এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ২৮৪৯৬ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.96.87.137 | ১২ জুন ২০১২ ১৫:৪২497914
  • আরে ভয় না দেখালে ভয় পাবো কী করে ? :( একি প্রেম না পায়খানা যে একা একা পেয়ে বসে থাকবো !

    আর গেরামের ভূত , সে বেচারা শহরে এসে নিজেই ভয় পেয়ে ছিল. আমার এঞ্জেল তেমন পাজি. সেইযে একবার ওর খাবারে ভাগ বসিয়েছিলো সেই থেকে খালি কোনঠাসা করে রাখত !
  • কল্লোল | 129.226.79.139 | ১২ জুন ২০১২ ১৫:৫৮497915
  • আমার আগেই সন্দো মতোন হয়েচিলো। এই দেক্লাম মাতায় চুল, এই দেকি নেই। ওদিকে বিয়র খায়। চিনা বাদাম মশলা দিয়ে দুবোতল সাবরে দিলে। আমি ভাবলুম যাঃ ভূতে কি বিয়র খায়!! তা, সে তো দেখি হুইস্কি অফার করে অন্য ভূতেরে। তবে ভালৈ। ভয়টয় দেকায় নি। আমার গানটান শুনে পচুন্দো হয়েচে বলে মনে হলো। পটাপট ছবি তোলে। আমারও তুলেচে।
    তবে, আমারও আজকাল কোত্থাও কিচ্চু নেই, পায়ে ঝিঝি ধরে, ক্যামোন ঝিমুনি লাগে। উড়ু উড়ু ইচ্চে করে, কিন্তু অপিস যাই তো.................
    সময় হয়ে এলো........................
  • ডিডি | 120.234.159.216 | ১২ জুন ২০১২ ১৬:১০497916
  • কল্লোলের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার নিতান্তো অভাব। পর্য্যবেক্ষনের একটা যুক্তিগ্রাহ্য পরিসীমা থাকে, আর থাকে ঐতিহাসিকতা আর সর্বজনগ্রাহ্য শাস্ত্রের প্রতি দায়বদ্ধতা, যা কিনা নিছক অনুভববৃত্তির মাত্রা ছাড়িয়েও ..... উরেঃ বাপ রে বাপ। লিখতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে।

    বলি পাটা উল্টো বাগে বাঁকানো আছে কি না দেখেছো ? রোদের মধ্যে টেনে নিয়ে গিয়ে খ্যাল করেছো ছায়া পরে কি না।বাড়ী ফেরার সময় টা টা করে সজল নয়নে তাকিয়ে হঠাৎই ভোঁ করে আকাশে উড়ে গেলো কিনা নজর করেছো?

    তবে আর ক্ষি করলে ?
  • একক | 24.99.118.56 | ১২ জুন ২০১২ ১৬:৩৬497917
  • কোনো মানে হয় ! কোথায় ভাবলুম কল্লোল দা কে সাক্ষী মানবো তা নয় সেই এসে সনদো প্রকাশ করে গ্যালো :( :(
  • কল্লোল | 129.226.79.139 | ১২ জুন ২০১২ ১৭:১৮497918
  • ঐত্তো, অত্তো কিচু ছাই মনে থাগে, অ্যাঁ?
    ওদিকে দেকচো অন্য টইয়ে লোকে কেমং বলচে, আমি নিজেই নাকি মাটি দে হাঁটি না। নিজের হাঁটুর খপর নেই আমি একোন লোকের হাটু ছায়া এসব দেকে বেড়াই। আর কাজ নেই গা!!! তাছাড়া বিয়র টিয়র খেয়ে অত্তো প্যাচালো হাওয়া যায় না মোট্টেও।
    যাগ্গে। তা সাক্ষী মানার আগেই তো কয়ে দিলুম। কি ভূত মাইরী তাতেও গোঁসা!!
  • কুমু | 132.160.159.184 | ১২ জুন ২০১২ ১৯:২১497919
  • ভূত বলে কিছু হয় না,কিস্যু না।কুমু
  • ব্যাং | 132.167.74.12 | ১২ জুন ২০১২ ২০:৪০497920
  • কিন্তু বিভূতিবাবু বলে কেউ হয়।
  • ব্যাং | 132.167.74.12 | ১২ জুন ২০১২ ২০:৪১497921
  • ওঁ কুঁমুঁদিঁ, এঁকঁটাঁ গঁল্পঁ বঁলঁ নাঁ? ভুঁতেঁরঁ গঁল্পঁ?
  • Tim | 108.249.6.161 | ১২ জুন ২০১২ ২১:১০497922
  • বি ডট ভূতি একজনের নাম ছিলো। তার বাড়িতে সবাই কাঁঠাল ভালোবাসতো কিনা, তাই ঐ নাম। পরে মনের দুঃখে সে ভূত হয়ে যায়।
  • ব্যাঙ | 132.178.252.193 | ১২ জুন ২০১২ ২১:২৭497924
  • আর কেউ ওনার পরিচয় কনফার্ম করতে হলে বলে "বি ভুত-ই!"
  • ব্যাঙ | 132.178.252.193 | ১২ জুন ২০১২ ২১:২৮497925
  • আর কেউ ওনার পরিচয় কনফার্ম করতে হলে বলে "বি ভূত-ই!"
  • Sam | 127.192.236.211 | ১২ জুন ২০১২ ২১:৩৮497928
  • আমি আছি ছাতে বসে, হানা দিল ভুতে-
    কলার পাকড়ে দিনু কামড় হাঁটুতে,
    মাথায় গাঁটটা মেরে চুল মুঠি ধরে-
    বিরাশি সিক্কা গালে দিলাম সজোরে.
    কাঁদোকাঁদো ভূত বলে "ছেড়ে দে রে বাবা-
    এবাজারে আর কভু বাড়াবো না থাবা.
    ভুতের ভয়ে সে ছিল পুরনো আমলে-
    আঁধার মাঠের ধারে বটগাছ তলে,
    এখন ভুতের দেখি শিয়রে সিঙ্গারা-
    মানুষের ভয়ে ভূত ত্রিভুবন ছাড়া."
    বললাম বিগলিত হয়ে এই কথা:
    "ভূত আছে ভূত রবে, ভূতেদের পাতা-
    এখনো মহাকালের এড্রেস বুকে-
    বেঁচে আছে, ভূত কর গুলজার সুখে-
    নরক স্বর্গ আর এই কলকাত্তা-
    এখনো এখানে তুমি পেয়ে যাবে পাত্তা.
    বাঙালি এখনো জানে ভুতের কি ভ্যালু,
    বাঙালি ছোকরা দেখে ভূত হয়ে হ্যালু-
    কখনো আমেজ করে বাবার প্রসাদে-
    কখনো প্রেমিকা নিয়ে শ্বশুরের ছাদে.
    কাজেই ঝাপর খেয়ে হয়োনা বিষন্ন-
    আরামসে কাজ কর বাংলার জন্য.
    পরিবর্তন যুগে ভলান্টিয়ার কোই?
    দলে দলে সবুজেতে মিশে কর হইচই.
    ডহর বাবুর থেকে মধু চক্কোত্তি-
    সকল ভুতের গায়ে লেগে যাবে গত্তি.
    তারপর সিগনালে বসে নাও জিরিয়ে -
    দাদুর গানের গুঁতো দেবে প্রাণ ফিরিয়ে.
    অতএব চলে এস দলে দলে যোগ দাও-
    মুফতে সবাই মিলে দিদির প্রসাদ খাও".
  • একক | 24.99.31.126 | ১২ জুন ২০১২ ২১:৩৮497927
  • ফল ভূত নিয়ে আপনাদের কোনো ধারণা নাই তাই খিল্লি কচ্ছেন !
    ফল মরে পচে গেলে (পচা টা ফলেদের দুনিয়াতে অপঘাত ) ভূত হয় তাকে বলে ফল ভূত .

    কোটি কোটি মল্ট এর দানা পচিয়ে যে হুইস্কি হয় তাই খেয়ে আমাদের এনং নেশা হই ক্যানো ? কারন সেই ভূত !
    প্রতিটা মল্ট এর দানার আত্মা ,তাদের হাহাকার কাস্কিং হয়ে এক্কেরে কন্সেন্ত্রেতেদ ভূত -কলোনি -এ জন্ম দেয়.
    সেই খেয়ে আমাদের ঘাড়ে ফল ভূত ছাপে . গোলা লোকে বোজেনা তাই বলে "নেশা করেচে" !

    আবার এই মল্ট এর দানা বিভিন্ন জাতের হয় বলে ভূতেদের মধ্যে হেব্বি কমুনাল টেনশন তৈরী হয় !! মাথার মধ্যে ঢুকে তারা মারমার-কাটকাট -বাবরি মসজিদ বাধায় . আমরা তাকে বলি হ্যাং ওভার .

    এই কারণেই সিঙ্গল মল্ট এ মাথা ধরেনা. কমুনাল টেনশন থাকেনা তো :)
  • aranya | 154.160.226.53 | ১২ জুন ২০১২ ২১:৩৮497926
  • ওফ, কুমু, ভুত বলে না হয় কিছু হয় না, তাই বলে কি ভুতের গপ্পো ও থাকবে না ?
  • Lama | 127.194.245.7 | ১২ জুন ২০১২ ২৩:০৬497929
  • এটা একদম সত্যি বলছি। সেবার মা বাবা কদিনের জন্য নেপাল বেড়াতে গেছেন আর গিন্নি গেছেন মেয়েকে নিয়ে তাঁর বোনের বাড়ি। ভাই দেশের বাইরে। আমাদের কমপ্লেক্সে ছটা মাত্র ফ্ল্যাট, তার মধ্যে তিনটেই আমাদের। বাকি তিনটের মালিকরা কলকাতায় থাকেন না। সেদিন আবার কেয়ারটেকারও ছুটিতে। সুতরাং চারতলা বাড়িটায় আমি একা।

    রাতে রাস্তার ধারের ঘটায় শুয়ে বই পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি রাস্তায় দাঁড়িয়ে আমার নাম ধরে কেউ ডাকছে। ঘুমটা যখন পাতলা হয়ে এল তখন মনে হল স্বপ্ন। আধো ঘুমের ঘোরে ভাবছি 'ঘুমটা ভাঙলেই প্রমাণ হয়ে যাবে নিশির ডাক বলে কিছু হয় না।' কিন্তু ঘুমটা ভাঙ্গার পরও দেখি ডাকটা অব্যাহত। জানালা দিয়ে তাকিয়ে দেখি রাস্তার আলোর তলায় দাঁড়িয়ে একটা লোক আমার নাম ধরে ডেকে যাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোয় তাকে পরিষ্কার দেখা যাচ্ছে- এরকম চেহারার কোন লোককে আমি কস্মিনকালেও চিনি না।

    আমি 'কে? কি চাই?' এসব বলে দু চারবার চ্যাঁচাতেই লোকটি রাগী চোখে আমার দিকে একবার তাকাল। তারপর ধীরে সুস্থে হেঁটে চোখের আড়ালে চলে গেল।

    কে জানে কে? অথবা কি?
  • aranya | 154.160.226.53 | ১২ জুন ২০১২ ২৩:২৪497930
  • নিশির ডাকে সাড়া দিতে হয় না। লামার সাহস দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আজকাল আর অবাকও হই না।
  • Sam | 127.192.236.211 | ১২ জুন ২০১২ ২৩:২৭497931
  • বাইরে নেমপ্লেট ছিল কি?
  • sch | 111.63.203.131 | ১২ জুন ২০১২ ২৩:৩০497932
  • @একক
    একটু অপ্রাসঙ্গিক প্রশ্ন করছি। খুব জানতে ইচ্ছে করছে একক আপনি ভূটানে কোথায় থাকতেন? থিম্পুতে?
  • Tim | 208.82.19.90 | ১২ জুন ২০১২ ২৩:৩৭497933
  • আমাদের চেনা শোনা পৃথিবীর বাইরে কোথাও লামাদা থাকে। যে ইঁটের টুকরোগুলো ডিঙিয়ে, যে ইঁটের টুকরোগুলোর পাশে খাট বিছানা আলমারি আর ফ্যাটফ্যাটে সংসার পেতে আমরা থাকি, তার থেকে গভীরে, অ্যালিসের পথ ভুলে চলে যাওয়া সেই অন্য জগতে লামাদের বাস। আমি সেই পৃথিবীর রাস্তা খুঁজেছি বহুদিন। স্বপ্নে দেখেছি হলদেটে পাঁশুটে সব অন্যরকম রঙের মাটি গাছ পাথরে গড়া সেই জায়গা।
  • একক | 24.99.103.146 | ১২ জুন ২০১২ ২৩:৫৯497936
  • @এসসিএইচ

    ফুনছোলিং -এ হেড আপিস ছিল .কখনো সেখানে কখনো দ্রালহা ফ্যাক্টরি তে থাকতুম. থিম্ফু তেও থেকেছি . কাজে -অকাজে ঘুরতে হয়েছে প্রায় পুরো ভুটান .
  • Sibu | 84.125.59.177 | ১৩ জুন ২০১২ ০০:০৩497937
  • ভুটান ঘুরতে গেলে ভাল হোটেল কি কি?
  • একক | 24.99.103.146 | ১৩ জুন ২০১২ ০০:১৬497938
  • @ শিবু দা

    আপনি যদি সুপার লাক্সারী ট্রাভেলার হন তাহলে আমনকোরা রিসর্ট , তাজ তাশি
    সেমি লাক্সারী হলে হোটেল ড্রুক , হোটেল জুমালহারি , হোটেল উমা পারো
    বাজেট ট্রাভেল করলে হোটেল তানদিন , হোটেল গাকিলিং এরকম অনেক আছে

    এছাড়া বিশুদ্ধ এডভেনচার ট্রাভেল করলে অন্য গপ্পো আছে . পুরোটাই আপনার ট্রাভেল প্ল্যান এর ওপর ডিপেন্ড করছে .
  • Nina | 78.34.167.250 | ১৩ জুন ২০১২ ০৪:০৪497939
  • লোকটা কি নামে ডাকছিল লামাকে ?

    ভুটানি-ভূতের গপ্পটি খাসা--আর কয়েকখান হোক---
  • B.Nayak | 118.7.10.109 | ১৩ জুন ২০১২ ০৯:১৮497940
  • Ekak er "angel' er kotha ta shune Shorodindu'r Boroda'r ekta bhut er golpo'r kotha mone pore gelo.
  • aranya | 78.38.243.161 | ১৩ জুন ২০১২ ০৯:২২497942
  • বরদা-র কুকুরটার নাম ছিল খোক্কস।
  • একক | 24.99.93.247 | ১৩ জুন ২০১২ ০৯:৫৪497943
  • angel নয় , engel .
  • Lama | 127.194.246.1 | ১৪ জুন ২০১২ ০৯:২৯497944
  • আমার আরো অনেক গল্প আছে। কিন্তু বলব না। কারণ গত বছরের গোড়ার দিকে লোকজন বকবক করে আমার একটা গল্পকে পুরো ধামাচাপা দিয়ে ছেড়েছিল। এর চেয়ে ভূতদের কাছে মানুষের গল্প করা ভালো।
  • ব্যাং | 132.172.231.195 | ১৪ জুন ২০১২ ১০:৪৭497945
  • বাজে বকিস নি, তুই চঞ্চল মান্নার হাত দিয়ে হাঁটতে হাঁটতে মুড়ি-সিগারেট খাওয়ার ব্যাপারটার আজ অব্দি কোনো সদুত্তর দিতে পেরেছিস? অথবা ঘুটঘুটে অন্ধকারে কেমন করে কালো কালো ছায়ামূর্তি দেখা যেতে পারে তার উত্তর?
  • ব্যাং | 132.172.231.195 | ১৪ জুন ২০১২ ১০:৪৮497947
  • আমি বাঁচতেও চাই নি, ভূতও হতে চাই নি, শুধু আমার কোশ্নোর উত্তর চেয়েছিলাম রে দাদা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন