এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ২৮৬৮৮ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.194.202 | ০৯ জানুয়ারি ২০১১ ১৪:৪৪497648
  • আমিও গাঙুলির পো'কে বলে দেবো বিছানাতেই হেগেমুতে রাখতে। তখন বুঝবে মজা! রেডিমেড এস্কিউস তো আছেই, ভূতের ভয়ে করে ফেলেছি।

    এই ব্যাঙের অত্যাচার আর নেওয়া যায় না। পুরো সিপিএম (এর থেকে কঠিন গালাগালি মনে আসছে না)।

    দুনিয়ার বামুন এক হও!!!!!
  • kumudini | 122.162.184.128 | ০৯ জানুয়ারি ২০১১ ১৭:৩৮497649
  • গুণে দেখ্‌লুম এপাড়ায় তেত্রিশটা গল্প/সত্যি কাহিনী লেখা হয়েছে,সবাই শান্তভাবে মাথানীচু করে শুনেছে,যথাসময়ে ভয় পেয়েছে,শেষ হলে প্রশংসা করেছে।
    শুধু আমার সত্য ঘটনাটার কি-ই দুরবস্থা!
    দু:খে,অভিমানে আজ দুপুরে ভাত খাই নি।
  • byaang | 122.172.0.214 | ০৯ জানুয়ারি ২০১১ ১৭:৪৮497650
  • তো কী খেলে? লাচ্চা পরোটা, কিমা-কলেজী আর তন্দুরি চিকেন?
  • M | 59.93.219.50 | ০৯ জানুয়ারি ২০১১ ২০:৫৬497651
  • কাল রাত্তিরে ঠ্যাঙ ছড়িয়ে, সব ভুতের গপ্প পড়ে ফেললাম।এট্টুস ভয় পাবার ইচ্ছেও ছিলো।

    তা সে এক সময় ছিলো, যখন প্রায় ড্রাকুলার বইটা বাবির থেকে কাড়ামাড়ি করে নিয়ে আসতাম, যেদিন যে পারতাম। সকালে পড়তাম আর রাত্তিরে ভয় পেতাম। হায় সেদিন ও আর নাই।

    আসলে আমি এক আধ খ্যাপাটে বেভুম্বুল, অস্থির মহিলাকে জানতুম, যে নাকি সবই ভুলে যায়।এদিকে কিছুদিন হলো তার এক ভুত প্রাপ্তি ঘটেছে, যে ভুত প্রায়শ:ই চশমা,এটা সেটা হাতের কাছে এগিয়ে দেয়।শাওয়ার বাড়ানো কমানোটা ও করে দেয়, (এনিয়ে যদিও হেবি বাওয়াল হয়েছে,স্নান করার সময় ভুত বাথরুমে কি করে?অসভ্য ভুত ,ইত্যাদি)রাত্তিরে যখন সে একা থাকে, মানে পুত্তুর আর দিদান বাড়ীর থেকে আসতে চায় না, আর তেনারাতো হচ্ছেন ই বাচ্চাদের বিগড়ে দেবার মাস্টার,তখন সে ছোট্ট বেলার মতো খাটে খানিক লাফিয়ে ঝাঁপিয়ে নিতে চাইলে সেই ভুত থামিয়ে দেয়,মাথায় ঠান্ডা ঠান্ডা হাওয়া হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়,ইত্যাদি আর কি,তার চোটে মহিলাটি বেশ শান্ত শিষ্ট হয়ে উঠছে।

    সেই দেখে আমি ভুতে ভয় পাওয়া ছেড়ে দিয়েচি।
  • Bratin | 117.194.98.241 | ০৯ জানুয়ারি ২০১১ ২২:৫৩497652
  • কুমু দি চমৎকার গল্প। পড়তে পড়তে হঠাৎ ধাক্কা লাগে মনে। আরো লেখো।
  • Bratin | 117.194.98.241 | ০৯ জানুয়ারি ২০১১ ২২:৫৫497653
  • আর মানসী ভুতে ভয় পায় না
    ' ইয়ে বাত কুচ হজম নেহি হুয়ি' :-))
  • Nina | 68.84.239.41 | ০৯ জানুয়ারি ২০১১ ২৩:৩০497654
  • দেখলে বলেছিলুম কিনা, ভুতেরা মানুষের কিছু ক্ষতি করেনা--মানুষরাই ঝগরুট্টে;-((

    পাখী
    খুব ভাল লাগল। ভুতেদের কি কষ্ট, মানুষ তাদের দেখেই এমন ভয় পেয়ে যায় যে তারা যে কি বলতে চায় কারুর শোনার সহসই হয়না :-(( আহাএ বেচারা/রী ভুতেরা
  • Nina | 68.84.239.41 | ০৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৪497655
  • অক্ষ থ্যাঙ্কু :-)
  • Tim | 173.163.204.9 | ০৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৯497656
  • চমৎকার গল্পগুলো। চলুক।
  • pi | 72.83.86.24 | ১০ জানুয়ারি ২০১১ ০০:১৫497658
  • রাত বারোটা অব্দি ল্যাবে একা থাকার পুরো বারোটা বাজালো সবাই মিলে। উফ্‌ফ !
  • omi | 151.141.84.194 | ১০ জানুয়ারি ২০১১ ০১:২৮497659
  • আরে পাই, তোমার ভুতের গপ্পোটে কী হলো?কম্পু পর্দাতে আসতো যে মিঠে স্বভাবের হ্যান্ডু চেহারার ভুতটা? তোমার কাছে গান শুনতে চাইতো? আর তুমি "সুরের গুরু দাও দাও দাও গো" অবধি গাইলেই পালাতো? :-)
  • sana | 110.32.48.25 | ১০ জানুয়ারি ২০১১ ০৭:৩৫497660
  • নিন,তোমাকে না চিনেও অন্য হাত আমি ধরলাম;তোমার সব মনখারাপ পেঁজা তুলোর মতো বরফের সাথে ঝরে পড়ুক...আর একরাশ খুশি-খুশি রোদালো দিন এসে মন ভালো করে দিক।ভালো থেক,নিন,সত্যি ভালো থেক।আজকের দিনে আমার যা-যা ভালো লাগবে,সেই সব ভালো লাগা গুলো তোমাকে পাঠিয়ে দিলাম....
  • sana | 110.32.48.25 | ১০ জানুয়ারি ২০১১ ০৭:৩৮497661
  • সরি,*নিনা।
    (ডানে বাংঅলা নেই,কিনা)
  • M | 59.93.243.165 | ১০ জানুয়ারি ২০১১ ০৮:২৪497662
  • ইসে, কি বলে, ঐযে ব্রতীন হুয়ি বললো, ওটা কি হুয়ি না হুয়া? :D
  • titir | 24.12.5.31 | ১০ জানুয়ারি ২০১১ ০৯:১৩497663
  • সকলে ভুতের গপ্প বলছে, আমি বলব ভুতে ধরার। আমি তখন ক্লাস ফাইভ। জ্যেঠু আর আমরা এক বাড়িতে থাকতাম। জ্যেঠতুত দিদি ঝুনিদি হঠাৎ মারা গেল একসপ্তাহের জ্বর আর আলার্জি নিয়ে। ডাক্তাররা কিচ্ছু করতে পারলেন না। ষোল সতের বছর বয়েস দিদির। প্রথম অকাল মৃত্যু দেখা চোখের সামনে। বাড়ির সবাই খুব ভেঙে পড়েছিল এই ঘটনায়।
    দিদি মারা যাবার কয়েকমাস পরে জ্যেঠুদের বাড়ি কাজ করতে আসে চঞ্চলা বলে একটি মেয়ে। ভারী কাজের মেয়ে, কিন্তু হাঁটত খুব ধুপ ধাপিয়ে। সেই চঞ্চলা প্রতিদিন ঘর ঝাঁট, ন্যাতা দিত সকাল বেলায়। আমাদের বাড়িটি ছিল দোতলা মাটির বাড়ি। একদিন সকালে ন্যাতা দিতে উপরে গেছে, হঠাৎ গড়িয়ে পড়ল দোতলার সিঁড়ি থেকে। আঘাত খুব একটা বেশি লাগে নি, কিন্তু তার পর শুরু হল তার জ্বর। হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় জ্বরের ঘোরে বিড়বিড় করে ইংরাজী বলছে। এই চঞ্চলা ছিল নিরক্ষর। সকলে বলছে, এই চঞ্চলা কি বলছিস? সে উত্তর দিল, কাকে কি চঞ্চলা বলছিস, আমি ঝুনি। প্রশ্নোত্তর চলতে থাকে তার সঙ্গে। কথায় জানা যায়, তার নাকি একরকমের বসন্ত হয়েছিল, যাকে ডাক্তাররা আলর্জি বলেছে। এই বসন্ত নাকি সচরচর হয় না। গায়ে ফোস্কা পড়লে যেমন হয় তেমনি ছিল দেখতে। ঠিক মতো চিকিৎসা না হবার ফলে সে মারা যায়।

    তা সেই সময় আমার বাবা কলিকাতা গিয়েছিলো কাজে। তাকে জিজ্ঞাসা করতে বলল, কাকাতো কলিকাতায় গেছে। তা তুই চঞ্চলাকে ধরেছিস কেন? উত্তরে বলে, আমি তো উপরের ঘরে থাকি, আর চঞ্চলা আমাকে আঁচলের ঝাপ্টা মেরেছিলো বলে ঠেলে দিয়েছি। তা সবাই বলে, তোর কি খুব কষ্ট। সে বলে, না না কষ্ট কিসের ? আমি তো ঠাকুরের খুব কাছে কাছে থাকি। পুজার ফুল তুলে দেই। আমার কোন কষ্ট নেই। সেই শেষবার ঝুনিদি এসেছিল আমাদের কাছে। রোগা, লম্বা, শ্যামলা ঝুনিদি হারিয়ে গেল, সেই কোন ছোটবেলায়। এখন ও সেই ঝোল সতের বছরের ছবিটা ভাসে চোখের সামনে। ঝুনিদি তো আর বড়ো হয় নি।
  • Nina | 64.56.33.254 | ১০ জানুয়ারি ২০১১ ২০:৩৪497664
  • সানা--কি সুন্দর বল্লে, মনটাই ভাল হয়ে গেল। এমনই সুন্দর থেক মনে-মনে আর এমনই বন্ধু হয়ে---:-))
    তিতির বেশ গা শিরশির করে উঠল।
    অঘটন আজও ঘটে!
  • Manish | 59.90.135.107 | ১১ জানুয়ারি ২০১১ ১৫:৪৪497665
  • তিতিরের কাহিনিটা কি সত্যি। যদি সত্যি হয়, তবে জ্ঞ্যনীগুনী চন্ডালদের কাছে অনুরোধ, এর ব্যাখ্যা পাওয়া যাবে?
  • titir | 128.210.80.42 | ১১ জানুয়ারি ২০১১ ২০:২৫497666
  • মণীশ,
    ঘটনাটি সত্যি। আমাদের বাড়িতে ঘটেছিল। আরো অনেক কথা বলেছিল, যেগুলোর কিছুটা সত্যি। অনেককাল আগের কথা, তাই সব কথা মনে নেই। এই ঝুনিদি বা ঝুনিদির ভুত আর কখনো কাউকে ধরে নি। সেই একবারই এই ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে।
  • nina | 64.56.33.254 | ১১ জানুয়ারি ২০১১ ২০:৫০497667
  • একটা জম্পেশ ভুতের গপ্প পাচ্ছে--কিন্তু আপিশে ঘোর সোসন চলছে টাইম নহী হ্যায়---সময় করে বলে যাব--এবারে সাহেব ভুত!!
  • Arnab | 223.223.142.101 | ১১ জানুয়ারি ২০১১ ২২:৫২497669
  • , , ?
    , , ! , , , , , , , ? , , -
    ? , ,
    , - - , ? , -
    - , - , ?
    , ,
    , ।।। ,
    , - , , , ,
    , /, ,
    , , , , , , , , , , , , ,
    ,
    , , , ? !
    ? , , ? , - , ? , ' ' - , , ,
    - ' ' , , , ,
    , , , ,
    ! ?
    ? ? !
    , , ! , , ? , ? !

    ? ? , ?
    , ,
    ।।। ? ,
    , ?
    ,

    , ,
    , ?

    , , ,
    ?

    -
    ( )
    *******
  • arnab | 223.223.142.101 | ১১ জানুয়ারি ২০১১ ২৩:০৩497670
  • কেলো! সব গারবেজ এলো কেন? আবার লিখতে হবে
  • arnab | 223.223.142.101 | ১১ জানুয়ারি ২০১১ ২৩:৩১497671
  • #২৪৭৭;#২৪৯৮;#২৪৫৫;#২৫০৭;#২৪৮২;#২৪৭৬;#২৪৮৯;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৭;#২৪৯৮;#২৪৬৮; #২৪৮৯;#২৫০৭;#২৪৫৫;#২৪৮২;#২৪৭৬;#২৪৯৪;#২৪৬৫;#২৪৯২;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;
    #২৪৩৭;#২৪৫৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫১;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৮৮;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৫;#২৪৮০; #২৪৮৯;#২৪৩৯;#২৪৮২;#২৪০৪; #২৫৩৬;#২৫৪০; #২৪৬৫;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৩;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৮০; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; , #২৪৪৭; #২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৬;#২৪৭৯;#২৪৯২; #২৪৭০;#২৪৯৬;#২৪৮০;#২৫০৯;#২৪৫৬; #২৪৭৯;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩; #২৪৪১;#২৪৭৪;#২৪৭৯;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪০৪; #২৪৭৯;#২৪৭০;#২৪৯৫;#২৪৫১; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৩;#২৪৫৮;#২৪৯৫;#২৪৬৮; #২৪৮৯;#২৪৩৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭; #২৪৩৮;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৩৯; #২৪৭২;#২৪৮৯;#২৫০৩;, #২৪৪৮; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৫; #২৪৮০;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৪০৪; #২৪৫৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৬;#২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৯৬;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩; #২৪৪১;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৮;#২৫০৩;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৩৮;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৬; #২৪৭৬;#২৪৯৪; #২৪৮৯;#২৪৩৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;?
  • arnab | 223.223.142.101 | ১১ জানুয়ারি ২০১১ ২৩:৩৩497672
  • ফের ফ্যাসাদ। স্পেস নষ্ট করলাম
  • kd | 59.93.246.154 | ১১ জানুয়ারি ২০১১ ২৩:৩৪497673
  • সে কী? গারবেজ? আর আমি এদিকে ভাবলুম অর্ণবের ঘাড়ে ভূত চেপে এ'সব লিখিয়ে নিয়েছে। যাচ্চলে!
  • arnab | 223.223.142.101 | ১১ জানুয়ারি ২০১১ ২৩:৪৪497674
  • ছাপাখানার ভূত এখানেও, এতোটা আশা করিনি। যাই হোক, জয় মা বলে শুরু কোরতে হবে
  • Nina | 68.84.239.41 | ১২ জানুয়ারি ২০১১ ০৯:০৮497675
  • ইউরোপের ছোট্ট একটি শহর। শীতকাল, সকাল থেকে মেঘলা, সমানে স্নো পড়ছে, বজ্র ঠান্ডা।
    জিম, বেচারা, সারাদিন নিজের ছোট্ট নিউজপেপার স্ট্যান্ড এ বসে বসে, একেবারে জমে গেছে যেন। আজ কিন্তু ভাল কাগজ বিক্রী হয়েছে, এই বাজে ওয়েদারেও। তাদের ছোট্ট শহরের এক প্রান্তে ছোট্ট গোরস্থান । তার লাগোয়া একটা পোড়ো বাড়ী আছে সেখানে নাকি কদিন ধরে খুব অদ্ভুত সব কান্ডকারখানা কেউ কেউ লক্ষ্য করেছে। বাড়ীতে নাকি রাত দুপুরে হঠাৎ আলো দেখা যায়, খুব হাসি হুল্লোড় শোনা যায়--ইত্যাদি। তাই নিয়ে স্থানীয় কাগজে খুব ফলাও করে সব লেখা বেরিয়েছে --জিমও পড়েছে আর হেসেছে। সে ওসব বুজরুকি তে বিশ্বাস করেনা। সব কাগজওয়ালাদের কাগজ বিক্রী করার মতলব, সে খুব ভাল জানে।

    সন্ধ্যেবেলা তার বইএর স্টলটি বন্ধ করে সে ঢুকল তাদের চেনা পাবটিতে। একটু মৌজ করে বেশ কয়েক পেগ না পেটে পড়লে আর চলছেনা, আর চেনাশোনা কোনও বন্ধুবান্ধবের সঙ্গে দেখাও হয়ে যাবে নিশ্চই --জমিয়ে আড্ডাও দেয়া যাবে। পাবে ঢুকে দেখে তেমন চেনা কেউ চোখে পড়লনা। কম্ন যেন খালি ই আজ সন্ধ্যেবেলায় টেবিলগুলো। যাইহোক, একেবারে একলা বসতেও ইচ্ছে করলনা। দেখল কোনের টেবিলে একজন লম্বা মতন লোক, বেশ দামি স্যুট গায়ে, মাথায় ফেল্ট হ্যাট পরে বসে আছেন। নতুন কেউ মনে হল, কারণ তাকে কখনো জিম দেখেছে বলে মনে হলনা। ছোট শহর , মোটামুটি সবারি মুখ চেনা হয়ে যায়, আর বিশেষ করে জিমের কাছে কাগজ, সিগারেট ইত্যাদি নিতে প্রায় সকলেই আসে।

    জিম ঠিক করল এনার সঙ্গেই বেশ আলাপও করা যাক, আর একসঙ্গে গলাও ভেজানো যাক। উনিও তখনও কিছু অর্ডার করেননি, কারণ টেবিল তখনও খালি। বোধহয় উনিও এইমাত্রই এসেছেন।
    জিম ঐ টেবিলের দিকেই এগিয়ে গেল। জিজ্ঞেস করল
    আমি এখানে বসতে পারি?
    ভদ্রলোক তার দিকে তাকালেন, মাথা নেড়ে বসতে বল্লেন।
    ওয়েটার এল। জিম নিজের ড্রিংক অর্ডার করে, তাঁকেও ভদ্রতা করে বল্ল, আপনারও জন্য বলছি--প্রথমটা আমর তরফ থেকে টু ইউ!
    ড্রিংক এল। জিম মহানন্দে গল্প জুড়ে দিল। সে নিজের পরিচয়, তাদের ছোট শহরের গল্প সব অনর্গলে বলে যেতে ঠাকল। ভদ্রলোক শুধু মাথা নাড়েন আর হুঁ হাঁ করেন। জিমের একটু অস্বস্তিও লাগছিল, ভদ্রলোককে বেশ গল্পে ইনভলভড না করতে পেরে--শেষে সে ভাবল ওঁকে নাহয় তাদের শহরের এই নতুন ভুতের উপদ্রবের গল্পটা করে দেখা যাক!
    জিম একটু অবজ্ঞা আর অবিশ্বাসের হাসি হেসে বল্ল--
    আচ্ছা বলুন তো মশায়, আপনার কি মনে হয় ভূত-টুত বলে কিছু সত্যি আছে?
    আপনি কি ভূতে বিশ্বাস করেন? বলে সে নিজে হেসেই ফেল্ল আর বল্ল আমি একটুও এসবে বিশ্বাস করিনা। এসব যত মানুষের মনগড়া সব বাজে ধারণা।আপনি কি বলেন?
    ভদ্রলোক এই প্রথম , মাথার টুপীটা খুলে হাতে নিলেন, জিমের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন।
    তারপর একটু মুচকি হেসে বল্লেন
    হ্যাঁ আমি ভুতে বিশ্বাস করি, বিলক্ষণ করি, মশায়।
    বলে আস্তে আস্তে মিলিয়ে গেলেন!

    শেষ :-))
  • Nina | 68.84.239.41 | ১২ জানুয়ারি ২০১১ ০৯:১৮497676
  • গল্পটা কোথায় একটা অনেকদিন আগে পড়েছিলাম---কিছুটা মনে ছিল কিছুটা গোঁজামিল, তাই একটু ধেবড়ে গেল :-((
  • bhoot | 59.178.147.137 | ১৭ জানুয়ারি ২০১১ ১৪:৩১497677
  • যাঁরাঁ এঁই টঁইটাঁ ডুঁবিয়েঁ দিঁয়েছেঁ-তাঁদেরঁ আঁজ রাঁতে দেঁখতেঁ আঁসবঁ।
  • Lama | 117.194.243.156 | ১৭ জানুয়ারি ২০১১ ২০:৫৭497678
  • ভূত দেখেছিলাম ভারবেলিতে। ১৯৯২ সালে।

    ভারবেলি কোথায়? বিনে পয়সায় গল্প হয় না, প্যালা। যা, চার আনার চিনেবাদাম কিনে আন গে।
  • pyaalaaraam | 122.172.9.171 | ১৭ জানুয়ারি ২০১১ ২১:৫৫497680
  • এই যে, আট আনার চিনেবাদাম, দুটাকার তেলেভাজা, একটাকার মুড়ি। এবার শুরু কর। আচ্ছা, ভারবেলিটা কোথায়? মহারাষ্ট্রে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন