এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩২৭৯ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SR | 127.194.208.23 | ১৪ অক্টোবর ২০১২ ২২:৩২493927
  • খুবই দুঃখের, কিন্তু এর অন্যথাই বা কিভাবে সম্ভব ছিল? এমনকি রাণা বড়ুয়াও ISI Friends নামক Facebook group-এ লিখেছেন, "Smoking kills"!

    মানে রাণা বড়ুয়াও ধূমপানে কিছু কম যান না। কিন্তু সোমেশ বাগচি ছিলেন আল্টিমেট - ব্যাধির রাজার ন্যাচারাল টার্গেট।
  • SR | 127.194.208.23 | ১৪ অক্টোবর ২০১২ ২২:৪৬493928
  • আবহাওয়াটা কেমন যেন ভারী হয়ে গেল। একটা যশোবন্তর গল্প বলে একটু হালকা করি। এটা ওর বেশ সিনিয়ার সময়ে।

    কোনো এক অনুষ্ঠানে - হয়তো Freshers', ঠিক মনে নেই - কোনো একজনকে দিয়ে গান গাওয়ানোর চেষ্টা চলছে। তার আপত্তি এমনই প্রবল যে সম্মিলিত প্রচেষ্টাও হার মানার মুখে।

    এমন সময়ে পেছনদিকের একটা রো থেকে যশো-র জোরালো গলা শোনা গেল: "এ্যাই শোন, হয় তুই গাইবি নয় আমি গাইবো।"

    আর যায় কোথায়? বাকিদের তারস্বরে "না না" চিৎকারে বেচারার আপত্তি কোথায় যে ভেসে গেল...
  • de | 69.185.236.51 | ১৬ অক্টোবর ২০১২ ১৫:৩৬493929
  • এই আলোচনাটা টোট্যালি মিস করে গেছিলাম -- আজ একজনের রেফারেন্সে এখানে এসে দেখলাম--

    নবাগতকে অনেক অনেক অভিনন্দন!!
  • Abhyu | 107.89.19.52 | ০৮ জানুয়ারি ২০১৩ ২১:৪৯493930
  • ডিসেম্বর মাসে এই সময়ে রামানুজম নিয়ে একখানা ভালো প্রবন্ধ লিখেছিলেন এই নবাগত।
  • Abhyu | 85.137.9.18 | ২৫ জানুয়ারি ২০১৩ ০৪:১৭493931
  • Name: dukhe Mail: Country:

    IP Address : 117.194.230.247 Date:21 Jul 2011 -- 11:33 PM

    কলেজের ফেয়ারওয়েলের গান - থাকুক । সুর - বলা বাহুল্য ।

    প্রথম ক্লাসে যাবার দিন, প্রথমবার ফেল
    এপসাইলন ডেল্টা নিয়ে ভানুমতীর খেল
    প্রথম নামা খেলার মাঠে, দাপিয়ে ছোটাছুটি
    প্রথম ঘুম ভাঙার ভোরে মেসের ডালরুটি
    প্রথম শেখা গভীর রাতে বেয়াক্কেলে ফোন
    বিকেলবেলা বনহুগলীর বিশেষ আকর্ষণ
    এম । ইউ গিয়ে প্রথম আনা ওষুধ লালরঙ
    নাটকে পার্ট গুবলোনো আর বেসুরো গ্রুপসঙ

    সেসব দিন ফুরোল আজ, সেসব পিছুটান
    হাওয়ায় ওড়ে কেবলই এক চলে যাওয়ার গান

    ভাটের ঠেকে কখন যেন নাম লিখিয়ে ফেলা
    পাল্লা দিয়ে বখে যাওয়ার পাগল যত খেলা
    বেলেল্লা সব নেশার চোটে বিরাট হইচই
    রাতদুপুরে পড়ার ঝোঁকে সি আর রাওএর বই

    সেসব দিন ফুরোল আজ সেসব পিছুটান
    তুলোর মত ওড়ে হাওয়ায় চলে যাওয়ার গান

    প্রথম দেখা ফেয়ারওয়েল মুখগুলো সব ম্লান
    প্রথম দাদাগিরির মজা ফ্রেশার্স ওয়েলকাম
    বৃষ্টি এলে দল জুটিয়ে তুমুল ভিজে যাওয়া
    দূর পাহাড়ে বেড়ানো আর ঝিলে নৌকো বাওয়া
    প্রথম হাতে হাত রাখার প্রথম যৌবন
    আবিরমাখা দোলের দিন নরম শিহরণ
    বুকের সাথে বুক ঠেকিয়ে দারুণ মেলামেশা
    ফিকে এবং গভীর এবং ব্যর্থ ভালবাসা

    সেসব দিন ফুরোল আজ সেসব পিছুটান
    হাওয়ায় ওড়ে, ওড়ে হাওয়ায় চলে যাওয়ার গান

    চিনেছি যত আলোর মুখ, জেনেছি যত পাপ
    সহজ হাসি গভীর শোক গোপন অনুতাপ
    যাওয়ার আগে সবই দিলাম তোদের উপহার
    জীবন নিয়ে করিস তোরা এমনই ছারখার

    হয়তো কোন বাসের ভিড়ে হয়তো চলার ফাঁকে
    গলির মোড়ে রেলস্টেশনে কিংবা নদীর বাঁকে
    হয়তো দূর মফঃস্বলের ভোরের কুয়াশায়
    ল্যাম্পপোস্টের আবছা আলোয় কিংবা পূর্ণিমায়

    কিংবা কোন মেলার মাঝে আনন্দ উৎসবে
    অনেকদিন পরে হলেও আবার দেখা হবে
  • I | 24.96.75.87 | ২৫ জানুয়ারি ২০১৩ ০৯:০৩493932
  • ওয়াও!
  • Abhyu | 107.89.19.219 | ২৭ এপ্রিল ২০১৩ ০৮:০৮493933
  • তুললাম
  • Abhyu | 107.89.19.219 | ২৮ এপ্রিল ২০১৩ ০৪:২৫493934
  • রামকৃষ্ণ মিশনে শিক্ষিত, সচ্চরিত্র, বাংলা সংস্কৃতির ধারক ও বাহক এক বালক সহসা আনন্দস্বরূপিনী এক বালিকার প্রেমে পড়িয়া গেল। অবস্থা উত্তরোত্তর এতো শোচনীয় হইয়া উঠিল যে হোস্টেলশুদ্ধ সকলে চিন্তিত হইয়া পড়িল। বালক উদাস হইয়া তাকাইয়া থাকে, বনহুগলীর রাস্তায় চলিবার সময় যন্ত্রশকট গায়ের উপর আসিয়া পড়ে, বন্ধুরা লাফাইয়া টানিয়া লইয়া তাহার প্রাণরক্ষা করে, বালক উদাসীন। এক সপ্তাহ পরে এক প্রদোষকালে সকলে আবিষ্কার করিল বালক সম্পূর্ণরূপে অন্তর্হিত হইয়াছে। শেষ ক্লাসের পরে সে কোথায় গিয়াছে কি করিয়াছে সে বিষয়ে কেহই অবহিত নহে। উত্তেজনা ও বিভ্রান্তি ক্রমে বাড়িতে থাকে। শ্যামবাজার হইতে ডানলপ পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায় না। রাত্রি এগারোটার সময় স্থির হয় যে ওয়ার্ডেনকে সব জানাইয়া আইনরক্ষকের সাহায্য প্রার্থনা কর্তব্য। এই উত্তেজনাময় পরিস্থিতিতে হঠাৎ দেখা যায়, বালক গুটি গুটি হাঁটিয়া মেসে খেতে আসিতেছে। জনসাধারণের কৌতুহল নিবারণার্থে সে জানায় যে ক্লাসের পরে নিদ্রাকর্ষণ হওয়াতে সে নাকি নিজের ঘরে নিশ্চিন্তে বিশ্রাম লইতেছিল। যাহাতে কেউ তাহাকে বিরক্ত না করে তাই সে ঘরে ঢুকিয়া জানালা দিয়া হাত বাড়াইয়া নিজেই নিজের ঘরের বাহির হইতে তালা লাগাইয়াছিল।

    তখন বুঝিলাম, এ সমস্ত তাহার শয়তানি। খামকা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছামিছি এ কয়দিন ধরিয়া ক্রমাগত প্রেমে পড়ার অভিনয় করিয়া গিয়াছে। সাধে কি বলি 'পাগলা --?'
  • Zink | 161.141.84.239 | ২৮ এপ্রিল ২০১৩ ০৪:৪৫493935
  • আর সেই আনন্দস্বরূপিনী বালিকা? তিনি কি কেবলই কল্পনার? তাহা দিয়াই সবাইকে ঘোল খাওয়াইলেন বালক? কেহ সত্য সত্য সেই আনন্দিনীকে দেখিতে চাহিল না????
  • pi | 78.48.231.217 | ২৮ এপ্রিল ২০১৩ ০৫:০০493937
  • এই কি সেই বনহুগলী কাঁপানো সাতদিন ?
  • Abhyu | 107.89.19.219 | ২৮ এপ্রিল ২০১৩ ০৫:৩৩493938
  • বালিকার পরিচয় এর থেকে বেশি দেওয়া গেল না - তাঁকে এই টইয়ের অনেকেই চিনবে। একটু ভাবলে জিঙ্কও পারবে :)

    হ্যাঁ এই সেই দুনিয়া কাঁপানো সাতদিন
  • Zink | 161.141.84.239 | ২৮ এপ্রিল ২০১৩ ০৫:৪৮493939
  • অভ্যু, ঃ-)
    তিনিই ইনি বুঝি???? ঃ-)
  • ব্যাং | 132.167.218.215 | ২৮ এপ্রিল ২০১৩ ০৬:৩৪493941
  • ঝুমঝুমিই কি তিনি?
  • ব্যাং | 132.167.218.215 | ২৮ এপ্রিল ২০১৩ ০৬:৩৪493940
  • অ্যাঁ!!! ইনি কিনি কিনি?
    আমি কি উঁহারে চিনি?
  • ব্যাং | 132.167.218.215 | ২৮ এপ্রিল ২০১৩ ০৬:৩৬493942
  • ভাবা যায়!! দুখেও এরকম মুন্ডুগোড়ালিতেগুঁজে প্রেমে পড়তে পারে!!!!!!!!!!!
  • Zink | 161.141.84.239 | ২৮ এপ্রিল ২০১৩ ০৬:৪৮493943
  • দুখের সেই বালককালের মুখ, সদ্য-প্রেমে-থপ করিয়া পড়া মুখচন্দ্রখানি দেখার বড়ই বাসনা হইতেছে! ঃ-)
  • Abhyu | 107.89.19.219 | ২৮ এপ্রিল ২০১৩ ০৭:০০493944
  • কি জ্বালা। ইনি আই এস আইয়ের ছাত্রী, ঝুমঝুমিদি কোনোমতে নন, সেটা তো গল্প পড়েই কিলিয়ার হওয়া উচিত। এনার নামটাও কেউ কেউ বুঝতে পারবে।
  • ব্যাং | 132.167.216.206 | ২৮ এপ্রিল ২০১৩ ০৭:০৩493945
  • অ, তাই বল!
    এই টইয়ের আগের লেখাগুলো পড়লে বুঝতে পারবে?
  • ব্যাং | 132.167.216.206 | ২৮ এপ্রিল ২০১৩ ০৭:০৪493946
  • তবে এই লেখাটার জন্য অভ্যুকে আমি দশে একশোদশ দিলাম। লেখার স্টাইলটা দিব্য হয়েছে। যদিও স্টাইলটা টোকা স্টাইল, তবুও এমন করে টুকতে পারেই বা কজন! খাসা হয়েছে লেখাটা, অভ্যু।
  • Abhyu | 107.89.19.219 | ২৮ এপ্রিল ২০১৩ ০৭:০৫493949
  • পারতেই পারো, এই টইতে তার নাম এসেছে আগে।
  • anandaB | 108.247.35.80 | ২৮ এপ্রিল ২০১৩ ০৮:৩০493950
  • অভ্যু-র Date:28 Apr 2013 -- 04:25 AM কাহিনীটির একটা অন্য ভার্সন-ও আছে আর সেটা ঠিক এতটা নিরামিষ নয়, অন্তত যারা সেই রাতে খুজতে বেরিয়েছিল তাদের কাছে তো বটেই

    তবে এটা হল হালকাচালের থ্রেড, ফলে খামকা বিতর্কের অবতারণা করার কোনো মানে হয় না। তাহলে কেন শুধু শুধু লিখলাম? আসলে হঠাতই অনেক কিছু মনে পড়ে গেল আর ওপরের ঘটনাটা বড় বেশি 'cool' মনে হচ্ছিল

    রসভঙ্গ করে থাকলে আগাম ক্ষমা প্রার্থনীয়
  • Abhyu | 107.89.19.216 | ২৮ এপ্রিল ২০১৩ ০৯:৩৫493951
  • আসলে আমি তোমাদের থেকে বেশ খানিকটা জুনিয়র। এই ঘট্নাটার ইম্প্যাক্ট এতো বেশি ছিল যে আমরাও গল্পটা শুনেছিলাম, কিন্তু ততদিনে জিনিসটা অনেক ডাইলিউটেড হয়ে গেছে। তাছাড়া, যেটা লিখেছ, এটা হালকাচালের থ্রেড, যে কারণে নাড়ুকে নিয়ে কোনো গল্পই আমি লিখি নি। (ছেলেটা আমাদের সামনে জলে ডুবে মারা গিয়েছিল। আমরা একজন ভালো সাঁতারুর খোঁজে পুরো বনহুগলী চষে ফেলেছিলাম।)
  • Abhyu | 107.89.19.216 | ২৮ এপ্রিল ২০১৩ ০৯:৪৭493952
  • নাঃ একটু হাল্কা গল্প বলি।
    হোস্টেলে একটা বাঙলা লাইব্রেরী ছিল, নাম সমীক্ষা (বলতে মনে পড়ল, একবার নোটিস পড়েছিল, সমীক্ষার সদর কার্যালয়ে* টাকা জমা দিতে হবে) - সমীক্ষার জন্যে চাঁদা তোলা ছিল কনভেনারের প্রধান চ্যালেঞ্জ। একবার হোজোদাকে সমীক্ষা খুলতে বলায় সে বলেছিল - পয়সা না দিলে কিচ্ছু খুলব না।

    *রুম ১৫, অভ্যুদয়ের রুম :)
  • ব্যাং | 132.167.72.145 | ২৮ এপ্রিল ২০১৩ ০৯:৫৫493953
  • আমি এই থ্রেডে যতজনের নাম পেয়েছি, তাদের মধ্যে দুজনের গপ্পো শুনতে বেশি আগ্রহী। একজনকে অভ্যু চিনবে না, সুপ্রতীক। দুখে, এলসিএমরা হয়তো তার গপ্পো জানবে।
    আরেকজন হল বিবেকপ্রাণ। আমিও তার কিছু কিছু গপ্পো জানি। তবে সেইগুলো তো আইএসাইয়ের গপ্পো নয়, তাই এখানে লেখা যাবে না।
  • ব্যাং | 132.167.72.145 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:১৬493955
  • উপরে নাটকের গল্পে যে সুপ্রতীকের গল্প আছে, সেই সুপ্রতীক। তোর দেওয়া লিংকে তো ছবি নেই।
  • Abhyu | 107.89.19.216 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:২৬493956
  • সম্ভবত একই লোক। অমিতেশদার থেকে দু বছরের সিনিয়র। এই অমিতেশদা যখন আই এস আইয়ের ফ্যাকাল্টি তখন নাকি একজনের (বাড়িওলার বা ভাড়াটের) নাক কামড়ে দিয়েছিল। মানে আনন্দবাজারের খবর অনুযায়ী :)
  • BLUE | 87.247.181.165 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৩৫493957
  • অভ্যুদয়ের গপ্পের বালিকাটি মনে হয় আনন্দস্বরূপিনী নন, তারে ঝামেলা বলা যেতে পারে। আর অন্য লোকের নাম নিয়ে বাজারী কাগজের খবরের ভিত্তিতে (জানিনা অভ্যুদয় অমিতেশের সাথে কতটা পরিচিত) কে কার নাক কামড়েছিল আর কান কামড়েছিল তা না বলাই ভাল।
  • ব্যাং | 132.167.72.145 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৪১493958
  • হুঁ, আমি যে সুপ্রতীকের কথা বলছি, তিনিও সমসাময়িক। তবে তো তিনিই ইনি।
  • Abhyu | 107.89.19.216 | ২৮ এপ্রিল ২০১৩ ১১:০৬493960
  • অমিতেশদা আমাদের এক সেমিস্টার ক্লাস নিয়েছিলেন। অবভিয়াসলি, ওঁকে যারা দেখেছে তারা আনন্দবাজারের খবর বিশ্বাস করতে পারবে না। রাহুল মুখার্জ্জী সেই সময় মিশিগানে ছিলেন। মনে আছে আমরা খুব হেসেছিলাম খবর কাগজের রিপোর্টিং নিয়ে। (আমার মনে হয়েছিল যে আমার লেখায় এটা স্পষ্ট যে আমি মনে করি না অমিতেশদা কারো নাক কামড়েছিলেন।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন