এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬২৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.243.250 | ০৭ আগস্ট ২০১১ ১১:০৮482928
  • আমি তো মধ্যে 'পীড়িত পুরুষ পতি পরিষদ' এর পত্রিকাও পড়তাম । তবে কথাটা গিন্নির কানে না তোলাই ভালো ।
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১১:০৯482929
  • সে যাই পড়ুন না কেন লেখালেখি দেখলে বোঝা যায় কত 'খোলামন" , তাই সেই সিপিএম যেমন এককালে বিরুদ্ধ কিছু বল্লেই তৃনমুল বলে দাগিয়ে দিত আর এখন তার উল্টোটাই হছে তৃনর সমালোচনা করলেই সে বাই ডিফল্ট "কমরেড" !
  • nyara | 122.172.37.246 | ০৭ আগস্ট ২০১১ ১১:১১482930
  • কম: গোলদার আবার 'অয়, অয়, জানতি পার না' স্টাইলে নিজের প্রেডিকশনের ওপর ভরসা রাখতে অনুপ্রেরণা দিচ্ছেন।
  • dukhe | 117.194.243.250 | ০৭ আগস্ট ২০১১ ১১:১৬482931
  • এই রে: - কমরেড বললে কি লোকে আজকাল মানহানির মামলা কচ্ছে নাকি ? পরিবত্তনের বাজারে কিছুই অসম্ভব না ।
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১১:২১482932
  • মানহানি কেন? যারা একনিষ্ঠভাবে তৃণমুলের স্বঘোষিত প্রোটেক্টর , এসেমেস ছাড়া কিছুতেই বিশ্বাস নেই তাদেরকে একবার কথায় কথায় কমরেড বলে দেখুন না !
  • dukhe | 117.194.243.250 | ০৭ আগস্ট ২০১১ ১১:২৯482933
  • আপুনিও কি সেই দলে যে চটে যাচ্ছেন ?
    যাকগে, কী বলে ডাকলে খুশি হন আপনিই বলুন না । আমার তো রজনী পাম দত্ত, কংশাল, কমরেড, তিনো, তাতিন - কিছুতেই আপত্তি নাই ।
  • PT | 203.110.243.21 | ০৭ আগস্ট ২০১১ ১১:৩৪482934
  • @kallol
    আপনি সরাসরি তথ্যগোপন এবং মিথ্যাভাষণ করছেন। রূপ্‌চাঁদ পাল ভোটের সময় (নজরটান) কম্যুনিস্ট তত্ব-বিরোধী পশুখামার নাটকের প্রচারের ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আমার যতদূর মনে পড়ছে, পুলিশ/জেলাশাসক নাটকটি বন্ধ করে অন্য কারণে- স্থানীয় উদ্যোক্তারা প্রয়োজনীয় ট্যাক্স দেননি, অনুমতি নেননি এবং (সম্ভবত:) একটি বিদ্যালয় প্রাঙ্গণে (সরকারি - যা ভোটের আগে প্রচারে ব্যবহার করা যায়না) নাটকটি দেখানোর চিন্তা করেছিলেন। ঐ নাটকটি অর্পিতা ঘোষের না হয়ে অন্য কারো হলে আবাপ আদৌ এই ঘটনাটাকে পাবলিশিটি দিত কিনা সে তা সন্দেহ আছে। এর পরেও যেটা মনে রাখা উচিৎ সেটা হচ্ছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী ঐ ঘটনা প্রসঙ্গে যে কোন নাটক বন্ধ করার বিরুদ্ধে লিখিত বিবৃতি দেন।
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১১:৪৬482935
  • অ্যামোনেষ্টি
    ফস্টিনস্টি
    কমিউনিস্টি
    অনাসৃষ্টি

    সিপিয়েমি
    বদ ঢ্যামনামি
    মাম্মামামি
    এই তো আমি
  • dukhe | 117.194.244.77 | ০৭ আগস্ট ২০১১ ১১:৪৮482936
  • সবাই এই নিয়ে পড়ে থাকল । বাদলবাবুর খবরটা ছুঁয়েও দেখল না । হায় ।
  • PT | 203.110.243.21 | ০৭ আগস্ট ২০১১ ১১:৪৯482938
  • @Kallol
    সংযোজন:
    কিং লিয়র নিয়ে আমি কোন ব্যক্তিগত মন্তব্য করিনি। সানডে গার্ডিয়ানকে উদ্ধৃত করেছি মাত্র। আপনি যদি টেলিগ্রাফের খবর আর বর্তমানে তৃণমূলী বিভাসের বক্তব্যের ভিত্তিতে ঘটনাটি সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই খবরটিকে কি করে ignore-করা যায়? ......Soumitra Chatterjee, 76, is being subjected to political vendetta by the Mamata Banerjee government for not joining hands with the ruling Trinamool Congress. Mamata Banerjee had approached the actor, who is suffering from terminal cancer, to join the Trinamool but he had refused. And now a play, King Lear, in which he performs, is not being allowed to be staged anywhere in Kolkata. http://www.sunday-guardian.com/news/new-queen-of-bengal-blocks-king-lear

    আপনিই কি কোনভাবে প্রমাণ করতে পারবেন যে মিনার্ভার repertory-র গোলমালের সুযোগ নিয়ে মমতা কলকাঠি নেড়ে নাটকের অভিনয় বন্ধ করে দেননি?

    আর ৭৭-এ মুক্তি পাওয়া সকলকে বিনয় কোঙারের সঙ্গে আবার জেলে পুরে সব মামলা নতুন করে শুরু করার ব্যাপারটা এড়িয়ে গেলেন তো!!
  • kallol | 220.226.209.2 | ০৭ আগস্ট ২০১১ ১১:৫২482939
  • কমরেড ডাকটা বিগত ৩৪ বছরে এতো খারাপ মানুষদের সম্বোধন করতে ব্যবহৃত হয়েছে, যে ওটা ব্যবহৃত হতে হতে হতে হতে.............
    নইলে আমরা তো গাইতাম - কমরেড বলে ডাক দিলে কেউ / কমরেড বলে ডাক / বুকের ভিতর রক্ত আখরে / ঢেউ ছলাৎ ছলাৎ।

    আজ সিপিএম পার্টি চিঠি দিয়ে কর্মীদের বলছে "'বিনয়ী হন"" (যেন নেতারা সব বিনয়বাবু ছিলেন ও আছেন)। সেদিন যখন সিপিএম কর্মী-নেতাদের দম্ভের কথা উঠেছিলো তখন তো কতো না কথা বলেছিলেন এই গুরুতে তৎকালীন শাসকদলের সমর্থকেরা। আজ স্বীকার করতে হচ্ছে, বিনয়ের অভাব ছিলো।

    দাম্ভিক লোকেদের কমরেড বলে ডাকলে, ৩৪ বছর ধরে ডাকলে, সাধারণ মানুষের কাছে ডাকটার মনে পাল্টে যায়।

    একদিন, বেশী দূর নয়, ৬০এর দশকেই এই ডাকটা বড়ো সম্মানের ছিলো, শ্রদ্ধার ছিলো।

    আমাদের তৃণমূল বললেন কি সিআইএ, তাতে কিই বা আসে যায়। ঐ ছাপ্পা মারতে মারতে তো এইখানে এসে পৌঁছেছে দলটা।

    প্রমান দেওয়া যায় না, এমন কথা নিয়ে তক্কো করার কোন মানে আছে কি? ভেবে দেখবেন। না, এটা কোর্ট নয়। কিন্তু বিবেকের কাছে পরিষ্কার থাকাটা যেকোন কোর্টে প্রমাণ দাখিল করার চাইতে অনেক বড়ো।কারুর বন্ধুর কথা মতো ঐ কথা ব্রাত্য কোন গণমাধ্যমে বলে থাকলে, এতো কাল ব্রাত্যর পিছনের চামড়া খুলে নিতো।
    বন্ধুর কথায় অবিশ্বাস করতে বলছি না, যেমন আমি বিভাসদার কথা অবিশ্বাস করিনি। তারপর খোঁজ নিয়েছি। বিভাসদার কথা শুনেই ছেড়ে দেই নি। হতেও তো পারে বিভাসদা হয়তো গুরুত্ব দেন নি বিষয়টাকে। তারপর নান্দীকারের সুমন্তও যখন বললো, তখন সেটাও সকলকেই জানালাম।
    কিন্তু যারা কোন খোঁজ খবর না নিয়ে মিথ্যে অভিযোগ করলেন, নানান জ্ঞান দান করলেন, তারা এখন কি বলছেন?
    গণশক্তি বা আজকাল কি বলছে? রাজা লিয়র কি বন্ধ করে দেওয়া হয়েছে?

  • dukhe | 117.194.244.77 | ০৭ আগস্ট ২০১১ ১১:৫৭482940
  • সবাই নিজ নিজ বিশ্বাসমতে চলুন, ঠেকাচ্ছে কে ? কেউ সানডে গার্ডিয়ানে ভরসা রাখুন, কেউ টেলিগ্রাফে । এবং প্রশ্ন করুন -
    প্রমাণ কী যে মমতা অভিনয় বন্ধ করিয়ছেন ?
    প্রমাণ কী যে মমতা অভিনয় বন্ধ করাননি ?
    কোর্টে গেলে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হয়, গুরুতে হয় না । অতএব নিশ্চিন্তে বিশ্বাসের বিরুদ্ধে যুক্তির তোপ দাগুন ।
    জয় গুরু ।
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১১:৫৯482942
  • হ্যাঁ যাদবপুরের উপাচার্য গোপাল সেন হত্যা রহস্যও রিওপেন হোক।

    তবে ঘটনা টি নিয়ে বৃহত্তর মিডিয়ারও তো সেরকম কোনো ব্যাবসায়িক বা পলিসিগত ইন্টারেস্ট নেই, কাজেই
  • kallol | 220.226.209.2 | ০৭ আগস্ট ২০১১ ১১:৫৯482941
  • সাঁইবাড়ি আমি এড়িয়ে যাই নি। আপনার স্মৃতি সুবিধামতন লোপ পেলে আমার কিছু করার নেই। ব্রাহ্মিশাক খেতে পারেন। টেক মার্কেটে পাওয়া যায়।
    আপনার সুবিধার্থে।
    আমি লিখেছিলাম, বরানগর-কাশীপুর গণহত্যার তদন্ত একটা ভাঁওতা মাত্র। শুধু সাঁইবাড়ির মামলা আবার এতোকাল পরে তুললে ব্যাপারটা খেলো দেখাবে, তাই সাথে বরানগর-কাশীপুর জুড়ে দেওয়া হলো। বরানগর-কাশীপুর নিয়ে কিস্যু হবে না। কিছু করতে গেলে নিজেদের গলায় ফাঁস পড়বে। কিন্তু সাঁইবাড়ি নিয়ে সিপিএমকে বাঁশ দেওয়ার সুযোগ ছাড়বে না।
    যদিও সিপিএম নিজেও ব্যাপারটা নিয়ে কোন ""হৈচৈ"" করছে না।
  • PT | 203.110.243.21 | ০৭ আগস্ট ২০১১ ১২:০৮482943
  • হেলএদ প্লয় রইসেস উএস্তিওন্স ও পোলিতিঅল ইন্তেরএরেনএ ব্য ওত
    ৭ আউগুস্ত ২০১১ উন্দয়

    The shelving of popular play Raja Lear had everyone wondering if the reasons were political.....

    .....Director Suman Mukhopadhyay reveals, “The concerned committee has not yet taken a decision on further performances. It seems a little strange as the play is so popular.
    http://www.tehelka.com/story_main50.asp?filename=Ws010811Raja_Lear.asp


    ও হ্যাঁ, একজন মধ্যমানের অভিনেতার পক্ষে এটা বড়ই শ্লাঘার বিষয় যে- All our shows, whether at the 240-seater Minerva Theatre, or at Rabindra Sadan with its 1,000-plus capacity, have run to full houses. People constantly ask me when it will be staged next.”
  • PT | 203.110.243.21 | ০৭ আগস্ট ২০১১ ১২:০৯482944
  • **Shelved play raises questions of political interference by WB Govt
    7 August 2011 Sunday

  • dukhe | 117.194.244.77 | ০৭ আগস্ট ২০১১ ১২:১৩482945
  • না:, হাওয়ায় ওড়ানো খবর নিয়ে গণশক্তি বা আজকাল নিতান্তই নীরব । মানে তাই মনে হচ্ছে ।
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১২:১৫482946
  • উপাচার্য হত্যা তদন্তে শুধু দায়ী ব্যাক্তিবর্গ বা গোষ্ঠী নয় কোন ছাত্র সংগঠনের মদতে এ কাজ হয়েছিল তাও জানা দরকার

    তুমি মহারাজ সাধু হলে আজ
  • kallol | 220.226.209.2 | ০৭ আগস্ট ২০১১ ১২:১৮482947
  • কিন্তু কিমাশ্চার্যম। তহলকার লিং দেওয়া হচ্ছে, আবাপ, টেলিগ্রাফ সবাই বলছে। শুধু আজকাল আর গণশক্তি নীরব রাজা লিয়র নিয়ে।
  • kallol | 220.226.209.2 | ০৭ আগস্ট ২০১১ ১২:২৪482949
  • গোপাল সেনকে নকশালরা খুন করেছিলো। তারা ধরাও পড়েছিলো। তারপর ৭৭এ ছাড়া পেয়েছে। আমি তো একহ্‌থা বলে দিতেই পারি, সাধু বা চোর যাই বলুন। আপনি বলতে পারবেন সাঁইবাড়ি কারা ঘটিয়েছিলো?
    আবারও বলছি সাঁইবাড়ির মামলা আবার তদন্ত করা তৃণমূলের রাজনৈতিক চাল, খুবই নীচ চাল। সেটা যাতে চোখে না লাগে তাই কাশীপুর-বরানগর তদন্তের কথা বলা হচ্ছে।

    সে সময় সিপিএম-নকশাল-কংগ্রেস বহু খুন করেছে। নকশালরা স্বীকার করেছে, তারা ভুল করেছে। কং বা সিপিয়েম তো স্বীকারই করেনি যে তারা খুন করেছে। এটাই তফাৎ আর মিল।
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১২:৪১482950
  • ও তাহলে তো ঠিক আছে মনে হয় , খুন করে ঘোষণা করা - মৃতদেহের পাশে গণ আদালতের পোস্টার ফেলে আসা এগুলো তেনাদের পেটেন্ট করা আছে , ট্র্যাডিশন এখনও সমানে চলিতেছে

    আচ্ছা স্বীকার করলেই তিনি নির্দোষ -সমাজ সচেতন- যুগ পথ প্রদর্শক এগুলো আইনের কোন উপধারায় মানে এক্স্যাক্ট সিরিয়াল নম্বরটা জানা আছে কি ? অসুবিধা নেই কারুর কাছ থেকে জেনে বল্লেও হবে।
  • dukhe | 117.194.242.252 | ০৭ আগস্ট ২০১১ ১৩:১৭482951
  • ঘোষণা করা খারাপ । যা করার লুকিয়ে করুন । সুহৃদ দত্ত টাইপ । আইনে এঁদের নির্দোষ বলা আছে ।
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১৩:৩১482952
  • সবচেয়ে দড় ছিল শত ঘোষ-লক্ষী বোসরা , ঘোষণা করে বা ক্ষেত্রবিশেষে না করেই নির্দোষই রয়ে গেল সারাজীবন।

    আর হ্যাঁ নতুন সরকারের আমলে প্রথম বন্দীমুক্তি দুদিন আগেই হয়েছে শুনেছেন তো

    হাতকাটা দিলীপ

    ঘোষণা করেই খুনখারাবি করত , তাই বোধহয় ছেড়ে দিল
  • kallol | 220.226.209.2 | ০৭ আগস্ট ২০১১ ১৫:৩৪482953
  • ১) স্বীকার করলে তো নির্দোষ হয় না, বরং দোষ স্বীকার করলে দোষীই হয়। তবে ভুল কাজ স্বীকার করতে সৎসাহস লাগে। সেটা সবার থাকে না বলাই বাহুল্য।
    ২) ভুল স্বীকার করলে তিনি নিশ্চই সমাজ সচেতন। যুগ পথ প্রদর্শক এরকম কেউ দাবী করেছে কি?
    ব্যাঙ্গ-ট্যাঙ্গ ভালো। তবে কি সবার হাতে ঠিক খোলে না।
    ৩) ভুল করে, তারপর স্বীকার না করলেই তিনি নির্দোষ। এনিয়ে কোন সন্দেহ নেই। শুধু সৎসাহসের অভাব। এটুকুই যা। তা সৎসাহস তো ভিটামিন নয় যার অভাবে বুক ফুলিয়ে বেঁচে থাকা দায় হয়, বা ৩৪ বছর সরকার চালানোর কোন প্রতিবন্ধকতা তৈরী হয়।
    আজকের মমতা সরকারেও এমন বহু লোকজন আছে যাদের একই ইতিহাস। তারাও স্বীকার করে নি। তাতে কি। সরকার চালাতে তো অসুবিধা নেই। সে তো আগেই দেখা গেছে।
    ৪) হাতকাটা দিলীপের এমন কেস সাজিয়েছে পুলিশ যে তা প্রমাণ করতে পারলো না পুলিশ নিজেই। তাই আদালত ছেড়ে দিয়েছে। এর চার্জশিট যেন কোন সময়ে দেওয়া হয়, যার ভিত্তিতে মামলা চলে??? বোধ হয় বাম আমলেই। কি জানি ঠিক মনে পড়ছে না। নাকি সিদ্ধার্থবাবুর আমলেই বোধ হয় হ:কা:দি:র চার্জশিট পুলিশ জমা দেয়। কারুর কি মনে আছে?
  • kallol | 220.226.209.2 | ০৭ আগস্ট ২০১১ ১৫:৪৫482954
  • আর হ্যাঁ। এই হা:কা:দির পেছনে কে যেন ছিলো? ঐ যে সল্ট লেক স্টেডিয়ামে আশ্রয় দিতো যেন কে? এতো ভুলে যাই সব। মনেই পড়ে না। ও হ্যাঁ ক্রীড়ামন্ত্রী না কি যেন ছিলেন তিনি। আরে: নামটা কি যেন? মমতা চত্রবর্তী বোধহয়। আরে, কোন একটা সরকারে ক্রীড়ামন্ত্রী ছিলেন না উনি? এইত্তো, মনে পড়েছে রাজীব গান্ধীর আমলে।

  • | 14.98.133.82 | ০৭ আগস্ট ২০১১ ১৬:২১482955
  • ব্যাঙ্গ ট্যাঙ্গো খোলে
    যদি লাগে অন্যের গালে

    আর নিজের বা দলের গায়ে লাগলেই শুরু হয়ে যায় বিকৃত ইতিহাস সমৃদ্ধ ক্যাওড়া প্রলাপ
  • kallol | 220.226.209.2 | ০৭ আগস্ট ২০১১ ১৬:৪৫482956
  • আহা। চটেন অক্যানো?
    আমার তো দল নাই। তাই নিজের দলের গায়ে লাগার প্রশ্নই নাই। সে জন্যই বলছিলাম। ব্যাঙ্গ-ট্যাঙ্গ ভালো। তবে সবার হাতে খোলে না।
    কোনটা বিকৃত ইতিহাস জানালে বাধিত হই।
    ১) হা:কা:দির চার্জশিট দিয়েছে পুলিশ সিদ্ধার্থশংকর রায়ের আমলে।
    ২) পুলিশ হা:ক:দির অপরাধ প্রমাণ করতে পারে নি।
    ৩) মমতা চাক্রবর্তি যখন রাজীবের আমলেক্রীড়া মন্ত্রী ছিলেন তখন উনি সল্ট লেক স্টেডিয়ামে হা:কা:দিদের আশ্রয় দিতেন।
    ;-))
    হয় হয় ওমনি হয়। হেরে গেলে ওমনি হয়। zআন্তি পারো না।
    যাগ্গে, বিমান বাবু বলেছেন, ""আচরন বদলাতে হবে পার্টি কর্মীদের।"" http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=155808

  • | 14.98.133.82 | ০৭ আগস্ট ২০১১ ১৬:৫৮482957
  • সেই সিপিএমিয় রোগ ! তৃণর সমালোচনা করলেই সে সিপিএম আর তাকে বলে দেওয়া যে আমি সর্বগুণসম্পন্ন জ্যোতির্বলয়যুক্ত শ্রী শ্রী ১০৮ ছাট্টিফায়েড আদি নক্সাল অতএব ভাবখানা সবার উপরে ইত্যাদি
  • dukhe | 117.194.241.67 | ০৭ আগস্ট ২০১১ ১৭:১৭482958
  • কিলিয়ার । কল্লোলদা নকশাল ছিলেন বলে যুবভারতীতে হাতকাটা দিলীপ খেলে বেড়াত ।
    জ্জিও দাদা ।
  • | 14.98.133.82 | ০৭ আগস্ট ২০১১ ১৭:৪৪482960
  • কি ডিরাইভ করার ক্ষমতা !

    শখের কি যেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন