এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩২৬৪ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 117.194.98.217 | ১০ জানুয়ারি ২০১২ ১১:৫৪493794
  • :-))

    ইয়ে, তীর্থ দা, ডেটা টা কত বছরের?
  • kk | 76.114.73.71 | ১০ জানুয়ারি ২০১২ ২১:০২493795
  • তীর্থদা কে এখানে দেখে ভীষণ ভালো লাগছে। নিউ অর্লিয়েন্স নিয়ে লেখাটার কথা ভুলোনা তীর্থদা।
  • Du | 117.194.195.84 | ১০ জানুয়ারি ২০১২ ২২:৩৬493796
  • করসাহেব, আশা করি এখন থেকে নিয়মিতই দেখবো। কুশলে ছিলে না যে জানাই ছিল না, আশা করি এখন সব ঠিকঠাক। ।
  • Tirthang | 204.140.151.5 | ১১ জানুয়ারি ২০১২ ১১:০৫493797
  • পরীক্ষার আগের রাত। ডিনারের পর জনতা রোজকার অভ্যাসমতো কল্পতরুর ঘরে (এস-২৭) এসে জুটেছে ঘন্টাখানেক আড্ডা দিতে - যে আড্ডা না দিলে ভাত হজম বা কোষ্ঠ পরিস্কার - কোনোটাই হয় না। ঘরের মালিক প্রচন্ড গম্ভীরভাবে বলল, "শোনো সবাই, সারা সেমেস্টার ধরে অনেক ছ্যাবলামো, অনেক ভাট হয়েছে; কাল পরীক্ষা তাই আজ নো আড্ডা। আজ এ ঘরে শুধুই পড়াশুনার পবিত্র আবহাওয়া বিরাজ করবে। যে যে পড়তে চাও চুপচাপ বসে পড়াশুনা করো; টুঁ শব্দটি করলেই ঘর থেকে বের করে দেবো।' আড্ডার মুখ্য পৃষ্ঠপোষকের এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে অনেকেই ফ্রাস্টু খেয়ে কেটে পড়ল; গুটিকতক ছেলে ব্যাজার মুখে বইপত্তর নিয়ে খাট আর চেয়ারে ভাগাভাগি করে বসল। পড়াশুনা শুরু হতেই কল্পতরু "সবাই পড়ছিস তো মন দিয়ে? পড় পড়। ছাত্রাণাম অধ্যয়ণম তপ:। আমি একটু দোতলা থেকে আড্ডা মেরে আসি' - বলে একটা ফিল্টার উইল্‌স্‌ ধরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।
  • Tirthang | 204.140.151.5 | ১১ জানুয়ারি ২০১২ ১১:৪২493798
  • দুশো বাইশ নম্বর (বনহুগলী-বেহালা) বাসে প্রচন্ড ভীড়। কল্পতরু এক ভদ্রলোকের পা মাড়িয়ে দিয়েছে। ভদ্রলোক খচে ফায়ার, "কি হচ্ছেটা কি, অ্যাঁ? ভিড় বাসে দাঁড়াতে শেখোনি তো উঠেছো কেন? যত্তোসব! কথা নেই বার্তা নেই, যার তার পা মাড়িয়ে দিলেই হল! কোনো মানে হয়! ... '

    মিনিট পাঁচেকের অবিশ্রান্ত ভর্ৎসনা শেষ হবার পর কল্পতরু অসম্ভব বিনয়ের সঙ্গে প্রায় ক্ষমাপ্রার্থনার ভঙ্গীতে বলল, "আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করব না।'

    ভদ্রলোক এবার চটে বেগুনী হয়ে গেলেন, "ঝগড়া? অ্যাঁ? ঝগড়া? আমি তোমার সাথে ঝগড়া করছি? পা মাড়িয়ে দিয়ে আবার কথা! ভিড় বাসে দাঁড়াতে শেখেনি, কথা নেই বার্তা নেই পা মাড়িয়ে দিয়ে বলে ঝগড়া করব না! ...'

    আবার পাঁচ মিনিট গোলাগুলির পর কল্প বিনয়ে প্রায় মাটিতে মিশে গিয়ে বলল, "না না, আমি কিছুতেই আপনার সঙ্গে ঝগড়া করব না। মা বলে দিয়েছে গুরুজনদের মুখে মুখে একদম কথা বলবি না।'

    ভদ্রলোক ভয়ানক খেঁকিয়ে উঠে "হ্যাঁ, মার কথা কত শোনো জানা আছে' বলতে বলতে আশপাশ থেকে বিস্তর খ্যাক্‌খ্যাক্‌ হাসির আওয়াজ শুনে চেপে গেলেন।
  • Tirthang | 204.140.151.5 | ১১ জানুয়ারি ২০১২ ১১:৪৭493799
  • সৌম্য ব্যানার্জী শ্যাম্পু করবে। প্রথমে প্রবাল দত্তের ঘরে উঁকি: "প্রবালদা, শ্যাম্পু আছে?' নেতিবাচক উত্তর পেয়ে ইন্দ্র'র ঘরে হানা, "ইন্দ্র, শ্যাম্পু থাকলে দে তো।' সেখানেও মিলল না। তখন "ধুস কারো কাছেই নেই! যাই তাহলে আমারটাই মাখি' বলে নিজের ঘরে ঢুকে গেল।
  • aka | 168.26.215.13 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:৪৪493800
  • :)) কল্পতরু (দা) নামক ভদ্রলোকের সাথে কথা বলে তো বোঝার উপায় নেই।
  • PM | 86.96.228.84 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:৫৪493801
  • এই প্রবাল দত্ত-কে চিনি বোধ হয়।:) কোন সালের ঘটনা?
  • Bratin | 117.194.96.47 | ১১ জানুয়ারি ২০১২ ২১:৩২493802
  • আগেই কল্পতরু র দার পাখা ছিলাম। গল্প গুলো শোনার পরে আরো বেশী করে। :-))
  • Abhyu | 128.192.7.51 | ১১ জানুয়ারি ২০১২ ২১:৫৬493804
  • ২০১২ সালের ঘটনা। কল্পতরুদা বললেন "একবার আমাদের এখানে ঘুরে যা" - আমি যথারীতি "না মানে এখন তো ..." আরম্ভ করতেই গম্ভীরভাবে বললেন '২০২০ সালের মধ্যে'
  • Tirthang | 204.140.149.211 | ১২ জানুয়ারি ২০১২ ২৩:৪৩493805
  • PM এর প্রশ্নের উত্তরে: এগুলো ১৯৮৯-৯০'র ঘটনা।

    একদল ছেলে সিনেমা দেখে হোস্টেলে ফিরছে - পুরোভাগে কল্পতরু; ঢোকার মুখে কিংশুক হাসি হাসি মুখে "ধরে ফেলেছি' গোছের একটা ভাব নিয়ে বলল, "কি, সব সিনেমা দেখে ফিরলে?' কল্পতরুর তাক্ষণিক জবাব, "না না, সব সিনেমা কি করে দেখব? একটাই দেখলাম।'
  • lcm | 69.236.171.48 | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৫৪493806
  • বোঝো!
  • lcm | 69.236.171.48 | ১৩ জানুয়ারি ২০১২ ১২:০৪493807
  • বানু খেয়ে দেয়ে নধর ছোট্ট ভুঁড়িতে হাত বুলোতে বুলোতে ঘরে ঢুকল। তীর্থ খাটে আধশোয়া, টিপিক্যাল পোজ, বালিশে ঠেস। হাতে কবিতার বই - জয় গোস্বামী-র - ঘুমিয়েছো ঝাউপাতা।
    তীর্থ বলল - বসো, পড়ি, শোনো। এই বলে বই থেকে পড়তে আরম্ভ করল।
    মিনিট তিন চারেক পর, বানু উঠে দাঁড়িয়ে - এমনিই বললে পারতিস ঘর থেকে বেরিয়ে যেতাম, এইভাবে বের করে দিলি।

    সেই বানু। একবার বানুর কাছে থেকে জয়রাম হাত ধোবার জন্যে সাবান নিয়েছিল। একটু পরেই এসে বলে গেছিল - ইউস ইট ওন হ্যান্ড অর ফেস্‌। নট এনিহোয়্যার এল্‌স, ওকে। আই ইউস ইট অন মাই হ্যান্ড এন্ড ফেস টু।

  • Tirthang | 128.103.11.202 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:২৯493808
  • সুব্বা রাও। মাতৃভাষা তেলুগু, কিন্তু আই এস আই হোস্টেলের পরম্পরা মেনে দিব্যি দক্ষিণভারতীয় অ্যাকসেন্টে ফ্লুয়েন্ট বাংলা বলতে শিখে গেছিল। শুধু সব কথার শেষে একটা "র‌্যা' (রে) অলঙ্কার ব্যবহার করত - করেছে রে, খেয়েছে রে, দেখলাম রে ... এইরকম আর কি।

    তো রোগাপটকা চেহারার সুব্বাকে কেউ পরামর্শ দিয়েছিল বুলওয়ার্কার টানলে ছাতি চওড়া হবে। এরপর কি হয়েছিল সুব্বার বয়ানেই শোনা যাক: "বুলওয়ার্কার টানলাম র‌্যা, কিছু হল না র‌্যা, আবার টানলাম র‌্যা, তাও কিছু হল না র‌্যা, আরো জোরে টানলাম র‌্যা, ফ্যাটাস করে আওয়াজ হল র‌্যা, ভাবলাম বুলওয়ার্কার ভেঙে গেছে র‌্যা, দেখলাম হাত ভেঙে গেছে র‌্যা।' কব্জিতে ফ্র্যাকচার হয়ে গেছিল বেচারার।
  • Abhyu | 97.81.90.26 | ১৬ জানুয়ারি ২০১২ ০৭:৫৭493809
  • বিমলদা সহজ প্রশ্ন করতেন, ভালো নম্বর দিতেন। আমাদের আগের ব্যাচেও অপ্টিমাইজেশন পড়িয়েছিলেন, আমদের ব্যাচেও। প্রতিবারই ওপেন নোট পরীক্ষা। মোটামুটি নিশ্চিন্ত ভালো নম্বর উঠবেই। কিন্তু, কিন্তু, ... পরীক্ষার হলে গিয়ে দেখা গেল বড্ড কঠিন প্রশ্ন। এম-টু, পাশ তো করতে হবে, একটু ভালো নম্বর পেলেও মন্দ হয় না। পরীক্ষার শেষে ছেলেরা সবাই মিলে ঠিক করল বিমলদাকে বলা হবে একটু গ্রেস নম্বর দিতে, বেশি না, ১০ দিলেই চলবে। অভ্যুদয়কেই দায়িত্ব দেওয়া হল। পরের দিন বিমলদার ঘরে -
    - বিমলদা কালকে পরীক্ষায়...
    - হ্যাঁ এসেছিস ভালো হয়েছে - খাতাগুলো নিয়ে যা - আমি আবার আজই সন্ধ্যে বেলা বেরিয়ে যাচ্ছি।
    - আপনার খাতা দেখা হয়ে গেছে????
    - হ্যাঁ তো। এই নে।
    দেখি ৯৭ দিয়েছেন। আর কোন মুখে গ্রেস নম্বরের কথা বলি? তবে শুধু আমাকে না, সবাইকেই হাত খুলে নম্বর দিয়েছিলেন।

  • Tirthang | 128.103.11.202 | ২৭ জানুয়ারি ২০১২ ১৯:২৬493810
  • বিকাশ সিনহা স্যাম্প্‌ল সার্ভে পড়াতেন। ক্লাস টেস্ট। বেশ কঠিন প্রশ্ন - যার অধিকাংশই Prove or disprove। এরকম একটা বংশদন্ডবাহী অঙ্ক। বুঝতেই পারছি না প্রুভ করার চেষ্টা করব না ডিসপ্রুভ। কিছুক্ষণ চেষ্টা করলাম counter example বের করার। না পেরে প্রুভ করার চেষ্টা শুরু করলাম। মনে হল, এইতো বেশ হচ্ছে। একপাতা, দুপাতা, অঙ্ক দিব্যি হড়হড়িয়ে এগোচ্ছে। আড়াইপাতায় এসে বুঝলাম সবকিছু কেটে কুটে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করেছি, অর্থাৎ zero = zero বা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা টাইপের প্রুফ হয়েছে। খেটেখুটে এত লিখেছি, তাই না কেটে রেখেই দিলাম - যদি স্যার এর মধ্যে আমার প্রতিভার ঝলক কণামাত্রও দেখতে পান।

    খাতা পেয়ে দেখলাম আড়াইপাতার প্রুফে স্যার কলম ছোঁয়াতেই পারেননি, শেষে পরিষ্কার বাংলায় বড় বড় অক্ষরে লিখে দিয়েছেন "তোমার মাথা!'
  • Bratin | 14.96.124.5 | ২৭ জানুয়ারি ২০১২ ২১:১৬493811
  • BKS জাস্ট টু গুড :-)))
  • Bratin | 14.96.124.5 | ২৭ জানুয়ারি ২০১২ ২১:২৪493812
  • আমার বাবার জুনিয়ার এবং পরিচিত। সেই সুত্রে প্রশ্ন আদায় করতে গেছি। ৩ বছরের প্রশ্ন ভেবে একই প্রশ্ন তিন বার xerox করে দিয়েছিলেন :-))
  • arka | 117.194.0.176 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:১০493813
  • তীর্থ দা,পুরনো দিনের হোস্টেল জীবনের ঘটনা গুলো বেশ লাগছে শুনতে। আর কিছু বল। বিগত দেড় বছরে হোস্টেল জীবন টা বেশ একঘেয়ে হয়ে উঠছে। বেশির ভাগ লোকে সারাদিন বসে ডওটা নামের এক অদ্ভুত খেলায় মেতে উঠে আড্ডা জিনিসটা কে একেবারে তাপস দার ছাএর দোকানের বেঞ্চি তে সীমাবদ্ধ করে ফেলেছে। এখন আড্ডা বলতেযেটুকু পরে আছে, সেটা পরিক্ষার আগের কিছু রাতেই হয় মূলত। যখন লোকে সাহস করে আর খেলতে না পেরে "চল, দেখি, চক্র দার সিলেবাস টা এবার কত হল" বলে আক্সাথে পড়তে বসে এবং জথাসাদ্ধ খিল্লিময়তায় গমগমিয়ে তোলে। তবে বনরি আর নেই। বি টি রোডে এক এক্সিডেন্ট এ মারা গেছে। কালি দা আর বংশী দা রিটায়ার করেছে। বি কে এশ তার তেজ হারিয়ে তেজপুর ট্রান্সফার হয়েছে। এত কিছুর মধ্যেও অবশ্য রিপ্পলস, ট্রেজার হান্ট এবং আর অনেক নতুন হোস্টেল ইভেন্ট হয়ে চলেছে। অভিযোজন তো হবেই। ল্যাদ খাওয়ার ঐতিঝ্য টা খুব একটা বদলায়নি। :)
  • pi | 72.83.80.169 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩২493815
  • অর্ক, ডওটা কি কম্পু গেমস ?
  • Ritam | 180.215.31.78 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫৬493816
  • অর্ক: *ডোটা *চায়ের *পরীক্ষা *একসাথে *যথাসাধ্য *বনওয়ারি *অ্যাক্সিডেন্ট *বি কে এস *ঐতিহ্য
    বাংলাটা মন্দ হচ্ছে না নেহাৎ, বানানের দিকে একটু মন দে এবার।
  • Ritam | 180.215.31.78 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০১493817
  • সৃজনদা (বেবি সেনগুপ্ত) বিপাকে পড়েছে। ব্যাপার কি? না একটি গুরুতর প্রশ্নের উত্তর মিলছে না।
    - পোঁদে কি চন্দ্রবিন্দু আছে?
    সদ্য ঘুম ভেঙ্গে বেরিয়ে আসা সংকলনদা সব শুনে টুনে যারপরনাই বিস্মিত।
    - কার পোঁদে?!
  • Ritam | 180.215.25.250 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০০493818
  • শান্তিপ্রিয় অধ্যাপক দেবপ্রিয় সেনগুপ্ত। পারতপক্ষে কারুকে ফেল করান না। তা এহেন দেবপ্রিয়বাবুর পেপারে ছিব্বারদা সেবার ব্যাক পেয়ে বসেছে। ব্যাক পেপার হয়েও গেছে। তারপর বহুদিন ওদিক থেকে কোন শাড়া শব্দ নেই। শেষে আর থাকতে না পেরে ছিব্বারদা মারল স্যরের অফিসে ঢুঁ।

    - স্যর, আমার খাতাটা?

    ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন।

    - সেকি, দিইনি এখনও?
    - না স্যর।
    - ওহোহো। আচ্ছা রোসো।

    অত:পর দুর্মূল্য খাতাটি খুঁজেপেতে বার করে তাতে বড় বড় করে পঁয়তাল্লিশ লিখে ছিব্বারদার হাতে দিয়ে তিনি আবার নিজকাজে নিবিষ্ট হন। বলা বাহুল্য, ছিব্বারদা আর কথা বাড়ায় নি।
  • Netai | 121.241.98.225 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৮493819
  • :))
  • PM | 86.96.228.84 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৩493820
  • মনে হচ্ছে এই প্রবাল দত্তর আমার সিনিয়ার ছিলেন আপিসে :)। খুব অমায়িক লোক।

    আমি আমার ক্লায়েন্ট এর ম্যানাজার -রা এক ঘরে বসি । গুরুগম্ভির পরিবেশ। লাস্ট পোস্ট গুলো পড়ে ওদের সামনেই খ্যা খ্যা করে হেসে নিলাম। :)
  • Update | 117.194.33.53 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৩493821
  • Name:RitamMail:[email protected]Country:India

    IPAddress:180.215.25.250Date:13Feb2012 -- 07:16PM

    ইন্‌ফারেন্স এক। টকাশের পেপার। আমার প্রথম আন্ডু, মানে বাধ্যতামূলক ব্যাক। শোনা গেল পেনো পাল ব্যাক খেয়েছে। চুয়াল্লিশ। শুনে পেনো পাল হাজির টকাশের দরবারে। বিকেলে শুনি ওর নম্বর শেষমেশ দাঁড়িয়েছে বাহাত্তরে। এদিকে আমায় আন্ডু বাঁচাতে পঁয়ত্রিশ তুলতে হবে ব্যাক পেপারে। পেনো গম্ভীর মুখে বলল:

    - সাত তোল। বাকিটা আমি দেখছি।

    Name:RitamMail:[email protected]Country:India

    IPAddress:180.215.25.250Date:13Feb2012 -- 07:20PM

    ধুস। দু:খিত। আমার ব্রাউজারটি প্রতারণা করছিল। আমাএ এরর মেসেজ দিয়ে দিব্যি টকাটক পোস্ট করে যাচ্ছিল চুপিসারে। আমি চারপাঁচবার চেষ্টা করে দেখি এই কাণ্ড।
  • Avik | 180.215.28.21 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০২:১৬493822
  • আমাদের স্ট্যাট ফোর কোর্স। প্রবাল চৌধুরির ক্লাস। কুড়ি নম্বরের একটি মহামূল্যবান অ্যাসাইনমেন্টের জন্য আমাদের প্রত্যেককে ম্যাটল্যাব, আর বা সি তে একটি প্রোগ্রাম লিখতে হত। সব কাজ আমরা নিজহাতে করেছি কিনা যাচাই করার জন্য ছিল একটি ভাইভা। নিচে তার কিছু উদ্ধৃতি:

    পি সি: প্রোগ্রাম কিসে লিখেছ?
    চাপচো: বাড়ির কম্পিউটারে।
    পি সি: কিসে?
    চাপচো: সি প্লাস প্লাস।
    পি সি: কম্পাইলার কি?

    পি সি: প্রোগ্রাম নিজে লিখেছ?
    পেনো: না।
    পি সি: কে লিখেছে?
    পেনো: সুনীল। ঐ প্রায় সবারটা লিখে দিয়েছে।

    পি সি: প্রোগ্রাম কিসে লিখেছ?
    প্রত্যুষ: অন মাই ল্যাপটপ।
    পি সি: ওয়াও, ইউ হ্যাভ আ ল্যাপটপ?
  • bidagdho | 50.129.181.236 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯493823
  • চক্রদার ক্লাসে অনেকদিন পর ঋতম এলো। চক্রদা :"রবি ঠাকুরের একটা গান আছে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাইনা"। ঋতম :"ওনার আর একটা গান আছে, তবু মনে রেখো"।
  • apratim | 76.105.4.79 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩০493824
  • এখানে এবিএম এর অমর কীর্তিগাথা লিখতে আঙুল নিশপিশাচ্ছে। কাল লিখবো দুটো একটা।
  • sr | 117.194.197.89 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪493826
  • বি কে এশ ইচ্ছাকৃতও তো হে্‌ত পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন