এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ২৮৪৮৫ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.167.71.146 | ০৩ আগস্ট ২০১১ ২৩:৩৫497781
  • আমাদের ইলেক্ট্রিক আপিসে এক সাহেব ভূত ছিলেন। ল্যান সাহেব। ভারি পরোপকারী। তিনি ব্যালেন্সশীট না মিললে মিলিয়ে দিতেন। রাত্তির বেলায় যারা কাজ করত, তাদের পাহারা দিতেন। বাথরুমে জল ফুরিয়ে গেলেও কলে জল এনে দিতেন।
  • pi | 72.83.100.43 | ০৩ আগস্ট ২০১১ ২৩:৩৮497782
  • তিনি কি অন্য কোনো আপিসে চাকরি নিতে ইচ্ছুক ?
  • byaang | 122.167.71.146 | ০৩ আগস্ট ২০১১ ২৩:৩৯497783
  • না:, তিনি একশো বছর ধরে ঐ আপিসেই আছেন। অন্য কোথাও যাবেন না। অডিটের সময় ঘাপলাগুলো মেলানোর জন্য ওনার থাকা দরকার বলে উনি মনে করেন।
  • pi | 72.83.100.43 | ০৩ আগস্ট ২০১১ ২৩:৪১497784
  • আরে সেতো সব আপিসেই দরকার। ওনাকে একটু বুঝিয়ে বলো। ঐ আপিসে অডিটের সময় থাকলেন। আবার অন্য আপিসে অডিটের সময় গেলেন। এইরকম।
    পরিবর্তন তো ভালোও লাগতে পারে। বলা যায় না।
  • byaang | 122.167.71.146 | ০৩ আগস্ট ২০১১ ২৩:৪২497785
  • একবার নাকি একজান সারা রাত কাজ করার নামে ফোন ক্রেডল থেকে নামিয়ে রেখে টেবিল চেপে লম্বা হয়ে ঘুম লাগাচ্ছিল। ল্যান সাহেব সেই নামানো ফোনেই ব্ল্যাংক কল দিয়ে তাকে জাগিয়ে দিয়েছিলেন। সে তারপার হিহিতঙ্ক লেগে লোহার আলমারির কাছে চেয়ার টেবিল টেনে সরিয়ে সারা রাত লোহার আলমারিতে পিঠ ঠেকিয়ে কাজ করেছিল।
  • byaang | 122.167.71.146 | ০৩ আগস্ট ২০১১ ২৩:৪৩497786
  • * একজন, তারপর
  • Nina | 12.149.39.84 | ০৩ আগস্ট ২০১১ ২৩:৫৭497787
  • দেকেচো! কেয়ং ভুত ভালবাসি--ঠিক আর একবার চুরি করে উঁকি মাত্তে চলে এলুম:-)
    ও সদা, তাই বুঝি? প্রোগ্রামিং ঠাট্টা?!

    সেই যেমন ঐ তাজমহলে যে গম্বুজের কোণে কি জানি এক ফুটো আছে--আর বৃষ্টি পল্লেই বেগমএর কবরে জল পড়বেই পড়বে --আজ অব্দি কোন্নো দেশে ইনজিনিয়ররা ঠিক কত্তে পারেনি! ঐ আর্কিটেক্টের বউকে বাদশা কোতল করিয়েছিলেন যাতে সে ঠিক কষ্টটা বুঝতে পারে আর মনের মতন মকবরা বানায়?

    বাব্বাহ: মানুষ ভুতের চেয়ে দশকাঠি বাড়া---বলেচি ন---নাহ! আবার পলাইলাম!
  • aka | 168.26.215.13 | ০৪ আগস্ট ২০১১ ০০:১০497788
  • বিগেস বলে দিয়েছে।

    সব দর্জা জানলা বন্ধ অবস্থায় ঘরের ভিতরের কোন একটা দরজা একটু জোরে বন্ধ করলে বা খুললেই অমন হয়। আমাদের বাড়িতে অমন হয় অন্তত তিনটে দরজায়। সদার বন্ধুর প্যারা নরমাল জিনিষপত্তর দেখে একটু ট্রান্সফরমেশন হয়েছে। অবিশ্যি তা বলে ভুত নেই তা নয়।
  • aka | 168.26.215.13 | ০৪ আগস্ট ২০১১ ০০:২৪497791
  • তব্বে।

    এই ন্যান আসল ভুত।


  • byaang | 122.167.71.146 | ০৪ আগস্ট ২০১১ ০০:৩২497792
  • আকার দেওয়া ভিডিওটায় ভূত কোনটা? বুঝতেই পারলাম না। আর লোকটাকে কী সুন্দর দেখতে! রিচার্ড গেরের মতন।
  • rimi | 168.26.215.135 | ০৪ আগস্ট ২০১১ ০০:৫৩497793
  • মাঝরাত্তিরে প্ল্যানচেট করে গুলশন কুমারের দুষ্টু ভূতের দেখা পেয়েছিলাম। গুলশনজি তাঁর খুনের কিনারা না করা পর্যন্ত আমাদের কিছুতেই ছাড়ছিলেন না। কোনোমতে তাঁকে ভুজুং ভাজুং দিয়ে ভাগানো গেল। কিন্তু বীরপুঙ্গব আকা আর তার সুযোগ্য কবি বন্ধুর সে কি ভয়! প্রথমে দুজনে কমনরুম থেকে নড়তেই চাইছিল না। তারপরে আমি যখন সাহস দেখিয়ে একা তিনতলায় নিজের ঘরে গেলাম, তখন দুজনে গুটি গুটি পায়ে উপরে এল। কিন্তু শুতে না গিয়ে দুজনে বারান্দায় পা ঝুলিয়ে হাত ধরাধরি করে বসে রইল ঘন্টাদুয়েক। মুখে কারুর কথা নেই। শেষপর্যন্ত আকা ঢুলতে ঢুলতে গেল ঘুমোতে, আর কবিটি ভয়ে ঘুমোতেও না পেরে বাকি রাত সিকিউরিটি গার্ডের সঙ্গে ঘুরে বেড়াল। সেই রাতে মানুষের সঙ্গ ছাড়া সে নাকি এক মুহুর্তও থাকতে পারছিল না!!

    এই হল ভূতের দুষ্টুমির গপ্প।
  • aka | 168.26.215.13 | ০৪ আগস্ট ২০১১ ০০:৫৪497794
  • দ্যাখো! চোরের মন বোঁচকার দিকে। পুরোটা দেখেই নি, রিচার্ড গেরে দেখেই কাটিয়ে দিয়েছে।
  • byaang | 122.167.71.146 | ০৪ আগস্ট ২০১১ ০০:৫৯497795
  • পুরোটা দেখবে না কেন? একটা মেয়েপুলিশ কীসব বলছিল, তারপর কবর খুঁড়ে কফিন বার করছিল, তারপর একটা বাচ্চা মেয়ের ফটো দেখালো। শেষে একটা ধিঙ্গি মেয়ে ধেইনৃত্য করছিল। ঐ অতগুলোর মধ্যে কোনটা ভূত কী করে বুঝবো?
  • Mmu | 79.86.171.220 | ০৪ আগস্ট ২০১১ ০১:০৭497796
  • এইটা দেখুন------
    http:
  • Mmu | 79.86.171.220 | ০৪ আগস্ট ২০১১ ০১:১৪497797
  • আমি লিন্‌কটা ঠিকমত দিতে পারলাম না। কম্প্যু সমস্যার জন্য। ঐ লিন্‌কটা ধরে গূগল দিয়ে বার করুন।
  • Mmu | 79.86.171.220 | ০৪ আগস্ট ২০১১ ০১:২০497798
  • গুগলে ghostresearch.org খুলে তারপর ghost photographএ ক্লিক করুন।
    দেখবেন ভয় পাবেন না কিন্তু।
  • nk | 151.141.84.114 | ০৪ আগস্ট ২০১১ ০২:৩৮497799
  • ভূতে ভূতে ভর্তি সব!
    একবার বড়মামা ঘুরঘুট্টি অন্ধকারে গাড়ীর মধ্যে ভূতালোচনায় শুনলেন মানুষের ছায়া পড়ে কিন্তু ভুতের পড়ে না। কিন্তু তখন কোনো আলো নেই, জঙ্গলের ভিতর দিয়ে গাড়ী চলছে। পরে বাংলোতে পৌঁছে আলো পেলেন, বোনের কলেজের বন্ধুটির ছায়া দেখে তিনি নৃত্য শুরু করলেন, "পড়েছে পড়ছে ছায়া তো পড়েছে।"
    সেই লোক তো অবাক, "সে কী দাদা, আপনি আমায় ভুত মনে করেছিলেন নাকি? "
    বড়মামা অম্লানবদনে বললেন, "বলা যায় না ভাই, আজকাল কিছুই বলা যায় না।"
  • kiki | 59.93.200.70 | ০৪ আগস্ট ২০১১ ০৯:৩৯497800
  • এই নিয়ে শিব্রামের একটা মজার গল্প ঋভুরা পড়ছে।

    শিব্রাম কোত্থেকে যেন ফিরছিলেন, সে এক নির্জন পথ দিয়ে, তো তার সাইকেল ও খারাপ হয়ে যায়,আর কোনো গাড়ীকেই থামাতে পারছেন না, হঠাৎ দেখেন একটা গাড়ী খুব ধীরে আসছে, উনি তখন বললেন থামাও, সেও শোনেনা, গাড়ী চলতেই থাকে। তখন উনি মরিয়া হয়ে গাড়ীর দরজা খুলে উঠে বসেন,আর ঘাম টাম মুছে দেখেন যে গাড়ীতে উনি ছাড়া আর কেউ নেই। এমনকি ইঞ্জিন ও চলছে না, কেবল গাড়ীটাই ধীরে ধীরে চলেছে।

    ক্ষী চাপ! তবে ওনার মনে হলো হেঁটে বা ছুটে ভুতের হাতে পরার চেয়ে এ ভালো, অন্তত : বসে থাকা তো যাচ্ছে। এই ভেবে গ্যাঁট হয়ে বসে রইলেন।
  • kiki | 59.93.200.70 | ০৪ আগস্ট ২০১১ ০৯:৪৪497802
  • তো, হলো কি, সে গাড়ী চলতে চলতে একটা ট্রেন লাইনের ক্রসিং এর কাছে এসে পড়েছে,আর ট্রেন ও আসছে, গাড়ী ও চলছে। উনি ভাবছেন ব্যাটা ভুতের মতলবটা কি? এভাবে মেরে ফেলার ছক নেই তো,তো উনি ও লাফ দিয়ে নেমে পড়েন আর গাড়ী ও থেমে যায়, ট্রেন ও চলে যায়।

    হঠাৎ দেখেন গাড়ীর পিছন থেকে এক ভদ্রলোক ঘেমে নেয়ে আসছেন, তিনি বললেন, দাদা একটু সাহায্য করুননা, অনেক দুর থেকে গাড়ীটা ঠেলে নিয়ে আসছি।ঐ সামনেই আমার বাড়ী।

    তাতে ক্ষী হলো? তবুও ভুত আছে।
  • kiki | 59.93.200.70 | ০৪ আগস্ট ২০১১ ০৯:৫৩497803
  • একবার এক বন্ধুর মুখে গল্প শুনছিলাম, তিনি ঐ ভিয়েতনামেই ভুতের পাল্লায় পরেছিলেন।

    ওখানে বাড়ীগুলো অদ্ভুত একই রকমের।একটা লম্বাটে একই সাইজের ছোট্ট জমি হয়, সবার জন্যই জমির পরিমান একই। বাড়ী গুলো ও দৈর্ঘ্য আর প্রস্থ একই রাখতে হয়, কেবল উচ্চতা টা নিজের খুশী তে বাড়ানো যায়। তো এ হেন বাড়ীর একটা তলার একটা ঘর থাকে রাস্তার দিকে ,আরেকটা পিছন দিকে। আর সেই বন্ধুটি ঐরকম একটা পিছনের ঘরে রুম ফর রেন্টে থাকতো।

    বলে মাঝে মাঝেই মাঝরাতে ঘুম ভেঙ্গে যেত আর দেখতো লাইট হঠাৎ জ্বলে উঠছে, কিন্তু সুইচ অফ ই আছে।এসি বন্ধ হয়ে যায়, তারপর নিজেই চলতে শুরু করে, আবার এসি বন্ধ হয়ে ফ্যান চলতে শুরু করে, আর ওখানে সিলিং ফ্যান আমি সেভাবে দেখিনি, যে হাল্কা পুল্কা স্ট্যান্ড ফ্যানটা থাকে সেটা রিমোটে চলে। দুতিনবার দেখার পরে সে হোটেলে চলে গেছিলো।
  • Lama | 203.132.214.11 | ০৪ আগস্ট ২০১১ ১৩:৩৮497804
  • আমার রুমমেট বগার সেজজ্যাঠা একবার কাকে যেন পুড়িয়ে শ্মশান থেকে ফেরার সময় পরনের ধুতিটাকেও পুড়িয়ে গামছা পরে ফিরেছিলেন, পাছে দু একটা ছোটখাট ভূত ধুতির ভাঁজে লুকিয়ে বাড়ি পর্যন্ত চলে আসতে না পারে
  • de | 59.163.30.3 | ০৪ আগস্ট ২০১১ ১৪:৫৪497805
  • আর গামছার সুতো ধরে ঝুলতে ঝুলতে যেন কোন ভূতের ছানা চলে আসতে পারে না! ওটাও বিসজ্জন দিতে হতো!
  • Nina | 12.149.39.84 | ০৪ আগস্ট ২০১১ ২০:৩২497806
  • তাইলে পেত্নী ধরত ;-)
  • kumu | 122.160.159.184 | ০৫ আগস্ট ২০১১ ১৩:৩৭497807
  • নীনা,:-))
  • Ribhu | 59.93.217.114 | ২৯ অক্টোবর ২০১১ ১৭:০৯497808
  • this scary vedio is a fake , for some scary or dum fans who belive in ghostly stuff
  • kiki | 59.93.217.114 | ২৯ অক্টোবর ২০১১ ১৭:১২497809
  • ছি: ছি: সদার ভিডিও দেখিয়ে আজ হ্যাটার একশেষ হয়ে গেলাম।একটা সুতো দিয়ে কাবার্ড এর পাল্লাটা টানা হচ্ছে। ছেলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। বন্ধুকে ক্যালাও ।ছেলে ক্ষেপে গুচ তে তার ফার্স্ট পোষ্ট টাও করে দিয়ে গেলো।
  • sda | 117.194.202.86 | ২৯ অক্টোবর ২০১১ ২৩:৩৮497810
  • :)
    সে হতভাগা তো উইন্ডসর এ বসে আছে। দেশে ফিরুক একবার!
  • jaagrat bhoot | 122.161.232.30 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩497811
  • ভূতের টই নাই?কে কইল কতাটা?কেঁ?

    এঁই নাঁও নেতাই,লেকো এইখেঁনে।
  • papai | 110.227.147.167 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬497813
  • ভুত ভুত আবহাওয়া না থাকলেও বৈমেলায় হৈ হৈ করে বিকোচ্ছে দেখলাম পারুল প্রকাশনির ২৫ নতুন ভুতের গল্প।পড়ে দেখি কয়েকটি গল্প দারুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন