এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চশিক্ষা মানে প্রেসিডেন্সি-পশ

    Biplab Pal
    অন্যান্য | ১৩ জুন ২০১১ | ২২৩৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 72.81.226.222 | ১৩ জুন ২০১১ ০৫:৪৬479795
  • গত কুড়িদিন ধরে নতুন সরকার, অনেক কিছুই করার চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে যেমন পাহাড় বা জঙ্গল মহলের ক্ষেত্রে সমাধান এসেছে দ্রুত-কারন সমস্যার উৎপত্তির মূলেই ছিল সিপিএম। বা অসাধু অত্যাচারী সিপিএম নেতাদের প্রতি প্রান্তিক এবং ভাষা সংখ্যালঘুদের চূড়ান্ত অবিশ্বাস। এবং সেটা হয়েওছে সঙ্গত কারনে।

    এর মধ্যেই কলকাতার জন্যে নেওয়া হচ্ছে একগুচ্ছের প্রকল্প। এর সবগুলৈ ভীষন ভাবে দরকার ছিল-কারন কোলকাতার নাগরিক জীবনের মান ভারতের প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শহরের মধ্যেও আসে না।

    অন্যদিকে উচ্চশিক্ষা বলতে প্রেসিডেন্সির হৃতগৌরব কি করে ফেরানো যায়-তাই নিয়ে বঙ্গ সমাজের উচ্চপ্রতিষ্ঠিত ব্যক্তিদের প্রচুর মতামত এবং মিডিয়া ফ্ল্যাশ চোখে পড়ল। গত ২০ দিনে উচ্চশিক্ষা মানেই প্রেসিডেন্সি বা প্রেসিডেন্সি মানেই উচ্চশিক্ষা-এমনটাই মনে হয়েছে!

    কিন্ত পশ্চিম বঙ্গ মানেই কোলকাতা না বা প্রসিডেন্সি মানেই উচ্চশিক্ষা না।

    বাকি জেলাশহর, মফ:শহর এবং গ্রামের কোন সমস্যা নেই? কোলকাতায় জলের স্তর যাতে না নামে তার জন্যে অর্ডিনান্স তৈরী হল-অথচ গ্রামে গ্রামে যে ডিপটিউবয়েলের জন্যে জলস্তর নামছে-জলাশয় বুঁজিয়ে চাষাবাদ হচ্ছে-তার বিরুদ্ধে কোন উচ্চবাচ্য নেই! প্রতিটা মফ:শরে এমনকি জেলা শহরগুলিতে বাসস্টান্ড ও বাসপরিশেবার বেহাল অবস্থা। আপাতত সেই দিকে চিন্তা নেই কারুর। দিদি কোলকাতার হাঁসপাতালে গেলেন-বরাদ্দ এল। কিন্ত গ্রামের স্বাস্থ্যপরিশেবার হাল কি? সেখানেত ডাক্তারবাবুরা গরু তাড়াতে তাড়াতে প্রেস্ক্রিপশন লিখছেন এখনো!

    আর উচ্চশিক্ষা বলতে প্রেসিডেন্সির হাল ফেরাতে যে সময় নষ্ট হচ্ছে আমার চোখে তা দৃষ্টিকটূ এবং ভুল পথ। রাজ্যের কলেজগুলো থেকে যে সব ছেলে মেয়েরা পাশ করে বেড়চ্ছে তাদের অধিকাংশ না লিখতে পারে একলাইন ইংরেজি, না দুলাইন বাংলা। এবার ভাইপো-ভাইজিদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের জন্য পড়াতে গিয়ে দেখলাম অত্যন্ত নিম্নমানের নোট বই এর ছড়াছরি। পশ্চিম বঙ্গের শিক্ষা ব্যবস্থা নালন্দার ধ্বংশাবশেষ। এর জন্যে সার্বিক ভাবে পঠন পাঠনের সংস্কার দরকার-ইংরেজীর মান উন্নয়নের জন্যে বৃটিশ কাউন্সিলের সাহায্য নেওয়া যেতে পারে সব লেভেলে। কারন ইংরেজিতে দক্ষতা না থাকলে-এই গ্লোবাল অর্থনীতিতে বাংলার ছেলেরা আরো পিছিয়ে পড়বে। প্রেসিডেন্সি থেকে আরেকটা অমর্ত্য সেন বার করার থেকে, বাংলার ছেলেরা যাতে বিশ্বার্থনীতির সাথে যুক্ত হতে পারে সেই চেষ্টা করতে হবে দ্রুত। ব্রাত্যবসুকে আমার আপাতত একজন ক্লুলেস ভবঘুরে মন্ত্রীর মতই মনে হচ্ছে যিনি সংস্কৃতি দপ্তর না পেয়ে উচ্চশিক্ষার চেয়ারে বসে শুধু নিজের প্রাত্তন কলেজকেই দেখতে পাচ্ছেন।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১২:১৮479906
  • প্রেসিডেন্সির কোন কোন গৌরব ""হৃত"" হয়েছিল তার যদি একটা লিস্টি দেন তাহলে আলোচনাতে অংশ নিতে সুবিধে হয়। wiki জানাচ্ছে: In 2002 it was ranked number one by the weekly news magazine India Today. As of 2010, the college is ranked 3rd in India. এটা ঠিক গৌরব হারানোর মাপকাঠি কিনা বোঝা গেলনা।
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৩:০২480017
  • আপনি আর জোকস বলবেন না মশাই হাসতে হাসতে পেট ফেটে যায়। অফিসে বসে এত হাসাও ঠিক নয় :-))))))))))))))))))
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৩:৩৫480060
  • বেশ, তবে না হেসে একটা লিস্ট বানিয়ে দিন না। যদি কিছু মনে না করেন তাহলে জানাই যে গত দুই দশক ধরে প: বঙ্গের ভিতরে ও বাইরে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছি। তাই কোথাকার জল কোথায় গড়ায় সে সব খবরও বাধ্য হয়েই রাখতে হয়। কাজেই আপনার কাজ থেকে কোন অজানা তথ্য পেয়ে আলোকিত হলে বাধিত হব।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৩:৪২480071
  • *কাছ থেকে
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৪:০৮480082
  • আমার বাবা ৩২ বছর প্রেসিডেন্সী কলেজে অধ্যপনা করার পরে ২০০২ এ রিটায়ার করেছেন। তারপরেও ২০০৮ অবধি যুক্ত ছিলেন। আমার সেজকাকা ও নকাকা অধ্যাপক। কাজেই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত আমার ও কিছু কিছু জানা আছে।

    তবে আপনাকে সেই সব বলা বৃথা। কারণ
    আপনার মতে

    ১। পেসিডেন্সী ভারতবর্ষের ১ নম্বর কলেজ
    ২। বু . ভ এক নম্বর (প্রাক্তন) মুখ্যমন্ত্রী
    ৩। সিপিএম এক নম্বর দল

    ইত্যাদি ইত্যাদি। :-))))
  • siki | 123.242.248.130 | ১৩ জুন ২০১১ ১৪:১০480093
  • নারদ নারদ!
  • abastab | 61.95.189.252 | ১৩ জুন ২০১১ ১৪:২৩480104
  • খালি এই রাজ্যের শিক্ষাব্যবস্থার হাল জানলেই চলবেনা একই সাথে যদি অন্য রাজ্যেরটাও জানেন তাহলেই তুলনা করতে পারবেন। উচ্চশিক্ষায় অআজ ও বাঙালীরাই সংখ্যায় অন্তত বেশি।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৪:২৫480115
  • @Bratin
    দয়া করে একটু ফোকাসিত হোন:

    "In 2002 it was ranked number one by the weekly news magazine India Today. As of 2010, the college is ranked 3rd in India." - এই উক্তিটি আমার নয়, wiki থেকে নেওয়া।

    তবে একটি খবর দেওয়ার ব্যাপারে আপনিই ঠিক সোর্স। আমি যতটুকু জানি ব্রাত্য বসু, তথাগত রায় এবং অভিরূপ সরকার ছাড়া প:বঙ্গের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইরা আলিমুদ্দিনের দোর ধরে চাকরী পেয়েছেন। এই তিনজনের সঙ্গে আমি আপনার তিন নিকটাত্মীয়দেরও ধরে নিচ্ছি। তার মানে গত ৩৪বছরে মাত্র ৬ জন নিজগুণে চাকরী পেয়েছেন। আপনি যদি প্রেসিডেন্সির গুটি ছয়েক আলিমুদ্দিনের দোর ধরা মাস্টারমশাইয়ের নাম - কেমিস্ট্রির লোক হলে ভাল হয়-জানান তাহলে আলোকিত হই।
  • til | 124.149.163.255 | ১৩ জুন ২০১১ ১৪:৩২479796
  • পিটিবাবু, ব্যক্তিগত আক্রমণে বিরত থাকুন, প্লীজ।
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৪:৪৯479807
  • হমমম।

    দুর মশাই। আমার বাবা/কাকা কী করেছেন সে হিসেব কি আপনাকে দেব নাকি মশাই। তারা স্ব স্ব ক্ষেত্রে বিখ্যাত। আপনার মতোন অতো টা না হলেও :-))

    আর আমি ও আস্তে আস্তে আলোকপ্রাপ্ত হবো। আপনি এসে গেছেন মার্কেটে আর চিন্তা কিসের?
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ১৫:৩৮479818
  • ব্রতীন যদি মনে করেন যে আমি ব্যক্তিগত আক্রমণ করেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ব্রতীনের নিকটাত্মীয়রা কি করেন তা আমি মোটেই জানতে চাইনি (পোস্টিংটি আবার পড়ুন)।

    কিন্তু এই পরিবর্তনের আমলে ব্যাপারটা এইরকম দাঁড়িয়েছে যে অসংখ্য মাস্টারমশাই দাবী করেন যে একমাত্র তাঁর appointment-টাই ঠিকঠাক হয়েছে বাকি অন্যেরা আলিমুদ্দিনের দোর ধরে চাকরী পেয়েছে। আবাপ/বর্তমান অতন্ত দক্ষতার সঙ্গে এই তত্বটি বাজারে ছেড়েছে এবং শিক্ষিত-অশিক্ষিত সব রকমের পাবলিকই খবরটি খেয়েওছে।

    আমি গত তিন বছর ধরে আমার চেনা শোনা সকলের কাছ থেকে সেইসব ""অযোগ্য"" মাস্টারমশাইদের নাম জোগাড়ের চেষ্টা করে যাচ্ছি - বিশেষত: প্রেসিডেন্সীর। ব্রতীন হয়ত সেরকম কিছু নাম জোগাড় করে আমাদের জানাতে পারবেন বলে ভেবেছিলাম। নাহলে ধরে নেব যে প্রেসিডেন্সীতে কোন ""অযোগ্য"" মানুষ পড়াচ্ছেন না।

    কাজেই এতদ্বারা প্রেসিডেন্সীর ""হৃতগৌরব"" কিছুটা ফিরিয়ে দেওয়া গেল।
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৬:৪৬479829
  • পশ্চিমবঙ্গে যে কয়েক টি বিশ্ব-বিদ্যালয় আছে। লাস্ট ক বছরে যারা উপাচার্য্য আছেন তাদের নাম আর রং মিলিয়ে নিন। :-))

    আর আপনার সাথে তর্ক করতে মন চাইছে না। আর মনে হয় আপনাকে কনভিন্স করানো আমার সাধ্যের বাইরে। কাজে আপনি আপনার ধারনা নিয়েই থাকুন আর ভুলভাল লিঙ্ক দিয়ে যান :-))

    আর ব্যক্তি আক্রমনের ডেফিনেশন টা আমাকে আরেক বার পড়ে নিতে হবে।

    আর আপনি এত বিখ্যাত লোক বেনামে লেখেন কেন? অবশ্য এমন হতে পারে নাম প্রকাশ্যে এলে আমরা এক ডাকে আমরা আপনাকে চিনে ফেলবো। সেই ভয়ে। তাও হতে পারে....
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৭:০৪479840
  • প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য্যের যে কোন রাজনৈতিক রং আছে তা আবাপ/বর্তমান কেউই দাবী করেছে বলে জানিনা। আপনার কাছে কি অন্য কোন খবর আছে?
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৭:০৬479851
  • well, let's concentrate on remaining n-1 :-))
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৭:২৯479862
  • ধরে নিলাম তিনি আলিমুদ্দিনের দোর ধরা। এবার তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই সিলেকশান কমিটির কাগজপত্র বার করে দেখা যে অন্যান্য applicant-দের মধ্যে তাঁর থেকেও যোগ্যতর কাউকে বাদ দিয়ে তাঁকে নেওয়া হয়েছিল কিনা। সে এক অসম্ভব প্রস্তাবনা - তবে যোগ্যতর কোন প্রার্থী যদি সেই সময়ে কোর্টে না গিয়ে থাকেন তাহলে সে বিষয়টি তামাদি হয়ে গিয়েছে। ও নিয়ে আর আলোচনা চালিয়ে কোন লাভ নেই।

    তবে এই ধরণের recruitment প:বঙ্গে ৩৪ বছরেই হয়েছে তা ভাবার কোন কারণ নেই। এক দাপুটে প্রফেসর (সম্ভবত: ইন্দিরা গান্ধীর আমলে রাজ্যসভার সদস্য হয়েছিলেন) তাঁর ছাত্র, ছাত্রী, সন্তান, সন্ততি দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ ভরিয়ে দিয়েছিলেন। তাঁদের অনেকে সম্প্রতি অবসর নিয়েছেন বা নেওয়ার মুখে। আপনি চাইলে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারি।
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৭:৩২479873
  • ঠিক। তার থেকে এটাই ধরে নেওয়া ভালো এই সময় সমস্ত কিছু নিয়ম মেনে হয়েছে। ধন্যবাদ :-))
  • aka | 168.26.215.13 | ১৩ জুন ২০১১ ১৭:৪৮479884
  • ২০০২ তে প্রেসিডেন্সি কি করে ১ হল আর ২০১০ এই বা কি করে ৩ হল সেটা প্রশ্ন বটে। অধিকাংশ ডিপেরই অবস্থা খুব খারাপ ছিল। বিশেষত ভালো প্রফেসর না থাকার জন্য।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৮:১৩479907
  • Along with Presidency, two other colleges in the state — Ramakrishna Mission Vidyamandir, in Belur, and a state-aided college in Midnapore — were awarded A+ [by the National Assessment and Accreditation Council (NAAC)].
    http://www.telegraphindia.com/1070723/asp/calcutta/story_8089098.asp


    কাজেই প্রেসিডেন্সী নিয়ে গেল, গেল রব তোলারও কোন কারণ নেই- রাজনৈতিক কোন অভিসন্ধি ছাড়া।
  • h | 203.99.212.53 | ১৩ জুন ২০১১ ১৮:১৩479895
  • কলকাতায় দুটো A* ইউনিভার্সিটি, সারা ভারতের NAC র হিসেব অনুযায়ি। জে ইউ এবং কলকাতা। মেন প্রশ্ন হওয়া উচিত আরো এরকম পাঁচটা ইউনি হল না কেন। সকলেই সিপিএম, কেউ কেউ বাঙালি, না সকলেই বাঙালি কেউ কেউ সিপিএম এর মধ্যে কোন প্রশ্নটা দিয়ে সার্ভে শুরু হবে, সেটা ডিপেন করছে আপনি কি, মধ্যমেধা না উচ্চমেধা :-) ইত্যাদি।

    এইবার প্রশ্ন হল, কোলকাতা হার্ভার্ড কেন হয় নি বা বিশ্বভারতী কলকাতা-ও কেন হয় নি, কেন্দ্রীয় ইউনি হওয়া সঙ্কেÄও সেই প্রশ্ন গুলো ও ডিপেন করছে প্রশ্নকর্তা বাঙালি উচ্চমেধা না সিপিএম মধ্যমেধা তার উপরে :-)

    একটা সরল উত্তর আছে, বোতিন মানবে কিনা জানি না, আমি কিছুদিন বিশ্বভারতী তে পড়েছি, কিছুদিন কলকাতায় আর জে ইউ তে আড্ডা মেরেছি, তাই সকলেই হার্ভার্ড হতে পারে নি:-)

    আমি একটা সময়ে যে কোং এই জয়েন করতাম সেটা কিছুদিন বাদেই ডুবে যেত:-)) এই ভাবেই আমি নীরবে ক্যাপিটালিজমের ভেতরে থেকে ক্যাপিটালিজমে্‌ক দুর্বল করছিলাম। আত্মজীবনী তে ডিটেল টা দেব। দ্য মেথডস:-))
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৮:১৭479918
  • যেখানে ""সিপিএমের মধ্যমেধা"" সম্পুর্ণ অনুপস্থিত সেই আবাপ গোষ্ঠী থেকে শেষ কবে বিশ্বমানের গুটিকতক উপন্যাস প্রকাশিত হয়েছে?
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৮:৩২479929
  • ও হো!! ঐ র‌্যাঙ্কিং র ভিত্তি তে। এই বার বুঝলাম :-))

    তাহলে ঠিক আছে।

    খোঁজ নিয়ে দেখুন এখন সেন্ট জেভিয়ার্স এ সুযোগ পেলে এখন কেউ প্রেসি তে স্ট্যাট পড়তে আসে না কেন? অথচ আগে এটা অন্যতম ভালো বিভাগ ছিল।

    হানু ওরফে বোধি র সাথে আলাপ করতে চাইলাম তিনি কাটিয়ে দিলেন। তৃণমূলের সমর্থক হবার অপরাধে কিনা কে জানে :-((

    হাভার্ড হবার দরকার 'আগেকার' প্রেসি বা কলকাতা ইউনি হলেই খুশী।:-))

    বেলুড় বিদ্যামন্দির আর ক্যালকাটা ইউনি তে পড়েছি। খানিক টা জানি বই কি!!
  • h | 203.99.212.53 | ১৩ জুন ২০১১ ১৮:৩৯479951
  • উচ্চশিক্ষা, স্বাস্থ্য দুটোতেই মেন প্রবলেম হল, উচ্চ ডিগ্রী রা কেউ মফস্বলে বা গাঁয়ে যায় না। পরিকাঠামো যদি সব ইসু হত, তাহলে লোকে কলকাতা ছেড়ে অন্তত দুর্গাপুর যেত। ব্রাত্য বসু সিটি কলেজ ছেড়ে দ্রুগাপুর মহাবিদ্যালয়ে পড়াতে রাজি হতেন না নির্ঘাৎ, কিন্তু কদিন বাদে তাঁকে এটাই অন্যকে করতে বলতে হবে। 'পশ্নেস' একটা ব্যাপার। ইন ফ্যাক্ট এই টি ই বেশ কিছু জিনিশের জন্য প্রধান দায়ী:

    . কংগ্রেসের বিখ্যাত বাবা কাকা দেশের লোক কালচারের মহান উত্তরসূরী, সিপিএম এর ইনটারভেনশন, এটা অচিরেই তৃণমূলের ইন্টারভেনশনে পরিণত হবে। কারণ কেউ ই এখনো বিপ্লবী পূর্ব মেদি্‌নপুরে-ও পড়াতে যেতে চাইবে না।
    . প্রেসিডেন্সী তে যাঁরা একবার ঢুকতেন, তাঁরা কি করে যেন ম্যানিপুলেট করে প্রেসি তেই থেকে যেতেন। প্রায় ই সিপিএম এর মধ্যে তাঁদের ছোটোবেলার বন্ধু বেরিয়ে যেত। এখন তৃণমূলের মধ্যে বেরোবে।
    . কলেজ ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দাবী।

    এই সমস্যা গুলো কোন দিন ই মিটবে না, কারণ পশামির তারতম্য থেকেই যাবে।

    আমার ঘনিষ্ঠ দু চারিটির মত মুর্খ কম ই আছে, বিলিতি/পশ্চিমী পি এইচ ডিগ্রী নিয়ে এসে, বাজে কলেজে যত্ন করে পড়িয়ে ইতিউতি দু চারটি ভালো ছেলে মেয়ে তৈরি করেন। তাঁরা নি:সন্দেহে মূর্খ, অসামাজিক না হলেও।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৮:৩৯479940
  • এবার বড় বিপদে পড়লাম -প্রেসিডেন্সীকে ভাল বলেছে বলে পরিবর্তনের পরে NAAC-কেও আলিমুদ্দিনের দোর ধরা মনে হচ্ছে।
  • h | 203.99.212.54 | ১৩ জুন ২০১১ ১৮:৪০479962
  • উচ্চশিক্ষা, স্বাস্থ্য দুটোতেই মেন প্রবলেম হল, উচ্চ ডিগ্রী রা কেউ মফস্বলে বা গাঁয়ে যায় না। পরিকাঠামো যদি সব ইসু হত, তাহলে লোকে কলকাতা ছেড়ে অন্তত দুর্গাপুর যেত। ব্রাত্য বসু সিটি কলেজ ছেড়ে দ্রুগাপুর মহাবিদ্যালয়ে পড়াতে রাজি হতেন না নির্ঘাৎ, কিন্তু কদিন বাদে তাঁকে এটাই অন্যকে করতে বলতে হবে। 'পশ্নেস' একটা ব্যাপার। ইন ফ্যাক্ট এই টি ই বেশ কিছু জিনিশের জন্য প্রধান দায়ী:

    . কংগ্রেসের বিখ্যাত বাবা কাকা দেশের লোক কালচারের মহান উত্তরসূরী, সিপিএম এর ইনটারভেনশন, এটা অচিরেই তৃণমূলের ইন্টারভেনশনে পরিণত হবে। কারণ কেউ ই এখনো বিপ্লবী পূর্ব মেদি্‌নপুরে-ও পড়াতে যেতে চাইবে না।
    . প্রেসিডেন্সী তে যাঁরা একবার ঢুকতেন, তাঁরা কি করে যেন ম্যানিপুলেট করে প্রেসি তেই থেকে যেতেন। প্রায় ই সিপিএম এর মধ্যে তাঁদের ছোটোবেলার বন্ধু বেরিয়ে যেত। এখন তৃণমূলের মধ্যে বেরোবে।
    . কলেজ ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দাবী।

    এই সমস্যা গুলো কোন দিন ই মিটবে না, কারণ পশামির তারতম্য থেকেই যাবে।

    আমার ঘনিষ্ঠ দু চারিটির মত মুর্খ কম ই আছে, বিলিতি/পশ্চিমী পি এইচ ডিগ্রী নিয়ে এসে, বাজে কলেজে যত্ন করে পড়িয়ে ইতিউতি দু চারটি ভালো ছেলে মেয়ে তৈরি করেন। তাঁরা নি:সন্দেহে মূর্খ, অসামাজিক না হলেও।
  • h | 203.99.212.54 | ১৩ জুন ২০১১ ১৮:৪৪479973
  • যা কলা পোক্ত করে হয়ে গেলো কেন?
  • h | 203.99.212.54 | ১৩ জুন ২০১১ ১৮:৪৬479984
  • ডাকতার দের অবশ্য পড়ায় যা খচ্চা তাতে পয়হা তারহাতাড়ি তোলার একটা চাপ থাকতে পারে। মুশকিল হল তখন আবার 'ডেফিসিট' বাজেটিং করে অর্থাৎ বাজে খচ্চা করে ফিজ কমাতে হতে পারে। চাপ। শান্তি নেই।
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৮:৪৯479995
  • আচ্ছা ঐ ভাবে বলতে গেলে

    প্রেসিডেন্সী কলেজ = বেলুড় বিদ্যামন্দির = মেদিনীপুরের কলেজ। এইটা আমরা মেনে নিলাম তো?

    কারণ ৩ টের ই A+ রেটিং।

    যেটা আপনি লেখেন নি সেটা আমি বলছি। সেন্ট জেভিয়ার্স ও A+ এবং স্কোর প্রেসি র থেকে ভালো।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৮:৫৪480006
  • তাতে অসুবিধে হল কিছু? প্রেসির মানের আরো চারটে কলেজ থাকলে ভালই তো? নাকি বাঙালীর সেই অতীত প্রীতির কারণে প্রেসীকেই নৈবিদ্যের চুড়োর কলা হয়ে থাকতে হবে?
  • h | 203.99.212.54 | ১৩ জুন ২০১১ ১৯:০০480018
  • এবং মজা হল, বেলুড় হয়তো কালে কালে বিশ্ববিদ্যালয় হবে, জেভিয়ার্স ও হবে, তার জন্য জনমত ও তৈরি হবে, কারণ পরিচলকগণের ইন্ডি স্টেটাস। কিন্তু মেদনিপুরের এডেড কলেজের বেলায় কোনো শালাই জনমত তৈরি করবে না, তখন ইউনিফর্মিটির কথা বলে সিবাল-কে কোট করা হবে:-)

    লোরেটো , জেভিয়ার্স কে নিয়ে বিশ্যবিদ্যালয় এর আলোচনা অনেক দিনের, বেলুড় ও তাই। নরেন্দ্র পুরের এগ্রি কলেজটা ইনি্‌স্‌টটিউটের স্টেটাস হয়তো পেয়েই গেছে, লেটেস্ট ভুলে গেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন