এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কিসেনজি ধর্ষনে উৎসাহিত করতেন?

    biplab pal
    অন্যান্য | ২৭ নভেম্বর ২০১১ | ১৫৩২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • biplab pal | 69.250.67.136 | ২৭ নভেম্বর ২০১১ ১১:২৪500053
  • আজকে প্রতিদিনে শোভামান্ডির ডাইরি থেকে কিছু পড়ার সৌভাগ্য হল। যাতে পরিস্কার, স্কোয়াডে ছেলেদের আকৃষ্ট করতে কিশেনজি মাওবাদি পুরুষ গেরিলাদের নারীলিপ্সাতে ভাল ভাবেই প্রশয় দিয়েছেন। পুরুষ গেরিলাদের হাতে ধর্ষিত না হলে, নারী গেরিলাদের মাওনাদি স্কোয়াডে দীক্ষা সম্পূর্ন হত না-ব্যাপারটা সেরকমই মনে হচ্ছে। এবং সব জেনেশুনেও কিসেনজি এসবে প্রশ্রয় দিতেন।

    খবরটা আজকের প্রতিদিনে
    http://epratidin.in/Details.aspx?id=5764&boxid=104513750
  • PT | 203.110.246.230 | ২৭ নভেম্বর ২০১১ ১২:১০500164
  • @biplab
    এই টইটা শুরু করার আগে একটু ক্রস চেক করে নিন যে শোভা কোন চাপ ছাড়াই সত্যি কথাই লিখছে। আমি কিষাণজীর রাজনীতির বিরুদ্ধে কিন্তু আপনার মত ""ইতিহাস-বোদ্ধা"" মানুষ প্রতিদিনের মত কাগজে এই খবরটা বেড়োনোর সঙ্গে সঙ্গে তার ভিত্তিতে একটা টই শুরু করে দিলেন দেখে আশ্চর্য হচ্ছি!!
  • Biplab Pal | 69.250.67.136 | ২৭ নভেম্বর ২০১১ ১২:২০500201
  • আমি ইতিহাস নিয়ে চর্চা করি বলেই শুধু একটা সোর্সের ভিত্তিতে এমন লিখব না।

    (১) ২০০০ সালে কমরেড মুখার্জির সাথে কিসেনজির যে ভার্টিক্যা সি্‌প্‌লট হয়, সেখানেও মুখার্জি কিসেনজির বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন।

    (২) শোভামান্ডি ছাড়া আরো তিনটি সোর্স পাওয়া যাচ্ছে ( আমার এখন মনে পড়ছে না) যেখানে গেরিলা মেয়েরা প্রায় একই অভিযোগ করেছে। তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের কোন মিমাংসা পার্টি করত না। এবং আমার দৃষ্টিতে না করাটাই মাও নেতৃত্বের কাছে বুদ্ধিমানের কাজ ছিল-কারন এতে কমান্ডে নতুন ছেলেদের আকৃষ্ট করা সুবিধা হত।

    (৩) শোভা মান্ডীর লেখাতে অতিরঞ্জন থাকতেই পারে। কিন্ত কিসেনজির নারীপ্রীতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে একাধিবার। তাতেও আমি বাজে কিছু দেখছি না। কিন্ত ধর্ষনকে এইভাবে বিপ্লবের নামে প্রশয়দেওয়াটা কোন সুস্থ মস্তিস্কে সম্ভব না।
  • h | 117.194.234.46 | ২৭ নভেম্বর ২০১১ ১২:৪৮500212
  • আমার পোস্ট টা অন্য থ্রেডে পড়ে গেল। যে সোর্স মনে পড়ছে না, সেই সোর্স এর সাহায্য নিয়ে একটা সিরিয়াল ক্রাইম এর অভিযোগ না আনাই ভালো। আর লিগালি ও, ধর্ষণে উৎসাহ দাতার ও এনকাউন্টার এ মরার কথা না। তাহলে কিশেন জিদের গণাঅদালত এবং একটা দেশের সংবিধান, ক্রিমিনাল কোড, জুডিশিয়াল প্রুডেন্স অনুযায়ী আইনের ব্যবহারের মধ্যে কোন পার্থক্য থাকে না। একটা ফাল্‌তু দলের একটা ফাল্‌তু হেঞ্চম্যান মরে গেলেই তার নামে আজে বাজে কথা বলতে হবে? হতেই পারে মাওবাদীদের মধ্যে নারীবিরোধী কার্যকলাপ আছে, কিন্তু প্রতিদিনের উদ্দেশ্য তো বোঝা দরকার।

    যত আজে বাজে আলোচনা। এই জন্য গুরুচন্ডালি তে আসলে আজকাল ফালতু
    বিরক্ত লাগে।

    একটা ছাগল খবরের কাগজ, তার ব্যবসায়িক রাজনইতিক স্বার্থ সকলের জানা তার সময় বুঝে তোলা ইসু তাই নিয়ে আমরা ক্লেম করি লেখা পড়া জানা লোকজন আলোচনা করছি।

    ক্র্যাপ।
  • prateek | 122.179.47.218 | ২৭ নভেম্বর ২০১১ ১২:৫২500223
  • ইয়েস,টোটাম ক্র্যাপ!
  • S | 59.93.211.90 | ২৭ নভেম্বর ২০১১ ১৩:১৫500234
  • NIjer moter sathe na millei baaje , crap ityadi bisesan use korte hobe... othocho nijeraao to bazari kagoj ghetei reference gulo tule anaen. apriyo sotti ta samne ele kharap laage tai na?
  • h | 116.202.221.192 | ২৭ নভেম্বর ২০১১ ১৩:৫৪500245
  • প্রতিদিন, আবাপ, আজকাল এই সব কাগজকে, কাগজের সম্পাদকীয় রাজনৈতিক অবস্থান কে কবে আমি প্রশংসা করেছি জানালে সুবিধে হত। আমি সচেতন ভাবে কোন একটা জিনিস কনসিস্টেনটলি যদি সারা জীবনের রাজনৈতিক তর্কে বা লেখালিখিতে করে থাকি সেটা হল বড় বাণিজ্যিক মিডিয়াকে অবিশ্বাস। আমার প্রকাশিত কোন লেখা কোট করে দেখানো হোক। সত্যি তৈরি র অনেক পদ্ধতি দেখলাম, খামোখা তার কোনোটারি গসপেল প্রচারে সময় নষ্ট করবো কেন বুঝলাম না।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৭ নভেম্বর ২০১১ ১৭:৩৭500256
  • সত্য অপ্রিয়,

    এটাই সমস্যা। লেনিন, স্টালিনের সকল কুকীর্তি হচ্ছে বাজারি মিডিয়ার .........

    আর উনাদের অর্ধসিদ্ধ আলু হচ্ছে, একমাত্র খাবার...

  • PM | 86.96.228.84 | ২৭ নভেম্বর ২০১১ ১৭:৪৯500267
  • কিন্তু অপ্রিয়া মাত্র-ই সত্য নয়... এই যা মুশি্‌কল
  • Biplab Pal | 69.250.67.136 | ২৭ নভেম্বর ২০১১ ১৭:৫০500054
  • স্যোশাল মিডিয়ার ফোরাম একটা গণ আদালাত।

    আমি দুটো রেফারেন্স দিয়েছি-শোভা মান্ডির ডাইরি এবং ২০০০ সালে মাওবাদি নেতা মুখার্জীর অভিযোগ। বাকী তিনটে কেস পেপারেই বেড়িয়েছিল-মনে পড়ছে না বলে, দিলাম না। পক্ষে কিছু রেফারেন্স দিন। প্রতিদিনের রাজনৈতিক অবস্থান আছে বলে একজন মেয়ের জবাবনন্দীকে মিথ্যে বলে প্রথমেই ভেবে নেব কেন? মেয়েটাত প্রতিদিনের না। সে একজন প্রাত্তন মাওবাদি। সে মাওবাদিদের বিরুদ্ধে বলেছে মানেই সে ঘুঁষ খেয়ে লিখেছে এমন ভাবব কেন? যেখানে একই অভিযোগ একাধিকবার উঠেছে?

    ১৯১৭-১৯১৯ সালে কতজন কৃষক কন্যাযে রেড আর্মির হাতে ধর্ষিত হয়েছে, তার ইয়াত্তা নেই। এগুলো ইদানিং সামনে এসেছে। এগুলো সবই কোল্যাটেলার ড্যামেজ মানতে আপত্তি নেই। কিন্ত তাই বলেই লাল বিপ্লবী মানে মহান, এমনটা না ভাবাই ভাল। অধিকাংশ ক্ষেত্রেই এরা লুম্পেন। গ্রামে খেতে পাচ্ছিল না- শোষিত জনগন, হাতে বন্দুক তুলে নিয়েছে একটু ভাল থাকার জন্যে। ভাল থাকার মধ্যে সেক্সের সাপ্লাই ও পড়ে। মহম্মদ যখন মদিনাতে তার ছোট খাট আল ইসলামের আর্মি নিয়ে মক্কার ক্যারাভান আক্রমন করত-তখন ও একই কেস হয়েছিল। উনি আল ইসলামকে আদর্শবাদের ওপর ভিত্তি করে দাঁড়া করানো একটি সেনা বাহিনী করতে চেয়েছিলেন। কিন্ত দলে ছিল মক্কার বঞ্ছিত গরীব লুম্পেন রা। ফলে তারা ক্যারাভান শুধু লুট করত না- আটক মেয়েদের ধর্ষন ও করত। মহম্মদ প্রমাদ গনলেন যে এই লোকগুলো ইসলামি আদর্শে না চালিত হয়ে শুধু মেয়ে আর অর্থের জন্যে অস্ত্র তুলেছে। উনি গণিমতের মাল গ্রহন প্রথমে নিশিদ্ধ করেছিলেন। কিন্ত উনার সেনাপতি বললেন, স্যার, মেয়ের সাপ্লাই না পেলে কি আর কেও শুধু তঙ্কেÄর জন্যে যুদ্ধ করে? তঙ্কÄ আর কে বোঝে? ফলে সুচতুর মহম্মদ, গণিমতের মাল সংক্রান্ত আইন শিথিল করতে বাধ্য হোন। কিশেনজিকে মহম্মদের লাইন নিতে হয়েছে দায়ে পড়ে। এটা হতেই পারে। এগুলো নিয়ে আলোচনা করা দরকার। কারন লাল বিপ্লব নিয়ে যেসব রোম্যান্টিসিজম বাজারে চালু আছে সেগুলো ধ্বংস হোক। লালা বিপ্লবের বাস্তব আসল রূপ সামনে আসুক।

    মাওবাদি দের কেসটাও ঠিক এক।
  • h | 117.194.241.159 | ২৭ নভেম্বর ২০১১ ২২:১৫500065
  • হ্যাঁ হতে পারে শুধু মিডিয়া নয়, সোশাল ফোরাম ও বিচারের আগেই বিচার করতে শুরু করে। কিন্তু সেটার কিষেণজি দের গণ আদালতের থেকে কম ক্ষমতাশালী, কাউকে গুলি করতে পারে না। তবে এটা বলা যায় অবশ্যই, গণপিটুনির পরিস্থিতি, হিস্টিরিয়া র পরিস্থিতি তৈরি করতে পারে।

    শোভা মান্ডি কেন এই বিচিত্র সিভিল ওয়ার পরিস্থিতিতে যে কোন ভাষ্য র তৈরি এবং ব্যবহৃত হওয়ার একটা আশংকা আছে, সিভিল ওয়ারে বিবদমান পক্ষ দের দ্বারা।

    শোভা মান্ডির এই ডায়রি র রেফারেন্স প্রথমে বেরোয় আবাপ এবং গণশক্তিতে। গণশক্তি তে পরে সিরিয়ালাইজ্‌ড হয়। তখন গণশক্তি ছাড়া সকলেই এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। প্রতিদিন খুঁজলে দু চারটে বিরোধী লেখা খুঁজে পাওয়া আশ্চর্য্য নয়। আমি নিয়মিত প্রতিদিন পড়ি না। অন্য রাইট উইং কাগজে তো আছেই। আমার বক্তব্য দুটো। এই ভাষ্যের ব্যবহার অন্যরকম হতেই পারতো পোলিটিকাল এক্সিজেন্সি যদি অন্যরকম হত।

    প্রথমত: এই ডায়রি টা কখন কোথায় লেখা, সেটা বন্দী দশাতেই লেখা কিনা এটা পরিষ্কার নয়। মাওবাদীদের দলে যা দমবন্ধ পরিস্থিতি এবং জেল এ থাকা কালীন যে ভাবে স্টেটমেন্ট নেওয়ার পন্থা পুলিশে প্রচলিত, এবং দুটো তেই যা পৌরুসের বহর, তাতে ডায়রি র সত্যতা নিয়ে সন্দেহ থেকে যায়। ব্রডলি, রাজনীতি, কর্পোরেট এবং ইত্যাদি মেল ডোমেনে মেয়েদের অভিজ্ঞতা খুব সহজপাচ্য কিসু না। অতএব সত্যতা থাকতেই পারে, তবে প্রতিদিনের অন্তত সত্য সম্পর্কে ভীষাণ কমিটমেন্ট আছে এর প্রমান বাংলা সাংবাদিকতায় নেই।
    দ্বিতীয়ত কিষেন জি কে ডিসক্রেডিট করার জন্য তাঁর বা তাঁর দলের রাজনইতিক ক্রিয়া কলাপ ই মনে হয় যথেষ্ট। গরীব মানুষ খুন করে কিসের বিপ্লব হয়েছে তা মানুষ দেখতে পাচ্ছেন। কেস পোক্ত করার জন্য একটা ডুবিয়াস ভাষ্য কে ব্যবহার করার কি প্রয়োজন আছে বুঝি না।

    হ্যাঁ আপনি বলতে পারেন, ভিক্টিম এর ভাষ্যের গুরুঙ্কÄ বরাবরি প্রাইমা ফেসি বেশি, বিচার ব্যবস্থা তেও তাই, ওকে, কিন্তু দলতন্ত্রে নিমজ্জিত মিডিয়ার ভূমিকা কি সন্দেহের ঊর্ধে? এবং এই টাইমিং হল একটা মৃত্যুর জাস্টিফিকেশন তৈরি র প্রচেষ্টা।

    লাস্টলি, মেয়েরা যখন একটা আন্দোলনে সামিল হন, মেল ডোমেনে তাঁদের নানা বিপদের কথা ভুলেই এগিয়ে আসেন। অতএব আপনার এই হইলে হইতে পারে গোছের ভাষ্য পড়ে ভবিষ্যতের শোভা মান্ডিরা ঘরে বসে থাকবেন না, এবং আপিস কাছারি থেকে সশস্ত্র আন্দোলনের ভুল ও বিপজ্জনক পথ সবেতেই এগোবেন, নিজের অভিজ্ঞতার ভিত্তিতে। মূল যে উদ্দেশ্যটা এই টই এর সেটা ডুবিয়াস। আমি সারা জীবনের লেফট ফ্রন্টের ভোটার। আমার তবু মনে হয়েছে এই মৃত্যুর অরাজনৈতিক সামাজিক এক ধরণের যাথার্থ্য নির্মাণে আপনি আপাতত দু:খজনক ভাবে ব্যস্ত। পয়েন্ট স্কোর করা ছাড়া অন্যান্য কারণে রাজনৈতিক বক্তব্য পেশ করলে দেশ ও দশের উপকার হয়।

    অনুজা পান্ডের বাড়ি পোড়ানোর জন্য, শংকর সামন্ত বা সালকু সোরেন হত্যার জন্য যে ধরণের ডুবিয়াস কারণ ব্যবহার করেছিল মাওবাদী ও টি এম সি রা, আপনি তাতে পার্ট নিচ্ছেন মাত্র।

    মিডিয়া শক্তিশালী বস্তু, সত্যি কথা বলতে কি, এক লিংক এর উত্তরে আরেক লিংক দেওয়া ছাড়া, পক্ষাবলম্বন করা ছাড়া সাধারণ পাঠকের বা আন অয়্‌টাচড ইন্টেলেকচুয়াল এর খুব বেশি কিসু করার নেই। the funny thing is, this is exactly why 'independent' intellectuals as readers, if that category still exists, are best placed to comment with restraint and some judgement. it is a historical opportunity. we have had the schism. the intellectuals were with the Left, then they came to oppose the Left, they supported TMC and their friends, now I believe the more perceptive among them are in a position to re-establish their credential and independent thinkers and finally can act as conscience of the society and its institutions. they are certainly better placed than they were 6 months ago.

    এই পরিস্থিতিতে মিডিয়া-পক্ষাবলম্বন আমার কাছে নতুন করে বিরক্তিকর।
  • h | 117.194.241.159 | ২৭ নভেম্বর ২০১১ ২২:২৫500076
  • *as independent thinkers
  • I | 115.117.247.126 | ২৭ নভেম্বর ২০১১ ২২:৪৪500087
  • হনু'র ইঙরাজী লিখা এই প্রথম পড়িলাম ও সাপোট দেলাম :-)
  • pinaki | 122.174.53.237 | ২৭ নভেম্বর ২০১১ ২৩:০২500098
  • হনুদাকে ১০০ টা 'ক' দিয়ে ঘুমোতে গেলাম।
  • nyara | 122.172.26.182 | ২৭ নভেম্বর ২০১১ ২৩:০৩500109
  • আম্মো হনুকে বলিলাম, 'জিতে রহো বচ্চে'।
  • ppn | 112.133.206.18 | ২৭ নভেম্বর ২০১১ ২৩:০৪500120
  • হুঁ।
  • p | 2.50.40.193 | ২৭ নভেম্বর ২০১১ ২৩:৪১500131
  • বিপ্লববাবুর এই বিরক্তিকর টই গুলোর প্রতিবাদ করার সবচেয়ে ভাল উপায় হলো comment" করা থেকে বিরত হওয়া।

    কিসনজি রেপ করে থাকলে খারাপ করেছেন। আশা করি এই নিয়ে বিতর্ক নেই। এখন সত্যি উনি রেপ করেছিলেন কিনা এটা নিয়ে হাজার লাইন লিখলেও কোনো সমাধান হবে না সময় নষ্ট ছাড়া। যদি না বিপ্লব-বাবু ওনার কোনো পরিচিত মহিলাকে মাওবাদী শিবিরে পাঠিয়ে আঁখো দেখা হাল হাল শোনাতে না পারছেন। যদি প্রমান-ও করেন তাহলে-ও কিশেনজী-র মানুষ খুন জনিত ফাঁসির পরে ৭ বছর অতিরিক্ত জেল হতো।

    আমার ব্যক্তিগত ধারনা উনি বিভিন্ন বিতর্কিত আর কেচ্ছামুলক ( যতই বালখিল্য হোক না কেন) লেখা লিখে নিজের নাম টা বাজারে ফাটাতে চাইছেন। negative publicity-ও publicity তো বটেই। খেয়াল করবেন উনি কিন্তু পুরো নাম লেখেন। মানে শুধু content নয় নাম-টাও সমান (হয়তো একটু বেশি-ই) গুরুত্বপুর্ন। পেছনে কোনো কারন আছে না শুধুই নারসিস্ম বালতে পারব না।

    যাদি মনে করেন এগুলো কে এনকারেজ করা উচিত নয় simply ignore করুন। তলিয়ে যেতে দিন টই গুলোকে।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ নভেম্বর ২০১১ ০০:০৭500142
  • (1)
    আমি নিজের নামে লিখি, কারন যা স্‌ৎ বলে মনে করি সেটাই লিখি। লিখলে ত শত্রু বারে। ছদ্মনামে লেখে সুবিধাবাদি লেখকরা। আমি সুবিধাবাদি নই, তাই নিজের নামে লিখি। কারন নিজের লেখাটা "ওন" করার হিম্মত রাখি।

    (২) এই টইটা মাওবাদি কিশেনজি সহানুভূতিশীলদের কাছে বিরক্তি কর লাগছে-কারন তারা এই আমার বক্তব্যের বিরুদ্ধে কোন যৌত্বিক অবস্থান নিতে পারছেন না। আর হজমকরার মতন হজমি গুলিও তাদের নেই

    (৩) আমি কোথাও একবারও বলি নি কিশেনজি রেপ করেছেন। কিন্ত উনি নিজের স্কোয়াডে মেয়েদের ওপর যৌন অত্যাচারের মদত দিতেন ( নীরব থেকে)-এটা শোভা মান্ডির অভিযোগ।

    (৪) অভিযোগটা ঐতিহাসিক কারনে গুরুত্বপূর্ন-কারন বিপ্লবের প্রথম ধাপে সর্বত্র লুম্পেনদের বাড়ন্ত থাকে। এগুলো সত্য। তারা শোশিত শ্রেনীর প্রতিনিধি হওয়া সঙ্কেÄও লিঙ্গ বৈষম্য বোঝেন না এবং মেয়েদের ওপর শোষনটা অব্যাহত থাকে।
    এটা গুরুত্বপূর্ন। তাঙ্কিÄক দিক দিয়ে ভীষন। কারন কমিনিউজমের তঙ্কÄ অনুসারে শ্রেনী বৈষম্য ঘুচলে প্রকৃত নারী মুক্তি সম্ভব। শ্রেনীদ্বন্দের পাশে আলাদা করে লিঙ্গ দ্বন্দ এখানে স্বীকার করা হয় না-সেটা বিবর্তন মনোবিজ্ঞানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় কমিনিউস্ট বিপ্লবের তঙ্কÄকে। সুতরাং এই খবরগুলো থেকে বোঝা উচিত, "শ্রেনী বিপ্লব" লিঙ্গ বৈষম্যের অবসান ঘটায় না। আজ পর্যন্ত কোন বড় কমিনিউস্ট পার্টতে মেয়ে জি এস নেই-পলিটবুরোতে একটা দুটো থাকে। যেখানে তথাকথিত ডেনমার্কের ধনতান্ত্রিক সমাজে ৬০% রাজনৈতিক প্রতিনিধি মেয়েরা। সুতরাং এই তথ্যগুলো কমিনিউস্টদের সাবেক ধারনা শ্রেনী দ্বন্দের অবসানে লিঙ্গ বৈষম্যের অবসান হবে -তার বিরুদ্ধেই যায়।

    (৬) লেনিনবাদ, লেনিন, স্টালিন এবং সোভীয়েত নিয়ে যেসব রূপকথা বাজারে চলে-এবং যার জন্যে প্রচুর যুবক যুবতী আজও ব্রেইন ওয়াশড -তার বিরুদ্ধে লিখি-একটাই কারন। এসব রূপকথা শ্রেনীমুক্ত, শোষনমুক্ত সমাজের অন্তরায়। লেনিনবাদি চিন্তাধারা আমার কাছে মার্ক্সবাদের এন্টিথিসিস-এবং ধনতন্ত্রের বিরুদ্ধে লেনিনবাদি অবস্থান থেকে বেড়তে না পারলে শোষন এবং অসাম্য বেড়েই যাবে।

    (৭) লেলিন বাদি অবস্থান থেকে মুক্তির জন্যে আমি বারবার, অটো রুলে বা রোজার কথা বলেছি। সমাজতন্ত্রের যেটুকু সাফল্য-সেটা কমিনিউনিটি ভিত্তিক স্যোশালিজমে। লেনিনবাদি পরীক্ষা, গণতান্ত্রিক সমাজতন্ত্র-সবগুলিই ব্যররথ। অন্ধ হলে ত প্রলয় বন্ধ থাকে না। পুড়ানো ব্যররথ পথ, যে পথে পথিক ছিলেন কিসেনজি, সেটাই যদি ধনতন্ত্র বিরোধিরা অনুসরন করে, শোষন মূলক সমাজ আরো বেশী দিন টিকে যাবে। এই আর কি। কারন এইসব পথের ব্যররথতা স্বীকার আপনারা করবেন না।
  • rupankar sarkar | 116.202.208.71 | ২৮ নভেম্বর ২০১১ ০০:০৯500153
  • এই মরেছে, আমিওতো পুরো নাম লিখি, সব্বোনাশ।
  • p | 2.50.40.193 | ২৮ নভেম্বর ২০১১ ০০:৩৯500165
  • রুপংকরবাবু , আপনি পুরো নামে লেখেন জানি। এখানে অনেকেই লেখেন। কিন্তু গোবরে লাথি মেরে "এগুলো সত্য" এবং অমৃত বলে চালান না। "আমি-ই সে" মনোভাব নিয়ে দিসি মদ বিলিয়ে বাজার গরম করার চেষ্টা দেখলে বিরক্তি তো লাগেই।

    খেয়াল করলে দেখবেন এই ভদ্রলোক নিজে নিয়মিত উদ্ভট বিষয় নিয়ে টই খুল্লেও পারতপক্ষে অন্য টই-তে বক্তব্য রাখেন না। এমনকি এক-ই বিষয়ে কোনো টই-তে আলোচনা চল্লেও তিনি চটক্‌দার শিরনামে একটা নতুন টই খুলে ফেলেন নির্দিধায়। আবার কখনো চটকদার শিরোনামের টই খুলে নিজে হাওয়া।

    "নার্সিসিস্ম" শব্দটা এই সুত্রেই মনে হওয়া

    পুরো নাম লেখা মানুষ-দের প্রতি আমার কোনো জাত ক্রোধ নেই :)
  • Prof Kirtiman Kelo | 117.254.75.178 | ২৮ নভেম্বর ২০১১ ০১:১৩500176
  • একদিকে যখন ভারতীয় গনপ্রজাতন্ত্রের অসমসাহসী সেনানী, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শরদ পওয়ার মহাশয় নিজের জীবন বাজি রেখে, দুবৃত্তদের থাপ্পড় নিজগালে গ্রহন করার জন্য নিজের অপারেশন হওয়া গাল বাড়িয়ে দিয়ে 'জনগন' এর অকৃপন ভালবাসা কুড়োচ্ছেন - -
    ঠিক সেই সময়ে এক বৃদ্ধ পাপিষ্ঠ কাপুরুষ নিজের জন্মদিনের দিন, শীতের দুপুরে, সেজেগুজে পশ্চিম-পশ্চিমবঙ্গের বুড়ি শোলের জঙ্গলে বিপ্লবীর মুখোশ পরে যুবতী প্রেমিকার সঙ্গে পিকনিক কচ্ছিলেন।

    এই মেকি বিপ্লবীর মুখোশ খুলে দেবার জন্য সকল সংবাদপত্র ও চ্যানেলের নির্ভীক-নির্লোভ মালিক ও সংবাদ-লিখিয়েদের জানাই সংগ্রামী অভিনন্দন।

    কাপুরুষ, ধর্ষনকারী, ত্রিকোন-প্রেমিক, সুপুরী-Killer রা নিপাত যাক, অন্য এলাকা থেকে এখানে এসে গুন্ডামী, প্রেম বা ধর্ষন করা চলবে না, খুনখারাপী করা চলবে না। স্থানীয় গুন্ডাদের ধর্ষন-খুনের একচেটিয়া অধিকার দিতে হবে, দিতে হবে....
    বন্দেমাতরম! তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। একটা খুনিকে পুলিশ মেরেছে, ঠিক করেছে। ছোটশরিক এন.সি.পি জিন্দাবাদ। হাইল মমতা - হাইল পওয়ার.... মহান নেতারা দীর্ঘজীবী হোন।

    এই টইকে কোনমতেই ডুবতে দেবেন না.. ১০০০ বছর ভাসিয়ে রাখুন এবং চরমপন্থীদের কূট চক্রান্ত ব্যর্থ করুন।
  • Tim | 173.163.204.9 | ২৮ নভেম্বর ২০১১ ০৫:৪৪500187
  • হনুদাকে ক দিলাম আম্মো।
  • ranjan roy | 14.97.205.15 | ২৮ নভেম্বর ২০১১ ০৬:২১500194
  • হনুকে ক, সঠিক পরিপ্রেক্ষিত তুলে ধরার জন্যে।

    আমি কিষেণজীর রাজনীতির সমর্থক নই। অনুজ পান্ডেরা নিপাত যাক। কিন্তু সেই দিনগুলিতে একটি ডেডবডি পাঁচদিন ধরে পড়েছিল, কারোর সাহস ছিল না তার সৎকার করে। আর একটি বাচ্চা ছেলে বুকে বাঁধা স্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছিল--"" আমার বাবা কোনদিন সিপিএম করবে না!'' এর চেয়ে অমানবিক কোন সমাজ আমি কল্পনা করতে পারি নে।
    আমি সমাজতন্ত্রকে গণতন্তন্ত্রের বিস্তার এবং উচ্চতর প্রকাশ মনে করি, তার সঙ্গে বর্তমান মাওবাদী রাজনীতি কোন মতেই খাপ খায় না।
    বিপ্লব,
    আপনি লেনিনবাদী-মাওবাদী রাজনীতির অসারতা প্রমাণ করতে প্রতিদিনের লেখাটি উল্লেখ করতে চেয়েছেন। ফল হবে না। ধরে নিলাম শোভা এবং আপনার সোর্স একশ'ভাগ সত্যি। তাতে কি প্রমাণ হয়? একটি পলিটিক্যাল আউটফিট পথভ্রষ্ট, তার বেশি কিছু নয়। তাতে পথটি(লেনিনবাদ-মাওবাদ) ভুল প্রমাণিত হয় না। ঠিক যেমন কোন কথিত ধর্মীয় প্রতিষ্ঠানে কোন বাবাজীর ক্রিয়াকলাপ (১০০% সত্যি) ডকুমেন্ট দিয়ে লিখলে ধর্ম ভুল বা ঈশ্বর নেই প্রমাণিত হয় না, বড়জোর প্রমাণ হয়--ঐ সাধুবাবাটা পাজি!
    তেমনি আপনার ঘোষিত-মহান উদ্দেশ্য লেনিনবাদের মোহে আর যেন কেউ পথভ্রষ্ট না হয় তার জন্যে প্রয়াস-- সফল করতে হলে লেনিনবাদের Integral fallacy এবং অল্টারনেটিভ কি সেটা কে construct করতে হবে। সেই নিয়ে লিখুন না! আমরা শুনতে চাই। এইসব রহস্য-রোমাঞ্চ সিরিজে একটু শিহরণ জাগানোর বেশি কিছু হবে না।

  • aka | 75.76.118.96 | ২৮ নভেম্বর ২০১১ ০৭:৫১500195
  • ধরা যাক, মাওবাদী ক্যাম্পে মেয়েদের ধর্ষণ করা হত।

    এবারে বিপ বাবুকে আমার একটা প্রশ্ন আছে।

    যে নারীরা ধর্ষিত হয়ে, প্রাণ বাজী রেখেও মাওবাদী হতে চায় এবং হয়ে থাকে তাদের হয়ে বিপ বাবু বা পোতিদিন বা এই আমাদের মতন সুখী গৃহকোণের সবজান্তা গামছাওয়ালারা মরাল গার্জেন গিরি করার কে? যারা নিজেদের জীবন লুটিয়ে দিচ্ছে তারা নিজেদের যৌন জীবন নিয়ে এতই বিচলিত হবে ভাবার আপনি বা যে ছেড়ে এসেছে সেই শোভা মাণ্ডিই বা আমরাই বা কে?

    আর কবে বড় হবে বাঙালী? বিপ বাবু? যৌনতা নিয়ে এই ন্যাকামো তো অ্যাটলিস্ট আপনারে মানায় না (আপনার অন্যান্য টই তার স্বাক্ষী)।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৩০500196
  • [1] টু আকা : বলাৎকার আর স্বেচ্ছায় যৌনচারিতা এক না। শোভা মান্ডির ডাইরীই বলে দিচ্ছে, তাদেরকে আদর্শের নামে এই পথে নামানো হয়েছিল-সে স্বপ্নেও ভাবে নি আদর্শবাদি বিপ্লবীরা এমন হতে পারে

    [] টু রঞ্জন রায়

    তঙ্কÄ গাছে ফলে না-তার ফলিত প্রয়োগ থেকে বুঝতে হয় অসারতা। লেনিনবাদি লাইনের অসারতা শুধু তঙ্কÄ না, বাস্তবে মাওবাদিদের ক্রিয়া কলাপ থেকেই বুঝতে হবে।

    আর লেনিনবাদের বিকল্প কমিনিউজনিজম নিয়ে টই আমি ৬ মাস আগেই খুলেছিলুম-দেখে নিন:

    টইটা এখানেই আছে:

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1303126840962&contentPageNum=4

    [] যারা বলছেন আমি অন্যদের টই এ লিখি না-তারা কিভাবে বললেন? সব রাজনৈতিক টই তেই আমি একটা না একটা কমেন্ট দিই। হয়ত ধারাবাহিক ভাবে আলোচনা করি না সময়ের অভাবে।
  • aka | 75.76.118.96 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৩২500197
  • টু বিপ পাল, তাই তো শোভা মান্ডি বেরিয়ে এসেছে। দিনের পর দিন বলাৎকার সহ্য করেও যারা পড়ে আছে তাদের যৌনতা নিয়ে বক্তব্য রাখার হু আর উই?
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৪৯500198
  • দিনের পর দিন বলাৎকার সহ্য করেও যারা পড়ে আছে তাদের যৌনতা নিয়ে বক্তব্য রাখার হু আর উই?


    তাদের যৌনতা নিয়ে কোন বক্তব্যই রাখা হয় নি এখানে। প্রশ্ন উঠেছে শোভামান্ডির ডাইরী নিয়ে-যে ধর্ষনকে প্রশয় দিতেন কিশেনজি।

    সুতরাং বাড়তি থিওরাইজ করে লাভ কি?
  • rupankar sarkar | 113.193.17.38 | ২৮ নভেম্বর ২০১১ ১০:০৮500199
  • ProfKirtimanKelo: ওনার জন্মদিনটা বোধহয় দুদিন পরে ছিল, মানে ছাব্বিশ তারিখ। একটু দেখবেন তো -
  • siki | 123.242.248.130 | ২৮ নভেম্বর ২০১১ ১০:১৮500200
  • একটু কারেকশন করি বিপ্লব। এখানে যাঁরা নিজের নামে লেখেন না, তাঁরা "নিজের লেখা ডিসওন করা' বা "নিজের লেখা সৎ মনে করেন না' বা তাঁরা "সুবিধাবাদী' ... এই কমেন্টগুলো আপনার কষ্টকল্পনা। আপনি সরষেদানার মধ্যে ভূত দেখে বেড়াবার চেষ্টা করছেন। এখানে যাঁরা নিজেদের আসল নামে লেখেন না, সেটা জাস্ট নিজেদের খেয়ালখুশি মতে। কোনও বাধ্যবাধকতা নেই নিজের আসল নামে লেখার, তাই।

    বক্তব্যকে ডিফেন্ড করুন, কিন্তু আসল নাম নকল নাম নিয়ে আইডেন্টিটি খোঁজার চেষ্টা করা, আবারও বলব, নিতান্তই বালখিল্যতা।
  • dukhe | 122.160.114.85 | ২৮ নভেম্বর ২০১১ ১০:৩১500202
  • এই টইটাকে পাতি ইগনোরই দেব ভেবেছিলাম (এখনও মনে করি সেটাই বেস্ট), কিন্তু হনুবাবুকে একটা বড়সড় ক না দিয়ে গেলে ইতিহাস ক্ষমা করবে না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন