এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩৬৪৭ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ২১ অক্টোবর ২০১১ ১১:০৩493528
  • আই এস আই এর ছাত্ররা বছর বছর নাটক নামাত । একবার হল 'একটি অবাস্তব গল্প' । ফাঁসির আসামী ক-মণ্ডলের জীবনকাহিনী । নাটকের শুরুতেই জেলারবাবুর প্যান্ট ফেঁসে গেল । তিনি সারা নাটক স্টেজের পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন এবং প্রতিজ্ঞা করলেন মেকআপম্যানের দেওয়া প্যান্ট জীবনে পরবেন না ।
    এক দৃশ্যে ক-মণ্ডল বাড়ি ফিরে রেগেমেগে তার ছানাদের বলছে - "আমার মাল খাবার পয়সা নেই আর তোরা ভাত খাচ্ছিস !" উত্তেজনার ঝোঁকে অভিনেতা মাল আর ভাত অদলবদল করে ফেলল ।

    আরেকবার 'এবং ইন্দ্রজিৎ' । ভুলভাল ছড়াতে শুরু করল 'লেখক'-এর অভিনেতা (পরে বলেছিল - একটা করে ডায়ালগ বলছি আর মনে হচ্ছে - ইস - এটা আমি কী বললাম!) । সেটা খুব দ্রুত গোটা দলের মধ্যেই ছড়িয়ে পড়ল । ইন্টারভিউয়ের ঘন্টা শুনে কমলের যাবার কথা, টেনশনে সে জায়গায় বিমল যাবার উপক্রম করতে অনন্যোপায় কমল তার হাত ধরে টেনে বসিয়ে "দাঁড়ান, বোধহয় আমাকে ডাকছে" বলে এগিয়ে গেল । তবে সৌভাগ্যক্রমে এ নাটকের এমনই গুণ উধোর সংলাপ বুধো বললে দর্শকের পক্ষে ধরা খুব শক্ত । তাই হল । নাটক বাবদ একটা সার্টিফিকেট পাওয়া গেল । পরবর্তীকালে কোন দুর্জন সেই সার্টিফিকেটে নাটকের নামের আগে 'সৌম্যজিৎ' জুড়ে দিয়েছিল ।

    ছাত্রদের আম্বা কম ছিল না । দামোদর শেঠ মার্কা হাবভাব আর কি । অল্পে সুখ বা মস্তি নাই । একবার 'ত্রিংশ শতাব্দী' করা হল । আরো পরে একসময় তারা 'গ্যালিলিও' নামানোর তাল করে । বিধাতার কৃপায় সে রোমহর্ষক পরিকল্পনা মাঝপথে পরিত্যক্ত হয় ।
  • dukhe | 122.160.114.85 | ২১ অক্টোবর ২০১১ ১২:২৮493529
  • প্রুফ বাই ইনডাকশন ।
    এক সকালে বি টি রোডে একখান কুকুর গাড়ি চাপা পড়ে মারা গেল । আই এস আই এর জনতা প্রমাণ করে ফেলল বি টি রোডের সমস্ত কুকুর গাড়ি চাপা পড়ে মারা যায় ।

    দেখাই যাচ্ছে forn=1, itistrue.
    Nowsupposeitistrueforndogs.
    তাহলে সেই n খানা আর এই একটা । অতএব itistrueforn+1.

    কিউ ই ডি ।
  • dukhe | 122.160.114.85 | ২১ অক্টোবর ২০১১ ১২:৪২493530
  • নিখিলেশ ভট্টাচার্য একটা কোর্স পড়াতেন, আর কৌশিক ভট্টাচার্য ওরফে ড্যাড সেই কোর্সের অ্যাসাইনমেন্টগুলো দেখে দিত । নিখিলেশবাবু ভারী ভদ্রলোক, বছর বছর একই অ্যাসাইনমেন্ট, চিন্তা নেই । সিনিয়রদের করাই আছে । টুকে জমা দিলেই হল । পাগল ছিল সিনিয়র, তার অ্যাসাইনমেন্ট দিব্বি ঝকঝকে, কলমও ছোঁয়ানো নেই, কদুর সঙ্গে রোল নম্বরও মিলে যায়, কদু আর টোকার পরিশ্রম না করে ওটাই সরাসরি জমা দিল ।

    ড্যাড প্রচণ্ড খেপে গেল কাণ্ড দেখে ।

    কেন ?

    আদিতে ওটি ড্যাডের হাতের লেখা, ড্যাড স্বয়ং ছাত্রদশায় উটি জমা দিয়েছিল । পাগল কদুর পন্থা অবলম্বন করেছিল মাত্র ।
  • lcm | 69.236.173.108 | ২১ অক্টোবর ২০১১ ১২:৪৮493532
  • নাটক। রিহার্সাল চলছে। সুপ্রতীক ডিরেক্টর। চিঁড়ে (চিরু নয়), অংশু.. আরো কয়েকজন অভিনেতা। একটি দৃশ্য যেখানে গুলি খেয়ে অংশু পড়ে যাবে আর চিঁড়ে ওর দেহ টানতে টানতে স্টেজের বাইরে নিয়ে যাবে। স্টেজের কাঠের তক্তার ওপর দিয়ে ওকে টানতে টানতে নিয়ে যাবে শুনে অংশু একটু ঘাবড়ে গেছে -- ইয়ে মানে, সুপ্রতীকদা, এক কাজ করো না, আমি গুলি খেয়ে টলতে টলতে স্টেজ ছেড়ে বরিয়ে চলে যাবো।
    ডিরেক্টরের পছন্দ নয় প্রস্তাব।
    একজন সাজেশন দিল - এক কাজ কর, অংশু স্টেজের এক প্রান্তে চলে যাবি, ঐ ধারের দিকে থাকবি, গুলি খেয়ে একটা চীৎকার করে কোন দিয়ে নেমে চলে যাবি।
    ডিরেক্টরের না-পসন্দ্‌।
    এর পরে যা হয়, নানরকম আইডিয়া, ক্যাওস।
    ডিরেক্টর একটু বিরক্ত - কেন, ফ্লোর দিয়ে বডি একটু টানলে কি এমন হবে, কিস্যু হবে না।
    এমন সময় চিঁড়ে দিল মোক্ষম প্রস্তাব - এত ঝামেলায় যাবার কি আছে। অংশু গুলি খেয়ে, একটা পরিতৃপ্তির জোরালো ঢেঁকুর তুলে, আহ্‌ কি খেলাম - বলে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যাবে।
    এরপর ডিরেক্টর বিরক্ত হয়ে রিহার্সাল ছেড়ে হন্টন। পরে অনেক বুঝিয়ে আবার আনা হয়েছিল।
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১২:৪৮493531
  • :D
  • dukhe | 122.160.114.85 | ২১ অক্টোবর ২০১১ ১২:৫৫493533
  • অজিত দাতে । মারাঠি ছেলে, কিন্তু চম্‌ৎকার বাংলা শিখে গেছে ।
    যশো - কিছুর মধ্যে কিছু না - তাকে পুরোনো স্ট্যাট ম্যাথ বিল্ডিং এর লিফটের সামনে চকাস করে চুমু খেয়ে বসল ।
    তারপর । দাতে সিঁড়ি দিয়ে রে রে করে তাড়া করেছে - "তুই আর কালকের সূর্য দেখবি না রে" আর যশো ছুটে পালাতে পালাতে প্রাণপণে বোঝাচ্ছে - "আজকের সূর্য কালকের সূর্য বলে আলাদা কিছু হয় না - একটাই সূর্য, সেটাকেই আমরা রোজ দেখি" ইত্যাদি ।
  • lcm | 69.236.173.108 | ২১ অক্টোবর ২০১১ ১২:৫৬493534
  • নিখিলেশবাবু খুব দ্রুত গতিতে বোর্ডে লিখতেন। জনগণ বলতেন যে উনি নাকি নিজের কথার চেয়েও দ্রুত লিখতেন। তবে ভদ্রলোকের ইংরেজী হাতের লেখা ছিল খাসা।
    ভাস্কর বাগচী ছিলেন উল্টো। বোর্ডের এক কোনা থেকে সেন্টেন্স শুরু হত, আর এক কোনায় প্রায় ডায়াগোনালি অপোসিট কোনায়। সারা বোর্ডে কিরকম ফোয়ারার মতন ছড়িয়ে থাকত স্টোকাস্টিক প্রসেস।
  • lcm | 69.236.173.108 | ২১ অক্টোবর ২০১১ ১২:৫৮493535
  • ওহ, যশোবন্ত। দাবার পাজ্‌ল বানিয়ে জার্মান পত্রিকায় পাঠিয়ে কিছু ডয়েচ মার্কপেয়েছিল। কিন্তু নিজে দাবা খেলতে বসলে - নো ধৈর্য।
  • Abhyu | 97.81.105.150 | ২১ অক্টোবর ২০১১ ২১:৩৪493536
  • এই টইতে আপডেট হবে না? একটা পোস্ট করেছিলাম উড়ে গেল।
  • Bratin | 117.194.101.15 | ২১ অক্টোবর ২০১১ ২১:৪৪493538
  • কদু মানে স্নিগ্‌ধাংশু? :-))
  • dukhe | 122.160.114.85 | ২২ অক্টোবর ২০১১ ০৯:৫৬493539
  • ইয়েস । স্নিগ্‌ধাংশুভূষণ চট্টোপাধ্যায় ।
    'ত্রিংশ শতাব্দী'তে কদুর ভূমিকা ছিল পাইলটের । যে হিরোশিমায় বোমা ফেলেছিল । নাটকে দেবোপমের তাকে জেরা করার কথা । অনেকক্ষণ ধরে কদুর "হ্যাঁ", "না", "জানি না", "বলব না" টাইপ উত্তর । রিহার্সালে ওগুলো নিয়ে গুছিয়ে ভাট করত । ফল যা হবার তাই হল । স্টেজে একটা হ্যাঁ কে না করে দিয়ে বসেছে । দেবোপম থতমত খেয়ে থমকে দাঁড়িয়ে । কয়েক সেকেন্ডের মধ্যে কদু উপলব্ধি করল কী কেলোটা হয়েছে । সোজা কাউন্টার অ্যাটাকে গিয়ে "বলব, বলব আমি সেদিন কী হয়েছিল?" বলে দেবোপমকে আর কোন সুযোগ না দিয়ে এ রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার মোডে নিজের পুরো স্টেটমেন্টটা বলে গেল ।
    পরে অবশ্য বনোয়ারী দেবোপমকে নিরালায় ধরে ভূয়সী প্রশংসা করেছিল - "সওয়াল জবাবটা যা করলেন বাবু, বিলকুল আসল কি ত্যরহা ।" দেবোপম এরকম ভক্ত পেয়ে দ্বিতীয়বার হতবাক হয়েছিল ।
  • Abhyu | 97.81.87.27 | ২২ অক্টোবর ২০১১ ১০:৫৮493540
  • এই বানোয়ারিকে একবার প্রশ্ন করা হল সে ইউরিনালে ন্যাপথলিন দেয় না কেন। তা সে বলল বাবু ক্যা শরম কি বাত, ম্যায় তো রোজ ন্যাপথলিন ডালতা হুঁ, লেকিন বাবুলোগ উধরসে নিকালকে রুমমে লে যাতা!
  • Abhyu | 97.81.87.27 | ২২ অক্টোবর ২০১১ ১১:১২493541
  • আচ্ছা স্নিগ্‌ধাংশুভূষণ থেকে কদু কি করে হল?
  • dukhe | 122.160.114.85 | ২২ অক্টোবর ২০১১ ১১:৩১493542
  • সে নাকি খেলতে গিয়ে স্নিক করেছিল আর দুগ্‌ধ খেয়েছিল । স্নিক+দুগ্‌ধ হয়ে স্নিগ্‌ধ পড়ে রইল আর কদুটা গড়াতে গড়াতে চলে গেল ।
    যত্ত বাজে ভাট ।
  • Bratin | 117.194.103.214 | ২২ অক্টোবর ২০১১ ১২:১৬493543
  • ভ্যাট !! দুখে র বাজে ভাট!! :-))

    আমার মনে হয় ওর কলা ( কদলী) র প্রতি বিশেষ দুর্বলতা ছিল। তার ই সংক্ষেপে :-))
  • Bratin | 117.194.103.214 | ২২ অক্টোবর ২০১১ ১২:২২493544
  • সৌ ঘোষ নিয়ে কেউ লিখাছে না।আমি ই লিখে দি যা জানি। এমনই তে ভারী ভালো ছেলে ।কিন্তু কিছু নারী সুলভ গুন ছিল ছিল ওর মধ্যে। কথায় কথায় অভিমান করা ,ঝগড়া করা ইত্যাদি। ওর মেন কাজ ছিল রাত বিরেতে লোকের সাথে গল্প করে বেড়ানো। ধরুন রাত বারোটা বাজে। আপনি ঘুমোতে যাবেন। এমন সময় সৌ র প্রবেশ। ঘন্টা দুই /আড়াই ভাটিয়ে সে যখন বিদায় নিল তখন আপনার ঘুমের দফা রফা।
  • agantuk | 173.241.26.28 | ২২ অক্টোবর ২০১১ ১৩:৪৭493545
  • গভীর রাত, চারদিক নিস্তব্ধ নির্জন, মেসে তালা পড়ে গেছে, কল্পতরুদা আর শুভাশীষদা শুধু টিটি খেলছে, এমন সময় শোনে সুললিত বামাকন্ঠে বেশ একটা টান দিয়ে 'হ্যালো-ও'। আইএসাই এমনিতেই নারীবর্জিত, তার ওপর মধ্যরাত পার হওয়া চুপচাপ বয়েজ হস্টেল, দুজনেই হেভি বার খেয়ে লাফিয়ে উঠে দেখে সৌরভ ঘোষ গায়ের চাদরটাকে বেশ করে জড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে ফোন ধরেছে।

    আর একদিন দেবব্রত মিত্রর ফোন এসছে, কালীদা ধরবি তো ধর কুৎকুদাকেই গিয়ে বলছে 'বাবু এখানে দেবব্রত মিত্র কে আছে?' আর বেচারা কুৎকুদার অনেকক্ষন খেয়ালই হয়নি যে ওটা ওরই নাম।

    তারপর আমাদের এক সিনিয়ারের নাম রাখা হয়েছিল বাপচু, পরে বুঝেছিলাম সেটা হল যাতে আমরা ঐ নামের শেষে একটা 'দা' দিয়ে ডাকতে পারি।

    আর কামালদা কার থেকে একটা নোংরা বই পড়তে নিয়ে যাবার সময় বলে গেছিল 'শুক্রবার হলে ফেরৎ দিয়ে যাব'।

    তবে বয়েজ হস্টেলের মেস নিয়ে তো শেষ কথা রবিঠাকুরই বলে গেছেন কতদিন আগে। কখনো যদি খেতে যেতে খুব রাত হয়ে যেত, তাহলে পরের দিন সকালে সহজেই মনে পড়ত, 'কাল ছিল ডাল খালি'।
  • dukhe | 122.160.114.85 | ২২ অক্টোবর ২০১১ ১৪:১৮493546
  • কিছু কিছু অন্যরকম ইলেক্টিভ সাবজেক্ট ছিল । সেগুলোয় ট্যুর-ফুর হত আর গুছিয়ে নম্বর উঠত, কাজেই ছেলের অভাব হত না । যেমন সোশিওলজি ।
    সোশিওলজির মাস্টারমশাই প্রফুল্লবাবু প্রথমদিন ক্লাসে এসে জিজ্ঞেস করলেন - বল তো - সোশিওলজি সায়েন্স কি না - কী মনে হয় তোমাদের ?
    কারো কোন ধারণাই নেই সোশিওলজি খায় না মাথায় দেয়, সবাই একে একে উঠে যে যার মত আলফাল বকছে । যশোর পালা এল । পরিষ্কার উত্তর - দেখুন স্যার, তর্ক করে তো কোন লাভ নেই । ও যদি সায়েন্স হয়, তো আমি বললেও সায়েন্স না বললেও সায়েন্স, আর যদি না হয় তো কিছুতেই না । মনে করুন আফ্রিকায় সেউফল হয় কি না - এ নিয়ে তর্ক করে কী হবে ?

    আরেকজন মাস্টারমশাই ছিলেন সুরাজবাবু । নিপাট ভদ্রলোক । সারা সেমেস্টার সোশিওলজির একটাও ক্লাস না করে জ্যোতির্ময় ভেবেছিল শেষ ক্লাসটা করা যাক । দুর্ভাগ্যক্রমে সেদিন আর কেউ হাজির নেই । জ্যোতির্ময় দেখে ক্লাসের বাইরে কাঁচাপাকা চুলের এক বয়স্ক মানুষ পায়চারি করছেন আর এদিক-ওদিক তাকাচ্ছেন । জ্যোতির্ময় এগিয়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল - আপনি কি কাউকে খুঁজছেন ?
    ভদ্রলোকের উত্তর - হ্যাঁ, আমি সোশিওলজির ছেলেদের খুঁজছি ।
    কেস বুঝে জ্যোতির্ময় তাড়াতাড়ি "হ্যাঁ হ্যাঁ, ওরা বোধহয় লাইব্রেরিতে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি" বলে হাওয়া ।

  • dukhe | 122.160.114.85 | ২২ অক্টোবর ২০১১ ১৪:৩৫493547
  • প্রফুল্লবাবুর চেহারা বেশ লম্বাচওড়া । এক সহপাঠীর বাবার মৃত্যুর খবর পেয়ে কয়েকজন ছাত্র তার বাড়ি গেছে । প্রফুল্লবাবুও সঙ্গে গেছেন ।

    ফেরার সময় সকলেরই মন ভার । সবাই বাস ধরতে দাঁড়িয়ে আছে । প্রফুল্লবাবু সুদূরের দিকে তাকিয়ে পিঠে হাল্কা চাপড় মেরে ছেলেদের সান্ত্বনা দিচ্ছেন - বুঝলে নিধান, বাবা মা তো কারো চিরকাল থাকেন না । একটা সময় এটা তো হবেই, মানুষের তো করার কিছু নেই, আস্তে আস্তে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে, জীবন তো থেমে থাকে না, একদিন আমরাও থাকব না -

    আর নিধান একটু দূরে দাঁড়িয়ে দেখছে একটা অচেনা রোগা বেঁটে লোক মুখটুখ কুঁচকে নিরুপায়ভাবে প্রফুল্লবাবুর জ্ঞানগর্ভ বাণী ও পিঠ থাবড়ানি হজম করে চলেছে ।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৬:০৮493549
  • এদিকে আমি ভেবেছিলাম দুখে আর আগন্তুক একই লোক।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৬:১৫493550
  • তো, দুখের নাম দুখে হল কেন?
  • Bratin | 117.194.101.61 | ২২ অক্টোবর ২০১১ ১৯:২০493551
  • দুখের ২:৩৫ জাস্ট গোলা!! :-))

    দুখে, দুখের নাম কেন দুখে হল সংক্ষেপে লেখো (৩)
  • Bratin | 117.194.101.61 | ২২ অক্টোবর ২০১১ ১৯:২২493552
  • এই রে তাই বুঝি। আমি তো পমপ্লেট বলেই এত দিন চালিয়ে দিলাম :-((
  • nabagata | 212.23.103.99 | ২২ অক্টোবর ২০১১ ২২:৪৬493553
  • isi তে parody র ইতিহাসে আদ্যিকালের একটা parody স্থান পাবে, যার লেখক রতনলাল brahmachary এনার populararticle ছোটোবেলায় অনেকেই enjoy করেছি। ইনি self-madezoologistNaturepaper আছে। 60 র দশকে isi তে extradordinary কিছু talented লোকের সমাবেশ হয়ছিল, যার মধ্যে ছিলেন SRS Varadhan , maths এর Nobel ,ie Abelprizewinner য্‌নর Ph Disicalএ, সেই সঙ্গে KR Parthasarathy, VS Varadarajan এনারও ছিলেন mathematics এ। R L Brahmachary এদেরি contempotrary। মহলানবিশ এদের pure mathematical research মোটেও ভালো চোখে দেখতেন না, CR Rao নিজে statistician হলেও এদের protect করতেন, মহলানবিশকে বোঝাতেন যে এরা এই measure theory করে সেসব তো stat এর সাথে related এরা যদিও lie group lie algebra এই সবি করতেন, stat এর সাথে সুদূর কোনো সম্পর্ক ছিলো না। at most Varadhan high levelabstract probability করতেন। তো যাই হোক, মহলানবিশ সবাই PRACTICALstatrelated কিছু কর্ছে জেনে খুশি ছিলেন। সেই সময়ে লেখা parodyRL Brahmachary শুনিয়েছিলেন Varadhan এর felicitationisical এ, যার বিষয় বস্তু ছিলো কিভাবে PCM স্বরগে গিয়েও counte and mesure করবেন: শেষ দু লাইন ছিলো `with eternal pleasure, to count and measure'. এটার পুরোটা SC Bagchi র কাছ থেকে যোগার করতে হবে।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ২৩:০৭493554
  • মহলানবিশকে নিয়ে এর চেয়ে ঢের ভালো কবিতা লেখা হয়েছে।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ২৩:০৯493555
  • আর সেই কবিতাটা সবারই মুখস্থ।
  • Bratin | 117.194.101.40 | ২২ অক্টোবর ২০১১ ২৩:১৩493556
  • ম্যাক্সিমিন বাবু, আপনি কোথকার? আপনার নাম দেখলেই সেই 'টু পার্সন জিরো সাম গেম' র কথা মনে আসছে।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ২৩:২৩493557
  • ব্রতীন, আই এস আই না। অত ক্যালি নেই। টু পার্সন জিরো সাম আমরাও পড়েছি। আমাদের টেক্সট বই ছিল DorfmanSamuelsonandSolow.
  • Bratin | 117.194.101.40 | ২২ অক্টোবর ২০১১ ২৩:২৭493558
  • আপনি মাঝে মঝে ভাটিয়ালী তে লিখবেন ওখানে আমরা গুছিয়ে ভাটাই।
  • Bratin | 117.194.101.40 | ২২ অক্টোবর ২০১১ ২৩:৩২493560
  • ইয়ে, তাহলে আমরা কবে যাচ্ছি অচিন্ত্য দা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন