এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩৬৪৫ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ১৯ অক্টোবর ২০১১ ২২:০২494043
  • বাপ রে, কতো আই এস আই এর লোক গুরু পড়ে!!
  • nabagato | 212.23.103.97 | ১৯ অক্টোবর ২০১১ ২২:০৯494044
  • এই টৈ টা খুব enjoy করছি। কয়েক টা গল্প হয় তো কেউ already লিখেছে, তাও লিখি। যশো isi delhicso training করতে গিয়েছে, বিকেলে সবাই ভাটাছে বেজায় গরম। যশো গান ধরলো মেঘ মল্লার গাইছি বলে, সে যে কি জিনিস যারা জানে বুঝ তে পারছে । তো তার ঘন্টা দুই পর দু প্‌শ্‌লা বৃশটি এলো। যশো বললো কি কেমন দিলাম, লোকজন বললো গান আর বৃশটি র মধ্যে তো দু ঘন্টা র gap। যশো cool হেসে বললো আরে বুঝলি না ওটা বিলম্বিত ছিল।
  • siki | 122.177.184.103 | ১৯ অক্টোবর ২০১১ ২২:২৭494045
  • log g + log o
    -------------------
    log i + log n


    অর্থাৎ,

    log go
    -------
    log in


    অর্থাৎ,

    log (in) go

    মানে

    log go to the base in

    ক্লু ছিল: লোগ, গো টু দি বেসিন।

    মেসের বেসিনের নিচে ছিল পরের ক্লু। ইত্যাদি।
  • nabagata | 212.23.103.97 | ১৯ অক্টোবর ২০১১ ২২:২৮494046
  • আচ্ছা, calculus এর সেই গাড্ডাটা আজ আর নেই (coffee house এর সুরে) এই গানটা পুরো কারো মনে আছে? আর, আরেকটূ আগের পারবোনা হতে আমি ভীমশম্‌করন, দয়া করে কোরো মোরে সুখরনজন?
  • aka | 117.194.4.94 | ১৯ অক্টোবর ২০১১ ২৩:৩০494047
  • যশোর গলায় স্টেপ ফাংশনে ইয়ে লাল ছড়ি কেয়া খুব লড়ি শুনে আমি ফিদা হয়ে গিয়েছিলাঅছম। এমনকি অ্যানালিসিসেসের আন্ডুর হাতছানিও কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম।
  • Abhyu | 97.81.66.75 | ১৯ অক্টোবর ২০১১ ২৩:৩৪494048
  • মেসের দেয়ালে ঠাকুর আর স্বামী বিবেকানন্দের ফটো চেটানো ছিলো। তার কাছের টেবিলে ক্লু রাখা ছিল।
  • dukhe | 117.194.241.133 | ১৯ অক্টোবর ২০১১ ২৩:৪৯494049
  • নিধানের গল্প আমার লেখার কথা নয় । অন্য লোক আছে । তবে এটা নিধানেরও বটে, যশোরও বটে । কাজেই বেনিফিট অফ ডাউট নিলাম ।

    সেবার কী একটা ঝামেলা হস্টেলে । আন্দোলনের মিটিং হচ্ছে (ঐ একবারই হয়েছিল বোধহয়) । উত্তেজনার মুখে নিধান বলল - Wedirectorgototen. (নিধানীয় মতে বাংলা - আমরা দশটার সময় ডিরেক্টরের কাছে যাব ।)

    যশোর মন্তব্য - ঐ দ্যাখ - নিধান কেমন ফোরট্রানে ইংরিজি বলছে ।
  • dukhe | 117.194.241.133 | ১৯ অক্টোবর ২০১১ ২৩:৫০494050
  • ক্যালকুলাসের গানটায় এত্ত এত্ত কনটেক্সট যে ওটা অনেকেই কিস্যু বুঝতে পারবে না ।
  • Abhyu | 128.192.7.51 | ২০ অক্টোবর ২০১১ ০০:০৮494051
  • দেবর্ষি রাগ আই এস আই রাগের আলাপ গাইল - মা গা, মা গা রে, গা ধা, মা গা রে -
  • Abhyu | 128.192.7.51 | ২০ অক্টোবর ২০১১ ০০:১০493505
  • RDGর লার্জ স্যাম্পল ক্লাসে বোর্ডে লেখা দ্যাখা গেল - 2+2--> 5 for extremely large values of 2.
  • Abhyu | 128.192.7.51 | ২০ অক্টোবর ২০১১ ০০:১৭493506
  • একজন সুইপার ছিল বানোয়ারীলাল। এই অবাস্তবদা বা ওদের ব্যাচেরই কেউ আমাকে বলেছিল যে বানোয়ারীলাল ওর থেকে বেটার ফর্ট্রান জানে, কারণ ওকে তন্দ্রা রাও পড়িয়েছিলেন :)

    আমাদেরও তন্দ্রা রায় পড়িয়েছিলেন, সে আর এক গল্প!
  • Abhyu | 128.192.7.51 | ২০ অক্টোবর ২০১১ ০০:৩৪493507
  • এই বানোয়ারীলাল বাবু যে কি সাঙ্ঘাতিক লোক ছিলেন কি বলব। একদিন পলু পাল বলল - সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি বানোয়ারী আমারই একটা টি শার্ট পরে আমারই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার হাঁ মুখ দেখে বলল 'বাবু আমি এই জামাটা নিইছি।'
  • Abhyu | 128.192.7.51 | ২০ অক্টোবর ২০১১ ০০:৪৮493508
  • কপি পেস্ট

    ==========

    Name:agantukMail:Country:

    IPAddress:128.48.203.91Date:03Jun2008 -- 11:42PM

    অজ এবং অভ্যু, ইনি নিধান চৌধুরী-ই বটে, এখনো কেস ওএস্টার্নে পড়ায় নাকি?

    কথা বাড়ানোর আগে একটা ছোটো টীকার প্রয়োজন আছে। ল্যাদোষবাবু কাল আমার পোস্টটা দেখে চোখ কপালে তুলে বললেন, এ সব কি বানান লিখেছিস রে! তারপর অবশ্য যোগ করলেন, ও, নিধানের গল্প, তাহলে ঠিক আছে। নিধান 'স' আরঁ ছড়া কথা বলত না, ইংরেজিতে যুক্তাক্ষর দিত, একবার 'দিব্যেন্দু' বানানে হর্স্ব এবং দীর্ঘ ইকার দুই দিয়ে বলেছিল 'একটা তো ঠিক হবে', আর শুদ্ধসত্ত বানান করেছিল দুটো 'ষ' দিয়ে। আর সেই বিখ্যাত sociology পরীক্ষায় psychology শব্দটা তেরোবার লিখেছিল আটরকম বিভিন্ন ভুল বানান ঘুরিয়ে ফিরিয়ে।

    আর অপূর্বদাকে নিয়ে তো গল্পের শেষ নেই। আমার এক ব্যাচ জুনিয়ররা তো পুরো ফার্স্ট সেমেস্টার ধরে জানত যে অপূর্বদাই ডীন! ডীন্স অফিস আলো করে বসে থাকেন, সব কাজ ওনার হাতেই হয়, উনি ছাড়া আর কে ডীন হবেন? অনির্বান মাঝে মাঝেই বলত, জানিস তো, আমার সাথে ডীনের হেভী দোস্তি, আজকে সকালে ডীন বনহুগলীর বাসে আমার ভাড়া কেটে দিয়েছে। তবে তাতে কি? বিবেক ম্যাঙ্গিপুডি তো বি স্টাটের পাঁচ সেমেস্টার করে হাওয়া হয়ে যায়, তারপর একদিন হঠাৎ চলে আসে 'ডিগ্রী' নিতে, ও নাকি জানতই না যে তখনো আরো ছ'মাস ক্লাস বাকি!

    এবার নিধানের আর একটা গল্প। নিধান তখন আমেরিকায় গ্‌র্‌যাড স্টুডেন্ট, প্রথমবার দেশে ফিরে আইএসাই এসেছে, আমরা বয়েজ হস্টেলে বসে ভাট মারছি, এমন সময় ও হঠাৎ বলে উঠলো যে ও নাকি ইন্টারনেটে একটা লেসবিয়ান ক্লাব আর একটা বাইসেক্সুয়াল ক্লাব জয়েন করেছে। আর যায় কোথায়, আমরা তো তেড়ে উঠেছি, কি সব আজে বাজে বকছিস, বাইসেক্সুআল মানে জানিস? নিধান একটু দমে গিয়ে কিছুক্ষন ভেবে বলেছে, জানব না কেন, কত রকম বাঈ আছে, মীরাবাঈ, অমুকবাঈ, তমুকবাঈ ...

    Name:AbhyuMail:Country:

    IPAddress:71.59.3.22Date:04Jun2008 -- 12:08AM

    মৌলিনাথ ব্যানার্জ্জী বলে একটা ছেলে ছিল। নানা রকম ইন্টারেস্টিং স্বপ্ন দেখত। একদিন স্বপ্ন দেখল একটা ৩৫০ X ৩৫০ matrix ওকে তাড়া করেছে - ধরতে পারলেই মৌলিকে ইনভার্ট করে দেবে!

    Name:arjoMail:Country:

    IPAddress:168.26.215.54Date:04Jun2008 -- 12:13AM

    অভ্যু এ প্রসঙ্গে মণিদার স্বপ্ন টা সাংঘাতিক। মণিদা নাকি ঘরের মধ্যে চেয়ারে বসে আছে। আর ঘরভর্ত্তি জিরো। জিরো যেই চেয়ারের তলায় আসছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে।

    Name:agantukMail:Country:

    IPAddress:128.48.203.91Date:04Jun2008 -- 12:20AM

    ওরেব্বাবা, মৌলীনাথ! মৌলী সানিভেলে আমার বাড়িতে বসে ডিনার খেতে খেতে খুব আবেগ দিয়ে মাথা নেড়ে বলেছিল, আমি কিছুতেই আমেরিকার অনারারি সিটিজেনশিপ নেব না, এর খুব করে ধরলেও নেব না, আর রাজেশ আর চিরু আর আমি একসাথে বিষম খেয়ে প্রায় মরতে যাচ্ছিলাম। (তখন মৌলীনাথ সবে পিএইচডি শুরু করেছে।)

    Name:AbhyuMail:Country:

    IPAddress:71.59.3.22Date:04Jun2008 -- 07:43AM

    আই এস আই-তে একবার টাইম সিরিজ পড়ানোর লোক নেই। শেষে ক্যালকাটা ইউনি থেকে সুগত সেন রায় বলে এক জনকে এনে দেওয়া হল। ভদ্রলোক গুচ্ছ বাজে পড়াতেন। তার উপর প্রথম পরীক্ষায় মুখস্ত করার কিছু দেবেন না বলে ৩ পাতা জোড়া অ্যালগো মুখস্ত লিখতে দিলেন। সুতরাং দ্বিতীয় পরীক্ষার আগে আমাদের ব্যবস্থা নিতেই হল। একটা জিনিস উনি পড়িয়েছিলেন এবং সেটা পরীক্ষায় দেবেন না কথা দিয়েছিলেন। অতয়েব সেটা আসবে বোঝা গেল। এবার কি করা যায়? ঐ জিনিস মুখস্ত করা কারো পক্ষেই সম্ভব না। আমরা করলাম কি, বোর্ডে লিখে হাল্কা করে মুছে দিলাম। খেয়াল না করলে বোঝা যাবে না। ডাস্টারগুলোকে বোর্ডের উপর তুলে দেওয়া হল (ভদ্রলোক বেঁটে ছিলেন) আর অন্য ক্লাসরুম থেকে ডাস্টারগুলো সরিয়ে ফেলা হল।

    যথারীতি পরীক্ষায় সেটা এল। আমরা খাতা পেয়েই লিখতে আরম্ভ করলাম। মিনিট দশ-পনের পরে উনি রিয়েলাইজ করলেন ব্যাপারটা, কিন্তু ডাস্টার তো হাতের নাগালে নেই :)

    উনি একবার ক্লাস থেকে বেরোলেন আবার একটু পরে খুব গম্ভীর মুখে ক্লাসে ঢুকে চেয়ারে বসে পড়লেন। পরে শুনেছিলাম যে উনি নাকি ছবিদাকেও (ডীনস অফিসে) ডাস্টার আছে কি না জিগ্গেস করেছিলেন।

  • Abhyu | 128.192.7.51 | ২০ অক্টোবর ২০১১ ০০:৫৫493509
  • আমাদের ব্যাচের নিরঞ্জন অ্যাডিশনাল ফিজিক্স নিয়েছিল (পড়াশুনায় খুব ভালো। ক্যালটেক থেকে পোস্ট ডক করে এখন আই আই টি বম্বে) তো তাকে মাস্টারমশাই (নাম ভুলে গেছি) ডেকে বললেন - খুব ভালো পরীক্ষা দিয়েছ - আমি তো আশাই করি নি - ইত্যাদি।

    খাতা বেরোলে দেখা গেল ৬০ পেয়েছে - নিরঞ্জন রেগে কাঁই - ব্যাটা আমাকে কি মনে করে?
  • Abhyu | 128.192.7.51 | ২০ অক্টোবর ২০১১ ০১:৪৯493510
  • ভালো কথা, আমার লেখা গল্পগুলো ১০০% সত্যি নাও হতে পারে - জীবন গিয়েছে চলে দশ দশ বছরের পার - দোষ ধরবেন না।
  • ridhhiman | 108.194.169.197 | ২০ অক্টোবর ২০১১ ০৬:২৪493511
  • অভ্যু বাবু বলতে বাধ্য হলাম, ওটা একটা চরম বাজে ক্লু। সিকির টা একটু ক্লাস ১১ এর এলজেবরা রিভাইস করে তাও করা যায়। এখানে ম্যাক্সিমাইজ টা কোথায় কাজে লাগান হচ্ছে, জানতে পারি।
    ভাবলাম কোন শব্দের খেলা হবে, মেসের ডেরিভেটিব নিতে হবে, কোথায় কি? পুরো চন্দ্রিলের কবিতা হয়ে গেল।
  • Abhyu | 97.81.66.75 | ২০ অক্টোবর ২০১১ ০৭:০৯493512
  • বেশ তো।
  • abastab | 61.95.189.252 | ২০ অক্টোবর ২০১১ ০৮:৪৬493513
  • পরীক্ষার গপ্পোগুলো কিন্তু না বলাই ভালো।

    ঋদ্ধিমানের আরেকখান প্রশ্নের উত্তর দি। প্রশ্নটা 0 exist করে কি না তা নিয়ে নয় তবে আমাদের ব্যাচের কয়েকজনের যেটা হজম করতে সময় লেগেছিল সেটা হল every subset of natural numbers has a least element. ক্লাস শুরু হয়েছিল Dulal's palm candy কি জিনিস কে জানে তাই দিয়ে। যথারীতি জনৈক উৎসহী ছাত্র দুহাত তুলে লাফাতে শুরু করলো ও জানে। দু মিনিট পরে বোঝা গেলো যে ব্যাপারটা অত সোজা নয় কারণ বস্তুটি well defined কিনা তা নিয়ে সমস্যা আছে। ক্লাস শুরু হলো বাস্তব সংখ্যার এক সংজ্ঞা দিয়ে ক্রমে ক্রমে স্বাভাবিক সংখ্যাও এলো এবং তারপরে ঐ প্রোপোসিশন।
  • dukhe | 122.160.114.85 | ২০ অক্টোবর ২০১১ ০৯:৫২493514
  • পরীক্ষার গল্পই বলি ।
    সৌম্যজিতের প্রতিভা ছিল আপাদমস্তক মুখস্থ করে ফেলার । শোনা যায় বই খুলে লাইন বাই লাইন এইভাবে মাগগা মারত -
    "লেট এক্স বি আ রžয়ান্ডম ভ্যারিয়েবল লেট ওয়াই, লেট এক্স বি আ রžয়ান্ডম ভ্যারিয়েবল লেট ওয়াই, বি অ্যানাদার রžয়ান্ডম ভ্যারিয়েবল সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই, বি অ্যানাদার রžয়ান্ডম ভ্যারিয়েবল সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই" ইত্যাদি ।
    একবার পরীক্ষায় একখানা প্রুফ লিখতে লিখতে হঠাৎ মাঝখানে ভুলে গেছে । তখন উল্টোদিক থেকে আওড়ে নিচ থেকে লিখে ওপরে প্রুফটা কমপ্লিট করেছিল ।
    আরেকবার - সৌম্যজিৎ পড়ে গেছে x,y দিয়ে, কিন্তু পরীক্ষায় p,q দিয়ে এসেছে । একই অঙ্ক ।
    সৌম্যজিতের উত্তর শুরু হল - Fornotationalsimplicity, letp=xandq=y.
  • abastab | 61.95.189.252 | ২০ অক্টোবর ২০১১ ১১:২৯493517
  • এগুলো সব নির্বিষ গপ্পো। জনৈক ছাত্র পরীক্ষা দিচ্ছে লিনিয়ার মডেলস। মুখস্থ করেছে দুটি বই থেকে একটিতে আলফা, বিটা, গামা আর অন্যটিতে একই জিনিস a,b,c। শেষ লাইনে নোট আলফা=a, বিটা=b ইত্যাদি, যে টুকু লিখলামনা সেটা হলো নোট যে লিখতে হবে সেটা কি করে ডিটেক্টেড হলো।
  • Bratin | 122.248.183.1 | ২০ অক্টোবর ২০১১ ১১:২৯493516
  • দুখে :-))

    আচ্ছা সেই বিখ্যাত 'আনন্দম' সিনেমা হলের কথা হবে না? যেখানে বড়দের সিনেমা দেখানো হত।
  • dukhe | 122.160.114.85 | ২০ অক্টোবর ২০১১ ১১:৪৬493518
  • Proofbycontradiction অঙ্কের একটি চালু টেকনিক । আই এস আই এর এক ছাত্র এটাকে উলটে নিয়েছিল ।
    কী প্রুফ করতে দিয়েছিল এখন খেয়াল নেই - উইদাউট লস অফ জেনেরালিটি, ধরা যাক পাতি (a+b) wholesquare এর ফর্মুলা ।
    ছেলেটি এগোল এভাবে -

    Supposeitistrue.
    Therefore, 2ab= (a+b)^2 - a^2 - b^2
    ie, ab= ((a+b)^2 - a^2 - b^2))/2
    ie, 4ab= ((a+b)^2 - a^2 - b^2))*2

    এই জাতীয় আরো কিছু আবোলতাবোল ।

    এবং তারপর -
    So, wecannotreachanycontradictioninfiniteno.ofsteps.Hence, byfinitecontradictiontheorem, itistrue.

  • siki | 122.177.184.103 | ২০ অক্টোবর ২০১১ ১২:১৬493519
  • আমরা তো আইয়েসাই ছিলাম না, আমাদের র‌্যাগিংয়ে দুটো অংকের কোচ্চেন করা হত।

    ১। তোর এইচ এসে পাওয়া নাম্বারকে a^b + b^a) ফর্মে প্রকাশ কর (^ = to the power)।

    ২। a=b দিয়ে প্রমাণ কর 2a=b
  • nabagata | 212.23.103.7 | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪২493520
  • স্বপ্নের কথা যখন উঠলো isid র সন্দীপনদার স্বপ্ন নিয়ে কি আর্য লিখবে?
  • anandaB | 135.214.154.104 | ২০ অক্টোবর ২০১১ ২২:০৬493521
  • আবার এই সোম্যজিৎ ই শুধুমাত্র দিল্লি স্কুলের মেয়েকে পড়াতে হবে বলে একমাস (বা ঐ রকমই কাছাকাছি সময়ের মধ্যে) Herstein -এর Algebra বই টা শেষ করে ফেলেছিল তাসুদা আর অরূপ-দার পেছনে আঠার মত লেগে থেকে

    অথচ B-Stat-এ নাকি ও সিম্পলি মাগিয়ে পাস করেছিল, যেরকম টা দুখে বললেন

    ভীষণ interesting একটা ছেলে
  • aka | 117.194.3.70 | ২১ অক্টোবর ২০১১ ০০:১৩493522
  • ও নবাগত তো মেগাস্টার, বুইলাম। বড্ড ঝামেলায় আছি। কলকাতা আমারে পাগল করেছে। এক দুই লাইনের বেশি লেখার সময় নেই।
  • Abhyu | 128.192.7.51 | ২১ অক্টোবর ২০১১ ০০:৩৪493523
  • মানে মেগুদা?
  • Abhyu | 128.192.7.51 | ২১ অক্টোবর ২০১১ ০০:৩৯493525
  • পরীক্ষা নিয়ে দু চাট্টি কথা তো বলতেই হয়। প্রথম সেমিস্টারে এ বি রাহা ফাইনালে এমন কোশ্ন করলেন যে চোখে অন্ধকার। খাতা বেরোলে দেখা গেল সবাই অনেক নম্বর পেয়েছে। কেউ একজন শেষে আসল গল্প ফাঁস করে দিল। পেপারটা নাকি আসলে জনৈক গোস্বামীর সেট করা। রাহা বাবু ছেলেদের দু:খ বুঝে ঢেলে নম্বর দিয়েছিলেন।

    পু: খোলা পাতায় এর থেকে বেশি লেখা গেল না :)
  • aka | 117.194.3.70 | ২১ অক্টোবর ২০১১ ০০:৩৯493524
  • ক¾ট্রাডিকশন দিয়ে সহজেই প্রমাণ করা যায় নবাগত == মেগাস্টার। তার থেকে অভ্যু কি কনক্লুশন ড্র করে তার দায়িত্ব কর্ট্রিপক্ষের নয়।
  • aka | 117.194.3.70 | ২১ অক্টোবর ২০১১ ০০:৪৬493527
  • মাল্টি ভ্যাড়িয়েট পরীক্ষার আগের রাতে কি জানি একটা বুঝতে পারছি না। জনৈক গোস্বামি ডীনার টেবিলে বসে বসে যা বললেন তাতেই কাফি, ভয়াবহ প্রথম সেমে মুখ রক্ষা করেছিল মাল্টাই ভ্যারিয়েট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন