এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কিসেনজি ধর্ষনে উৎসাহিত করতেন?

    biplab pal
    অন্যান্য | ২৭ নভেম্বর ২০১১ | ১৫৩২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.177.251.103 | ২৯ নভেম্বর ২০১১ ২২:২৩500269
  • :-)
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১৩500270
  • আমি তো গণশক্তির সাথেও পাচ্ছি।

    যাই হোক বিপদা, আপনি আপত্তির কারণগুলো বোধহয় ভাল করে পড়েননি।
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫৩500271
  • তা খাড়াইল কি?

    কিষেণজী ধর্ষণে উৎসাহিত করতেন?

    নাকি নিজেই ধর্ষণ করতেন?

    নাকি অন্যের বউদের ফুসলাবার চেষ্টা করতেন?

    সব কেমন গুলিয়ে গেল গিয়ে।
  • Tim | 198.82.29.235 | ৩০ নভেম্বর ২০১১ ০০:০২500272
  • আরেকটা অপশনো থাকা উচিত। ধর্ষণ দেখতে ভালোবাসতেন। তাই ছেলে এবং মেয়েদের ঘর থেকে বের করে একে সাতচল্লিশ ধরিয়ে ধর্ষণে বাধ্য করে নিজে বসে বসে মজা দেখতেন।
  • pi | 128.231.22.133 | ৩০ নভেম্বর ২০১১ ০০:০৭500273
  • বিপদা, টাইমিং, টাইমিং !
    আপনার এটাকে অদ্ভুত লাগেনা ? জাগরী বাস্কে সরকারি হেফাজতে সেই কত মাস আগে থেকে ! আত্মসমর্পণ ও আরো কত স্টেটমেন্ট দফায় দফায় এলো। সে হিসেবে এই কথাগুলোও তো অনেক আগেই বেরোনোর কথা। কিষেণজীর মৃত্যুর ক'দিন আগে থেকে শুরু হল ডাকাত, মাফিয়া, দস্যু এসব বলে চল্লে, মৃত্যুর পরপরই এই ধরণের স্টেটমেন্ট এলে (তাও আবার একটি বিশেষ কাগজেই) কিছু মানুষের মধ্যে নরপশু নিধন করার উত্তেজনা উল্লাস জাগিয়ে তোলা যায় বটে, সেই ফাঁদে আপনিও পা দেবেন ভাবিনি :)
    এসব যদি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ খবর, সত্য উন্মোচন বলে মনে হয়ে থাকে তবে প্রোপ্যাগান্ডা, হলুদ সাংবাদিকতা বলতে আপনি কী বোঝেন জানার ইচ্ছা রইলো :)

    তাপসী মালিকের ঐ সিডি নিয়ে আপনার কী মত ছিল, সেটাও জানার ইচ্ছা রইলো :)
  • anirban | 192.17.112.193 | ৩০ নভেম্বর ২০১১ ০১:২২500274
  • তাইলে প্রতিদিন থেকে বোঝা গেল যে লেনিনবাদ ভুল।
  • biplab pal | 63.118.38.200 | ৩০ নভেম্বর ২০১১ ০১:৪৪500275
  • Pi
    Eventhoughnotsoexplicit, JagariBaskebroughtthisallegationevenbeforeKishenjiwasdead.SoIdonotseeanytimingissue.

    Iwouldberathersurprised, ifthereisnosubstanceinit.

    ItishighlypossibleKishenjihadsexualrelationshipwithAnu, butperhaps "atwill" than "againstthewill" -andherhusband'sobjectionisalsoreal.Itisunlikelyaforcedcase.ItisalsotruehehadseveralconcubinesintheMaoistrankandfileswhoactuallylovedtosleepwithhimbecausehewasaheroandwomenlikestrongheroslikeKishenji.

    Truthissomewhereinthemiddle.
  • biplab pal | 63.118.38.200 | ৩০ নভেম্বর ২০১১ ০১:৪৫500276
  • Pi
    Eventhoughnotsoexplicit, JagariBaskebroughtthisallegationevenbeforeKishenjiwasdead.SoIdonotseeanytimingissue.

    Iwouldberathersurprised, ifthereisnosubstanceinit.

    ItishighlypossibleKishenjihadsexualrelationshipwithAnu, butperhaps "atwill" than "againstthewill" -andherhusband'sobjectionisalsoreal.Itisunlikelyaforcedcase.ItisalsotruehehadseveralconcubinesintheMaoistrankandfileswhoactuallylovedtosleepwithhimbecausehewasaheroandwomenlikestrongheroslikeKishenji.

    Truthissomewhereinthemiddle.
  • fevi | 217.162.214.78 | ৩০ নভেম্বর ২০১১ ০৩:৫২500277
  • বিপ, বাংলায় ফেরো বাবা।
  • a | 208.240.243.170 | ৩০ নভেম্বর ২০১১ ০৮:৩৯500055
  • বিপবাবুর মূল বক্তব্যের সাথে একমত না হলেও, একটা প্রশ্ন।

    যখন মনিপুরে বা কাশ্মিরে সেনাবাহিনীর অত্যাচারের কথা ওঠে তখন কিন্তু প্রায় প্রমাণ হীন কিছু স্টেটমেন্টের উপর ভিত্তি করেই হয়। তাহলে সেটাকেই বা মেনে নিতে হবে কেন?

    এই স্টেটমেন্টের টাইম সম্পর্কে প্রশ্নগুলো আগেও দেখেছি, নেহাত বাজে যুক্তি।
  • aka | 75.76.118.96 | ৩০ নভেম্বর ২০১১ ০৮:৪৭500056
  • কেন বাজে যুক্তি কেন?
  • pi | 72.83.76.29 | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৫৭500057
  • আমি দিয়েছি বলে বোধহয় :P
    ( ডি: ম: )

    বিপদা, 'অত য়িল্ল' ই যদি মনে করেন তাহলে সেটাকে ইস্যু করা কেন ? মানে, প্রতিদিন করতে পারে। কিন্তু অন্যান্য টইপত্তরে আপনার লেখা পড়ে তো মনে হয়নি যে আপনার আপত্তি থাকবে ! আকাদাও আগেরদিন যেটা পয়েন্ট আউট করেছিল, সেটা আমারো প্রশ্ন। ছেলে মেয়েরা বেরিয়ে গেলেই বা কী, না গেলেই বা কী। সেটা ইস্যু কেন হবে ?
  • a | 208.240.243.170 | ৩০ নভেম্বর ২০১১ ১০:২৭500058
  • কারণ এই প্রশ্নের সত্যি উত্তরের উপর কিছু নির্ভর করে না। কন্টেন্টটা জরুরি বলে আমার মনে হয়, টাইমটা নয়।

    আর একটা স্টেটমেন্ট প্রকাশ্যে আসা অনেককিছুর উপর সাথে সম্পর্কযুক্ত। এই ধরণের প্রশ্নগুলি সবসময়েই ডিস্ট্র্যাকশন তৈরী করে বলে আমার মনে হয়।

    পাইদি: তুমি না, যে কেউ দিলেই আমি এটা মনে করতাম। তবে তোমার এই ধরণের যুক্তি দেবার প্রবণতা এত বেশি যে এই ক্ষেত্রে না বলে থাকা গেল না
  • pi | 72.83.76.29 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৩০500059
  • *at will

    এই যুক্তি এর আগেও এই থ্রেডে অনেকে দিয়েছেন। জাস্ট মনে করিয়ে দিলাম :)
  • Biplab Pal | 69.250.67.136 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৫৭500060
  • দেখ পাই
    এক্ষেত্রে কিশেনজি যে কিছু বিবাহিত মাওবাদি মহিলার যাথে চুটিয়ে প্রেম করেছেন সে ব্যপারের সন্দেহ নেই। তাতে আমার আপত্তি নেই। গোল হচ্ছে- যাদের ওপর বলাৎকার হয়েছে, তাতের অভিযোগ সঙ্কেÄও নীরব থেকেছেন।

    আরেকটা ব্যাপার ও মহিলার স্বামীকে নিয়ে। দেখা যাচ্ছে সে মাওবাদির ওপর রয়াঙ্গে এই নিয়ে আপত্তি তুলেছিল এবং ব্যপারটা কিশেনজির বিরুদ্ধেই গেছে মাওবাদির পলিটবুরোতেই।

    এখন জাগরী বাস্কে বা এরা যদি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিত, এই ফোরামে অবিশ্বাসী কেও থাকত না।
  • Manish | 59.90.135.107 | ৩০ নভেম্বর ২০১১ ১২:০৪500061
  • @ pi
    সুমনের কিশানজিকে নিয়ে লেখা গান টা কোথায় পেতে পারি।
  • Manish | 59.90.135.107 | ৩০ নভেম্বর ২০১১ ১২:১৪500062
  • PTর দেওয়া লিঙ্কে গান টা পেয়ে গেছি ।ধন্যবাদ
  • Biplab Pal | 69.250.67.136 | ৩০ নভেম্বর ২০১১ ১২:১৬500063
  • বিবেকানন্দ বনাম কিশেনজি:

    এই ফোরামে আমার অভিজ্ঞতা তিন বছর আগে, বিবেকানন্দকে নিয়ে অর্কুটে একটা থ্রেড নামানোর সমান।

    এখানে কিশেনজি ভক্তর দল ( যারা তার পথ সমর্থন করে না-কিন্ত স্বপ্নকে সমর্থন করে। গালভরা চিন্তা এবং কথা। স্যার কার্লপপারের ভাষায়, সব থেকে জঘন্যতম মানবাধিকার ভঙ্গের ঘটনাগুলি- এই সব আদর্শবাদি স্বপ্নের সমাজ বানানোর চেষ্টা যারা করেছে, তাদের হাতেই হয়েছে। সুতরাং কিশেনজির স্বপ্নের সাথে আমার স্বপ্নে মিলে যাওয়া মানে, তার প্রতি দুর্বল থাকতে হবে-এটা খাজা যুক্তি-যেখানে সব চেয়ে বড় নরদানবেরা এই সব স্বপ্নের সদাগরী করেই ক্ষমতা দখল করেছে )-সেদিন ওখানে ছিল বিবেকানন্দের ভক্তের দল।

    আমার অপরাধ ছিল-আমি থ্রেড খুলেছিলাম-

    " বিবেকানন্দ বিয়ে না করে শেষ জীবনে আফসোস করেছিলেন"

    ফোরামটা ছিল বিবেকান্দএর সব থেকে বড় অর্কুট ফোরাম।

    আমি কিন্ত নিজের বক্তব্য দিই নি। নিবেদিতা চিঠি থেকে তুলে দিয়েছিলাম। যাতে পরিস্কার ভগ্ন স্বাস্থ্যে শেষ দিনে বিবেকানন্দ স্বীকার করেছিলেন, আরেকবার জন্মালে, তিনি জীবনটা অন্যভাবে নিতেন। বিয়ে থা করে সংসার ধর্মে যেতেন।

    ব্যস। সবদিক থেকে আমার ওপর আক্রমন শুরু হল-অভিযোগগুলো একধরনের

    [] সেনসেসন বানানোর জন্যে থ্রেড'
    [] এতে কি যায় আসে?
    [] নিবেদিতা বলেন নি-গবেষক নর সিঙ্ঘম বিবেকানন্দ বিরোধি
    [] ক্রীষ্ঠান মিডিয়ার চক্রান্ত

    আমি এই ফোরামের সব মন্তব্য ১ টু ঔয়ান ম্যাপ করতে পারি।

    তবে এতে আমার আনন্দ। আমার সনাতনী চিন্তা হচ্ছে সব আদর্শবাদি-হিন্দুত্ববাদি, ইসলামিস্ট, ক্যাপিটালিস্ট , কমিনিস্ট আসলে এক গোয়ালের গরু। আমার থিওরী মিলে গেলে আনন্দ পাই।
  • dd | 124.247.203.12 | ৩০ নভেম্বর ২০১১ ১২:২০500064
  • সুমন অদ্যাবধি কিষেণজীকে নিয়ে কোনো গান বাঁধেন নি।

    অতি সম্প্রতি একটি 'বীরের মৃত্যু' নিয়ে গান গেয়েছেন, তাতে কোথাও কিষেণজীর নাম নেই। সেটি কিষেনজী কে লেখা হতেও পারে ,না ও হতে পারে।

    এর আগে তাপসী মালিক বা মমতাকে নিয়ে যখন বই লিখেছিলেন বা গান, তাতে কিন্তু পষ্টাপষ্টি নাম টাম দিয়েই গেয়েছিলেন। বাংলার নিভিন্ন সুধীজনের নাম ও তার গানে বহুবার এসেছে ও পরিষ্কার ভাবেই লেখা থাকে।

    সেই এতাবৎ কালের ডাইরেক্ট নাম করে লেখা/গাওয়ার কথা দেখলে মনে হয় না ঐ "বীরের গান" কিষেণজীকে নিয়ে লেখা। ওটা একটা জেনেরিক শহীদের জন্য এলিজি।
  • Shubha | 59.93.212.48 | ৩০ নভেম্বর ২০১১ ১২:২৬500066
  • বিপদা কে ক
  • Ishan | 117.194.45.43 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:৩১500067
  • এটা বিপের ভুল ধারনা। স্তালিনের খুন জখম নিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, কিষেনজির অপকর্ম নিয়ে বললে লোকে হঠাৎ ধর্মবিশ্বাসী হয়ে পড়বে কেন?

    সমস্যাটা অন্য। বিপ সোর্স হিসেবে যা ব্যবহার করছে, প্রশ্‌ন্‌তটা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে। একজন মহিলা "গোপন জবানবন্দী'তে যা বলেছেন, একটি সংবাদপত্র কোনো এক অজ্ঞাত কায়দায় তার অসমর্থিত সারসংক্ষেপ প্রকাশ করেছে, সেটা সোর্স হিসেবে বিশ্বাস করা প্রয়োজন।

    বিপ একটু খুঁজলে উল্টো দিকের কথাও বার করতে পারত। অন্য কিছু না পড়ুক, অউন্ধতী রায়ের ওয়াকিং উইথ কমরেডস টা অন্তত: পড়ত। নিজের অ্যাজেন্ডা প্রমানের জন্য শুধু প্রতিদিনের উপর নির্ভর করত না।

    এইবার প্রশ্ন আসবে, অরুন্ধতী রায় বা গৌতম নওলাখার প্রতিবেদন কতটা বিশ্বাসযোগ্য। সেই নিয়ে আমার কোনো বক্তব্য নাই। ওঁরা, বিশেষ করে অরুন্ধতীর মাওবাদীদের প্রতি একটা বেশ হিরো-ওয়ারশিপ আছে। ফলে সে কারণে তাঁর লেখাতেও অতিরঞ্জন থাকতেই পারে। কিন্তু কথাটা হল, যে, "ঐতিহাসিক' বিপ যখন নিদান হাঁকছেন, তখন তাঁর সবকিছুই পড়া উচিত। মাওবাহিনীতে মেয়েদের অবস্থান নিয়ে গুচ্ছের আলোচনা আছে। সব বাদ দিয়ে কেবল প্রতিদিন না পড়াই ভালো। :)
  • Ishan | 117.194.45.43 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:৩৩500068
  • সেকেন প্যারার শেষ লাইন। "বিশ্বাস করা প্রয়োজন' নয়, "বিশ্বাস করা কঠিন'।
  • kallol | 119.226.79.139 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:৩৮500069
  • সে তো পেলে থেকে রামদেব বাবা, কিংবা সেক্ষপীয়র থেকে বাজপেয়ী যার সম্পর্কেই বিরূপ কথা বলা হবে তার ভক্তবৃন্দ ওরকমই বলবে। ঘুরিয়ে ফিরিয়ে ঐ ৪/৫টা পয়েন আসবে, তাতে থিয়োরী মিলে যাবার আনন্দ পেলে, বিষয়টি কৌতুহলদ্দীপক হয়।
    অত ঝামেলায় কাজ কি। এরকম একটা থিয়োরীতে বিশ্বাস করলে কেমন হয় - কুকুরের ল্যাজ ধরে হ্যাঁচকা টান দিলেন সে কামড়াবে। বারবার সে থিয়োরী প্র্যাকটিস করে, থিওরী মিলে যাবর বিমলানন্দ পাওয়া যাবে বেশ।
  • PM | 86.96.228.84 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:০০500070
  • কল্লোলদা-কে বড়ো ক। এই রকম-ই আরো কয়েকটা analogy লিখতে যাচ্ছিলাম। যেহেতু আপনার পোস্ট-টা আমার বক্তব্য পুরোটাই বলে দিয়েছে তাই আর টইপালাম না
  • maximin | 59.93.167.194 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:১২500071
  • সুচিত্রার কী খবর?
  • maximin | 59.93.167.194 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:১৯500072
  • ItishighlypossibleKishenjihadsexualrelationshipwithAnuatwill -- ইংরেজিটা হ্যাপি হল না। বাক্যে কর্তা কে? কিশেনজি। হি ডিড দিস অ্যাট উইল। মানে ইচ্ছাখুশি যা খুশি করতেন।
  • kallol | 119.226.79.139 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৫৮500073
  • কার কটা মহিলার সাথে সম্পর্ক আছে, তা দিয়ে তাদের কাজের বিচার করাটা বেশ হাস্যকর।
    সুভাসচন্দ্র বিয়ে করেছিলেন কি না। করলেও তাদের সন্তান আছে কিনা। এগুলো নিয়েও বহু তক্কো হয়েছে। আসলে আমাদের বর্ণহিন্দু মানসিকাতা আমাদের শেখায় ব্রহ্মচর্য্যই শ্রেষ্ঠ যাপন, বিশেষত: বিখ্যাত মানুষদের ক্ষেত্রে। খুব বেশী হলে একপত্নীনিষ্ঠ হতেই হবে। তাই বারবার বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজী, রবীন্দ্রনাথের যৌন জীবন নিয়ে বিতর্ক ওঠে। যেন যৌনকর্মটি আসলে গর্হিত বিষয়। চার্লি বা উত্তম কুমার কোন অর্থে মৃনাল সেন বা দিলীপকুমারের চাইতে কম শিল্পী।
    সাধারনত: ""বিপ্লবী""কূলে মেয়েদের অবস্থান খুব ঢাক পিটিয়ে বলার মতো নয়। এমনিতেই রাষ্ট্রের বাহিনীর হাতে ধর্ষিত হবার বিপদ মাথায় নিয়ে তাঁরা তাদের পথ বেছে নেন। কেউ কেউ বাধ্যও হন। আবার সবসময় যুদ্ধ পরিস্থিতিতে থাকার ফলে পুরুষ নারীর আলাদা থাকা-শোয়ার ব্যাবস্থা করা যায় না। কেউ কেউ তার সুযোগও নেন। সত্তরেও এমন ঘটনা ঘটেছে। ""খোঁজ এখন""এর একটা সংখ্যায়, এই নিয়ে কৃষ্ণা বন্দোপাধ্যায় সহ সেসময়ের বহু নারী যোদ্ধার লেখাও আছে।
    এধরনের ঘটনা কাম্য নয়। হয়ে থাকলে নিন্দনীয় ও শাস্তিযোগ্য। কিন্তু সেগুলোকে মূলধন করে রাষ্টের অপকর্ম আড়াল করার চেষ্টাকে ধিক্কার।

  • ranjan roy | 14.97.123.53 | ৩০ নভেম্বর ২০১১ ১৬:৫১500074
  • কল্লোল কে বড় করে "ক'।
    আমার মনে হয় আমার "" অথ নকশাল বধ কথা'' সুতোয় এ নিয়ে কিছু লেখা উচিৎ, অন্তত: একটি পোস্ট।
    এখানে এই ধরণের সংগঠনে বাস্তব পরিস্থিতিতে যৌনজীবন কি ধরণের হয়, হয়ে থাকে বা হতে পারে সে নিয়ে দু'কথা বলছি।
    এগুলো কল্লোল আমার চেয়ে ভাল জানে। ব্যাটা লজ্জায় মুখ বন্ধ করে আছে।:)))))
    কিন্তু তার আগে বিপ্লব, রিমি ও ম্যাক্সিমিনের উদ্দেশে দুটি কথা।

    রিমি,
    এই সুতোয় গোড়ার দিকে বিপ্লবের পোস্ট দেখুন। তাতে বিপ্লব বলছেন এসব লেখার উদ্দেশ্য মার্কসবাদ-লেনিনবাদ ভুল এটা লোকের মগজে ঢোকানো, যাঁরা লেনিনবাদীদের পূজনীয় অতিমানব মনে করেন তাঁরা বুঝে যাবেন যে এঁরা আসলে দানব। ফলে ছেলে ছোকরারা আর বিপথগামী হবে না। কাজেই বিপ্লববাউর উদ্দেশ্য নিয়ে কোন সন্দেহ নেই। আমার বারংবার আপত্তি যে শোভামান্ডির বা জাগরী বাস্কে বা আগামী দিন আরো কেউ কেউ যদি বেশ কিছু এমন সত্য ঘটনা বলেনও , এবং আমরা যদি মেনে নেই এগুলো সত্যি , তাহলেও লেনিনবাদ ভুল বা লেনিনবাদের প্রতি আকর্ষণ কমবে না। সেটা করতে বিপ্লবকে অন্য অ্যাস্পেক্ট নিয়ে কথা বলতে হবে। বিপ্লব ভাবলেন আমি মাওবাদীদের বা কম্যুনিস্টদের যৌনজীবন নিয়ে আলোচনাকে ধামাচাপা দিতে চাইছি, আদৌ নয়। বরং আমার আঁশটে আলোচনায় বেশ রুচি/উৎসাহ আছে।
    দুই,
    বিপ্লব যারা কিষেণজীর সমর্থক না হয়েও কিষেণজীর কথিত স্বপ্নের পোষক তাঁদের বেশ একহাত নিয়েছেন। কারণ কার্ল পপার নাকি বলে গেছেন যে এইধরণের মানবতাবাদীরা-----!
    ""কিষেণজীর স্বপ্ন কখনও আমার স্বপ্ন ছিল'' এই বাক্যবন্ধ শুধু আমিই ব্যবহার করেছি তাই জবাব দেয়ার কিছুটা দায়িত্ব এসে পড়ে।
    বিপ্লব বলেছেন--এটা বাজে যুক্তি।
    আমি বলি- শুধু ""বাজে'' কেন, ওটা কোন যুক্তিই নয়। আমি কোন যুক্তি দিইনি তো! আমি শুধু নিজের ভাবনা গুলোকে বাজিয়ে নিচ্ছিলাম। দেখলাম, আমার যুক্তি পরম্পরায় যাঁরা নিজের আদর্শের জন্যে হিংসার পথ বেছে নিয়ে অন্যের প্রাণ নিয়েছেন এবং নিজের প্রাণ দিয়েছেন সবাই একজায়গায় দাঁড়িয়ে।
    হিন্দু রাষ্টের স্বপ্ন দেখা কোঠারী ব্রাদার্স, খালিস্তানের স্বপ্ন দেখা ভিন্দ্রনওয়ালে, সতবন্ত-বেয়ন্ত, তামিল-ইলমের প্রভাকরণ, বা প্যান -ইস্লামের লাদেন অথবা সেই ছেলেগুলি যারা ৯/১১তে সুইসাইডাল অ্যাটাকে টাওয়ার ওড়ালো।
    এঁদের শহীদ ভাবা বা না ভাবা সম্পূর্ণ ভাবে নির্ভর করছে ওঁদের মত ও পথের প্রতি আস্থার ওপরে।
    আমি উপরোক্তদের কারো মত ও পথের প্রতি আস্থাবান নই, তাই ওরা আমার চোখে ভিলেন, হিরো নয়।
    আর কিষেণজীর ক্ষেত্রে শুধু স্বপ্নকে শেয়ার করি ,ওনার মত ও পথকে একেবারেই নয়। তাই উনি আমার চোখে ভিলেন না হলেও হিরো নন, শুধু কিঞ্চিৎ বিষণ্নতা ছেয়ে গেছে। সেতো এখানে ওনার স্বপ্নকেও শেয়ার করেন না তেমন কেউ কেউও বলেছেন ।আসলে আমারা চাই কেউ তো রাজাকে হিম্মত করে নাঙ্গা বলুক,উনি চেষ্টা করেও পারেন নি।স্পষ্ট বলেছি উনি অনেক আগেই আমার চোখে পথভ্রষ্ট-- সেটা ধর্ষণের ব্যাপারে ওনার সংলিপ্ততা মানি বা না মানি। কোথাও ওকে জাস্টিফাই বা হিরো বানাই নি তো!
  • ranjan roy | 14.97.123.53 | ৩০ নভেম্বর ২০১১ ১৭:৫৪500075
  • ম্যাক্সিমিন,
    --- যেকোন কমিউনিস্ট পার্টির দুটো প্রোগ্রাম থাকে।
    একটা লং টার্ম, একটা শর্ট টার্ম।
    সমস্ত কমিউনিস্ট পার্টির, দেশ কাল নির্বিশেষে, লং টার্ম ব আল্টিমেট প্রোগ্রাম হল-- কমিউনিজম বা সাম্যবাদী সমাজের স্থাপনা।এটা irrevocable
    শর্ট টার্ম প্রোগ্রাম নির্ভর করে দেশ -কাল- পরিস্থিতির বিশ্লেষণের ওপর, সেটা পরিবর্তনশীল।
    কাজেই রুশ-চীন-কিউবা- সিপিআই-সিপিএম- মাওবাদী-লেনিনবাদী( অর্থাৎ যে দলই নিজেদের নামের সঙ্গে কমিউনিস্ট
    শব্দটা জুড়বে) তাদের অন্তিম লক্ষ্য কমিউনিজম।
    অতএব, কিষেণজীর দল সিপিআই(মাওবাদী)রও লং টার্ম প্রোগ্রাম, ipso facto, সাম্যবাদী সমাজ রচনা।

    গেরিলা জোনে যৌনতা:
    ----------------------
    [ ডি: নীচের পোস্টটির লক্ষ্য আদৌ গেরিলা জোনে বা অ-গেরিলা জোনে বা কোন সংগঠনে বা কোন পরিবারে, কোন গেরস্ত ঘরে কোন প্রকার ধর্ষণ, অর্থাৎ কোন প্রত্যক্ষ বা পরোক্ষ বলপ্রয়োগের দ্বারা কোন নারীর ইচ্ছার বিরুদ্ধে
    তাহার সহিত শারীরিক সম্পর্ক স্থাপনকে বৈধতা দেয়া নহে।]
    আমি প্রথমে কিছু পরিচিত সাহিত্য থেকে কিছু ঘটনার কথা উল্লেখ করব।
    এক, ইলিয়া এরেনবুর্গের ""ঝড়''। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রতিরোধের লড়াইয়ে প্রচূর অসামরিক লোকজন বাধ্য হয়ে যুদ্ধে যোগ দিয়েছিল। আমাদের নায়িকাও তেমনি একজন। সে যুদ্ধে গিয়ে দেখল যে বেশকিছু জেনারেল ওখানে নিজেদের কিছু টেম্পোরারি বউ বানিয়ে নিয়েছেন। তা নিয়ে কেউ লজ্জিত নয়। একজন বেশ হেসে হেসে বল্লেন যে যুদ্ধশেষে বাড়ি ফিরে নিজের বিবাহিত স্ত্রীর কাছে ফিরে যাবেন। কিন্তু এখন এখানে--। নায়িকা নিজে এটাকে পছন্দ করে নি। ও জানলো যে এই ধরণের বৌদের জন্যে ট্রেঞ্চের বৌ বা অমনি কোন অভিধা তৈরি হয়েছে।
    দুই,
    অস্ত্রোভস্কির " হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড''। এই বহুপঠিত বইটির প্রথম খন্ডে টিন এজেড নায়ক পাভেল করচাগিন লক আপে রাত কাটাচ্ছে। সেখানে একটি কিশোরী ফুঁপিয়ে কাঁদছে। কারণ কাল সকালেই ভিলেন গ্যারিসন চিফ বা অমনি কেউ হোয়াইট গার্ড কম্যান্ডার ওকে ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে যাবে। সে তখন পাভেলকে অনুরোধ করে যে কাল এই বিষময় পরিস্থির আগে তুমিই কেন আমায় নাও না?
    পাভেল দ্বিধায় পড়ে। কিন্তু ও যাকে ভালবাসতো তার মুখটি বড্ড মনে পড়ে যায়। পাভেল রাজি হয় না।
    ( বাড়িতে গেস্ত এসেছে, বাকিটা পরে লিখছি।:))

  • maximin | 59.93.193.211 | ৩০ নভেম্বর ২০১১ ২০:১৩500077
  • নিজেদের নামের সঙ্গে 'কমিউনিস্ট' শব্দটা জুড়ে নিলেই অন্তিম লক্ষ্য হয়ে যায় কমিউনিজম। বা: বেশ কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন