এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬২৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 14.98.81.97 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩১482893
  • সে যে চোখের দেখা

    ভিডিও পাওয়া যাবে কি করে ,সেই চ্যানেলটিতো তো তিনোমুলেরই ! ভিডিও ফাইল মার্কেটে ছড়াবে কি করে যদি না কেউ টাটা বা এয়ারটেল এইচ ডি তে রেকর্ড না করে রাখে

    অবশ্য ব্রাত্যর বন্ধুরা চেষ্টা করে পেলেও পেতে পারে , তবে তারা করবে বলে মনে হয় না।
  • nyara | 122.172.37.246 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩২482895
  • ঐ তো, না 'মেনে' থাকা যায় না! এবার আলিমুদ্দিনে বন্ধক দেওয়া নিজেদের বোধবুদ্ধিগুলো ছাড়িয়ে আনা যায় না? তাহলে তো মানামানি না করেও চলে।
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩৩482896
  • আরেকটি অর্ধসত্যের প্রতিবাদ করা দরকার: বাম সরকার কখনই পশুখামারের অভিনয় বন্ধ করেনি। বোঝা যাচ্ছে এখানে অনেকেই অর্পিতা ঘোষের চ্যালায় পরিণত হয়েছে।
  • pinaki | 122.164.177.215 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩৪482897
  • ন্যাড়াদা, দমদমের ভেস্টেড ইন্টারেস্টটার কোনো আপডেট আছে?
  • | 14.98.81.97 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩৫482898
  • আর আবাপতে বন্ধক দেওয়া গুলো ? সেগুলো কি ফিক্স টার্ম করাই থাকবে না বোস বাড়ির রেকারিংয়ে যাবে?
  • nyara | 122.172.37.246 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩৬482900
  • না, ওদিকে কিছু হচ্ছে না। লোকে এত নজর দিচ্ছে!
  • ppn | 112.133.206.18 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩৬482899
  • না না, বাম সরকার করবেন কেন, করেছিলেন তো রূপচাঁদ পাল।

    এতদিন তো বঙ্গে সরকার আর দল আলাদাই ছিল। কেউ কাউকে ছেড়ে কথা কইত না। এখন আর সেইসবের বালাইই নেই গো।
  • pinaki | 122.164.177.215 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩৮482901
  • যা:! ভেরি ব্যাড।
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ২২:৩৯482902
  • কেউ কেউ সব বিষয়ে পন্ডিত হয়। আমি তা নই - কাজেই কোন বিষয়ে আমার থেকে বেশী কেউ জানলে মানব বৈকি। নাহলে আমিও কোনদিন নিজের বোধবুদ্ধির সীমাবদ্ধতা না বুঝে সৌমিত্রর অভিনয় সম্পর্কে expert-এর মন্তব্য করব।
  • nyara | 122.172.37.246 | ০৬ আগস্ট ২০১১ ২২:৪৫482905
  • আপনার পান্ডিত্যের বোধবুদ্ধি শুধু অর্পিতার অভিনয় সম্বন্ধে expert মন্তব্য করেই থকে যায়, না আর এগোয়?
  • pi | 72.83.100.43 | ০৬ আগস্ট ২০১১ ২২:৫৮482906
  • ঘোরতর দ্বন্দ্বে ও ধন্দে।

    ব্ল্যাংক বাবু/বিবি বকছেন আবাপতে বন্ধক দেওয়া নিয়ে আর পিটি দা বকছেন আবাপ র কথা না শোনা নিয়ে !
  • | 14.98.81.97 | ০৬ আগস্ট ২০১১ ২৩:০০482907
  • এগোবে এগোবে

    সৌমিত্র -উৎপল ইত্যাদিদের নিম্ন বা মধ্যমানের বলার ক্ষমতা হলে আপনিই এগোবে
  • ranjan roy | 122.168.201.67 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৩০482908
  • আমি vested interest এর ব্যাপারটা কিস্যু বুঝলাম না।
    এক,
    ওটা কার? আমার না কল্লোলের?
    যদি আমার হয়, আমিই তো গুরুর পাতায় প্রটেস্ট করে লিখলাম ব্রাত্য বসুকে খোলা চিঠি। কেন কোন নাটক বন্ধ হবে?
    পরে দেখা গেল আমার খোলা প্রটেসট এর আগেই জট খুলে গেছে।
    কিন্তু বাম জমানায় কোন নাটক বন্ধ করে দেয়া হল না দেয়া ইত্যাদি নিয়ে আমি কোথাও একটিও কথা বলিনি, এক লাইন গুরুতেও লিখিনি। কল্লোল ও করেনি।আজ যদি যার মাথাব্যথা সেই পরিচালকই সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমরা কেন পথে নামব বুঝতে পারছি না। যদি বাম সরকারের সময় নাটক নিয়ে একটিও প্রটেস্ট না করে থাকি, আর আজকে মমতার শিক্ষামন্ত্রীর ব্যাপারে গুরুর পাতায় খোলাপ্রটেস্ট করে থাকি তাহলে vested interest এর কথা কোত্থেকে আসছে? আর কল্লোলকে অয়নের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে লুরু ছেড়ে কোলকাতায় পথে নামতে হবে? কি সেই সম্ভাব্য vested interest? সেটা না বললে এই অভিযোগ গালি দেয়ার
    নামান্তর। আমি যদি কাউকে চোর বলি আর সে কি চোর না বলি, তা হলে সেটা গাল দেয়া হয়। অবশ্য এর আগে অন্য সূতোয় কল্লোলকে সম্ভবত: সি আই এ ইত্যাদির পে-রোলে আছেন ইত্যাদি চার্জ করা হয়েছে, কোন বেসিস ছাড়াই। কল্লোলের কপাল খারাপ, খায়া -পিয়া কুছ নহীঁ, বার আনাকা গিলাস ফোড়া! রিটায়র করে কষ্টে আছি ভাই, কিছু ডলার পেলে আমাকেও একটু ছিঁটেফোঁটা দিস।

    আর আবাপ নিয়ে এত কথা, একই শ্বাসে টেলিগ্রাফ বিশ্বাসযোগ্য? কিন্তু এ ব্যাপারে আজকাল বা গণশক্তি কি বলছে সেটাও বলা যাবে না? তাহলে সত্যি কথা জানার সোর্স কি?

    কথাটা হল আবাপ হোক কি আর কারও বাপ হোক, কোন ঘটনা সত্যি বা কতটুকু সত্যি সেটা অন্য কোন স্বতন্ত্র সোর্স থে বিপরীত হলে সেটা বলুন।
    আচ্ছা, বানতলা রেপ কান্ডের কথা মনে আছে কারো? শেষে কি হল জানিনা। অনেক পুরনো ব্যাপার।

    টেইলপিস:
    ""মমতাময়ী'' নামটি কোন ভক্তের দেয়া নয়, পিটিবাবুর দেয়া।
    অবশ্য ভক্তের চেয়ে শত্রুরূপে ভজনা করলে অনেক তাড়াতাড়ি
    শ্রীচরণ
    প্রাপ্তি
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৩২482910
  • এটা ব্যক্তিগত কথা হবে কিন্তু না বলে উপায় নেই: আমি থিয়েটার আকাডেমির মঞ্চে যতগুলো অভিনয় করেছি এবং পরবর্তিকালে যত রবীন্দ্র নৃত্যনাট্য ইত্যাদি মঞ্চায়নের সঙ্গে সরাসরি জড়িত থেকেছি তাতে অর্পিতার নাট্যক্ষমতা সম্পর্কে মতামত দেওয়ার ক্ষমতা অর্জন করেছি বলে মনে করি।

    আরেকটি অর্ধসত্যের প্রতিবাদ করা দরকার: শুধু রূপচাঁদ পাল নয়, ভোটের আগের ঐ সময়ে যে কোন প:বঙ্গবাসীর অধিকার ছিল যে কোন নাট্য প্রযোজনা সম্পর্কে পুলিশ/নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা। ভোটের আগে পশুখামার-অর্পিতা-শাঁওলী-মমতা-তৃণমূল এই সুতোটি অবশ্যই সন্দেহের উর্দ্ধে ছিলনা সেটা অর্পিতার বর্তমান ক্ষমতায়নে তা প্রমাণিতও হয়েছে। তবে আবাপর কাছে মস্তিষ্ক বন্ধক রেখে অর্পিতার চ্যালা হলে এই বিষয়টি বোধগম্য হবেনা।
  • ranjan roy | 122.168.201.67 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৩২482909
  • পুরাণ্‌কথায় আছে জয়-বিজয় দ্বারী তাড়াতাড়ি মুক্তি পেতে তিন যুগে বিষ্ণুর শত্রু রূপে ভজনা করেছিল।
  • ranjan roy | 122.168.201.67 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৩৮482911
  • টেলিগ্রাফ সৌমিত্রকে কি আখ্যা দিলেন তাই নিয়ে পিটিবাবু আহ্লাদে আটখানা। কিন্তু মিনার্ভা রেপার্তরির পরিচালন, বাইরে থেকে অনেক পয়সা দিয়ে কয়েকজন অভিনেত্রী আনা, অন্যদের বসিয়ে বসিয়ে মাইনে দেয়া ইত্যাদি নিয়ে টেলিগ্রাফের রিপোর্টিং ও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কেউ কিছু বলছেন না?
  • PT | 203.110.243.21 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৪৪482912
  • @RR
    আপনি আমাকে নিয়ে পড়লেন কেন? আমি জয়-বিজয় হয়ে ""শত্রুরূপে ভজনা"" কখন করলাম আর আবাপ-র মতামত নিয়ে ""আহ্লাদে আটখানা""-ই বা কখন হলাম। আমার বক্তব্য বুঝতে অসুবিধে হলে প্রশ্ন করুন - বোঝানোর চেষ্টা করব। পছন্দ না হলেও ঠিক আছে। অতিশয়োক্তিগুলো নাহয় বাদ থাক।
  • ... | 14.96.7.93 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৪৭482913
  • উনি শিশু সহিত্যিক ন্ন? ভাবি্‌ছলাম এবর কোল্কত গেলে ওল্লেগে স্ত্রীত থেকে ওনার বইর খোজ কর্ব।
  • saikat | 180.215.105.100 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৫১482914
  • অর্পিতা ঘোষ শিশু কিশোর আকাডেমীর প্রধান হলেন?

    কী চাপ !!!

    নিদেন শীর্ষেন্দুকে তো করা যেত।

    আমার একটা hunch হচ্ছে পরের বইমেলার সময়ে একটা ঝামেলা বাঁধতে পারে। কনসর্টিয়াম ফর কাল্‌চার না কী যেন নাম দিয়ে একটা সংস্থা হয়েছে যারা নন্দন চত্বরে রবীন্দ্র বইমেলা করছে। এতদিন সাধারণত: এগুলো "পাবলিশার্স বুকসেলার্স গিল্ড" করত। কিন্তু এরা মনে হয় ছোট করে ওনাদের বিরুদ্ধে দাঁড়াবেন। আবাপ আবার এই নতুনদের প্রশংসা করেছে কারণ এরা শুধুই "প্রকাশক"-দের সংস্থা।
  • ranjan roy | 122.168.201.67 | ০৬ আগস্ট ২০১১ ২৩:৫২482916
  • PT,
    আমি অসীম শ্রদ্ধার সঙ্গে খেয়াল করেছি যে আপনি নিজের অ্যাকাডেমিক ফিল্ডে যথেষ্ট যোগ্যতা সঙ্কেÄও সর্বদা রাজনৈতিক বিতর্কে সে নিয়ে কোন কথা বলাকে সযত্নে এড়িয়ে গেছেন। এ নিয়ে কোন কথা হবে না। আপনি রাজনৈতিক বিতর্কে উত্তেজনা বশত: কখনো কখনো ব্যক্তিগত আক্রমণ করেছেন, আমরাও করে থাকি। কিন্তু কখনো আত্মপ্রচার করেন নি। মতানৈক্য সঙ্কেÄও মানতে দ্বিধা নেই যে আপনি জেনুইন নাট্যরসিক।
    আপনার অর্পিতা বা সৌমিত্র বা অন্যকোন অভিনেতার অভিনয় নিয়ে মূল্যায়নের নিশ্চয়ই অধিকার আছে, সে নিয়ে কে প্রশ্ন তুলেছে?
    সেই সঙ্গে এটাও মানতে অসুবিধা কেন যে এইপাতায় অন্য অনেক নাট্যরসিক আছেন এবং তাঁদেরও সমান আধিকার আছে কোন অভিনেতার মূল্যায়ন করার, সেই মূল্যায়ন আপানার বিপ্রতীপে হলেও?
    এই পাতায় আমরা সবাই পন্ডিত বা সবাই মূর্খ:)))))।
    আর আমি জার্মানী বা রাশিয়া নিয়ে কথা বলিনি, বলেছি ব্রেখ্‌ট বা স্তানিস্লাভস্কি নিয়ে এটা দেখাতে সরকারি আমলারা কোন শিল্পীর থেকে উচ্চ গুণমানের হতেই হবে, এ আশা বাতুলতা।
    অর্পিতা এখানে সরকারী আমলার ভূমিকায় অভিনয় করছেন। তিনি সৌমিত্রের তুলনায় কি দরের অভিনেতা এ আলোচনা অবান্তর।
    সঙ্গীত-নাটক অ্যাকাডেমি থেকে যে আমলারা( রাজ্য বা কেন্দ্রীয়) উৎপল-শম্ভু মিত্র বা বাদল সরকারের মূল্যায়ন করতেন তাঁরা কি শিল্পী হিসেবে এঁদের নখেরও যোগ্য ছিলেন? কখনই এরকম হয় না। আপনি খামোকা অর্পিতাকে নিয়ে ( সে মমতার ধামাধরা চাটুকার যাই হোক) এই অবান্তর আলোচনা করছেন কেন? তার চেয়ে অনেক গভীর বিষয় নিয়ে কথা বলার যোগ্যতা আপনার আছে।
  • PT | 203.110.243.21 | ০৭ আগস্ট ২০১১ ০০:১১482917
  • আসলে অর্পিতার নাট্যক্ষমতা নিয়ে আমার কোন আগ্রহই কোন কালে ছিলনা। আমার আগের পোস্টিং গুলো পড়লে দেখা যাবে যে বার বার আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হল ১) অর্পিতা তার প্যাথোলজিকাল সিপিএম-বিরোধীতার জন্য আবাপ-সহ মিডিয়ার বৃহদংশের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠেছে। ২) তাতেও আমার আপত্তি নেই। কিন্তু অর্পিতাকে বুদ্ধিজীবি বানানোর জন্যে ঐ মিডিয়াই নাট্যকর্মী হিসেবে অর্পিতাকে তার প্রাপ্য সন্মানের অনেক বেশী তোল্লাই দিয়েছে। আমি সেই কারণেই অর্পিতা সম্পর্কে তীব্র মন্তব্য করেছি এবং করতেও থাকব।

    আর অর্পিতার কথাপ্রসঙ্গে কেউ সৌমিত্রর অভিনয় প্রসঙ্গে টেনে আনলে তাকে শুধু করুণা করব।
  • kallol | 115.242.130.93 | ০৭ আগস্ট ২০১১ ০৮:৪৮482918
  • অর্পিতা অভিনেতা ও পরিচালক হিসাবে আহামরি কিছু নয়। সৌমিত্রবাবুর সাথে তুলনা আসেই না। কেন সে শিশুসাহিত্যের মাথায় বা মিনার্ভার পরিচালন বোর্ডে সে তো সবাই জানে। কিন্তু সাথে মেঘনাদও আছেন। এটাই আগে হতো না।
    কিন্তু এ সব নিয়ে তক্কো করে আসল বিষয়টা এড়িয়ে যাওয়া কেন?
    এই সরকার কি রাজা লিয়র বন্ধ করে দিয়েছে? সোজা উত্তর - না। যার এই নিয়ে ""হৈচৈ"" করলেন, তারা কিন্তু অর্ধ সত্যের কারবারী নন, পুরো মিথ্যার কারবারী।
    রূপের চাঁদটি যিনি পশুখামার বন্ধ করে দেওয়ার রূপকার, সিপিএম-এর জাঁদরেল নেতা। এর পরও যদি কেউ বলেন যে বাম জামানায় সরকার পশুখামার বন্ধ করেনি সেটাও অর্ধ সত্য নয়, পুরো মিথ্যা।

    আমি লিখছি। খুব দায়িত্ব নিয়ে লিখছি। বাম আমলে পুলিশ গ্রেফতার করে থানায় অত্যাচার করেছে, এমন ঘটনায় একজন পুলিশেরও শাস্তি হয়নি সরকারী উদ্যোগে। বরং এপিডিআর বা মাসুম মামলা করলে সরকার তাতে প্রভুত বাগড়া দিয়েছে। আমরা মাত্র দুটো কেসে নিম্ন আদালতএ পুলিশকে শাস্তি দেওয়াতে পেরেছি, একটা ঠাকুরপুকুর থানা, অন্যটি ভবানীপুর থানা।
    ধুপগুড়ি থানায় নারকীয় অত্যাচার করেও পুলিশ বহাল তবিয়তে ছিলো।
    http://www.ecoi.net/file_upload/dh1536_00530ind.htm
    In 1995 a petition (No.22450 of 1995) was filed in the Jalpaiguri court by two individuals who claimed to have been tortured in Dhupguri police station in Jalpaiguri district in October 1993. Twenty-five-year-old Mohammad Nazrul Islam reported that he was arrested on 9 October 1993 at 9pm. Once at the police station he was beaten by several policemen and hung by a rope with his hands tied behind his back for 15 minutes. The following day officers hung him again and gave him injections in his penis and rectum. Thirty-two-year-old Asharu Roy, a labourer, was arrested on the evening of 13 October 1993 on suspicion of theft. He was beaten at the police station and two police constables restrained him and gave him injections into his penis and rectum. Asharu Roy described the injections as "causing acute pain all over my body". On 15 October he appeared before a magistrate and was remanded to judicial custody. However, his pain became intolerable and he was admitted to hospital on 16 October where he stayed for 10 days. Although he was released on bail on 7 January 1994, he became seriously ill and could not return to work. The injections given to these prisoners were described as a mixture of petrol and other fluids. Asharu Roy received threats from the Officer in Charge (OC) of Dhupguri police station -- reportedly with the backing of the local Panchayat [local representative body] member and political leaders -- not to proceed with a case against him.
    এরকম আরও কয়েকশ ঘ্‌টনা আছে।
    ভীখারী পাশোয়ান মামলা তার অন্যতম।

    কেউ পারলে একটা তথ্য দিক, বাম আমলে পুলিশ অত্যাচার করে সাজা পেয়েছে, সরকারের প্রশাসনিক পদক্ষেপ হিসাবে।

  • kallol | 115.242.130.93 | ০৭ আগস্ট ২০১১ ০৯:০১482919
  • একটা ব্যাপার খুব পরিষ্কার আমার মমতা নিয়ে কোন গদগদতা নেই কোন বিরূপতাও নেই।
    আমাদের (আমার ও রঞ্জনের) কুত্তা লগ্নে জন্ম (কুত্তা লগ্নটা আমার খুব পছন্দ), তাই বাম জামানায় বামেদের খারাপ কাজের বিরুদ্ধে ঘেউ ঘেউ করেছি মমতা সরকার খারাপ কাজ করলেই ঘেউ ঘেউ করছি। ক্রমাগত বিরোধীদের উপর সন্ত্রাস নিয়ে চ্যাঁচাই, আগেও এখনো। আমাদের কোন দল বা সরকারের ধ্বজা ওড়ানোর কোন দায় নেই। যাদের আছে তারা ধ্বজা ওড়ান।
    কিন্তু হেরে গিয়ে মাথা খারাপ করে ক্রমাগত মিথ্যা বলে যাবেন, সেটা বরদাস্ত করব কেন? এটার প্রতিবাদ হবেই।
    ১) ব্রাত্যর সৌমিত্রকে নিয়ে ""সত্যজিতের বাড়ির বাজার" এর প্রমাণ আজও দেখতে পেলাম না।
    ২) রূপচাঁদবাবু হুগলী জেলার সিপিএম নেতা। তিনি অভিযোগ করে পুলিশ দিয়ে নাটক বন্ধ করলেন। আর বলা হচ্ছে বাম সরকার নাকি নাটক বন্ধ করেনি। এগুলো কি? কাঁচা মিথ্যে।
    ৩) রাজা লিয়র সরকার বন্ধ করে দিচ্ছে। প্রমাণ দেখান। না হলে বলবই - অর্ধ সত্য নয়, পুরো মিথ্যে বলছেন।

  • nyara | 122.172.37.246 | ০৭ আগস্ট ২০১১ ০৯:০৫482920
  • স্টেজে উঠলেও সৌমিত্রও যা, হরিদাস পালও তাই। একমাত্র বিচার্য্য অভিনয়। বিচারের মাপকাঠি এক। আর সেটা দর্শকের হাতে - ব্যক্তিগতভাবে। দর্শক ব্যক্তিগতভাবে স্থির করে তার চোখে কে ভাল আর কে ভাল নয়। এক যদি না গড্ডালিকা মেন্টালিটিতে বুদ্ধি বাঁধা দেওয়া থাকে। ঐ 'করুণা করি'-ফরি বলে গদগদ সেন্টু মারলে জিনিসটা বদলে যায় না।

    সে পিটিবাবু চারলক্ষ অভিনয় করুন আর করান।
  • aka | 24.42.203.194 | ০৭ আগস্ট ২০১১ ০৯:৩১482921
  • আরে ব্রাত্য বসু ওটা বলেছে। প্রমাণ সব সময় দেওয়া যায় না। একি কোর্ট নাকি। কিন্তু তেমনই বলা কথা বিভিন্ন সোর্স থেকে লোকমধ্যে ছড়িয়ে পড়ে। টিভি চ্যানেলে গিয়ে ক্লিপিং যোগাড় করে গুরুতে ছাপানো হেবি চাপের। আমি ব্যক্তিগত ভাবে এমন একজনের থেকে ভেরিফাই করেছি যে অবিশ্বাসের কোন জায়গাই নেই।
  • nyara | 122.172.37.246 | ০৭ আগস্ট ২০১১ ১০:২৫482922
  • এটা হল গিয়ে ইন্টারপ্রিটেশনের গল্প। কে, কীভাবে কি বলছে সেটা না জানলে অন্যের মুখে ঝাল খেতে হবে। সেটা তাদের ইন্টারপ্রিটেশন।

    যেমন পিটিবাবুর ইন্টারপ্রিটেশন পশুখামার বামফ্রন্ট বন্ধ করেনি। কল্লোলদার ইন্টারপ্রিটেশন, করেছে। যারা আসলটা জানে জানে কে অনৃতভাষণ করছেন।
  • dukhe | 117.194.231.238 | ০৭ আগস্ট ২০১১ ১০:৩০482923
  • এখানেই লিখি । বাদল সরকারের মৃত্যুরহস্য নিয়ে তদন্তের দাবি প্রতিদিনে -
    http://www.sangbadpratidin.in/pratidin/mahanagar.php#
  • | 14.99.177.225 | ০৭ আগস্ট ২০১১ ১০:৪২482924
  • যারা তৃণমুল রাজ্যসভা সাংসদের মালিকানাধীন মুখপত্রটি ফলো করেন , লিং -টিং দেন তারা আবার কি করে "মস্তিস্ক বাঁধা নয়" ডায়লগ "নাই পক্ষ যাহার" ব্যাসবাক্য ঝাড়েন কে জানে !
  • dukhe | 117.194.230.222 | ০৭ আগস্ট ২০১১ ১০:৫২482925
  • কী জ্বালা ! মস্তিষ্ক বাঁধা দেব না কেন ? সবার কাছেই তো দিয়েছি । আবাপ, আজকাল, পোতিদিন, জাগো বাংলা, গণশক্তি, কোলফিল্ড টাইমস, একদিন, বত্তোমান, নান অফ দ্য অ্যাবাভ - কাউকে বাদ দিই নাই । নইলে কি রেজাল্টের আগে অমন বিভ্রান্ত হই? শুধু গণশক্তির বাঁধা হয়ে থাকলে একচোখোমি হবে না কমরেড ?
  • aka | 24.42.203.194 | ০৭ আগস্ট ২০১১ ১১:০৫482927
  • হ্যাঁ যেমন কিং লিয়র চলছে না তার এক পক্ষ ইন্টারপ্রিটেশন মমতার বা ব্রাত্যর সাবোতেজ, অন্যটা হল টেকনিকাল ঝামেলা। আই ই ই ই র বা নেচারের পেপার না দেখালে কিছুই বিশ্বাস নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন