এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬২৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | 202.54.74.119 | ১০ আগস্ট ২০১১ ১৮:১৩483061
  • কেসি যা জানে তাই জানানো হোক না। অবিশ্বাস করব তো বলিনি। :-)
  • aka | 168.26.215.13 | ১০ আগস্ট ২০১১ ১৮:১৫483062
  • এসবের মধ্যেই পশুখামার কে বন্ধ করেছে জানিয়ে এসএমএস করুন ৮৭০০৯ - গুরু তে। আপনার মতামত জানান ভবিষ্যত গড়ুন - আপনার নয় আপনার উত্তরপুরুষের - সঙ্গে থাকুন, এসএমএস করুন।
  • ranjan roy | 122.168.207.133 | ১০ আগস্ট ২০১১ ১৮:৫১483063
  • মাইরি! আর কোন একটা যাত্রা উৎসবে ব্রাত্য বসুর " জাগো বাংলা'' না ''বুড়ো আংলা'' গোছের একটা যাত্রা কিছু টেকনিক্যাল কারণ দেখিয়ে আটকে দেয়া হয়েছিল বলে পড়েছিলাম। অবশ্যই নির্বাচনের পূর্বে। আর প্রোডিউসর নাকি সিপিএম সমর্থক। তাতে কি? এই যেমন ""২৪ ঘন্টা'' চ্যানেলের মালিক তো বিজেপির লোক। তাতে কি হয়েছে? পরিচালন কমিটিতে দুজন সিপিএম আছেন।
    তা যাত্রাপালা নিয়ে কেউ কিছু জানেন?
  • nyara | 122.172.37.246 | ১০ আগস্ট ২০১১ ১৯:১১483064
  • কেসি, রাজা লিয়ার আটকানো যা টেকনিকাল কারণই দেখানো হোক না কেন এর মধ্যে রাজনৈতিক বদমাইশির গন্ধ আছে - এ আমি আগেই লিখেছি। এ নিয়ে তো আমার দিক থেকে কোন তর্ক নেই।

    আমার বক্তব্য একইরকম টেকনিকাল কারণে দেখিয়ে পশুখামার আটকান যে আসলে রাজনৈতিক বদমাইশি সেটা অস্বীকার করা আসলে ইনটালেকচুয়াল ডিসঅনেস্টি। এখন তো আরও এক ধাপ এগিয়ে পিটিবাবু বলছেন বাম সরকার পশুখামার বন্ধই করেনি। এবং যারা সে কথা বলছে তাঁদের মিথ্যেবাদী-টাদি বলে বাজার গরম করছেন। সময় করে থ্রেডটা মন দিয়ে পড়, একটা প্যাটার্ন দেখবি।
  • PT | 203.110.243.23 | ১০ আগস্ট ২০১১ ১৯:৩১483065
  • মডেল কোড অব কন্ডাক্ট লাগু হওয়ার পরে রাজ্য সরকার পুলিশকে নিজের স্বার্থে ব্যবহার করলে সেটা নির্বাচন কমিশনের নজরে আনা যায়। মডেল কোড অব কন্ডাক্টের তালিকাতে ক্ষমতাশীল রাজনৈতিক দল কি কি করতে পারেনা তাও বলা আছে।

    এই প্রসঙ্গে তারানন্দের যে প্রোগ্রামটি হয়েছিল সেটা পুরোটাই আমি দেখেছি। পশুখামারের আয়োজকরা আইন ভেঙ্গেছিল বলে ম্যাজিস্ট্রেটের দেওয়া তথ্যের প্রতিবাদ জানাতে পারেনি।

    আইন ভঙ্গকারীদের সমর্থনে কেউ বক্তব্য রাখলে সে সম্পর্কে আমার বলার কিছু নেই।
  • kc | 178.61.96.29 | ১০ আগস্ট ২০১১ ১৯:৪২483066
  • ন্যাড়াদার 07:11 PM এর পোস্টে "ক' য়ে "ক্ক'।
  • PT | 203.110.243.23 | ১০ আগস্ট ২০১১ ১৯:৫৭483067
  • পশুখামারের ঘটনাটার একটা সহজ সমাধান ছিল। ম্যাজিস্ট্রেটের উল্লেখ করা তিনটি অনুমতিপত্র যোগাড় করে ঐ একই জায়গাতে অভিনয়ের আয়োজন করা। দিদির তখন যা লম্বা হাত ছিল তাতে তিনি বোধহয় ৩/৪ দিনের মধ্যে অ্যাপো নিয়ে প্রাধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে পকাবুদের দেখা করিয়ে দিয়েছিলেন। এই তিনটি কাগজ তিনটি আধাঘন্টায় বার করিয়ে দিতে পারতেন।

    কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে শাঁওলীরা এই ঘটনাটা নিয়ে এত বাজার গরম না করে দু-চারদিন বাদে প্রয়োজনীয় অনুমতিপত্র নিয়ে ঐ জায়গাতেই পশুখামারের অভিনয় করলেন না কেন? তাতে অন্তত: রূপচাঁদ পাল ও স্থানীয় সিপিএমের মোক্ষম বেইজ্জতি হত।
  • dukhe | 117.194.225.78 | ১০ আগস্ট ২০১১ ২০:৪৩483068
  • সিপিয়েমের আর কত বেইজ্জতি হলে PT খুশি হন হেইডাই বুঝি না!
  • PT | 203.110.243.21 | ১০ আগস্ট ২০১১ ২২:০৮483069
  • খুশী-অখুশীর প্রশ্ন নয়। উড়ো খবর এবং সল্লেকের সারমেয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাম সরকার, সুভাষ চক্কোত্তিদের আক্রমণ করার ব্যাপারে আমার আপত্তি। আর কিছু ব্যাপার কোনদিনও ""প্রমাণ"" করা যায়না। হাজার তক্ক করলেও না। যেমন কিনা এখন কিছুতেই সন্দেহাতীতভাবে বলা যাবেনা যে মমতা কিং লিয়রের অভিনয় আটকেছেন। যদিনা ভবিষ্যতে কোন নির্ভরযোগ্য ডকুমেন্ট হাতে আসে।

    তবে সাদা-কালোয় প্রমাণ করতে পারলেই কি কিছু লাভ হয় নাকি? বিধানসভা ভাঙ্গচূড়ের তো রাশি রাশি প্রমাণ আছে। সেই প্রমাণ তো যথেষ্ট সেদিনের তাণ্ডবনৃত্বের নেত্রীর হাজতবাসের জন্য। জেলের বদলে তিনি তো সেই বিধানসভার ভেতরে মূখ্যমন্ত্রী হয়ে বিরাজমানা!!
  • dukhe | 117.194.245.109 | ১০ আগস্ট ২০১১ ২২:১৬483071
  • আমি এখন স্থিরনিশ্চিত যে বুদ্ধবাবুরা টের পেয়েছিলেন যে তাঁরা বিধানসভায় সকল প্রকার আইন ভেঙেছিলেন। সেইজন্য তাঁরা আইনের আশ্রয় না নিয়ে বা পুলিশের কাছে না গিয়ে বিধানসভা খুলে রেখে ভাঙচুরের এগজিবিশন করেছিলেন । :)

  • PT | 203.110.243.21 | ১০ আগস্ট ২০১১ ২৩:২৪483072
  • আপনার বক্রোক্তির মর্মার্থ যদি এই হয় যে মমতাকে হাজতবাস না করাতে পারা বাম সরকারের ব্যর্থতা, সেটা মেনে নিতে আমার কোন আপত্তি নেই।
  • Suvajit | 120.56.231.177 | ১১ আগস্ট ২০১১ ০০:২১483073
  • আজকের তারানন্দ আর নিউজটাইমে দেখলাম, ব্রাত্য বসু মিনের্ভা রেপার্টরির চেয়ার্ম্যানের দায়িত্ব নিতে সৌমিত্র চাটুজ্জ্যেকে অনুরোধ করেছেন, আর সৌমিত্রবাবু তার মৌখিক সম্মতি জানিয়েছেন।
    এবার থ্রু পাস দুখেবাবুর পায়ে।
    কেসিদা - এবার হলুদ কার্ড দেখালে খেলব না। :-)
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ০০:৩৯483074
  • বাজার করার ব্যাপারে কোন কথা হইলো না ?
  • kc | 178.61.96.29 | ১১ আগস্ট ২০১১ ০০:৪৩483075
  • আজ ব্র্যাত্য আর অর্পিতা যেমন বললেন সে হিসেবে এই নাটকটাতে রেপার্টারির মাত্র চারজন অভিনয় করছেন আর প্রোডাকশনের খরচা সামাল দেওয়াও যাচ্ছেনা। ইন দ্যাট কেস নাটকটা অন্য হলে কমার্শিয়ালি কেন করা হচ্ছেনা? নাকি সরকারের ভরতুকি ছাড়া নাটকটা করা সম্ভব নয়?

    কে জানে কার পায়ে বল চলে গেল!!

    শুভজিৎ, 'দা'টা কাটায়ে দ্যান। আম্মো ৯৪ সিভিল। আফনেদের রাইভাল কালেজ থেইক্যে।
  • ranjan roy | 122.168.207.133 | ১১ আগস্ট ২০১১ ০০:৫৬483076
  • শুভজিৎ,
    তারানন্দ ও নিউজটাইম বিশ্বাসযোগ্য নয়। যতক্ষণ গণশক্তি বা আজকালে বেরুচ্ছে ততক্ষণ মানছি না, মানবো না।
    আর আপনিও বিশ্বাসযোগ্য ন'ন শুভজিৎ!
    আপনার নামের সঙ্গে কেমন শুভাপ্রসন্ন-শুভাপ্রসন্ন গন্ধ আছে।
    হ্যাঁ, আপ্নি যদি লিং দেন আর তাতে আমি নিজচক্ষে দেখতে পারি তবেই মানবো ।
  • Suvajit | 120.56.231.177 | ১১ আগস্ট ২০১১ ০১:১৩483077
  • রঞ্জনদা :-)
    মাইরি লিং এর জন্য গুকাকুর আর বিংকাকিমার হাতপা ধরে অনেক টানাটানি করলাম, কিন্তু কিস্যু পেলাম না।
    পিটিদার জন্য এবার আলতো মাইনাস,
    Railways account not transparent: CAG reporthttp://ibnlive.in.com/news/railways-accounts-not-transparent-cag-report/173324-3.html
    এই আইবিএন কি বিশ্বাসযোগ্য?
  • til | 165.12.252.211 | ১১ আগস্ট ২০১১ ০৫:৩৯483078
  • KC সিভিল এটা আন্দাজ করেছিলাম, রাস্তাঘাট সম্বন্ধে আলপটকা মন্তব্য করে (করে=কোরে, আমি করেছিলাম); কিন্তু কোথায় যেন পড়েছি -রাস্তার তলায় যদি জল ঢুকে গেল তবে সত্যনাশ। দেখি তো, রাস্তা (পিচের) ফেটে গেলে গলা পিচ দিয়ে ফাঁক ভরতে; সারা রাস্তায় যেন সাপ কিল বিল করছে। তাতে আবার অন্য হ্যাপা, ওসব জায়গায় নাকি চাকা স্কিড করে, সে অন্য গল্প।
  • kallol | 115.241.17.170 | ১১ আগস্ট ২০১১ ০৬:৪৭483079
  • http://www.anandabazar.in/11binodan1.html
    তবে বাম সরকার যে পশুখামারের শো বন্ধ করেছিলো সেটা, সত্যি কথা।

  • Du | 14.96.220.248 | ১১ আগস্ট ২০১১ ০৮:৩২483080
  • http://www.telegraphindia.com/1110811/jsp/calcutta/story_14364662.jsp
    পুরোটা পড়বেন ।
    রাজা লীয়ার বন্ধ করাটা 'রাজনৈতিক বদমায়েশী' কেন? বিশেষণ ছাড়া শুদ্ধ বদমায়েশি বললেই বরং বেশি অ্যাপ্রোপ্রিয়েট।

    সুমন ঘোষ টেলিগ্রাফ এ অ্যাপীল করার আগে ও পিটিদার দেওয়া লিংকের পরে এ নিয়ে কোন খবর হয়েছিল কি ? আর পরিচালক সুমন মুখো, তাঁকে না ডেকে, সৌমিত্রকে ( যিনি অন্য কোন একটি পদ গ্রহণ করেন নি ) লীয়ার ঝুলিয়ে তাঁকে অন্য একটি প্লে ডিরেক্ট করার 'অনুরোধ' জানানো, সৌমিত্রর অভিনয় জীবনে এমন নিরুপায় সিচুয়েশন কিছু কিছু এসেছে নিশ্চয়ই, তবে এখানে যারা নাটক নির্দেশনা করেন, সুমনের বা সৌমিত্রর সিচুয়েশনটা ভেবে দেখুন তার পর খুব করে গলা ফাটান বাম সরকার পশুখামার বন্ধ করে দিয়েছিল বলে।
  • nyara | 203.110.238.17 | ১১ আগস্ট ২০১১ ০৮:৪৬483082
  • দুকুরদি নিজের স্পেশালাইজেশন ধাঁধা থেকে রহস্য রোমাঞ্চ সিরিজে শিফট করে দিচ্ছেন মনে হচ্ছে।

    সুমন ঘোষ টেলিফোনে লিখল বলেই তো নতুন কমিটি করল সরকার।

    সেই কমিটি ঠিক করল সৌমিত্রকে অভিনয় করতে দেওয়া হবে না। একটি প্রায়ন্ধকার গুদামে, যেখানে পুরোন সেটের মাল থাকে, প্যাকিং বাক্সে বসে সভা শুরু হল। কী করা যায়। সাম্ভা বলল, 'দে ওর গলায় ডিরেকশনের ফাঁস ঝুলিয়ে'। ব্রাত্য সৌমিত্রকে ফোন করে বলল, আগেরবার না বলেছিলেন, এবার 'হ্যাঁ বলুন বরনা ...'। বৃদ্ধ ও অসহায় (যেমন সব সিপিয়েম সমর্থকই অসহায়) সৌমিত্রর হ্যাঁ বলা ছাড়া আর কীই বা বলার ছিল!

    এই তো হল গল্প।
  • Du | 14.96.220.248 | ১১ আগস্ট ২০১১ ০৯:১১483083
  • ১৫ মিনিটও সময় নিলেন না ভাবতে :)
  • nyara | 203.110.238.17 | ১১ আগস্ট ২০১১ ০৯:২৫483084
  • এগুলো আগেই ভাবা আছে - কি হইলে কি হইবে। :)
  • I | 14.99.81.155 | ১১ আগস্ট ২০১১ ০৯:৪৭483085
  • তবে যাই বলুন না কেন, ব্রাত্য কিন্তু একটি জিনিষ। বাঁধিয়ে রাখার মত।
  • dukhe | 122.160.114.85 | ১১ আগস্ট ২০১১ ০৯:৫৯483086
  • Name:PTDate:09Aug2011 -- 07:08PM

    "আমি এখন স্থিরনিশ্চিত যে শাঁওলীরা টের পেয়েছিলেন যে তাঁরা বা আয়োজকরা সকল প্রকার আইন ভেঙেছিলেন। সেইজন্য তাঁরা আইনের আশ্রয় না নিয়ে বা নির্বাচন কমিশনের কাছে না গিয়ে তারানন্দের আশ্রয় নিয়েছিলেন।"

    আপনার বক্রোক্তির মর্মার্থ যদি এই হয় যে রূপচাঁদ পালকে হাজতবাস না করাতে পারা শাঁওলিদের ব্যর্থতা, সেটা মেনে নিতে আমার কোন আপত্তি নেই। :)

  • kc | 178.61.96.29 | ১১ আগস্ট ২০১১ ১০:৩৯483087
  • যাচ্চলে, সবাই সবকিছু মেনে নিচ্ছেন, এবার হয়তো মশলাও খাবেন। তখন শো কে দেবে শুনি? এক্ষুনি আকা এসে ফ্রেডির লিং দিয়ে যাবে ""শো মাস্ট গো অন ...''।
  • abastab | 61.95.189.252 | ১১ আগস্ট ২০১১ ১০:৪৮483088
  • এত দিনে বোঝা গেছে এই আলোচনা আবার কেন চালু হল?
  • lcm | 69.236.187.211 | ১১ আগস্ট ২০১১ ১০:৫৬483089
  • দু এর লিংক থেকে পড়লাম, রাজা লিয়র নাটক নামাতে সাড়ে তেরো লাখ টাকা খরচা হয়েছে। এটা কি এক্সপেন্সিভ? আমার কোনো আইডিয়া নেই। জাস্ট কিউরিয়াস।
  • Sibu | 71.103.149.170 | ১১ আগস্ট ২০১১ ১০:৫৯483090
  • না না, বিল গেটসের কাছে এটা মোটেই এক্সপেনসিভ না।
  • Manish | 59.90.135.107 | ১১ আগস্ট ২০১১ ১১:৩৩483091
  • একটা ব্যাপার আমার কাছে পুরো ধাঁধাঁ লাগে যে মমতার বিরুদ্ধে কেউ কিছু বললেইএকটি অকটি অংশ তাদের সিপিএম বলে দাগিয়ে দেয় (যদিও আমায় বললে মোটেও খারপ লাগে না।) কি ন্তু মমতা নিয়ে যারা গলা ফাটায় তারা তৃলনুল সমর্থক হতে রাজী না। আর প্রমান করতে চেষ্ঠা করে তারা আদপে একদমই নিরপেক্ষ।
  • dukhe | 122.160.114.85 | ১১ আগস্ট ২০১১ ১১:৩৬483093
  • কেন ? তিনোমুলের প্রচুর ঘোষিত সমর্থক আছে তো । অটোতে ঝাণ্ডা দেখেননি ? বরং সিপিয়েমের বাজার মন্দা ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন