এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬২৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nk | 151.141.84.194 | ০৩ আগস্ট ২০১১ ০১:৫৭482795
  • জল আর জলপাই। :-)

  • nk | 151.141.84.194 | ০৩ আগস্ট ২০১১ ০৩:৫৯482796
  • তবে টিম যে সেই অ্যামাউন্টটা খুঁজছিলো, সেটা পাওয়া গেছে রে পাওয়া গেছে। ৭৫। :-)
    উঠতে উঠতে এইখানে গাউসিয়ান কার্ভ পীক করে গেল, তারপর থেকে হুড় হুড় করে নামতে থাকবে।
    কিন্তু কেন যে ৭৫! বলি ১০০, ১৫০, ২০০,... সেসবের কী হবে? ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ওসবেও পীক করতে পারে তো! :-)

  • rimi | 24.42.203.194 | ০৩ আগস্ট ২০১১ ০৬:১৭482797
  • ক্রনিকল অব হায়ার এডুকেশনে একটা আর্টিকল পড়েছিলাম, তাতে একখানা গপ্প ছিল, বলে যাই।

    কোনো এক কলেজের (নাম ভুলে গেছি) ডিন লিখেছেন, তাঁর কলেজে গত ২৫ বছর ধরে অ্যালামনিদের ট্র্যাক করে এক স্টাডি করা হয়েছে। দেখা গেছে যে যারা সবথেকে বেশি সাফল্য অর্জন করেছে কর্মক্ষেত্রে (অর্থাৎ নতুন কোনো ইনোভেশন করেছে আর তাই দিয়ে কোম্পানি খুলেছে) তারা কলেজে ছিল C (গড়ে প্রতি বিষয়ে) পাওয়া ছাত্রছাত্রী। যারা B পেত, তারা হয় এই C পাওয়াদের অধীনে কাজ করছে, অথবা লইয়ার হয়েছে। আর যারা A পেত, তারা হয় প্রফেসর হয়েছে, বা ডাক্তার :-)))
  • nk | 151.141.84.194 | ০৩ আগস্ট ২০১১ ০৬:৩৪482798
  • সাহেবেরা এসব ব্যাপারে খুব ভালো। স্বীকার কত্তেই হবে। দ্যাখো তো কেমন সুন্দর ট্র্যাক করেছে! তাও ৫ কি ১০ বছর না, ২৫ বছরের !!!
    আমাদের সেই গঙ্গার ধারের পুরানো কালেজে তো ছিলো হরিহরছত্রের মেলা, কে বা ট্র্যাক করে, কে বা ডকু দ্যাখে। বরং কোনো কিছু চাইতে গেলেই ঘ্যাঁক করতো! ছাত্তরের দল যে কে কোথায় গেল মা গঙ্গাই জানেন। এক যদি পরবর্তীকালে কেউ ভুস করে কোনো উঁচু জায়্‌গায় ভেসে ওঠে কোনো ইম্পর্ট্যান্ট কাজটাজ করে, তখন বোঝা যাবে । আর তখন তার কোনো আসল রেকর্ডই পাওয়া যাবে না,তখন মালা চন্দন ফুল সাংবাদিক বাইটে ছয়লাপ অবস্থা, তাকে পেডেস্টালে তুলতে জান বাজি রাখছে তখন লোকে, এর মধ্যে কেউ মাপকাঠি বের করে নাকি??? তখন বাহবা ছাড়া কথা নাই। :-)
    আসলে আমাদের কালেকটিভ মাইন্ডসেট খুব অন্যরকম, তাই পশ্চিমী পথ অনুসরণ করতে গেলেই হাত আসে তো পা আসে না, পা আসে তো হাত বাদ পড়ে যায়। :-)
  • dukhe | 122.160.114.85 | ০৩ আগস্ট ২০১১ ১০:০৩482799
  • দাড়িদাদু থেকে ধীরুভাই অব্দি এই ট্‌র্‌যাডিশনই চলছে দেখছি । সময়ে বুঝতে পারলে কলেজ ড্রপ আউট হওয়া কী এমন কঠিন ছিল ? এখন অনেক দেরি হয়ে গেছে । হায় ।
  • kiki | 59.93.174.38 | ০৩ আগস্ট ২০১১ ১২:৩৪482800
  • যাক আমাচ্ছেলে নিয়ে আর চাপ রইলো না। এমনিতেই আমাদের একফালি জমি হইচে, সেটা তে বাবা কবে মাটি ফেলবে আর সে মেহগনি গাছ বসাবে ভেবে আকুল হয়ে আছে, মানে খোঁজ টোজ নিয়ে জানতে পেরেছে যে সেটা পনেরো বছরে তৈরী হয়ে যাবে, তারপর সেটা বেচে কটা ল্যাম্বরগিনি , কটা লিমো কিনবে সেটাও হিসেব হয়েই আছে যদিও।
  • Nina | 12.149.39.84 | ০৩ আগস্ট ২০১১ ১৮:৪৮482801
  • দুখে, তাহলে আমার ছেলেরও বেশ আশা আছে --:-)) drop out তো সে, বলে proven theories prove করবেনা ;-))

  • dukhe | 122.160.114.85 | ০৩ আগস্ট ২০১১ ১৯:০৬482802
  • নীনা, আমি ঐ সুতোয় কিছুই বলিনি কারণ জানি না কী বলব ।
    যদি প্রার্থনায় কোন কাজ হয়, আমার একান্ত প্রার্থনা আপনাদের সঙ্গে রইল ।
  • Nina | 12.149.39.84 | ০৩ আগস্ট ২০১১ ১৯:১৩482803
  • দুখে, ব্যাস, এর বেশি কিছু চাইও না।:-)
    ইন ফ্যাক্ট আমার তো বেশ আশা জাগল, মহায়--এটা তো ভেবে দেখিনি;-))

    when you have not what you like, you must like what you have --

    চাইব যখন ডানদিকে যাই
    জীবন তখন বাঁয়ে ঘোরায়

    তো কি হয়েছে--চলুক পানসি
  • PT | 203.110.243.21 | ০৪ আগস্ট ২০১১ ১৬:১৭482806
  • স্বাগত পরিবর্তন!!

    ""আগের সরকার প্রতি আড়াই বছর অন্তর একটি করে (মদের) কারখানা খোলার অনুমোদন দিত। ..... কিন্তু নতুন সরকারের নীতি যা তাতে চাইলেই দেশী মদের বটলিং প্ল্যান্ট খোলা যাচ্ছে""
    http://www.bartamanpatrika.com/archive/2011/august/010811/content/rajya.htm
  • dd | 124.247.203.12 | ০৪ আগস্ট ২০১১ ১৬:৪৬482807
  • কেমন জানি সন্দেহ হচ্ছে যে "মদের কারখানা" (ডিস্টিলারী) ও বটলিং প্ল্যান্ট, এই দুটো আলাদা ব্যাপার।

    পিটি বোধয় গুলিয়েছেন।

    যা হোক,পরিবর্তনটি প্রফুল্লকর, আমি মমতার দলে।
  • dukhe | 122.160.114.85 | ০৪ আগস্ট ২০১১ ১৭:১৪482808
  • বাংলা ডিস্টিলারি
    গড়ো ঘরে ঘরে
    বাঙালী মেলাও হাত
    বাংলার তরে ।

    - পু.ভা.
  • de | 59.163.30.2 | ০৪ আগস্ট ২০১১ ১৮:১৯482809
  • কুটীর্শিল্প!
  • PT | 203.110.247.221 | ০৪ আগস্ট ২০১১ ১৯:১৫482810
  • dd
    গুলাই নাই! মাল না থাকলে বোতলে ভরবে কি? এত কয়লা নয় যে জমিয়ে রেখে দেবে আড়াই বছর ধরে!! তার মানে যত বোতল ভরা হচ্ছে তত মদ ডিস্টিল হচ্ছে।
  • nyara | 122.172.31.182 | ০৪ আগস্ট ২০১১ ১৯:৩০482811
  • তাতে আপত্তিটা ঠিক কোথায়?
  • PT | 203.110.247.221 | ০৪ আগস্ট ২০১১ ১৯:৫১482812
  • আপত্তি করিনি তো - বটলিং প্ল্যান্টে বোতলে হাওয়া ভরা হয়না সেটা জানিয়ে দিলাম।

    আর এটা নতুন সরকারের রাজস্ব বাড়ানোর জন্য নতুন শিল্পনীতি কিনা তাই নিয়ে মতামত শুনতে চাইছিলাম। কেননা দিদি ক্ষমতায় আসার আগে বামসরকার ""যুবসমাজকে বিপথগামী করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান খোলার অনুমতি দিচ্ছে"" বলে ব্যাপক চিল্লামিল্লি করেছিল।

    লোট্টো নিয়েও ৯/৯/০৯এ তারানন্দে এইরকমই একটা কিছু বলেছিল দিদি। গত সপ্তাহে সুমন সেটা মনে করিয়ে দিতে ব্যাপক চটে গেল তার পরে জানাল যে সুপ্রিম কোর্টের রায়ের জন্য লোট্টো বন্ধ করা যাবেনা।
  • nyara | 122.172.31.182 | ০৪ আগস্ট ২০১১ ১৯:৫৫482813
  • ও, আপত্তি নেই - স্রেফ 'জনস্বার্থে প্রচারিত বিজ্ঞপ্তি'?

    মদের দোকান খোলা আর বটলিং প্লান্ট খোলার মধ্যে তফাত আছে।
  • PT | 203.110.247.221 | ০৪ আগস্ট ২০১১ ২০:২৪482814
  • অ, ভরা বোতলগুলো ছেলে-পুলেদের খেলনা হিসেবে প্ল্যান্টের মালিক বাড়ি নিয়ে যায় ......

    ""আবগারি দপ্তর মনে করছে, এ রাজ্যে যত বেশী মদের কারখানা খোলা হবে, ততই বাড়বে মদের বিক্রি। সরকারের ঘরে আসবে রাজস্ব।"" -আগের লিংক থেকে।
  • nyara | 122.172.31.182 | ০৪ আগস্ট ২০১১ ২০:৩২482816
  • অ, মানে লিগালি এই মদগুলো বেচা না হলে মদের অভাবে লোকে হরলিক্স খেত!

    আপনি বরং লিং দিন - দেখান যে মদের দোকানের লাইসেন্সের সঙ্গে মদ্যপানের পরিমাণের (দিশি, বিলিতি, আইনি, বেআইনি) একটি পজিটিভ কোরিলেশন আছে। আমি সর্বসমক্ষে মেনে নেব আমার ভুল।
  • Du | 14.99.58.123 | ০৪ আগস্ট ২০১১ ২০:৪৮482817
  • আজকে সুমন মুখো টেলেগ্রাফে -raja Lear was running at Minerva Theatre and I don't know why it has been stopped. We have not had shows for last two months. The theatre is shut over some technical problem that I am not fully aware of. Ther seems to be some confusion over regarding Minerva NatyacharyaKendra, an autonomous body formed by the previous govt. Minerva Repertory which was set up as a part of it had invited me to do a play for them. Raja Lear is their first production. The repertory has 14 full time artistes and now their future is at stake ,
    The new govt is quite active.--- so I don't know why they aredilly dallying abt the minerva issue, may be there is some prejudice at work. I would request them to resolve this impasse.----

    আরো আছে । কিন্তু আর টাইপাতে প্রেরণা শর্ট পড়লো।
  • PT | 203.110.247.221 | ০৪ আগস্ট ২০১১ ২১:০৪482818
  • বাড়ন্ত চাহিদা না থাকলে আরও বেশী বটলিং প্ল্যান্ট খোলার কারণ কি?

    ""এতে আখেরে মদের বিক্রি বেড়ে সরকারের ঘরে রাজস্ব আসবে""- ঐ একই লিংক।
  • PT | 203.110.247.221 | ০৪ আগস্ট ২০১১ ২১:০৭482819
  • এই খবরের সত্যতা জানা নেই - অনেক আগে লিংক দিয়েছিলাম। এখন টেলিগ্রাফের লেখা থেকেও গন্ধটা কেমন সন্দেহজনক মনে হচ্ছে।

    ......Soumitra Chatterjee, 76, is being subjected to political vendetta by the Mamata Banerjee government for not joining hands with the ruling Trinamool Congress. Mamata Banerjee had approached the actor, who is suffering from terminal cancer, to join the Trinamool but he had refused. And now a play, King Lear, in which he performs, is not being allowed to be staged anywhere in Kolkata. http://www.sunday-guardian.com/news/new-queen-of-bengal-blocks-king-lear
  • ppn | 122.252.231.10 | ০৪ আগস্ট ২০১১ ২১:১৭482820
  • বাড়ন্ত চাহিদা থাকলে তো সরকারি বটলিং প্ল্যান্ট, দোকান ইত্যাদি খোলাই ভালো। যাতে চোলাইয়ের চাহিদা কমে।
  • pi | 72.83.100.43 | ০৪ আগস্ট ২০১১ ২১:৩৩482821
  • ctrl c ctrl v থাকতে দু'দি টাইপায় কেন ? অনলাইন এডিশনে খবরটা নেই ?

  • PT | 203.110.243.21 | ০৪ আগস্ট ২০১১ ২২:৪৩482822
  • ppn-এর সঙ্গে এক্কেবারে একমত। আপত্তি শুধু ভোটের আগের মদের দোকান সংক্রান্ত ""হোলিয়ার দ্যান দাউ"" ঢপ নিয়ে। আমার মতে আরও অনেক ভদ্র পরিবেশের ""পাব"" খোলা উচিৎ যেখানে পরিবার নিয়ে যাওয়া যায়।
  • dd | 124.247.203.12 | ০৫ আগস্ট ২০১১ ১৪:০৯482823
  • সে মমতা ভোটের আগে যতোই না কেনো নচ্ছারি করুক, ওটা অ্যাকাডেমিক তক্কের ব্যাপার। তুল্যমানে কমুনিসেরা নেতাজীরে গালি দিয়েছিলো গোছের ব্যাপার।

    দেখতে হবে, এখন কি হচ্ছে? যদি ভালো হয় তো আমি মমতার দলে। আগে যতই না কেনো বাঁদরামি করে থাকুন।

  • . | 1.38.12.18 | ০৫ আগস্ট ২০১১ ১৫:০৮482824
  • অবিশ্বাস করার অক্ষমতা ইত্যাদি তাহলে জানালা দিয়ে বাইরে পালাল

    তা ভাল। দেবীপুজা বলে কথা
  • ranjan roy | 122.168.188.87 | ০৫ আগস্ট ২০১১ ২১:৫৫482825
  • আমার কুত্তারাশিতে জন্ম, স্বভাব ঘেউ ঘেউ করা।:)))))
    যে কেউ হোন, দ্যাবা বা দেবী, ক্ষমতার ভাষায় কথা বল্লে চ্যাঁচাব;--নিজের বৌ হলেও।

    আমিও লীয়র নিয়ে সুমন মুখোর বক্তব্য পড়লাম,-- যা দু এবং পিটি লিখেছেন।

    খোলাপাতায় প্রশ্ন করছি নাট্যকর্মী এবং মন্ত্রী ব্রাত্য বসুকে। খবরটা যদি সত্যি হয়( অবিশ্বাস করার কোন কারণ দেখছি না,) তাহলে আপনাদের পরিবত্তোন কি ঢপের চপ?
    আপনি মন্ত্রীর গুরু দায়িত্ব পালন করেও নাটকের জন্যে সময় বের করে অভিনয় করছেন, খুব ভালো কথা। কিন্তু সুমন-সৌমিত্রের নাটক হবে না কেন?
    কেন মিনার্ভা রেপার্টরির ""লীয়র '' আটকে দেয়া হচ্ছে? কোন নিয়ম কানুনের কায়দা দেখাবেন না, মশাই। মনে করুন, আপনার নাটক-যাত্রাপালা বাম সরকারের সময় নানান কানুন দেখিয়েই আটকানো হয়েছিল।
    ভন্ডামি করলে কাল আপনিও আস্তাকুঁড়ে যাবেন।
    নাট্যপ্রেমীদের কাছে আবেদন ব্রাত্যবসুকে জিগ্যেস করুন, প্রশ্ন করুন।
    ক্ষমতা প্রশ্নকে ভয় পায়। আর আনুগত্যে মাথা না দুলিয়ে প্রশ্ন করাই সচেতন গণতন্ত্রের লক্ষণ।
  • aka | 168.26.215.13 | ০৫ আগস্ট ২০১১ ২২:৪১482827
  • মুশকিল হল তিনোমুলের কোন কমরেডকে হাতের কাছে পাওয়া যায় না। তার ফলে চেঁচিয়েও লাভ নেই। মমতা আপাতত সিপিএম যা যা করত তাই করছে আরও রিফাইনড ওয়েতে। যেমন গতকাল সূর্য্যকান্ত মিশ্র চিঠি দেওয়াতে পুলিশের কার কাছে যেন তদন্ত করতে বলেছেন কেন সন্ত্রাস ছড়াচ্ছে। এর আগে উনি জানতেনই না সন্ত্রাস হচ্ছে। যত বেআইনি অস্ত্র সবই সিপিএমের পার্টি অফিসে তৃণমূলী মস্তানরা সবাই অমিতাভ বচ্চনের মতন ঢিসুম ঢিসুম করে যুদ্ধ করে। এখন সৌমিত্র লিয়র ও আটকে দিয়েছে। কিন্তু ওদিকে পোনোবদার থেকে টাকা নিয়ে মেট্রো হচ্ছে, সিগনালে সিগনালে দাদুর গান হচ্ছে। মানে ছাগলামোর ইন্ডেক্সে চড়চড় করে উঠছে আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন