এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩২৬৩ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.89.19.216 | ২৮ এপ্রিল ২০১৩ ১১:১১493961
  • BLUE বাবু, টইটি হাল্কাচালের এবং নাক কামড়ানোর খবরটি খুবই অ্যাব্সার্ড, তাই লিখেছিলাম। তো তাতে আপনার বা অন্যকারো খারাপ লেগে থাকলে দুঃখিত।
  • dukhe | 127.194.246.118 | ২৮ এপ্রিল ২০১৩ ১৩:৪৩493962
  • এঃ হে - অভ্যু এত অল্পে সেরে দিল?
    মাস্টারপ্ল্যানটা একমেবাদ্বিতীয়ম যশোর। আর টিমে একজন সিরিয়াস/ক্রেডিবল লোক দরকার বলে আরেকজনকে নেওয়া হয়েছিল।
    যাইহোক, জনতার সারারাত্রিব্যাপী দুখে-সন্ধানের পর আবহাওয়া এতই উত্তপ্ত হয়েছিল যে 'স্বতঃস্ফূর্ত জনরোষ' আরেকটু হলেই দুখের পিঠে পড়তে যাচ্ছিল।
  • dukhe | 127.194.246.118 | ২৮ এপ্রিল ২০১৩ ১৩:৪৮493963
  • আর অমিতেশদার ব্যাপারটা জমি নিয়ে প্রোমোটারের হাঙ্গামা। এ ব্যাপারে অমিতেশদাকে সপরিবার অনেক ভুগতে হয়েছিল।
  • Abhyu | 107.89.19.216 | ২৮ এপ্রিল ২০১৩ ২১:১৫493964
  • প্রোমোটারের ব্যাপারটা জানতাম না (আমরা তখন এদেশে)। ইন ফ্যাক্ট ঐ যশোর প্ল্যানটাও না। আমাদের বলা হয়েছিল পুরো ক্রেডিটটাই দুখের :)
  • dukhe | 212.54.74.119 | ০৩ মে ২০১৩ ১৮:০৬493965
  • গ্রাফ আর আগাসির বিয়ের খবর বেরিয়েছে কাগজে। ছবিটবি দেখতে দেখতে প্রবালদা বলল - মেয়েটাকে সত্যিই ভালো দেখতে।
    পাশে থেকে এক ছোকরা বলল - আগাসিও সুন্দর দেখতে তো।
    - ম্যাটার করে না।
    - কেন? আনবায়াসডলি দেখলেই ম্যাটার করে।
    প্রবালদা তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলল - আনবায়াসডলি দেখব কেন?
  • | 190.215.21.146 | ০৩ মে ২০১৩ ১৯:২৭493966
  • ও দুখে দা, একটু সৌ ঘোষের গল্প বলো না প্লিজ।
  • Abhyu | 107.89.18.8 | ০২ জুন ২০১৩ ২৩:০৭493967
  • আমার এক বন্ধুকে গঙ্গার ধারে মাতলামি করার অভিযোগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, ঐ রাতে ধরত সকালে কাউকে ছাড়াতে যেতে হত টাইপ। তো সেই লক আপে একজনের সঙ্গে তার পরিচয় হয়। তার মা তাকে ছাড়াতে এসেছিলেন।

    কিছুদিন পরে আমার বন্ধু একটা টিউশন পায়। গিয়ে দেখে সেই ভদ্রমহিলা। উনি বললেন - তোমাকে যেন কোথায় দেখেছি আগে? আমার বন্ধু সবিনয়ে মনে করিয়ে দিল সেই পুলিশ স্টেশনের কথা। ভদ্রমিহলা বললেন থাক বাবা, আমার মেয়েকে আর পড়াতে হবে না।
  • ন্যাড়া | 219.49.120.130 | ০২ জুন ২০১৩ ২৩:৪৩493968
  • ইনি কোন প্রবালদা? সেনগুপ্ত?
  • কৃশানু | 213.147.88.10 | ০২ জুন ২০১৩ ২৩:৪৮493969
  • সেনগুপ্ত মানে? এলামনাস?
  • ন্যাড়া | 219.49.120.130 | ০২ জুন ২০১৩ ২৩:৫০493971
  • হ্যাঁ। কৃশানু কি এলামনাস?
  • কৃশানু | 213.147.88.10 | ০৩ জুন ২০১৩ ০০:০৫493972
  • না। তবে ওঁকে অল্প অল্প চিনি। উনি যদিও আমায় চেনেন না :-)
    এলামনাসে আমার বেশ কিছু বন্ধু-বান্ধব ছিল। এখনো দুজন আছে।
  • Abhyu | 118.85.89.109 | ২৬ জুন ২০১৩ ১২:০৭493973
  • name: Abhyu mail: country:

    IP Address : 118.85.89.109 (*) Date:26 Jun 2013 -- 11:59 AM

    হায় সেই সব দিন, যখন বনহুগলীতে ফুচকা পাওয়া যেত, টাকায় তিনটে, দুটাকায় পাঁচটা।

    name: Bhagidaar mail: country:

    IP Address : 218.107.178.181 (*) Date:26 Jun 2013 -- 12:00 PM

    হিসেবটা একটু গন্ডগোল হলো না কি অভ্যু?

    name: Abhyu mail: country:

    IP Address : 118.85.89.109 (*) Date:26 Jun 2013 -- 12:05 PM

    হিসেব একদম ঠিক। সেই জন্যেই আমাদের একটাকা করে দিয়ে ফুচকা খেতে হত।

    আগে দাম ছিল, টাকায় তিনটে, দু টাকায় সাতটা। তারপর দাম বেড়ে হল টাকায় দুটো, দুটাকায় পাঁচটা। কিন্তু ছেলেপুলেরা সেই বর্ধিত মূল্য দিতে অস্বীকার করায় মূল্যবৃদ্ধি স্থগিত রাখা হয়, শুধু একটাকার ফুচকার ক্ষেত্রে। ফলে সংশোধিত মূল্যতালিকা হল, টাকায় তিনটে, দুটাকায় পাঁচটা।
  • Abhyu | 107.81.99.81 | ২৬ জানুয়ারি ২০১৪ ০০:৫৫493974
  • জে কে জি পদ্মশ্রী পেলেন
    "এ বার বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্য পদ্মশ্রীর তালিকায় ঠাঁই করে নিয়েছেন বেশ কয়েক জন বাঙালি। আছেন জয়ন্তকুমার ঘোষ। এ বারের পদ্মশ্রী প্রাপক পরিসংখ্যানবিদ জয়ন্তবাবু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের এমেরিটাস অধ্যাপক।"
    http://www.anandabazar.com/25sironam.html#2
  • Abhyu | 34.181.4.209 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৪493975
  • আমার প্রিয় টই।
  • cm | 127.247.114.124 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০১493976
  • কিন্তু গপ্পো কই?
  • Abhyu | 34.181.4.209 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২০493977
  • বাচ্চারা কেউ লেখে না নতুন গল্প, আমরা বুড়োরা একা কত টানব?
  • byaang | 120.224.221.97 | ১০ মে ২০১৪ ১৭:৪৪493978
  • টেনে তুললুম। দুখেকে ধাক্কা দিলুম। লেখার জন্য।
  • Abhyu | 141.171.29.253 | ৩১ মে ২০১৪ ০২:৪৭493979
  • দুখে তো আর লিখবে না, আমিই লিখি

    ------------------- কদুদাকে এটা পড়তে দিলাম-------------

    নিখিলেশ ভট্টাচার্য একটা কোর্স পড়াতেন, আর কৌশিক ভট্টাচার্য ওরফে ড্যাড সেই কোর্সের অ্যাসাইনমেন্টগুলো দেখে দিত । নিখিলেশবাবু ভারী ভদ্রলোক, বছর বছর একই অ্যাসাইনমেন্ট, চিন্তা নেই । সিনিয়রদের করাই আছে । টুকে জমা দিলেই হল । পাগল ছিল সিনিয়র, তার অ্যাসাইনমেন্ট দিব্বি ঝকঝকে, কলমও ছোঁয়ানো নেই, কদুর সঙ্গে রোল নম্বরও মিলে যায়, কদু আর টোকার পরিশ্রম না করে ওটাই সরাসরি জমা দিল ।

    ড্যাড প্রচণ্ড খেপে গেল কাণ্ড দেখে ।

    কেন ?

    আদিতে ওটি ড্যাডের হাতের লেখা, ড্যাড স্বয়ং ছাত্রদশায় উটি জমা দিয়েছিল । পাগল কদুর পন্থা অবলম্বন করেছিল মাত্র ।

    -----------------কদুদা উত্তর দিল---------------

    বিমলদা আমাদের মালটিভেরিয়েট পড়িয়েছিলেন, পাগল ছিলো TA। বিমলদা কিন্তু কাজের ব্যাপারে বেশ কড়া... প্রতি সপ্তাহে বেশ গামা গোছের একটা অ্যাসাইনমেন্ট, ভ্যাক্সে অনেকটা সময় কাটানোর কথা আমাদের, প্লাস নিতাইকে দিয়ে অনেক খাতা-পেন্সিলে অঙ্ক করিয়ে সেগুলো টুকে নেওয়ার কাজ। ন্যাচারালি, দু-তিন সপ্তাহ বাদেই আমি কম্প্লিটলি বেলাইন হয়ে গেলাম...

    অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন সৌএর কাছ থেকে "হোম-ওয়ার্কটা কি ছিল" জানতে জানতে বেলা চারটে বেজে গ্যালো... আমার কাছে না আছে প্রোগ্রাম, না কোনো ডেরিভেশন, নিতাই লুকিয়েছে। ভাবলাম লাইব্রেরী থেকে কিছু একটা টুকে জমা দিয়ে দিই, নিতাইএ আর লাইব্রেরীর জার্নালে তফাত আর কততুকু?

    একটা আর্বিট্রারি জার্নালের আর্বিট্রারি পেপারের থেকে অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশনের আধ প্যারগ্রাফ টুকতে টুকতে এক ঘন্টা (পাঁচ পাতা) লেগে গ্যলো, প্রিন্টেড অক্ষর থেকে হ্যান্ড রিটেন কপি করতে গেলে জিনিসপত্র যে ১০-১৫ গুণ ভল্যুমএ বেড়ে যায় কে জানত? তার ওপর যা কপি করেছি তার না আছে মাথা, না আছে মুণ্ডু ... completely irrelevant to everything.

    তাই ৬-এর পাতায় লিখ্লাম (সৌ অ্যাসাইনমেন্ট কপি করার জন্যে exactly ৩-তে পাতা ধার দিয়েছিলো, তাই ৬ পেজ লিমিট) ... "আগের ৫ পাতায় যা আছে তার সাথে আপ্নার দেওয়া অ্যাসাইনমেন্টের গভীর সম্পর্ক আছে, অল্পে বলা যাবে না। আপ্নার জানার ইচ্ছে থাকলে আমারি সহপাঠী দিগন্ত মুখার্জীর অ্যাসাইনমেন্ট আবার পড়ে নিন, it is somewhere in this particular stack of homework submissions. Also refer to he same assignment for code, data analysis, simulation, figures, graphs। দিগন্ত যদি কিছু ভুলে গিয়ে থাকে, অন্যদের হোমওআর্ক-এর সাহায্যও নিতে পারেন।"

    পাগল সেই সেমিস্টারে সদ্য TA হয়েছে, দরাজ হাত। দশে ছয় দিয়েছিল...
  • anandaB | 154.160.226.53 | ৩১ মে ২০১৪ ০৪:০৬493980
  • আগেরদিন রাত্রে গুচ্ছ সুরাপান করেছি আর বাজে ভাট করে গেছি, প্রধান থিম ছিল যে আই এস আই ছাড়ার পর আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখব কিনা, তো প্রতি পাঁচ মিনিট অন্তর পাগল আমাকে বলে গেল 'ছেড়ে চলে যাবি না তো'? এই সব করে ভোর চারটে নাগাদ ঘুমুতে গেছি, বোধহয় ঘন্টা দুই বা তিন বাদে পাশ ফিরতে গিয়ে মনে হল বিছানার সাইড-এ কে একটা বসে আছে। চোখ খুলে দেখি পাগল এক দৃষ্টি তে আমার দিকে তাকিয়ে আছে, শালা চোখ খোলার সাথে সাথে বলল

    প্রায় কুড়ি বছর বাদে "luv suv তে চিকেন খুরানা" সিনেমায় এক বৃদ্ধের সেই এক আকুতি, "ছর কে না যাইও", সম্পূর্ণ আলাদা কনটেক্সট তবু পাগলের কথা মনে পরে গেল, একা একা মাল খাচ্ছিলাম বলেই হয়ত
  • aranya | 154.160.5.25 | ৩১ মে ২০১৪ ০৫:৫৩493982
  • কত বন্ধুদের ছেড়ে চলে গেছি, আনন্দের পোস্ট হস্টেল জীবনের স্মৃতি উসকে দেয় - সত্যিই কি নিস্পাপ, অমলিন, প্রগাড় বন্ধুত্বের কাল ছিল ..
    বহু যুগ পরে হঠাৎ দেখা হলে একই উষ্ণতায় কথা শুরু হয় - ভাল লাগে
  • / | 132.172.239.81 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৯:৪৫493983
  • তুললাম
  • lcm | 118.91.116.131 | ২৬ জানুয়ারি ২০১৫ ০১:৩৬493985
  • এই নে ঠিকানা, গিয়ে বল যে তুই ইন্টারেস্টেড। বলবি যে, বিমল রায়-এর কাছে খবর পেয়েছি যে আপনারা রিক্রুট করছেন। একটা লেখা পরীক্ষা নেবে, সেটা পাশ করলে ইন্টারভিউ। -- এই বলে বিমলদা একটা ছোট্ট কাগজে কোম্পানীর নাম ঠিকানা লিখে দিল। এ ছিল সে যুগ, যখন পাশ করে বেরোনোর আগে চাগ্রি সবাই পেত না (যারা চাগ্রি খুঁজত তাদের মধ্যে)।
  • Abhyu | 85.137.13.15 | ২৬ জানুয়ারি ২০১৫ ০২:০০493986
  • মানুষটা কত মহৎ তার একটা গল্প আমরা শুনেছিলাম ছাত্রাবস্থায়। কোনোমতেই সেটা শেয়ার করা চলে না। কিন্তু অন্য অনেক গল্পও আছে। হোস্টেলের কুক কালীদা একবার বলেছিল বিমলদা ওর "দ্বিতীয় পিতা"।
  • Abhyu | 85.137.13.15 | ২৬ জানুয়ারি ২০১৫ ০৭:৪৩493987
  • anandaB | 154.160.130.91 | ২৬ জানুয়ারি ২০১৫ ০৮:৫৫493988
  • অসম্ভব অসম্ভব ভালো লাগছে বিমল দার খবর টা পড়ে, ঠিক বলে বোঝাতে পারব না অনুভূতি টা

    ওই lcm যেমন বললেন, লিটেরালি ফুটবল মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে আমার হিল্লে করে দিয়েছিলেন, আজ যা বোলবালা এই সব, সব ওই মানুষ টার জন্য। আমাকে এমনকি কোনো এন্ট্রাস টেস্ট ও দিতে হয়নি

    আর পড়ানোর ক্ষমতা, ছাত্রদের প্রতি দরদ এরকম আরও অসংখ্য বিষয় তো বলে শেষ করা যাবে না

    পদ্মশ্রী বা whatever জাস্ট ধন্য হয়ে গেল
  • Abhyu | 85.137.13.15 | ২৬ জানুয়ারি ২০১৫ ০৯:০১493989
  • এবং একই সঙ্গে ফোর্থ ক্লাস স্টাফ থেকে এন আর আই - একই সঙ্গে বলছে "সব ওই মানুষটার জন্য" এমন লোক খুব কম পাওয়া যায়। নরেন্দ্রপুরের ছাত্র :)
  • Abhyu | 85.137.13.15 | ২৬ জানুয়ারি ২০১৫ ০৯:০৯493990
  • এই ডিসেম্বরে গিয়ে শুনে এলাম। একটি ছেলে আই এস থেকে চাকড আউট হবে। আই এস আইয়ের ডিরেক্টর ভাবছেন ছেলেটার ভবিষ্যত তো অন্ধকার হয়ে গেল - কি করা যায়? চেষ্টা করছেন নরেন্দ্রপুরে স্ট্যাট অনার্স পড়ানো যায় কিনা।
    (জিনিসটার মধ্যে কন্ট্রোভার্সি যাই থাকুক না কেন, ছাত্রদরদী মনটাকে তো অগ্রাহ্য করা যায় না)
  • anandaB | 154.160.130.91 | ২৬ জানুয়ারি ২০১৫ ০৯:১৬493991
  • অথচ বিমলদা এমনকি আমাদের এম স্ট্যাট কোনো কোর্স ও পড়ান নি, প্রকিত প্রস্তাবে মানুষ টাকে চিনতে শুরু করি এম স্ট্যাট - শেষ হবার অল্প কিছু মাস আগে থেকে
  • sch | 37.131.212.178 | ২৬ জানুয়ারি ২০১৫ ০৯:১৯493993
  • ভীষণ ভীষণ ভালো খবর অভ্যু - সত্যিই পদ্মশ্রী ধন্য হয়ে গেল। এই পুরষ্কারটা এখনো দু এক পিস ঠিক ঠাক দেওয়া হয় তাহলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন