এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩২৭৭ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 97.81.88.18 | ০৭ নভেম্বর ২০১১ ০৮:৫৮493694
  • হ্যাঁ এই গল্পটা খুবই বিশ্বাসযোগ্য। কতো লোক যে ওনাকে ফোর্থ ক্লাস স্টাফ আর অপূর্বদাকেই আসল ডীন ভাবত তার সীমা নেই।

    আমাদের ব্যাচে মৃদুল চান্স পাওয়ার পরে ফর্ম ফিল আপ করতে গিয়েছিল একদম খালি হাতে, একটা পেনও নিয়ে যায় নি। শেষ পর্যন্ত পলু পালের পেন ধার করে ফর্ম ফিল আপ করে।
  • abastab | 61.95.189.252 | ০৭ নভেম্বর ২০১১ ০৯:০৮493695
  • আরেকটা ইন্টারভিউ-এর গপ্পো বলি। জনৈক ছাত্র ইন্টারভিউ দিতে গেছে। ঢুকতেই প্রথম প্রশ্ন কিসে উত্তর দেবে বাংলায় না ইংরিজীতে। শুনে ছেলের ধড়ে প্রাণ এলো। ইন্টারভিউ ভালই হলো। ছেলে শুনে এসেছে আই এস আই মানেই সাউথ ইন্ডিয়ান প্রোফেসর, অতএব সে বাইরে বেড়িয়ে বন্ধুদের জানালো দু জন দক্ষিণ ভারতীয় প্রশ্ন ধরলেন। একজনের মুখে বসন্তের দাগ তার বাংলা শুনে বোঝা যায় যে উনি বাঙালী নন কিন্তু অন্য জনের বাংলা শুনে ধরা যায় না। ক্লাস শুরু হল, ক্যালকুলাস পড়াবেন সোমেশ বাগচী, এ কি এ যে দেখি সেই সাউথ ইন্ডিয়ান।
  • abastab | 61.95.189.252 | ০৭ নভেম্বর ২০১১ ০৯:১১493696
  • সুরেশ সারা দিনে একবারই হাসত প্রণয় রায়ের চ্যানেলে আবহাওয়ার খবর শুনে। আর সে হাসি দেখার জন্য আরো অনেকে আবহাওয়ার খবর দেখতো।
  • Abhyu | 97.81.88.18 | ০৭ নভেম্বর ২০১১ ০৯:২০493697
  • আর মুখে বসন্তের দাগ কি JKG???

    JKG বলতে মনে পড়ল - উনি M2তে বেসিয়ান পড়াতেন। কি পড়াতেন সে কেউ বুঝত না। টিভিতে সিরিয়াল হচ্ছে - জয়ন্ত মানিক - দারোগা বলল - জয়ন্তবাবু তো নিজের কথাই বলে গেলেন। জনৈক ছাত্রের বক্তব্য - সে আর নতুন কি, রোজই তো ক্লাসে হয়।
  • abastab | 61.95.189.252 | ০৭ নভেম্বর ২০১১ ০৯:৩১493698
  • না না TK

    M Stat ফাইন্যাল সেমেস্টার আমাদের advanced inferemce পড়াবে ঘোষালদা আর jkg পড়াবেন জুনিয়র এক ব্যাচকে। এদিকে jkg-র ক্লাস করার ওটাই শেষ সুযোগ অতএব বিরাট সেন্টু দিয়ে ইমেল করা হল। সে সেমেস্টারে উনি দুটো কোর্স পড়িয়েছিলেন, শিখেছিলাম Dirichlet Process. আর সেই মারাত্মক উদ্ধৃতি যা আমার এক সীনিয়রের মুখে এখনো প্রায় রোজই শুনি, Teacher's job is, introducing the subject properly
  • Bratin | 122.248.183.1 | ০৭ নভেম্বর ২০১১ ১০:১৩493699
  • ইন্টারভিয়্যু নিয়ে আমার নিজের exp । ঘরে ঢুকে দেখি জনা দশেক স্যার বসে আছেন। আর ২ টো ইন্টারভিয়্যু র মাঝে নিজেদের মধ্যে খোশ গল্প করছেন। আমি ঢুকে হেভি ঘেঁটে আছি অত জন কে দেখে। সেই সময় কেউ এক জন বললেন ব্ল্যাকবোর্ড যাও। তো গেছি। কেউ একজন কিছু একটা প্রশ্ন করেছেন । আমি বাংলা মিডিয়ামের ছাত্র। কিসে উত্তর দেব ইত:স্তত করছি এমন সময় এক ভদ্রলোক দিব্যি বাংলায় বললেন তুমি বাংলাতেই বলো। এখানে আমি ছাড়া সবাই বাঙালী। বলেই হো হো করে প্রাণখোলা হাসি। উনি ড: আর জে পান্ডে।
  • dukhe | 122.160.114.85 | ০৭ নভেম্বর ২০১১ ১০:২০493700
  • একবার এক পরীক্ষায় সবার হাল খুব খারাপ হল । ক্লাসের কিছু ছেলে এক প্রথিতযশা মুরগীকে গিয়ে ধরল - স্যারকে মারতে গুণ্ডা লাগানো হবে, চাঁদা দে । সে কিছুক্ষণ কিন্তু কিন্তু করে কিছু টাকা বের করে দিল । একটু পরে 'অমিত দেবের জন্মদিন' উপলক্ষে জনতা কিশোরদার দোকানে আইসক্রিমও খেয়ে এল, সেই ছাত্রটিও তাদের মধ্যে, বেচারা টেরও পেল না তারই দেওয়া চাঁদার টাকায় মোচ্ছব । রাত্রে ক্লাসেরই কিছু ছেলে তাকে ধরে ছিছিক্কার - তোর বাবার বয়সী একজন মাস্টারমশাইকে মারতে তুই গুণ্ডা লাগাচ্ছিস ! পরের দিন একজন রটিয়ে দিল - ব্যাপারটা স্যারের কানে পৌঁছেছে, তোকে দেখা করতে বলেছেন । বেচারা তড়িঘড়ি বাড়ি গিয়ে তিনদিন গা ঢাকা দিয়ে তারপর ফিরল ।
    এই ছোঁড়াই বাড়িতে শিল্পা শেঠির (বা সমগোত্রীয় অন্য কেউও হতে পারে) একটি স্বল্পবাস ছবি নিয়ে বাথরুমে ঢুকত । একবার ভুলক্রমে সেটি বাথরুমেই ফেলে আসে । ছবিটি তার মায়ের হাতে পড়ে । তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ছেলেকে ভর্ৎসনা শুরু করলে পাষণ্ডটি বিস্মিতকণ্ঠে বলে - তুমি কিছু না জেনেই আমাকে বকছ, দ্যাখো বাবা হয়তো -
  • Bratin | 122.248.183.1 | ০৭ নভেম্বর ২০১১ ১২:২১493701
  • দুখে র ,দ্বিতীয় গল্প টিতে জল থাকার সম্ভাবনা প্রায় ৯০%। আপনারা কি বলেন? :-))
  • Bratin | 122.248.183.1 | ০৭ নভেম্বর ২০১১ ১৩:৩৬493702
  • দুখের সাথে মুলাকাত হল। ভারী শান্ত ছেলে ( অবশ্য আমি থাকলে ই কেই বা বেশী কথা বলার সুযোগ পায়!)

    আজকের মেনু:

    ভাত,ডাল, জিরে জিরে আলু ভাজা,চিংড়ির মালইকারি, পার্শে , চেতল, আমসত্ব খেঁজুরে র চাটনি। সময়াভাবে ডেসার্ট খাওয়া হল না।
  • dukhe | 122.160.114.85 | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৪493704
  • ব্রতীন আমাকে শিবুদার তরফ থেকে হাই বলে গেল । যদিও সেটা ইঞ্জিরি হাই না বাংলা হায় (শাস্ত্রী ইস্পেশাল) জানায়নি ।
  • aka | 75.76.118.96 | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪১493705
  • এই প্রথম দেখলাম অমিত দেব কে কেউ DAM IT বলল না।
  • Abhyu | 97.81.74.73 | ১০ নভেম্বর ২০১১ ০৮:০৪493706
  • আমাদের ব্যাচে ঋতব্রত মুন্সী নামে একজন জিনিয়াস পড়ত। সে বিটু থেকেই টি আই এফ আরে যাতায়াত শুরু করে। এমটু হয়ে যাবার পরে প্রিন্সটন আসার আগেও তার একবার TIFR যাবার ইচ্ছে হল। কার্তিক শুনে বলল - some people never learn!
  • abastab | 61.95.189.252 | ১০ নভেম্বর ২০১১ ০৮:২৪493708
  • ব্রতিন দুখের গপ্পে এক ফোঁটাও জল নেই।
  • nk | 151.141.84.194 | ১০ নভেম্বর ২০১১ ০৮:২৪493707
  • আহা বেচারার হয়তো টান ছিলো। :-)
  • Abhyu | 97.81.74.73 | ১০ নভেম্বর ২০১১ ০৮:৪৬493709
  • একজন খুব উত্তেজিত হয়ে লাউঞ্জে এসে হাঁপাতে হাঁপাতে বলল - আরে আজকে বাসস্ট্যাণ্ডে নেমে দেখি একটা জাপানী লোক, সঙ্গে তার বউটাও জাপানী, আর সবচেয়ে আশ্চর্যের হল ওদের বাচ্চাটাও জাপানী।

    (ছেলেটির উত্তেজনার কারণ ছিল বনহুগলীতে জাপানী পরিবার খুব সহজলভ্য নয়)
  • dukhe | 117.194.244.255 | ১০ নভেম্বর ২০১১ ১২:১৩493710
  • বহরমপুরের ছেলে প্রণবদা আমাদের সিনিয়র । একদিন বনহুগলীর দিকে বৈকালিক ভ্রমণ সেরে এসে হস্টেলে বন্ধুদের কাছে নিজের চমকপ্রদ অভিজ্ঞতা বর্ণনা করছে ।
    - বুঝলি বনহুগলীর মোড়েই দেখি মারুত থেকে নামল একটা মেয়ে । দুর্ধর্ষ দেখতে । মানে হিরৈন-টিরৈন হওয়া কোন ব্যাপার না ।
    - বলিস কী !
    - হ্যাঁ রে । কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ, একটা গগলস কপালের ওপর তুলে রেখেছে, জিনস আর টি-শার্ট পরা ।
    - তারপর ?
    - মেয়েটা তো মোড় থেকে বনহুগলীর রাস্তায় হাঁটতে লাগল । আমিও ফলো করলাম । ভেতরের দিক দিয়ে ডানলপের দিকে চলল । আমিও পিছু পিছু যাচ্ছি । ডানলপের কাছাকাছি - ঐ সোনা জেরক্সের দিকগুলো একটু ঘিঞ্জি, ভিড়ভাড় । তায় মেয়েটা যেদিকে যাচ্ছে, ভিড় বেড়ে যাচ্ছে । হাঁটাই মুশকিল ।
    - তারপর ? তারপর ?
    - (একটু থেমে) কথা বললাম ।
    - অ্যাঁ ! তুই মেয়েটার সঙ্গে কথা বললি ! কী বললি ? বাঙালী ?
    - ইংরেজিতেই বললাম ।
    - সর্বনাশ ! পানু, তুই ইংরেজি বললি ? সত্যি ? কী বললিটা কী ?
    - কী আবার বলব, এক্সকিউজ মি বলে পাশ দিয়ে বেরিয়ে গেলাম ।

  • Abhyu | 128.192.7.51 | ১০ নভেম্বর ২০১১ ২৩:৩৫493711
  • :)

    তোমাদের সময়ে তো একটা রসিদ-এ ৫০ টাকার বেশি জেরক্স দ্যাখানো যেত না, আমাদের সময় সে সব কোনো প্রবলেম ছিল না। তবু আমি বইয়ের রসিদই দিতাম - এই যেমন নারায়ণ স্যান্যালের লেখা না-মানুষী বিশ্বকোষ (ইলেক্টিভ বায়োলজির বই)।
  • dukhe | 122.160.114.85 | ১১ নভেম্বর ২০১১ ১০:১২493712
  • হস্টেলে একটা বাংলা লাইব্রেরি ছিল । সমীক্ষা । ইন্দ্রদার হাতে গড়া । ইন্দ্রদা, যাকে বলে, বাংলা সংস্কৃতির একজন ধারক ও বাহক । কালে সে নাকি বেলজিয়াম ও বার্মিংহামেও উচ্চকোটির বাংলা লাইব্রেরির পত্তন করেছিল । চাঁদার খাতা হাতে ইন্দ্রদাকে দেখলে অনেকেই খাটের তলায় ঢুকত, জনশ্রুতি ।
    টাকাপয়সা কিছু উঠলে ইন্দ্রদা বইপাড়ায় বই কিনতে যেত । সততার পরাকাষ্ঠা ইন্দ্রদার মোটিভ খুবই সরল - পাবলিক মানি, অতএব সর্বোচ্চ বেনিফিট আদায় করতে হবে । বইয়ের দোকানে গিয়ে শুরুই করত এই বলে - দেখিয়ে, হমলোগ আই এস আই সে আ রহে হ্যায়, স্টুডেন্ট হ্যায়, বাহোত সারে কিতাব লেঙ্গে, কুলমিলাকে কিতনা পড়েগা ?
    আপাদমস্তক বাংলা বইয়ের দোকানে গিয়ে ইন্দ্রদা হিন্দিতে এই আবেদন রাখত কেন - কেউই বুঝে উঠতে পারেনি । না বুঝে অক্ষম অনুকরণ করলে কী হয় তার নিদর্শন রেখেছিল নিধান । দোকানে গিয়ে একখান বই তুলে "হমলোগ আই এস আই সে আ রহে হ্যায়, স্টুডেন্ট হ্যায়" বলে দরদস্তুর শুরু করায় দোকানী দরজা দেখিয়ে দিয়েছিল (যদিও ফুটপাথের সেই দোকানে দরজা ছিল না) । বইটার দাম ছিল কুল্লে আড়াই টাকা ।

  • Abhyu | 97.81.74.73 | ১১ নভেম্বর ২০১১ ১০:১৮493713
  • এই সমীক্ষার চাঁদা তুলতে গিয়ে অভ্যুদয় নামে একটা জনতা নানা কাণ্ড করেছিল। দু:খের বিষয় তার জুনিয়ররা কেউ এই টইতে লেখে না :(
  • Abhyu | 97.81.74.73 | ১১ নভেম্বর ২০১১ ১০:২৮493715
  • অভ্যুদয় একবার নিয়ম করল, সময়ে বই ফেরত না দিলে G.P.তে ফাইন হবে, আর ফাইন কালেক্ট করা হবে মেস অ্যাকাউন্ট থেকে। অভ্যুদয়-ই মেস কনভেনর সুতরাং কারো আপত্তিতেই কিছু হল না। শেষ পর্যন্ত সিতো একটা ২০ টাকা দামের বইয়ের জন্যে ৮০ টাকা ফাইন দিয়েছিল।
    - আচ্ছা অভ্যুদয়, বইটা হারিয়ে গেলে কি হত?
    - কি আবার হত, তোমাকে নতুন বই কিনে দিতে হত।
    - আর কিছু না?
    - না।
    - তাহলে ধরে নে না বইটা হারিয়ে গেছে, আমি নতুন বই কিনে দিচ্ছি। আমার অনেক সস্তায় হয়।
    - তা তো হবে না, তুমি তো বই ফেরত দিয়েছ। আমি তো বেআইনি কিছু করতে পারি না।
  • aka | 75.76.118.96 | ১১ নভেম্বর ২০১১ ১১:২৪493716
  • ইদিকে প্রোবাবিলিটি দেখে মনে পড়ল রাহুল দা একবার প্রোবাবিলিটির কিছু একটা অ্যাসাইনমেন্ট দিয়ে বলেছিল বাকিটা জেরক্স করিয়ে নিও। জনৈক ছাত্রী কাটোরিয়া সরাইতে সেই অ্যাসাইনমেন্ট জেরক্স করাতে গেল। সেকালে যেমন হত জেরক্স দেখে কিছুই বোঝার উপায় নেই সেটা প্রোবাবিলিটির অ্যাসাইনমেন্ট না লিনিয়ার অ্যালজেব্রার। কিন্তু দাম যা নেবার তা তো নেবেই। শুনে ছাত্রী প্রচণ্ড চেঁচিয়ে উঠল - "ইয়ে জেরক্সকে লিয়ে আপ পঁচাত্তর পয়সা লেতে হ্যায় শুনলে মাথা মে রক্ত চড় যাতে হ্যায়'। অদ্ভূত ভাবে এই ছাত্রীই সি আর পার্কে নির্ভেজাল হিন্দি বলত।
  • Abhyu | 97.81.74.73 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩০493717
  • গুলিয়ে ফেলবেন না, নাও টেক ডাউন হচ্ছেন রাহুল মুখার্জ্জী আর জেরক্স করে নিও হচ্ছেন রাহুল রায়।
    (ইদিকে ব্রতীনদা বোধ হয় আগন্তুক আর অবাস্তবের আসল নাম নিয়ে খুব চাপে আছে মনে হচ্ছে, দুখেকে জিগ্গেশ করলেই পারে...)
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩৩493718
  • কালকে অরিন্দম দা ( সেনগুপ্ত) এই টই টা পড়তে দিয়েছি । পড়ে হেবি খুশী। মাঝে মাঝে আমাকে অবজেক্টিভ প্রশ্ন করছিল। অরিন্দম দা এখন CU তে পড়ায়।
  • Abhyu | 97.81.74.73 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩৫493719
  • আর ট্রাইএনিয়ালে সবদিক সামলায়।
  • dukhe | 122.160.114.85 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩৭493720
  • কিন্তু আগন্তুকের জন্মদিনে এট্টু চেপে ধরা হবে না ? আর কবে লিখবেন তিনি ?
  • aka | 75.76.118.96 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩৮493721
  • সবাই মোটামুটি দিল্লি গেছে, যেতেই হবে CSO আছে। তা একটা ধাঁধা দিয়ে যাই।

    দিল্লির হোস্টেলটা উড়ে যাচ্ছে না দেখে অবাক হবার কি আছে?
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:৪০493722
  • কিন্তু আমি কাউকে ওভাবে বলতাম না। যাই হোক। এটা নিজের নিজের রুচি এবং শিক্ষার প্রশ্ন । তারা কী ভাবে কোন ব্যাপারের নিজের রেসপোন্স করবে।

    দুখে :-))

    হমম, হ্যাঁ ঐ প্রোবাবলিটি র ব্যাপার টা বলেই চাপ হয়ে গেল।

    দুখে, আর এক দিন বসি। সেদিন তাড়াতাড়ি তে গল্প হলো ই না।
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:৪১493723
  • ধুর লস্ট পোস্ট টা ISI টই তে চলে গেল । দুখে পড়ে নাও।
  • Abhyu | 97.81.74.73 | ১১ নভেম্বর ২০১১ ১১:৪২493724
  • আর এই বোতিন্বাবু, আপুনি এট্টু ঠিক টইতে পোস্ট করলেও তো পারেন?

    আকা, অবাক হবার কি আছে?
  • aka | 75.76.118.96 | ১১ নভেম্বর ২০১১ ১১:৪৮493727
  • হোস্টেলের দুটো উইং আছে না।

    এমনই সব পিজে ধাঁধা দিত দেবপ্রিয়। সিরিয়াস উত্তরদাতা ছিলাম আমি আর শ্রীপর্ণাদি।

    এমনই আর একটা ছিল। দুই ছাত্র e এবং i। তারা ক্লাসে মারামারি করছে দেখার পরে স্যার ও ছাত্রদের মধ্যে কি কথোপকথন হবে। উত্তর হল কাট ওয়ার ইআই, ছাত্ররা জিজেঞে্‌স করবে স্যার আই, সব মিলিয়ে কাটোয়ারিয়া সরাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন