এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩২৮০ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ১৬ এপ্রিল ২০১২ ১৩:০১493861
  • আমাদের ব্যাচে এক পিস অর্নব নন্দী ছিল। কিন্তু লাহিড়ী তো মনে নেই।
  • abastab | 14.139.163.29 | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৪২493862
  • লাহিড়ী না লাহা?
  • Kaju | 121.242.160.180 | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৪৩493863
  • হিড়ী। নট হা।
  • agantuk | 128.48.44.212 | ১৬ এপ্রিল ২০১২ ২২:৫৫493864
  • বুলুসু রাধেশ্যামের থেকে খারাপ তামিল শিখে ভাল ছেলে সতীশ কুমারকে খ্যাপাবে সৌম্যজিত। মেসে ডিনার টেবিলে সৌম্যজিত জানতে চেয়েছে 'উন্নোড়ি ব্যভিচারম নল্লায়েরিকা?', আর সতীশ প্রথমে হতভম্ব হয়ে গিয়ে তারপর মাথা নেড়ে প্রবল হাসতে হাসতে 'ঠট্‌ঠাল্লি গ্রম্মাঠিকাল্লি ড়াঙ্গ, ম্যান' বলে উঠে চলে গেছে ...
  • Abhyu | 138.192.7.51 | ০৯ জুন ২০১২ ০১:৩৩493866
  • ---------------------------- Original Message ----------------------------

    With deep regret we share the sad news that Prof. Kamal K. Roy, Kamalda to many of us, is no more. He expired following a heart attack.

    May his soul rest in peace.
    ...
    ---
    Indian Statistical Institute Alumni Association
    203 B.T. Road, Kolkata 700108, INDIA
  • Abhyu | 138.192.7.51 | ০৯ জুন ২০১২ ০১:৩৭493867
  • ইনিই সেই কে কে রায় - অনেক অনেক মিথ আছে ওনার নামে, তার অনেকগুলোই সত্যি - এই টইতেই পাবেন - খবরটা একটা বিশাল ধাক্কা :(
  • SR | 127.194.198.92 | ১৭ জুন ২০১২ ১৫:১২493868
  • কে কে আর বিশ্ব ব্রিজ প্রতিযোগিতায় পেয়ার্স ইভেন্টে দশম স্থানাধিকারী। এ বি রাহার ক্লাসমেট।

    একদা এ বি রাহার ক্লাস চলছে। কোনো একটি প্রসঙ্গে এ বি রাহার স্মৃতিচারণঃ (ইন দ্যাট কোর্স) এভরিবডি ফেইলড বাট টু। দ্য পার্সন হু গট ৪৫ ইজ টীচিঙ্গ ইন দিস রূম অ্যান্ড দ্য পার্সন হু স্কোর্ড ৯০ (গলা চড়িয়ে) ইজ টীচিঙ্গ ইন দ্য নেক্স্ট!

    বলা বাহুল্য, পাশের ক্লাসে পড়াচ্ছিলেন কে কে আর ।
  • SR | 127.194.202.183 | ১৮ জুন ২০১২ ১০:৩২493869
  • অনুস্বর টাইপ করার উপায় কি?
  • Tim | 138.173.35.205 | ১৮ জুন ২০১২ ১০:৩৪493871
  • `m = ং
    এইভাবে
  • Abhyu | 107.80.156.4 | ১১ আগস্ট ২০১২ ২১:৪২493872
  • টইটা নতুন করে পড়তে গিয়ে মনে পড়ল


    গানের অরিজিনাল কথা ও সুর - দীপেশ চক্রবর্তী। ইয়েস, ঐতিহাসিক। অবিশ্বাস্য মনে হলে সত্যি।
  • Abhyu | 107.80.156.4 | ১১ আগস্ট ২০১২ ২২:৫৮493873
  • Name: agantuk Mail: Country:

    IP Address : 206.135.171.98 Date:11 Oct 2006 -- 02:24 AM

    একদিন কেন যেন ছুটি হয়ে গেছে, ভারি মজা, class যেতে হবে না, সবাই এদিক ওদিক গজ্‌লা গজলি করছে, আমরা কজন বেশ carrom খেলতে শুরু করেছি সকাল সকাল, এমন সময় চিত্রতারকাদের মত সুন্দর সৌম্যদা খালি গায়ে হলুদ তোয়ালে পরে ঘুম চোখ মুছতে মুছতে এসে জানতে চাইল, 'এই, তোদের করো কাছে shampoo অছে?' সবাই পর পর না বললাম, তাতে সৌম্যদা ভারি মুখ ব্যাজার করে 'ধুস, তাহলে আমার নিজেরটাই use করি', বলতে বলতে দিব্যি উদাসীন হেঁটে চলে গেল ...

    Name: agantuk Mail: Country:

    IP Address : 206.135.171.98 Date:12 Oct 2006 -- 01:42 AM

    শুক্রবার রাতের ব্যান্ডেল লোকাল, শ্রীরামপুর ছাড়িয়ে কামরাটা বেশ ফাঁকা হয়ে এসছে। কলেজের বন্ধুদের নিয়ে বাড়ি যাচ্ছি weekend কাটাতে। সবাই মিলে গুলতানি চলছে দুলতে দুলতে, বাইরে পিছলে যাচ্ছে রাত। একজন ভদ্রলোক একা বসে আছেন একটা জানলার ধারে, এদিকে নিধানের চাই window seat , তাই ও সমানে শুধু ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, 'দাদাকে নেমে যেতে বল না, দাদাকে নেমে যেতে বল না', যাতে ও গিয়ে বসতে পারে খোলা হাওয়ায় মুখ রেখে। অনেকক্ষন এরকম চলার পর বিরক্ত হয়ে আমরা বলি, 'নেমে যাবেন কেন, তোর যখন এতই ইচ্ছে, ওনাকে একটু সরে বসতে বললেই তো পরিস'। নিধান চোখ বুজে কিছুক্ষন ভেবে নেয়, তারপর নির্বিকার বলে, 'না, সেটা ঠিক ভদ্রতা হবে না'।

    Name: Tirthankar Mail: Country:

    IP Address : 76.17.114.63 Date:12 Oct 2006 -- 05:18 AM

    আগন্তুক, আপনি কি ব্যান্ডেলের চক্কোত্তিমশাই?

    Name: agantuk Mail: Country:

    IP Address : 206.135.171.98 Date:12 Oct 2006 -- 05:53 AM

    আমাদের নিরুপমদা বলতো, বাঁকুড়ার নাম বাঁকুড়া, কারন কু-টা না দিলে বড্ড খারাপ শোনায়। আর কুইল্যাদার মাথার সব চুল ঝরে গিয়ে দ্রুত টাক পড়ে যাচ্ছে জানতে পেরে এই নিরুপমদাই ওকে অসামান্য মমতায় বুঝিয়েছিল, 'দ্যাখ, সবার-ই টাক অছে, কারো টাকে চুল অছে, আর কারো টাকে চুল নেই'।

    Name: Tirthankar Mail: Country:

    IP Address : 76.17.114.63 Date:12 Oct 2006 -- 06:15 AM

    মহলানবিশ স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে সৌম্যজিতের মাথা ফেটে রক্তপাত। তড়িঘড়ি তাকে হেল্‌থ্‌ সেন্টারে নিয়ে যাওয়া হল। রক্তাপ্লুত সৌম্যজিতকে দেখে ডক্টর দাশগুপ্ত আঁতকে উঠে বললেন, "কি সাংঘাতিক ব্যাপার! এখানে এনেছো কেন? ডাক্তার ডাকো শিগগির!'

    Name: Tirthankar Mail: Country:

    IP Address : 76.17.114.63 Date:12 Oct 2006 -- 06:23 AM

    বনহুগলীর আনন্দম থেকে সিনেমা দেখে রাতে হোস্টেলে ফিরছি তিনজন; ঢোকার মুখে দাড়িওয়ালা কিংশুক ডিটেকটিভ ডিটেকটিভ ভাব করে "ধরে ফেলেছি' গোছের একটা হাসি দিয়ে বলল, "কি, সব সিনেমা দেখে ফিরলে?' কল্পতরুর মুখ থেকে বুলেটের মত উত্তর ছিটকে বেরোলো, "না না, সব সিনেমা আর কি করে দেখব, কোনোরকমে একটাই দেখে এলাম।' কিংশুক পুরো ভ্যাবাচ্যাকা।

    Name: Lyadosh Chandra Mitra Mail: Country:

    IP Address : 24.5.216.83 Date:12 Oct 2006 -- 11:41 AM

    নিরুপম-এর এক বন্ধু ওর ওপর খচে আগুন। কারণটা পরে শোনা গেল।
    ঐ বন্ধু কিছুদিন-এর জন্য খড়গপুর-এ IIT তে গেছিল। যাবার সময় বার বার অনুরোধ করেছে অনুপম-কে, তোর জোকস গুলো খুব মিস করব, চিঠি দিস (ইমেলামেলি-র আগের যুগে) আর শয়ে শয়ে জোকস পাঠাস।
    এর কিছুদিন পরে ঐ বন্ধু অনুপম-এর চিঠি পায় - দু পাতা, তাতে শুধু 'জোকস', 'জোকস' লেখা ছিল ১০০ বার। শেষে লেখা ছিল, আপাতত ১০০ টা পাঠালাম।

    Name: Lyadosh Chandra Mitra Mail: Country:

    IP Address : 24.5.216.83 Date:12 Oct 2006 -- 11:48 AM

    অমর একবার spacebar এর ব্যবহার সম্পর্কে সতর্ক করে দিয়েছিল একটা উদাহারন দিয়ে। হোস্টেলের অনেকেই শুক্রবার করে বাড়ি যেত। এই বাক্যে 'বার' এর আগে একটা space পড়ে গেলে মুশকিল।

    Name: agantuk Mail: Country:

    IP Address : 206.135.171.98 Date:12 Oct 2006 -- 11:44 PM

    এটা ঠিক হস্টেলের গল্প নয়, তবে হস্টেল থেকে বাড়ি ফেরার পথের গল্প, তীর্থদার সিনেমা দেখার গল্পটা শুনে মনে পড়ে গেল। শুক্রবার বিকেলে বাড়ি ফিরছি, ট্রেনে মরন্ত ভিড়, শেষ কামরাটা প্রায় প্ল্যটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, এমন সময় অকজন দৌড়ে এসে প্রচুর হাঁপাতে হাঁপাতে জানতে চাইলেন, 'দাদা, এই ট্রেনটা কি সব স্টেশনে দাঁড়াবে?' জানলার ধারে বসা দাদা মুচকি হেসে উত্তর দিলেন, 'কেন, আপনি কি সব স্টেশনে নামবেন?', আর ট্রেনটাও ঠিক সেই মুহুর্তে প্ল্যটফর্ম ছেড়ে বেরিয়ে গেল ...

    Name: agantuk Mail: Country:

    IP Address : 206.135.171.98 Date:13 Oct 2006 -- 03:11 AM

    দেশ পত্রিকার প্রচ্ছদে তীব্র অন্তর্দ্বন্দে দীর্ন একটি যুবক মুখ, প্রশ্ন তোলা হয়েছে 'এত বেকারি কেন?' ব্রেকফাস্ট টেবিলে বসে নিধানের চটজলদি জবাব, 'লোকে রুটি খায় বলে'।

    এদিকে তখন সুপারহিট মুকাবলাতে খুব বাজছে, 'তু হাঁ কর ইয়া না কর, তু হ্যায় মেরি কিরন' এবং 'খা কসম খা কসম খা'। তো আমাদের জ্যোতির্ময় আর অনির্বান (যাদের দুজনকে নিয়ে বলা হতো জ্যোতির্ময়দা দিয়ে অনির্বানরুটি তৈরি হয়) এই দুটো গান মিলিয়ে মিশিয়ে চমৎকার গেয়ে উঠতো, 'তু হাঁ কর, ঔর খা কসম খা কসম খা'।

    Name: Tirthankar Mail: Country:

    IP Address : 130.207.93.156 Date:13 Oct 2006 -- 08:04 PM

    বনহুগলীর একটা রোল কর্নারের সাইনবোর্ডে বড় বড় করে লেখা ছিল "এগ্রোল'। সেটা দেখেই বোধহয় অনুপ্রাণিত হয়ে দক্ষিণ ভারতীয় ছাত্র গণেশরামের ঘরের দরজায় কেউ চক দিয়ে বড় বড় করে লিখে রেখেছিল "গণেশ্রাম'।

    Name: agantuk Mail: Country:

    IP Address : 206.135.171.98 Date:13 Oct 2006 -- 10:41 PM

    ... এবং সেটাকে গঁণে S আশ্রম পড়ে নিধান পরম ভক্তিভরে হাত জোড় করে নতজানু হয়েছিল।
  • Abhyu | 107.81.103.172 | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৩493874
  • name: dukhe mail: country:

    IP Address : 127.194.249.42 (*) Date:01 Sep 2012 -- 10:32 PM

    সৌম্যজিৎ দিল্লি আই এস আই হস্টেলে বালতিতে জামাকাপড় ভিজিয়ে এক মাসের জন্য কলকাতা এসেছিল, ফিরে গিয়ে কাচাকুচি করেছিল। তো?
  • Abhyu | 107.81.103.172 | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৫493875
  • name: dukhe mail: country:

    IP Address : 127.194.249.42 (*) Date:01 Sep 2012 -- 10:40 PM

    যশোও তো পুরোনো কার যেন সাঁইত্রিশ দিনের রেকর্ড ভেঙে তেতাল্লিশ দিন চান না করে ছিল । যুক্তি ছিল - পৃথিবীতে তুই কবার চান করবি সেটা ফিক্সড, ততবার চান করে ফেললেই তুই মরে যাবি । ঐ জন্য দেখবি মরার পর কেউ বড় একটা চানটান করে না ।
  • অবাস্তব | 71.95.189.220 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩৮493876
  • এ কি আমরা যে শুনেছিলুম যশো Riemann hypothesis প্রমাণের চেষ্টায় সেবার গরমে স্নানের সময় পায় নি।
  • | 127.194.97.156 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ০৮:৪১493877
  • এ ব্যাপারে মোট কট মতবাদ পাওয়া যায়। তার ঐতিহাসিক সত্যতা নিয়ে আলোকপাত করবে কে? ঃ)
  • Abhyu | 107.81.70.40 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৫:৪৮493878
  • তুলে দিলাম।
  • Abhyu | 107.81.70.40 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৫:৫৬493879
  • বি ওয়ানে পড়ি। উইকেণ্ডে বাড়ি ফিরছি, এক পাড়াতুতো দিদির সঙ্গে দেখা। কি রে কেমন আছিস? তুমি কেমন? অনেকদিন পর ইত্যাদির পর বললঃ
    -তুই এখন আই এস আইতে পড়িস? আমার বরের কিছু বন্ধু আছে ওখানে।
    -কি নাম বল তো?
    -আরে ওরা সব নরেন্দ্রপুরের বন্ধু। আমি তো ভালো নাম জানি না। সব ডাক নাম :(
    -ব্যাংদা নয় তো?
    -হ্যাঁ হ্যাঁ ব্যাং ব্যাং :)
  • aka | 85.76.118.96 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৬:২০493880
  • সিদ্ধার্থ তাইলে বেশ খানিকটা ছোট, এক কলেজের ছোট ছেলেদের আমি তুই করেই ডাকি। ঃ)

    সিদ্ধার্থ তখন রিসার্চ স্কলার কে ছিল? গাম্বো মানে শুভায়ু কি তখন ইকনমিক্স করছে? স্ট্যাট ম্যাথে কেউ?
  • aka | 85.76.118.96 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৬:২৩493882
  • সিদ্ধার্থ আমিও দুই বছর দিল্লিতে কাটিয়েছি। আমি থাকতাম ৩১০ এ। ঐ ঘরে আমি আসার বছর দুয়েক আগে একজন সুইসাইড করেছিল। তার স্কাই লাইটে চের ছবি ছিল। সে এবং আমি ৩১০ এ বন্ধুত্বপূর্ণ সহাবস্থান মেনে নিয়েছিলাম।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৬:৩৪493883
  • আমায় স্বচ্ছন্দে তুই বলে ডাকতেই পারেন ঃ) তুমি বা আপনিতেই অস্বস্তি হয় বেশি ঃ)

    আমাদের সময়ে আর এ ছিল কৃশানু দা, কৃশানু ভট্চাজ। ও আর-এ মধুর মালিক, আর ইকোতে এক তিওয়ারী, নামটা ভুলে গেছি। তবে সন্দীপনদা রা সদ্য প্রাক্তন, খুব-ই আসত হস্টেলে। মানে সন্দীপন রায়।

    যে ছেলেটার কথা বলা হচ্ছে সে মারা যাবার পর সেটা নিউজ হয়েছিল কাগজে টিভি তে, কারণ আইএসাই হস্টেলে ভূতের উপদ্রবে হস্টেল ছুটি হয়ে গেছিল এক হপ্তা। ভাল খারাপ বলছি না, তবে এই জিনিস আইএসাই-এর ইতিহাসে প্রথম। .
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৬:৪০493884
  • বাদ বাকি যারা রিসার্চ স্কলার ছিল তাদের না চেনার সম্ভাবনাই বেশি। আমাদের আগে পরে জয়েন করেছিল। পুরনোদের বেশি ছিল না কেউ। ...
  • aka | 85.76.118.96 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৬:৫৭493885
  • সন্দীপনদা ছাড়া কাউকেই চিনি না। এই ঘটনাটা মনে আছে। আনফরচুনেট।
  • Abhyu | 107.81.86.67 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৮:৪৫493886
  • বাই এনি চান্স, দেবাশিস গোস্বামী (মেগুদা) বা পার্থ সারথি চক্রবর্তী (পার্থ সি)-কে চিনতে?
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৮:৪৮493887
  • পার্থ দা আমাদের একটা সেম পড়িয়েছিল। টোপোলজি .
  • Abhyu | 107.81.86.67 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৪493888
  • কেমন পড়িয়েছিল?
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৬493889
  • অরূপদার নোট্স থেকে পড়িয়েছিল। ভাল-ই। লোক তো খুব ভাল। সাদামাঠা নিরীহ। অবসরে বাঁশি বাজানো শেখাত
  • Abhyu | 107.81.86.67 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:০৪493890
  • হুম। এখন সে ধাঁধার টইতে লিখে থাকে, ছদ্মনামে :)
  • Abhyu | 107.81.86.67 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:০৬493891
  • সিদ্ধার্থ, তোরা সারস্বত পারমিতাকে চিনতিস?
  • | 120.227.145.25 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১১:২৭493893
  • ব্রেশ ব্রেশ। সিদ্ধার্থ কোন সময়ের?
    ( আবার বল নো বৌদ্ধা যুগের!! )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন