এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩৫৯৪ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 97.81.87.27 | ২৩ অক্টোবর ২০১১ ০০:০৫493561
  • তাপস চন্দ পড়াচ্ছেন মানে সেই বিখ্যাত নোটটা থেকে নিজের মনে বোর্ডে লিখে যাচ্ছেন। নি:শব্দে। ছেলেরাও নিজের মনে গল্পের বই পড়ছে কি কাটাকুটি খেলছে। হঠাৎ শোনা গেল -

    -ন্যুইটি

    পরে বোঝা গেল উনি লিখছিলেন continuity points of f ওদিকে conti- পর্যন্ত লেখার পরে থার্ড বোর্ডে জায়গা ফুরিয়ে গেল, আর উনিও ফার্স্ট বোর্ডটা মুছে হাইফেন দিয়ে বাকিটা লেখা শুরু করলেন আর আমরা যাতে মনোযোগ দিই সেই জন্যে এবার জোরে জোরে বলে লিখতে শুরু করলেন।
  • Abhyu | 97.81.87.27 | ২৩ অক্টোবর ২০১১ ০০:০৯493562
  • দুখেদা বা অবাস্তবদার ব্যাচের গল্প। সেই যে বিমলদার ওপেন নোট আর কার ক্লোস্‌ড নোট পরীক্ষা একসঙ্গে আর এস সি বাগচি গার্ড দিচ্ছেন। লেখো না।
  • Bratin | 117.194.101.40 | ২৩ অক্টোবর ২০১১ ০০:২৪493563
  • এটা কল্যানী ইউনিভার্সিটির গপ্প। স্যার মন দিয়ে খাতা থেকে কপি করছেন ব্ল্যাকবোর্ডে। আর ছেলে রা মন দিয়ে লিখছে।ভালো ই চলছিল। হঠাৎ দেখা গেল সে¾ট্রাল কাই স্ক্যোয়ার কীভাবে নন - সে¾ট্রাল হয়ে গেছে। একপিস ল্যামডা চলে এসেছে মার্কেটে । পরে জানা গেল হাওয়াতে একট পাতা উড়ে নীচে পড়ে যাওয়ায় এই বিভ্রান্তি!!
  • maximin | 59.93.212.250 | ২৩ অক্টোবর ২০১১ ০০:৫২493564
  • আমাদের একজন স্যার দেখতে ভারি গম্ভীর। বোর্ডে কী লিখে এক এক করে দাঁড় করিয়ে বলছেন, canyoutellmetheanswer? শেষমেশ একজন বলল perhapsyoucansir.

    'Perhaps' কথাটা স্যারের খুব মনে ধরেছিল।
  • Abhyu | 97.81.87.27 | ২৩ অক্টোবর ২০১১ ০৮:৪৩493565
  • ময়ূর কুমার সিং একদিন কাঁদো কাঁদো মুখে এসে বলল - অভ্যুদয়দা, আমই সারা মাস প্রতিদিন মিল কাউন্ট করে দেবো, কিন্তু আর কোনো দিন আমায় স্টোর খুলতে বোলো না। কি ব্যাপার?

    কি না, ৬০ জন লোক খাবে, পার হেড ১০০ গ্রাম (ধরুন এটাই স্ট্যান্ডার্ড রেট) চাল হলে ৬ কেজি চাল লাগে, কালীদা বলছে পাঁচ কেজিতেই হবে, ময়ূর বলেছে না, ছয় কেজি তো লাগবেই। কালীদা রেগে বলেছে - কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন?
  • aranya | 68.38.243.161 | ২৩ অক্টোবর ২০১১ ১০:২৮493566
  • এই টই-এর গল্পগুলো আমার মত নন-আইএস আই, নন স্ট্যাট লোকেরও ভাল লাগছে, স্মৃতিচারণ চলতে থাকুক।
  • nyara | 122.172.18.11 | ২৩ অক্টোবর ২০১১ ১০:৫১493567
  • নোট দেখে চোতা করে ক্লাস পড়ানোর একটা গল্প যাদবপুরে চলত। সিভিলের এক অধ্যাপক এসে টেবিলে চোতা রেখে ব্ল্যাকবোর্ডে টুকে দিতেন। এই ছিল ওনার ক্লাস নেওয়া। তো একবার, ছোকরারা, উনি যখন ঘুরে ব্ল্যাকবোর্ডে পেস্ট মারছেন তখন টেবিল থেকে চোতাখানা ঘুরিয়ে দিল। অধ্যাপক আবার টেবিলের দিকে কপি মারতে গিয়ে দেখলেন চোতা নেই। গন। চলে গেছে। উনি তখন আড়মোড়া ভেঙে বললেন, 'শরীরটা ঠিক ভাল লাগছে না। আজ বরং ক্লাস থাক।' এই বলে ব্ল্যাকবোর্ডে গিয়ে লেখাগুলো পুঁছে আবার ঘুরে দেখেন চোতা যথাস্থানে ফিরে এসেছে। অধ্যাপক অত্যন্ত সপ্রতিভভাবে বলে উঠলেন, 'না:, এসেছি যখন পড়িয়েই যাই।'
  • kc | 194.126.37.78 | ২৩ অক্টোবর ২০১১ ১১:১৯493568
  • ইশ্‌শ্‌শ্‌শ !!!
    ন্যাড়াদা পিটিবাবুকে একখানা সিটার দিয়ে গেল, ন্যাড়াদার দিকে এই প্রশ্ন টা ধেয়ে এল বলে, "" ওই অধ্যাপক ৭৭ সালের আগে চাকরী পেয়েছিলেন কিনা?'' :-)
  • Bratin | 117.194.97.79 | ২৩ অক্টোবর ২০১১ ১১:২৪493569
  • ন্যড়া দা :-))

    আমি তখন মেস ম্যানেজার। মাসের পাঁচ/ছ তারিখ হবে। ঠান্ডা টাও জঁকিয়ে পড়েছে। বাড়ি থেকে লেপ নিয়ে হোস্টেলে ঢুকছি। গেটে বাণী র সাথে দেখা। বললো '৫/৬ তারিখের মধ্যেই লেপ হয়ে গেল। বেশ বেশ'!!
  • dukhe | 117.194.241.106 | ২৩ অক্টোবর ২০১১ ১২:২০493571
  • যশো একদিন নতুন জামা, প্যান্ট, জুতো, ঘড়ি আর গগলস পরে এসে বলল - দ্যাখ কেমন ম্যানেজার সেজেছি ।

    তবে ম্যানেজারের চাপে পড়ত গোলুকে নিয়ে । গোলুর খাওয়া নিয়ে অনেক গল্প আছে । যার একটা হল নৈনিতাল বেড়াতে গিয়ে একটা হোটেল জুটিয়ে ছিল যেখানে পুরো মিল হিসেবে খাবার দেওয়া হত, যত লাগে খেয়ে যাও । গোলু দুবেলা খাবার পর তারা ঐ সিস্টেম জন্মের মত তুলে দেয় । হামেশাই নেমন্তন্ন খেয়ে বেড়াত । সেগুলূ বিচিত্র । দাদুর বন্ধুর নাতির পাসের খাওয়া । মামার বাড়ির পাশের বাড়ির ছেলের মামাতো ভাইয়ের অন্নপ্রাশন । ইত্যাদি । একদিন এসে বলল - আজ একটা নেমন্তন্ন আছে, সেখানে আমিও কাউকে চিনি না, কেউ আমাকে চেনে চেনে না । কী সুবাদে এসব নেমন্তন্ন পেত ঐ জানে ।
    এই গোলু মাঝেমধ্যে মেসে খেতে বসে হিসেবের গোলমালে পড়ে যেত । ঐ যা: - ভাত বেশী হয়ে গেল, তরকারি দে । মরেছে, তরকারি বেশী হয়ে গেল, ভাত দে । সে এক অন্তহীন লুপ । বাঁদরের পিঠে ভাগের মত শেষ না দেখে ছাড়বে না । ম্যানেজারের মাথায় হাত ।
  • dukhe | 117.194.235.211 | ২৩ অক্টোবর ২০১১ ২১:০৪493572
  • পরীক্ষার আগের রাত । ছাত্র খাতা হাতে বারান্দায় পায়চারি করছে । এক সিনিয়র অভিভাবকের দায়িত্বে জিজ্ঞেস করল - কীরে, পরীক্ষা কেমন হবে ?
    ছাত্রটির উদাস উত্তর - পরীক্ষার ব্যাপার, কিছুই বলা যায় না । পাস করেও যেতে পারি ।
  • Abhyu | 97.81.87.27 | ২৩ অক্টোবর ২০১১ ২১:০৯493573
  • সবচেয়ে মুশকিল হত এই সিচুয়েশনগুলোতে যখন ব্যাক পেপার আটকাতে গেলে ফাইনালে ৪৫ মতো পেতে হবে। কি করা উচিত? ব্যাক ক্লিয়ার করতে গেলেও ৪৫ পেতে হবে, কিন্তু সেক্ষেত্রে হাতে আরো এক মাস সময় থাকছে।
  • Bratin | 117.194.101.106 | ২৩ অক্টোবর ২০১১ ২১:২৬493574
  • আমাদের বেলায় কম্পালসারি পেপারে ৪৫ না পাওয়ায় একটি ছেলে আর একটি মেয়ে কে বার করে দেওয়া হয়েছিল। খুব বাজে লেগেছিল। এক জন বোধহয় ৪১ অন্যজন ৪২ পেয়েছিল।
  • Abhyu | 97.81.87.27 | ২৩ অক্টোবর ২০১১ ২১:২৯493575
  • ... আমি এখন ওয়ান ব্লক অ্যাওয়ে ফ্রম দ্য মাস্টার। তিনি ভালোই আছেন, সামনের বছর গ্রাজুয়েট করবেন, ম্যাথ লাইব্রেরি থেকে মাত্র ৮৯ খানা বই ইস্যু করেছেন, has stocked books on "Crisis between the church and the state 1150-1300" and other such subjects all of us wonder about in our leisure, ওনার গাড়িটা কদিন হল চুরি গেছে কারণ উনি গাড়িতে চাবি দিতেন না (কদিন আগে কেউ ওনার গাড়ির কাঁচ ভেঙ্গেছিল কিনা), রোজ অন্তত ভোর চারটে পর্যন্ত কাজ করছেন, কাছাকাছি কাউন্টিগুলোর লাইব্রেরিগুলোও চষে খেয়েছেন, সিয়াটেল অপেরার টিকিট কেটেছেন সাড়ে তিনশ ডলার দিয়ে, সব সময় টুপি পরছেন ...
  • Abhyu | 97.81.108.226 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:০৬493576
  • এই দ্য মাস্টারকে আপনারা কেউ কেউ চাক্ষুষ দেখেছেন :)
  • Abhyu | 97.81.108.226 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:১১493577
  • এস এম শ্রীবাস্তব বিবিসির ডকুমেন্টরী ফিল্মটা দেখিয়েছেন জিওলজি অডিটোরিয়ামে। ফার্মার লাস্ট থিওরেমের উপর। সিনেমা শেষ। দ্য মাস্টার গম্ভীরভাবে বললেন, হোয়াট অ্যান এলিগ্যান্ট প্রুফ!

  • abastab | 61.95.189.252 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:১৪493578
  • এক বহু পুরোনো ছত্রের গপ্পো লিখি। এনার ধরণা ছিল বিখ্যাত ইনি হবেন-ই আর ঐ পথে এক মাত্র বাধা ওনার নাম উটিকে রাশিয়ান করে ফেললেই কেল্ল ফতে অতএব কোর্টে গিয়ে মা বাবার দেওয়া নাম হনুমন্ত রাও পাল্টে হলেন হনুরাভ (Hanurav).
  • Abhyu | 97.81.108.226 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:১৯493580
  • ঐ জিওলজি বিল্ডিঙে একটা ডাইনোসোরাসের কঙ্কাল আছে, যার বিজ্ঞানসম্মত নাম বড়-পা-সরাস টেগোরী।
  • abastab | 61.95.189.252 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:১৯493579
  • রতনলাল ব্রহ্মচারীর সেই কবিতার প্রথম লাইনটি মনে হয় Here bricks are hollow/ Brains are shallow. তারপরেই মনে হয় We count and measure/ With eternal pleasure/ Under the able guidance of the Professor.
  • abastab | 61.95.189.252 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:২৮493582
  • অভ্যুদয়-কে এত করে বললুম পরীক্ষার গপ্পো না বলতে। তবে জিওলজি পরীক্ষার গপ্পো বলা যায়। আমাদের জিওলজি পরীক্ষার আগে দেখা গেল যে মাস্টারমশাই উৎসাহের বশে পড়িয়েছেন অনেক অতএব বলা হলো ওপেন নোট পরীক্ষা হোক। কিন্তু জিওলজি তো আর অঙ্ক নয় ওতে আর ওপেন নোট হলে থাকে কি অতএব মাস্টারমশাই বললেন ওপেন নোট নয় ওপেন বুক। উনি সুনিশ্চিত যে এ ছেলেরা জিওলজির বই ওল্টাবে না। তার পরে আরকি সবাই মিলে লাইব্রেরী খালি করে জিওলজির বড় বড় সাইজের বই নিয়ে গেল আর তার প্রথমে যে খালি জায়গা থাকে সেখানে অতি ক্ষুদে ক্ষুদে হরফে নোট কপি হয়ে গেল। আমি উইকএন্ডে বাড়ি গিয়েছিলাম আর আমার ঘটে ও বুদ্ধি আসেনি অতএব যা পারলাম মুখস্থ করে এলাম। পরীক্ষা শুরু হতে মাস্টারমশাই কান্ড দেখে থ। ওপেন নোটের পারমিশন দিয়ে দিলেন। সবার ঝুড়ি ঝুড়ি নম্বর।

    আই এস আইএর ছেলেদের জিওলজি/ সোশিওলজি র ফান্ডায় একদম বিশ্বাস করবেন না।
  • Abhyu | 97.81.108.226 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:৫২493583
  • দিল্লীতে সি এস ওর অনেক গল্প আছে। আজ রাত হয়েছে, কাল বলব। তবে সিএসওর পরীক্ষাগুলোতে সাঙ্ঘাতিক কাণ্ড হত। আনঅফিসিয়ালি ওপেন নোট। কিন্তু তাতেই বা কি? দশ খানা বড়ো বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটার জন্যে আট পাতা নোট। কি করা যাবে? প্রতি প্যারার প্রথম লাইন, শেষ লাইন, প্রথম লাইন, শেষ লাইন, প্রথম লাইন, শেষ লাইন ...
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১০:৫২493584
  • এই প্রার্থনাসঙ্গীত যতটা মনে আছে লিখে দিলাম, আরো কিছু ছিল কি ?

    বড় হয়ে স্ট্যাট আমি পড়াব যখন
    কোরো না কোরো না মরে অসিতবরণ
    যেন মাল্টু নামাতে পারি যখন তখন
    দ করে করো মোরে সুখরঞ্জন

    প্রবাল হইব আমি কপালাতে নাই
    বি ভি রাও হতে আমি কোন মুখে চাই
    হইতে পারিব না ভীমশংকরণ
    অতএব করো মোরে সুখরঞ্জন

    ছেলেরা আমার ক্লাস কাটিবে যখন
    দিই যেন তাহাদের বাঁশটি এমন
    মনেতে রাখিবে তারা সারাটি জীবন
    শিক্ষক ছিল এক সুখরঞ্জন
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১০:৫৩493585
  • উপস ! 'মরে অসিতবরণ' না, 'মোরে অসিতবরণ' ।
  • T | 14.139.128.11 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:৩৫493586
  • আচ্ছা, এই 'ড্যাড' বলে যাঁর কথা বলা হচ্ছে উনি কি সেই বি ই কলেজের ড্যাড। আই এস আই তে এমটেকের জন্য কিছুকাল ছিলেন। সর্বদা গেমস নিয়ে ব্যস্ত থাকতেন এবং যিনি বর্তমানে ম্যারিকায় গিয়ে সর্বদা ৩ডি গেমসে ব্যস্ত!
  • a | 125.16.135.194 | ২৪ অক্টোবর ২০১১ ১৬:২৯493587
  • কোন সালের ড্যাড বলুনতো?
  • T | 14.139.128.11 | ২৪ অক্টোবর ২০১১ ১৬:৪২493588
  • ২০০৬ আই এস আই, এম টেক পাস আউট।
  • maximin | 59.93.210.179 | ২৫ অক্টোবর ২০১১ ০০:২৪493589
  • কিন্তু প্রশান্ত মহলানবিসকে নিয়ে লেখা সেই বিখ্যাত কবিতাটা?
  • a | 208.240.243.170 | ২৫ অক্টোবর ২০১১ ০০:৪৬493590
  • ২০০৩ সালের বি এ কালেজ কি? তাইলে বেজায় চিনি :)
  • T | 14.139.128.11 | ২৫ অক্টোবর ২০১১ ০০:৫০493591
  • হ্যাঁ ২০০৩ ই বটে।
  • a | 208.240.243.170 | ২৫ অক্টোবর ২০১১ ০১:১০493593
  • যাতা তো, ড্যাডকে বলবেন আমার কথা, পার্লে ধরে আনুন এখেনে।
    না এলে, বলবেন আমি ওর হোস্টেলের কীর্তিকলাপ ফাস করে দেব :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন