এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬৪০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ০১ আগস্ট ২০১১ ২০:৫০482661
  • বোঝো! সিস্টেম চেঞ্জ করার চেষ্টা করব যাতে ছেলে বা মেয়ে ইংলিশ মেজর পড়তে পারে। আমার মনে হয় ওটা নাতি বা পুতির কথা মনে করে করলে খানিকটা প্র্যাকটিকাল হবে ব্যপারটা।

    একটি ডিসএবলড চাইল্ড কেয়ারের খরচ মাসে $১৫০০ অন্যদিকে অ্যাভারেজ স্যালারি $৭৫K মানে মাসে $৪০০০ হাতে।
  • aka | 168.26.215.13 | ০১ আগস্ট ২০১১ ২০:৫২482663
  • *ইংলিশ মেজর স্যালারি

    গ্রামের স্কুলে পড়ালে ৪২K মানে নিজের মাইনেটা গেল, ভালো চাকরি করা বউ দেখতে হবে। অথবা ধনী বউ/বর পটাতে হবে, সেটাও একটা স্ট্র্যাটেজী বটে।
  • dukhe | 117.194.244.188 | ০১ আগস্ট ২০১১ ২০:৫২482662
  • Theadviceofparentswilltendtoerronthesideofmoney.Itseemssafetosaytherearemoreundergradswhowanttobenovelistsandwhoseparentswantthemtobedoctorsthanwhowanttobedoctorsandwhoseparentswantthemtobenovelists.Thekidsthinktheirparentsare "materialistic." Notnecessarily.Allparentstendtobemoreconservativefortheirkidsthantheywouldforthemselves, simplybecause, asparents, theysharerisksmorethanrewards.Ifyoureightyearoldsondecidestoclimbatalltree, oryourteenagedaughterdecidestodatethelocalbadboy, youwon'tgetashareintheexcitement, butifyoursonfalls, oryourdaughtergetspregnant, you'llhavetodealwiththeconsequences.

    http://paulgraham.com/love.html
  • rimi | 168.26.215.135 | ০১ আগস্ট ২০১১ ২১:০০482664
  • না, সেভাবে সিস্টেমে বৈপ্লবিক চেঞ্জ আনা আমার ক্ষমতার বাইরে।
    কিন্তু ছোটোখাটো চেঞ্জ আমি আনতে পারি। যেমন, আসল ইস্যুটা অ্যাড্রেস করা।

    অর্থ রোজগারের জন্যে কি বিষয় পড়া উচিত - এটাই যদি শেখাই তাহলে এটা একটা ভিশিয়াস সাইকেল হয়ে দাঁড়াবে। যা প: বঙ্গে অলরেডি হয়েছে।

    কিন্তু যদি এটাই শেখাই, যাই পড়ো না কেন, পড়াটা বড় কথা নয়, টাকা রোজগার করাটাই বড় কথা - তাহলে অনেকরকম অপশন খুলে যায় সামনে।

    যে আমেরিকান সিস্টেমের এত প্রশংসা, সেই আমেরিকান সিস্টেমে এটাই কিন্তু মূল কথা। নতুন কিছু করো, নতুন কিছু ভাবো, সে ইতিহাসই হোক বা ইংলিশ।

    অথচ ভারতীয় বাবা মাদের সেই আসল জায়গাটা অ্যাপ্রিশিয়েট করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক দুশ্চিন্তা, মধ্যবিত্ত অতিরিক্ত প্রোটেক্টিভ মানসিকতা ইত্যাদি বহু কিছু কন্ডিশনিং কাজ করে। এই জন্যেই বলেছি নিজেদের অতীত থেকে নিজেকে মুক্ত করা সহজ কাজ নয়।
  • rimi | 168.26.215.135 | ০১ আগস্ট ২০১১ ২১:০২482665
  • আকা, ইংলিশ মেজর পড়লে শুধু পড়ানোর চাকরি ছাড়া আর কিছু করার নেই বুঝি? এটাই হল আসল প্রবলেম, আমরা বড্ড ন্যারো করে ফেলি আমাদের চিন্তা পর্যবেক্ষণ সবকিছুকে।

  • dukhe | 117.194.244.188 | ০১ আগস্ট ২০১১ ২১:০৩482666
  • আকা আর রিমি কি একই আমেরিকান সিস্টেমের কথা বলছেন ? :)
  • nk | 151.141.84.194 | ০১ আগস্ট ২০১১ ২১:০৪482667
  • আহা মণিমুক্তা, যারে কয় মুকুতা ছড়ানো টই টইয়ে। মুশকিল হলো শেঠজীর মতো এগুলো মেরে দিয়ে "দ্য সুটেবল বয়" এর মতো কিছু লিখতে পারবো না। :-( পারলে সারাজীবনের মতো নিশ্চিন্ত হয়ে আলাস্কা থেকে টিয়েরা ডেল ফুগো আর জাপান থেকে নিউজীল্যান্ড ঘুরে বেড়াতাম ফুরফুরে মেঘের মত। :-)
  • Nina | 12.149.39.84 | ০১ আগস্ট ২০১১ ২১:০৫482669
  • আজ বাড়ী গিয়ে আমি আমার গল্পটা শেষ করব।

    আকা, চেতন ভগত তো IIT তে বাড়ীর চাপে পড়তে বাধ্য হয়েছিল। তারও নাকি ঐ লেখার ঝোঁকের জন্য হ্যাটা খেতে হত বাবার কাছে (শোনা কথা, মানে ইন্টার্ভিউতে নাকি চেতন বলেছে) কিন্তু আজ এই লেখার জোরেই তো কত লোকে চেনে তাকে, তাই না ?

    রিমি, তোমার চিন্তাধরাটা আমার খুব ভাল লগছে ---তোমার ছেলে তার মনের মতন করেতোমাদের মনের মতন হবে---এটাই আমার মনে হয় সবচেয়ে ভাল রাস্তা। কিন্তু এটা আমার বুঝতে বড্ড দেরী হয়ে গেছে।
    এখানে আমাদের এক গুজরাতি বন্ধুর ছেলে, খুব ভাল পড়াশোনায় কিন্তু সে বেঁকে বসল --সে acting করবে--বাপরে তার বাবা মা এমনকি এন্তার ইন্ডিয়ান ক্ম্যুনিটির মাথায় হাত---কিন্তু সে সব অগ্রাহ্য করে চলে গেছে সেই লাইনে--ভাল করছে। Andrew Llyod Webber এর বম্বে ড্রিমে করেছে এবং আরও অনেক কিছুই করছে । আর সম্রাট (লাস্ট নামটা সেন তো?) যে বাংলা ছবিতে আজকাল acting করে সেও হার্ভার্ড এ পড়া ও নিজের ইচ্ছে মতন লাইন নিয়েছে--তার বাবা মা ও এখন বেশ খুশি। এবার আনন্দ উৎসবে তাদের সঙ্গে অনেক গল্প হল।
    লাইন যাই হোক, মানুষ নিজের বিরুদ্ধে প্রফেশন বাছলে তাতে তার সাকসেসের চান্স কম--আমার মনে হয়। তবে সব রুলেরি এক্সসেপ্‌শন তো আছেই আর আমার এখন কেমন যেন ভবিতব্যেও বড় বিশ্বাস বাড়ছে--যেটা কিনা কোনোদিন ছিলনা--বয়সের লক্ষণ;-)
  • rimi | 168.26.215.135 | ০১ আগস্ট ২০১১ ২১:০৫482668
  • দুখে, না আলাদা। অন্ধের হাতি দেখার গপ্প জানো তো?
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:০৬482671
  • ধুর ! পোস্টটা উড়ে গেল :(

    লিখেছিলাম, কেরিয়ার গাইডেন্সের ব্যাপারটা ভীষণভাবে দরকার।

    এখানে এই বুড়ো ধাড়ি পোস্ট ডকদের জন্যও নিত্যি নতুন কেরিয়ার সিম্পোসিয়াম, কাউন্সেলিং , লেকচার চলেও।
    বারেবারে জোর দিয়ে বলা জয়, পোস্ট ডক করছো মানেই এরপর অ্যাকাডেমিক্সে যেতে হবে এমনটা না। আরো নানা অপশন আছে। প্রচুর অফবিট অপশনও। সেগুলো এক্সপ্লোর করো।নিজেকে প্রশ্ন করো, জানো কী চাও, রোজ উঠে কীকরতে পারলে সবচে খুশি হবে, নিজের স্ট্রং পয়েন্টগুলি আইডেন্টিফাই করো,তার পর সব কিছু মোটামুটি খাপে খাপ করলে কী কী কেরিয়ার অপশন থাকে, তার লিস্টি।
    তা সে কেরিয়ারে সিংগার থেকে শুরু করে অন্ত্রপ্রনেওর থাকতে পারে !
    মোদ্দা কথা , do what you are । এই মর্মে একখানি বই ও আছে।
    স্কুলজীবনের শেষদিকে বোধহয় সবার ই এই বইটা একবার দেখা উচিত। আমার অন্তত আফশোস হয়। দেখিনি বলে। বলেছি বটে, নিজের ইচ্ছামত অনেক কিছু করেছি, কিন্তু সেই ইচ্ছা মত আরো কত কী করা যায়, নিজের ইচ্ছা টা যে ঠিক কী, সেও কি ঐ বয়সে সবসময় ঠিকঠাক বোঝা যায় ?
    পেলে জীবন হয়তো অন্যরকম হতে পারতো।
    নিজের জন্য আরো আনন্দের।

    এখানে এই রকম নানা 'অন্য' রকম কেরিয়ার বেছে নিয়ে 'সফল' হওয়া লোকজন ও রেগুলার এসে তাঁদের এক্ষপেরিয়েন্স শেয়ার করেন। একটা ব্লদ আছে। তাতে নানা জন নানা কিছু লেখে। কেউ কিছু জানতে পার্লে অন্যদের জানায়। নানা গ্রুপ আছে।
    এটা আমার দারুণ লেগেছে।

    স্কুল -কলেজ লেভেলে এগুলো কত কী হয় , জানা নেই।

    তবে, দেশে এগুলো এখন টুঅকটাক শুরু হয়েছে। আরো বেশি হলে মঙ্গল।
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:০৯482673
  • বাংলা আসছে না। কীসব যে বানান লিখে চলেছি !! :(
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:০৯482672
  • রিমিদির পোস্টগুলোকে ক্ক: !
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:১০482674
  • ইন ফ্যাক্ট, ওড়িয়া লিখেছি মনে হচ্চে।
  • aka | 168.26.215.13 | ০১ আগস্ট ২০১১ ২১:১২482675
  • ঠিক উল্টো দু একটা চেতন ভগত দিয়ে ভুলে যাই ঐ একটা দুটো সাকসেসের আড়ালে কত ব্যর্থতা ভেবে মরে কেন তাদের বাপ মায়েরা আর একটু জোর করল না।

    এটা শুনতে বাঙালীদের কাছে খুব রোমান্টিক। বুড়ো বয়সে গবেষণা করার ইচ্ছে হল, তো কিছু মাস্টারমশাইকে জিগ্যেস করলাম। প্রথম কথাই বললেন এক্সেল নিয়ে কস্ট বেনিফিট করে দেখো সংসার এবং অন্য ফিনান্সিয়াল কমিটমেন্ট চলবে তো। দুখের কথায় আমার কাছে এই র‌্যাশনালিটিই আম্রিগা।

  • nk | 151.141.84.194 | ০১ আগস্ট ২০১১ ২১:১৩482676
  • অপ্রাসঙ্গিক, তবু একটা কথা বলতে ইচ্ছে হলো। ফ্লেক্সিবল সিস্টেম অনেকসময় খুব ভালো ফল দেয়। এডোয়ার্ড ঊইটেন ইতিহাস নিয়ে পড়লেন কলেজে, তাঁর বাবা নিজে বিরাট পদার্থবিদ, চেয়েছিলেন ছেলে পদার্থবিদ্যায় আসুক, ছেলে নিজের ইচ্ছায় ইতিহাসে গেলে হয়তো দু:খ পেয়েছিলেন, কিন্তু আমেরিকান বাবা, ছেলেকে কিছু কন নাই। (এনারা ভারতীয় পরিবার হলে হয়তো বাড়ীতে তুলকালাম হতো, ছেলেকে ঘরে বন্ধ করে কান্নাকাটি ইত্যাদি) ।
    তো সেই ছেলে পরে পথ বদলিয়ে গ্র্যাড স্টাডিতে পদার্থবিদ্যায় এলেন, আর যারে কয় জয় করলেন। তাঙ্কিÄক পদার্থবিদদের মধ্যে এখন এনাকে সেরা বলা যায়, শুধু তাই না এইসব কাজ থেকে গাণিতিক অবদান যা রাখছেন তার জন্যও ফিল্ড মেডাল পেয়েছেন।(হয়তো ওনার বাবা এখন খুবই খুশি :-))
    তো, এই ফ্লেক্সিবিলিটি আমাদের সমাজে কোথায়?
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:১৫482677
  • নিজের জানা একটা কেস। দাদার বন্ধু।
    বাংলা/ ইংলিশ পড়তে চেয়েছিল। লেখার তেমনি হাত ও ছিল। বাবার চাপে ডাক্তারি পড়তে বাধ্য হয়।
    পুরোপিরি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে ( অন্তত গেছিল,রিসেন্ট আপডেট জানিনা)
    মাধ্যমিকে দ্বিতীয় ও উ:মাধ্যমিকে প্রথম হয়েছিল।
  • dukhe | 117.194.244.188 | ০১ আগস্ট ২০১১ ২১:১৬482678
  • ক্যান? এই তো দিদিই রাজনীতি করতে করতে ছবি আঁকা শুরু করলেন । এবং জয় করলেন ।
  • nk | 151.141.84.194 | ০১ আগস্ট ২০১১ ২১:১৭482683
  • আরে দুখে আছেন কোথায়? এখনো তো আমি নামি নি। দেখবেন তখন কারে কয় ভিনি ভিডি ভিসি। ;-)
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:১৭482680
  • হ্যাঁ, nk উদা: টা ইন্টারেস্টিং। প্রবল বিরোধিতা করে যে সাবজেক্ট আজ ছুঁড়ে ফেলে দিলাম, দশ বছর বাদে সেটার কাছে ফিরে আসতে পারি। কিন্তু তার জন্য আফশোস নয়, এই ফ্লেক্সিবিলিটি টা থাকার জন্য আনন্দে থাকা উচিত।
  • rimi | 168.26.215.135 | ০১ আগস্ট ২০১১ ২১:১৭482679
  • এগজ্যাক্টলি, পাই। নিজের স্ট্রং পয়েন্ট নিজে আইডেন্টিফাই করা - এটাই আমাদের নিজেদের শেখা উচিত, ছেলে মেয়েদের শেখানো উচিত।

    নিনাদির কথাও একেবারে সত্যি। নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রফেশন বেছে নিলে তাতে সাক্সেসের "চান্স" কম।

    আকা এত কথা বলছে, আকা কিন্তু নিজের জীবনে কোনো চাপ খায় নি। সেই একবার ক্রিকেট খেলা নিয়ে ছাড়া। আকার বাবা মা ওকে "নিজের পায়ে দাঁড়াও" এই মন্ত্রটুকুই দিয়েছেন, এর বেশি কিছু না।

    এবার ক্রিকেট খেলা - আকা যদি খেলা আর পড়া ঠিকমতন রুটিনলি ব্যালেন্স করতে পারত, ওর বাবাকে যতটুকু জানি, উনি বারণ করতেন না। আকা লেখাপড়ায় তুমুল ফাঁকি মেরেছে। তাই আসল ইস্যু থেকে ব্যপারটা নকল ইস্যুতে গিয়ে পড়েছে। :-))
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:১৮482684
  • ও আকাদা, বাবা মা কেন জোর করলেন না বলে আফশোস ? :o

    আমাদের দেশে কবে
    সেই বাবা-মা হবে !
  • nk | 151.141.84.194 | ০১ আগস্ট ২০১১ ২১:২২482685
  • এর আবার উল্টোদিক ও আছে। আমার এক স্কুলজীবনের বন্ধু সেদিন কানতে কানতে বলছিলো ওর বাবা মা ওকে কোনো গ্রুমিং ই করেন নি ছোটোবেলা, ক্লাস ফাইভ পর্যন্ত নাকি ও খেলে খেলেই বেড়াতো।তার পরে নিজের আত্মপ্রকাশের তাড়নাতেই জোরে সোরে পড়েশুনে আজ ম্যানেজার। :-)
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:২৫482686
  • আরেকটা স্বীয় কানে শোনা কথা বলি।

    আমার এখানকার সিনিয়র। দেশে খুব ভালো ল্যাবে মিলিয়ন ডলারের ফাণ্ড নিয়ে ফিরে গ্যালো। ভালোই করছে।
    কিন্তু যাবার আগে একটা কথা বলেছিল আমায়। বলেছিল, আমি খুশি। মানে খুশিই বলা চলে। কিন্তু সত্যিকারের খুশি হতাম ক্রিকেটকে কোনোভাবে কেরিয়ার করতে পারলে। ভীষণভাবে চেয়েছিল। পারেনি। বাব বড় সায়েন্টিস্ট ছিলেন। সেই পথেই যেতে হল।
    আজও আফশোস যায়নি।
    কাজ নিয়ে পাগল ছিল। কিন্তু ক্রিকেট নিয়েও অমনি পাগলামি কম দেখেছি।
    তবে যাবার আগে আরেকটা কথা বলে গেছে।
    বলেছে, ওর পাঁচ বছরের ছেলেকে খেলতে দেবে। তার সব রকম ব্যবস্থা করবে। আর সে যদি ক্রিকেটকে কেরিয়ার হিসেবে নিতে চায়, তো, ও ভীষণ রকম খুশি হবে।
  • rimi | 168.26.215.135 | ০১ আগস্ট ২০১১ ২১:২৬482687
  • এই তো এনকে কেমন সুন্দর উদাহরণ দিয়েছে একখান। পাই একদম ঠিক, ফ্লেক্সিবিলিটি যেখানে আছে সেখানে কেন চাপ নেওয়া?

    আমেরিকান সিস্টেমের আকা এত প্রশমসা করল, অথচ আসল বেনিফিটটাই বুঝিতে নারিল। বাঙালীরা বাংলাদেশে রোমান্টিসিজম করতেই পারে, আম্রিগাতে ইচ্ছা থাকলেও ইংলিশ নিয়েও কোনোরকম রোমান্টিসিজম করা যাইবে না। ইহা একটি কঠোর বাস্তবের দেশ। ভয় নাই, ছেলে আর কিছুদিন পরেই নানা জিনিষ বানিয়ে নিজে বেচবে, আকাকেও বেচতে বাধ্য করবে। ঘর পরিষ্কার করে, গাড়ি পরিষ্কার করে আকার থেকেই পয়সা নেবে। তখনই আকার মাথা থেকে রোমান্টিসিজমের ভূত দূর হইবে।
  • nk | 151.141.84.194 | ০১ আগস্ট ২০১১ ২১:২৭482688
  • অথচ এই বন্ধুরই সব সাব্জেক্টে প্রাইভেট টিউটর ছিলো ক্লাস এইট থেকেই। অংক ইংরেজী সায়েন্স সাবজেক্টগুলো তো বটেই, বাংলা আর ইতিহাসের জন্য ও ছিলো।
    এই প্রাইভেট টিউটর দিয়ে পড়ানোর কালচারের প্রো আর কন এর ব্যাপারেও একটা টই আসা উচিত।
    উফ, আমাদের ওদিকে যা ছিলো, একেবারে হরিঘোষের গোয়াল সব।
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:২৮482689
  • :))

    তবে আকাদা, নিনাদির এক্ষপেরিয়েন্স শোনার পরও তুমি একই জায়গায় স্টিক করে আছো ?
  • nk | 151.141.84.194 | ০১ আগস্ট ২০১১ ২১:৩৫482691
  • আমার পুরানো স্কুলে এক বাঙালি প্রফ আছেন, নতুন যোগ দিয়েছেন বছর কয়েক। দেশেই ডক্টরেট করে জার্মানি হল্যান্ড ইত্যাদি নানা দেশে পোস্ট ডক করে টরে শেষে ঐ ইউনিতে। তো উনি ওনার জীবনের গল্প বলছিলেন, ওনার বাবা ইঞ্জিনিয়ার দুর্গাপুরে, তিনি চেয়েছিলেন ছেলে কোনো শিওর শট কাজে যাক। যেমন ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট বা অন্য কোনো কর্পোরেট চাকরি। কিন্তু ছেলে গবেষণায় গেল, শিওর শট কাজের ইন্টার্ভিউতে যেতো না, সেই খবর বাপের কাছে পৌছতো আর ভদ্রলোক লাঠি হাতে বসে থাকতেন ছেলে ছুটিতে ল্যাব থেকে বাড়ী গেলে ক্যাঁক করে চেপে ধরবেন। খবর পেয়ে ছেলে পালাতো।
  • Nina | 12.149.39.84 | ০১ আগস্ট ২০১১ ২১:৩৫482690
  • ঐ দু একটা চেতন ভগতের মতন যে কত "দু একটা" সুইসাইড , মানসিক ভারসম্য হারানো ছেলেমেয়েরা আছে , তাদের খবর যে সেইভাবে আমরা পাইনা।
    আমরা যখন ছেলেকে নিয়ে কলেজে গেছি প্রথম দিন ---ভাল কলেজ, সেরা সেরা সব ছেলেমেয়েরা --তা আমরা তো ছেলেকে পাখীপড়া করিয়েছি " ডাক্তার ' হতে হবে--আর ওখানে এক ডাক্তার বাবা মার ছেলেও এসেছে--আলাপ হল। আমার বর জিগালো আপনার ছেলে কি নিয়ে পড়ব--ডাক্তার সাহেব একগাল হেসে বল্লেন ' লিটারেচার' আমার ইনি বল্লেন ' কি প্রফেশনে যেতে চায়----সাহেব হেসে কন" যাতে তার প্রাণ চায়---when he reads poetry, he is happy as a lark" আমার ইনি পরে আমাকে বল্লেন--আরে ওর প্রচুর পয়সা, ওর আর কি চিন্তা, না পড়লেই বা কি---সেই ছেলেটি এখন কোথায় কি করে বড় জানতে ইচ্ছে করে!আন্ডার গ্রাড করে সে কেম্ব্রিজে চলে যায়, তারপর আর জানিনা।
  • piu | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:৩৬482692
  • স্মাইলিটা রিমিদিকে ছিল।

    নিজের ছোটোবেলার ইচ্ছাটা যাতে শুধু জাস্ট রোমান্টিসিজম প্রসূত না হয়, নিজের চাওয়া , না চাওয়া , সেটা করতে পারার ক্ষমতা , অক্ষমতা ( মানে,করতে গেলে প্র্যাকটিকালি যে স্কিলগুলো দরকার, সেগুলো আছে কিনা, বা সেগুলো আয়ত্ত করার ইচ্ছা আচে কিনা) , এগুলো ভাল করে জেনে নেওয়াটা খুব দরকার। প্লাস কী কী করা যায়, তাই নিয়ে এক্ষপোজার।
    সেটার জন্যই গাইডেন্স।

    দুর্ভাগ্যক্রমে সেই গাইডেন্স আমাদের যাঁরা দেন, মা বাবা শিক্ষক কি আশেপাশের লোক,
    তাঁরা নিজেরাই একটা মাইন্ডব্লকে আবদ্ধ।
    এই কাউন্সেলিং এর ব্যাপারটা এঁদের হওয়া উচিত সবার আগে। তারপর সেই মত 'গাইড' ( ডিক্টেট নয়) করতেই পারেন।
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২১:৩৭482694
  • কানপুরের সুইসাইডের একটা লিস্ট দেব ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন