এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৭১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 11.39.61.180 | ০৯ অক্টোবর ২০১৫ ১৭:০৯501946
  • রঞ্জনদাকে জন্মদিনের দিন ফেবুতে মেসেজ করে আমার প্রায় পুরো ইবুক কালেক্সানের ড্রপবক্স লিঙ্ক দিলুম, খেয়ালই করলেন না বোধহয়।
  • kc | 198.70.17.140 | ০৯ অক্টোবর ২০১৫ ১৭:৩৩501947
  • রঞ্জনদা, মেদভেদেভকে তো প্রায় ক্রুশ্চেভের পুতুল বলা যায়। প্রচুর অসঙ্গতি আছে ওনার লেখায়।
    আপনার সঙ্গে এই ব্যাপারে এগ্রি টু ডিসেগ্রি।
  • ranjan roy | 132.162.250.249 | ০৯ অক্টোবর ২০১৫ ১৮:৫৭501948
  • সিফোঁ,
    সত্যি দেখি নি। সরিঃ((((
    আসলে আমি ফেবু স্যাভি নই। কদাচিৎ খুলি। আর হরদম কোড ভুলে যাই। এবার অবশ্য নোটপ্যাডে লিখে রেখেছি। আজকে মেয়ের হেল্প নিয়ে দেখে মেসেজ করছি।

    কেসি,
    আসলে এই পরিসরে এ নিয়ে আলোচনা সম্ভব নয়। মেদভেদেভ এ কিছু অসঙ্গতি আছেই, কিন্তু আজকে যে ডকু গুলো প্রকাশিত হয়েছে তার মূল্য অপরিসীম।। বরং ডয়েটশারের মূল্যায়ন বেশি ভালো লেগেছে।
    কিন্তু শুধু একটা লেখায় প্রভাবিত হয়ে কারো মূল্যায়ন বোকামি।
    আমি কমিন্টার্নে স্তালিনের কাজকম্ম, বুখারিন, কামেনেভদের সঙ্গে বিতর্ক, ট্রটস্কি হত্যা, আইখমাতভের লেখায় কুলাক নির্মূল আন্দোলন, চীনা পার্টির ও কুয়োমিন্টার্নের সঙ্গে ডিল, বেরিয়া/ইয়েগোদা/কিরভ ঘটনাবলী, ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া--- এর অফিসিয়াল ব্যাখ্যা ,কোনটারই হজম করতে পারিনি।
    ও হ্যাঁ, এর সঙ্গে রাখব ফিউচারিস্ট কবিগোষ্ঠীর সঙ্গে, বিশেষতঃ পাস্তেরনাক ও অসিপ মান্ডেল্টামের সঙ্গে দমনাত্মক ব্যবহার। মান্ডেলস্টামের বিধবার হোপ এগেইন্স্ট হোপ ও হোপ অ্যাবান্ডন্ড বইদুটি।
    আর হিটলারের সঙ্গে অনাক্রমণ চুক্তি করে ফিনল্যান্ড/পোল্যান্ড দখল।
    আর হিস্টরি অফ দি সিপিএসউ(বি)তে বলশেভিক ইতিহাসের নিজের ফরমায়েশি পরিবর্তন। ট্রটস্কির ভূমিকাকে ছোট করে দেখানো ইত্যাদি। কিছু ভারতীয় বিপ্লবীদের (অবনী গুপ্ত ?) রাশিয়া থেকে গায়েব হয়ে যাওয় ছেড়েই দিলাম।
    অবশ্য এর কোনটাই নতুন কথা নয়। পক্ষে-বিপক্ষে বক্তব্যগুলো সবারই জানা।
    তাই হ্যান্ডশেক এবং লেট আস এগ্রি টু ডিস এগ্রি!!ঃ))
  • dd | ০৯ অক্টোবর ২০১৫ ২১:৪৮501949
  • জোস গোমান্সের বইএর এতো দাম? আমি তো সব বই ই মে'দের ইউনিভার্সিটির লাইব্রেরী থেকে এনে পড়ি।

    কিন্তু আমার সামারিতে আমি এটাও লিখতে চাইছিলাম যে বইটা অদ্ভুত সুন্দর দেখতে। কি একটা কাগজ কে জানে, এরকম সচরাচর দেখি না। আর তেমনি বাঁধাই।

    Chris Bellamy'র নাম শুনেছেন? ওনার Total war খুব ভালো বই। রাশান যুদ্ধ নিয়ে লেখা। সাধারন দাম। কিন্তু ওনারই আরেকটা বই আছে Red god of war। সোভিয়েত আর্টিলারী নিয়ে। এমাজনে খোঁজ নিয়ে দেখলাম সাড়ে ষোলো হাজার টাকা দাম। এ কি এয়ার্কি না কি?
  • ranjan roy | 192.69.168.188 | ১০ অক্টোবর ২০১৫ ২১:২২501950
  • সিঁফোঁ,
    অনেক ধন্যযোগ!
    ই-বুকের ড্রপবক্স ডাউনলোড করালুম।
    লিস্টি দেখে ভারি খুশি। এ তো এই বুড়োকে বার্থডে গিফ্ট!
    অ্যাডর্নো দিয়ে পড়া শুরু করলাম।
    ঃ))))))
  • kc | 198.236.123.19 | ১০ অক্টোবর ২০১৫ ২১:৪৪501951
  • রঞ্জনদা, এটাতো পড়ার গল্পের টই, তাই বলাই যায়। আসলে পড়ছিলাম রুদ্রাংশু মুখার্জির নেহেরু অ্যান্ড বোস, প্যারালাল লাইভস। খুবই সুখপাঠ্য, স্পেশালি শেষদুটো চ্যাপ্টার। স্বাধীনতা সংগ্রামের দুই শ্রেষ্ঠ সন্তান যেরকম করে আলাদা হচ্ছিলেন, কোথায় যেন মিল পাচ্ছিলাম লেনিনের দুই সার্থক উত্তরসুরীর আস্তে আস্তে আলাদা হয়ে যাওয়ার মধ্যে। স্ট্যালিন আর ট্রটস্কি।

    ফলে আবার অই বইগুলো বার করলাম।
  • ranjan roy | 192.69.168.188 | ১০ অক্টোবর ২০১৫ ২২:৪৬501952
  • কেসি,
    বুঝতে পারলাম। ইন্টারেস্টিং। চমৎকার প্যারালেল টেনেছ। একই এনভায়রনমেন্ট/ট্র্যাডিশন/প্র্যাক্সিস এর মধ্যে দুই নায়ক বা মন্ত্রশিষ্য কেমন করে দূরে সরে যান।
    এই প্রেক্ষিতটা রিয়েলি ইন্টারেস্টিং, আগে কথাটা বুঝতে পারিনি। সরি!
  • | 213.132.214.83 | ২৩ নভেম্বর ২০১৫ ১৫:৪৯501953
  • তুললাম।
  • dd | 116.51.30.144 | ২৫ নভেম্বর ২০১৫ ১১:১৯501954
  • রোমিলা থাপারের asoka and the decline of Mauryan empire। এনার পান্ডিত্য নিয়ে তো কথা নেই কিন্তু বাচনভংগী বড়ো নীরস। আর এই বইটাতো একেবারে পাঠ্যপুস্তকের মতন,তায় অসংখ্য ফুটনোটে আকীর্ণ। ভাল্লাগে নি।

    এব্রাহাম ইরালীর The age of wrath। ইনি এক্ষণে আমার সবচে' ফেবারিট অথোর। সুলতানী আমল নিয়ে লেখা। এতো স্বচ্ছন্দে গল্পের মতন লেখেন যে এক নিঃশ্বাসে পড়া যায়। আরো ভালো লাগে কেনো না ইনি সাধারন মানুষের জীবনের খুঁটি নাটিও লিখেছেন প্রচুর আর মিলিটারী নিয়েও। যেটা সব নামকরা ঐতিহাসিকেরা সন্তর্পনে এড়িয়ে যান। যেন যুদ্ধ টুদ্ধ নিয়ে লিখলেই ছেলেমানুষী হয়ে যাবে।দুঃখের বিষয় ভারত ইতিহাসের প্রথম দিক থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের পতন - পুরোটাই ইনি অলরেডী কভার করে দিয়েছেন গোটা সাতেক বইতে। বাকী রইলো আর কতটুকু ?
  • dd | 116.51.30.144 | ২৫ নভেম্বর ২০১৫ ১১:৪০501956
  • "ভারতের হারিয়ে যাওয়া নগর"। রাতুল দত্ত।দে'জ।

    একদম কিনবেন না। ভয়ানক বাজে ছাপা।অস্পষ্ট একগাদা ছবি। উইকি ঘাঁটা তথ্য আর তার সাথে ঐ সব কিংবদন্তী, যৎ সামান্য প্রামান্য ইতিহাস - যেনো ভ্রমন সংগী।

    বরং বাংলায় যদি পুরোনো ভুগোল নিয়ে পড়তে চান তো "প্রাচীন ভারতের ভৌগলিক ইতিবৃত্ত"। মুলতঃ অনুবাদ, তাতে ক্ষেদ নেই কিন্তু কোনো সুচীপত্র না থাকায় অসুবিধে হয়।পাব্লিশার বিজয়ন প্রকাশনী।

    আর এই বইটাও - "প্রাচীন ভারতের পথ পরিচয়"। গৌরাংগ গোপাল সেনগুপ্ত।সাহিত্য সংসদের। বেশ ভালো।খেটে খুটে লিখেছেন প্রাচীন ভারতের কোথায় কোথায় রাস্তা ছিলো,হাই ওয়ে। তবে একটু ম্যাপ থাকলে ভালো হতো।
  • Ekak | 113.6.157.186 | ২৫ নভেম্বর ২০১৫ ১১:৪৮501957
  • নতুন কিছুই পড়ছিনা । লেটার ফ্রম ডটার টু মাদার -এর পাতা উল্টোচ্ছি মাঝে মাঝে ।
  • | 213.99.211.18 | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৩০501958
  • লোঅকজন এত ভালো ভালো আর বিচিত্র বিষয়ে বই পড়েন। আমি কী পড়ছি সেটা লিখতে রীতিমতো সঙ্কোচ হয় ঃ((
  • dd | ১২ ডিসেম্বর ২০১৫ ২৩:৪২501959
  • এব্রাহাম এরালীর The gem in the lotus শেষ করলাম। অন্য বইগুলোর মতন অতো ভালো লাগলো না।

    সিন্ধু সভ্যতা নিয়ে শুরু করেছেন সেটা ফাটাফাটি। তারপরে প্রায় জাম্প কাট করে মৌর্য্য যুগ। সেটাও ভালো ,কিন্তু মনে হচ্ছে তার পরের ইতিহাস নিয়ে আর একটা বই লিখবেন বলে, এই বইএর বাকীটা উনি বুদ্ধের জীবনী আর কৌটিল্যের অর্থশাস্ত্র নিয়ে পাতা ভরালেন।
  • Blank | 24.96.67.206 | ১৩ ডিসেম্বর ২০১৫ ০২:০১501960
  • এদ্দিনে পুরো hellblazer শেষ করলাম। ৩০০ কমিকস। দারুন সিরিজ।
  • sinfaut | 127.195.50.141 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২৩:০৪501961
  • The savage detective পড়ছি। এর আগে পড়লাম An Evil Cradling।
  • I | ১৩ ডিসেম্বর ২০১৫ ২৩:০৮501962
  • Ayodhya the Dark Night: The Secret History of Rama's Appearance in Babri Masjid পড়ছি।
  • kc | 198.70.33.9 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৭501963
  • আমি পচ্ছি, ঢোলগোবিন্দের আত্মদর্শন। সুভাষ মুখুজ্জের। কত্তদিন পরে আবার পড়ছি।
  • dd | ১৪ ডিসেম্বর ২০১৫ ২০:০৯501964
  • ইরফান হাবিবের Essays in Indian history : towards a marxist perception। নাম শুনেই বোঝা যাচ্ছে এ চীজ আমার জন্য নয়। এইসব শক্ত বই কেসি, ইশেন, হনু, সইকত,তাতিন ইঃ ইঃ ,এঁদের হজম হয়। আমার পোষায় না। মাথা ঝিম ঝিম করে। ইতিহাসের বই মানে একটু রাজারানী থাকবে,যুদ্ধ টুদ্ধ, কয়েকটা ইন্টেরেস্টিং অ্যানেকডোট - এইসব। এরকমই আমার ভালো লাগে।

    তো গোটাদশেক প্রবন্ধ আছে। একটার কথা বলি Caste in Indian history। এটা বেশ প্রফুল্লকর। অ্যাদ্দিন জানতেম বুদ্ধিস্ট যুগ শেষ হয়ে গুপ্ত (নো রিলেশন) যুগ শুরু হলো আর ব্রাহ্মণ্যবাদের হাত ধরে হু হু করে বর্ণাশ্রম এসে গেলো। দেশ উচ্ছন্নে গেলো। কিন্তু ইরফান বাবু কিন্তু দুষলেন বুদ্ধিস্টদেরো। বললেন এরাই তো কাস্টিজমের ইডিওলজিকাল প্ল্যাটফর্ম তৈরী করে দিয়েছেন। পুনর্জন্মের গল্প বলে।আর মুসলিম রাজারাও এই জগদ্দল পাহাড়কে ঘঁটান নি।দরকার হলে মন্দির ভাঙা বা গনহত্যা,সবেতেই রাজী কিন্তু কাস্টের বেসিসে সোসাইটি টিঁকিয়ে রেখেছেন। এগজাম্পল ও দিয়েছেন।

    এই যুক্তিটা আমার বেশ মনে ধরলো।যাদের খুব দাঁত ভাঙা বই ভালো লাগে - তারা পড়ুন।
  • dd | ১৪ ডিসেম্বর ২০১৫ ২০:১০501965
  • আর বাকীদের বলি। যেসব বই পড়ছেন সেগুলি নিয়ে দু চার লাইন লিখতে কি খুব অস্বস্তি হয়?
  • T | 190.255.250.31 | ১৪ ডিসেম্বর ২০১৫ ২০:২৯501968
  • উফ্‌, ডিডিদা ওই ইরফান হাবিবের বইটা পড়ছেন। আমি কিছুটা পড়ার পর ছুটে পালিয়েছি। বলি, একটু জলবত তরলম করে অ্যানেকডোট, রাজা রাণী যুদ্ধু মিশিয়ে একটু এখানে লিখুন না।
  • Tim | 140.126.225.237 | ১৪ ডিসেম্বর ২০১৫ ২১:৩২501969
  • পড়াটড়া আজকাল বিশেষ হয়না, তবে এখন গ্রাফিক নভেল পড়ছি। এমব্রয়ডারিস পড়লাম, সাতরাপির
    আর MAUS পড়ছি। সাতরাপিরটা ভালোই, তবে পার্সিপোলিসের পর জোলো লাগে। মাউস ফাটাফাটি লাগছে।
  • dd | ১৪ ডিসেম্বর ২০১৫ ২৩:০৪501970
  • যেমন ধরুন ,হাবিব বাবু লিখলেন - এই যে অহিংসা অহিংসা করে পশু হত্যা, মাছ ধরা ,এইসবই খুব নিন্দনীয় হয়ে গেলো বুদ্ধিস্টদের কাছে (পরে ব্রাহ্মনবাদেও) , এতে করে নিম্নবর্গের মানুষেরা আরো এলিয়েনেটেড হলো। অশোক তো কান্দাহার শিলালেখে এগুলিকে অপরাধ বলেই ফতোয়া দিলেন।

    তায় বুদ্ধদেব আবার বল্লেন চাষ বাস করলেও জীব হত্যা হয়(লাংগল চালানোর সময়), সুতরাং শ্রমণেরা যেনো কৃষিকার্য্যে যুক্ত না থাকেন। ফলে চাষীরাও শুদ্রে ডিমোটেড হয়ে গেলেন।

    এইসব ব্যাপার।
  • kc | 198.70.25.165 | ১৪ ডিসেম্বর ২০১৫ ২৩:২১501971
  • খুবই ইনকারেক্ট কথা হয়ে যাবে ডিডিদা, প্রায় ফাঁসির আসামি হয়ে যাব, তবু সইত্যর খাতিরে বলতেই হয়, ইরফান হাবিবের লেখা আমার খুব প্রিকনসিভড নোশন নিয়ে লেখা মনে হয়। এক কথায় ভালো লাগেনা।
  • shibir | 113.16.71.69 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০০:০২501972
  • fooled by randomness পড়ছি।
  • sinfaut | 127.195.32.16 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৭:২৮501973
  • আচ্ছা, দু চার কথা লেখার চেষ্টা করি।

    An Evil Cradling ইদানীং পড়া সব বইয়ের মধ্যে অন্যতম সেরা। লেখক Brian Keenan, লেবানন হোস্টেজ ক্রাইসিস এর সময় যতজনকে কিডন্যাপ করেছিল তার মধ্যে একজন আইরিশ। বন্দীদশা ৮৬-৯০ সাল।

    এই বইটা সেই বন্দীসময়ের কথা। কখনো ছ'ফুট বাই ছ'ফুট এ বছরখানেক, সম্পূর্ণ অন্ধকারে ১২ দিন বা তারও বেশি থাকা, আর সেই থাকার সময় নিজের মাথার ভিতরের কথা কেমন পাগল করে দেয়, একটা ট্রাকের পাটাতনের মধ্যে পুরো ডাক্টটেপে মোড়া অবস্থায় মাত্র একফুট উচ্চতার একটা কফিনে তিনজন ৬ ঘ্ন্টার বেশি ভ্রমণ করতে কেমন লাগে এইসব লেখা।

    কিন্তু মোটেই ভাববেন না, ভীষন মরবিড ভয়াল লেখা। ব্রায়ান এই পুরো সময়টাকে চ্যালেঞ্জ করেছেন হিউমার, স্যাটায়ার, ডার্ক বা কখনো ফ্যাটাল ইয়ার্কি ছুঁড়ে। শুধু লেখায় নয়, ঐ সময়ের যাপনেও। তিন বছরের কাল ওনার সঙ্গী হয়ে ছিলেন জন ম্যাকার্থি, একজন ব্রিটিশ। তাঁর সাথে ওনার কথোপকথন, ছ্যাবলামি, গালাগালি নিয়ে সে এক আশ্চর্য প্রেমময় সম্পর্ক। এ এক অদ্ভুত ভালোবাসার গল্প, খুব কঠিন সময়ে পরীক্ষিত হতে থাকা ভালোবাসা। ওনারা দুজনেই সে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ।
  • Ekak | 113.6.157.186 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৪:৪১501974
  • পড়ে শেষ কল্লুম : ডেসক্রায়বিঙ মর্ফোসিনট্যাক্স । টমাস পেইন এর । আবার পড়তে হবে মানে বারবার পড়ার মত বই । যাঁদের চলিত ভাষার ব্যাকরণ তৈরী তে আগ্রহ আছে তাঁরা পড়ে দেখতে পারেন ।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৫:০৫501975
  • ব্রতীন, সন্কোচের কি আছে?
    বিচিত্র মানেই কি ভালো?
    ভালো মানেই কি সবার জন্যে?

    যেটা পড়ে মনে আনন্দ আসে, সেটাই পড়বে।

    আমিও তো সারা দিন অফিস করার পর ভারী কিছু পড়তেই পারি না। যদিও বা শুরু করি, ২-৪ পাতার পর আর এগোতে পারি না। তাই হালকা কিছুতে ফিরে আসি। শীর্ষেন্দু, সুনীল, সুবোধ, সত্যজিৎ বা জে কে রাউলিং। কিংবা আগাথা বা কোনান ডয়েল।
  • de | 24.139.119.172 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৫:১১501976
  • এইটে আমারো আজকাল হয় - সারাদিন এতো কাজ থাকে যে দিনের শেষে যখন বই খুলি তখন খুব ভারী কিছু পড়তে পারিনা -

    আমি পড়ছি ক্ষিতিমোহন সেনের কবীর, শাহজাদা দারাশুকো আর ঘনাদা সমগ্র - ঘুরিয়ে ফিরিয়ে। দিনকতক আগে খুব থ্রিলার পড়ার নেশা চাপলো - এখন আবার শান্তিকল্যাণ!
  • de | 24.139.119.172 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৫:১৩501977
  • আর হ্যাঁ - শীর্ষেন্দুর কিশোর উপন্যাস গুলোও মেয়ের সাথে পড়ছি আবার -
  • পুপে | 120.5.74.2 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৯501979
  • David Baldacci- র লেখা The Target শেষ করলাম। এমন কিছু ভালো নয়। আমেরিকার গুপ্তঘাতকের গল্প, আমেরিকার সাথে নর্থ কোরিয়ার সংঘাত ইত্যাদি ইত্যাদি। শেষটাও কেমন একটা তাড়াহুড়ো করে করা।

    এছাড়া নারায়ণ সান্যালের অপরূপা অজন্তা পড়ছি, যেহেতু ঔরঙ্গাবাদ ঘুরতে যাব তাই। ইনফো কালেক্ট করার জন্যে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন