এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ২৮৪৯০ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | 117.194.240.88 | ১৭ জানুয়ারি ২০১১ ২২:৩৫497681
  • মহারাষ্ট্র না, তখন ছিল মধ্যপ্রদেশ, এখন বোধ হয় ছত্তীসগড়না বত্রিশগড় না কি একটা যেন।

    হয়েছে কি, প্রথমবার যখন অঙ্কে সাপ্লি পেলুম, পূজোর ছুটিতে বাড়ি যেতে ঠিক সাহস পাচ্ছিলাম না। ডিপার্টমেন্টের হেডকে গিয়ে বললাম দূরে কোথাও ট্রেনিঙে যেতে চাই (মাইনিঙে সেকেন্ড ইয়ার থেকেই প্রত্যেক ছুটিতে ট্রেনিং করতে যেতে হয়। কলকাতার ঘরকুনো ছেলেপুলে চেষ্টা করে বাড়ির কাছে রানীগঞ্জ-আসানসোলে ট্রেনিং করতে, যাতে মাঝপথে পালিয়ে আসা যায়)

    তো স্যর বললেন, চলে যাও ভারবেলি। তখন গেতাঞ্জলি এক্সপ্রেস চেপে গেলাম গোন্ডিয়া (নাগপুরের পরের স্টেশন), সেখান থেকে ছোট লাইনের ট্রেনে বালাঘাট, সেখান থেকে ঘোড়ার গাড়িতে কোথায় একটা যেন, তারপর হেঁটে ভারবেলি।
  • pyaalaaraam | 122.172.9.171 | ১৭ জানুয়ারি ২০১১ ২২:৪৯497682
  • এই যে আটআনার আলুকাবলি। পরের কিস্তি?
  • Lama | 117.194.240.88 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:০৯497683
  • পথে বিশেষ কোনো ঘটনা ঘটে নি, শুধু এক প্রৌঢ় সহযাত্রী জিজ্ঞেস করেছিলেন "তোমার জামাটা এত নোংরা কেন?' আর বলতে ভুলে গেছি, আরো দুই সহপাঠী সঙ্গে ছিল- চঞ্চলের অঙ্কে সাপ্লি, মিলনের ড্রয়িংএ
  • byaang | 122.172.9.171 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:১৫497684
  • চারটাকা ফেরৎ দে। এক্ষুনি। এটা ভূতের গল্প বলা হচ্ছে?
  • Lama | 117.194.240.88 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:১৬497685
  • কিবোর্ডে গোলযোগের কারণে উপরোক্ত ভৌতিক কাহিনী স্থগিত রহিল
  • byaang | 122.172.9.171 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:২৬497686
  • হুতোকে ভাতৃঘাতী হওয়ার জন্য সুপুরি দিলাম।
    লামা, আমার চারটাকা এক্ষুনি দে বলছি!
  • ranjan roy | 122.168.22.130 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৭497687
  • লামা'র থেকে আরও চারটাকা ফেরৎ চাই। ছত্তিশগড়কে অপমন!
    ঠিক কথা, গোন্ডিয়া থেকে যেতে হয়। ওখানে MOIL এর ম্যাঙ্গানীজ মাইনস্‌। নাগপুর MOIL এর হেড কোয়ার্টার। কিন্তু কোলকাতা থেকে গেলে আগে গোন্ডিয়া, তার অন্তত: দু'ঘন্টা পরে নাগপুর। আর গোন্ডিয়া থেকে মহারাষ্ট্র শুরু, কিন্তু বালাঘাট এম পি আর ভারবেলি মহারাষ্ট্র।
    শুধু অংকে নয়, ভূগোলেও:)))
  • ranjan roy | 122.168.22.130 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৯497688
  • কিন্তু অর্ণবের ছাপাখানার ভূতের আক্রমণে ""অপাঠ্য'' ভূতের গল্প কই?
    নাকি ওটাই এপিডিআর এর রিপোর্ট!
  • byaang | 122.172.9.171 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪১497689
  • রঞ্জনদা, আমাকে মনে করে ভূগোলের নম্বরটা বাড়িয়ে দেবেন। সেই মাধ্যমিক থেকে চুয়ান্ন পেয়ে বসে আছি। কুড়ি বছর ধরে। কমে যাবার ভয়ে রিভিউ করতেও দিতে পারি নি।
  • Nina | 68.84.239.41 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৫১497691
  • লামা , আমাদের তুষ্টু যে বকে তার কেলাশের ছেলেটাকে যার নাম কিনা দুষ্টু , উফ! বড্ড বাজে ছেলে সত্যি----একটাও হোমওয়ার্ক ক্লাশওয়ার্ক শেষ করেনা গা--একে নিয়ে কি করা যায় --ব্যাং একমাত্র তুই পারবি একে পথে আনতে---হেল্পাতে আমরা আছি ---সুপারি দিলে বলিস ডলার পাঠ্যে দেব!
  • Nina | 68.84.239.41 | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৫৬497692
  • না না সুপারি ক্যানসেল! তিলস্যারের পাতায় তুষ্টু আর দুষ্টুর ছবি এত্ত মিত্তি---অন্য উপায় হোক শাস্তি।
  • Lama | 203.99.212.53 | ১৮ জানুয়ারি ২০১১ ১৪:০৭497693
  • কুরুবকের মতো বকবক করে মাথা ধরিয়ে দিলি যাহোক। বেশ একটু যোগনিদ্রা মতো আসছিল।

    ইসে, রঞ্জনদা, সে অন্য শেয়ালের কথা...

    যাকগে, মন দিয়ে শোন প্যালা, মেলা জ্বালাসনি-

    ভারবেলি পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। ভারবেলি জায়গাটা অনেকটা শোলের গব্বর সিঙের ডেরার মত- উঁচু উঁচু টিলা আর বড়োবড়ও পাথর ছড়ানো ছেটানো। লোকজনকে জিজ্ঞেস করতে করতে ট্রেনি হোস্টেলে পৌঁছে গেলাম। হোস্টেল একটা টিলার মাথায়। সদ্য পাশ করা ট্রেনি ইঞ্জিনিয়াররা মেস চালায়। তারা বয়সে এবং রেলায় আমাদের থেকে অনেকটাই বড়। একপ্রস্থ জিজ্ঞাসাবাদের পর দাদারা সন্তুষ্ট হয়ে পার্শ্ববর্তী গুদামঘরে (ফাঁকা) আমাদের ঠাঁই দিলেন। গুদামঘরের কোনো দরজা বা জানালার পাল্লা নেই।তবে শুনলাম ওখানে চুরিচামারি হয় না। মালপত্র রেখে টিলার নিচে নেমে আধঘন্টা হেঁটে একটা ধাবায় গিয়ে রুটি-আলুফুলকপি খাওয়া হল, ডিমও ভেজে দিল। ধাবার পাশে আবার একটা সাইকেল সারাইএর দোকান- তারা চার ঘন্টা পঁচিশ পয়সা হিসেবে ভাড়াও দেয়। খেয়েদেয়ে ফিরতে সন্ধ্যে হয়ে গেল, ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম।

    পরদিন থেকে ট্রেনিং শুরু হল।সকাল সকাল উঠে টিলার নিচে ভারবেলি গ্রামের দোকানে সিকনি মেশানো চা আর নোংরা থালায় রুটি সবজি খেয়ে আটটার মধ্যে ট্রেনিং অফিসার চন্দ্রাকর সাহেবকে রিপোর্ট করা, তারপর সাহেবের মর্জি অনুযায়ী লেভেল নম্বর থ্রি, বা চার নম্বর বেল্ট এইরকম সব কাঠখোট্টা নামের জায়গা পরিদর্শন করা আর জি টি মাধহার (সদ্য ট্রেনিং পিরিয়ড শেষ করে কোম্পানীতে কল্কে পেতে শুরু করেছে) ধমক ধামক খাওয়া। দুপুর আর রাতের খাবার জন্য শেখ জাহিদ বলে MOIL এর এক ইলেকট্রিক্যাল ফিটারের সঙ্গে কিছু টাকার বিনিময়ে বন্দোবস্ত করলাম। শেখ জাহিদের স্ত্রীকে সবাই আন্টি বলে ডাকে। উনি মাসিক চারশো টাকার বিনিময়ে ট্রেনিদের দু বেলা খেতে দেন। (আন্টির দুই মেয়ে, শামশাদ আর শাহীন। তারা গ্রামের মেয়েদের তুলনায় বেশ বন্ধুত্বপূর্ণ)

    এসে গেল প্রথম রবিবার- তার সপ্তাহদুয়েক পরেই দশেরা। ছুটির দিন, পূজোর সময় বাড়ির জন্য মনখারাপ- এইরকম একটা মিশ্র অনুভূতির মধ্যে তিনটে সাইকেল ভাড়া করে বেরিয়ে পড়লাম যেদিকে দুচোখ যায়।

    ঘন্টাখানেক সাইকেল চালানোর পর খানিকটা দূর থেকে একটা "খাই খাঁচা খাই খাঁচা ঝঁয় ঝমে ঝঁয় ঝম'এ গোছের ঘ্যানঘ্যানে সুরের গান শুনতে পেলাম। শব্দ লক্ষ্য করে কিছুটা এগিয়ে দেখি একটা গ্রাম। হতদরিদ্র চেহারার ঘরবাড়ি। গ্রামের মাঝখানে মাটি ফেলে উঁচু করে একটা বড়ি সড়ো বেদী মতো তৈরি করা হয়েছে, তার ওপর বসে অন্তত: শ' খানেক গ্রাম্য মহিলা একঘেয়ে সুরে গেয়ে যাচ্ছে- মনে হয় কোনো ধর্মীয় অনুষ্ঠান। কাউকেই প্রকৃতিস্থ বলে মনে হচ্ছে না। বিশেশত: গান করতে করতে কেউ কেউ ভীষণ উত্তেজিত হয়ে মাথা নাড়তে নাড়তে চিৎপাত হয়ে পড়ছে। তখন কিছু লোক তাদের চ্যাংদোলা করে বেদী থেকে নামিয়ে আনছে। আমাদের দেখে কেউ কেউ এগিয়ে এসে আমাদের পরিচয় জিজ্ঞেস করল (হিন্দির কোন একটা উপভাষায়)- হাবভাব একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়। বেগতিক দেখে আমরা সাইকেল নিয়ে হোস্টেল ফিরে এলাম।

    সেদিন রাতে। রাত সাড়ে নটা নাগাদ আন্টির বাড়ি থেকে খেয়ে দেয়ে টিলা বেয়ে উঠছি হোস্টেল যাব বলে। কি তিথি মনে নেই, কিন্তু ঘুরঘুটে অন্ধকার। পায়ে চলা রাস্তাটার ডান পাশে একটা ছোট জঙ্গলমতো। কি গাছ জানি না, তবে সবকটা গাচই একরকম দেখতে।

    চঁহল মান্না (হাত দিয়ে হাঁটতে হাঁটতে মুড়ি খেতে পারে) আর মিলন সেন (ক্লাসের সময় বাদ দিয়ে মাটির ওপরে যতক্ষণ থাকে খদ্দরের পাঞ্জাবী পরে থাকে) ছিল সঙ্গে। হঠাৎ দুজনের মুখেই "বু বু বু' শব্দ শুনে তাকালাম। দুজনেরই চোখ বিস্ফারিত। চঁহল অতিকষ্টে হাত তুলে ডানদিকটা দেখাল। তাকিয়ে আমার চক্ষুস্থির।

    একরকম দেখতে গাছগুলোর কোনোকোনোটার মাথায় বসে আছে একটা করে ছায়ামূর্তি- কালো কালো, রোগারোগা, ধ্যাঙে্‌ঢঙ্গে লম্বা হাত পা।

    আঅর কি কেউ দাঁড়ায়? ভয়ে আধমরা সেন আর মান্নার হাত ধরে, দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে, খানাখন্দ মাড়িয়ে, হাতের সিগারেট ফেলে ছুটতে ছুটতে গিয়ে সেই যে হোস্টেলের গুদামঘরে ঢুকলাম, আধঘন্টা হাঁপিয়ে তারপর থামলাম।

    (এই গল্পের একটা উপসংহার আছে। খেয়ে এসে বলব। ঝুপসে বেগুনী ভাজছে দেখে এলাম)
  • Lama | 203.99.212.53 | ১৮ জানুয়ারি ২০১১ ১৪:২৩497694
  • *চঞ্চল মান্না
  • abisbaasee | 59.178.136.226 | ১৮ জানুয়ারি ২০১১ ১৪:৫১497695
  • সব বাজে কথা,বানিয়ে বানিয়ে লিখেচে।
  • r.h | 203.99.212.53 | ১৮ জানুয়ারি ২০১১ ১৪:৫৭497697
  • হ্যাঁ, বেগুনী ভাজছে দেখে কেউ লিখতে আসে নাকি, তৎক্ষণাৎ খেয়ে নেয়। যত ঢপ।
  • Lama | 203.132.214.11 | ১৮ জানুয়ারি ২০১১ ১৪:৫৭497696
  • ও, আপনি সত্যি কথা ভেবে পড়লেন বুজি?
  • kd | 59.93.169.225 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:১৩497698
  • কটা বেগুনি খাচ্ছে রে বাবা, ১২৪ মিনিট হয়ে গ্যালো। :(
  • siki | 155.136.80.174 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:১৬497699
  • তুমিও অমনি ভেবে নিয়েছো লামা এসে গল্প শেষ করবে?

    লামা কেবল গল্প শুরু করে। শেষ করে না। বালামুরুগান দ্রষ্টব্য।
  • abisbaasee | 59.178.136.226 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:২৭497700
  • হ্যাঁ:,যা বলেচো!ভয়ে আদমরা সেন,মান্নার হাত দুহাতে ধরলো,তারপর আবার সিগারেট ফেল্লো?নাকি জ্বলন্ত সিগ্রেট সুদ্ধুই ঐ দুই ব্যাচারার হাত ধরলো?
    যে ভূতের গপ্পো বেগুনীতে গিয়ে পথ হারিয়ে ফ্যালে,সে গপ্পো এক লামাই লিখে থাকে।
  • Lama | 203.132.214.11 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:৩০497702
  • সিগারেট জ্বলন্ত ছিল বলে কোনো দাবী কখনো করেছি বলে তো মনে পড়ে না :(
  • abishbaasee | 59.178.136.226 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:৪০497703
  • যদিও বিড়িসিগ্রেট খাই না,এক্ষপেরিয়েন্স নাই,তবু -
    না ধরানো সিগ্রেট হাতে করে হাঁটছিলেন,না ধরাবো,এই ধরাব্বো কচ্ছিলেন?
  • Lama | 203.132.214.11 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:৪৬497704
  • এই ধরাবো এই ধরাবো

    কুরুবকের মতো বকবক করে করে এরা আমার উপসংহারটাই করতে দিচ্ছে না।
  • dukhe | 122.160.114.85 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:৪৯497705
  • আহা - এইসব উপদ্রবকে সংহার করে তবে তো উপসংহার ।
  • abishbaasee | 59.178.136.226 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:৫৯497706
  • আপনি আর ক্ষি বলবেন?গাছের ওপর ঐ মূর্তিগুলো হোলো গ্রামের মানুষরা/তাদের ডেকে আনা ভূতেরা-এই তো?

  • Lama | 203.132.214.11 | ১৮ জানুয়ারি ২০১১ ১৭:০১497707
  • না
  • abishbaashee | 59.178.136.226 | ১৮ জানুয়ারি ২০১১ ১৭:১৩497708
  • না?ভালো কথা,তবে নিজেই ল্যাখেন না কেন?
  • dukhe | 122.160.114.85 | ১৮ জানুয়ারি ২০১১ ১৭:১৫497709
  • উপসংহারে ভূত নেই । স্রেফ বেগুনি ।
  • Thaakuddaa | 155.136.80.174 | ১৮ জানুয়ারি ২০১১ ১৭:২৫497710
  • চুপ করো অবিশ্বাসী। কথা কয়ো না।
  • abishbasee | 59.178.136.226 | ১৮ জানুয়ারি ২০১১ ১৭:৪৩497711
  • আমি তো কইবই।লামা শেষটা ভুলে গেচে,তাই বসে বসে বেগুনী,আর জবাফুল ভাজা খাচ্ছে।
  • kd | 59.93.169.225 | ১৮ জানুয়ারি ২০১১ ১৮:১৬497714
  • আরে ভূতের ভয়ে লোকে বাপের নাম ভুলে যায়, আর লামা গপ্পের শেষ ভুলে গেলেই দোষ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন