এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬২৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.241.8.241 | ০৬ আগস্ট ২০১১ ১৫:০৮482862
  • সাঁইবাড়িটা তো বুঝলাম না। ওতে তো বিনয় কোঙার সহ অনেক সিপিএম কর্মীর সাজা হয়েছিলো। ৭৭এ বামফ্রন্ট এসে রাজনৈতিক বন্দী মুক্তি ঘোষনা কারায় ওরা ছাড়া পেয়েছিলেন। আমরা তো একই সাথে ছাড়া পেয়েছি।
  • saikat | 116.203.219.15 | ০৬ আগস্ট ২০১১ ১৫:০৮482861
  • আপনি কী মনে করেন মমতাময়ী কোন ভাল কাজ করতে পারেন?

    এর উত্তর দিয়েই অন্য সকল প্রশ্নের উত্তর নির্ধারিত হবে।
  • ppn | 112.133.206.18 | ০৬ আগস্ট ২০১১ ১৫:১৪482863
  • কিন্তু আবাপ অনুযায়ী মিনার্ভায় জটের জন্য দুটি নাটকই তো বন্ধ ছিল। যেরকম চেঁচামেচি হল তাতে মনে হল শুধু সুমনবাবুর নাটকই বন্ধ হয়েছে।

    অন্য কোন লিং প্লিজ, যাতে বন্ধ হবার "আসল' কারণটা বলা আছে?
  • ppn | 112.133.206.18 | ০৬ আগস্ট ২০১১ ১৫:১৬482865
  • সৈকত বোধহয় "কি' লিখতে চেয়েছিল।
  • saikat | 116.203.219.15 | ০৬ আগস্ট ২০১১ ১৫:১৬482864
  • বলিহারি। দিব্যি পমফ্রেট মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে পেট ঠান্ডা করে দু লাইন লিখলাম, আর "উত্তেজিত" বানিয়ে দিলেন !! এ খুব অনাচার।

    আর এই সরকার, তৃণমূল দল --এদেরকে এত্ত ভালবাসি, এত্ত ভা চাই যে দু-এক ক্কথায় প্রশস্তি তো শেষ করতে পারব না। ফলে ধরেই নিন না, এনাদের কোন সমলোচনাই আমি পছন্দ করি না। যেমন ধরে নিয়েছেন যে সিপিএম এরকম করত বলে এরাও করেছে তার জাস্টিফিকেশন দিয়ে দিয়েছি। তাতে আপনার বিশেষ সুবিধে হবে। তাঙ্কিÄক/স্বাত্তিক/নাস্তিক সমর্থক হিসেবেও ধরে নিন (কিন্তু কখনও প্রগতিবাদী/বস্তুবাদী ধরবেন না, ওটা আঅবার অন্যদের একচেটে) যাতে গালি দিতে সুবিধে হয়। উত্তেজিত না হয়েই।
  • | 14.98.106.72 | ০৬ আগস্ট ২০১১ ১৫:১৯482866
  • মমতা তো জানি কিন্তু মমতাময়ী আবার কে?

    ভক্তরা ঐ নামে ডাকে বুঝি
  • saikat | 180.215.53.111 | ০৬ আগস্ট ২০১১ ১৫:৩৮482867
  • অর্পনকে,

    নতুন সরকার এলে মিনার্ভা নিয়ে যে একটা জট তৈরী হতে পারে, তার পরিচালনা নিয়ে, যেসব ছেলে-মেয়ে ওখানে নাটক করে টাকা পাবে, তাদের ভবিষ্যত নিয়ে - এই সব ব্যাপার নিয়ে সুমন মুখোপাধ্যায় তারানন্দের একটা অনুষ্ঠানে বেশ কিছুদিন আগেই বলছিলেন। বলছিলেন যে সরকারের উচিত ব্যাপারটাকে ঠিকঠাক ভাবে দেখা। এখন সেই বলার পেছনে কারণ হিসেবে যে সৌমিত্রবাবুই ছিলেন সেরকম কিছু প্রকাশ পায়নি (অন্তত তৃণমুলের নাটকীয় নেতা হিসেবে আমি যা বুঝেছিলাম)। পুরো ব্যাপারটা ছিল নতুন সরকার এলে যাতে পুরোন নির্দেশগুলো আগের মতই চলে সেটাকে ensure করা।

    কিন্তু বাজারে নামল একটা লিং। আর মাঝখানে সৌমিত্রবাবুকে শিখন্ডী করে লড়াই শুরু হল। "আসল" কারণ আর কোথা থেকে জানবে?
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ১৫:৪৪482868
  • এত কথার বিস্তার হল কিন্তু কোন নাটকটা আটকে দিয়েছিল বামসরকার সেটা জানতে পারলাম না।

    মেঘনাদ আছেন কিন্তু ""আশ্বস্ত"" করছেন অর্পিতা - সেটা এড়িয়ে গেলে চলবে কেন? আর অর্পিতার এই উত্তরণকে defend-করার এই চেষ্টা কেন? সৌমিত্র দুরের কথা অর্পিতা মেঘনাদের গোড়ালির যোগ্য না হয়েও এত ক্ষমতার অধিকারী হয় কি করে?

    ১৯৭৭-এ যে বন্দীরা মক্তি পেয়েছিলেন তাঁরা তিন দশক ধরে জেলে বাইরে থাকার জন্য ট্যাঁফোঁ করেননি কেন এতদিন? বিনয় কোঙার শুদ্ধু তাদের সবাইকে জেলে পোরা হোক তাহলে আবার। সকলের রাজনৈতিক ইতিহাস দেখে তাহলে নতুন করে বিচার শুরু হোক।
  • | 14.99.174.108 | ০৬ আগস্ট ২০১১ ১৫:৫৯482869
  • অ। বাজারে এখন মানে পোস্ট ১৩ই মে লিং নামলে আপত্তি অর্থাৎ এরা খারাপ কিছুই করতে পারে না ধরে নিয়ে চুপচাপ বসে থাকতে হবে আর ২০১৪ আর ১৬ য় গিয়ে ফুলে ছাপ মেরে আসতে হবে ।
  • ... | 14.96.7.93 | ০৬ আগস্ট ২০১১ ১৬:৪৩482871
  • অর্পিত ঘ্‌ষ নামে এক্‌জন অঔমস শিশু সহিত্যিকের কথা প্‌ড়্‌লাম জিনি শিশু কিশোর অঅদেম্য-র চইর্মন হয়েছেন। তার কথই কি হচ্ছে?
  • s | 115.240.2.30 | ০৬ আগস্ট ২০১১ ১৮:৩০482872
  • এক্টা লোক নিজের পিঠে দুম্‌দাম লাঠি মারতো। ও কে যখন জিগ্যেস করা হোলো তুমি এরকম করছো, তোমার লাগে না, কষ্ট হয় না, ও বল্লো
    যখন মারি না , কি আরাম।
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ১৯:১৩482873
  • @...
    সেই একই অর্পিতা ঘোষ। তিনি শিশু সাহিত্যিক কস্মিনকালেও ছিলেন না। ছিলেন (আছেন) প্রধানত: শাঁওলীর ধামাধারী ও পরিবর্তনপন্থী এবং ছিঁটেফোঁটা অভিনেত্রী ও সর্বোপরি আবাপর স্নেহধন্য পশুখামার নাটকের ""বকলমে" পরিচালক। গত দেড়-দু বছর ধরে ""নাটক ছাড়া"" (নজরটান) অন্য যে কোন আলোচনাচক্রে তারানন্দ ও কলতলা টিভির স্থায়ী অতিথি। পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই ক্ষমতাশালী হয়েছেন। একদিকে সৌমিত্রের ভ্যাগ্য নির্ধারণ করছেন আর অন্যদিকে সুনীলকে হটিয়ে শিশু-কিশোর আকাডেমীর চেয়ারপার্সন হয়েছেন। তবে গুরুর ফোরামে একে "দলতন্ত্র" বললে ঝাড় খাবার প্রভূত সম্ভাবনা।
  • bb | 117.195.178.205 | ০৬ আগস্ট ২০১১ ২০:১২482874
  • কংশাল কথাটা '৭২ এর পরিপ্রেক্ষিতে শুনেছিলাম,এত ছোট ছিলাম বুঝতাম না এবং প্রত্যক্ষ অভিঞ্জতা হচ্ছে।
    এখন এঁদের হঠাৎ আবাপ এর খবরে বিশ্বাস হচ্ছে, সরকারী আশ্বাসে আশস্ত হচ্ছেন।
    (সু)জাত ভদ্রের আর মানবধিকার হরণ চোখে পড়ছে না, সুভাষ দত্তের ময়দানে মিছিল কোন অসুবিধা নজরে পড়ছে না, বাংলা তো সোনার হয়েই গেছে :)
  • nyara | 122.172.37.246 | ০৬ আগস্ট ২০১১ ২১:২০482875
  • বাংলা সোনার হয়নি, হবে কি না সে সম্বন্ধে আমার মনে ৯৯% সন্দেহ আছে। তবে ৩৪ বছরের সিপিয়েমের শাসনের অবসান প্রথম সঠিক পদক্ষেপ।

    অর্পিতা কিছু করতে পারবেন কিনাও জানিন, মহর্ষি সুনীলের বিদায় আর একটি সঠিক পদক্ষেপ।

    সৌমিত্রকে নিয়ে যেরকম হৈহল্লা হচ্ছে, যেন তিনি বাংলার গ্যারিক। নিজের কম্ফর্ট জোনের বাইরে সৌমিত্র অতি মধ্যমানের অভিনেতা। যদিও তাতে, আগেও বলেছি, ওনার অভিনীত নাটক বন্ধ করা অত্যন্ত নিন্দনীয়। ঠিক যেমন নিন্দনীয় ছিল পশুখামার বন্ধ করা বা উইংকল টুইংকলের জন্যে হল না দেওয়া।

    [ আবার একটি সুযোগ ছিল দ্বিচারীতার অ্যাঙ্গেল আনার। ]
  • pi | 72.83.100.43 | ০৬ আগস্ট ২০১১ ২১:৩২482876
  • আবাপ লিখেহে্‌চ্‌ছ, মিনার্ভা নিয়ে জট খুলেছে।
    কিন্তু ক'দিন ধরে এখানে নানা পোস্ট পড়ে আমার সব জট পাকিয়ে গেছে।

    দু'দি যে কটা লাইন টাইপ করেছিল, তাতে তো এও লেখা ছিল, যে, টেকনিক্যাল কারণে বন্ধ আছে। আজও পড়ে মনে হল তাই। এবং অন্য নাটক ও আটকে ছিল। তাহলে আলাদা করে সৌমিত্রর নাটক আটকে রাখার কথা উঠছে কেন ?

    এদিকে দু'দির দেওয়া রিপোর্টটা পুরো পড়তে গিয়ে নেটে পেলাম না। মিনার্ভা দিয়ে সার্চ করলে টেলিগ্রাফের এই লেখাটা উঠে আসছে।
    http://www.telegraphindia.com/1110430/jsp/opinion/story_13918673.jsp

    এই সমালোচনা নিয়ে কী মত ?

    Most galling is Minerva’s zero knowledge of how a repertory should operate, therefore wasting taxpayers’ money. It employs a full-time salaried staff of 14 actors, most of whom run around as random soldiers, messengers and servants here. Although it has three actresses, it casts only one (Cordelia), deeming the others unfit for Goneril and Regan. So it hires, at high extra cost, six senior performers from outside for choice parts, virtually expressing no confidence in its home team. Mukhopadhyay may as well have done this Lear for the group theatre, except that no group would hand him a seven-digit budget. Even a workshop performance directed by him exclusively with the rep members would have been more worthwhile than this beached leviathan.

    Of course, repertories are permitted a star or two. Spectators are in fact flocking just to see Soumitra Chatterjee, like Laurence Olivier in his seventies as the same tragic hero, and we must marvel at his power and stamina. But without directorial inspiration to motivate the others, they provide pedestrian support.

  • pi | 72.83.100.43 | ০৬ আগস্ট ২০১১ ২১:৩৬482877
  • নামহীনকে, এরা কিছুই খারাপ করতে পারেনা ধরে নিয়ে বসে থাকতে হবে, এমন কথা কি কেউ বলেছেন ? বলে থাকলে একটু দেখাবেন ?
    অবশ্য, এরা যা করছে, সেটাই খারাপ, সেটা না বলা বা সেটার সাথে একমত না হবার মানে এরা কিছুই খারাপ করতে পরে না ধরে নিয়ে বসে থাকা হলে আলাদা কথা :)

  • dukhe | 117.194.225.158 | ০৬ আগস্ট ২০১১ ২১:৩৭482878
  • পাই কি কংশাল ? না শুধু কং ? না তিনো ? না রেজ্জাক মোল্লা ?
  • pi | 72.83.100.43 | ০৬ আগস্ট ২০১১ ২১:৪৫482879
  • জানার জন্য আমিও অধীর অপেক্ষায় :)
  • a | 208.240.243.170 | ০৬ আগস্ট ২০১১ ২১:৫৯482880
  • ranjanadaachherhedin

    "অয়ন নিজে সৌমিত্র-সুমন কে জিগ্যেস করে সত্যিটা জেনেই না হয় কল্লোলকে চার্জ করতেন।" kenaballenbojhaagelanaa.bara`mkalloladaaruttargrahaNaJogyaJe "unimanekarennaabibhaasabaabumithyebalaben".

    "আসল কারণ যে জন্যে ব্রাত্যদের নাটক বাম জমানায় আটকে দেয়া হয়েছিল সেজন্যেই"...erpareoaapanipratibaadkarabenanaa? ekhaaneisandehahayJebaamajamaanaaypratibaadkaraaaarekhannaakaraaaasaleanyakonabhesTeDinTaaresTerdbaaraaDribhen.eTukuibalaarchhila.

    mushakilhala, eTaaaamiodRirhhabhaabe "manekari".kikarabenbalun!!

    taaibalachhilaam, chherheden
  • | 14.98.81.97 | ০৬ আগস্ট ২০১১ ২২:০৪482882
  • এ আর নতুন কি , বুদ্ধর বন্ধু বলে পরিচিত ছিল তাই "মধ্য"মানের হবে এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। সত্যজিতের সব্জিবাজার করে দিত বলে চান্স পেত।

    সে কথা থাগ্গে। তা উচ্চমানের কে ? বর্তমান উচ্চশিক্ষা মন্ত্রী? তিনি কার বন্ধু ?
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ২২:১৬482883
  • অর্পিতার দুই জায়গাতেই মনোনয়ন কি সঠিক পদক্ষেপ?
  • siki | 122.162.75.242 | ০৬ আগস্ট ২০১১ ২২:১৮482884
  • কী বোকা বোকা এঁড়ে তক্কো হচ্ছে মাইরি!
  • nyara | 122.172.37.246 | ০৬ আগস্ট ২০১১ ২২:২১482885
  • ও হ্যাঁ, সেই ভিডিও তো বাজারে এল না, যেখনে সত্যজিতের সব্জিবাজার করে দিত বলা আছে!
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ২২:২২482886
  • সেরেছে, টেলিগ্রাফ যে সৌমিত্রকে Laurence Olivier -এর সঙ্গে তুলনা করে বসল। এদিকে গুরুর নাট্যবিশেষজ্ঞ তো সৌমিত্রকে মধ্যমানের বলে দেগে দিলেন!!
  • nyara | 122.172.37.246 | ০৬ আগস্ট ২০১১ ২২:২৩482887
  • শেষ পর্যন্ত টেলিগ্রাফ - যা কিনা একটি আবাপ প্রযোজনা - তাকে বিশ্বাস করতে হবে?
  • pinaki | 122.164.177.215 | ০৬ আগস্ট ২০১১ ২২:২৫482888
  • রঞ্জনদার 'ভেস্টেড ইন্টারেস্ট'-এর কনসেপ্টটা গোলা লেগেছে। :-) অয়নের কাছ থেকে এরকম মণিমুক্তো ধারাবাহিক ভাবে আসবে আশা করব। অয়ন, প্লিজ, আরো লিখুন।
  • pi | 72.83.100.43 | ০৬ আগস্ট ২০১১ ২২:২৬482889
  • মাঝে কিছুদিন 'বকলম' প্রসঙ্গ আনা বন্ধ ছিল বলে চিন্তায় পড়ে গেছিলুম। পিটিদার বকলমে অন্য কেউ পোস্ট করছেন না তো !
  • ppn | 112.133.206.18 | ০৬ আগস্ট ২০১১ ২২:২৯482890
  • হ্যাঁ, ভেস্টেড ইন্টারেস্টের ব্যপারটি কী?

    রঞ্জনদা খোলসা করে বলুন। :)
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩০482891
  • সেটা ঠিক - যাকে বলে গভীর সমস্যা - আবাপর কথা মানব না গুরুর নাট্যবিশারদের!!
  • pinaki | 122.164.177.215 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩১482894
  • আমারো কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছিল। কিন্তু হায় :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন