এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩৬০৯ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 97.81.108.226 | ২৫ অক্টোবর ২০১১ ০২:৪৮493594
  • একটু কেমন হিসেবে গরমিল হচ্ছে না? কদুদা বিস্ট্যাট পাস করেছে ১৯৯৩ নাগাদ, আর ২০০৩ সালে ড্যাড যদি...
  • T | 14.139.128.11 | ২৫ অক্টোবর ২০১১ ০৩:২৭493595
  • ড্যাড বি ই কলেজ থেকে, ইলেক্ট্রিক্যাল ছিল, ২০০৩ পাস আউট। তারপর আই এস আই থেকে এম টেক ২০০৬। ভালো নাম সৌভিক। এখন সি টি এস এ।
  • maximin | 59.93.210.179 | ২৫ অক্টোবর ২০১১ ০৩:২৮493596
  • গল্পটা আমার মনে আছে। স্নিগ্‌ধাংশুভূষণ কপি না করে যেটা জমা দিয়েছিল, আদিতে সেটা লিখেছিলেন ড্যাড স্বয়ং।
  • T | 14.139.128.11 | ২৫ অক্টোবর ২০১১ ০৩:৩১493598
  • @maximin,ইয়ে, ইনি বোধহয় আমি যার কথা বলছি তিনি নন। এই ড্যাড বোধহয় আরো আদি।
  • maximin | 59.93.210.179 | ২৫ অক্টোবর ২০১১ ০৩:৩১493597
  • @T না, এই ড্যাডের ভালো নাম কৌশিক ভট্টাচার্য।
  • abastab | 61.95.189.252 | ২৫ অক্টোবর ২০১১ ০৮:৫৪493599
  • এই রে maximin কি করে ড্যাড-এর আসল নাম জানল। কেমন যেন মনে হচ্ছে maximinএর সাথে ERU-র একটা সম্পর্ক আছে।
  • siki | 123.242.248.130 | ২৫ অক্টোবর ২০১১ ০৯:৩৮493600
  • আইএসাইয়ের অনুষ্টুপ শেঠকে কেউ চেনে? বিস্ট্যাট এমস্ট্যাট দুহাজার পাসআউট?
  • dukhe | 117.194.225.171 | ২৫ অক্টোবর ২০১১ ০৯:৪৬493601
  • হালকা চিনি । পদ্য লেখার বাই ছিল শুনেছিলাম ।
  • siki | 123.242.248.130 | ২৫ অক্টোবর ২০১১ ০৯:৫৪493602
  • হুম্‌ম্‌। এখনও লেখে কিনা জানি না। তিনি সদ্য মা হইয়াছেন। এখন কলকাতায় অধিষ্ঠান করিতেছেন। এমনিতে মুংবাইতে থাকেন।

    আমরা একসাথে ইনফি জয়েন করেছিলাম। ২০০০-এর আগস্ট। একই দিনে। আমি টুপ আরও কয়েকজন মিলে একটা ই-জিন চালু করেছিলাম ইনফোসিসের ইনট্রানেটে। দুটো ইস্যু পজ্জন্ত সাকসেসফুলি বেরিয়েছিল। আমরাই লিখতাম, আমরাই আপলোডাতাম।
  • dukhe | 117.194.225.171 | ২৫ অক্টোবর ২০১১ ১০:০৭493604
  • পদ্য প্রসঙ্গে ।
    আই এস আইতে ছেলেদের বেশ কিছু কমিটি ছিল - জেনেরাল অ্যাফেয়ার্স অর্থাৎ জি এ, লিটারারি অ্যাসোসিয়েশন অরফে এল এ, স্পোর্টস ইত্যাদি । তো এল এ কমিটির চাঁই একবার সিদ্ধান্ত করলেন কবিতা কম্পিটিশন হবে । অভিরূপ সরকার আর কে কে যেন বিচারক সাব্যস্ত হলেন । কিন্তু হস্টেলে কবিতা লেখেন তিনি একাই, এদিকে একজনের নামেই সব এϾট্র পড়লে আর কম্পিটিশন হয় কোথথেকে ? কাজেই তিনি বিবিধ ব্যক্তির নামে নিজেরই বিভিন্ন কবিতা জমা দিলেন । জ্যোতির্ময়ের মাথায় কবিতার ক-ও নেই, এক সকালবেলা ঘুম থেকে উঠে শোনে সে কবিতা প্রতিযোগিতায় প্রথম হয়ে গেছে । এমনিতে সে হয়তো খুব একটা কিছু মনে করত না, কিন্তু মাঝখান থেকে তাকে সমঝদার ঠাওরে হস্টেলের এক উঠতি কবি কবিতার খাতা হাতে বেচারার জীবন জেরবার করে দিয়েছিল । এই দুর্গতির জন্য জ্যোতির্ময় সেই চাঁইকে ক্ষমা করতে পারেনি ।
  • dukhe | 117.194.240.180 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৫৯493605
  • পদ্যের কথায় বগার ব্‌র্‌যাকেট কবিতা বাদ দিলে অধর্ম হবে । উদাহরণ -
    নরেন্দ্রপুরে ছিল এক গবা
    তাকে দেখে সবাই হত অবা(ক)।
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:০৩493606
  • দুখে, তুমি সন্দীপন দা কে চেনো?
  • kc | 178.61.96.29 | ২৫ অক্টোবর ২০১১ ২০:০৯493607
  • স্বামী বিবেকানন্দের পরে সবথেকে বিখ্যাত মহারাজ হলেন এই গবা মহারাজ।
  • arnab | 14.99.113.127 | ২৫ অক্টোবর ২০১১ ২১:২০493608
  • আমি না-স্ট্যাট, তবে নরেন্দ্রপুর স্ট্যাট আমার বন্ধু আছে। তার কাছে এক গবা মহারাজের গল্প শুনেছি।
    দেবাঞ্জন অনেকদিন'ই সরোদ বাজায়, কলেজে থাকতে তো বাজিয়েছেই। তা সে পাস করে বেরোনোর পর এম স্ট্যাট করতে করতে, হয়তো রি-ইউনিয়নে, নরেন্দ্রপুর গেছে। গবা মহারাজের সাথে দেখা, উনি যথারীতি খোঁজ-খবর নিলেন- "তারপর... গিটারটা ঠিকমতো বাজাচ্ছিস তো? ওটা ছাড়িস না'।
  • Abhyu | 128.192.7.51 | ২৫ অক্টোবর ২০১১ ২২:১০493609
  • সি এস ওতে - আমরা বিকেলবেলা দিল্লী আই এস আই পৌঁছলাম, অবাস্তবদা একগাল হেসে অভ্যর্থনা করলেন এবং তারপরই জানা গেল, মেসে খেতে গেলে কাজ করতে হবে। তো ঠিক হ্যায়, ম্যানেজার ঠিক হল, কিন্তু প্রবলেম দেখা দিল মৃদুল নন্দী এবং আরো কয়েক জনকে নিয়ে - এনারা ঠিক করতে পারছেন না, মেসে খেলে সস্তা হবে না বাইরে। পাক্কা চব্বিশ ঘন্টা পর জানা গেল ওনারা বাইরে খাবেন, কারণ মৃদুল হিসেব করে দেখেছেন তাতে এক মাসে সাড়ে বিয়াল্লিশ টাকা সস্তা পড়বে।

    সেই বছরই রবিতেজা কি একটা কাজে দিল্লী রয়ে গেল, ক দিন পরে ফিরবে। কিছুদিন পরে আমার কাছে SOS, অভ্যুদয় কিছু টাকা পাঠা, আমি ২০শে জুলাই ট্রেনে উঠতে গিয়ে দেখি আমার টিকিট ছিলো ২০শে জুনের, বড় বিপদে পড়েছি রে...
  • Abhyu | 128.192.7.51 | ২৫ অক্টোবর ২০১১ ২২:১৪493610
  • এই পাতাতেই লিখছেন এমন দুই জন দিল্লী রেল স্টেশনে গিয়ে অ্যানাউন্স করতে বললেন, "আনন্দময়ী, তোমার জন্যে আই এস আইয়ের বন্ধুরা স্টেশনে ওয়েট করছে।"

    লোকটা বলল - এইটা অ্যানাউন্স করলে আমার চাকরি থাকবে না বাপ।
  • Abhyu | 128.192.7.51 | ২৬ অক্টোবর ২০১১ ০০:২০493611
  • বিবেক ম্যাঙ্গিপুডি টাইপ কেস করেছিল আমাদের মৃদুলও। এম স্ট্যাট করে তিন মাস পর এসেছে জে আর এফ করতে। ওর ধারণা বিস্ট্যাট থেকে এমস্ট্যাট যেমন অটোম্যাটিক, এমস্ট্যাট থেকে পি এইচ ডিও তাই। ততোদিনে পরীক্ষা ইন্টার্ভিউ সব কিছু চুকে বুকে গেছে, শেষে বিমলদার কোন একটা প্রজেক্টে কিছু টাকা ছিল, সেই দিয়ে প্রথম বছরের ব্যবস্থা হল।
  • Abhyu | 97.81.104.220 | ২৬ অক্টোবর ২০১১ ০৫:৪১493612
  • CSOর ক্লাস হত প্যাটেল ভবনে, যেখানে ঢুকবার জন্যে হোম মিনিস্ট্রির আলাদা পাস লাগত। একদিন ক্লাসের শেষে আমর পালিকা বাজারে গেছি হোস্টেলের জন্যে ডিভিডি কিনতে। দোকানদারকে বলা হল - ডিভিডি না চললে কিন্তু ফেরত দিয়ে যাব। তখন সে বলে আপনারা কোথা থেকে এসেছেন? কিছু আই ডি আছে? (তখন আমাদের কলকাতার আইডি এক্সপায়ার করে গেছে) আমাদের একজন বলল আমরা আই এস আইয়ের ছাত্র (শুনেই লোকটার মুখটা দেখার মত হল) কাজেই তাড়াতাড়ি সামাল দিতে আর একজন বলল আমাদের আইডি নেই কাছে, কিন্তু এই দেখুন হোম মিনিস্ট্রির পাস আছে।

    মানে দাঁড়াল এই, আই এস আইয়ের লোক (দিল্লীতে লোকে একটা আই এস আই-ই বোঝে) হোম মিনিস্ট্রির পাস নিয়ে পালিকা বাজারে ঘুরে বেড়াচ্ছে।

    লোকটা আর কিছু না বলে - আমরা ও সব বেচি না বলে সব কটা ডিভিডি সরিয়ে নিল। আমাদের সঙ্গে একটা লিস্ট ছিল - আমরা তারপর যে দোকানেই যাই সেখানেই বলে আপনারা এই এই ডিভিডি খুঁজছেন তো? আমরা ও সব কিছু রাখি না। শেষে আমাদের খালি হাতে ফিরে আসতে হল। বাজারে রটে গিয়েছিল আমরা রেড করতে গিয়েছিলাম।
  • Abhyu | 97.81.104.220 | ২৬ অক্টোবর ২০১১ ০৫:৪৩493613
  • এই রেড করা বলতে মনে পড়ল - আমরা সাত দিন ধরে বিটি রোডের পাঁচটা পয়েন্টে গাড়ি গুণতাম - শেষে একদিন একজন বলল - দাদা সত্যি করে বলুন না, আপনারা কোন গভমেন্টের লোক - কোন পুরোনো গাড়ি কেমন ধোঁয়া ছাড়ে রিপোর্ট দেবেন?
  • ranjan roy | 14.97.26.117 | ২৬ অক্টোবর ২০১১ ১৫:৩৯493616
  • অভ্যু,
    আই এস আই নিয়ে ছত্তিশগড় পুলিশ ও ব্যাপক ছড়িয়েছে।
    বিনায়ক সেনকে দেশদ্রোহী প্রমাণ করতে ওরা ওনার স্ত্রী ইলিনা সেনের সঙ্গে দিল্লির আই এস আই বলে এনজিও ( ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ইনস্টিটিট্যুট বা অমনি কিছু হ-য-ব-র-ল)'র সঙ্গে কিছু চিঠিপত্র কোর্টে জমা করেছিল!
    কেসি, দুখে এবং অর্ণব,
    নরেন্দ্রপুরের গবা মহারাজ উর্ফ হালিশহরে জন্মানো তরুণকান্তি দে( আমাদের মদনকান্তি) বরানগর মিশনে ক্লাসে সেভেনে পড়ার সময় আমার রুম পার্টনার ছিল।
    ওকে আমরা যা-খুশি-তাই বলতে পারি, তা বলে বাচ্চারা ""গবা'' বলবে? অভিশাপ দেব।
  • ranjan roy | 14.97.26.117 | ২৬ অক্টোবর ২০১১ ১৫:৪৫493617
  • অবশ্যি তরুণের সঙ্গে পরিচয় হলে অনেকেরই ছড়া লিখতে ইচ্ছে হবে। আমাদের সময়ে ছিল:
    হালিশহরের থেকে এসেছে মদন,
    কিঞ্চিৎ চৈনিক, চন্দ্রবদন।
    -- ইত্যাদি।
  • Sibu | 108.23.41.126 | ২৬ অক্টোবর ২০১১ ১৮:১৩493618
  • সিএসও-র ক্লাস আমাদের এক আলুওয়ালিয়া পড়িয়েছিল। সে জনতা প্ল্যানিং কমিশনে ছিল বলে জানতাম। আমার মাঝে মাঝে সন্দেহ হয় সেই আমাদের অধুনা বিখ্যাত (?) মন্টেক সিং আলুওয়ালিয়া কিনা। কাগজের ছবি দেখে চেহারায় মিল আছে বলে মনে হয়। বাট পাগড়ি মাথায় দিলে তো সবাই ..., যাগ্গে।
  • nabagata | 212.23.103.64 | ২৬ অক্টোবর ২০১১ ২২:৩৫493619
  • অভ্যু র 10:14 pm এর post প্রসঙ্গে: ওটা আনন্দ না শ্রীপর্ণা দি ছিলো, যারা গিয়েছিলো তার মধ্যে আমি আর সুকান্ত পতি ছিলো।
  • rimi | 168.26.205.19 | ২৬ অক্টোবর ২০১১ ২৩:২২493620
  • আরে নবাগত কি বিলেদা নাকি?
  • Abhyu | 128.192.7.122 | ২৬ অক্টোবর ২০১১ ২৩:২৭493621
  • হ্যাঁ নবাগতদাই আমাকে গল্পটা বলেছিল, আর আমার কেমন যেন মনে হচ্ছিল সঙ্গের বন্ধুটি ছিল অবাস্তবদা।

    মেগুদা একবার কলকাতা দিল্লী করছে। বিহারে কোথায় একটা স্টেশনে একটা লোক এসে ওর জায়গায় বসে পড়েছে। কিছু বলতে যেতেই প্রচন্ড ঘ্যাম নিয়ে বলল - কার সঙ্গে কথা বলছ জানো? ম্যয় গ্রাজুয়েট হুঁ।

    বেচারা মেগুদা, মাধ্যমিকে ফার্স্ট, উচ্চমাধ্যমিকে থার্ড, বিস্ট্যাটে ফার্স্ট, এমস্ট্যাটে ফার্স্ট ... ওকে যে কেউ এভাবে বলতে পারে - আমি তোমার থেকে পড়াশুনোয় ভালো, সমঝে কথা বোলো - ভাবতেই পারে নি, ভ্যাবাচাকা খেয়ে গেছে। কিন্তু কাছের আই এস আইয়ের ছেলেরা সবাই এমন হো হো করে হাসতে আরম্ভ করল, বিহারী লোকটি কোনো কথা না বলে উঠে গেল ।
  • rimi | 168.26.205.19 | ২৬ অক্টোবর ২০১১ ২৩:৪৯493622
  • তবে কি নবাগতদা মেগুদা? ও মেগুদাআআআ...
  • aka | 117.194.7.155 | ২৭ অক্টোবর ২০১১ ০০:০১493623
  • কবেই তো বললাম নবাগত মেগাস্টার এটা ক¾ট্রাডিকশন দিয়ে প্রুফ করা যায়।
  • Abhyu | 97.81.108.226 | ২৭ অক্টোবর ২০১১ ০১:১৩493624
  • আর আমি বহুদিন আগন্তুককে চিরুদা বলে ভাবতাম।
    বাই দ্য ওয়ে, তোমরা ৮৯ খানা বই ইস্যু করা ছেলেটিকে চিনতে পারলে?
  • nabagata | 212.23.103.64 | ২৭ অক্টোবর ২০১১ ০১:৪৪493625
  • কমল রায়ের গল্প, যা অতিকথা (myth ) হলেও হতে পারে, আর এ গল্প শুনেছি রাহা-দার (AB Raha) মুখে, তাই জল থক্তেই পারে। কমল রায় এম্নিতে খুব interestingcharacter, বোধ হয় stat math এর একমাত্র faculty (সবে রিটায়ার করেছেন) য্‌নার Ph D নেই, কিন্তু genuine talent একাধিক student কে ph D করতে help করেছেন। আমার সবে্‌চয়ে প্রিয়ো teacher দের মধ্যে একজন। ইনি professionalbridge player, internationa level এ, indian brg team এর captain ও হয়েছিলেন। শর্মিলা ঠাকুরের দিদি বা বোন টিন্‌কু ঠাকুরের সাথে নাকি affair ছিলো, তিনি অকালে মারা যাওয়াতে কমল বাবু অকৃতদার থেকে গেলেন। আর নিজের Ph Dthesis তি না লিখে উঠতে পারার কারন আলস্য এরকম ই জনশ্রুতি। সে যাই হোক, গল্পে ফিরে আসি। কমল বাবু তখন B Stat করছেন। 60 র দশকে isi তে অনেক বড় বড় probabilist আসতেন য্‌নাদেরি কেউ এক্‌জন কমল বাবু র class এ, AB Raha ও সে class এ পড়েন, এসে এক্তা শক্ত pronblemassignment হিসেবে দিয়েছেন। তো সবাই গুটি গুটি পায়ে কমলের ঘরে যাচ্ছে আর কমল ও তার বিখ্যাত easy chair এ (যেটা পরে KK Roy এর colleague হয়ে আমি নিজেও ওনার ঘরে দেখেছি) বসে solve করে যাচ্ছে। পরে সবার খাতা দেখে সেই probabilist তো ভীষন impressed, ৬ টা ছেলের সবাই আলাদা আলাদা method এ এরকম nontrivialpronblem নামিয়েছে! ব্যাপারটা খুব সহজ: সবাই তো আলাদা সময়ে কমলের কাছে গিয়েছিল। KK Roy নিজের খাতা টি আর লিখে জমা দিয়েছিলেন কিনা সে বিষয়ে ইতিহাস নীরব।
  • dukhe | 122.160.114.85 | ২৭ অক্টোবর ২০১১ ০৯:৪৮493627
  • রঞ্জনদাকে জানাই, গবাকে একবার বোঝানো হয়েছিল ওনার 'গবা' নাম আদতে 'ভগবান'-এর অপভ্রংশ । কাজেই ওতে দোষ ধরা চলবে না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন