এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • টেররিজম কমাতে হলে পলিটিক্যাল কারেক্টনেস ছাড়তে হবে

    Sibu
    নাটক | ১৫ জুলাই ২০১১ | ১২৬৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abastab | 61.95.189.252 | ১৫ জুলাই ২০১১ ১২:১৩476784
  • এবং আমরা তাদের কে মেশানোর চেষ্টাও করছিনা মূলত রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।
  • b | 203.199.255.110 | ১৫ জুলাই ২০১১ ১২:৩৬476785
  • 'মুসলমানদের আর কতদিন মুসলমান করে...'

  • Jhiki | 182.253.0.98 | ১৫ জুলাই ২০১১ ১২:৫৬476786
  • মুসলমান রা ততদিন ই মুসলমান থাকবে, যতদিন তাদের মুসলমানতর করার জন্য মধ্য প্রাচ্য থেকে ক্রমাগত টাকার যোগান থাকবে। গত ১০ বছর আমি দেশের বাইরে, তাই দেশের ভেতরের খবর তত বেশী জানি না। কিন্তুর গত ৫ বছর ধরে ইন্দোনেশিয়ায় থাকছি আর দেখছি একটা বহিরাগত ধর্ম কিভাবে এদের জীবনধারা বদলে দিচ্ছে।
  • sda | 117.194.197.44 | ১৫ জুলাই ২০১১ ১৩:২২476787
  • রামকৃষ্ণ মিশন আর মাদ্রাসা যদি সমান হয় তাহলে আর কিছু বলার নেই। পলিটিক্যাল কারেক্টনেস টার্মটাও ক্লিশে হয়ে গেছে।
  • saikat | 202.54.74.119 | ১৫ জুলাই ২০১১ ১৩:২৯476788
  • ঝিকির পোস্টটার মানে বুঝলাম না।
    ইন্দোনেশিয়ায় ইসলাম "বহিরাগত" ধর্ম ঠিক কবে থেকে? মনে হয় ৭০০-৮০০ বছর আগে ইন্দোনেশিয়ায় ইসলাম ধর্ম ঢুকেছে। তাহলে আজকেও কি বহিরাগত বলা যায়? আর যতদূর জানি, ইন্দোনেশিয়াতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক মুসলমান থাকেন।
  • kallol | 220.226.209.2 | ১৫ জুলাই ২০১১ ১৫:০৪476789
  • ঝিকির পোস্টটার মানে অন্য।
    আমরা অধিকাংশই এই ভুলটা করি। যেটা আশঙ্কার, যেটা ভয়ের সেটা ছেড়ে দিয়ে অন্য ব্যাপারে রাগ দেখাই।
    ইসলাম, ইন্দোনেশিয়ায়, ভারতীয় উপমহাদেশে, দূর প্রাচ্যে নতুন কোন ধর্ম নয়। কিন্তু ইসলাম যেভাবে ৬০/৭০ বছর আগেও এইসব জায়গায় বিরাজ করতো তা আমূল পাল্টে গেছে। সব জায়গায় একসাথে পাল্টায় নি। পাল্টানোটা নির্ভর করেছে অঞ্চল বিশেষের নানান ঘটনার ওপর।
    ভারতে বিশেষ করে পূর্ব ভারতে, ৪৭এর আগে দিয়ে পাল্টাতে শুরু করলো। নীলকন্ঠ পাখীর খোঁজে, প্রতিবেশী, বিষাদ বৃক্ষে খুব ভলো ধরা আছে এই পরিবর্তন। সাধারণ মুসলমানেরা হঠাৎ ""মুসলমান"" হয়ে ঊঠতে লাগলেন।
    আমার দেখা, ৮০র দশকের শুরু থেকেই আমাদের বাড়ির গায়ে মুসলমান মহল্লার বন্ধুরা (আমাদেরই বয়সী) নিয়মিত নামাজ পড়তে লাগলো। সেই টিপিকাল দাড়ি রাখতে লাগলো (গালপাট্টা ও গোঁফ খুব ছোট করে ছাঁটা, থুতনীতে বড় করে রাখা।
    আফগানিস্থানে রাশিয়া কব্জা করেছে তখন। সেই সময় থেকেই মধ্যপ্রাচ্যের পয়সা আসছে। পুরোনো মসজিদগুলো ঝকঝকে হচ্ছে, নতুন মসজিদ গড়ে উঠছে।
    দুটো আলাদা ঘটনা, আলাদা তাৎপর্য, কিন্তু ঘটছে একই ব্যাপার।
    ৪৭-এ ক্ষমতার স্বপ্ন দেখছে এতোকাল দুরছাই সয়ে আসা মুসলমান। ৮০তে পরিচয় হারানোর আশঙ্কা। এইগুলোর সাথে যুক্ত হয় বাইরের চাপ, রাজনৈতিক নেতা, মৌলভীদের হাত ধরে।
    কেরালাতেও মধ্যপ্রাচ্যের পয়সা কাজ করেছে কিন্তু অন্যভাবে। অনেক বেশী সেকুলার জায়গা থেকে। আদুরের এলিপাত্থয়ম দ্রষ্টব্য।
    এই পরিচয় হারানোর ভয় সব দেশে সব কালে সংখ্যালঘুদের মজ্জাগত।
    এটাকে লড়াই দেওয়াটাই বড় কাজ, উভয় তরফ থেকে।
  • de | 59.163.30.4 | ১৫ জুলাই ২০১১ ১৫:৪২476790
  • এটার জন্য তো "মুসলমানদের আর কতোদিন মুসলমান করে" টই-ই ছিলো -- আবার এই টই ক্যান?
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুলাই ২০১১ ১৬:২৪476791
  • আদুরের সিনেমা কীভাবে দেখা যায় ? কলকাতায় ?
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১১ ১৬:৪০476792
  • আমাদের বোধহয় শুধুই সাধারণ মুসলমানদের "মুসলমান" হয়ে ওঠা নজরে আসে...... স্যত্থুর "গরম হাওয়া" কিংবা হাসান আজিজুল হকের "আগুনপাখি" কিন্তু অন্য কাহিনী শোনায়। সেদিকটায় ঐতিহাসিকভাবে আমরা নজর দিতে চাইনি।
  • bastab | 14.98.235.253 | ১৫ জুলাই ২০১১ ১৬:৫০476794
  • কারেক্টো না ইনকারেক্টো সে বিতর্ক তো আছেই কিন্তুম রামা কৈবর্ত -হাসিম শেখের ট্যাক্সোর পহায় কাসভের বিরিয়ানি খাওয়াটা যে আর একদমই পোষাচ্ছে না। এর নিদান কি ? বিরিয়ানির বদলে লাচ্ছা পরোটা বা পনির মাখানি বা মুম্বুইয়া বড়া পাও সার্ভ করা?
    এক বিজ্ঞ কাল কইলেন রামা -হাসিমের ট্যাক্সোর পহা রাজা-মারান-দেওরা-কালমাদিও লুটেছে তো কাসভও খাচ্ছে খাক না ক্ষতি কি !
  • SC | 128.237.117.238 | ১৬ জুলাই ২০১১ ০০:০৬476795
  • রামকৃষ্ণ মিশন (বানান উইনিকোডে ঠিক মতো আসছে না) আর মাদ্রাসার তুলনাটা খুব ইন্টারেস্টিং।
    একটা মধ্যবিত্তের সফট চাড্ডিগিরির প্রচেষ্টা, আরেকটা নিম্নবিত্তের মৌলবাদী প্রচেষ্টা।
    দুটোর মধ্যে পার্থক্য বিশেষ আছে কি?
    বরং একটা মধ্যবিত্ত এলিটিস্ম আছে দুটোকে আলাদা করার মধ্যে। প্রত্যন্ত গ্রামের ছেলে মাদ্রাসাতে পড়ে মৌলবীদের কাছে
    ইসলাম পড়ে টেরোরিস্ট হচ্ছে। আর মধ্যেবিত্তের ছেলে, সকাল বিকেল রামকেষ্ট মিশনে ঠাকুর জপ করে লেফট লিব হচ্ছে।
    (হচ্ছে তো?)

    আমি পলিটিকালি ইনকারেক্ট পোষ্ট করে গেলাম। এখানে অনেকেই তেড়ে মারতে আসবেন এবারে। :প
  • Tim | 198.82.20.25 | ১৬ জুলাই ২০১১ ০০:১৫476796
  • কে য্যানো আপত্তি করলো ( সদা?)। উত্তর দেওয়া হয়নি। রামকৃষ্ণ মিশন এবং মাদ্রাসা দুটোই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পড়াশুনোর পাশাপাশি ধর্মাচরণও শেখানো হয়। তুলনীয় নয়?
    শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের আনাগোনা বিপজ্জনক মনে করি।
  • hu | 12.34.246.72 | ১৬ জুলাই ২০১১ ০০:২৩476797
  • শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভাবে ধর্মীয় রিচুয়ালমুক্ত হলেই ভালো হয়। তা সঙ্কেÄও যেসব স্কুল রামকৃষ্ণ মিশন বা মাদ্রাসা নয় সেখানেও স্কুল চত্বরে সরস্বতীপুজো হয়। প্রায় সব স্কুলেই পুজোর ছুটি নামে একটা দিন পনেরোর ছুটি থাকে। আমাদের উৎসবের সাথে ধর্মাচরন এমন ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে যে ধর্মীয় প্রভাবমুক্ত কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব সোনার পাথরবাটি মনে হয়।
  • Tim | 198.82.20.25 | ১৬ জুলাই ২০১১ ০২:০৩476798
  • আপাতত শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রগুলোর কথাই বললাম।
  • Tim | 198.82.20.25 | ১৬ জুলাই ২০১১ ০২:০৫476799
  • মানে উৎসব ইত্যাদি তো ব্যক্তিগত ব্যাপার। অংশগ্রহণ ইচ্ছানুযায়ী হয়। স্কুলে পড়তে আসা তো অপশনাল না।
  • hu | 12.34.246.72 | ১৬ জুলাই ২০১১ ০২:১৮476800
  • রামকৃষ্ণ মিশনে প্রেয়ারে যোগ দেওয়াও অপশানাল। কিন্তু একটা প্রতিষ্ঠানে, বিশেষ করে যেখানে ছোটোদের গড়ে তোলা হচ্ছে সেখানে যদি ধর্মাচারনে উৎসাহ দেওয়া হয়, বা সেটাকে জীবনের একটা স্বাভাবিক অঙ্গ বলে দেখানো হয় তাহলে স্বাধীন চিন্তাটাকেই মেরে দেওয়া হয়। ছোট থেকে শেখানো হচ্ছে প্রার্থনা করা ভালো। কার কাছে প্রার্থনা, কেন প্রার্থনা তা নিয়ে কোন প্রশ্ন নেই। শুধু রামকৃষ্ণ মিশন বা মাদ্রাসাকে আলাদা করে দেখায় তাই আমার আপত্তি। রামকৃষ্ণ মিশনের আওতা বহির্ভূত স্কুলেও সরস্বতীপুজো হয়। রিলিজিয়াস হলিডে হয়।
  • Tim | 198.82.20.25 | ১৬ জুলাই ২০১১ ০২:৩৫476801
  • তা, সেগুলো তুলে দিলে আমার আপত্তি নেই। ছুটিগুলো থাক, সব ধর্মের প্রাইম হলিডে কেন বাদ পড়বে, কিন্তু ইশকুল-কলেজ-ইউনিতে সেগুলোর পালন বন্ধ হলেই হয়।
  • sda | 117.194.204.226 | ১৬ জুলাই ২০১১ ০৪:১৩476802
  • টিম দা , শিক্ষার সঙ্গে ধর্ম মেশানোয় আমার ও প্রবল আপত্তি আছে। তবুও আমার মনে হয় যে মিশনের মত সংস্থার সংগে মাদ্রাসার তুলনা হয় না। শুধু শিক্ষার ঔৎকর্ষ্য নয় , মিশনের আবহাওয়া অনেক বেশি অ্যাকাডেমিক আর লিবারাল। রামকৃষ্ণ - বিবেকানন্দ নিয়ে ওঁদের একটু বেশি বেশি অবসেশন থাকলেও আধুনিক শিক্ষার ক্ষেত্রে কোন আপোস করেন না - তার ফল পায় কৃতী ছাত্ররা। অন্যদিকে মাদ্রাসাগুলো "সব কিছু আল্লার মেহেরবানি" বলেই খালাস। আধুনিক চিন্তা, দর্শন, বিজ্ঞান কে এঁরা যথাসম্ভব এড়িয়ে চলেন। আমার পরিচিত একটি ছেলে , মালদা র কাছে একটা গ্রামে বাড়ি, আমাকে ডিটেলে বলেছিল ওর অভিজ্ঞতা। ছেলেটি মুসলিম , ওর বাবা ওকে চিকিৎসা র নামে কোলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন পড়তে শুধু ঐ মাদ্রাসা কালচারের হাত থেকে বাঁচানোর জন্য। বাড়ির কাছে মালদা জেলা স্কুলে দিতে সাহস করেনি , যদি পাড়া প্রতিবেশিরা এই "বিধর্মী আচরণের" কথা জেনে যায়। এটা ১৯৯৮ এর ঘটনা। এখনো পরিস্থিতি একটু ও পাল্টেছে বলে মনে হয় না। ফলে , SC র কথা অনুযায়ী R.K. Mission আর মাদ্রাসার চয়েসটা শুধু অপশনের উপর নির্ভর করেনা। এই পিছিয়ে পড়াই যদি ওঁদের ইচ্ছে হয় তাহলে কিছু বলার নেই , কিন্তু তার দায় বাকি সমাজ কেন নেবে ?
  • bitongsho | 143.111.80.27 | ১৬ জুলাই ২০১১ ০৪:২৯476803
  • এস- সি কি সহজেই একটা ১০০ বছরের বেশি প্রতিষ্ঠান কে দুটো শব্দে ট্যাগ করে ফেললেন !
    আচ্ছা বলুন তো , মিশনে কোন ঠাকুর জপ হয়? না , আপনি মনে করেন প্রার্থনা মানেই মূর্তি-পুজো?
    শান্তিনিকেতনে ব্রহ্ম-উপাসনা কে কি বলবেন ? আপনার ভাষায় 'নরম জাঙ্গিয়া'? আপনি জানেন মিশন থেকে কতজন মুসলমান পাশ করেছেন?
    প্রার্থনা সভায় তারা কেন যোগ দিতেন , স্বেচ্ছায় ?
    এখানে মিশনের অনেকজন আছেন | তাদের ঐতিজ্ঝ কে আঘাত করার তীব্র প্রতিবাদ করলাম |
  • sda | 117.194.204.226 | ১৬ জুলাই ২০১১ ০৪:৪০476805
  • একটা সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলি। ফেসবুকে একটা গ্রুপ এ কিছু জোক পোস্ট করেছিলেন কয়েকজন সদস্য। ঐ গ্রুপ এর সংখ্যাগুরু সদস্য বাংলাদেশের মানুষ এবং মুসলিম। এক এর পর এক জোক পড়তে পড়তে যাচ্ছি, সবাই দেখছি লাইক করছে , প্রচুর কমেন্ট করছে লেখককে উৎসাহ দিয়ে।একটা জোক এ এসে হোঁচট খেলাম। জোকটা খুব সাধারন - শুধু তার একটা অংশে ছিল একটা ছেলে নমাজ এর আগে হাত ধোয়নি - এই সম্পর্কিত কিছু উক্তি। অবাক হয়ে দেখলাম , আগের বেশ কিছু অশ্লীল জোক এ ও যাঁরা লাইক করেছিলেন , উৎসাহবাচক কমেন্ট করেছিলেন (প্রায় ৫০-৫৫ জন) , তাঁরাই এককাট্টা হয়ে বলতে শুরু করলেন এটা ইসলামের অপমান , এটা উচিত নয় , লেখকের সংযত হওয়া উচিত ইত্যাদি। যাঁরা এগুলো লিখছেন কেউ ছাপমারা মৌলবাদী বা ধর্মগুরু নন , আমাদের মতই আম আদমি। তো, ধর্ম সম্পর্কে যাঁরা এতটাই স্পর্শকাতর , তাঁদের ধর্মে সুড়্‌সুড়ি দিয়ে সহজে টেরোরিস্ট বানানো যাবে এ আর আশ্চর্য কি। ফেসবুকে আমি ইচ্ছে করলেই হিন্দু দেবদেবীর পর্নোগ্রাফি আপলোড করতে পারি , অনেকের হয়তো খারাপ লাগবে কিন্তু কেউ বাড়ি এসে কেলিয়ে যাবে না। একবার লিখে দেখুন তো আল্লার নামে কিছু।
  • bitongsho | 143.111.80.27 | ১৬ জুলাই ২০১১ ০৪:৪৩476806
  • আর প্রার্থনা মানে স্বাধীন চিন্তাকে মেরে দেয়া??
    অমার মতে , ওটা হল -- ব্রহ্মান্দের যে মুল নারী আছে, তার ভাইব্রেশনের সাথে একাত্মিকরন । আদি রহস্যের সাথে একটা ব্যক্তিগত রোন্দেভু।
    আর স্বাধীনোটার চরম রূপ হল প্রার্থনা। চিন্তার যে সোলিড মোলিকুল গুলো বন্দি অবস্থায় ছিলো , তারা স্টেপ জাম্প করে গ্যাস রুপে এমন ছুট লাগায়, যে চিন্তর কপি-রাইট টা ঐ মূল নাড়ির কাছে সঁপে দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না।
    এটাই হল ফ্রি-উইলের প্যারাডোক্স যেটা বুঝতে হলে মিল সাহেবের 'অন লিবার্টি' থেকে শুরু করতে হবে। যেমন ঠাকুর বলতেন কথাগুলো আমার নয়, অন্য কারুর।

  • nk | 151.141.84.114 | ১৬ জুলাই ২০১১ ০৪:৫৫476807
  • কী মারাত্মক!!!!!
  • M | 59.93.192.31 | ১৬ জুলাই ২০১১ ০৯:৪৪476808
  • হিঁক
  • omnath | 117.194.199.15 | ১৬ জুলাই ২০১১ ০৯:৫০476809
  • মিশন আর মাদ্রাসা মোটামুটি একই - এটা একমাত্র মিশন বা মাদ্রাসা কোনোটাতেই কোনোদিন না পড়লে বা কোনোটা সম্পর্কেই একদম ক্লোজ ইনফরমেশন না থাকলে তবেই বলা সম্ভব।

    আমিও দেখেছি, মিশন সম্পর্কে মিশনে নিজে (বা নিজের কোনো কাছের লোক) না পড়া লোকেদের কিছু আজব ধারণা আছে। গুরুতেও দেখেছি।
  • Tim | 173.163.204.9 | ১৬ জুলাই ২০১১ ০৯:৫৭476810
  • সদার পোস্টের সাথে মোটের ওপর এগ্রি করছি।

    আমি নিজে মিশনে পড়িনি, তাবলে এইটা ভাবার কারণ নেই যে কাউকে ক্লোজলি চিনিনা। সোমনাথকে একটা প্রশ্ন করি। রামকৃষ্ণ মিশন কি সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান?
  • dukhe | 117.194.238.77 | ১৬ জুলাই ২০১১ ০৯:৫৯476811
  • পলিটিকাল কারেক্টনেসের ইঞ্জিরিটা য্যান কী ? ষাঁড়ের গোবর ?
  • dukhe | 117.194.238.77 | ১৬ জুলাই ২০১১ ১০:০১476812
  • সেকুলার শিক্ষাপ্রতিষ্ঠান মানে কী ? সব ধর্মের ছেলেকে নেওয়া হয় কিনা ?
  • Tim | 173.163.204.9 | ১৬ জুলাই ২০১১ ১০:০২476813
  • এস সির পোস্টের একটা বাক্য চোখে লাগছে। রামকৃষ্ণ মিশন ও মাদ্রাসা এক নয়।
  • Tim | 173.163.204.9 | ১৬ জুলাই ২০১১ ১০:০৮476814
  • না, সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান মানে যেখানে কারিকুলামে বা রোজকার কার্য্যক্রমে ধর্ম নেই।
  • dukhe | 117.194.238.77 | ১৬ জুলাই ২০১১ ১০:১০476816
  • ভারত-ভাগ্য-বিধাতাকে নিয়ে গানকে কি সেকুলার ধরা হবে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন