এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ২৮৪৮৯ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 212.54.74.119 | ১৪ জুন ২০১২ ১১:১৫497948
  • চঞ্চল মান্না কোথাকার ভূত ? সিগারেট মেখে মুড়ি খাওয়ার চল এদিকে দেখিনি। সেখানে কি চানাচুরের বেজায় দাম?
  • Diganta | 24.139.220.33 | ১৪ জুন ২০১২ ১২:০১497949
  • আমার শোনা একটা ভূত এর গল্প -
    একটা আধ দামড়া ছেলে দুপুর বেলা বাড়িতে ঝগড়া করে ট্রেন লাইন এর ধারে গিয়ে বসে ছিল। সারা দুপুর রোদ্দুর এ বসে থাকার পর বিকেলে তার মাথা ঠান্ডা হতে সে ঘরে ফেরে। তারপর বলা নেই কওয়া নেই আয়নার সামনে গিয়ে নিজের জামা খুলে ফেলে। দেখে পিঠে লম্বা লম্বা লাল দাগ, ছোট বেলায় মাস্টার মশায়ের বেত এর মার খেয়ে যেরকম দাগ হত ঠিক সেরকম। ছেলে তখন nostalgic হয়ে মুড়ি-বাতাসা খেতে শুরু করে।
  • ব্যাং | 132.172.231.195 | ১৪ জুন ২০১২ ১২:০২497951
  • দিগন্ত, গল্পটা কি এখানেই শেষ?
  • ব্যাং | 132.172.231.195 | ১৪ জুন ২০১২ ১২:০২497950
  • লামা, গপ্পোটা শেষই করে দে, নয়তো দুখে যে চঞ্চল মান্নাকেই ভূত বানিয়ে ছাড়ছে !!
  • Diganta | 24.139.220.33 | ১৪ জুন ২০১২ ১২:০৫497952
  • আমার ভূত দেখার বড় ইছে, দেখার জন্য রাত বিরেতে সাইকেল নিয়ে জঙ্গল এ ঘুরতে বেরোই, কিন্তু দেখতে পাইনি কোনদিন। কেউ কোনো উপায় বলুন না দেখার!! শ্মশান টশান এ যেতে বলবেন না, ভূত, মশা আর ঝিঝি পোকায় বড় ভয় করে!!!
  • Diganta | 24.139.220.33 | ১৪ জুন ২০১২ ১২:০৬497953
  • ইয়েস ব্যাং দা , গল্প তা এটুকুই
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৪:৩৮497954
  • একদম যা-তা। এর থেকে ঢের ভালো ভুতের গপ্প শুনেছিলাম জে এন ইউ-তে এক লোড শেডিঙ্গ-এর রাতে। সুযোগ্য শ্রোতা পেলে বলবো না হয়।
  • ডিডি | 120.234.159.216 | ১৪ জুন ২০১২ ১৪:৫৩497955
  • বোঝো।
    ভুতের গল্পো শুনতে হলে অ্যাডমিশন টেস্ট দিয়ে পাস কত্তে হবে। এরকম হলে ভুত কিন্তু একেবারেই আর থাকবে না।
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৪:৫৮497956
  • আহ্হা চেইত্যা যান ক্যান? বলব বলেই তো বলছি। ঃ
  • ডিডি | 120.234.159.216 | ১৪ জুন ২০১২ ১৫:১৩497958
  • আরে,এমনিতেই ভুতেদের অবস্থা খুব খারাপ। প্রায় নেই বল্লেই চলে।
    তার মধ্যে ভুতের গল্পেও প্রি কন্ডিশন থাকলে ঐ নেই নেই করা সামান্য ভুতেল ভাবটুকুও আর থাকবে না।

    কি দিয়ে যাবো আমরা পরে প্রজন্মকে?
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৫:১৬497959
  • আরে নেই কে বলল? গুজবে কান দেবেন না। রমরমিয়ে আছে। আমিই বলব আজ বাড়ি ফিরে। এখন টাইপ করতে মুশ্কিল হচ্ছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৪ জুন ২০১২ ১৫:৪৪497960
  • ভুত দেখা যদি বলো, তাহলে আমিও ছোটোবেলা একবার দেখেছিলাম। আজও মনে পড়লে বুক কেঁপে উঠে। গল্পটা বলি।

    তখন আমি মাধ্যমিক এর প্রস্তুতি নিচ্ছি। আমার গভীর রাতে পড়াশুনা করার অভ্যাস। পড়তে পড়তে যখন একটু বিরক্তি আসতো তখন বাড়ি'র বাইরে বেরিয়ে শুদ্ধু হাওয়া খেয়ে আসতাম (সেই মাঝরাতে)।
    একদিন তখন মনে হয় রাত ২টো হবে, বেরিয়েছি বাইরে।
    হঠাৎ দুর থেকে দেখি একটা সাদা কাপড় পরা কে যেন দাড়িয়ে। এতো রাতে মানুষ তো কেউ ওখানে থাকার কথা নয়, তার উপরে সাদা কাপড় পরা মেয়ে মানুষ এতো রাতে হতেই পারে না।
    তাহলে কি ভুত?
    দেখে আসি তো কাছ থেকে (আমার সাহস তখন বেশ ছিল, এখন কেমন যেন হয়ে গেছি, বিয়ে করে কি?)।
    গেলাম কাছে।
    আজ তাহলে ভুত দেখ হয়ে যাক।
    গিয়ে দেখি ও হরি!
    এতো ভুত নয় আর মানুষ ও নয়।
    তাহলে কি?

    পাশে ছিল একটা লম্বা গাছ, তার পাতার ফাকে ফাকে চাঁদের আলোটা এমন ভাবে এসে মাটিতে পড়েছে যে, দুর থেকে দেখলে মনে হবে সাদা কাপড় পরা কেউ দাড়িয়ে আছে।

    আমার কপাল মন্দ, সত্যি ভুত দেখা হলো না। দেখলাম কিনা চাঁদের আলোর ভুত।
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৫:৪৯497961
  • এ তো সেই কন্গ্কাল গল্পের মত ব্যাপার।
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৮:২৯497962
  • এইবার বলি।

    বৈশাখের বিকেল। আস্তে আস্তে বেলা পড়ে আসছে। কলেজ স্ট্রিটের দিক থেকে ট্রামের ঘন্টি শোনা জাচ্ছে মাঝে মাঝে। এ রকম এক মন-কেমন করা বিকেলে মেডিক্যাল কলেজের দুই ছাত্র লাশঘরে কাজ করছিল। ঘরের যে দিকে কাজ চলছিল, সেখানে শুধু মৃতের চোখ রাখা আছে সারি সারি কাচের বোতলে, দ্রবণে ভেজানো।
    খুব মন দিয়ে কাজ করছে দুজনে, কোন দিকে খেয়াল নেই। কিন্তু মাঝে মাঝে মনে হছে কেউ একটা দেখে যাচ্ছে ওদের।
  • শ্রী সদা | 69.97.136.200 | ১৪ জুন ২০১২ ১৮:৩৩497963
  • তাপ্পর ?
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৮:৩৪497964
  • তা এ রকম হতেই পারে। সারি সারি মৃত চোখের মধ্যে কাজ করতে হলে এ রকম মনে হওয়াটা কিছু না। কিন্তু অস্বস্তি ক্রমে বাড়তে লাগল। একটু পরে চ্যালেন্জ করে এক বন্ধু একজোড়া চোখের দিকে তাকিয়ে থাকল। নিজের কাজে নিজেরি হাসি পেতে লাগল, তাও তাকিয়ে আছে। একটা জেদ চেপে গেছে আর কি।
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৮:৩৬497965
  • মিনিট খানেক বাদে একবার বোতলের চোখের পাতা পড়ল।
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৮:৪০497966
  • যেমন শুনেছিলুম, তেমন লিখতে পারলাম না। তবে এর পরে আরো একট ব্যাপার হয়েছিল। আগেই বলেছি গল্পটা শুনছিলাম এক রাতে জে এন ইউতে বসে। গল্প শেষ হয়ে গেল, আলো অসেনি তখনো। সবাই ঘরে গেলেও দুই অসমসাহসী স্কুল চত্বরের দিকে হাওয়া খেতে গিয়েছিল।
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৮:৪২497967
  • তাদের আর হদিশ পাওয়া যায়নি। কাগজে নিরুদ্দেশের কথা বেরিয়েছিল, পড়ে থাকবেন হয়তো। বাকিটা এই খানে বললাম। স্বাভাবিক কারণেই নাম লেখা গেল না।
  • Lama | 127.194.227.243 | ১৪ জুন ২০১২ ১৮:৪৪497969
  • ব্যাঙের প্রশ্নের উত্তরঃ

    ১) চঞ্চল মান্না ভূত নয়
    ২) চঞ্চল মান্না সিগারেট খায় না, মুড়ি দিয়ে মেখে বা না মেখে।
    ৩) যে চরিত্রটি সিগারেট খাচ্ছিল সে চঞ্চল মান্না নয়, আমি।
    ৪) হাত দিয়ে হাঁটতে হাঁটতে মুড়ি খাওয়া খুব সোজা (মানে যারা হাতচারি করতে পারে তাদের কাছে সোজা)- হাঁটা থামিয়ে এক হাতে দাঁড়িয়ে অন্য হাত দিয়ে একমুঠো মুড়ি তুলে খুব তাড়াতাড়ি মুখে পুরে দিয়ে আবার দু হাতে হাঁটা শুরু করা।
    ৫) এখানে প্রশ্ন উঠতে পারে মাধ্যাকর্ষণকে উপেক্ষ্ক্ষ করে সেই মুড়ি পাকস্থলীতে পৌঁছয় কি করে? উত্তরঃ মুখ থেকে পেট পর্যন্ত যে সব মাংসপেশীরা আছে তারা এঁকে বেঁকে ঢেউ খেলিয়ে সেট ম্যানেজ করে।
    ৬)ঘুটঘুটে অন্ধকারে ছায়ামূর্তি দেখার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে-
    ক) পূজোর দু সপ্তাহ আগে গোন্ডিয়া যাওয়া।
    খ) সেখান থেকে বালাঘাট যাওয়া।
    গ) সেখান থেকে ভারবেলি যাওয়া।
    ঘ) রবিবার রাত সাড়ে নটায় একটা সিগারেট হাতে করে শেখ জাহিদের বাড়ি থেকে ট্রেনি হোস্টেলের দিকে রওনা দেওয়া।
    ৭) ঘুটঘুটে অন্ধকারে ছায়ামূর্তি দেখা অসম্ভব নয় তার বিজ্ঞানসম্মত প্রমাণঃ
    ঘুটঘুটে অন্ধকারে যদি কেউ তোর (বা আমার) পা মাড়িয়ে দেয় তাহলে তুই (বা আমি) "চোখে দেখতে পান না মশাই" বলে চ্যাঁচাবি (বা চ্যাঁচাব) তো? তার মানে তুই (বা আমি) মেনে নিচ্ছিস (বা নিচ্ছি) যে ঘুটঘুটে অন্ধকারে তোর (বা আমার) ছায়ামূর্তি দেখা সম্ভব।
  • Diganta | 24.139.220.33 | ১৪ জুন ২০১২ ২১:০৪497970
  • আমার শোনা আরেকটি ভুতের গল্প, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এর ঘটনা -
    রাতের খাবার ঘন্টা পড়েছে, একটি ছেলে কোনো একটি কাজে ব্যস্ত ছিল, তো তার যেতে দেরী হয়ে গেছে। সে যখন canteen এর দিকে হাঁটা দিয়েছে, তখন বাকি সবাই পৌছে গেছে। অন্ধকার রাস্তা ধরে সে ছুট মেরেছে, hostel থেকে canteen অনেকটা দুরে। canteen এর সামনে পৌছে দেখে দরজা বন্ধ।এই সময় তার ঘুম ভেঙ্গে গেল। সে দেখল সে সত্যি canteen এর সামনেই দাড়িয়ে রযেছে। দরজা বন্ধ, কারণ তখন মাঝ রাত।

    আপনারা বলতেই পারেন ছেলেটির ঘুমে হাঁটার অভ্যেস ছিল, কিন্তু হোস্টেল জীবনের অত গুলি বছরের মধ্যে এই একটি বার ছাড়া আর কোনো দৃষ্টান্ত ছিল না তার ঘুমে হাঁটার। তাই সেই রোগটি থাকার সম্ভাবনা বাদ দেওয়া যেতে পারে।
  • Diganta | 24.139.220.33 | ১৪ জুন ২০১২ ২১:১৩497971
  • বেলুড় রামকৃষ্ণ মিশন এ পড়ার সময় আমার এক বন্ধু ছিল, যার রাত জেগে পড়ার অভ্যেস ছিল। সে প্রার্থনা রুম এর সামনে গিয়ে পড়ত, কারণ রাত ১১ তে সব ঘরের আলো বাধ্যতামূলক ভাবে বন্ধ করার নিয়ম ছিল। আরও অনেকেই পড়ত, কিন্তু সেদিন ছেলেটি একাই পড়ছিল। শীতকাল। একটা লেপ মুড়ি দিয়ে ছেলেটি দুলে দুলে পড়ছে। আচমকা তার মনে হলো কে যেন তার ঘাড়ে নিশ্বাস ফেলছে। সে ঘুরে তাকালো, কিন্তু স্বাভাবিক ভাবেই কেউ ছিলনা। সে আবার পড়তে লাগলো। আবার একই ঘটনা ঘটল। সে আর কিছু ঘটার অপেক্ষা না করে ছুট মারলো নিজের ঘরের দিকে।

    আপনারা আবার প্রশ্ন তুলতে পারেন সে ভিতু ছিল, এবং এগুলো তার ভিতু মনের কল্পনা। কিন্তু আমি তাকে যতটা চিনতাম, সে যথেষ্ট ডাকাবুকো ছেলে ছিল, শুধু শুধু ভয় সে পাবেনা।
  • Diganta | 24.139.220.33 | ১৪ জুন ২০১২ ২১:১৮497972
  • আমরা শুনেছিলাম যে আমদের কমন রুম এ নাকি রাতে টেবিল টেনিস খেলার আওয়াজ পাওয়া যেত। তৃতীয় বর্ষে পড়াকালীন আমার রুম সেই বিখ্যাত কমন রুম এর পাশে পড়েছিল। আমি অনেকদিন রাতে জেগে চেষ্টা করেছি আওয়াজ শোনার, কিন্তু কোনদিন ই কিছু শুনতে পাইনি।
  • Diganta | 24.139.220.33 | ১৪ জুন ২০১২ ২১:২১497973
  • পাতাল দা আপনার গল্পে একটু ভুল আছে। বোতল এ যে চোখ সংরক্ষণ করা থাকে, সেগুলি তে শুধু eyeballs থাকে, তাদের কোনো চোখের পাতা বলে বস্তু থাকে না, তো চোখের পাতা পড়ার প্রশ্নই ওঠে না।
  • paTal | 24.99.35.190 | ১৪ জুন ২০১২ ২১:৩২497974
  • সে দিন বাঙ্গলা বন্ধ। মা চলে গেছেন কয়েক ঘণ্টা হল। বাড়ির ছেলেরা শ্মশানে চলে গেছে, মেয়েরা বাড়ি ফিরছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই পায়ে চলা ছাড়া গতি নেই। মন-মেজাজ খারাপ স্বাভাবিকভাবেই, শরীরও ভেঙ্গে আসছে যেন। বড় মেয়ের হঠাত মনে পড়ল সামনে বেশ কিছু করণীয় রয়েছে। শ্মশান থেকে যারা আসবে তাদের জন্যে অন্তত নিম-আগুনের ব্যাবস্থা করতে হবে, না হলে সমাজ ছাড়বে না।
  • paTal | 24.99.35.190 | ১৪ জুন ২০১২ ২১:৩৪497975
  • দিগন্ত, সেটাই তো ভূত। এ বার পরেরটা শোনো।
  • paTal | 24.99.35.190 | ১৪ জুন ২০১২ ২১:৩৭497976
  • এ গল্প আজ থেকে প্রায় ৪০ বছর আগেকার কথা। তখন ঐ নিম-আগুনটুকু না হলে শুধু সমাজ কেন, নিজের মন-ও ছড়ত না। অতএব নিম পাতা না হলেই নয়। কিন্তু এই বন্ধের দিনে, টিপটিপে বর্ষায় কোথায় নিমপাতা আর কোথায় কী।
  • paTal | 24.99.35.190 | ১৪ জুন ২০১২ ২১:৩৮497977
  • *ব্যবস্থা
  • paTal | 24.99.35.190 | ১৪ জুন ২০১২ ২১:৪৫497980
  • *যখন
  • paTal | 24.99.35.190 | ১৪ জুন ২০১২ ২১:৪৫497978
  • বাড়ির কাছেই মানিকতলা বাজার, কিন্তু সব দোকান বন্ধ। ঠেলাওলাগুলো পর্যন্ত মাথা ঢাকতে উধাও হয়েছে। সেই ঝুপসি রাতে বাজারের সামনে সদ্য মা-হীন কয়েকটি অল্পবয়েসি মেয়ে (সবচেয়ে বড় মেয়ের বয়েস সবে ২২), কি করবে, কোথায় যাবে, এই সব জখন আকুল হয়ে ভাবছে, ঠিক তখনই ছোটো মেয়ের নাকে আসতে লাগল নিমপাতার গন্ধ। প্রথমে মৃদু, ক্রমে তীব্র। শেষকালে কটু-কষায় গন্ধে নাক ভরে উঠতে আর না পেরে জল-কাদা মাড়িয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ল মেয়েটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন