এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ২৮৫১২ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 117.194.200.120 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৪497848
  • ব্যাং বোঝে নাই, ঐ ছাতাই তো গোবরাকে বাঁচালো। লোহা আছে না :)। দিলেই ঘাড় মটকাতো
  • Netai | 122.177.13.159 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪497849
  • এদিক ঘুরি ওদিক ঘুরি সব জায়গায় দেখি এইসব গল্পই চলছে। কেউ শোনায় হোস্টেলের ছাদে শাকচূন্নির নাচ তো কেউ দেখায় বেম্মোদত্তি কেমন করে হালুম করে ভয় দেখিয়েছিল। সব মিলিয়ে চারদিকে তখন ভয়ের পরিবেশ। এমনি সময় হলে হয়তো এসব নিয়ে হাসাহাসি ই চলতো শুধু। কিন্তু চোখের সামনে গোবরা কাৎ হয়ে পড়ে আছে দেখা যাচ্ছে। চোখমুখ দেখলে বোঝা যাচ্ছিলো সবাই কেমন ভয়ে ভয়ে আছে। পাবলিক যে এতো ভীতু আমার জানা ছিল না। আমিও যে এতো ভীতু তাও বুঝতে পারিনি আগে। ঘুমানোর সময়ে দেখা গেলো সবাই খাট গুলো জুড়ে দিচ্ছে, যাতে একসাথে থাকা যায়। লোকজনের একা একা টয়লেটে যাবারও সাহস চলে গেছিল। 'পাবলিক কে কে মুতবে চলে এসো', বলে হাঁক পাড়লে পিলপিল করে ছেলেপিলে বের হতো। এজন্যই মনে হয় কবি বলেছেন 'ভয় সংক্রামক'। আমি সাহস করে একবার টিভিরুমে গেছিলাম। সুইচ অন করতেই দেখি জি টিভি। দেখাচ্ছে একটা ঘর, ঘরে একটা চেয়ার। ক্যাঁআচ করে আওয়াজে চেয়ারটা ঘুরলো। দেখা গেলো, চেয়ারটা ফাঁকা নয়, একজন লোক বসে আছে। তবে তার........ তবে তার ...... তার মুন্ডুটাই নাই। গলার উপরে ফাঁকা। আমি দৌড়ে এসে বিচানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম।

    এরকম দু এক দিন চলার পর, একদিন রাতে, তখন অকাতরে ঘুমাচ্ছিলাম আমরা সবাই, হটাৎ লোকজনের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলো। বাইরে বেরিয়ে শুনি বুলবুল্‌দা অর ইন্দ্রদা ফিরছিলো শন্‌কুর ধাবা থেকে। ফেরর সময় জিমখানার কার্নিসে একে্‌জান বুড়োকে বসে থাকতে দেখেছে। বলার মত বিষয় হছে যে বুড়োটার শুধু মাথাটাই আছে। বাকিটা নেই। বুড়োটা অবশ্য ওদের কিছু বলেনি, এমনকি ছাতাও চায়নি। তাও, কেন ওর মাথা থাকবেনা সেই অপরাধে তাকে ধরে মারা হবে এমন সব দাবী উঠছিল ভীড় করা জনতার মধ্য থেকে। ভেগে না যায় এই ভয়ে জনতা সোল্লাসে বেরিয়ে ভুতমারার অভিযানে। অস্ত্র বলতে ব্যাট, উইকেট, হকি স্টিক, সাকেলের চেন এইসব। সে এক অদ্ভুত ব্যাপার স্যাপার। মাঝরাত্তিরে এক দঙ্গল ছেলে বেরোলো হোস্টেল থেকে জিমখানার পথে। হইহই কান্ড রইরই ব্যাপার। নেতৃত্বে থার্ড ইয়ারের দাদারা। বিস্তর খোঁজাখুজি চললো জিমখানার চারিপাশে। কিন্তু ভুত কই, ভুত? সব আয়োজন সম্পূর্ন, ভুতেরই দেখা নেই শুধু। জিমখানার আসেপাশের ঝোপঝাড়েও ব্যাট উইকেট দিয়ে ঝপাঝপ মেরে খোঁজ চললো। দু তিন জন তো উঠে পড়লো কার্নিসেই। এতো লোকবল, ভয়টাই বা কিসের। বেরোক না ভুত শুধু একবার। অবশেষে ক্লান্ত হয়ে ফিরে এলাম সবাই। প্রশ্নটা রয়েই গেল- ভুতটা যদি ছিলোই, তবে সে গেলো কই?

    পরে জানা গেল ভুতটা কোথায় গেছিলো। ওটা নাকি বুলবুলদার গুল। মাঝরাত্তিরে ঘুমোবার আগে কী বাওয়ালি দেবে ভাবতে ভাবতে হইচই শুরু করেছিল। কাটামুন্ডুওয়ালা ভুতে গল্প বানিয়েছিলো। সেই গল্প যে লোকে এমন খাবে তা বুলবুলদা ভাবতেও পারেনি। পাবলিক এমন মুর্গি করতে পেরে আল্‌হাদে আটখানা হয়ে পরদিন ক্যান্টিনে ফ্রিতে সিগারেট বিলিয়েছিল বুলবুলদা। যে ভুত কখনো ছিলই না, সে ভুত আর পালাবে কোথায়?
  • Netai | 122.177.13.159 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫497850
  • শ্যাস
  • T | 14.139.128.11 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৭497851
  • মচতকার
  • pi | 72.83.83.28 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৬497852
  • :)
  • SM | 155.212.244.66 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০২:১০497853
  • সাপ ক্‌থা।
    এটা আমাদের বারির কথা। তোখোন এগারো ক্লাসে প্‌ড়্‌তাম। আমাদের বারির রান্নাঘোর মাটির ছিলো। গ্রামের বারি। মা সকালে রান্না কোর্তো। প্রোতিদিন সকালে এক্টা সাপের বাচ্চা রান্না ঘোরের দোরজার সাম্নে দেখা দিতো। আমি লাঠি কোরে সাপ টাকে ফেলে দিতাম পুকুর এর বোনে। ৭-৮ টা সাপ বেরুলো।কি কোরা যাবে। বোর্ধমানে সাপের ওয্‌হা কাছে যায়া হোলো। এক দিন রোবিবার ওয্‌হা এলো। বোলোলো রান্না ঘরে এক্টা গোখ্রো সাপ আছে এবোঙ্গ ওনেক সাপের ডিম আছে। কি করা যাবে। মাটি খুরে সাপ বার কোর্তে হোবে।তাই ঠিক হোলো। দু জোন সাহ্‌স সি লোক আর ওযাহ মিলে রান্না ঘোর খুরা সুরো কোর্লো। বারিতে তোখোন এক গ্রাম লোক। সোবই তামাসা দেখ্‌তএ এসেছে।যাই হোক ওনেক খোরার পোর, ওয্‌হ সাব্ধান হোলো। বোল্লো সাপ টা এবার ধোর্বো। সোঙ্গে সোঙ্গে খূব ফাস্ত ওয্‌হাটা সাপ এর মাথা টা ধোর্লো। সাপ্ট এক্তা ডিমের মাল্লা এর মোধেয় বোসে ছিলো।৩৫-৪০ ট ডিমের মালা। তাএর মোধ্যে ১২-১৫ তা ভাঙ্গা। ওজা বোল্লো যে সাপ কিছো ডীম খয় আর কিচু ডিম থেকে বাছা হোয়। তাই দেখ্‌লাম, আমি ৬-৭ টা বাছছা, আর বাদ বকি ডিম সাপ টা খেচেয়েছে।যাই হোক সাপ টা ওঝা নিয়ে গেলো। ডিম গুলো নস্তো কোর হোলো। আআর ওঝা এক্তা ওষৌধ বারির চার পাসে দিলো, যাতে গোন্ধে সাপ আর না আসে। আর সাপ আসে নাই। ভাগ্যো ভালো ছিলো যে বাচা সাপ আমাকে কাম্রই নি। ত হোলএ এই লেখা লিখ্‌তএ পার তাম ন। রাখে হোরি মারে কে।
  • Lama | 117.194.228.15 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০২:২৫497854
  • এটা তাহলে ভূত না হবার গল্প

    কে আছো? একটা সাপের টই খুলে দাও তো
  • SM | 155.212.244.66 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫০497855
  • আমার কাছে বেশ কোয়েক্টা ভূত আর সাপের গোল্পো আছে। তোবে সাপ্‌গুলো নিজের দেখা আর ভূত গুলো সোনা।
    নিশি ভূত, গো ভূত, বান্স ভূত, পেত্নি ভূত, বোমো দুত্তি, দাকাতের সোত্তি গোল্পো।
  • S | 129.115.2.75 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৪৫497856
  • লোকজন এই ফুকো মুকো দিয়ে গুনী বিশ্লেষণ না করে ভুতের গপ্পো লিখলেই তো পারে।
  • S | 129.115.2.75 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৪৬497858
  • *গুণীজন
  • aka | 75.76.118.96 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৫২497859
  • দ্যাখেন আঁতলামোই যদি না করলাম তো গুরুতে এসে কি লাভ হ্যাঁ?
  • S | 129.115.2.75 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১৪497860
  • কিন্তু আমার মতন চন্ডালেদের কি হবে? আমি যে গপ্পো পড়তে এখানে আসি। আর অল্প সল্প ভাট মারতে।
  • aka | 75.76.118.96 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১১497861
  • আরে ভাটান ভাটান কদিন বাদেই আঁতলামো করবেন। :)
  • kumu | 122.176.32.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪২497862
  • নেতাই,৯/২/২০১২ ৭-০৬ ঠিক বুঝলাম না,গুরগাঁও এলো কোদ্দিয়ে?
    আর ভয় পেয়েছি কি না-নেতুর এই কোশ্নের উত্তর দেয়া বাহুল্য বিবেচনা করিলাম।

    বুড়োর তো মাথাটাই ছিলো,অথবা ছিলো না?

    ছাতাভূত আর কেউ দেখেছিল?
  • siki | 155.136.80.81 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৩497863
  • জলুতে ভূতের ভয় দেখানোর বিস্তর প্রচেষ্টা করেছিলাম আমরা, কিন্তু লোকজন ভয়ই খেত না। রাত আড়াইটের সময়ে সাদা বেডকভার মুড়ি দিয়ে সারা মুখে পাউডার মেখে দেঁতোর সঙ্গে বেরোলাম, চেয়ারে উঠে দাঁড়িয়ে থুতনির নিচ দিয়ে টর্চটাকে ধরে স্কাইলাইট দিয়ে উঁকি মারলাম বীরুর ঘরে, খানিক ভূতুড়ে স্বরে অ্যাই বীরু অ্যাই বীরুও করলাম,

    কিন্তু না:। কিছু হল না। বীরু খুব বিরক্ত হয়ে (ও খুব বিরক্ত হত বলেই ওর নাম হয়েছি বীরু) বেরিয়ে এসে বলল, "জিনু, তোর নামে যদি কালই আমি হস্টেল সুপারের কাছে নালিশ না করেছি তা হলে আমার নাম গৌতম লাহা নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয়।'

    পুউরো ন'বার নয় বলেছিল, মনে আছে। ওর রুমমেট পার্থসারথি বেরা, পদবীর কারণে অবভিয়াসলি ওর একটা অসইভ্য নিকনেম ছিল, সে এসে গাঁইয়া টানে আমায় আওয়াজ দিয়েছিল, দ্যাখ জিনু, আমরা গ্রামের ছেলে, রাতবিরেতে মাঠেঘাটে বেরোতে হয় আমাদের, তোরা আমাদের ভূতের ভয় দেখানোর চেষ্টা করছিস?

    আমার ব্যাডলাকটাই খারাপ। দেঁতোর চেয়ারটা কমাস পরেই ভেঙে গেছিল। আমার ওজনে কিনা, কে জানে!
  • Netai | 121.241.98.225 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৫497864
  • বুড়োভুতের মাথাটাই ছিল।
    ছাতাভুত আর দেখা যায়নি কোনদিন। ধরাধাম থেমে সে বিলুপ্ত হয়ে যায় একবার দেখা দিয়েই।
  • shrabani | 117.239.15.102 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৯497865
  • নেতাই তবে খুব ভালো ভুতের গল্প বলতে পারে, মুখ দেখে মনে হয় নিজেই ভয় পেয়ে একসা, তখন অন্যেরও একটুকখানি ভয় পেতে ইচ্ছে করে....এবং বলতে গিয়ে একটুকুও হাসে না....
  • kumu | 122.176.32.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৯497866
  • ছাতাভূতকে ডাকা হোক পরের দিল্লীভাটে।
  • shrabani | 117.239.15.102 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৪497867
  • কেন গো? দিল্লীতে কী ভুতের অভাব, চাদ্দিকে এত কবর টবর....ছাতা ভুতকে এখানকার মোগলাই ভুতেরা পাত্তাই দেবেনা, তবে নেক্সট ভাট চাঁদনি রাতে হুমায়ুন টম্বে.....জিন পরী গ্যারান্টেড!
  • rimi | 168.26.205.19 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪১497869
  • সিকির গপ্প ব্যপক।
    আমারো খুব লোকজনকে ভূতের ভয় দেখানোর অভ্যেস ছিলো সেই ছোটোবেলা থেকে। একবার আমার দিদার ছোটোবোনকে, মানে যে কি না আমার মার থেকে মোটে এক বছরের বড়, এক অন্ধকার ঘরে আটকে থুতনির নিচে টর্চ ধরে আঁ আঁ করে শব্দ করেছিলাম। সেই ছোটোদিদা তো প্রথমে ভয়ে প্রায় অজ্ঞান, যদিও জানত ঘরের মধ্যে আমি আছি। তারপরেই আমাকে কি বকা, "খবর্দার আমাকে একদম ভয় দেখাবি না, তাহলে তোদের বাড়ি আসবই না।"
  • jhumjhumi | 117.194.235.116 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৬497870
  • ভূত খোঁজার জন্য আর কোথাও যেতে হবে না । গুরুতেই তো ভূত ঢুকেছে । রাকৃ আর বিবুদা । সবকটা টইয়েই দেখি ঘুরেফিরে আসে । ভালো ওঝা ডেকে ঝাড়ফুঁক করান ।
  • raamkrishna deb | 168.26.205.19 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০২:২৭497871
  • মা ঝুমঝুমি, আমি সর্বভূতে বিরাজমান মা। ভূত আর ভগবানে কি কোনো তফাৎ আছে রে? ওঝা ফোঝা ওসব এক নম্বরের ধাপ্পাবাজ, ভূত ভগবান কাউকেই তাড়াতে পারে না।
  • achintyarup | 59.93.200.55 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৪497872
  • এক্ষানা ভূতের গল্প বলব। বলি?
  • hu | 24.13.11.220 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৭497873
  • বলেন। শনিবারের বারবেলা চলছে...
  • aranya | 68.38.243.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৯497874
  • কদিন আগে লুরুতে একটি আপাত ভৌতিক ঘটনার কথা শুনলাম। আমার এক সম্পর্কে শালী অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকে, তাদের প্রতিবেশীর ফ্ল্যাটের ঘটনা।
    প্রতিবেশীর বাচ্চা আলাদা ঘরে শুত। একদিন অনেক রাতে খুব কান্নাকাটি করায় বাবা, মা তাকে নিজেদের ঘরে নিয়ে আসে, তার অল্পক্ষণ পরেই ছাদ থেকে একটা ভারী বীম খুলে বাচ্চার খাটের ওপর পড়ে। সেদিন থেকে বাচ্চাটা বাবা, মার সাথেই শুচ্ছিল।
    এরপর একদিন মাঝরাতে ঐ ঘর থেকে প্রচন্ড আওয়াজ আসতে থাকে, যেন ভূমিকম্প হচ্ছে। সবাই দরজা খুলে ঘরে ঢুকে দেখে মেঝের সব টাইলগুলো কে যেন অমানুষিক শক্তিতে উপড়ে নিয়ে ঘরের ঠিক মাঝখানে স্তুপ করে রেখেছে - একটার ওপর একটা।
  • aka | 75.76.118.96 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫১497875
  • উরিত্তারা কেমন গা ছমছম করে উঠল। এতো ভয়ংকর ভুতের গল্প, না: শুতে যাই, একা ভয় করতাসে।
  • S | 99.26.200.89 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০২497876
  • অরন্য, এটা বহুত ভয়ের হয়ে গেলো।

    একটা সিনেমাতে দেখেছিলাম - রাতে জল খেতে গিয়ে দেখছে ডাইনিঙ্গ টেবিলের চেয়ারগুলো টেবিলের উপরে বিশেষভাবে সাজানো রয়েছে। অথচ যখন ঘুমাতে গেছিলো তখন এমনিই রাখা ছিলো।
  • aranya | 68.38.243.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬497877
  • আমি চেষ্টা করব একটা ফলোআপ দিতে, লুরুতে ফোন করে।
  • aranya | 68.38.243.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৩497878
  • বাচ্চারা নাকি অশরীরী অস্তিত্ব বুঝতে পারে। ২০০২ সালে আমরা নতুন বাড়ীতে মুভ করি, মেয়ের তখন প্রায় দুবছর বয়স। একদিন রাতে ফাঁকা বাড়ীতে (আমি আপিসে) বৌ মেয়েকে খাওয়াচ্ছে মানে খাবার নিয়ে যুদ্ধ করছে, হঠাৎ মেয়ে সিঁড়ির দিকে আঙুল দেখিয়ে বলে - মা, ঐ ছেলেটা ওখানে কি করছে? কোথায় ছেলে, কেমন দেখতে - এই প্রশ্নের উত্তরে মেয়ে বলল ঐ যে সিঁড়িতে বসে আছে আর এইরম করে মুখ ভেঙচাচ্ছে, বলে এক বিকট মুখভঙ্গি করে মার দিকে তাকাল।
    ফলস্বরুপ মায়ের খাবারের প্লেট ছুঁড়ে ফেলে বিরাট লম্ফ প্রদান এবং কন্যাকে ট্যাঁকে গুঁজে একনি:শ্বাসে গাড়ীতে উঠে বাড়ী থেকে পলায়ন।

    মেয়ে এখন এগার, অনেকদিন আর ভুত-টুত দেখে না। বড় হওয়ার সাথে সাথে অনেক ক্ষমতাই হারিয়ে যায়।

  • aranya | 68.38.243.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৮497880
  • ঘটনাটা লিখে এট্টু আনইজি লাগচে বটে। ফাঁকা বাড়ী, বৌ মেয়ে কেহ নাই, বাইরে ঝড় হচ্ছে,অদ্ভুত সব আওয়াজ (প্রবল বাতাসে কাঠের বাড়ীতে যেমন সব আওয়াজ হয়)। রাত দুটো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন