এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬৪০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.99 | ০২ আগস্ট ২০১১ ০৬:০৯482761
  • না হে হুতো।
    প্রতিভাধরদের কথা আলাদা। প্যাশন ট্যাশন তাঁদের সাজে। মানে ঐ প্যাশন এ একরকমের সাফল্য ইত্যাদি।
    ও লাইনে ভেবে লাভ নেই। বেসিক্যালি তো সেই মিডিওকারই। তাই ভাবা দরকার। কথাগুলো নিয়ে ভাবছি। বিশেষ করে আকাদার কথাগুলো। খুব প্র্যাকটিকাল কথা।
    ভাবনা চিন্তা কী হওয়া উচিত ছিল, কী করা উচিত ছিল, কী করা উচিত হয়নি, ভবিষ্যতেও কী করা উচিত হবেনা।
    আর ভাবতে গিয়ে দেখছি কিছুই কিছু উচিত কাজ করিনি।

    সত্যি, এই চাপ ফাপে মানসিক ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে অনেক বড় বড় কথা বলেছি, এখন নিজের ভাবনা চিন্তার গতিক দেখে নিজের মানসিক ভারসাম্য নিয়েই সন্দেহ জাগছে। সিরিয়াসলি।
  • r2h | 67.96.80.214 | ০২ আগস্ট ২০১১ ০৬:১৪482762
  • আমার ক্ষেত্রে যেটা হয়েছে। আমি ছোটবেলা থেকে অবাধ স্বাধীনতা পেয়েছি। ক্যারিয়ার বেছে নেওয়া বা আদৌ না নেওয়া থেকে শুরু করে জীবনের যেকোন সিদ্ধান্ত নেওয়া নিয়ে আমার ওপর কোনদিন কোন চাপ ছিলনা।
    কিন্তু এখন মনে হয় তার সদ্ব্যবহার করতে পারিনি। মানে কিছুই তো করা হলো না। এর থেকে পয়সাকড়ি রোজগার করার জন্যে নিজেকে একটু তৈরী করলেই ভালো হতো।
    অন্য কোন কিছু, আমার ক্ষেত্রে যেমন এই ছবি টবি আঁকা, এইসব নিয়ে, দাগ রাখার দাবীও নেই, সিরিয়াসলি কিছু করলেও সেটা মনে হতোনা হয়তো। কিন্তু আমার মধ্যে সেই প্যাশনটাই নেই, কোন কিছু নিয়েই। তো এইখানটাতেই একটা তুমুল মাঝারিপনা। এই জিনিসটা আগে চিনতে পারলে হয়তো পয়সাকড়ির কথাই ভাবতাম।
  • Nina | 68.45.76.170 | ০২ আগস্ট ২০১১ ০৬:৩১482763
  • হাসি কান্না, হীরা পান্না---হাসছি আবার কাঁদছি--আবার হাসছি---তোমাদের পোস্টগুলো পড়ে মনটা হাল্কা লাগছে।
    হুতো অনর্গল উল্টো লিখতো, আয়না ধরলে ঠিকঠাক পড়া যেত--লামার পোস্ট --হেসে মরি
    হুতো নিজে গিয়ে পায়ে পড়ে জুতো কিনে নিয়ে এসেছে---এখন নাকি জুতোটা বেজায় বড় । তা কি আর করা trying to fit in a larger shoe ;-))) হুতোবাবু??

    আকা তোমার কথাগুলো খুবই অকাট্য ---আবার রিমির পয়েন্টও ততোধিক সলিড ---
    ঐ সবাই নিজের মতন করে ব্যালান্স খুজে নাও---
    too much of everything is bad!
  • aranya | 144.160.226.53 | ০২ আগস্ট ২০১১ ০৮:৪০482764
  • adult-দের ক্ষেত্রে, আমার মনে হয়, কেউ সফল কিনা সেটা সে নিজেই বিচার করবে - খড়গপুরে ইলেকট্রনিক্সে এক সিনিয়র ছিল, সুমন, ডাক নাম বাটা। PhD করে কলকাতায় নিজের বাড়ীতে একটা সফ্‌টওয়ার কম্পানী খোলে, বেশ কিছু ইয়ং ছেলেমেয়ে কাজ করত, সবাই অল্প কিছু মাইনে নিত, বাকী টাকাটা যেত শ্রমিক সংগ্রাম সমিতি নামে একটা ট্রেড ইউনিয়নের ফান্ডে।
    দেশে গেলে দেখা করতাম ওর সাথে, আমার খুব প্রিয় মানুষদের একজন, অনেক বছর আর যাওয়া হয় না। শেষ যেবার ওর বাড়ী গেলাম, দেখলাম বাটা বিয়ে করেছে, একটু অসুস্থ, শুয়ে আছে, বউ পাশে বসে, ঘরে আগের মতই কম্পিউটার-এর সামনে বসে অনেক বাচ্চা ছেলেমেয়ে। বউ অভিযোগ করল হাঁপানি, আরও কি কি সব অসুখে ভুগছে, ডাক্তার বলেছে কদিন বাইরে ঘুরে আসতে, কিন্ত বাটা যাবে না, অনেক কাজ বাকি।
    অভিযোগ করছিল বটে, কিন্তু একটা গর্বের দীপ্তিও দেখেছিলাম মেয়েটির চোখে। আর বাটা বরাবরের মতই আমায় বলছিল - আমেরিকায় ট্রেড ইউনিয়ন মুভমেন্ট সম্বন্ধে রিসার্চ করে একটা রিপোর্ট পাঠা, অটোমোবাইল কম্পানিগুলোতে প্রচুর লোক ছাঁটাই হচ্ছে - সেখানকার শ্রমিকরা কি ভাবছে, অন্তত টেলিকম সেক্টরের ট্রেড ইউনিয়ন মেম্বারদের অবস্থা কেমন, তারা কি ভাবছে এটা নিয়ে তো তুই লিখতেই পারিস - এই সব হাবিজাবি।
    টিম বোধহয় একটা টই খুলেছিল অনেক দিন আগে, 'মনে রখার মত মানুষ' , তাতে বাটার কথা লিখব ভেবেছিলাম। যোগাযোগ নেই বহুদিন, জানি না বাটা এর মধ্যে মেন স্ট্রীমের র‌্যাট রেসে যোগ দিয়েছে কিনা। শেষ যখন দেখেছিলাম, মনে হয়েছিল বেশ আনন্দে আছে।
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১১ ০৯:৫৭482765
  • বা: বা: - আলোচনা তো তো দিব্বি দার্শনিক মোড় নিয়েছে । সফলতা কারে কয়, কিছুই তো হল না ইত্যাদি ।
    গপ্পোটা বোধহয় বিমল করের লেখায় পড়েছিলাম । রাজামশাই মরোমরো । যমরাজ নিতে এসেছেন । রাজা বললেন - এক মিনিট । বলে একটা খাতা বের করলেন । খাতায় লেখা জীবনের একশো ভুলের লিস্টি । আমি কি আরেকবার সুয়োগ পেতে পারি না, যমরাজ ? আমি জানি কী কী ভুল হয়েছিল, এবার শূন্য থেকে শুরু করে একটা নির্ভুল জীবন কাটাতে চাই । ব্যাপারটা যমরাজের এক্তিয়ারের বাইরে, রাজার আর্জি তিনি বিধাতাকে জানালেন । বিধাতা মুচকি হেসে বললেন - তথাস্তু ।
    আবার নতুন জীবন । তাও ফুরিয়ে এল একদিন । যমরাজ এলেন । রাজা খাতা বের করলেন । এবারও ভুল । একশোটাই । তবে অন্য একশো । যমরাজ ঘাবড়ে গেছেন । আবার রিপ্লে হবে নাকি । রাজা বললেন - না, আমি বুঝেছি । নিয়ে চলুন আমাকে ।

    এই তো গপ্পো ।
  • Shibanshu | 117.195.161.26 | ০২ আগস্ট ২০১১ ১১:৩৬482766
  • তারুফ রোগ হো জায়ে তো উসকো ভূল্‌না বেহ্‌তর
    তাল্লুক বোঝ বন জায়ে তো উসকো তোড়্‌না অচ্ছা
    উওহ অফসানা জিসে অন্‌জাম তক লানা ন হো মুমকিন
    উসে এক খূব্‌সূরত মোড় দেকর ছোড়না আচ্ছা
    চলো এক বার ফির সে.....

    Dukhe, রাজামশাই বোধ হয় যমরাজকে এই গানটিই শুনিয়েছিলেন অথবা যমরাজ শুনিয়েছিলেন রাজামশাইকে। গুরু'র জটায় চাঁদের মতো যে ভদ্রলোকের লোগো সতত বিরাজ করে, সেই জীবনবাবুই বোধ হয় সারাজীবন ধরে এই সব 'দর্শনে'র শালগ্রামশিলায় চন্দন ঘষতে ঘষতে নিরুপায় ট্র্যামের তলায় চলে গেলেন। 'অর্থ, কীর্তি, স্বচ্ছলতা' যাঁদের তৃপ্তি দেয়, তাঁরা নিশ্চয় 'সুখি'। যাঁরা তা নন, তাঁরা তুলির এক ঝাপটে 'দুখি' হয়ে যাবেন তার কোনও বাধ্যবাধকতা নেই। পেশাগত অভিজ্ঞতা থেকে এবং আত্মগত অনুভূতি থেকে এই দুই ধরনের মানুষই এতো দেখেছি যে আমি নিজে যে ঠিক কোন দলে অবস্থান নেবো সেটা হয়তো এখন আমার কাছে অনেক স্পষ্ট হয়ে গেছে। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় বহুকাল আগে স্যামুকাকুর দেশে চলে গিয়েছে। প্রথমে সবাই যেমন ভাবে, যে কিছু মূলধন সঞ্চয় করে ফিরে চলে আসবো, সে রকমই ভেবেছিলো। সে আমার অনেকটা বয়োকনিষ্ঠ। আমি বলে ছিলুম, তুই আর ফিরে আসতে পারবিনা আর তার কোনও প্রয়োজনও নেই। নিজের বেঁচে থাকার ব্লু-প্রিন্ট নিজেকেই তৈরি করে নিতে হয়। তা যদি কোনও তৃতীয় পক্ষের মনোমত না হয়, তবে তা নিয়ে কৈফিয়ত দিতে নিজের শক্তির অপব্যয় করিসনে। তাই কখনও দুই নৌকায় থাকিস না। সে ছিলো তার বাবা-মার একমাত্র সন্তান। তাই পিছুটান তাকে সেই মূহুর্তে তাড়না করতো, কিন্তু আজ তা মিছুটান হয়ে গেছে। এর মধ্যে তো কোনও অপরাধ নেই। এখন তার মুম্বাই শহরে দুটি ও কলকাতা শহরে একটি বাড়ি থাকা সঙ্কেÄও দেশে ফেরার প্রসঙ্গ উঠলেই বিড়ম্বিত মুখে বলে, 'দেশে ফিরে খাবো কী?' অনেকে বুঝবে তার নিরুপায়তা, অনেকে হয়তো বুঝবে না।

    আমরা কেউই নিছক জ্ঞান অর্জনের জন্য ল্যাখাপড়া করিনি কখনও। তবে যা কিছু খুদকুঁড়ো সঞ্চয় আছে তার প্রতি পেশাগত ক্ষেত্রে একটা সুবিচার হোক এমন একটা আকাঙ্খা থাকার মধ্যে পাপ তো কিছু নেই। জীবন তো একটা প্যাকেজে আসে। সব কিছু 'ভালো' হবে বা সব কিছুই 'মন্দ' এরকম মেরু করনে যাঁরা বিশ্বাসী তাঁদের অবশ্যই পরিণত-মনস্ক বলা যায়না। যে যেভাবে যেখানে ভালো থাকে, সে সেরকমই থাকুকনা কেন। কোনও 'দর্শন- দিগ্‌দর্শন'এর তোয়াক্কা না করে বলা যায় তার সেই অধিকার আছে। :-)
  • abastab | 61.95.189.252 | ০২ আগস্ট ২০১১ ১১:৫৭482767
  • রাজার অসুখ গল্পটি পেরেন্টিং এর ক্লাসে অবশ্য পাঠ্য করা হোক।
  • kiki | 59.93.218.220 | ০২ আগস্ট ২০১১ ১৩:০৭482768
  • শিবাংশুদা,
    একটু টইটাকে হাইজ্যাক করে দি, আসলে কিছু সময় কেমন যেন মনে হয়, যারা বাইরে চলে গেছে বা যাচ্ছে তারা কোনো বড় সুবিধা নিয়ে ফেলেছে বুঝি,কেন তারা এই গরীব দেশে নেই,বোঝার আমার ভুল ও হতে পারে।অনেকদিন আগে আপনি আমায় ভবঘুরে শাস্ত্র পড়তে বলেছিলেন, আজ ও পুরো পড়া হলো না। আর আমেরিকান দের অত্যন্ত খোলা ভাবে ভাবার ও এক প্রসঙ্গ এসে পরেছিলো একসময়, যেটা কিনা আমাদের দেশের মানুষের হয় না। তো আমি আমেরিকার ইতিহাস খুলেও বসেছিলাম, মাত্র তো তিনশো বছর হবে মনে হয় তার নিজের নামের ঐতিহ্যের,তাও এত এগোলো কি করে, হায় সে বই ও বালিশ বানিয়েই ঘুমিয়ে কাটালাম।

    কিছু লেখা ভবঘুরে শাস্ত্র থেকেই তুলে দি:

    কলম্বাস ও ভাস্কো ডা-গামা দুজনেই ভবঘুরে ছিলেন।আর ওঁরাই পশ্চিমের দেশগুলোকে সামনে এগোবার রাস্তা খুলে দিলেন।আমেরিকা তখন অধিকতর নির্জন অবস্থায় পড়ে ছিল।এশিয়ার কুপমন্ডুকেরা ভবঘুরে ধর্মের মহিমা ভুলে গিয়েছিলেন তাই তাঁরা আমেরিকার মাটিতে তাঁদের ঝান্ডা গাড়তে পারেননি।দুশতাব্দি আগে পর্যন্ত্য অস্ট্রেলিয়া খালি পড়েছিলো।চীন ও ভারতের সভ্যতার বড় গর্ব,কিন্তু তাদের এতটুকু আক্কেল হলো না যে,নিজেদের সেখানে গিয়ে নিজেদের ঝান্ডাটা গেড়ে আসে।আজ ভারত ও চীনের মাটি তাদের ৪০-৫০ কোটি লোকের ভারে বসে যাচ্ছে আর অস্ট্রেলিয়াতে এক কোটি লোক ও নেই। এশিয়াবাসীদের জন্য অস্ট্রেলিয়ার দরজা আজ বন্ধ ,কিন্তু দুশতাব্দি আগে সেটা আমাদের সামনে খোলা ছিলো।কেন ভারত ও চীন অস্ট্রেলিয়ার অগাধ সম্পদ ও অপরিমিত ভুমি থেকে বঞ্চিত হয়ে রইলো? কারনটা এই জে তারা ভবঘুরে ধর্মের প্রতি বিমুখ হয়ে ছিলো, তাকে ভুলে গিয়েছিলো।
  • kiki | 59.93.218.220 | ০২ আগস্ট ২০১১ ১৩:১০482769
  • উরি: কিছুতেই ঠিক ভাবে বলবো না নাকি?

    মানে কিছু লেখা পড়লে এই সুবিধা নেবার কথা মনে হয়।

    মোটেই আমি এভাবে ভাবি না।
  • kallol | 220.226.209.2 | ০২ আগস্ট ২০১১ ১৪:০৬482771
  • শিবাংশু, ভালো থেকো। হয়তো আগষ্ট মাসে দেখা হতে পারে, যদি ১৩-১৫ বাসায় থাকো।
  • dd | 124.247.203.12 | ০২ আগস্ট ২০১১ ১৪:২২482772
  • ভবঘুরে ধর্ম নিয়ে আমার একটি অলিখিত প্রবন্ধ আছে।

    এই যেমন ১৫ সেঞ্চুরী নাগাদ ইওরোপীয়ানেরা আফ্রিকা,দুই আমেরিকা এইসব দেশে কলোনী শুরু করলো,অথচ তার আগেই ভারত ও চীন অনেক এগিয়ে ছিলো নৌ বহরে ও সমুদ্র অভিযানে।

    কলম্বাসের জাহাজের তিনগুন বড়ো ছিলো সেই সব চীনা জাহাজ। কিন্তু ডিক্রী জারি করে সব বন্ধ করে দেওয়া হলো।

    ভারতীয় সভ্যতা ভিয়েতনাম কাম্বোদিয় পর্যন্ত্য জাঁকিয়ে ছিলো,১২ সেঞ্চুরী নাগাদ কেনন যেনো কর্পুরের মতন উবে গেলো।

    স্মৃতি শাস্ত্রও নানান ফতোয়া জারি করলো কালাপানি পার না হবার।

    ফলত: আমরা স্পেন,ডাচ,পর্তুগীজদের একেবারে ফাঁকা মাঠ দিয়ে দিলাম।
  • Shibanshu | 117.195.161.26 | ০২ আগস্ট ২০১১ ১৪:২৬482773
  • কল্লোল, স্বাগত... নিশ্চয় দেখা হবে।

    কিকি,

    যাঁরা কথামৃত পড়েন তাঁরা 'এগিয়ে যা' গল্পটি স্মরণ করতে পারেন। মধ্যযুগের আগে আমাদের ইতিহাসে সাগর পেরিয়ে কোনও কীর্তি স্থাপনকে কৃতিত্ব মনে করা হতো। পরে ব্রাহ্মণ্য ধর্মের 'শুদ্ধতা' রক্ষার বায়ুরোগের প্রকোপে শ' পাঁচেক বছর আমরা কুঁয়োর ব্যাং হয়ে পড়েছিলুম। রামমোহন সেই মানসিক প্রাচীরটি ভেঙে ফেলে ছিলেন। তার পর থেকে সেই ট্র্যাডিশনই চলেছে। ইতিহাস প্রমাণ, জাতি হিসেবে আমরা স্থাবর নই।
  • de | 203.199.33.2 | ০২ আগস্ট ২০১১ ১৪:৩৮482774
  • জীবনে চলতে গেলে সবচেয়ে বড়ো কথা হলো ব্যাল্যান্স! শখ, সাধ, রোজগার, প্যাশন, ভালোলাগা আর ভালোবাসা -- সবাইকে ম্যক্সিম্যালি স্যাটিসফাই হয়তো করা যাবে না, কিন্তু অপটিম্যালি যায় এবং যাবে! এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই মঙ্গল!
  • pinaki | 122.174.9.68 | ০২ আগস্ট ২০১১ ১৫:০৭482775
  • শখ, সাধ, রোজগার, প্যাশন, ভালোলাগা, ভালোবাসা এবং এর সাথে যোগ হবে দায়িত্ব-কর্তব্য। তবে 'ক' দেব। আর সাথে একটা ডি: থাকতে হবে। সেটা হল - এই উপরোক্ত সমস্তকটি প্যারামিটার বেশিটাই সাবজেক্টিভ। এমনকি 'ব্যালান্স' - এই বোধটাও। সেটা যেন কমরেডরা ভুলে না যান। :-)
  • pinaki | 122.174.9.68 | ০২ আগস্ট ২০১১ ১৫:১১482776
  • অবশেষে কেন জানি না মনে হচ্ছে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারছি। একটা ফুলপ্রূফ স্টেটমেন্ট দেওয়া গেছে যেখানে পাই থেকে আকা, পিটি থেকে ন্যাড়াদা - সক্কলে একমত হবে। ইহারে কয় মাস্টারস্ট্রোক। ইত্যাদি। ;-)
  • saikat | 202.54.74.119 | ০২ আগস্ট ২০১১ ১৫:১৬482777
  • এবং উপরোক্ত সবকটি প্যারামিটারই নির্ভর করে সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষিতের ওপর।

    এই বাক্যটি আর কিছুই নয়, ফুলপ্রুফ স্তেটমেন্টটিকে ঘেঁটে দেওয়ার জন্য করা হইল।
  • dd | 124.247.203.12 | ০২ আগস্ট ২০১১ ১৫:২৭482778
  • জেনেটিক টানাপোড়েন,শারীরিক ও মানসিক ঔৎকর্ষের বল,অভিঘাত ও সহনশীলতা, আর নিছক অ্যাবসারডিটির একটি মৃদু লাথি বা লটারী জনিত আশীর্বাদ...... এদের কেও সংগে নিতে হবে।
  • de | 59.163.30.4 | ০২ আগস্ট ২০১১ ১৬:১৮482779
  • :)) পিনাকী, সৈকত!

    ডিডিদার প্যারামিটার সেট-টাকে কেউ দড়ি দিয়ে বাঁধো!
  • kiki | 59.93.213.121 | ০২ আগস্ট ২০১১ ১৬:৩৯482780
  • ডিডিদাদা আর শিবাংশুদাকে,
    হ্যাঁ, হ্যাঁ, সেগুলোই তো জানতে চাইছিলাম।

    হঠাৎ করে ভাবনাটা না এগিয়ে থেমেই গেলো কেন?

    একটা এলোমেলো ইতিহাস টই হলে ভালো হতো, তাতে এসব আলোচনা থাকতো, বা এক জাতি গোষ্ঠি থেকে ভেঙ্গে আরো কয়েক গোষ্ঠি তৈরী হওয়া, নিজের নিজের ভাবনা থেকে বিশ্বাস, তা থেকে ধর্ম, কখন ও প্রচলিত বিশ্বাসের সংস্কার এর জন্য নতুন ধর্ম, এসব ই থাকতো।
  • kiki | 59.93.213.121 | ০২ আগস্ট ২০১১ ১৬:৪৩482782
  • উপস! ঐ ভবঘুরে হবার ভাবনাটা, বা এগিয়ে চলাটা বা উন্মুক্ত ভাবনাটা।
  • nyara | 115.241.10.247 | ০২ আগস্ট ২০১১ ১৭:২৬482783
  • ন্যাড়াদা একমত হয়নি শুধু কম: আকা 'অ্যামেরিকায় সব ভাল, বাতকর্মে গন্ধ পর্যন্ত নেই' ধরণের ছবি আঁকায়। বাকি সবে তো ক্ক:।
  • aka | 168.26.215.13 | ০২ আগস্ট ২০১১ ১৭:৪৬482784
  • উল্টোডাঙার সুলভ শৌচালয় আর গ্র্যাণ্ড হোটেলের শৌচালয়ের মধ্যে তুলনা করতে গেলে অমন হবেই। সে কমরেড আকার দোষ নাকি যারা তুলনা করেছে তাদের দোষ।
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১১ ১৮:২১482785
  • ক্যালপল আর ইনোর তুলনা করাও চাপ ।
  • aka | 168.26.215.13 | ০২ আগস্ট ২০১১ ১৮:৫৬482786
  • সেই গাভাসকর আর চেতন চৌহানের তুলনা চলে?
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১১ ১৯:০৯482787
  • কিংবা জাহির খান আর চেতন চৌহান ।
  • ppn | 204.138.240.254 | ০২ আগস্ট ২০১১ ১৯:৩৮482788
  • অথবা ছোবড়া আর কুঁজো।
  • kc | 178.61.96.29 | ০২ আগস্ট ২০১১ ১৯:৫৮482789
  • এই টইটা কি সুন্দর! সবাই কিরকম শেষকালে একসঙ্গে বসে মশলা খেয়ে যাচ্ছে।
  • aka | 168.26.215.13 | ০২ আগস্ট ২০১১ ২২:০১482790
  • কিংবা লয়েডের ওয়েস্ট ইণ্ডিজের সাথে বেদির ভারতের। লয়েডের টিমেও অনেক খুঁত ছিল যেমন বাঁ হাতি পেসার ছিল না, ভালো স্পিনার ছিল না ইত্যাদি ইত্যাদি।
  • dukhe | 117.194.240.120 | ০২ আগস্ট ২০১১ ২২:৫৬482791
  • পেলে-গ্যারিঞ্চার ব্রাজিল আর বেদির ভারত ।
  • dukhe | 117.194.242.90 | ০২ আগস্ট ২০১১ ২২:৫৯482794
  • আলু আর আলুবোখরা । রসম আর রসমালাই । কাকা আর কাকাতুয়া ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন