এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ১৬২৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.246.100 | ০৯ আগস্ট ২০১১ ২০:৩৫483028
  • ChiefministerBuddhadebBhattacharjeetodaysaidinastatement:“IconsideritIMPROPERthattheplay ( PashuKhamarorAnimalFarm ) WASNOTALLOWEDtobestagedinHooghly.”

    ..Askedwhetherthe (DM's)reportcontradictedBhattacharjee’sstandontheissue, Ghoshsaid:“Notreally.Thechiefministerexpressedhisdisapprovalattheinterventionfromtheadministrationonpoliticalgrounds, iftherewereany.”

    :)
  • kc | 178.61.96.29 | ০৯ আগস্ট ২০১১ ২০:৪৩483029
  • কিন্তু পিটির কথার উত্তরটিতো দিন। না পারলে আপাতত: এক গোলে পিছিয়ে আছেন, এটা মেনে নিন।
  • dukhe | 117.194.246.100 | ০৯ আগস্ট ২০১১ ২০:৪৬483030
  • ঘুড়ায় হাসব যে ।
  • dukhe | 117.194.246.100 | ০৯ আগস্ট ২০১১ ২০:৪৭483031
  • PT-র গোল বুদ্ধবাবু শোধ দিচ্ছেন, আমি তো নিমিত্ত মাত্র ।
  • kc | 178.61.96.29 | ০৯ আগস্ট ২০১১ ২০:৫৩483032
  • কথা ঘোরালে ঘুড়ায় হাসবে কিনা জানিনা, তবে আমি হাসত্যাছি। :-))
  • umesh | 80.254.147.148 | ০৯ আগস্ট ২০১১ ২১:১০483033
  • দাগী আসামী দের পুলিশের লক-আপে থাকা নিয়ে একটা কথা। তবে প্রমান দিতে পারবো না। কিছু দিন আগে রিষড়া, কোন্ননগর-ত্রাস শ্যামল খুন হয়েছিল। শ্যামল ছিলো দিলিপ সরকারের পোষা (প্রমান চাইবে না)।
    খুন হলো রমেশের হাতে (একটা সময় শ্যামলের ডান হাত, এখন তৃনমুলের পোষা)।
    একটা সুত্রে শুনলাম, পুলিশের আর অন্য দাদাদের পরামর্শে নাকি রমেশ আত্ম-সমর্পন করেছে। বাইরে থাকলে খুন হয়ে যেতে পারে, তাই নিরাপদে থাকা জন্যে পুলিশ লক-আপ বেছে নিয়েছে, আপাতত পরিস্তিতি ঠান্ডা হওয়া পর্যন্ত।

  • umesh | 80.254.147.148 | ০৯ আগস্ট ২০১১ ২১:১২483034
  • দিলিপ সরকার হলো রিষড়ার প্রাক্তন পুরপিতা। প্রায় তিরিশ বছর রাজত্ব করেছে।
  • nyara | 122.172.37.246 | ০৯ আগস্ট ২০১১ ২২:৪৯483035
  • আমিও পাচ্ছি না, মানে বলা নেই যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবার পরে পুলিশ নির্বাচন কমিশনের আওতায় চলে যায় -

    http://eci.nic.in/eci_main/faq/faq_mcc.pdf

    তবে পিটিবাবুর যা আইনি বুদ্ধি, এক্ষুণি বলবেন, "প্রমাণ করুন যে পুলিশ নির্বাচন কমিশনের আওতায় যায় না।"

    কেসি, গোলের হিসেব কি সবে রাখা শুরু করলি?
  • Suvajit | 120.56.229.133 | ০৯ আগস্ট ২০১১ ২৩:০৩483036
  • পিটিদার জন্য পেনাল্টি বক্সের ভিতর একটা থ্রু পাস। :-)
    http://www.anandabazar.in/9bard1.html
    সব দাড়িদাদুদের এখন ঘোর দুর্দিন।
  • kc | 178.61.96.29 | ০৯ আগস্ট ২০১১ ২৩:৩০483038
  • কি দিনকাল, এই লিংটা আজ টইয়ে তিনবার, ভাটপাতায় একবার পোস্ট হল। শুভজিৎকে হলুদ কার্ড।
  • abastab | 61.95.189.252 | ১০ আগস্ট ২০১১ ০৯:৩৮483039
  • এই তর্ক কি বন্ধ করা যায় না? এখন আর নাটক দিয়ে কি হবে রাষ্ট্র যন্ত্র যখন দিদির হাতে তখন প্রমাণ করে দিন যে সি পি এম নেতারা সব সমানের মাঝে বেশি সমান ছিলেন। more equal among equals
  • ranjan roy | 122.168.104.150 | ১০ আগস্ট ২০১১ ১০:৪১483040
  • মাননীয় সাংসদ রূপচাঁদ পাল কন্টেন্টের জন্যেই নাটকটি বন্ধ করাতে চাইছিলেন--""কমিউনিস্ট তঙ্কÄ বিরোধী''।
    প্রশাসন সব সময়েই টেকনিক্যাল কারণ দেখায়।
    মমতা সরকার তো কনটেন্টের জন্যে নয়, টেকনিক্যাল কারণ দেখিয়েছে--কমিটির পুনর্গঠন ইত্যাদি। কিন্তু এর মধ্যে আমার মত কুত্তারা সৌমিত্র-সুমনকে একটি ক্ষমতা দেখিয়ে শিক্ষে দেয়ার গন্ধ পাচ্ছে।
    যে যায় লংকায় সেই হয় রাবণ!
    কাল দিদি বন্ধের কুফল নিয়ে কিছু বল্লেন! মজার ব্যাপার হল এইসব বোধোদয় মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসলেই হয়। বুদ্ধদেবের ও স্ট্রাইক নিয়ে বোধোদয় হয়েছিল। এইনিয়ে সিটুর সঙ্গে মতভেদ হয়েছিল।
    মুখ্যমন্ত্রীরা কিছু বলেন আসলে কিছু হয়।
    মমতা বলছেন- সন্ত্রাস হচ্ছে না। কর্মিদের বদলা না নিতে বলা হয়েছে।
    বাস্তবে কি হচ্ছে?
    আবাপ'র পাতা খুলুন। অন্তত: তিনটে পাতায় তৃণমূল কর্মীদের হার্মাদগিরির খবর। কোথাও স্কুলে ঢুকে হেডমাস্টারকে মারা হছে। কোথাও নিজেদের মধ্যে মারামারি-ভাঙচুর। কোথাও শিল্পপতিদের থেকে তোলাবাজি। বালিতে সঞ্জয় মিত্র নিজেদের মহিলা কাউন্সিলরের ঘরে গুন্ডা পাঠাচ্ছেন।
    ( ব্রতীন কিছু বলবেন?)
    তৃণমূল নেতারা বড়জোর "" দু:খজনক'' বলে আফশোস করছে।
    পুলিশ গ্রেফতার করার পরও বলা হচ্ছে-- দুষ্কৃতীরা আমাদের দলের হলে ব্যবস্থা নেয়া হবে।
    হবে আবার কি? আমাদের না ওদের জানতে কতক্ষণ লাগে? ন্যাকামি!
    ( অবশ্যি আবাপ'র খবর বলে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, হয়তো এসব কিছুই ঘটেনি!)

    সব মিলে ক্ষমতা পাওয়ার পর তৃণমূল-স্তরের কর্মিদের মধ্যে , বিশেষ করে গ্রামীন এলাকায়, যে হিংসার প্রবণতা দেখা যাচ্ছে---। পুলিশকেও ঠ্যাঙাচ্ছে!
    সোজা কথা, কথায় কথায় মারবে কেন?
    সিপিএম ক্যাডারদের বাড়িতে অস্ত্রই পাওয়া যাক বা স্কুল-পঞ্চায়েতের তহবিল তছরূপের প্রমাণ পাওয়া যাক,-- কাউকে মারবে কেন? পুলিশ এবং আইন তার কাজ করবে।
    এ ক্যামন আইনের শাসন!
  • lcm | 69.236.187.211 | ১০ আগস্ট ২০১১ ১০:৫৩483041
  • বদলা নয়, বদল-ও নয়.... এখন শুধু বাদল। বন্যার আশংকা...

    "CPM".equals("TMC")==true, ei samIkaraN bujhate eddin! naah!
  • ranjan roy | 122.168.104.150 | ১০ আগস্ট ২০১১ ১১:০৩483042
  • শুনুন ভাই এলসিএম,
    সিপিএম ও টিএমসি তে কমন হল সিএম।
    দুটো সি এম খারিজ করুন
    হাতে রইল কী?
    আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় পিটি।:)))
  • lcm | 69.236.187.211 | ১০ আগস্ট ২০১১ ১১:০৬483043
  • ওরে না! রঞ্জনদা কি ইদানীং খুব স্ক্র্যাব্‌ল বা হ্যাংম্যন ওয়ার্ড গেম খেলেছেন।
  • Sibu | 184.214.10.181 | ১০ আগস্ট ২০১১ ১১:০৯483044
  • lcm এও তো সিএম :)।
  • lcm | 69.236.187.211 | ১০ আগস্ট ২০১১ ১১:১২483045
  • এই রে! এবার বলবে এল টা হল লুঙ্গি।
  • Sibu | 184.214.10.181 | ১০ আগস্ট ২০১১ ১১:১৬483046
  • এল হল একটি লুঙ্গি।
  • ranjan roy | 122.168.104.150 | ১০ আগস্ট ২০১১ ১১:১৯483047
  • ইয়াপ! এল সি এম হল লুঙ্গি- সি এম।
    এই রে, না না, দিদিকে লুঙ্গি পরতে বলিনি। তাহলে ভবানীপুরে কাবলিদার বাড়ি যাওয়ার সময় ছেলেরা নির্ঘাৎ ক্যালাবে।
    ইন ফ্যাক্ট, বইমেলার আগে কোলকাতায় যাবার সাহস নেই।
  • lcm | 69.236.187.211 | ১০ আগস্ট ২০১১ ১১:৩০483049
  • লুঙ্গি সি এম। রামচন্দন, রামারাও বা করুনা -র মত। খারাপ না আইডিয়াটা। পশ্চিমবঙ্গে একজন লুঙ্গি সি এম-এর দরকার।
  • ppn | 202.91.136.3 | ১০ আগস্ট ২০১১ ১১:৩৮483050
  • এইবারের বন্যাটা মাম্মাম্মামেড (অ্যাজ অপোজড টু ২০০১-এর ম্যানমেড)?
  • PM | 86.96.229.89 | ১০ আগস্ট ২০১১ ১১:৪০483051
  • এই টই-টা বোধ হই নতুন সরকার-এর কাজ নিয়ে। বাম সরকার ৩৪ বছর রাজত্ব করে এখন ইতিহাস। সেই সরকার কিছু ভলো কাজ অর কিছু খারাপ কাজ করেছে। অন্য টই তে সে ইতিহাস চর্চা হোক। কিন্তু নতুন সরকার-এর কাজ নিয়ে আপনারা কিছু অলোচনা করুন? অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু পাল্টাতে পারি না। কিন্তু ভবিষ্যতটা আমদের হাতে। আমাদের বর্তমান আর ভবিষ্যত নিয়ে আপনাদের মতামত জানতে চাই। কোথায় যেতে চাই আর কোথায় যাচ্ছি এদুটো বিষয় অতীতচর্চার থেকে অনেক বেশী জরুরী।
  • PT | 203.110.243.23 | ১০ আগস্ট ২০১১ ১২:০০483052
  • আমার জানা মতে মডেল কোড অব কন্ডাক্ট লাগু হলে রাজ্যসরকার একজন ""কেয়ারটেকার"" সরকারের বেশী কোন সিদ্ধান্ত নিতে পারেনা। রুটিন আইন-শৃঙ্খলা দেখভালের বাইরে তার পুলিশ নিয়ে খুব বেশী নাড়াচাড়া করার ক্ষমতা থাকে না। আর অতি অবশ্যই রাজ্য সরকারের যে কোন সিদ্ধান্তকে প্রশ্ন করার অধিকার নির্বাচন কমিশনের থাকে।

    পশুখামারের কেসটা নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছিল - অবিশ্যি তাদের সিদ্ধান্ত কি হয়েছিল তা আমার জানা নেই। এটি সম্পুর্ণ ঘোলা জলের কেস - এবং সাদা কালোতে এর উত্তর পাওয়া যাবেনা। তবে সেই সময়ের প্রেক্ষিতে আমার দৃঢ় বিশ্বাস, নির্বাচন কমিশনের কাছ থেকেও শাঁওলীরা কোন সবুজ সঙ্কেত পায়নি।

    শাঁওলী, অর্পিতা আর যুবক বৃন্দ ক্লাবের সদস্যরা ঐ নাটকটিকে তৃণমূলের নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করত না তার গ্যারান্টি কি আছে? কারণ ন্যারাবাবুর দেওয়া লিংক থেকেই পাচ্ছি:
    Prior written permission should be obtained from the concerned police authorities for holding of a meeting at any public or private
    place and for taking out processions.

    Prior written permission should be obtained from the concerned police authorities for using loudspeakers.


    শাঁওলী, অর্পিতা আর যুবক বৃন্দ ক্লাবের রাজনৈতিক অবস্থান বাদ দিলেও DM-এর বক্তব্য খুব পরিষ্কার: The DM’s report states three reasons — no amusement tax clearance certificate, no clearance from the pollution control board and no permission from the local police — justifying the administration’s act...... http://www.telegraphindia.com/1110316/jsp/frontpage/story_13722226.jsp

    এর বিরুদ্ধে শাঁওলী, অর্পিতা আর যুবক বৃন্দ ক্লাবের কাউকেই কোন প্রতিবাদ জানাতে শুনিনি। তারানন্দের সেই সন্ধ্যের অনুষ্ঠানে সুমন শাঁওলী আর অর্পিতা রূপচাঁদ পালকে ফোনে যথেষ্ট -যাকে গ্রীল করা বলে করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ম্যাজিস্ট্রেটকে তার বক্তব্য বলিয়ে ছেড়ে দেয়। যে তৃণমূল বাম সরকারের আমলে দিদির উপস্থিতিতে বিধানসভায় তাণ্ডবনৃত্য করে ভেঙ্গে চূড়ে তছনছ করেছিল তারা জোর করে নাটকটা করাতে পারত না?

    অনেকদিন আগে একটা সাক্ষাৎকারে শম্ভু মিত্র দেশজুড়ে সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কথা বলেছিলেন। তাঁর কপাল ভাল যে তাঁর আত্মজার কর্মকান্ডের মাধ্যমে তাঁর কথার প্রমাণ দেখার জন্য তিনি বেঁচে নেই!!
  • ranjan roy | 122.168.104.150 | ১০ আগস্ট ২০১১ ১৪:৪৪483053
  • অনিবারণীয় পিটি!
    আমরা বাজাই সিটি,
    দিদিকে কে বাঁচায়?
    অন্যগ্রহের ইটি।।

    PM এর পরামর্শ মানিয়া মূল বিষয়ে ফিরিয়া আসা হউক।"" তুই বেড়াল না মুই বেড়াল'' যাত্রাপালা বন্ধ হউক। অন্যথা ব্রাত্য বসু আসিয়া ওনার বন্ধ যাত্রাপালা ""জাগো বাংলা''(?) শুরু করিবেন।
  • nyara | 203.110.238.17 | ১০ আগস্ট ২০১১ ১৫:৪৮483054
  • তো বাম সরকার বন্ধ করেছিল না করেনি, পিটিবাবু?
  • aka | 24.42.203.194 | ১০ আগস্ট ২০১১ ১৬:০৬483055
  • বুলি বুলি। বেশ তো চলছিল আবার বুলি কেন? কি যেন নাটকটার নাম? হ্যাঁ হ্যাঁ পশুখামার।
  • PT | 203.110.243.23 | ১০ আগস্ট ২০১১ ১৬:৩৫483056
  • শুধু প্রশ্ন করলে চলবে? একটু খেটে খুটে কিছু ইনফো দিন। জাগো বাংলার খবর হলেও চলবে।
  • nyara | 203.110.238.17 | ১০ আগস্ট ২০১১ ১৬:৫০483057
  • তো বাম সরকার 'পশুখামার' বন্ধ করেছিল।

    পুলিশ মডেল কোড অফ কন্ডাক্টে নির্বাচন কমিশনের আওতায় চলে যায় না।

    অন্যকে মিথ্যেবাদী বলার আগে অল্প ভাবলে হয় না? নইলে লোকে গৌতম দেব বলে গালাগাল দেবে।

    কেসি গুনছিস তো?
  • kc | 194.126.37.78 | ১০ আগস্ট ২০১১ ১৭:৪৯483060
  • ন্যাড়াদা গুনছিতো বটেই। কিন্তু সুমন মুখো তো তোমার-আমার দুজনেরই পরিচিত। একটু জিজ্ঞেস করেই দ্যাখোনা কেসটা। তারপরে এখানে না জানালেও চলবে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন