এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩২৮৫ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abastab | 61.95.189.252 | ২৯ অক্টোবর ২০১১ ০৮:৩১493661
  • সেই আগ্রা বেড়ানোর গল্পে যা শুনেছি কেউ নাকি জল খায় নি কারণ আগ্রার জল খুব খারাপ খালি তাজ মহল দেখতে গিয়ে প্রাণ ভরে যত রকম শেক খেয়েছিল তার অবশ্যম্ভাবী ফলের কারণে শেষ দিনের অভাবে খুব অসুবিধে হয় নি।
  • lcm | 69.236.173.108 | ২৯ অক্টোবর ২০১১ ১২:০৭493662
  • J. Roy -এর কথায় মনে পড়ল। নিউম্যারিক্যাল ইকুইয়েশন পড়াচ্ছেন। জয়রাম হঠাৎ সিট থেকে উঠে স্যারের দিকে এগিয়ে গেল, একটু ঝুঁকে হাঁটত, খানিকটা হ্যান্ডশেক করতে যাচ্ছে এমন ভঙ্গিমা। যোগব্রত বাবু পড়ানো থামিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। জয়রাম স্যরের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে - হোয়াই আর ইউ টিচিং অল দিস?
    যোগব্রতবাবু সামান্য আশ্চর্য, সেটা প্রশ্নটি নিয়ে, না, প্রশ্নকর্তা সিট ছেড়ে কাছে গিয়ে কেন প্রশ্ন করলেন তা নিয়ে - সেটা বোঝা যাচ্ছে না।
    স্যরের পাল্টা প্রশ্ন - হোয়াট ডু ইউ মিন?
    জয়রাম - আই মিন, অল দিস ইন্টারপোলেশন মেথড্‌স, নিউটনস্‌ ফরোয়ার্ড/ব্যাকোয়ার্ড, ল্যাগ্রাঞ্জিয়ান পলিনোমিয়াল - হোয়াট ডু ইউ ডু উইথ অল দিস ইন ইন্ডিয়া।
    যোগব্রতবাবু, একটু ভেবে, একটা উদাহারণ দিলেন - কোনো ব্রীজ তৈরীর সময় কি সব এস্টিমেট করতে লাগে টাগে।
    জয়রাম সিটে ফেরৎ এল - বিড় বিড় করতে করতে, মে বি আই শ্যুড গেট ইন টাচ্‌ উইথ সাম সিভিল গাই।
    ----
    তাপসদা-র (সামন্ত) ক্লাসে জয়রাম টিচারের টেবিলে উঠে উবু হয়ে বসে প্রোব্যাবিলিটি নিয়ে তুমুল তক্কো করার চেষ্টা করত। তাপসদা ভারী ঠান্ডা প্রকৃতির মানুষ, শুধু খেয়াল রাখতেন যে জয়রাম চকের বাক্স টা নিয়ে না নেয়। কারণ একবার জয়রাম চকের বাক্স নিয়ে একের পর এক নানা রং-এর চক বের করে সারা বোর্ড জুড়ে অদ্ভুত জিনিসপত্র লিখে কি সব বোঝানোর চেষ্টা করেছিল।
    -----
    জয়রাম একবার ভাস্কর বাগচী-কে জিগ্গেস করেছিল - উইল ইউ প্লিজ চেঞ্জ ইয়োর স্টাইল অফ্‌ টিচিং। ভাস্কর বাগচী সঙ্গে সঙ্গে কোনো উত্তর না দিয়ে ক্লাসে শেষে চকটা ছুড়ে ফেলে দিয়ে বলেছিলেন - ইউ ক্যান গো টু দ্য ডিন্‌স অফিস এন্ড আস্ক ফর অ্যানাদার টীচার।
    -----
    ( আইআইটি বম্বে থেকে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করার পরে জয়রামের মনে হয়েছিল অংক না শিখলে জীবন বৃথা, তাই আইএসআই-তে এমস্ট্যাটে ভর্তি হয়)
  • nabagata | 212.23.103.93 | ২৯ অক্টোবর ২০১১ ১৩:১৭493663
  • অবাস্তবের ৮ ৩১ র মন্তব্য একদম ঠিক! আর, অভ্যুর রীতাদির গল্প আমারো সে সব কঠিন সময় মনে পড়িয়ে দিলো, split plot strip plot নামক সেই সব বিভীষিকা! রীতাদি এখন colleague, যদিও উনি আর স্ট্যাট ম্যাথ এ নন নতুন হওয়া BIRU তে তাই রোজ দেখা হয় না, না হলে এখোনো দেখা হলে ভয় ভয় করে! ঐ একটি মাত্র paper এ আমার back পেয়ে যাবো কিনা আশন্‌কা হয়েছিল। শেষ পর্যন্ত খারাপ পাই নি যদিও। কিন্তু secondclass test এর আগের রাতে আমাদের সে কি অবস্থা , অর্ধেক ছেলে আর hall অব্দি গিয়ে উঠতে পারলো না।
  • Abhyu | 97.81.68.121 | ২৯ অক্টোবর ২০১১ ২৩:০২493664
  • এটাও এখানে থাকা উচিত

    Name:AbhyuMail:Country:

    IPAddress:97.80.158.133Date:15Oct2011 -- 10:54PM

    সারা সেমিস্টার পড়াশুনো না করে ম্যাথ-স্ট্যাট পরীক্ষার আগের দিন স্যারের কাছে গিয়ে বলে -
    - স্যার Bayes কি?
    - Bayes কি নয়, বলো Bayes কে?

    বলে অনেকক্ষণ ধরে বোর করলেন। তারপর
    - স্যার minimax কে?
  • Abhyu | 97.81.68.121 | ২৯ অক্টোবর ২০১১ ২৩:০৮493665
  • আমাদের স্ট্যাট কম্প্রি পড়িয়েছিলেন প্রবালদা আর দেবাশিসদা। ফাইনাল ইন্টার্ভিউ। যে কোনো ফ্যাকাল্টি এসে যেমন খুশি প্রশ্ন করবেন। আমাকে নিয়ে পড়লেন অরূপ বোস। আমি কিছু কিছু উত্তর দিলাম। শেষে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশনে এসে আটকে গেলাম। উনি বললেন - সে কি তুমি স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন জানো না? দ্যাখো আমরা সবাই জানি !
  • Abhyu | 97.81.68.121 | ৩০ অক্টোবর ২০১১ ০২:২৯493666
  • ল্যাদোশদা, তুমি নাকি অনেক গল্প লিখবে? মোটে এইটুকু?
  • Bratin | 115.117.248.85 | ৩০ অক্টোবর ২০১১ ১২:৫৮493667
  • আমাদের স্ট্যোকাস্টিক প্রসেস( কন্টিন্যুয়াস) পড়াতেন ড: সুজিত বসু। পরে যিনি বিশ্বভারতীর উপাচার্য্য হয়েছিলেন। অসাধারণ ভালো পড়াতেন। আর ঠিক তেমনি কঞ্জুস ছিলেন নম্বার দেবার ব্যাপারে। ধরুন ৫ নম্বের রাফলি এক পাতা মতো প্রুফ লিখতে হবে তার ৩টে অ্যাসামসন। ২ টো না লিখলে ২ নম্বর কেটে নেবেন পুরো প্রুফ ঠিক হলেও। তো পরীক্ষা হয়েছে ৫০ এ। আমাদের প্রসাদ অনন্যার থেকে একটা ৮ নম্বরের উত্তর চোতা করেছে হুবহু। স্যার অনন্যা কে ৮ দিয়েছেন আর প্রসাদ কে শুন্য। প্রসাদ অনেক করে কনভিন্স করানোর চেষ্টা করল। সুবিধে হল না। তারপরে অনন্যার খাতা নিয়ে গিয়ে বোঝাবার একট শেষ চেষ্টা করল। স্যার খানিকক্ষন দেখে অনন্যার নম্বর কেটে শুন্য করে দিলেন।
  • Abhyu | 97.81.68.121 | ৩১ অক্টোবর ২০১১ ০৬:৩৫493668
  • আমাদের গ্রাফ থিওরী আর কম্বিনেটরিক্স পড়াতেন এস বি রাও (ডিরেক্টর তখন)। খুব ভালো পড়াতেন। আর পঞ্চাশটা বাঁশ অঙ্ক দিয়েছিলেন সারা সেমিস্টার ধরে করার জন্য, বছরের শেষে জমা দিলেই হল। বছরের পর বছর ধরে একই প্রবলেম সেট, কিন্তু মুশকিল হল ক্লাসটা হত এম টুতে ফলে কদুদার পন্থা অবলম্বন করার কোনো উপায়ই ছিলো না।

    অবশ্য শুনেছি নাকি রাহুলদা আমাদের পরের ব্যাচকে পড়ানোর সময় আমার নোট দেখতে বলেছিলেন (আমি তখন নোটসুদ্ধ মিশিগানে)।
  • Abhyu | 128.192.7.51 | ০৩ নভেম্বর ২০১১ ০১:২৪493671
  • একা মৃদুলের গল্প দিয়েই টই ভরিয়ে দেওয়া যায় কিন্তু ওর শালা নাকি আবার এই টইটা পড়ে :(
  • Abhyu | 128.192.7.51 | ০৩ নভেম্বর ২০১১ ০১:২৬493672
  • এ গল্পের সত্যি মিথ্যে নিয়ে কোনো কথা হবে না

    দীপাঞ্জনের ভাষায় - দ্বিতীয় দিন ক্লাসে এসেছি - (ডে স্কলার তাই একটু আগে এসে গিয়েছিল) - দেখি একটা ছেলে হাঁফাতে হাঁফাতে এসে ঢুকল, ব্যাগটা রাখল, জামাটা খুলল, গেঞ্জি খুলল, ক্লাসের পিছন দিকে গিয়ে গামছা নিঙ্‌ড়ানোর মতো করে গেঞ্জি নিংড়ে একটা চেয়ারের উপর শুকোতে দিল - তারপর জামাটা আবার পরে আমার দিকে তাকিয়ে বলল, উফ কি গরম। What's your name ভাই?
  • dukhe | 122.160.114.85 | ০৩ নভেম্বর ২০১১ ১০:১১493673
  • এস বি রাওয়ের পিজিয়নহোলের অঙ্কগুলো নিয়ে আমরা নিতাইয়ের ঘরে বসতাম । যে কোন একটা অঙ্ক নিয়ে বেশ কিছুক্ষণ উত্তেজিতভাবে লড়ার পর আমরা শান্ত হয়ে ভাবতে থাকতাম । একসময় নিতাই উঠে গিয়ে আলোটা নিভিয়ে দিত । তারও বেশ কিছুক্ষণ পর ভক্কু হালকা করে জগজিতের গজল চালিয়ে দিত । পরদিন আমরা আবার একটা অঙ্ক নিয়ে বসতাম ।

    তবে নিতাইয়ের খ্যাতি ছিল কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের বরফি খাওয়ানোর ব্যাপারে । সিকি শুনলে খুশি হবে সেগুলোর তখন চার আনা দাম । রাত এগারোটা নাগাদ নিতাইয়ের ঘরে গিয়ে যথেষ্ট ঘ্যানঘ্যান করলে নিতাই একসময় বাধ্য হয়ে গেট টপকে আমাদের খাওয়াতে নিয়ে যেত ।

    অনেক অনেক পরীক্ষা নিতাইয়ের টিউশনিতে আমরা উতরে গেছি । ছেলেটা পড়াতে ভালবাসত, খাসা পড়াতও । দোষের মধ্যে একটু আবেগপ্রবণ । প্রোব্যাবিলিটি থার্ড সেমে অলোক গোস্বামীর পড়ানো কোন একটা প্রুফের ব্যাপারে এটা বিশেষ চোখে পড়ত । ওটা পড়ানোর সময় নিতাইয়ের গলা ধরে আসত, চোখ ছলছল । বারবার ফতুয়ায় চোখ মুছতে মুছতে ঘরের দরজার পেছনে প্রুফখানা লিখত ।

    একবার আমাদের কী একটা বুঝে নেওয়ার জন্য নিতাইয়ের ঘরে যাওয়ার কথা । রাত আটটায় সময় দিয়েছে । কিন্তু আমাদের খেয়াল নেই । ইত্যবসরে মেয়েদের হস্টেল থেকে জনা দুই সহপাঠিনী নিতাইয়ের কাছে খাতা নিয়ে এসে হাজির হয়েছে । কর্তব্যপরায়ণ মাস্টারমশাই মন দিয়ে তাদের পড়াচ্ছে । যশো এসে আমাদের বলল - তোরা গেলি না, দেখবি যা নিতাই কেমন ঘোলের স্বাদ দুধে মেটাচ্ছে ।
  • Netai | 121.241.98.225 | ০৩ নভেম্বর ২০১১ ১০:২২493674
  • :)

    মৃদুলদাকে লিংক পাঠিয়েছিলাম। পড়ে কিনা জানিনা।
  • Abhyu | 97.81.67.247 | ০৩ নভেম্বর ২০১১ ১০:৩৩493675
  • অমিতেশ দাসগুপ্ত আই এই আইতে জয়েন করে প্রথম আমাদের পড়াতে এল। সেমিস্টার শেষে পুরো ক্লাসকে ডানলপে নিয়ে গিয়ে সবচেয়ে দামী আইসক্রীম খাওয়ালো। সেই থেকে অমিতেশদাকে আমরা খুব পছন্দ করি।

    আর এই নবাগত বাবু পড়াতে এসে আমাকে বোর্ডে ডেকে কি করেছিলেন সে তো আর লেখা যাবে না।
  • dukhe | 122.160.114.85 | ০৩ নভেম্বর ২০১১ ১০:৪০493676
  • সত্যের খাতিরে জানিয়ে রাখি - অমিতেশদা একটা গান গাইত - লাজে মরে যাই ।
    কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই গানের বিশদে যাওয়া ঠিক হবে না ।
  • Abhyu | 97.81.67.247 | ০৩ নভেম্বর ২০১১ ১০:৪১493677
  • পি কে এমের এক পরীক্ষায় কি সব ক্রুড বার্থ রেটের অঙ্ক থাকত। ঐ আশিস জৈনের ব্যাচের পলু পাল নাকি একটা অংক মেলানোর জন্যে ইনটিগ্রেশন অফ লগ অফ এ পলিনোমিয়াল = লগ অফ ইনটিগ্রেশন অফ দ্য পলিনোমিয়াল করে এসেছিল। পাশে পরিষ্কার করে কারণ লিখেছিল অ্যাস লগ ইস লিনিয়ার।
  • Abhyu | 97.81.67.247 | ০৩ নভেম্বর ২০১১ ১০:৪৬493678
  • আমাদের ব্যাচের একটা ছেলে, বেশ কালো, একটা ভারী ফর্সা মেয়ের সাথে প্রেম করত। মৃদুল একদিন বলল- ওদের ছেলে তো দাবার বোর্ড হবে রে।
  • Abhyu | 97.81.67.247 | ০৪ নভেম্বর ২০১১ ০৭:১৩493679
  • আমরা যখন বি ওয়ানে পড়ি, তখন একজন পড়াতে এলেন। উনি বি থ্রিতে ক্লাস নিতেন, আর আমরা বাইরে থেকে দেখে ভাবতাম, নরেন্দ্রপুর থেকে হাবুদা এসে ক্লাস নিচ্ছেন। কি করে বয়সটা কমে গেল সেটা এক রহস্য ছিল। পরে জানলাম উনিই বুলুদা :)

    এক সেমিস্টার ছিলেন তারপর আই আই এমে চলে যান।
  • Abhyu | 97.81.88.18 | ০৫ নভেম্বর ২০১১ ২৩:৫৫493680
  • Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:18Nov2010 -- 05:34PM

    পরিণত বয়সে একটু টপোলজি পড়ে দেখুন তো। যার ভিজুয়াল খুব সহজে বোঝা যায় না, রিলেট করা যায় না তা বুঝতে ফেটে যায়। ধেড়ে বয়সে টপোলজি বুঝতে আমার তো গিয়েছিল।
    ---

    এই অব্দি পড়ে আমার মনে হল হায় রে আমাকে কেন কেউ ছোটোবেলায় টোপোলজি পড়ায় নি - তাহলে আর শশীমোহন শ্রীবাস্তববাবু ক্লাস করতে হত না । উরি বাবা রে !!!
  • Abhyu | 97.81.88.18 | ০৬ নভেম্বর ২০১১ ০০:০১493682
  • আরেকবার এই SMS আমাদের সারা সেমিস্টার জুড়ে কঠিন কঠিন জিনিস পড়ালেন আর ক্লাস টেস্টে ইস্মল ইস্মল প্রবলেম দিলেন। (ইস্মল মানে জাস্ট ধানি লঙ্কা)। ওদিকে ফাইনালে দিলেন পাঁচটি থিওরেম প্রুফ করতে, প্রত্যেকটি ২০ নম্বর, আর অন্তত: ছপাতা জোড়া প্রুফ।

    মৃদুল দেখলাম বেশ তাড়াতাড়িই বেরিয়ে গেল। বললাম কিরে কেমন হল। ও বলল -ধুস। কতো চেষ্টা করলাম। প্রথমে ভাবলাম আমি Cauchy, তারপর ভাবলাম আমি Riemann - কিছুতেই কিছু হল না, শেষে বেরিয়ে এলাম।

    টীকা: মৃদুল বলতে চেয়েচিল Cauchy সময় কী কী রেজাল্ট জানা ছিল, সেইগুলো দিয়ে থিওরেমটা প্রুফ করার চেষ্টা ইত্যাদি।
  • Abhyu | 97.81.88.18 | ০৬ নভেম্বর ২০১১ ০৬:২৯493683
  • একদিন রাতে সিতো ঘরে এসে দেখল (দরজা তালা দেওয়া থাকতো না), কে একজন তার কাবার্ডের সামনে একজোড়া চটি রেখে গেছে। এমন তো হতেই পারে ভেবে সিতো পড়া করতে বসল। খানিক পরে কাবার্ডের মধ্যে থেকে গায়ে চাদর জড়ানো রামা হালুম বলে লাফিয়ে বেরিয়ে এলো। তাতে সিতো যে চ্যাঁচানি চেঁচিয়েছিল সেটা আর এস হোস্টেলের লোকেরাও বোধ হয় শুনতে পেয়েছিল।

    এ ভাবে মুর্গী হয়ে সিতোর বড় দু:খ হল। শোধ নিতে হবে। রামাকেও ভয় দেখাতে হবে। কিন্তু কাবার্ডে ঢুকলে ব্যাপারটা খুবই হাস্যকর হয় তাই সে একদিন সন্ধ্যেবেলা রামার ঘরে খাটের তলায় ঢুকে বসে রইল। সেই খাটের তলা গত চার বছর পরিষ্কার হয় নি। পাক্কা একঘন্টা ধরে মশার কামড় খেয়ে ফ্রাস্টেটেড সিতো বেরিয়ে এলো। বারান্দায় বেরোতেই রামার সঙ্গে দেখা - একি রে তোর এমন ঝুল কালি মাখা অবস্থা হল কি করে??

  • Abhyu | 97.81.88.18 | ০৬ নভেম্বর ২০১১ ০৬:৩২493684
  • রামারই মত একজন অবাঙ্গালী ছিল দিল্লীতে - নাম মনে পড়ছে না - একদিন সেমিনারে অবাস্তব/নবাগতদা ঢুকতেই তার পাশের চেয়ারটা দেখিয়ে বলল - বসুন। তারপরেই ঢুকলেন দোর্দণ্ডপ্রতাপ KBS - অন্য পাশের চেয়ারটা দেখিয়ে - বোস।
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ০৬:৪০493685
  • দুর দিল্লি আইএসাই তে সবাই খুব ভালো বাংলা জানত। হোস্টেলে একটাই লিটল ম্যাগ আসত, তীর্থ দা (গুরুর নয়) সাবস্ক্রাইব করেছিল কোন এক সময়ে। সেটার একমাত্র পাঠক ছিল সুরেশ মুথুস্বামী। তবে সুরেশ আবার বাংলা বলত না। ভিনয়, পতি, লক্‌স্‌মীর বাংলা শুনলে মনেই হত না এর অবাঙালী আর আইএসাইতে এসে বাংলা শিখেছে।
  • Abhyu | 97.81.88.18 | ০৬ নভেম্বর ২০১১ ০৬:৪২493686
  • ভিনয় - ঐ বোস/বসুন কাণ্ডটা সম্ভবত ভিনয়ের। নামটা মনে পড়ছিল না।
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ০৬:৫২493687
  • এই কীর্তি মনে হয় নাগার। শুধু নাগাকে নিয়েই একটা আস্ত টই খোলা যায়।
  • Abhyu | 97.81.88.18 | ০৬ নভেম্বর ২০১১ ০৭:০৫493688
  • হুম এখন মনে হচ্ছে নাগাই। তুমিও তো একটু লিখলে পারো?

    আমি দিল্লীতে ছিলাম কুল্যে একটি মাস। তার মধ্যে দুপুর রোদে পায়ে হেঁটে অনেকটা ঘুরেছিলাম। আমি আর বালসি। এই বালসি ছিল আমার নরেন্দ্রপুরের বন্ধু। বাঁকুড়ার বালসি গ্রামের ছেলে। আসল নাম পার্থসারথি পাল। নরেন্দ্রপুরে যখন ভর্তি হল, তখন প্রায় কিচ্ছু জানত না। ইকোস্ট্যাট ম্যাথ কম্বিনেশন ছিল। অ্যাডমিশন টেস্ট দেবার সময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে এসেছিল, কারণ ও স্ট্যাটিস্টিকসকে স্ট্যাটিক্স ভেবেছিল :)
    দু বছর প্রাণপণ খেটে তৈরী করল নিজেকে (ভাটে কথা হচ্ছিল না গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে কি হয়? তবে সে আজ পনের কুড়ি বছর আগের কথা, সেও ঠিক) কিন্তু আই এস আই পেল না, নরেন্দ্রপুর থেকেই বি এস সিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এম স্ট্যাট করতে এলো। আমি যখন দিল্লীতে যাই তখন ওর এক বছর থাকা হয়ে গেছে দিল্লীতে।

    তো সেই দিল্লীতে স্টাইপেণ্ডের টাকা এলো। কে একজন গিয়ে সবার টাকাটা সই করে নিয়ে এলো। দেখা গেল সাড়ে চারশোর জায়গায় মোটে আড়াইশো দিয়েছে। যে বাসে করে CSO নিয়ে যায় তার জন্যে টাকা কেটেছে। এমন তো কথা ছিলো না? সবাই বলল অভ্যু তুই প্রতিবাদ না করলে কে করবে? ঈশা দিওয়ানকে গিয়ে বলতে হবে। সত্যিই তো এ সব কাজ আমি না করলে কে করবে? পরের দিন ক্লাসের শেষে সবাই মিলে আমাকে পথ দেখিয়ে ঈশা দিদিমনির বাড়ি নিয়ে গেল। ঠিক হল আমি আর রঙ্গা শেষ পর্যন্ত যাবো। কথা টথা সব আমিই বলব। ওনার বাড়িতে ঢুকতে যাচ্ছি শুনি পিছন থেকে প্রবল হাত্তালি - আমাকে মুর্গী করা হয়েছিল :)

    আসল কথা, আমি টাকা আনতে গিয়েছিলাম সবার শেষে আর নোটগুলো খুব খারাপ ছিল। তখন সবার খেয়াল হল যে আমি যদি এই টাকাগুলো নিই তাহলে প্রবলেম হবে, আর আমার হিন্দীর যা বহর তাতে আমি টাকা ভাঙ্গাতেও পারব না। তাই আমার বন্ধুরা টাকা বদলে আনতে গিয়েছিল। তাতে একদিন দেরী হল, সেই সুযোগে আমাকে একটু মুর্গী করা! রঙ্গা আবার তারপর ভারী টেনশন করেছিল, যদি আমি কিছু মনে করি!
  • Abhyu | 97.81.88.18 | ০৬ নভেম্বর ২০১১ ০৭:১০493689
  • আরেকজন ছিল - সে দিল্লীর মেসে কুককে ২টো আঙুল দেখিয়ে আস্তে করে বলত 'এক আণ্ডাকা ওমলেট' - আর খাতায় একটা ডিম মার্ক করত। দিল্লীর মেসে বোধহয় ফাইন টাইনও হত না :)
  • Abhyu | 97.81.88.18 | ০৬ নভেম্বর ২০১১ ০৭:১৪493690
  • আমাদের CSOতে এক ভদ্রলোক ছিলেন যাঁর বয়স আমরা হিসেব করে দেখেছিলাম অন্তত একশো চল্লিশ তো হবেই। ভদ্রলোক যে টীচারকেই ই®¾ট্রাডিউস করুন না কেন, বলতেন এঁর সঙ্গে আমি অমুক ডিপার্টমেন্টে সাত/দশ বছর কাজ করেছি।
  • Bratin | 117.194.101.32 | ০৬ নভেম্বর ২০১১ ১০:৫৯493691
  • ৯৬-৯৮ র এম টেক (সিএস) মনীশ। ও ই রকম ল্যাদাখোর ছেলে বড় একট দেখা যায় না। সাইপেন্ডের চেক অবধি আনতে যেত না। ফলে মেস বিল মেটাতে পারতো না। নাম কাটা গেল ।শেষে লোকের থেকে ধার করে চালাতো আর বাইরে খেত। তাও ল্যাদ কাটিয়ে চেক আনতে যেতে পারে নি। ল্যাদ ছাড়া আর জীবনে দুটি ব্যাপারে উৎসাহ ছিল তার : টি টি খেলা আর বিড়ি খাওয়া!!
  • abastab | 61.95.189.252 | ০৭ নভেম্বর ২০১১ ০৮:২৪493693
  • জনৈক ছাত্র আই এস আই গেছে ইন্টারভিউ দিতে। গেটে বলেছে যেতে হবে লাইব্রেরি বিল্ডিং ডীনস অফিসে। খালিক এগিয়ে ছেলে দেখে এক বেঁটেখাটো পিওন বগলে ফাইল পত্তর নিয়ে হাঁটছে তাকে জিজ্ঞাসা করলো লাইব্রেরী বিল্ডিং কোথায়? তো তিনি দেখালেন। তারপরে ছেলে ডীনস অফিসে এসে কোথায় ইন্টারভিউ তার খবর নিয়ে বসে আছে, দেখে আবার সেই পিওন। ইন্টারভিউ রুম থেকে বের হয়ে ছেলেদের ডেকে নিয়ে যাচ্ছে পরীক্ষার ঘরে। খানিক পরে এই ছেলেও ঢুকেছে দেখে পিওন-ও বসে আছে ঘরের এক কোণে, ছেলে ভাবলো বেচারী আর যাবে কোথায় ঐ ঘরে বসে থাকতেই পারে। খানিক পরে দেখে পিওনে প্রশ্ন ধরছে। এই বারে তো ছেলে ভারী অবাক, উরিব্বস আই এস আই য়ে পিওনেও কত জানে। তারপরে সেমেস্টার শুরু হয়েছে প্রোবাবিলিটি পড়াবেন বি ভি রাও। একি এ যে দেখি সেই পিওন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন