এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬২৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 122.172.37.246 | ০৫ আগস্ট ২০১১ ২২:৪৭482828
  • এই মিনার্ভার কেসটার যাই সরকারী জাস্টিফিকেশন থাকুক, এর মধ্যে পরিষ্কার রাজনৈতিক বদমাইশির গন্ধ আছে।

    তবে এও বলব, সুমন মুখুজ্জেও কেন এমন সেট বানালেন যে মিনার্ভা ছাড়া ও নাটক আর কোথাও করা যাবে না! রবীন্দ্রসদনে তো শুনেছি দুটো শো হয়েছে। চেষ্টাচরিত্র করে অন্য হলে নাটকটা করা হোক। যদি দেখা যায় কোন সরকারী হল পাওয়া যাচ্ছে না, তৃণমূলের ব্লাফ হাতেনাতে ধরা পড়বে।

    [ ভেবেছিলাম এর মধ্যে একটা দ্বিচারিতা অ্যাঙ্গেল আনব। কাটিয়ে দিলাম। ]
  • PT | 203.110.243.21 | ০৫ আগস্ট ২০১১ ২৩:০০482829
  • খুব অপ্রত্যাশিত কিছু হচ্ছেকি?

    ওদিকে মাওবাদীরা আজ নন্দনে ছাপানো পোস্টার মেরেছে-""সবুজ হার্মাদদের""বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে (টিভির খবর)। আর অন্যদিকে- her suspension of anti-Maoist operations have turned Bengal into a safe haven for the ultras, on the run from the adjacent states. http://www.hindustantimes.com/india-news/kolkata/Neighbours-cry-foul-over-Didi-s-Maoist-policy/Article1-728955.aspx
  • dd | 122.167.4.104 | ০৫ আগস্ট ২০১১ ২৩:১৫482830
  • ইদিকে আমায় বোধোয় কোনো ডট বাবু সিম্বলিক্যালি আবাজ দিয়ে গ্যালো। ঠিক ঠাহর হোলো না।

    আমি কিনা মমতার দলে, সেই নিয়ে। তো দেখুন স্যার/ম্যাডাম, আমি কয়েছি "যদি" (এটা স্ট্রেস দিয়ে কওয়া), মানে - যদি নাও কয়ে থাকি, তো এখন কইছি। ঠিক স্মরন হচ্ছে না, "যদি" নামক রাইডার দিয়েছিলাম কিনা।

    "যদি"(স্ট্রেস,স্ট্রেস) দিদি ভালো করে তো ভালো, নইলে নয়। আমি বেনিফিট অব ডাউট দিতে রাজী।

    এই তো মামলা।
  • kallol | 115.184.74.89 | ০৬ আগস্ট ২০১১ ০৮:৫৯482831
  • রাজা লিয়র নিয়ে একটু আগে বিভাস চক্রবর্তিকে ফোন করেছিলাম। উনি জানালেন ব্যাপারটা মিটে গেছে।

    এখনো পর্যন্ত মমতা সরকারের যা কাজকর্ম তাতে, খুব ভয়ানক আশা করার কিছু নাই। কিন্তু সূর্যবাবুর অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়াটা ভালোই মনে হলো। কেউ কেউ বিগত সরকারসুলভ কায়দায় ""ওসব হয়েই থাকে"" বলে কাটিয়ে দিলে সুখী হতেন। তা আর কি করা।

    বেআইনী অস্ত্র তৃণমূলের ঘরে নিশ্চই আছে। কিন্তু বিগত প্রধান সরকারী দলের ঘরেও আছে, বোধ হয় বেশীই আছে। সেটা অস্বীকার করার কোন কারন আছে কি?
  • Manish | 59.90.135.107 | ০৬ আগস্ট ২০১১ ১০:০০482833
  • বিভাস দাদা তো পাক্কা তৃনমুল । উনি বললেম আর সেটাই সত্যি বলে ধরে নিতে হবে? ব্যাপারটা বেশ চাপের।
  • bb | 117.195.166.0 | ০৬ আগস্ট ২০১১ ১০:১৫482834
  • কল্লোলের এই পরিবর্তন দেখলে হাসি পায়। আগের আমলে কাগজের খবর ছিল ভুল ওনাদের (তথাকথিন মানবতাবাদীদের) সোর্স ছিল সঠিক এখন কাগজের খবর পড়েই তো এই সরকারের গুনে বিগলিত। আর কতই ভেক দেখব , এখন ওনাকে বিভাষ চক্র ফোনে বলেছেন সব ঠিক বেশ তাই আমাদের মেনে নিতে হবে।
  • | 121.245.73.83 | ০৬ আগস্ট ২০১১ ১০:৩৮482835
  • আজকাল-আবাপত্রিকায় কি অগাধ আস্থা , দেখেও সুখ ! ইহাই হইল আসল পরিবর্তন

    চামচাবাজি টু দি পাওয়ার ইনফিনিটি
  • a | 208.240.243.170 | ০৬ আগস্ট ২০১১ ১১:৪৩482836
  • কল্লোলদাকে আবার কটি প্রশ্ন:

    ১। বিভাষ বাবুকে ফোন করলেন কেন? সুমন বা সৌমিত্রকে নয় কেন? আপনি কি জানতেন কাকে ফোন করলে "ঠিক" খবরটা পাওয়া যাবে?
    ২। কথাটা তো "মিটে গেছে" কি না তাই নিয়ে নয়, হল কেন তাই নিয়ে, তাই না?
    ৩। এর বিরোধে আপনি কি পথে নামছেন? নামলে কবে? না নামলে কেন নয়?
  • nyara | 122.172.37.246 | ০৬ আগস্ট ২০১১ ১২:০৪482838
  • এই তো, দ্বিচারিতা অ্যাঙ্গেল এসে গেছে।
  • bb | 117.195.162.211 | ০৬ আগস্ট ২০১১ ১৩:১৫482840
  • কোন দ্বিচারীতা নয় খোলাখুলিই তো তৃণমূলের হয় সওয়াল করছেন তাই বলছি ভেকটার দরকার আর কি?

  • kallol | 115.242.168.115 | ০৬ আগস্ট ২০১১ ১৩:৩৩482841
  • বল্লম লক আপে পিটিয়ে মারার জন্য কোন পুলিশের শাস্তি তো দূরস্থান, সাসপেন্ডও হয়নি কেউ। উনি সিপিএম কর্মীদের আদালতে শাস্তি দেখিয়ে দিলেন।
    ভালো ভালো।
    সুমনের সাথে পরিচয় নেই, আর বিভাসের সাথে পরিচয় আছে তাই। বিভাসদা মিথ্যে কথা বলবে না বলে মনে করি। তাই ফোন করেছিলাম।
    তো কেউ জেনে বলুন না এখন ব্যাপারটার কি স্ট্যাটাস।
    দ্বিচারীতা করার দরকার কি। ভালো কাজ করলে ভালো বলবো, খারাপ কাজ করলে খারাপ। খারাপ করলেও ভালো বলতে হবে এতো দায় আমার নাই।
  • lcm | 69.236.187.211 | ০৬ আগস্ট ২০১১ ১৩:৩৭482843
  • যা! মিনার্ভা ঝামেলা মিটে গেল নাকি! তক্কাতোক্কির একটা ফিল্ড তৈরী হচ্ছিল। ধুস্‌!
  • PT | 203.110.247.221 | ০৬ আগস্ট ২০১১ ১৩:৪৬482844
  • সেই ""বকলম"" অর্পিতা ঘোষ - সৌমিত্র অভিনয় করেন যাদের সঙ্গে সেইরকম একটি নাট্যদলকে ""আশ্বস্ত"" করার মত ক্ষমতা অর্জন করেছেন পরিবর্তনের পরে- জেনেও শিহরিত হলাম।
  • PT | 203.110.243.23 | ০৬ আগস্ট ২০১১ ১৩:৫৮482845
  • সাসপেন্ড করার নাটক তো একজন ডাক্তারকে দিয়ে শুরু হয়েছে পরিবর্তনের পরে। তার চাইতে কোর্টে গিয়ে আসল দোষীকে শাস্তি দেওয়াটা কি বেশী যুক্তিযুক্ত নয়?
  • ranjan roy | 122.168.188.87 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৩০482846
  • অয়নের রাগের কারণ বুঝলাম না।
    এক, বিভাস চক্কোত্তি রাজনীতিতে লাল থেকে সবুজ হয়েছেন , কিন্তু তিনি কোন ঘটনা নিয়ে মিথ্যে কথা বলেছেন, বলে থাকেন --কাজেই বিশ্বসনীয় ন'ন, এমন মনে করার কারণ কি?
    অয়ন নিজে সৌমিত্র-সুমন কে জিগ্যেস করে সত্যিটা জেনেই না হয় কল্লোলকে চার্জ করতেন।
    আর আনন্দবাজার থেকে দেখা যাচ্ছে ঝামেলাটা মিটেছে,এবং সুমন খুশি। তারপরেও সন্দেহ?
    পিটি তো বহুবার আনন্দবাজারকে কোট করেন, তাহলে?
    আর মিনার্ভার সমস্যা ও সুমনের অভিযোগ তো এদের পত্রিকা পড়েই জানা গেল। কিন্তু সমাধান এদের পত্রিকায় ছাপলে অবিশ্বাস্য-এ কেমন কথা!
    দুই, কেন প্রবলেম হয়েছিল? প্রকাশ্য কারণ আনন্দাবাজারেই আছে। আসল কারণ যে জন্যে ব্রাত্যদের নাটক বাম জমানায় আটকে দেয়া হয়েছিল সেজন্যেই। এ'ব্যাপারে কোন পরিবত্তোন হয় নি।
    কিন্তু এখন আবার অভিনয় হবে, বাম জমানায় সমাধান হয় নি; পরিবত্তোন এইটুকুই।
    তিন,
    সমাধান হলে পথে নামার কথা কেন উঠছে? আর যাঁর যন্ত্রণা সেই সুমন মুখো যদি পথে না নামেন, তাহলে আর কেউ নামতে যাবেন কোন দু:খে। বিপ্লব একস্পোর্ট করা যায় না, কমরেড:))))।
  • saikat | 116.203.219.15 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৩৩482847
  • কল্লোলদা আপনাকেও বলিহারি। এত কিছু দেখলেন, জানলেন আর এটা জানেন না যে আপনার উচিত ছিল বিভাসবাবুর কাছ থেকে সুমনবাবুর ফোনে নম্বর নিয়ে, বিভাসবাবুর সাথে আপনার পরিচয়ের উল্লেখ করে সুমনবাবুর কাছ থেকে ব্যাপারটা জানা এবং এখানে জানানো। ধুস, কী যে করেন। একে আপনি প্রাক্তন নকশাল, তায় অধুনা মানবতাবাদী, সে যতই বলুন তৃণমূলের কাছ থেকে আলাদা কোন আশা নেই, পাঁড় সিপিএম-রা আপনাকে ছেড়ে দেবে?
  • ranjan roy | 122.168.188.87 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৩৫482849
  • অ! তাহলে যে পুলিশের দল রেপ, মার্ডার, এনকাউন্টার করলো তারা আসল দোষী নয়! বেশ।
    তাহলে মেমারি'র সাঁইবাড়ি মামলায় যাঁরা দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁরা সবাই জেলের গরাদের পেছনে আছেন আশা করি।
  • saikat | 116.203.219.15 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৩৭482850
  • কিন্তু আমি যারপরনাই হতাশ হয়েছি, এই ঘটনা নিয়ে পরিবর্তনের পরে যারা সত্যবাদী মিডিয়া হয়েছে, যেমন আজকাল-গণশক্তি-২৪ ঘন্টা, তাদের অবস্থান দেখে।

    একটা কোন লিং নেই? কিচ্ছু নেই? কোন খবর নেই এ ব্যাপারে?

    দ্বিচারিতার চূড়ান্ত।
  • PT | 203.110.243.23 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৩৮482851
  • কি আশ্চর্য- ""বাম জমানায় নাটক আটকে দেওয়া হয়েছিল""-এই অর্ধসত্যটিকে এবার ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন দেখছি। মানে মমতাময়ী সরকার একটু দেখিয়ে দিল যে তারাও নাটক আটকে দিতে পারে? বাম জমানায় কোন নাটকের আটকে থাকাটা সমাধান হয়নি? মানে সরকারি হলে না হলেও বেসরকারি হলে করতে দেওয়া হয়নি এমন ঘটনা জানা আছে নাকি?
  • ranjan roy | 122.168.188.87 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৪২482852
  • আমার ধারণা হল পূর্ব জার্মানীতে ড্রামাটার্জির আমলারা অবশ্যই ব্রেখটের চেয়ে প্রতিভাবান ছিলেন।
    আর ১৯১৭'র পরে সোভিয়েতের আমলারাও স্তানিস্লাভস্কি বা দানচেংকো চেয়ে অনেক -----।
  • PT | 203.110.243.23 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৪৩482853
  • এবারে তো দাদা প্রতিদিনের মুখপত্র হয়ে যাচ্ছেন। সাঁইবাড়ির মামলায় কে দোষী সাব্যস্ত হয়েছিল আর কেন তারা জেলের বাইরে সে সব কি অজানা নাকি? আর মমতাময়ী সরকারের জয়গান গাওয়ার আগে একটু অপেক্ষা করে দেখে নিন না পুলিশদের কেমন শাস্তি হয়।
  • PT | 203.110.243.23 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৪৫482854
  • ঘেঁটে দেওয়ার ক্ষমতা প্রশংসনীয়। হচ্ছিল প:বঙ্গের কথা - উনি চল্লেন জার্মানীতে!!
  • saikat | 116.203.219.15 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৫২482855
  • বালাই ষাট। বাম জমানায় নাটক আটকানো হয়নি তো। আইন-কে "বকলমে" ব্যবহার করা হচ্ছিল। আর হবে নাই বা কেন? খোঁয়াড় তৈরী করে মানুষগুলোকে সেখানে ঢোকানোর প্রগতিবাদী নীতির সফল রূপায়ণই হল না, অথচ সেটা আগে থেকে বুঝে গিয়ে নাটক করা হচ্ছিল। প্রতিবাদী নাটক বা বৈপ্লবিক নাটকে করার হ্যালো তো "আমাদের"-ই মাথার পেছনে, সেই কবে থেকে।
  • saikat | 116.203.219.15 | ০৬ আগস্ট ২০১১ ১৪:৫৬482856
  • যা:। জার্মানীতে যাওয়া যাবে না? পরিবর্তনের পর থেকে তো দেখলাম কত লোকে জার্মানী আর ইটালীর ইতিহাস পড়া শুরু করল।
  • kallol | 115.241.8.241 | ০৬ আগস্ট ২০১১ ১৫:০২482857
  • ওম্মা। অর্পিতার সাথে দেখি মেঘনাদদার নামও আছে! কি যে হবে!
    না রাজা লিয়র আটকানো হয় নি। মিনার্ভার পরিচালন ব্যবস্থায় পরিবর্তন হয়েছে, তাই সব নাটকই বন্ধ আছে। আবার শুরু হবে।
    এটা সুমন্ত গঙ্গোপাধ্যায়ের খবর। উনি নান্দীকারের অন্যতম পরিচালক-অভিনেতা।

    নিশ্চিন্ত থাকুন। মমতা সরকার খারপ কাজ করলেই ঘেউ ঘেউ করব। রঞ্জনের ""কুত্তা লগ্নে জন্ম""টা ভালো লেগেছে।
  • kallol | 115.241.8.241 | ০৬ আগস্ট ২০১১ ১৫:০৫482858
  • আর হ্যাঁ, সাসপেন্ডটাও একধরনের শাস্তিমূলক ব্যবস্থা, যাতে পদের সুযোগ নিয়ে অভিযুক্তরা তদন্তে বাধা না তৈরী করে।
    এটা কি ভালো কাজ নয়? কি বলেন সকলে?
  • | 14.98.106.72 | ০৬ আগস্ট ২০১১ ১৫:০৬482860
  • সৈকতবাবু এত উত্তেজিত হচ্ছেন কেন? দু এক কথায় একটু লিখুন না কেন আপনি এই সরকার ও সরকারি দলের সমর্থক , নিশ্চয় খুব ভাল ভাবেন এদের , তাই কোনও সমালোচনাই সহ্য করেন না। সিপিএম এইরকম করতো তাই এরাও করেছে বেশ করেছে টাইপের জাষ্টিফিকেশন দিয়ে দিলেন।

    উত্তেজনা বশে এনে একটু লিখুন না যে কেন আপনি তৃণমুলের তাঙ্কিÄক বা স্বাত্তিক বা নাস্তিক সমর্থক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন