্বিক স্বাধীনতার সবচেয়ে বড়ো বাধা।
    মার্ক্সবাদী হিসাবে শুরু করেছিলাম বলে ভাবতাম। আসলে যা যা করেছি তা অ্যানার্কিস্টদের কাছাকাছি। পরে মানবাধিকার আন্দোলনের সাথে যুক্ত হই। এখনো সেই আন্দোলনের সাথেই থাকার চেষ্টা করি।
    আমি বিশ্বাস করি আধিকারের আন্দোলন (শুধু মানবাধিকারের নয়) ক্রমশ: তার বিস্তার ঘটাচ্ছে নানান ক্ষেত্রে, সারা পৃথিবী জুড়েই। রাষ্ট্রকেও মাথা নোয়াতে হচ্ছে একটু একটু করে। অধিকারের পরিসর বাড়ছে। আর এই পরিসর বাড়ার মধ্য দিয়ে মানুষ ব্যক্তি ও সমষ্টিগত ভাবে এবং প্রকৃতির অংশ হিসাবেও একটু একটু করে রাষ্ট্রের নিগড় থেকে নিজেকে মুক্ত করে আনছে। আমার বিশ্বাস ও স্বপ্ন একদিন মানুষ বা বড় অর্থে প্রকৃতি তার অধিকারের সীমা বাড়াতে বাড়াতে এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে রাষ্ট্র অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
    ভারতের প্রেক্ষিতে, তথ্যের অধিকার, লোকপাল/জন লোকপাল প্রতিষ্ঠা, সমকামীতাকে অপরাধ নয় বলে রায়, এসবের মধ্য দিয়ে সেই পথ চলার সিলসিলা জারি। পথ আরাও বাকি, কিন্তু পথ চলার গতি বাড়ছে, সাথে হাঁটার সাথী বাড়ছে, সেই বা কম কি। চলো।
  • a | 208.240.243.170 | ১৫ এপ্রিল ২০১১ ১২:০৬471830
  • কটি কথা

    ১। 4. The members and Chairperson should have unimpeachable integrity and should have demonstrated their resolve to fight corruption in the past. এটা ভয়ানক সাবজেক্টিভ আর ওপেন এন্ডেড কথা।

    কি করে জানা যাচ্ছে যে এদের কেরিয়ার এক্কেবারে ধোয়া তূলসিপাতা?

    ২। যদি তাও হয়, এরা পাব্লিকের, তথা আমার প্রতিনিধি হল কিভাবে? আর সেই একই ভাবে এরা যাদের নির্বাচন করবে তারাই বা আমার প্রতিনিধি হল কিভাবে?

    ৩। লোকপালের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করা যাবে কি?

    ৪। স্কোপ ওফ ওয়ার্ক কি হবে? শুধু অভিযোগের তদন্ত না নিজে থেকেও তদন্ত (সুয়ো মোটো) শুরু করতে পারবে? মনে রাখবেন, মানবাধিকার কমিশনের সুও মোটো কেস ১% মত মাত্র।

    ৫। যদি, কোন কারণে, লোকপাল দু বছরের ভিতর তদন্ত না করে উঠতে পারেন তাহলে কি হবে?

    ৬। লোকপালের নিজের শাস্তি দেবার ক্ষমতা থকছে। সেটা কি পেনাল কোড মেনে করতে হবে? নাকি জেমন খুশি? এটা কে ঠিক করবেন?
  • a | 208.240.243.170 | ১৫ এপ্রিল ২০১১ ১২:১৩471831
  • জেহেতু আপনি বিলের অপারেশনাল দিকগুলি তুলে ধরেছেন, সেই জন্যেই আমি সেই দিকের অসুবিধার কথা বল্লাম।

    এখন আপনি যদি বিস্বাসের কথা বলেন, আমি অন্যভাবে কাউন্টার করব।

    সেই জন্যেই আমি করাপশনের ডেফিনিশন চাইছিলাম। মূলত এটা বলার জন্যে যে প্রতি নিয়ত আমরা সবাই কোরাপ্ট। সেদিক থেকে দেখতে গেলে এটা মানসিকতার তথা ভ্যালু সিস্টেমের গল্প, রাষ্ট্রের ভূমিকা খুবই কম এই বিষয়ে।

    আর সেদিক থেকেদেখলে, লোকপালও রাষ্ট্রেরই আরেকটা মুখ, ক্ষমতার আরেকটা বিকল্প কেন্দ্র। যদ্দিন ঠিক চলবে, তদ্দিন বেনিফিট আছে, কিন্তু সেওতো রাষ্ট্রের ও আছে
  • dukhe | 117.194.227.55 | ১৫ এপ্রিল ২০১১ ১৩:০৮471832
  • আর যাই হোক বাপু, 'নির্বাচিত জনপ্রতিনিধি' যেন না হয় । রাজাবাবু যতই ভোটে জিতুন, দুর্গন্ধ ছড়াবেনই ।
  • kallol | 220.226.209.2 | ১৫ এপ্রিল ২০১১ ১৩:০৯471833
  • a : ১) আমিও জানি না।
    ২) প্রথমবার যারা লোকপাল বেছে নিচ্ছেন তারা সাধারনের প্রতিনিধি নন। যাদের বাছা হচ্ছে তাদের সম্পর্কে আপত্তি জানাতে পারা যাবে নেটে। যে কেউ আপত্তি জানাতে পারে তার যুক্তি সমেত। ফলে যারা ঐ আপত্তির বেড়াজাল পেরিয়ে যাবেন, তাদের সাধারনের প্রতিনিধি বলা যেতেই পারে। বিশেষত: যখন কেউ তার ভোট এলাকার সমগ্র ভোটারদের ৩০% বা ২৫% ভোট পেয়েও জনপ্রতিনিধি হয়ে যেতে পারেন - সেই প্রেক্ষিতে।
    ৩) আমার Date:14 Apr 2011 -- 08:22 AM
    পোস্টের ৭ নং পয়েন দেখুন।
    ৪) সুয়ো মটো তদন্ত শুরু করতে পারবে।
    স্কোপ : বিল যা বলছে :

    Powers and Functions of Lokpal

    8. Functions of Lokpal: (1) the Lokpal shall be responsible for receiving:
    (a)Complaints where there are allegations of acts of omission or commission punishable under the Prevention of Corruption Act
    (b)Complaints where there are allegations of misconduct by a government servant,
    (c)Grievances
    (d)Complaints from whistleblowers
    (e)Complaints against the staff of Lokpal
    (1A) It shall be the prime duty of Lokpal to ensure the integrity of its own staff and employees, whether temporary or otherwise. Lokpal shall be competent and empowered to take all actions to ensure that.
    (2) The Lokpal, after getting such enquiries and investigations done as it deems fit, may take one or more of the following actions:
    a.Close the case, if prima facie, the complaint is not made out, or
    b.Initiate prosecution against public servants as well as those private entities, which are parties to the act
    c.Recommend imposition of appropriate penalties under the relevant Conduct Rules
    Provided that if a government servant is finally convicted under the Prevention of Corruption Act, the penalty of dismissal shall be recommended on such government servant.
    d.Order cancellation or modification of a license or lease or permission or contract or agreement, which was the subject matter of investigation.
    e.Blacklist the concerned firm or company or contractor or any other entity involved in that act of corruption.
    f.Issue appropriate directions to appropriate authorities for redressal of grievance as per provisions of this Act.
    g.Invoke its powers under this Act if its orders are not duly complied with and ensure due compliance of its orders.
    h.Take necessary action to provide protection to a whistleblower as per various provisions of this Act.
    (3) Suo moto initiate appropriate action under this Act if any case, of the nature mentioned in clauses (a), (b), (c) or (d) of sub-section (1), comes to the knowledge of the Lokpal from any source.
    (4) Issue such directions, as are necessary, from time to time, to appropriate authorities so as to make such changes in their work practices, administration or other systems so as to reduce the scope and possibility for corruption, misconduct, public grievances and whistleblower victimization.
    (5) Orders made by Lokpal under sub-section (2)(c) of this section shall be binding on the government and the government shall implement it within a week of receipt of that order.
    (6) Section 19 of the Prevention of Corruption Act shall be deleted. Section 6A of Delhi Special Police Establishment Act shall not be applicable to the proceedings under this Act.
    (7) Section 197 of CrPC shall not apply to any proceedings under this Act. All permissions, which need to be sought for initiating investigations or for initiating prosecutions under any Act shall be deemed to have been granted once Lokpal grants such permissions.

    9. Issue of Search Warrant, etc.- (1) Where, in consequence of information in his possession, the Lokpal
    (a) has reason to believe that any person. –
    (i) to whom a summon or notice under this Act, has, been or might be issued, will not or would not produce or cause to be produced any property, document or thing which will be necessary or useful for or relevant to any inquiry or other proceeding to be conducted by him;
    (ii) is in possession of any money, bullion, jewellery or other valuable article or thing and such money, bullion, jewellery or other valuable article or thing represents either wholly or partly income or property which has not been disclosed to the authorities for the purpose of any law or rule in force which requires such disclosure to be made; or
    (b) considers that the purposes of any inquiry or other proceedings to be conducted by him will be served by a general search or inspection,
    It may by a search warrant authorize any Police officer not below the rank of an Inspector of Police to conduct a search or carry out an inspection in accordance therewith and in particular to, -
    (i) enter and search any building or place where he has reason to suspect that such property, document, money, bullion, jewellery or other valuable article or thing is kept;
    (ii) search any person who is reasonably suspected of concealing about his person any article for which search should be made;
    (iii) break open the lock of any door, box, locker safe, almirah or other receptacle for exercising the powers conferred by sub-clause (i) where the keys thereof are not available.
    Seize any such property, document, money, bullion, jewellery or other valuable article or thing found as a result of such search;
    (iv) place marks of identification on any property or document or make or cause to be made; extracts or copies therefrom; or
    (v) make a note or an inventory of any such property, document, money, bullion, Jewellery or other valuable article or thing.
    (2) The provisions of the Code of Criminal Procedure, 1973, relating to search and seizure shall apply, so far as may be, to searches and seizures under sub-section (1).
    (3) A warrant issued under sub-section (1) shall for all purposes, be deemed to be a warrant issued by a court under section 93 of the Code of Criminal Procedure, 1973.

    ৫) পরিস্কার নয়। তবে কোর্টে যাওয়া যেতেই পারে। বা এমনকি লোকপালেও অভিযোগ করা যেতে পারে।

  • kallol | 220.226.209.2 | ১৫ এপ্রিল ২০১১ ১৩:১৫471834
  • ৬) হ্যাঁ, শাস্তি দিতে পারবে।
    বিল যা বলছে 19. Recovery of loss to the Government: When a person is convicted of an offence under the Prevention of Corruption Act 1988, then the trial court shall quantify the loss caused to the government and apportion that amount to various convicts from whom this money must be recovered as arrears of land revenue.

    19A. Punishments for offences: For offences mentioned in Chapter III of the Prevention of Corruption Act, the proviso to section 2(4) of this Act and section 28A of this Act, the punishment shall not be less than two years of rigorous imprisonment and may extend upto life imprisonment.
    Provided that if the accused is an officer of the rank of Joint Secretary or above or a Minister, a member or Chairperson of the Lokpal, the punishment shall not be less than ten years of imprisonment.
    Provided further that if the offence is of the nature mentioned in the proviso to section 2(4) of this Act and if the beneficiary is a business entity, in addition to other punishments mentioned in this Act and under the Prevention of Corruption Act, a fine amounting to five times the loss caused to the public shall be recovered from the accused and the recovery may be done from the assets of the business entity and from the personal assets of all its Directors, if the assets of the accused are inadequate.

    এমনকি আইনও তৈরী করতে পারবে :
    32. Power to make Rules – (1) The Government may, by notification in the Official Gazette, make rules for the purpose of carrying into effect the provisions of this Act.
    Provided that such rules shall be made only in consultation and with the approval of Lokpal.
    (2) In particular, and without prejudice to the generality of the foregoing provisions, such rules may provide for .-
    (i)the allowance and pensions payable to and other conditions of service of the Chairperson and members of Lokpal;
    (ii)the powers of a Civil Court which may be exercised by the Lokpal under clause (h) of sub-section (2) of section 11;
    (2A) Lokpal shall also be competent to make its own rules for the proper functioning of Lokpal.
    (i)the salary, allowances, recruitment and other conditions of service of the staff and employees of the Lokpal;
    (iii)procedure for registration of cases at Lokpal and initiation of prosecution
    (iv)any other matter for which rules have to be made are necessary under this Act.
    (3) Any rule made under this Act may be made with retrospective effect and when such a rule is made the reasons for making the rule shall be specified in a Statement laid before both Houses of the Parliament.
    (4) Lokpal shall strictly adhere to the time limits mentioned at various places in this Act. In order to achieve that, Lokpal shall lay down work norms for each level of functionaries and make an assessment of the additional number of functionaries and budget required in accordance with workload.

  • kallol | 220.226.209.2 | ১৫ এপ্রিল ২০১১ ১৩:১৮471836
  • করাপশনের ডেফিনেশন।
    বিল যা বলছে :
    (4)“corruption” includes anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act, 1988;
    Provided that if any person obtains any benefit from the government by violating any laws or rules, that person along with the public servants who directly or indirectly helped that person obtain those benefits, shall be deemed to have indulged in corruption.


  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন