এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ২৮৪৯২ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 99.26.200.89 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৯497881
  • অরন্য, জানিনা এইসব (মানে তেনারা) আছেন কিনা (এটা হ্যারি পটারেও দেখেছি - যার নাম করা বারণ)। কিন্তু বাচ্চাদের এইসব অনুভুতি অনেক বেশি হয় বলেই শুনেছি। ফলে বাচ্চারা অনেক কথা বালে যেগুলো আমরা ফেলে দি, মনে হয় আরেকটু বেশি মন দিয়ে তাদের কথা শোনা উচিত আমাদের সকলকে। আমার অভিগ্যতায় দেখেছি বাচ্চারা খুব কম কথা বানিয়ে বলে - মানে যেটা বলে সেটার একটা ব্যকগ্রাউন্ড থাকবেই।
  • aka | 75.76.118.96 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৩497882
  • অরণ্যদা আমার ছেলে ভুত না দেখলেও ওর অনেক ইমাজিনারি ফ্রেণ্ড আছে। জন আর বব (ইমাজিনারি) কিছুদিন আগে ক্যাথারিনের(রিয়েল) সাথে নর্থ ক্যারোলিনায় মুভ করায় আপাতত আমাদের গাড়ির বনেটের ওপর জন আর বব আর বসে না। মাঝে মাঝে ফোনে কথাবার্তা হয় বটে।
  • aranya | 68.38.243.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৬497883
  • এস, ভুত আছে কিনা জানি না, তবে ভুত, আত্মা এসব থাকলে জীবন-টা আর একটু ইন্টারেস্টিং হত মনে হয়। মৃত্যুতেই সব শেষ ভাবতে দু:খ হয়, মন চায় প্রকৃতিতে কিছু রহস্য থাকুক।
    তবে বাচ্চারা বানিয়ে বলে না এটা লিখে ভয় পাইয়ে দিলেন। আর আমিও এক্ষুণি পরিষ্কার একটা পায়ের শব্দ শুনলাম সিঁড়িতে।
  • aranya | 68.38.243.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০497884
  • আকা, ইমাজিনারি ফ্রেণ্ড ব্যাপারটা দারুণ তো। কিছু গল্পে পড়েছি বটে বাচ্চাদের ইমাজিনারি ফ্রেণ্ডের কথা। সাম্পানের সত্যিই সেরকম বন্ধু আছে!

  • S | 99.26.200.89 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০১497885
  • এটা আমার এক বন্ধুর বন্ধুর (নাম মনে নেই) কাছ থেকে শোনা। সে জাহাজে চাকরি করে (Atleast তখন করতো)। যখন গল্পোটা বলেছিলো তখন আমাদের সবার বয়স এই ২২-২৩ হবে। জাহাজ চলেছে সমুদ্রে - মোস্ট লাইকলি খুব ঠান্ডার যায়গা দিয়ে। তা ডকে সবাই কাজ করছে - রাত ৮-৯ টা হবে। এমন সময় একজনের চিৎকারে সবাই ছুটে গিয়ে দেখে এক সহকর্মি রেলিঙ্গে এক হাত দিয়ে বাইরে ঝুলছে। মানে পড়ে যাওয়ার আগের মুহুর্তে কোনোমতে একটা হাত দিয়ে নিজেকে বাচিয়েছে। কিন্তু সবাই জখন তাকে ধরে তুলতে গেলো প্রচন্ড ভারী লাগছে। মনে হচ্ছে কে যেন তাকে বাইরের দিকে টানছে। তা কোনো মতে তাকে টেনে ডকে তোলা হোলো। অদ্ভুত ব্যাপার হোলো যে কব্জির একটা যায়গায় কার একতা হাতের ছাপ।
  • aka | 75.76.118.96 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩497886
  • একা একা থাকে, খেলে, অধিকাংশ সময়েই নিজের মনে মনে কথা বলে। জন আর বব এর আগে, কতরকমের জন্তু জানোয়ার এলো আমাদের বাড়িতে, আগের বাড়ির সামনের জঙ্গলে। আপাতত মাঝে মাঝে জন আর ববের সাথে কথা বলে।
  • S | 99.26.200.89 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫497888
  • অরন্যবাবু চিন্তা নেই তেনারা কাছে এলে বলে দেবেন যে বেশি ট্যাঁ ফো করলে এখুনি একটা নির্মোহ ব টই খুলে দেবো, দেখবেন সব পাইলে যাবে।
  • Tim | 98.249.6.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫497887
  • হ্যাঁ ভূতটুত ইত্যাদি থাকলে জীবন তো ইন্টারেস্টিং হতই। ডাইনি সন্দেহে আরো কয়েক হাজার লোক পুড়িয়ে মারা যেত, যাগযজ্ঞ, তাবিচকবচমাদুলিপাথর আরো ব্যাপক প্রসার হতো, আরো কতভাবে যে কত লোকের কর্মসংস্থান হত কেজানে।
    বিজ্ঞানচর্চাটাও কোনমতে সেরেফ জয়েন্ট এ¾ট্রান্স অবধি করে নিয়েই তারপরে ""রহস্যের"" ভবসাগরে ডুব দিলে বিবেকদংশন হতোনা।
  • T | 14.139.128.11 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১০497889
  • অরণ্যর ঘটনা শুনে অস্বস্তি হচ্ছে। আমার মেয়েও সিঁড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। উফফ কী চাপ রে বাবা।
  • aranya | 68.38.243.161 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৩497891
  • সাম্পান খুব কল্পনাপ্রবণ, এটা ওকে ক্রিয়েটিভ কাজকম্মো করতে সাহায্য করবে।
    টিম, ভুত/আত্মা-ইত্যাদির নেগেটিভ এফেক্ট যা যা তুমি বলেছ, আমি তার সাথে পুরোপুরি একমত।
    এস, জাহাজের ঘটনাটা বেশ জমাটি।
  • kumu | 122.161.97.182 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৯497892
  • অরণ্য,এটা লুরুর কোন অঞ্চলে ঘটেছে বলে শোনা গেছে?
  • ranjan roy | 115.118.157.108 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৮497893
  • অচিন্টি,
    একি অসভ্যতা! ভূতের গল্প
    শুনবো বলে জেগে আছি। বাড়িতে সব ঘুমুচ্ছে। বাড়ির পেছনে পার্ক, তারপর অন্ধকার মাঠ, তারপর নালা। আকাশে ময়লা আলো। সামনের খালি প্লটে একটি বাবলা গাছে বসে হুতুম পেঁচা।
    এখন সব ঘরগুলো থেকে নাকডাকার আওয়াজও বন্ধ হয়েছে। বুড়ো কুকুরটা ঘুমের মধ্যে কঁকিয়ে উঠলো। হাওয়ায় টেরেসের বন্ধ লোহার দরজাটা কেমন আয়-আয় করে আওয়াজ করলো। কিন্তু ভূতের গল্পের দেখা নেই।
    ক্ষী ক্ষান্ড!
  • ranjan roy | 115.118.157.108 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০497894
  • আমার অকালপ্রয়াত ছোটভাই ছোটবেলায় পার্কসার্কাসের বাড়িতে রাত্তিরে জানলার দিকে তাকিয়ে কালো বেড়াল-কালো বেড়াল বলে চেঁচিয়ে কাঁদত, ঘুমোত না। কিন্তু আমরা কোথাও কিছু দেখতে পেতাম না।
  • nk | 151.141.84.239 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৪497895
  • ল্যাবের ভুত তো শুনতাম শ্যামাদাস বাবু দেখতেন, সেই ল্যাবে নাকি ফ্যারাডে সাহেবকে দেখা যেতো।
  • aranya | 144.160.226.53 | ১৫ মার্চ ২০১২ ২২:২০497896
  • নৃশংস লুরু ভুতের পরবর্তী কার্যকলাপ জানতে অনেকেই রুদ্ধশ্বাস প্রতীক্ষায় ছিলেন - সে গুড়ে বালি বা একটি বৃহৎ অশ্বডিম্বও বলা যেতে পারে। লেটেস্ট খবর হল আরও কিছু ফ্ল্যাটে মেঝের টাইল উঠে আসছে, ভাড়াটেরা ভুতের অস্তিত্ব মানতে চাইছে না, বিল্ডার স্বীকার করেছে বাজে মেটিরিয়াল দিয়েছিল, তাপমাত্রার হেরফেরে টাইল আলগা হয়ে যাচ্ছে ইত্যাদি।
    বাড়ীওলা মেঝে সারিয়ে দেবে, সমুদয় ভাড়াটেরা এতেই খুশী, এদিকে একটা সম্ভাব্য ভুতের মৃত্যু হল, তাতে কারুর দু:খ নাই, মেটিরিয়ালিস্ট জনতা সব :-(

    কুমু, টই-টা ডুবে গেছিল, আপনার কোশ্নটা তাই চোখে পড়ে নি। জায়গাটার নাম বাণেশ্বরী, তবে এখন আর তাতে কি ই বা যায় আসে :-(

    আমি অবশ্য এতেই হতাশ হচ্ছি না, অলৌকিকের সন্ধান জারি থাকবে ;-)
  • Tim | 198.82.29.146 | ১৫ মার্চ ২০১২ ২২:২৩497897
  • জিপিও তে ভূত আছে তো। সহজেই দেখা যায়।
  • aka | 168.26.215.13 | ১৬ মার্চ ২০১২ ০০:২২497898
  • লোহার বিম ভেঙে পড়েছিল, টাইলস উঠে যাচ্ছে, কবে তো পুরো বাড়িটাই ভেঙে পড়বে। এতো বিপজ্জনক অবস্থা।
  • nk | 151.141.84.239 | ১৬ মার্চ ২০১২ ০৭:২৪497899
  • টাইলগুলো উঠে একটার উপরে আরেকটা উঠে পড়েছিলো, বেশ একটা কলাম হয়ে দাঁড়িয়েছিলো-এটা তাইলে সেই বাচ্চার বাবা মা বানিয়েছিলো। :-)
  • রাঙতা | 82.135.227.188 | ১২ জুন ২০১২ ১০:৪৬497900
  • এই টইটা অনেকদিন আগে ফলো করতাম ভূতের গল্প শুনবো বলে। আর কেউ বলে না?
  • একক | 24.96.68.89 | ১২ জুন ২০১২ ১১:৫৮497902
  • বেশ কয়েক বছর হলো ভূত দেখিনা . টের পাই অবশ্য . প্রয়োজনভিত্তিক কমুনিকেশন ও হয়. শেষ সামনে দেখেছি সাড়ে ৪ বছর আগে . আর পেছন থেকে ২ বছর আগে.
  • রাঙতা | 82.135.227.188 | ১২ জুন ২০১২ ১২:৪৫497903
  • আইশশাবাস। আরেকটু লিখুন।
    আর কেউ না করুক আমি একদম ভূতে বিশ্বাস করি। ভয়ও পাই অলমোস্ট রোজ।
  • একক | 24.96.87.137 | ১২ জুন ২০১২ ১২:৫২497904
  • ভয় পান ক্যান ? ভূতেদের কাছে ট্যাকা ধার করেছেন না তারা দেখলেই ধার চায় ??
  • রাঙতা | 82.135.227.188 | ১২ জুন ২০১২ ১৩:০১497905
  • আরে বাবা ভূত বলে কথা। বিনা কারনে একটু ভয়ও পাবো না!
  • একক | 24.96.87.137 | ১২ জুন ২০১২ ১৩:১১497906
  • ভূতেদের কিচ্ছু ক্ষমতা থাকে আবার কিচ্ছু অক্ষমতাও . কোনো ভুতের পক্ষে কোনো মানুষ কে গলা টিপে মারা বা ঘাড় মটকানো সম্ভব নয় . এগুলো একদম গাঁজা . আর ভূত হলেই সব জানতে পারে ওই সিনেমায় যেমন দেখায় এটাও ঢপ . ওদেরও চেনা জানার লিমিটেশন আছে . সব ভাষা বোঝে না .

    ২০০৭ এ আমার সঙ্গে এক ভুতের মোলাকাত হয় যে শার্সপ ছাড়া কোনো ভাষাই জানতনা . এমন কী জংখা অবধি না. তার সঙ্গে ইন্টারএকট করতে বেশ বেগ পেতে হয়েছিল.
  • শ্রী সদা | 69.97.138.79 | ১২ জুন ২০১২ ১৩:২২497907
  • একক, একটু ডিটেলে লেখা যাবে ? আজকে অফিসে তেমন কাজ নাই ঃ)
  • paTal | 165.201.35.70 | ১২ জুন ২০১২ ১৪:০০497908
  • আমি ও চাই
  • একক | 24.96.87.137 | ১২ জুন ২০১২ ১৪:০৮497909
  • অনেক ঘটনা আছে. ভাষা র ব্যাপারটা যখন এলো তখন ছিরিং ওয়াঙদা -র কথা বলি .
    ভুটানে ভূত প্রচুর . ওখানে কেও নতুন ফ্ল্যাট বা বাড়িতে ওঠার আগে ডদু দিন ধরে লামা দের ডেকে ভূত তাড়ানো মাস্ট. আমি কোনদিন সেসব কিচ্ছু করিনি. অকারণ উত্খাত করা পোষায় না .

    একবার একটা বড় ফ্ল্যাট নিলুম. ৪ তে ঘর বিশাল বারান্দা . লোক বলতে আমি আর আমার গোল্ডেন রীত্রিভার
    এঞ্জেল .সকালে এঞ্জেল কে নিয়ে দৌড়ই , তাপ্পর দুজন ব্রেকফাস্ট করে আমি আপিস যাই . দুপুরে এসে একসঙ্গে লাঞ্চ. একটু খেলাধুলো. আবার আপিস . সন্ধে বেলা ফিরি.এই রুটিন.

    একদিন ফিরেই টের পেলুম এঞ্জেল খেপে রয়েছে ! অনেকরকম অভিযোগ জানালো যার মধ্যে একটা হচ্ছে ওর খাবারের প্যাকেট এ কেও হাত দিয়েছে. দেখি সত্যি ,রয়াল ক্যানিন -এর বস্তার মুখ টা আলগা. দু চারটে দানা এদিক ওদিক ছড়ানো. এঞ্জেল চেঁচিয়েই যাচ্ছে. শোবার ঘরে এসে দেখি তিনি আমার কম্পু টেবিলের সামনে বসে ঝিমোচ্ছেন :|

    একটি বেঁটেখাটো গ্রাম্য লোক . সস্তার ঘো পরিহিত . পায়ের জুতো টা কিন্তু বাহারি. আর সেই দেখেই আমার মেজাজ চড়ে গ্যালো ! ভূত যে তাতো বুঝতেই পেরেছি. তাই বলে শোবার ঘরে জুতো পড়ে !!

    তপাই কো হো ?!

    চিত্কারে ঝিমুনি ভেঙ্গে তাকালো . কিন্তু কিচ্ছু বুঝলো বলে মনে হলো না. আমিও বুঝলুম এ মাল নেপালি নয়.
    ভাষা পাল্টালুম.

    মিং গা চি মো ?

    উত্তর নেই . দুশশালা ! তুই কে বে ?? আঙ্গুল তুলে ইশারা করে বল্লুম জুতোজোড়া ছেড়ে এসো.
    এবার বুঝলুম কেস কী . ভূত মহোদয় ফ্ল্যাট এ ঢুকেই এঞ্জেলের খপ্পর এ পরেছেন . ডগ ফুডের বিচিত্র আমিষ গন্ধে আকৃষ্ট হয়ে খেয়ে দেখতে গেসলেন হয় তো ( গায়েঁর মানুষ ,দোষ দিয়ে লাভ নেই ), সেই ইস্তক এঞ্জেল তাকে কোনঠাসা করে এনে এই ঘরে আটকে রেখে ছে .

    যাইহোক ,সেদিন এঞ্জেল কে বুঝিয়ে সুঝিয়ে একটু দোস্তি করানো গ্যালো . সে বাইরে চটি ছেড়ে এসে আমাকে চেআর ছেড়ে দিয়ে মেঝের এক কোনে বসলো . অনেক হাত-পা নেড়ে আকার ইঙ্গিত এ নাম জানলুম নাম ছিরিং ওয়াংদা . মঙ্গর থেকে এসেছে . সে প্রায় ১০ ঘন্টা দুরের একটা জায়গা . পাক্কা গেও ভূত যাকে বলে . হুইস্কি অফার করলুম . খেলো না. বীফ ছিল . সেই রাত্তিরে বীফ-ডাচি বানালুম. ভাত দিয়ে সাপটে দিলো বেশ খানিক.

    এঞ্জেল ব্যাপার টায় এক্কেরে খুশী হয়নি . তার ভাগে কম পরেছিলো . খুশী না হুয়াই স্বাভাবিক.

    এরপরে ঘটনা বিশেষ কিছু নেই . একজন সাধারণ গ্রাম্য ভূত . তার ওপর সার্শপ ছাড়া কোনো ভাষা জানেনা .
    আর আমি সার্শপ ভাষা টা শুনলে এটুকুই বুঝতে পারি যে ওটা সার্শপ. এর বেশি কিচ্ছু না :(

    দুদিন বাদে তাকে বাজারে লাবদেন ড্রাইভার এর সঙ্গে পরিচয় করিয়ে দিলুম. লাবদেন নিজে সার্সপ্পা. কিন্তু
    জুম্জা স্লাইড -এ ট্রাক এক্সিডেন্ট করে ভূত হবার আগে আমাদের কোম্পানির ড্রাইভার ছিল. কাজেই আমাকে ভূতত্ত্ব প্রাপ্তির পরেও স্যার বলে. বর্ডার এরিয়া তে থাকার কারণে নেপালি -জংখা দুটি ভাষাই পরিস্কার বলে.

    ....শেষ এন্ট্রী টা এইরূপ . মাস ছয়েক বাদে ছিরিং আমার সঙ্গে দেখা করতে এসেছিলো. সেদিন এঞ্জেল তাকে ভয় তয় দেখায় নি . দেখলুম সে এই ক মাসে সে নেপালি শিখেছে . তার একমাত্র বোনঝি নাকি আমার ফ্ল্যাট এই থাকতো কোনো একসময়. তার সংগে দেখা করতে আসছিলো সে . সেই এক ই জুম্জা স্লাইড-এ এক্সিডেন্ট করে মরে ভূত হয় . তারপর আমার ফ্ল্যাট -এ এসে ওঠা . আলাপ ইত্যাদি . শহরের পরিবেশ এ তার মন টিকছেনা . তাই আবার মন্গরের গেরামে ফিরচে.

    আমিও হাসতে হাসতে তাকে দেখলুম মাস আষ্টেক আগে জুম্জা স্লাইড-এ গাড়ি উল্টে যাবার নিশানী এখনো আমার বাম হাতের কবজিতে রয়েচে ! আমিও দ্রালহা ফরেষ্ট্রী থেকে ফির্ছিলুম সেবার . সে অন্য গপ্পো .
  • paTal | 165.201.35.70 | ১২ জুন ২০১২ ১৫:১৯497910
  • ভয় পাননি কেন? ধুত ভয় না পেলে ভুতের গল্প শুনে লাভ কি? ঃ(
  • ডিডি | 120.234.159.216 | ১২ জুন ২০১২ ১৫:২৯497911
  • বাঃ পটোল বাবু । একক ভয় পাবে ক্যানো? হোয়াই?

    আরে ইউ এক্কেবারে সিওর যে একক নিজেই একটি, একেবারে, মানে আস্তো মতন, অর্থাৎ কিনা কান ঘেঁষে... নিজেই একটি ইয়ে নয় ?
  • paTal | 165.201.35.70 | ১২ জুন ২০১২ ১৫:৩৬497913
  • ঠিকাছে ঐ ভাবে বললে চলবে। কাজের মাঝে একটু ভয়-টয় না পেলে কাজ করব কি করে শুনি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন